এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮১৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.241.98.225 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫629718
  • কেজরী যখন মাঝে বলেছিলেন যে ৮০% কাজ করে দেখিয়ে দিয়েছেন তখন সত্যি হীরকরানীর কথা মনে পড়ে গেছিল।
  • kc | 204.126.37.78 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০629719
  • কেন্দ্র যে জনলোকপালটা পাশ করাল আর কেজরীর জনলোকপাল, এই দুটোতেতো প্রায় কোনও ফারাকই নেই। দিল্লির ক্যাজুয়াল হোমগার্ডদের পার্মানেন্ট করানোর নোটে নাকি উনি রোজই বলতেন কালকে সই করে দেব, এই করে করে নাকি রিজাইন পেপারে সই করে দেছেন। হোমগার্ডরা কালকে খুব চিৎকার করছিল।

    আর এদিকে এই সব সোস্যাল অ্যাকটিভিস্টদের ভোটে দাঁড়ান কেমন যেন গিমিক টাইপের লাগছে। এনারা যেসব কাজকম্ম করেন সেগুলো খুবই গুরুত্বপুর্ণ সন্দেহ নেই, কিন্তু সেসব কাজগুলোর মাস বেসে প্রচার কম। সোনি সোরীকে খুব সহজেই মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হবে। মেধা পাটেকরকে বিভিন্ন কাজের পন্ডকারিণী বলেই দাগানো শুরু হয়ে গেছে। এনারা বেশীর ভাগই হারবেন। তাতে করে সবথেকে বড় ক্ষতি যেটা হবে সেটা হল এনারা যে কাজগুলো করেন, সেগুলো অ্যাটেনশন আর পাবেন না। সোসাল অ্যাকটিভিজমের যে অন্যতম কাজ, হুইসল ব্লোয়িং সেটা পুউরো নষ্ট হয়ে যেতে পারে। সবাই উন্নয়নে সামিল হয়ে যাবে আর এই প্লেসটা পুরো নষ্ট হয়ে যাবে।
  • Arpan | 52.107.175.146 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২629720
  • কী দিংকাল পড়ল, শিবুদাকেও ক্ষ দিতে হচ্ছে!
  • s | 182.0.249.87 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৭629721
  • এই সাইটে যখন কেজরীর কি করা উচিৎ ছিল, কি করা উচিৎ না বলে সুচিন্তিত মতামত পড়ি, মাইরি বহুত হাসি পায়।

    আদপে তো আমরা সেই বাঙালী ই।
  • Sibu | 118.23.96.158 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৪629722
  • আহা, তাহলে তো আপনাকে গম্ভীর মুখ করেই পুরোটা পড়তে হল। আমরা আবার সুচিন্তিত কিছু লিখতে পারি না যে। বাই চান্স সুচিন্তিত কিছু লিখে ফেললে সাইট ওনারকে ডাকে ইরেজার পাঠিয়ে দেই।
  • Ekak | 24.96.44.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০০629723
  • এনজিও রাজ ২০২০ - নামে আমার ফিলিম টা এবার নাবিয়েই ফেলব ভাবছি :P
  • sm | 122.79.37.2 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১১629724
  • প্রধানমন্ত্রীত্বে থেকেও আম্বানিদের বাঁশ দেওয়া শক্ত ব্যাপার। কেজরি সেটা জানেন না এটা আমার মনে হয় না। সেক্ষেত্রে উনি ভোট চাওয়ার আগে তা পরিষ্কার করে ভোটারদের বলে দেওয়া উচিত ছিল। আমি এই করতে যাচ্ছি। অতএব বাকি যা কিছু আমি করব বলছি সেগুলো করার আমার সময়-সুযোগ নাও হতে পারে।
    *********
    শিবু, প্রধান মন্ত্রী থাকলেও কেন আম্বানি দের কিছু করা যাবে না আপনার এই মন্ত্যব্য এর পিছনে যুক্তি টা কি? একটু বিশদে বলবেন ?

    তাতে করে সবথেকে বড় ক্ষতি যেটা হবে সেটা হল এনারা যে কাজগুলো করেন, সেগুলো অ্যাটেনশন আর পাবেন না। সোসাল অ্যাকটিভিজমের যে অন্যতম কাজ, হুইসল ব্লোয়িং সেটা পুউরো নষ্ট হয়ে যেতে পারে। সবাই উন্নয়নে সামিল হয়ে যাবে আর এই প্লেসটা পুরো নষ্ট হয়ে যাবে।
    **********
    kc ,এরা ভোটে দাড়ালে whistle blowing কেন পুরো নষ্ট হবে বলতে পারেন? দেশে কি সোশ্যাল আচ্তিভিস্ট কি কম পড়িয়াছে ?
    whistle blower এর কাজ ট যে কেউ করতে পারে, কোনো আম আদমী, নির্ভিক জার্র্নালিস্ট , সরকারী আমলা,বিরোধী পক্ষ।
    সবচেয়ে ভালো হয় যদি সেটা সরকারে অংশগ্রহণ কারী কোনো দল বা সদস্য করে।
  • bratin | 122.79.36.23 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৩629725
  • মমতা আর কেজরী রা সিপিএম দের দেখে শিখতে পারে না।

    কোথায় কোন কাজ করবে না তাহলে লোকে কত পারসেন্টেজ কাজ হয়েছে বুঝতেও পারবে না।

    তা নয়!!! ঃ)))))
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৯629726
  • কেন্দ্র যে জনলোকপালটা পাশ করাল আর কেজরীর জনলোকপাল, এই দুটোতেতো প্রায় কোনও ফারাকই নেই। ... তাই কী ?

    আর কেশীদার ১১ঃ১০ এর পোস্টের সাথে একেবারেই একমত হতে পারলাম না।
  • kc | 204.126.37.78 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৫629728
  • ফাই দুটো বিলের ড্রাফট পড়ে দেখো।

    আর কোনটায় একমত হলেনা? "এনারা বেশীর ভাগই হারবেন" - এটায়? ;-)
  • a x | 86.31.217.192 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৯629729
  • হারবেটা এত সহজে একেবারেই বলা যায়না। কোথা থেকে দাঁড়াবে তার ওপর নির্ভর করে।
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১২629730
  • ভোটে হারবেন আর হুইসিল ব্লোয়িং নষ্ট হয়ে যাবে, দুটো পয়েন্টেই। আর হারলে উন্নয়নেই বা শামিল হচ্ছেন কীকরে ? ঃ)

    যাই হোক, এইগুলো কি কোন 'ফারাক' বলে মনে হয় না ?
    While the Lokpal Panel will have limited powers because it will have to take the center's approval before taking any action, the Dilli-Janlokpal Panel will be free to directly go to the court and will not need any prior permission from the state government.

    While the Lokpal Panel will be dependent upon the CBI for any kind of investigation, the Dilli-Janlopkal Panel will be free, and will act in accordance with the Prevention Of Corruption Act.

    The Dilli Janlokpal Panel has the power to seize the property of the person who is under its scrutiny while the Lokpal Panel has no such power.

    আরো কিছু পড়েছিলাম। সময় করে পরে দিচ্ছি।
  • কল্লোল | 111.63.213.226 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩১629731
  • অপ্পন।
    ভোটারদের সঙ্গে বিশ্বাসভঙ্গ। কেন?
    আপ কিছু অ্যাজেন্ডা নিয়ে ভোটে গেছে, তার একটা জনলোকপাল। সেটা যদি পাস করাতে না পারে ও তার পরেও ক্ষমতায় থেকে যায়, সেটাই তো বরং ভোটারদের সঙ্গে বিশ্বাসভঙ্গ।
    আপের নির্বাচনী ম্যানিফ্যাস্টোর দরকার। লিং কেউ দেবে/দেবেন।
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৭629732
  • এই যে। পেয়েছি।
    http://www.aamaadmiparty.org/news/the-farce-in-the-name-of-the-lokpal-bill

    এক এক করে ধরি। এটা গুরুত্বপূর্ণ নয় বলে মনে হয় ?

    লোকপালঃ For removal, only the Govt, or 100 MPs can make a complaint to the SC.
    (thus rendering the removal largely under control of the government and the political class, and compromising its independence)

    জনলোকপাল ঃ Any citizen can complain to the SC seeking removal of any member of Lokpal.

    সি বি আই এর পয়েন্টটা আগেই লিখেছি। ওটা কেন গুরুত্বপূর্ণ আশা করি আলাদা করে লিখতে হবেনা।

    এটা তো খুবই দরকারি।
    লোকপালঃ Whistleblower protection: Not mentioned in the government’s bill.

    জনলোকপাল ঃ The Jan Lokpal Bill includes provisions for protection of whistleblowers

    এবং আমার কাছে সবচে বেশি গুরুত্বপূর্ণঃ
    Ambit of the Lokpal: Judiciary excluded completely and MPs excluded in respect of their votes and speeches in Parliament.

    জনলোকপাল ঃ Included all public servants, including judges and MPs, with regard to all their public duties.
  • ম্যামি | 69.93.204.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৭629734
  • পাই এর কথার সমর্থনে -- কেজরি তাই তো বলেছিলেন লোকপাল নয় ওটা জোকপাল।
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৬629735
  • কেশীদা কীসের ভিত্তিতে বললেন, কোন ফারাক নেই, জানতে আগ্রহী।
  • aka | 76.190.163.87 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫১629736
  • কাল যে ভিডিওর লিং দিলাম সেটা কোথায় গেল ভগবানই জানে।

    যাইহোক যাঁরা সারা প্যালিন ও মমতার সাথে কেজরিওয়ালের তুলনা করছেন তাঁরা দেখতে পারেন।

    http://www.ndtv.com/video/player/news/lokpal-or-lok-sabha-the-arvind-kejriwal-interview/309553?pfrom=home-lateststories

    আমার বেশ লেগেছে এই ইন্টারভিউ।
  • a x | 86.31.217.192 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৫629737
  • কেসিকে, ভোটে হারার ব্যপারে - http://www.thehindu.com/news/cities/mumbai/medha-patkars-candidature-may-pose-problems-for-ncp/article5697331.ece

    The Aam Aadmi Party decision to field Narmada Bachao Andolan leader and activist Medha Patkar from Mumbai’s Northeast Lok Sabha constituency is likely to increase troubles for the Nationalist Congress Party.

    The seat is now held by NCP MP Sanjay Dina Patil. Ms. Patkar, last month, announced her full-fledged support to the Aam Aadmi Party. At the time she said she would extend only outside support.

    She has been active in the Northeast constituency through her several agitations for the slum dwellers. The constituency has large number of slums in Mankhurd, Govandi and Deonar. The seat is divided into pockets of Gujarati, Muslim and Dalit population, along with sizeable Marathi voters.
  • pj | 133.252.165.30 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৯629739
  • ইকনমিক পলিসি নিয়ে

    Arvind Kejriwal at CII
  • DPS | 113.2.134.34 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৯629741
  • এটি অতন্ত্য গুরুত্যপূর্ণ বিষয় - কিভাবে মুকেশ আম্বানি এবং দেশের কিছু vested interest ভারত এর KG বেসিন থেকে তোলা CNG নিয়ে দুর্নীতি চালাচ্ছে । Arvind Kejriwal এর বক্তব্য
    https://www.facebook.com/photo.php?v=1467893143429649&set=vb.100006269322993&type=2&theater
  • তাপস দাশ | 122.79.38.196 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭629744
  • আপ নিয়ে খাপ খোলা সহজ নয় আর l আম আদমি, করাপশন ফ্রি ইত্যাদি শব্দবন্ধ/আইডিয়া(ল)দিয়ে পার্টিটা এখন পোক্ত l নানাধরনের সমর্থনপুষ্ট l মেধা পাটকারের উপস্থিতি ব্যাপারটাকে আরও জমিয়ে দিয়েছে l এ অবস্থায় আলটপকা মন্তব্য করা একদম পলিটিকালি ইনকারেক্ট l ফলত, (নি)বন্ধ টাইপ কিছু না লিখলে অবস্থা/ন জানা/নো সম্ভব নয় l
    প্রথমত, লিখিত/ঘোষিত অবস্থানই কোনো রাজনৈতিক দলের অনুশীলনগত অভ্যেস হলে ভারতে এতদিনে বিপ্লব বা ওরকম একটা কিছু হয়েই যেত l যেমন, বাম দল গুলোর কর্মসূচি, গঠণতন্ত্র বা বিপ্লবী পথের দস্তাবেজ শুধু নয়, তাদের চলন-বলন থেকেও মানুষ (তিনি আম বা খাস যেমন আদমি/ঔরত-ই হোন না কেন) সিদ্ধান্ত নেন, ওই দলগুলোকে প্রত্যাখ্যান বা সমর্থন করেন, এবং তেমন একটা প্রেক্ষিত থেকে কোনো কোনো সময়ে জন্ম নেয় নয়া সংঘ/সংগঠন/পার্টি l আম আদমি পার্টি কি তার ব্যতিক্রম? না বোধহয় l দুর্নীতিমুক্তির কর্মসূচি তাদের প্রাথমিক এজেন্ডা হতে পারে, কিন্তু অন্য কারো কর্মসূচিতেই কি স্বচ্ছ সমাজ/প্রশাসনের কথা ছিল না? অন্য রাজনৈতিক দলগুলোর চলনপ্রক্রিয়ার প্রতিক্রিয়াতেই তো আন্দোলন ও আম আদমি পার্টির জন্ম l তাই, খাপ নিয়ে যোগেন্দ্র যাদব বা অরবিন্দ কেজরিওয়ালের ঘোষিত/লিখিত স্টেটমেন্টের চেয়ে আমার মত বাগানহীন বাঞ্ছারামের কাছে বেশি জরুরি আপের পথ হাঁটার ভঙ্গি l আম আদমি পার্টির প্র্যাক্টিসিং ক্ষেত্র থেকে অনেক দূরে, কলকাতায় বসে তাদের সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করা হচ্ছে বলে একজন ক্ষোভ প্রকাশও করলেন l (প্রাসঙ্গিক, এসব চর্চাই চলে ও চলছে ফেসবুকের পাতায়)l বাস্তবিক, অনুশীলন ক্ষেত্র থেকে অনেক দূরেই বসে থাকি আমরা – দূরের খবর পাই বিভিন্ন মাধ্যম বেয়ে l প্র্যাকটিসিং ক্ষেত্র যদি কলকাতা না-ই হয়, না-ই হয় এ বঙ্গ, তবে কি এখানেও ভোটপ্রার্থী দেওয়া হবে, এমন প্রশ্ন কেউ তুলতে পারেন অবশ্য l কিন্তু থাক l আমরা বরং ফেবুতেই মন দিই l আম আদমি পার্টির গ্রূপ l সেখানে একজন ‘খাপ নিয়ে দলীয় অবস্থান’কে প্রশ্ন করে একটি থ্রেড খুলেছিলেন l যোগেন্দ্র যাদবের পজিশনের কিছু বাস্তবিক সমস্যার কথাও উঠছিল l দেখলাম, যাঁরা প্রশ্ন করছেন, তাঁদের হোমে গিয়ে, এবাউট ও ছবি দেখে তা নিয়ে চর্চা শুরু করে বিজেপি দালাল প্রতিপন্ন করার একটা প্রয়াস l এ বিষয়ে এবং খাপ সংস্কৃতির সঙ্গে এই মানসিকতার যোগাযোগ নিয়ে গুটিকয় প্রশ্ন তোলায়, আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কোন দলের সমর্থক l তারও একটা স্পষ্ট জবাব দেওয়ায়, আমাকে বলে হয়েছিল, আম আদমি পার্টির মত সংহত দলের দুর্বল ও সংশয়ীচিত্ত সমর্থকের দরকার নেই l এখানে অত্যুত্সাহী কেউ আমাকে পাল্টা প্রশ্ন করতেই পারেন যে, আমি এসব আলাপের কোনো স্ক্রিনশট রেখেছি কিনা l সবিনয়ে জানাই, না l প্রমাণহীন ভাবে মিথ্যাচার করছি ভাবলে নাচার l যা হোক, এ আলাপ শুরু হয়েছিল এক রাতে l পরেরদিন সকালেও তা লাগু থাকে, এবং কথা চলাকালীন হঠাতই থ্রেডটা উড়িয়ে দেওয়া হয় l এরপর থেকে ওই গ্রূপে কোনো আলোচনায় অংশীদার হইনি, তবে আলোচনা চলতে দেখেছি l এবং বারবার বিভিন্ন প্রসঙ্গে দেখেছি কোনো সিদ্ধান্তে যাঁরা সংশয় প্রকাশ করছেন, তাঁদের প্রতি তাচ্ছিল্য, অবহেলা ও লেবেলিং-এর সংস্কৃতি l সোয়া একমাসের মধ্যে সমর্থকদের এইরকম অন্ধদশা দেখে বাংলার ৩৪ ও ৩ বছরের হিসেব রাখা ও নিকেশ করার কর্মসূচি মনে পড়েছে l আতঙ্কিত হইনি, কারণ খুব বেশি প্রত্যাশী ছিলাম - এমন নয় l
    যোগেন্দ্র যাদব আশা প্রকাশ করেছেন, সমস্ত সামাজিক আন্দোলনকারী সংগঠনগুলোর স্বাভাবিক আশ্রয় হয়ে উঠবে আম আদমি পার্টি l ‘সমস্ত’ শব্দটায় সংশয় তৈরী হলো l অরবিন্দ কেজরিওয়াল ও রাজদীপ সারদেশাইয়ের সংলাপে অরবিন্দ বেশ স্পষ্ট ভাবেই জানালেন কোনো কম্পানিতেই তাঁদের কোনো আপত্তি নেই, বরং তাঁরা চান বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে, এবং ঐসব কোম্পানি যাতে ভালোভাবে ও নিরুপদ্রবে কাজ করতে পারে l এরকম ক্ষেত্রে, ধরা যাক ডেভেলপমেন্ট সেক্টরে, যদি কোনো কোম্পানি স্বচ্ছভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে তাঁদেরকে জায়গা করেই তো দেওয়া হবে l তাহলে রায়াতু কুলি সংঘম আর বিশ্ব ব্যাঙ্ক কিম্বা এডিবি-র মধ্যে চলা বিবাদ কীভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? রায়াতু কুলি সংঘম আর বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিও, উভয়েরই স্বাভাবিক গৃহ কি একই হয়ে উঠতে পারে?
    মেধা পাটকার ও তাঁর নেতৃত্বাধীন এনএপিএমে এরকম একটা চেষ্টা হয়েছিল বটে l নর্মদা বাঁচাও আন্দোলনের প্রবল সাড়ায় উদ্দীপিত অনেকেই সে জোয়ারে ছিলেন l স্বাধীনতার ৫০ বছর পূর্তির কিছু আগে থেকে এনএপিএমের মধ্যে থাকা কিছু গোষ্ঠীকে অনতিদূর থেকে দেখার সুযোগ হয়েছিল l তাদের কাজের প্রকৃতি/চরিত্র বাস্তবিকই বিভিন্ন l তামিলনাড়ুর গ্যাব্রিয়েল, পুনের সাধনা দধিচ, কেরালার টমাস কোচেরি, এঁদের যেমন দেখেছি, তেমনই দেখেছিলাম, ৯৭-এর ১৪ অগস্ট রাতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় বিশাল মিছিল, যার পুরোভাগে ভারতমাতার ট্যাবলো l পরে জেনেছিলাম, আরএসএস থেকে বেরিয়ে গিয়ে এই অংশটা এসে মিশেছিল জোয়ারের জলের সঙ্গে l এরাও নিয়মমাফিক ইস্কুল, খাকি, প্যারেডের মত বিশুদ্ধ নিত্যকর্মে রত থাকেন l একই সঙ্গে ছিল অন্ধ শ্রদ্ধা নির্মূল কমিটিও l দেখেছি গঙ্গা বাঁচাও আন্দোলনের একটা পর্যায় শুরু হচ্ছে, নদীতে মহিলাদের প্রদীপ ভাসানো, শংখ ও উলুধ্বনি, মাথায় জল ছেটানোর মত আচার পালনের মাধ্যমে l (বেচারা ইসরোর লোকটা খিস্তি খেয়ে যায়, অবিশ্যি ও নাকি নাগরিকদের টাকা নিয়ে ঐসব করেছিল l) তখন মেধা পাটকারের সেক্রেটারি ছিল যে নম্র মৃদুভাষী ছেলেটি, (জর্জ না জিও, নামটা ভুলে গেলাম) তার সঙ্গে কথা বলেছিলাম – সে বলেছিল, ইন্টারিম ফেজ, উই হ্যাভ টু একসেপ্ট l তখনও সিপিএম এর ১১৩ ধারা মনে পড়েছিল l এখন অন্তর্বর্তীকালীন শুনলে মনে হয়, ওই যাঃ ! সেই ট্র্যাডিশন সমানে চলছে !
    এসব সংশয়দীর্ণ মনের কথা l সিরিয়াসলি না নিলে কিছু এসে যায় না, ভারতীয় বিপ্লব থোড়ি থেমে থাকবে !
  • তাপস দাশ | 122.79.38.196 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭629743
  • আপ নিয়ে খাপ খোলা সহজ নয় আর l আম আদমি, করাপশন ফ্রি ইত্যাদি শব্দবন্ধ/আইডিয়া(ল)দিয়ে পার্টিটা এখন পোক্ত l নানাধরনের সমর্থনপুষ্ট l মেধা পাটকারের উপস্থিতি ব্যাপারটাকে আরও জমিয়ে দিয়েছে l এ অবস্থায় আলটপকা মন্তব্য করা একদম পলিটিকালি ইনকারেক্ট l ফলত, (নি)বন্ধ টাইপ কিছু না লিখলে অবস্থা/ন জানা/নো সম্ভব নয় l
    প্রথমত, লিখিত/ঘোষিত অবস্থানই কোনো রাজনৈতিক দলের অনুশীলনগত অভ্যেস হলে ভারতে এতদিনে বিপ্লব বা ওরকম একটা কিছু হয়েই যেত l যেমন, বাম দল গুলোর কর্মসূচি, গঠণতন্ত্র বা বিপ্লবী পথের দস্তাবেজ শুধু নয়, তাদের চলন-বলন থেকেও মানুষ (তিনি আম বা খাস যেমন আদমি/ঔরত-ই হোন না কেন) সিদ্ধান্ত নেন, ওই দলগুলোকে প্রত্যাখ্যান বা সমর্থন করেন, এবং তেমন একটা প্রেক্ষিত থেকে কোনো কোনো সময়ে জন্ম নেয় নয়া সংঘ/সংগঠন/পার্টি l আম আদমি পার্টি কি তার ব্যতিক্রম? না বোধহয় l দুর্নীতিমুক্তির কর্মসূচি তাদের প্রাথমিক এজেন্ডা হতে পারে, কিন্তু অন্য কারো কর্মসূচিতেই কি স্বচ্ছ সমাজ/প্রশাসনের কথা ছিল না? অন্য রাজনৈতিক দলগুলোর চলনপ্রক্রিয়ার প্রতিক্রিয়াতেই তো আন্দোলন ও আম আদমি পার্টির জন্ম l তাই, খাপ নিয়ে যোগেন্দ্র যাদব বা অরবিন্দ কেজরিওয়ালের ঘোষিত/লিখিত স্টেটমেন্টের চেয়ে আমার মত বাগানহীন বাঞ্ছারামের কাছে বেশি জরুরি আপের পথ হাঁটার ভঙ্গি l আম আদমি পার্টির প্র্যাক্টিসিং ক্ষেত্র থেকে অনেক দূরে, কলকাতায় বসে তাদের সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করা হচ্ছে বলে একজন ক্ষোভ প্রকাশও করলেন l (প্রাসঙ্গিক, এসব চর্চাই চলে ও চলছে ফেসবুকের পাতায়)l বাস্তবিক, অনুশীলন ক্ষেত্র থেকে অনেক দূরেই বসে থাকি আমরা – দূরের খবর পাই বিভিন্ন মাধ্যম বেয়ে l প্র্যাকটিসিং ক্ষেত্র যদি কলকাতা না-ই হয়, না-ই হয় এ বঙ্গ, তবে কি এখানেও ভোটপ্রার্থী দেওয়া হবে, এমন প্রশ্ন কেউ তুলতে পারেন অবশ্য l কিন্তু থাক l আমরা বরং ফেবুতেই মন দিই l আম আদমি পার্টির গ্রূপ l সেখানে একজন ‘খাপ নিয়ে দলীয় অবস্থান’কে প্রশ্ন করে একটি থ্রেড খুলেছিলেন l যোগেন্দ্র যাদবের পজিশনের কিছু বাস্তবিক সমস্যার কথাও উঠছিল l দেখলাম, যাঁরা প্রশ্ন করছেন, তাঁদের হোমে গিয়ে, এবাউট ও ছবি দেখে তা নিয়ে চর্চা শুরু করে বিজেপি দালাল প্রতিপন্ন করার একটা প্রয়াস l এ বিষয়ে এবং খাপ সংস্কৃতির সঙ্গে এই মানসিকতার যোগাযোগ নিয়ে গুটিকয় প্রশ্ন তোলায়, আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কোন দলের সমর্থক l তারও একটা স্পষ্ট জবাব দেওয়ায়, আমাকে বলে হয়েছিল, আম আদমি পার্টির মত সংহত দলের দুর্বল ও সংশয়ীচিত্ত সমর্থকের দরকার নেই l এখানে অত্যুত্সাহী কেউ আমাকে পাল্টা প্রশ্ন করতেই পারেন যে, আমি এসব আলাপের কোনো স্ক্রিনশট রেখেছি কিনা l সবিনয়ে জানাই, না l প্রমাণহীন ভাবে মিথ্যাচার করছি ভাবলে নাচার l যা হোক, এ আলাপ শুরু হয়েছিল এক রাতে l পরেরদিন সকালেও তা লাগু থাকে, এবং কথা চলাকালীন হঠাতই থ্রেডটা উড়িয়ে দেওয়া হয় l এরপর থেকে ওই গ্রূপে কোনো আলোচনায় অংশীদার হইনি, তবে আলোচনা চলতে দেখেছি l এবং বারবার বিভিন্ন প্রসঙ্গে দেখেছি কোনো সিদ্ধান্তে যাঁরা সংশয় প্রকাশ করছেন, তাঁদের প্রতি তাচ্ছিল্য, অবহেলা ও লেবেলিং-এর সংস্কৃতি l সোয়া একমাসের মধ্যে সমর্থকদের এইরকম অন্ধদশা দেখে বাংলার ৩৪ ও ৩ বছরের হিসেব রাখা ও নিকেশ করার কর্মসূচি মনে পড়েছে l আতঙ্কিত হইনি, কারণ খুব বেশি প্রত্যাশী ছিলাম - এমন নয় l
    যোগেন্দ্র যাদব আশা প্রকাশ করেছেন, সমস্ত সামাজিক আন্দোলনকারী সংগঠনগুলোর স্বাভাবিক আশ্রয় হয়ে উঠবে আম আদমি পার্টি l ‘সমস্ত’ শব্দটায় সংশয় তৈরী হলো l অরবিন্দ কেজরিওয়াল ও রাজদীপ সারদেশাইয়ের সংলাপে অরবিন্দ বেশ স্পষ্ট ভাবেই জানালেন কোনো কম্পানিতেই তাঁদের কোনো আপত্তি নেই, বরং তাঁরা চান বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে, এবং ঐসব কোম্পানি যাতে ভালোভাবে ও নিরুপদ্রবে কাজ করতে পারে l এরকম ক্ষেত্রে, ধরা যাক ডেভেলপমেন্ট সেক্টরে, যদি কোনো কোম্পানি স্বচ্ছভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে তাঁদেরকে জায়গা করেই তো দেওয়া হবে l তাহলে রায়াতু কুলি সংঘম আর বিশ্ব ব্যাঙ্ক কিম্বা এডিবি-র মধ্যে চলা বিবাদ কীভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? রায়াতু কুলি সংঘম আর বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিও, উভয়েরই স্বাভাবিক গৃহ কি একই হয়ে উঠতে পারে?
    মেধা পাটকার ও তাঁর নেতৃত্বাধীন এনএপিএমে এরকম একটা চেষ্টা হয়েছিল বটে l নর্মদা বাঁচাও আন্দোলনের প্রবল সাড়ায় উদ্দীপিত অনেকেই সে জোয়ারে ছিলেন l স্বাধীনতার ৫০ বছর পূর্তির কিছু আগে থেকে এনএপিএমের মধ্যে থাকা কিছু গোষ্ঠীকে অনতিদূর থেকে দেখার সুযোগ হয়েছিল l তাদের কাজের প্রকৃতি/চরিত্র বাস্তবিকই বিভিন্ন l তামিলনাড়ুর গ্যাব্রিয়েল, পুনের সাধনা দধিচ, কেরালার টমাস কোচেরি, এঁদের যেমন দেখেছি, তেমনই দেখেছিলাম, ৯৭-এর ১৪ অগস্ট রাতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় বিশাল মিছিল, যার পুরোভাগে ভারতমাতার ট্যাবলো l পরে জেনেছিলাম, আরএসএস থেকে বেরিয়ে গিয়ে এই অংশটা এসে মিশেছিল জোয়ারের জলের সঙ্গে l এরাও নিয়মমাফিক ইস্কুল, খাকি, প্যারেডের মত বিশুদ্ধ নিত্যকর্মে রত থাকেন l একই সঙ্গে ছিল অন্ধ শ্রদ্ধা নির্মূল কমিটিও l দেখেছি গঙ্গা বাঁচাও আন্দোলনের একটা পর্যায় শুরু হচ্ছে, নদীতে মহিলাদের প্রদীপ ভাসানো, শংখ ও উলুধ্বনি, মাথায় জল ছেটানোর মত আচার পালনের মাধ্যমে l (বেচারা ইসরোর লোকটা খিস্তি খেয়ে যায়, অবিশ্যি ও নাকি নাগরিকদের টাকা নিয়ে ঐসব করেছিল l) তখন মেধা পাটকারের সেক্রেটারি ছিল যে নম্র মৃদুভাষী ছেলেটি, (জর্জ না জিও, নামটা ভুলে গেলাম) তার সঙ্গে কথা বলেছিলাম – সে বলেছিল, ইন্টারিম ফেজ, উই হ্যাভ টু একসেপ্ট l তখনও সিপিএম এর ১১৩ ধারা মনে পড়েছিল l এখন অন্তর্বর্তীকালীন শুনলে মনে হয়, ওই যাঃ ! সেই ট্র্যাডিশন সমানে চলছে !
    এসব সংশয়দীর্ণ মনের কথা l সিরিয়াসলি না নিলে কিছু এসে যায় না, ভারতীয় বিপ্লব থোড়ি থেমে থাকবে !
  • তাপস দাশ | 122.79.38.196 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৭629742
  • আপ নিয়ে খাপ খোলা সহজ নয় আর l আম আদমি, করাপশন ফ্রি ইত্যাদি শব্দবন্ধ/আইডিয়া(ল)দিয়ে পার্টিটা এখন পোক্ত l নানাধরনের সমর্থনপুষ্ট l মেধা পাটকারের উপস্থিতি ব্যাপারটাকে আরও জমিয়ে দিয়েছে l এ অবস্থায় আলটপকা মন্তব্য করা একদম পলিটিকালি ইনকারেক্ট l ফলত, (নি)বন্ধ টাইপ কিছু না লিখলে অবস্থা/ন জানা/নো সম্ভব নয় l
    প্রথমত, লিখিত/ঘোষিত অবস্থানই কোনো রাজনৈতিক দলের অনুশীলনগত অভ্যেস হলে ভারতে এতদিনে বিপ্লব বা ওরকম একটা কিছু হয়েই যেত l যেমন, বাম দল গুলোর কর্মসূচি, গঠণতন্ত্র বা বিপ্লবী পথের দস্তাবেজ শুধু নয়, তাদের চলন-বলন থেকেও মানুষ (তিনি আম বা খাস যেমন আদমি/ঔরত-ই হোন না কেন) সিদ্ধান্ত নেন, ওই দলগুলোকে প্রত্যাখ্যান বা সমর্থন করেন, এবং তেমন একটা প্রেক্ষিত থেকে কোনো কোনো সময়ে জন্ম নেয় নয়া সংঘ/সংগঠন/পার্টি l আম আদমি পার্টি কি তার ব্যতিক্রম? না বোধহয় l দুর্নীতিমুক্তির কর্মসূচি তাদের প্রাথমিক এজেন্ডা হতে পারে, কিন্তু অন্য কারো কর্মসূচিতেই কি স্বচ্ছ সমাজ/প্রশাসনের কথা ছিল না? অন্য রাজনৈতিক দলগুলোর চলনপ্রক্রিয়ার প্রতিক্রিয়াতেই তো আন্দোলন ও আম আদমি পার্টির জন্ম l তাই, খাপ নিয়ে যোগেন্দ্র যাদব বা অরবিন্দ কেজরিওয়ালের ঘোষিত/লিখিত স্টেটমেন্টের চেয়ে আমার মত বাগানহীন বাঞ্ছারামের কাছে বেশি জরুরি আপের পথ হাঁটার ভঙ্গি l আম আদমি পার্টির প্র্যাক্টিসিং ক্ষেত্র থেকে অনেক দূরে, কলকাতায় বসে তাদের সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করা হচ্ছে বলে একজন ক্ষোভ প্রকাশও করলেন l (প্রাসঙ্গিক, এসব চর্চাই চলে ও চলছে ফেসবুকের পাতায়)l বাস্তবিক, অনুশীলন ক্ষেত্র থেকে অনেক দূরেই বসে থাকি আমরা – দূরের খবর পাই বিভিন্ন মাধ্যম বেয়ে l প্র্যাকটিসিং ক্ষেত্র যদি কলকাতা না-ই হয়, না-ই হয় এ বঙ্গ, তবে কি এখানেও ভোটপ্রার্থী দেওয়া হবে, এমন প্রশ্ন কেউ তুলতে পারেন অবশ্য l কিন্তু থাক l আমরা বরং ফেবুতেই মন দিই l আম আদমি পার্টির গ্রূপ l সেখানে একজন ‘খাপ নিয়ে দলীয় অবস্থান’কে প্রশ্ন করে একটি থ্রেড খুলেছিলেন l যোগেন্দ্র যাদবের পজিশনের কিছু বাস্তবিক সমস্যার কথাও উঠছিল l দেখলাম, যাঁরা প্রশ্ন করছেন, তাঁদের হোমে গিয়ে, এবাউট ও ছবি দেখে তা নিয়ে চর্চা শুরু করে বিজেপি দালাল প্রতিপন্ন করার একটা প্রয়াস l এ বিষয়ে এবং খাপ সংস্কৃতির সঙ্গে এই মানসিকতার যোগাযোগ নিয়ে গুটিকয় প্রশ্ন তোলায়, আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি কোন দলের সমর্থক l তারও একটা স্পষ্ট জবাব দেওয়ায়, আমাকে বলে হয়েছিল, আম আদমি পার্টির মত সংহত দলের দুর্বল ও সংশয়ীচিত্ত সমর্থকের দরকার নেই l এখানে অত্যুত্সাহী কেউ আমাকে পাল্টা প্রশ্ন করতেই পারেন যে, আমি এসব আলাপের কোনো স্ক্রিনশট রেখেছি কিনা l সবিনয়ে জানাই, না l প্রমাণহীন ভাবে মিথ্যাচার করছি ভাবলে নাচার l যা হোক, এ আলাপ শুরু হয়েছিল এক রাতে l পরেরদিন সকালেও তা লাগু থাকে, এবং কথা চলাকালীন হঠাতই থ্রেডটা উড়িয়ে দেওয়া হয় l এরপর থেকে ওই গ্রূপে কোনো আলোচনায় অংশীদার হইনি, তবে আলোচনা চলতে দেখেছি l এবং বারবার বিভিন্ন প্রসঙ্গে দেখেছি কোনো সিদ্ধান্তে যাঁরা সংশয় প্রকাশ করছেন, তাঁদের প্রতি তাচ্ছিল্য, অবহেলা ও লেবেলিং-এর সংস্কৃতি l সোয়া একমাসের মধ্যে সমর্থকদের এইরকম অন্ধদশা দেখে বাংলার ৩৪ ও ৩ বছরের হিসেব রাখা ও নিকেশ করার কর্মসূচি মনে পড়েছে l আতঙ্কিত হইনি, কারণ খুব বেশি প্রত্যাশী ছিলাম - এমন নয় l
    যোগেন্দ্র যাদব আশা প্রকাশ করেছেন, সমস্ত সামাজিক আন্দোলনকারী সংগঠনগুলোর স্বাভাবিক আশ্রয় হয়ে উঠবে আম আদমি পার্টি l ‘সমস্ত’ শব্দটায় সংশয় তৈরী হলো l অরবিন্দ কেজরিওয়াল ও রাজদীপ সারদেশাইয়ের সংলাপে অরবিন্দ বেশ স্পষ্ট ভাবেই জানালেন কোনো কম্পানিতেই তাঁদের কোনো আপত্তি নেই, বরং তাঁরা চান বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা করতে, এবং ঐসব কোম্পানি যাতে ভালোভাবে ও নিরুপদ্রবে কাজ করতে পারে l এরকম ক্ষেত্রে, ধরা যাক ডেভেলপমেন্ট সেক্টরে, যদি কোনো কোম্পানি স্বচ্ছভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে তাঁদেরকে জায়গা করেই তো দেওয়া হবে l তাহলে রায়াতু কুলি সংঘম আর বিশ্ব ব্যাঙ্ক কিম্বা এডিবি-র মধ্যে চলা বিবাদ কীভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? রায়াতু কুলি সংঘম আর বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিও, উভয়েরই স্বাভাবিক গৃহ কি একই হয়ে উঠতে পারে?
    মেধা পাটকার ও তাঁর নেতৃত্বাধীন এনএপিএমে এরকম একটা চেষ্টা হয়েছিল বটে l নর্মদা বাঁচাও আন্দোলনের প্রবল সাড়ায় উদ্দীপিত অনেকেই সে জোয়ারে ছিলেন l স্বাধীনতার ৫০ বছর পূর্তির কিছু আগে থেকে এনএপিএমের মধ্যে থাকা কিছু গোষ্ঠীকে অনতিদূর থেকে দেখার সুযোগ হয়েছিল l তাদের কাজের প্রকৃতি/চরিত্র বাস্তবিকই বিভিন্ন l তামিলনাড়ুর গ্যাব্রিয়েল, পুনের সাধনা দধিচ, কেরালার টমাস কোচেরি, এঁদের যেমন দেখেছি, তেমনই দেখেছিলাম, ৯৭-এর ১৪ অগস্ট রাতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় বিশাল মিছিল, যার পুরোভাগে ভারতমাতার ট্যাবলো l পরে জেনেছিলাম, আরএসএস থেকে বেরিয়ে গিয়ে এই অংশটা এসে মিশেছিল জোয়ারের জলের সঙ্গে l এরাও নিয়মমাফিক ইস্কুল, খাকি, প্যারেডের মত বিশুদ্ধ নিত্যকর্মে রত থাকেন l একই সঙ্গে ছিল অন্ধ শ্রদ্ধা নির্মূল কমিটিও l দেখেছি গঙ্গা বাঁচাও আন্দোলনের একটা পর্যায় শুরু হচ্ছে, নদীতে মহিলাদের প্রদীপ ভাসানো, শংখ ও উলুধ্বনি, মাথায় জল ছেটানোর মত আচার পালনের মাধ্যমে l (বেচারা ইসরোর লোকটা খিস্তি খেয়ে যায়, অবিশ্যি ও নাকি নাগরিকদের টাকা নিয়ে ঐসব করেছিল l) তখন মেধা পাটকারের সেক্রেটারি ছিল যে নম্র মৃদুভাষী ছেলেটি, (জর্জ না জিও, নামটা ভুলে গেলাম) তার সঙ্গে কথা বলেছিলাম – সে বলেছিল, ইন্টারিম ফেজ, উই হ্যাভ টু একসেপ্ট l তখনও সিপিএম এর ১১৩ ধারা মনে পড়েছিল l এখন অন্তর্বর্তীকালীন শুনলে মনে হয়, ওই যাঃ ! সেই ট্র্যাডিশন সমানে চলছে !
    এসব সংশয়দীর্ণ মনের কথা l সিরিয়াসলি না নিলে কিছু এসে যায় না, ভারতীয় বিপ্লব থোড়ি থেমে থাকবে !
  • potke | 233.239.158.99 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৯629745
  • তাপস, ভালো লাগল আপনার কথা।
  • রোবু | 213.147.88.10 | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০629746
  • তাপসদা বোধ হয় গুরুর সাইটে প্রথম লিখলেন। ভালো লাগল লেখাটা।
    আমি চেনা লোক। যে গুরুর ফেবু গ্রুপ ছেড়ে আসার পর আপনি জিগ্যেস করেছিলেন কেন ছাড়লাম, উত্তর দিয়েছিলাম সিনেমা দেখা বই পড়ার সময় কমে যাচ্ছে বলে।
    দয়া করে আমার আসল নামটা এখানে প্রকাশ করবেন না, যদিও নিয়মিত যারা, তারা সবাই জানে :-)
    যেটা বলতে আসা, আরো নিয়মিত এখানে লিখুন।
  • তাপস দাশ | 122.79.39.18 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০০629747
  • রোবু, খুব চিনেছি l
    :-)
  • সিকি | 158.195.135.17 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৪629748
  • ল্যাখাটা খুব খুব ভালো, তবে বডডো বেশি স্ল্যাশ আর প্রথম বন্ধনীর ছড়াছড়ি। তাতে লেখাটা আরও বেশি গুরুত্ব পেয়েছে। :-)
  • jhiki | 233.255.225.72 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫১629751
  • লেখাটা খুব ভালো লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন