এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮১৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.211.160 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪২629752
  • তাপসবাবু। আপনার লেখা ভালো লাগলো।
    আমারও মনে হয়েছে অনেককাল বাদে (বোধ হয় প্রথমবার - আমি নিশ্চিত নই) কোন বায়াস ছাড়া একটা দল। যারা এনজিও এবং কর্পোরেটকে সাথে নিয়ে চলতে রাজি। স্বার্থের সংঘাত হবে। তো হবে। তখন সিদ্ধান্ত নিতে হবে। এই তো। তার আগে হাল ছাড়বো কেন।
    এনএপিএম নিয়ে খুব প্রতক্ষ অভিজ্ঞতা নেই। কলকাতার বহু বন্ধু তাতে ছিলেন। তারা বেশ গোঁড়া বাম, দুএকজন ছাড়া। তবে ওঁদের গঙ্গা বাঁচাও আন্দোলনে প্রদীপ ভাসানো ও উলুধ্বনির কথা শুনে খুব কৌতুহল হচ্ছে। আমার মতে এটাই তো হওয়ার কথা।
  • Ekak | 24.99.35.246 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮629753
  • সরকারী পয়সা নষ্ট করে না হলে , উক্ত অনুষ্টানে মকরবাহিনীর পুজো হওয়াও অস্বাভাবিক মনে করিনা । আবার সেই সঙ্গে মকর থুড়ি জ্ঞান্জেস ডলফিন কেন হারিয়ে যাচ্ছে ,স্যালিনিটি কেন চেঞ্জ হচ্ছে হুহু করে তাই নিয়ে হইচই ও কাম্য ।
  • বোরোলিন | 79.210.252.248 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১629754
  • পুরো টই পড়িনি। কেউ কি নোটিত করেছে অলরেডি আবাপ বানাম দিল "কেজরিবাল"। এই উরুশ্চারন কি ফ্রয়েডিয়ান স্লিপ?
  • Bhagidaar | 218.107.71.70 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫629755
  • Name: π

    IP Address : 127.194.2.56 (*) Date:15 Feb 2014 -- 04:01 PM

    আবাপ আজ লিখেছে, কেজরীবাল। নাকি আগে থেকেই এই বানাম লিখছে ?
  • π | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৮629756
  • বিদেশি সাহায্যপ্রাপ্ত এনজিও নিয়ে ঠিক কী সমস্যা ?
  • কল্লোল | 125.241.79.204 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৩629757
  • এঃ পাই কিচ্ছুটি জানে না। এমনিতেই এনজিও খুব খারাপ। উহারা গরীব লোকের উব্গার করে তাদের বিপ্লবের পথে যেতে বিমুখ করে দেয়। তার ওপর আবার ফফা এনজিও এক্কেরে সিয়া এজেন্ট, সাম্রাজ্যবাদকা পয়লা দালাল।
  • PT | 213.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৫629758
  • ধোঁয়া আছে যখন আগুন তো থাকতেই হবেঃ

    What's really set alarm bells ringing is that an average Rs.10,000 crore pours into the country every year in form of donations to NGOs from organisations across the world. Getting foreign funding is no crime; flouting guidelines under the Foreign Contribution Regulation Act 2010 that governs such transfers is.

    ...................Chennai-based NGO World Vision of India has received Rs.442.68 crore, making it the highest paid organisation consecutively in 2009-10 and 2010-11. Despite being the highest paid, the NGO has not filed its returns under FCRA.
    http://indiatoday.intoday.in/story/ngos-flouting-law-on-foreign-contributions-come-under-home-ministry-scanner/1/297354.html

    The US continues to be the highest donor country,.......
    এটাও আবার ঠিক বুঝিনা বাপু। যে ৪৬ মিলিয়ন আমেরিকানের হেল্থ ইন্সিওরেস্ন্স নেই এই টাকাগুলো তাদের পেছনে ঢাললেই তো হয়!!
  • PT | 213.110.246.230 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৪629759
  • কেউ আন্নার ১৭ দফার তালিকার এট্টা লিং দিতে পারেন? দিদি নাকি সব দফা মেনে নিয়েছে আর তাই শুনে APDR নাকি আন্নাকে চিঠি দিয়েছে-to clarify his stand on Mamata!!
  • π | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১১629760
  • কল্লোলদা, ঃ)
  • তাপস দাশ | 122.79.37.172 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৫629762
  • বিদেশি সাহায্য পাওয়া এনজিও নিয়ে আমার কোনো সমস্যা আছে বলে মনে হয়ে থাকলে, সেটা আমার লেখার ত্রূটি l তার জন্যে আন্তরিক দুঃখিত l আসলে আমি রায়াতু কুলি সংঘম ও ফরেন ফান্ডেড এনজিও একসঙ্গে কাজ করতে পারে কিম্বা পারবে কিনা, সে নিয়ে কথা বলছিলাম l বিদেশি অনুদান নিয়ে কলকাতা তথা পশ্চিমবঙ্গে একটা অস্পৃশ্যতার বাতাবরণ ছিল এবং এখনো অনেকটাই আছে l এপিডিআর থেকে একদা অজয় দে, মোহিত রায়দের বের করে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল এইসব কারণ দেখিয়ে l এ ব্যাপারে যতদূর মনে পড়ছে এপিডিয়ারের দক্ষিণ কলকাতা শাখা খুবই সক্রিয় ছিল l কল্লোলদার হয়ত মনে থাকবে l সে সময়ে এপিডিআরে খুবই সংখ্যালঘু হয়ে পড়েছিলাম এসব বোকামি নিয়ে প্রশ্ন তুলে l যাগগে l
    আর ওই যে শাঁখ, উলু ইত্যাদি নিয়ে আমারও খুব একটা ইয়ে আছে, মানে বেশ ভাল্লাগে আরকী ! পোস্ট মডার্ন লাগে নিজেকে l কিন্তু আবার কী মনে হয় – একটা সামাজিক বা গণ আন্দোলনে এমন কিছু আচার পালন করা কি ঠিক, যা সাধারণভাবে একটা নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রে প্রতিপালনীয় ! একটা দেশে যুদ্ধজাহাজ জলে পাড়ি দেওয়ার আগে নারকেল ফাটিয়ে তিলক কাটিয়ে দেওয়া হলে সেটাকে ঠিক বলে মনে করি না (অবশ্য যুদ্ধ জাহাজকেই ঠিক মনে করি না) যখন, তখন সেই একই প্রেক্ষিত থেকে জনাচার বলে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের আচার পালন করতে থাকলে অসুবিধে হয় l এর ফলে কেউ কেউ নিজেদের বিছিন্ন বোধ করতে পারেন কিনা, তা নিয়ে একটু ভাবনা-চিন্তা করলে জনআন্দোলনের পক্ষেই ভালো হত বলে বোধ করেছি l
  • pinaki | 148.227.189.9 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৫629764
  • রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দেখলে গরীবের ভালো ইন দ্য লং রান করা কতটুকু সম্ভব সেটাও ভাবার আছে। আর এমনও নয় যে এনজিওদের কোনো রাজনীতি নেই। অযথা নাক সিঁটকানো যেমন ভালো নয়, এনজিওদের গ্লোবাল রাজনীতির থেকে মুখ ঘুরিয়ে থাকাও ভালো কিছু নয়। প্রতিটা কেস আলাদা করে ট্রীট করাই ভালো, আমার মতে।

    আর মেধা নিজেও কিন্তু ফরেন ফান্ড নেন না - এমনটাই দাবী করেন।
  • s | 208.7.62.204 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৪629765
  • বিদেশি সাহায্য পাওয়া এনজিওদের সন্দেহ না করার কি আছে ঠিক বুঝলামনা। সেই ইরান-কন্ট্রা থেকে হাল আমলের বিন লাদেন, সর্বত্র ফরেন ফান্ডেড এনজিও ব্যবহার করা হয়েছে।
  • Ekak | 132.167.131.217 | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৪629767
  • তাপস বাবু

    আপনার যুক্তি ভুল তা বলছিনা কিন্তু কিছু প্রশ্ন জাগে ।

    প্রদীপ ভাসানো তুলে দিন । সবাই সবাইকে আনন্দ অনুষ্টান উপলক্ষে অভিবাদন জানাবে । কীভাবে ? কোলাকুলি ? হাত তুলে প্রনাম ? গালে চুমু ? বুকে হাত রেখে চাপ ? পেটে ঘুষি ? তখন তখন তো সংখ্যা গুরুর রিচুয়াল নিতে হবে । আবার যারা কোলাকুলি পছন্দ করছেন না তাঁদের হাত তুলে নমস্কার । মোদ্দা কথা কেও কিছু না করে কমিউনিকেশন টাই কাটিয়ে দাও বললে হবেনা । ধর্ম বলুন রিচুয়াল বলুন যতক্ষণ না একেবারে ইন্ভেসিভ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো বড় সমস্যা ক্রিয়েট করেনা । ছোটখাটো সমস্যাগুলো নিজেরাই মিলেমিশে কাটে ।এইভাবেই রিচুয়ালের সঙ্গে রিচুয়াল মেশে । সবাইকে এক ,একরকম করে দেওয়ার যে প্রগতিশীল খেলা সেটা তো বাজারের দান । সবাই একরকম নুন খেলে ফাস্ট ফুডে নুন নিয়ে কেও বিতর্ক তুলবেনা । সবাই একরকম ক্রমাটিক এক্সপিরিয়েন্স এ অভ্যস্ত হয়ে গেলে আরও কমন ফিল্টার বাজারে ছাড়া যাবে । সৌন্দর্যের একটা কমন সংজ্ঞা তৈরী হলে মডেল আর ফটোশপ দিয়ে খেলা মাত । এত বাজারের চাহিদা । ধর্ম আসলে ইন্স্তিতিউসনের ভেতর এন্টি ইন্স্তিতিউশোন । তাকে শত্রু ভাবা তা মনে হয় চুসিং রং এনিমি । বাজারের দরকার সবাইকে রাতারাতি এক গোয়ালের গরু বানানো । মুল্তিকুল্তুরি কেচ্ছা বাজি । সমাজ আসলে একটা স্লো বাট স্তেদি প্রসেসে যেটুকু মেশবার মেশে । বাকিটা না মিশলেও কোনো ক্ষতি হয়না । কিন্তু বাজারের মালিকদের ক্ষতি হয় । সবাই এক গোয়ালে না ঢুকলে তাদের গোয়াল সামলাতে অসুবিধে ।
  • π | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৪629768
  • তাপসদা, বুঝলাম।

    এটা ক'দিন আগের খবর। আজই দেখলাম। যোগেন্দ্র যাদভের বক্তব্যটা ভাল লাগল। সাধারণতঃ তো এইসব চুড়ি শাড়ি পরার প্রস্তাব দিলে সেটাকে যাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তাঁর জন্যই অপমানজনক মনে করা হয়, মেয়েদের জন্য যে অপমানজনক, সে নিয়ে কমই কথা হয় ( উঠলেও মেয়েদের দিক থেকে ওঠে)।

    BJP legislator R.P. Singh placed bangles and lipstick on Delhi Law Minister Somnath Bharti's table, as he was going to table the Jan Lokpal Bill. We demand an apology from the Bharatiya Janata Party for the incident in the assembly. This kind of behavior is not just indecent behavior in an assembly; it is fundamentally anti-women. This is an insult to women in this country. The old male chauvinist language, which treats women as victims who are incapable of defending themselves, must go. Women stand for hard work and courage today. Mr. Harsh Vardhan, must tender an apology for defending this indefensible act.

    -- Yogendra Yadav

    http://www.business-standard.com/article/news-ani/aam-aadmi-party-yogendra-yadav-bangles-anti-women-114021400778_1.html
  • π | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৯629769
  • কেস বাই কেস ই দেখা হোক। বিদেশের নানা ইউনিতে ছাত্রছাত্রীরা ফাণ্ড রেইজ করে থাকে। সেই ফাণ্ড নিয়ে সমস্যাটা ঠিক কীসের ?
  • a x | 138.249.1.202 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৭629770
  • কল্লোলদা, ডোনার বেসড অ্যাক্টিভিসমের অনেক সমস্যা আছে সেটা ব্যঙ্গ করে পুরোটা বোধহয় উড়িয়ে দেওয়া যায়না। এইখানে মানে হিউস্টনে গুজ্জু ডোনার বেস হওয়াতে এইডকে অনেক কিছু করতে এবং বিরত থাকতে হয় নিজের চোখেই দেখা। যে টাকা দেবে সে ডিক্টেট করবে। নইলে ফোট কেস। শুধু এইড না, আশার ক্ষেত্রেও। সন্দীপ পাণ্ডের সাথে ডিসোশিয়েট করার চেষ্টা এগুলো অনেকটাই ঐ ডোনার বেসের জন্য।
  • Sibu | 84.125.59.185 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৪629771
  • ফেবুতে শুনলাম মুকেশ নাকি বাংলুর আইআইএমের চেয়ারম্যানশিপ থেকে টার্ম শেষ হবার আগেই রিজাইন করেছে। ঃ-)

    এক পরিচিত ফ্যাকাল্টিতে জিগালাম এটা কেজরি এফেক্ট কিনা। সে উত্তর অ্যাভয়েড করে বলল বাজারে গুজ্জব আইআইএমের প্রেসিদেন্ট রঙ্গরাজনও নাকি থাকতে চাইছে না।

    বোঝ।
  • π | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৫629773
  • আমি আবার হপকিন্সের এইডকে এই সমস্যায় পড়তে দেখিনি। ডোনারের আলাদা করে সে থাকতেই দেখিনি। ফান্ডের টাকা কীভাবে কোন প্রজেক্টে যাবে, সেটা প্রোজেক্ট কোঅর্ডিনেটররাই ঠিক করে। আর প্রোজেক্টগুলোর ফিসিবিলিটি, পারফরম্যান্স, অডিট রীতিমতন খুঁটিয়ে দেখা হয়, সারপ্রাইজ ভিসিট করা হয়, রিভ্যু ইঃ হয়।

    আর ডোনর দিয়ে ডিক্টেডেড হয়ে কিছু ফোট কেস হয়ে গেলে তো হয়েই গেল, সেক্ষেত্রে তো ফরেন ফাণ্ডেড হবার প্রশ্নই আসছে না।

    যাই হোক, এরকম 'অনেক কিছু করতে এবং বিরত থাকতে হয়', এটা যেহেতু অন্যদের কাছে শুনেছি , নিজে দেখিনি তাই এগুলো কীরকম কী কেসে হয় জানতে সত্যি আগ্রহী। অক্ষদার দেখা কেসগুলো বললে (সম্ভব হলে) খুব ভালো হয়।
  • Sibu | 84.125.59.185 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৭629774
  • উপ্‌স্‌, ঘুমচোখে রঙ্গরাজনের খপরটা ভুল দেখেছি। ঐটে ইগনোর মারুন।
  • Ekak | 132.167.131.217 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৬629775
  • অর্থনৈতিক হিসেবের সততা নিয়ে কথা হচ্ছেনা । কথা হচ্ছে পুঁজির সমস্যা । বিদেশী পুঁজি সেখানে আবার । বিদেশী না হয়ে যদি দিশি বৃহত পুঁজিও হত । আলটিমেটলি তারা এনজিও কেনীয়ন্ত্রন করবেই এবং কার্যপ্রণালী তে মাথাগলাবে । আমার কোম্পানির ফ্যাক্টরি তে কাঁচামাল বক্সাইট আর তুমি বক্সাইট খনি অঞ্চলে গ্রীন মুভমেন্ট করবে এটা হয়না । হতে দেওয়া যাতে না যায় সেই কারণেই বৃহত পুঁজি এত বেশি করে নিজেই এগিয়ে আসে সাহায্য করতে । ফরেন ফান্ডিং কথাটা ওই বৃহত পুঁজি অর্থেই আসে । ফরেন বলে নয় বিশেষত ।
  • π | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৮629776
  • পিটিদা তো অর্থনৈতিক হিসেবের সততার প্রশ্নই তুলেছিলেন।

    অনেক এন হি ও কিন্তু মুভমেন্টকেও ফেসিলিটেট করে। বক্সাইট খনি অঞ্চলে গ্রীন মুভমেন্ট যারা করেন, সেখানেও দেখা যাবে কোন না কোন এন জি ও আছে। তাদের কাজের পিছনে ফাণ্ড ঢালাকে কীভাবে ব্যাখ্যা করা হবে ?

    বা, ধরা যাক গুজরাতের এই আর টি আই প্রোজেক্টটি। এও তো ফাণ্ডেড হচ্ছে।
    http://aidindia.org/main/content/view/624/280/
  • নেতাই | 132.177.150.216 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০২:০৩629777
  • Ekak | 132.167.131.217 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৩629778
  • পাই

    ব্যাখ্যার কি আছে ? :) ওটাই ক্যাপিতালিস্ম এর মন্ত্র । ওভাবেই বাজার এগোয় । ফান্ড ইউৰ অপসিষণ সো ইউ ক্যান ড্র দ্য লিমিট । সমস্ত প্রতিষ্টান বিরোধী এবং ভিসুয়ালি বড় মুভমেন্ট এই ফান্ড আসে প্রতিষ্ঠান থেকে । উই নিড ফিউস বাল্ব্স । আমি কোনদিন কারখানা খুললে তো আগে একটা বিশাল উইনীয়ন রুম বানাবো !
  • ঈশান | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৬629779
  • আআপ যে সমস্যাটা ফেস করতে চলেছে, সেটা তাপস আগেই লিখেছে। এক কথায় সেটা হল আইডিওলজিহীন স্রেফ "ভালো কাজ করব" মোডের সংগঠন তৈরি করা। আইডিওলজি মানে এখানে অবশ্যই প্রথাগত রণনীতি, রণকৌশল, এইসবের কথা হচ্ছে না। ওসব বাঁধাধরা ডকুমেন্টেশন না থাকলেও চলবে, অন্ততঃ গোড়ার দিকে। কিন্তু "ভালো কাজ" বস্তুটা ঠিক কী সেটা নির্দিষ্ট থাকা উচিত, অন্ততঃ সামগ্রিক বোঝাপড়ার ক্ষেত্রে। মানে, কংগ্রেস বললেই যেমন মধ্যপন্থী রাজনীতি, ডানদিকের অর্থনীতি, আর গান্ধী পরিবারের নেত্রৃত্বে একটি হাফ ফিউডাল খিচুড়ি মাথায় আসে। বিজেপি বললেই যেমন সঙ্ঘ পরিবার আর রামমন্দির মনে আসে। এসব ডকুমেন্টেড নয়, কিন্তু কোনটা কি, এক কথায় এই ভাবেই তো রিলেট করি আমরা। আপ বলতে কিন্তু কোনো ছবি মাথায় আসেনা। এখনও আআপর কোনো ফর্মেশন তৈরি হয়নি। টুকটাক আআপ পন্থীদের সঙ্গে ভার্চুয়ালি দেখা হয়েছে। বক্তৃতা শুনেছি, কিছু ইনটার‌্যাকশনও হয়েছে। সব মিলিয়ে এখনও ভ্রূণাবস্থা। একদিকে যেমন যোগেন্দ্র যাদবের অসম্ভব যুক্তিযুক্ত বক্তব্য, অন্যদিকে আপামর জনতার রাজনীতিহীন "ভালো কাজ" করার বাসনা। এই "ভালো কাজ"এর সমস্যাটা হল, কোনটা "ভালো কাজ" এ বিষয়ে সবার আলাদা দৃষ্টিভঙ্গী। দেশমাতৃকার নামে স্লোগান দেওয়াও ভালো কাজ, দুর্নীতি হটানোও ভালো কাজ, মেয়েদের অবমাননানাকরীদের ফাঁসির দাবী করাও ভালো কাজ, এমনকি, মেয়েদের মাল খাওয়া খারাপ বলাও ভালো কাজ। এই সমস্ত ভালো কাজ একসঙ্গে চলেনা। কোনোটাকে বাদ দিতেই হবে। সেটা আপ এখনো করে তুলতে পারেনি, বা করেনি। যেটা আগামী দিনে করতেই হবে।

    কিন্তু এটা, সত্যি কথা বলতে কি আআপর দুর্বলতা নাও হতে পারে। প্রাথমিক এই আদর্শহীনতাটা এখনও পর্যন্ত আআপর শক্তিই। আআপ সব মিলিয়ে একটা ছাতা বানাচ্ছে, বিভিন্ন তৃতীয় চতুর্থ ধারার সংগঠন, কন্ঠস্বর, এদের একটি ছাতা। যে ছাতার কথা আমরা দীর্ঘদিন ধরে ভেবে এসেছি। ট্র্যাডিশনাল বামপন্থীদেরও বলতে শুনেছি, পার্টির বাইরে অনেক মানুষ আছেন, সংগঠন আছে, যাদের সঙ্গে আনতে হবে। সেটা বামপন্থীরা পারেননি। কিন্তু গোটা ভারত জুড়ে আআপ পারছে। এই কারণেই পারছে, যে, তাদের লৌহকঠিন কোনো আইডিওলজি এখনও তৈরি হয়নি। বরং ওটা চলতে চলতে তৈরি হবে, ঠান্ডা ঘরে বসে বানিয়ে ফেলবনা, এই মোডে চলছে আআপ। এই আধা উত্তরাধুনিক আধা অ্যানার্কিস্ট মোডটি (বলাবাহুল্য যেটা আমার খুবই পছন্দ)র জন্য, আআপর কর্মসূচী এই আধাখ্যাঁচড়া ভাবেই তৈরি হবে। টানাপোড়েন থাকবে, ঝট করে পূর্ণাঙ্গতা পাবেনা। কারণ "আগে কর্মসূচী বানান, তারপর কাজে নামুন" এই ভঙ্গী আআপ একেবারেই অনুসরণ করছেনা। তাদের বিকল্প হল, "ঠান্ডা ঘরে না, চলার পথ চলতে চলতেই তৈরি হবে"।

    এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত সবাইকে নিয়ে চলা যাবেনা, কিছু সীমারেখা তৈরি হবে। কিছু জিনিস বাদ যাবে। আইডেন্টিটি তৈরি হবে। আইডিওলজি তৈরি হবে। এইভাবে আইডিওলজি তৈরিতে বিপদের আশঙ্কা আছে। বেনোজলের মতো পপুলিস্ট কালচার ঢুকে পড়ার অবকাশ আছে (সম্ভবত পপুলিস্ট কালচার ঢুকে পড়াটা আদৌ আটকানো দরকার কিনা, এই নিয়েও ডিবেট থাকবে)। কিন্তু আপাততঃ ছাতাটা পাওয়া যাচ্ছে তো। মেধা পাটকর, যোগেন্দ্র যাদব, সোনি সোরির (শর্মিলা থাকলেও ভালো হত), গলা জাতীয় মঞ্চে একসঙ্গে শোনা যাবে তো। কর্মসূচী-টুচি বানিয়ে প্রথাগত রাস্তায় হেঁটে এইটুকুও তো অ্যাদ্দিনে করা যায়নি। এইটুকুই হোক না আপাতঃ। তারপর দেখা যাবে।
  • ঈশান | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২২629780
  • আর এনজিও নিয়ে ছুঁতমার্গের কোনো মানে নেই। কিছু এনজিও সত্যি সত্যিই সরাসরি এজেন্টের কাজ করে। "প্রথম" বা "এইড" এর মতো কোনো এনজিও সত্যি সত্যিই স্বার্থহীন ভাবে চাট্টি কাজ করে। কিন্তু সে তো সর্বত্রই আছে। সিপিআই নামক পার্টিটি দীর্ঘদিন ধরে সোভিয়েতের এজেন্টের কাজ করেছে। আইডিওলজিকাল বান্ডারিটা তৈরি হলে, কে থাকতে পারে আর কে পারেনা, সে এমনিই স্থির হয়ে যাবে। কিন্তু "এনজিও মানেই এজেন্ট", আর কর্মসূচীওলা পার্টি মানেই ধোয়া তুলসীপাতা, এই খাড়াখাড়ি বিভাজনের কোনো মানে নেই।
  • aranya | 154.160.98.31 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৯629781
  • ঈশেন-কে ক।
    আপ নিয়ে কশাসলি অপটিমিস্টিক, এখনও অব্দি
  • Ekak | 132.167.131.217 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৮629782
  • হয়েচে কী বিশাল বড় ভ্যাকম এখন ভ্যাকম মাইনাস ভ্যাকম ইকয়াল টু মোর ভ্যাকম মাইনাস ফাইভ বার চাপের বেলুন কে আরও ধরে টেনে মাইনাস টেন বার জোরে হওয়া বইছে তো মাইনাস টোয়েন্টি ফাইভ বারের সরু বাজারের গলি এরম হবে তবে ওই আরকি বড় ধুলো আর কাশি
  • e | 132.167.131.217 | ১৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৯629784
  • প্লাস হবা ঘুমাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন