এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চাঁদা টা দেবেন .............

    Ekak
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.238.225 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৩630973
  • আজকাল আগের মত "চাঁদার উত্পাত " আছে ? বারোয়ারী পুজো বা অনুষ্টান তো চাঁদা ছাড়া সম্ভব না কিন্তু আমাদের ছোটবেলায় সেটা অনেক সময় উতপাতের পর্যায়ে যেত । একটা অদ্ভূত টোন "আমরা XXXXX থেকে আসছি । চাঁদা টা দেবেন " । কখনই টাকার পরিমানে খুশি না হওয়া ।
    স্মৃতি বলছি সবচে কম এমাউন্টের চাঁদা দিয়েছি আলমবাজার কালাকার্পারা শ্যামাপূজা সমিতি কে । ২ টাকা । তখন দশ পয়সায় একটা গুজিয়া হত । চার আনায় প্যাঁড়া । কুড়ি পয়সায় ট্যারার দোকান থেকে বেগুনি । সেই সময়ে ২ টাকা ।

    হটাত মনে হলো : এখন চাঁদার পরিমান কীরকম দাঁড়িয়েছে জানলে মার্কেট বোঝা যাবে । হাজার দের হাজার নাকি শ পাঁচস ? এখনো কি পারা বেপাড়া থেকে বিল ছাপিয়ে এসে ভীড় করে শয়ে শয়ে নাম না জানা পুজো সমিতি ? পরবর্তীকালে যখন হাউসিং এর পুজোয় থেকেছি নিজে , চাঁদা ব্যাপারটা ফিক্সড এমাউন্ট । বরং স্পন্সর নিয়ে মাথা বেশি ঘামাতুম । কিন্তু সর্বর্ত্র তো হাউসিং হয়ে যায়নি । এর বাইরে বিশাল একটা পাড়া কালচার আছে । আছে গম্ভীর অথচ ভীতু গলায় নীচু স্বরে " চাঁদা টা দেবেন " । নাকি নেই ?
  • AR | 30.139.67.50 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৬631071
  • মনে আছে পারার সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেলে অবধারিত প্রশ্ন ছিল বানানটা বল।
  • bratin | 122.79.39.80 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৪631082
  • আমাদের দু টো ক্লাবে মেন লি চাঁদা দিতে হয় একটা ১৫১ । অন্য টায় ১০১। ছোট বাকি গুলোয় ১৯/১৫/২০ এগুলি দূরের পাড়ার। কিব্তু কেউ তেমন ঝানেকা করে না। অনেক টা অনুনয়/ প্রার্থনা ভঙ্গী তে। কারন এখন কার বেশীর ভাঘ পুজো স্পনসর সিপে।
  • Tim | 12.135.56.121 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০১631093
  • হেহে বোতিন্দার চরম সব টাইপো হচ্চে।

    সরস্বতী পুজোয় সবথেকে অসুবিধে হত। অগুন্তি চাঁদা। সবাইকে ২টাঃ একটাকা করে দেওয়া হত। একেবারে পাড়ারগুলোয় পাঁচ। বাড়ির কেউ থাকলে আরো বেশি।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৬631104
  • সরস্বতী পুজোর দুদিন আগে দ-র পাড়া থেকে গাড়িতে করে বইমেলা গেলাম। রাস্তায় কুচো কুচো বাচ্চারা চাঁদার জন্য আটকেছিল তো। তবে আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেছিলাম, ইয়ে অলগ বাত হ্যায়। :-)
  • bratin | 125.248.113.253 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৯631115
  • আমাদের পাশের বাড়ি নিত্যজেঠু কেউ চাঁদা ইয়ালা দের নানা রকম শক্ত প্রশ্ন জিগিয়ে গুলিয়ে দিতেন।এদের ই এক দল প্ররিশোধ নেয়।মেথর ডাকিয়ে সারা দরজায় গু মাখিয়ে দেত। পাতকোয়োর জলেও বেধ কিছু।
  • bratin | 125.248.113.253 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০১631126
  • /বেশ
    দেয়
  • dd | 132.166.80.12 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৫631137
  • এই চাঁদা লুরুতে নেই। কোথ্থাও না।

    একটাই পুজো হয়, বারোয়ারী। সেটা বাবা গানুশের। তা পাড়ার এমেলেই এন্তার টাকা দিয়ে দ্যান। জনতার কাছে হাত পাত্তে হয় না। হেথায় পলিটিশিয়ানরা পোচোন্ডো বড়লোক। কোথাও লুকোছাপা নেই। বুক ফুলিয়ে গর্ব করে বড়লোক। হুংকার দিয়ে বড়লোক।

    আমার খুব ভাল্লাগে।
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১১631148
  • গত মাসে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায় একটি সাঁওতাল গ্রামে পরপর দুদিন গেছি। শহরে ফেরার পথে নির্জন রাস্তায় কুচো-কাঁচার দল বাঁশ দিয়ে আড়াআড়ি ভাবে রাস্তা আটকে সরস্বতীপূজোর চাঁদা চায়।
    ড্রাইভার অসুস্থকে নিয়ে হাসপাতাল যাচ্ছি বলে ধমকে অবরোধ তুলিয়ে বেরিয়ে যাচ্ছিল। তিনটে জায়গায়। দ্বিতীয় দিন একটি দল চিনে ফেলে, অবরোধ তোলে না। জানতে চায় --কি অসুখ?
    আমার মুখ দিয়ে বেরিয়ে যায় -- ডেলিভারি কেস, সিরিয়াস। কিছু হয়ে গেলে কে দায়ী হবে ? শিগগির তোল বলছি!
    ওরা ভ্যাবাচাকা , বেরিয়ে যেতে দিল। কিন্তু আমাদের গাড়ির পেছনে হেলান দিয়ে চোখ বুঁজে থাকা মহিলাটি আমার ওপরে বেজায় চটে গেলেন।
  • Bhagidaar | 216.208.217.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৬630974
  • তাও তো ভালো মহিলা ছিলেন গাড়িতে। পুরুষ ভর্তি গাড়ি ডেলিভারির কারণে বেরিয়ে যেতে চাইলে আবার অন্য গপ্প বানাতে হত।
  • a x | 138.249.1.206 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৫630985
  • ঃ-))
  • S | 139.115.2.75 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:২১630996
  • আচ্ছা চাঁদা দিতেই বা লোকেদের এতো আপত্তি কেন? একদল লোকের মনে হয় এটা স্যাডিস্টিক প্লেজারের মতন। দেখ তুই চাইছিস, কিন্তু আমি দেবো না। অনেক থাকলেও দেবো না। আবার এইরকম কিছু কিছু লোকজন চাঁদা না দিয়েও শহরের সেরা পুজোটা চায়। ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি। যাদের ক্ষমতা থাকে তারা একটু না দিলে আর পাড়ার বারোয়ারী পুজো হবে কি করে।
  • Bhagidaar | 216.208.217.6 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩০631007
  • কি জ্বালা!
  • mila | 59.128.62.215 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০631018
  • নতুন পাড়ায় প্রথম পুজো, কযেকটি বাচ্চা এসে চাদা চাইতে আমার মা একটা ৫ টাকার নোট দিয়েছেন, তাতে তারা কিছুতেই নেবেনা, শেষে মা কে বলেছে, আপনি এরকম করলে পারার বড় দের নিয়ে আসতে বাধ্য হব, শুনে আমি চিন্তা করছিলাম, কারণ মা তখন বাড়িতে একা, আর নতুন জায়গায় কাউকে চিনিনা, তারপর শুনি ৯-১০ এর দুটো ছেলেকে নিয়ে এসেছে, সেইসব বড়দের সম্মানে মা নাকি ১০ টাকা দিয়েছিল :)
  • Ekak | 24.99.17.57 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩631029
  • এখন চাঁদার রেট্ কী যাচ্ছে কেও বলুন । নাকি চাঁদা তলা বন্ধ হয়ে গ্যাছে ?
  • jhiki | 190.214.232.81 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪631040
  • সি আর পার্কের পুজোয় চাঁদা তোলে।
    চাঁদা দিলে গেট পাস পাওয়া যায়।
    গেট পাস থাকলে লাইন দিতে হয়্না।
    পাড়ার পুজোতে লোকে বেশী চাঁদা দেয়, অন্য ব্লকের পুজোতে কম। মিনিমাম ১০০ বা আরো বেশী।
  • রোবু | 213.147.88.10 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৬631051
  • কোন পূজো, তার ওপর নির্ভর করে।
    কল্যাণীতে আমাদের পাড়ায় ছোট পূজো। এক হাজার টাকা। একটা নতুন পূজো শুরু হয়েছে বাড়ির পাশেই, তারাও চাঁদা চায়, আমরা দিই না, আমরা পুরনো পূজোটাতেই দিয়ে থাকি। পূজোর সাথে আমাদের সম্পর্ক শুধু চাঁদা দেওয়াতেই। তা এস এর কথা অনুযায়ী আমাদের বোধ হয় চাঁদা দেওয়া উচিত না :-) আমিই বা চাঁদা দিয়ে অন্য বাড়ির লোকের ভূরিভোজের ব্যবস্থা করব কেন?
    চাঁদা দেওয়াতে আপত্তির হাজারটা কারণ আছে, পরে ইচ্ছে হলে হ্যাজাবো, এসব বারবার রিপিট করতে ভালোও লাগে না।
    কালীপুজো পাড়ায় হয় না, বেপাড়া থেকে আসে, ১০০ ২০০ দূরত্ব বুঝে।
    পাড়ায় জগদ্ধাত্রীতে পাঁচশ।
    সরস্বতীতে প্রায় দেওয়াই হয় না, একটা দুটো পাঁচ দশ বাদে। তাবে তার শোধ তুলতে ফুল এবং টবশুদ্ধু গাছও চুরি করে, হ্যাঁ, চুরিই বলব, নিয়ে যায়।

    কেস্টপুরে এখন ভাড়াবাড়িতে থাকি। একেবারে এক সিজনের জন্য পনেরোশো নিয়ে যায়। দুর্গা, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী।
    কালীপূজোর আরো দু-একটা পার্টি আসে, ওই ৫০, ১০০, সরস্বতীপূজোর কচিরা যে সময়ে চাঁদা নিতে আসে, আমি বাড়ি থাকি না।

    কেস্টপুরে এর আগে যখন ফ্ল্যাটে থাকতাম, ছোট কমপ্লেক্স, হাজার নিত বছরের সব পূজো কাভার করে।
  • kabya | 59.249.129.71 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৭631062
  • চাঁদা দেওয়ার জন্য জোর করা টা কে আমি কিছুতেই মানতে পারি না। আমার সামর্থ্য থাক বা না থাক চাঁদা দেবো কিনা বা কতো টা দেবো সেটা তো আমার ব্যাপার। সেখানে জোর করে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা পরোক্ষ ভাবে গুন্ডাগিরির সামিল।

    আমরা এই জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ এ ডুয়ার্স বেড়াতে গিয়েছিলাম, ওখানে তখন ই প্রায় সব লোকালয় এর রাস্তায় গাড়ী আটকে সরস্বতী পূজোর চাঁদা চাইছিলো। বেশ কয়েকটা জায়গায় বড় বড় ছেলে রাও। সেখানে দিতেই হয়েছিলো।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪631070
  • নিউ টাউনের এক আবাসনে আমি ঠিক এইটাই বলেছিলাম যে আমি তো পার্টিসিপেট করি না, করবও না। তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৬631072
  • এখানে বলে রাখা ভাল, আমি ২০০ দিয়েছিলাম, তেনাদের দাবী ছিল ১৫০০। যুক্তি হল 'আমরা এটাই এইবছর ধার্য্য করেছি' আর চারদিন দুইবেলা খাওয়া দাওয়া আমাদের ওখানেই হবে, অষ্টমীর দিন সকালের জলখাবারও ওখানেই।

    শুরুতেই জবরদস্তি করল বলে আমি আর কিছুতেই ২০০ থেকে উঠিনি। নাহলে আরেকটু বেশী দিতাম।
  • Abhyu | 85.137.3.71 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৯631073
  • আই এস আইয়ের বাঙলা লাইব্রেরী সমীক্ষার জন্যে আমার চাঁদা তোলা খুব বিখ্যাত ছিল। কিন্তু সে গল্প আই এস আইয়ের টইয়ের জন্যে। শুধু এই কথাটা বলে যাই, হোজো বলে একজন চাঁদা প্রসঙ্গে এক্খানি অমর উক্তি করেছিল - পয়্সা না দিলে কিচ্ছু খুলব না।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪০631074
  • ট্যাক্সও তো না চাইলেও দিতে হয়।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪৩631075
  • ও তাহলে এখানে কেউ যে পুজোয় চাঁদা দেয়নি, সেই পুজো দর্শন করতেও যায়নি। ভালো।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫631076
  • পোচোন্ডো ভালো। তবে শুনুন।

    হাউসিংয়ে থাকি, সেখানে "বাইরে থেকে" চাঁদা তুলতে আসার গল্প নেই। হাউসিংয়ে পঁচিশ ঘর বাঙালি আছে, তাই দিয়েই সাত আট বছর আগে দুর্গাপুজো চালু হয়েছিল। সেখানে আমাকে প্রতি বছর দশ হাজার টাকা চাঁদা দিতে হয়। অথচ আমি প্রায় কোনওবারেই সেই পুজোর সঙ্গে কোনওভাবেই ইনভলভড থাকি না, এমন কি দু এক বছর বাদ দিলে পুজোর সময়ে আমি ওখানে থাকিই না। পাঁচ দিন ধরে খোট্টাসংস্কৃতির নাচগান এন্টারটেনমেন্ট , সারা বছর সইলেও পুজোর পাঁচদিন সইতে পারি না, তাই টাকাটি দিতে হয় তাই দিই, এবং নিজে আলাদা থাকি।

    মন থাকে ব্যান্ডেলে, আমাদের বাবাজ্যাঠাদের প্রতিষ্ঠা করা পুজো, জন্ম থেকে ঐ পুজো দেখে আসছি, সেখানে দু হাজার দিই, আমার কাছে দুর্গাপুজো মানে ঐ ব্যান্ডেল সর্বপল্লীর পুজোই। চার হাজার দিতে চেয়েছিলাম, তারা নেয় নি, দু হাজারই নেয় প্রতি বছর। চেনা মুখগুলো দেখি, বাংলা ভাষা শুনি চারদিকে।

    --------------

    গেল বছর সোসাইটির বাঙালিদের গ্রুপ থেকে মেল এল, এ বছর সরস্বতী পুজোর জন্য আমরা চল্লিশ হাজার টাকা বাজেট ধরেছি, প্লিজ আপনাদের বক্তব্য জানান। আমি চিরকাল জানি সরস্বতী পুজো দশ কুড়ি টাকার চাঁদায় হয়ে যায়, শুধু লিখলাম, আমার মতে বাজেটটা অত্যন্ত বেশি, সরস্বতী পুজোর তুলনায়। দশ থেকে কুড়ি হাজার টাকায় সরস্বতী পুজো হয়ে যায়, যদি পুজোটাই মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে। তাতে ভক্তিমান অনেক বাঙালি বোমা খচে গিয়ে আমাকে ভার্চুয়ালি অনেক ঝাড়লেন, এক প্রবীণ বাঙালি আরেক নবীন বাঙালিকে অ্যাসাইন করলেন বাঙালিদের এমন সুমধুর মিলনমেলা আমি যাতে ব্যহত না করি সেটা যেন আমাকে ভালো করে বোঝানো হয়। তো সেই নবীন বাঙালি আর আসেন নি আমাকে বোঝাতে। আমিও আর নাক গলাই নি। আমার চাঁদা ছাড়াই পুজো হয়েছে, গতবছরেও, এ বছরেও। দুর্গাপুজোর দশ হাজারটা অবশ্য নিয়ে গেছিল।

    আপাতত সরস্বতীর দয়ায় সোসইটিতে আমি স্লাইটলি একঘরে হয়ে গেছি, তাও সে অচলাবস্থাও কেটে গেছে গত বছরের শেষাশেষিই।
  • kumu | 132.161.150.208 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৬631077
  • দিল্লীতে কেউ চাঁদা চায় না।
    তাই কলকাতা গেলে আমি সব কুচোদের চাঁদা দিই।ঐ মুখগুলো দেখতে খুব ভালো লাগে।একবার পাড়ার কয়েকটা পুঁচিকে ৫০ টাকা দেয়াতে একজন বলেই ফেলেছিল, ওমা, এত টাকা দিচ্ছেন কেন?
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৮631078
  • Sএর বক্তব্যগুলো পড়ে বেশ হাসি পেল। খ্যাখ্যা করে হেসে নিলাম। :-)

    ১। ট্যাক্স দেওয়া হয় সরকারের থেকে সুযোগ সুবিধা আদায় করার জন্য, দেশের উন্নতির জন্য। পুজোয় চাঁদা দিয়ে কী চতুর্বর্গ লাভ হয়? দেশের বা দশের, বা একের? একবেলা / তিনবেলা ভেজ লানচ ছাড়া?

    ২। চাঁদা দেওয়া যদি পুজো দর্শন করতে যাবার একটা আবশ্যিক ক্রাইটেরিয়া হয়, তা হলে তো প্যান্ডেলের মুখে একটা লোহার গেট বসিয়ে দিলেই হয়। চাঁদা দিন, পুজো দর্শন করুন। মিটে গেল।
  • kumu | 132.161.150.208 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৯631079
  • সরস্বতী পুজো? ১২হাজারে হয়ে যায়।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৫631080
  • দিব্যি হয়ে যায়। এখানে তো প্লাস্টার প্যারিসের মূর্তি বিক্রি হয়।

    মজা হল, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, এইসব অকেশনে এনাদের বাঙালি ইউনিটি তেমন চাগিয়ে ওঠে না। একবার পয়লা বৈশাখ, একবার রক্তদান শিবির অর্গানাইজ করতে গিয়ে ফেল করেছিলাম। তখন কোনও বাঙালির দেখা পাওয়া যায় না। কিন্তু যেই অকেশনটা দুগ্গাপুজো, কালীপুজো কিংবা সরস্বতী পুজো হয়, অমনি বাঙালিদের তেজ দ্যাখে কে! ব্যাগড়া দিলেই বাঙালি ইউনিটিতে হস্তক্ষেপ। :-)
  • jhiki | 113.10.66.75 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৯631081
  • সি আর পার্কে বাড়ী বাড়ী এসে চাঁদা নেয়।
    মহাভীর এনক্লেভেও বোধহয় তাই। মানে পাড়াটা বাঙালী হলে বাড়ীতে এসেই চাঁদা নেয়।
  • jhiki | 233.255.225.78 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫১631083
  • আমরা তো এখানেই মাত্র ২০০ ইউএসডি দিই। তাতে সপরিবারে পুজোর পাঁচ দিন ও সরস্বতী পুজোর লান্চ, লক্ষ্মী পুজোর ডিনার, দেওয়ালীর স্ন্যাক্স ও বাজি। কমপক্ষে তিনটে ৩-স্টার হোটেলের বলরুমে ডিনার + সাঃ অঃ এবং একটা পিকনিক!!
    এতেও লোকে বেশী চাঁদা বলে অভিযোগ জানায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন