এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চাঁদা টা দেবেন .............

    Ekak
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯১০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৩631117
  • "@ সিকি, আম্বানি আপনার থেকে বেশি ট্যাক্স কেন দেবে? রাস্তা তো দুজনেই ইউজ করেন, পুলিশ মিলিটারি তো দুজনকেই রক্ষা করে। এখানে একজন লিখেছেন "তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?"। সেটার পরিপ্রেক্ষিতে।"

    বেশ তো, মাইনের ভিত্তিতে চাঁদা ধার্য হোক, আশা করি সবাই 'চাঁদাটা কাটতে এলাম' শুনে গত বছরের আইটি রিটার্ন ফর্ম হাতে নিয়ে বেরোবেন, আর পাড়ার নিম্নবিত্ত মানুষদের নিশ্চই চাঁদা দিতে হবে না, বিনামূল্যে খেয়ে দেয়ে আসতে পারবেন। নিশ্চই কুপন সিস্টেম-ও থাকবে না?

    আশা করি গণতান্ত্রিক উপায়ে পাড়ার পুজোর প্রেসিডেন্ট ভোট দিয়ে নির্বাচন করা যাবে।

    আরো পয়েন বলব, সময় আসুক। তবে আপাতত এইটুকু হয়ে গেলেই চাঁদা আর ট্যাক্সকে এক করে ফেলি।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৫631118
  • কথাটার মানে কি? আর যারা কথাটা ব্যবহার করেন না, তার সকলেই তো কালার ব্লাইন্ড।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৬631119
  • আপনি প্রেক্ষিতটা আবারো মিস করে গেলেন। ঐ কোটেশনের মধ্যের লাইনগুলো আবার পড়ুন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩০631120
  • তার মানে নিগ্রো সবটা যেখানে যখন খুশি ইচ্ছেমত ব্যবহার করা যাবে, তাই তো? ঠিক আছে।

    প্রেক্ষিত? প্রেক্ষিত তো এইটা ছিল "ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি।" - নয় কি?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৬631121
  • আমি তো শব্দটার মানে জানতে চাইলাম। ইতিহাস জানতে চাইলাম। সেটাই তো জানিনা। লোকে (সব রঙ্গের) জ্যঙ্গো দেখতে যায়নি, ক্রিটিসাইজ করেছে, কারণ একটি শব্দের বেশি ব্যবহার। কিন্তু সেক্ষেত্রে তো আমরা পুরো ইতিহাস থেকেই ঐ প্রথাটাকে মুছে দিতে চাইছি।

    না। সেটা প্রেক্ষিত নয়। এইটা প্রেক্ষিত "তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?"। Two wrongs don't make it right"
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৭631123
  • "তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?" বলা হয়েছে ""ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি।" প্রেক্ষিতে।
    সারমন দিয়া লাভ নাই।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৭631122
  • কথাটা হোলো সামর্থ্য থাকলে চাঁদা দিতে আপত্তি কেন?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮631124
  • আর সেটার প্রেক্ষিত হোলো "কথাটা হোলো সামর্থ্য থাকলে চাঁদা দিতে আপত্তি কেন?"
  • j | 230.227.106.153 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪০631125
  • সামর্থ্য থাকলেই বা দেব কেন?
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪১631127
  • সামর্থ্য থাকলে কম্যুনিস পার্টিকে চাঁদা দিতে আপত্তি কেন?
    সামর্থ্য থাকলে পাড়ার মোড়ে রিক্সাচালকদের শনি বা বিশ্বকর্মা পুজোতে এক হাজার থাকা চাঁদা দিতে আপত্তি কেন? সামর্থ্য থাকলে টাকা ব্যাঙ্কে না জমিয়ে, গয়না না কিনে ইউনিসেফ বা ক্রাই কে দিয়ে দেওয়া নয় কেন? সামর্থ্য থাকলে গ্রামীণ স্কুলে চারটি কম্পিউটার কিনে দেওয়া নয় কেন? আরো বলব?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪২631128
  • সেখানেই তো ঐ ট্যাক্সোর কথাটা এলো।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৪631130
  • হ্যাঁ আমি সত্যিই জানতে চাই। কেন? সামর্থ্য থাকলে গ্রামীণ স্কুলে চারটি কম্পিউটার কিনে দেওয়া নয় কেন? সিরিয়াসলি জানতে চাই। দুগ্গ পুজো যেখানে আমার বাড়ির লোকেরাও আনন্দ করবে সেখানে চাঁদা দিতে এতো আপত্তি কেন?
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৪631129
  • ""ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি।" - তার মানে এতে আপনার আপত্তি নেই তো?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৫631131
  • আছে তো। কিন্তু সেই সঙ্গে " "তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?"। এই কথাতেও আপত্তি আছে। Two wrongs don't make it right" বললাম তো।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৬631132
  • সামর্থ্য থাকলেই বেশি ট্যাক্সো দিতে হবে কেন? এটাও অ্যাড করুন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৭631134
  • এইটে ছিল মূল বক্তব্য:
    "
    Name: S

    IP Address : 139.115.2.75 (*) Date:13 Feb 2014 -- 06:21 AM

    আচ্ছা চাঁদা দিতেই বা লোকেদের এতো আপত্তি কেন? একদল লোকের মনে হয় এটা স্যাডিস্টিক প্লেজারের মতন। দেখ তুই চাইছিস, কিন্তু আমি দেবো না। অনেক থাকলেও দেবো না। আবার এইরকম কিছু কিছু লোকজন চাঁদা না দিয়েও শহরের সেরা পুজোটা চায়। ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি। যাদের ক্ষমতা থাকে তারা একটু না দিলে আর পাড়ার বারোয়ারী পুজো হবে কি করে।

    --------------------------------------------------------------------------------
    "

    -দেখে শুনে মনে হচ্ছিল "ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি।" - এতে আপত্তি আছে। যদি বলেন আপত্তি নেই, তাহলে আমার আর কোনো বক্তব্য নেই। কিন্তু সেক্ষেত্রে "এইরকম কিছু কিছু লোকজন" অংশটা সরিয়ে দেবেন, কেমন?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৭631133
  • দুগ্গা পুজা
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৯631135
  • আমার লাস্ট চারটে পোস্ট পড়েন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫২631136
  • সামর্থ্য থাকলেই চাঁদা দেওয়া আর সামর্থ্য থাকলেই ট্যাক্স দেওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হলে চাঁদা আর ট্যাক্স এর মধ্যে ডিফারেন্স তা বুঝতে হবে। তা সেটা বুঝবার ইচ্ছে না থাকলে আলাদা কথা। আর থাকলে বোঝাই যায়। সামর্থ্য থাকলে, দূর্গাপুজোর চাঁদা তুলুন, নম নম করে পুজো সেরে বাকি টাকা লোকাল স্কুলের উন্নতি কল্পে দিয়ে দিন, কিস্যু বলব না।
    "দুগ্গ পুজো যেখানে আমার বাড়ির লোকেরাও আনন্দ করবে সেখানে চাঁদা দিতে এতো আপত্তি কেন?" - বললাম তো আমার সম্পর্ক চাঁদা দেওয়া অবধিই। আনন্দ করিনা। তাহলে কেন চাঁদা দেব? কেস্ত্পুরে কেন চাঁদা দেব যেখানে আমি থাকিই না পুজোর সময়ে? ভুরিভোজ ছেড়ে দিন।
    গোল গোল ঘুরছেন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৬631138
  • "ফ্ল্যাট বাড়ির সকলে মিলে ২০০ টাকা চাঁদা দিয়ে বিজয়া সন্মিলনিতে এসে পুরো ফ্ল্যাট ভুড়িভোজের গল্প শুনেছি। " কেন আপত্তি আছে? থাকার কথা নয় তো! কারণ আমার তো কর্তব্য চাঁদা দিয়ে অন্য লোকের খাবার ব্যবস্থা করে দেওয়া, সামর্থ্য থাকলে!! তাই না? এমন কনট্রাদিক্ষণ কেন?
  • jhiki | 190.214.233.94 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৯631139
  • আমি নিজে রোজগার শুরুর পর থেকে কমি উৎপাতহীন পাড়ায় থাকতে অভ্যস্ত।

    তবুও আমাদের সদর দরজা দেখে যারা বোঝার তারা বুঝেই যাবে যে আম্রা কমি নই ঃ)
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০১631140
  • কথাটা চাঁদা আর ট্যাক্সের পার্থক্যের হচ্ছে না। কথাটা হোলো মানসিকতার "আমার সামর্থ্য থাকলেও অন্যদের সাবসিডাইজ করবো কেন?"। ধরা যাক সমস্ত বাড়োয়ারি পুজো বন্ধ হোলো। তাতে একজ্যাক্টলি কজন গরীব লোকেদের উপকার হবে জানতে ইচ্ছা থাকলো। যারা পুজোতে টাকা দেননা তারা আবার ইস্কুলে টাকা দেবেন। আর বাড়োয়ারি পুজোটা একটা বিশাল ইকনমিক অ্যাকটিভিটি, যেখানে গরীব লোকেদেরই একটু উপকার হয়।

    আপনার মতন লোকেদের কথা তো হচ্ছে না। আপনি চাঁদা দেবেন সেখানে যেখানে আপনি থাকেন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৮631141
  • আপনি ভুল বুঝেছেন। আমার সামর্থ্য থাকলেও অন্যদের সাবসিডাইজ করবো কেন যাদের নিজেদের সামর্থ্য আছে?
    পুজো বন্ধ করতে বলছি না তো, ঠিকঠাক চাঁদা নিক, ঠাকুর প্যান্ডেল, বাচ্চাদের খেলা-ধুলোর ব্যবস্থা ইত্যাদির জন্য যেটা লাগে। একটা অংশ রাখা খাক সেইসব গরীব লোকেদেরই জন্য, যাদের একটু উপকার হয়, তাদের আরেকটু বেশি এবং সরাসরি উপকারের জন্য।

    ঝিকিদিকে, সে তো আমাদের পাড়া-র সবাই জানে আমরা পুজো-টুজোতে যাই না, কি চাঁদা চাইতে আসা তো বন্ধ হয় না? তা বাড়ির বাইরে কী লিখতেই হবে না ওই কথাটা আরেকবার রিকনসিডার করা যাবে।
  • jhiki | 233.255.225.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৪631142
  • আমরা রেল কোয়ার্টারে থাকতাম, সেখানে পে অফিস থেকে স্কেল জেনে, সেই অনুসারে পুজোর চাঁদা ধার্য হত। নো বারগেনিং।
    অন্য ধর্মের কারো থেকে নিত কীনা জানিনা, তবে আমাদের কেউ কোনদিন তাজিয়ার জন্য চাঁদা চাইতে আসেনি। অনেকটা এলাকা জুড়ে কলোনী ছিল, চারটে পুজো হত, একটা মসজিদ ছিল।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৬631143
  • ধরুন একটা পুজো করতে দেড় লক্ষ টাকা লাগে। আমার সামর্থ্য অনুযায়ী ১০০০ টাকা চাঁদা দিলে, যাঁরা অত টাকা চাঁদা দিতে পারবেন না, তাদের উপরে চাপ কম হবে। এবারে বেশ কিছু লোক আছে যাঁরা ১০০ টাকার বেশি দিতে নারাজ। সেখানেই আমার কোস্নো। যে ঠিক কি ভেবে এই আপত্তি।

    এইবারে আমার কোস্নো দুই পক্ষের লোকেদের কাছেই। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সাবসিডাইজড হচ্ছে। আর যারা অন্যদের সাবসিডাইজড করার ভয়ে চাঁদা দিতে আপত্তি করছেন। কারণ অবজার্ভেবল কোয়ান্টিটি তাদের চাঁদা। কি করে বুঝবো যে কে কোন পক্ষের লোক।

    এবারে ভেবে দেখুন অনেকেই বলছেন আমি পাড়ার পুজোতে অংশ গ্রহন করি না, তাই চাঁদা দেবো না। সেক্ষেত্রে যে পুজোতে অংশ গ্রহন করছেন সেখানেই দিন।
  • jhiki | 233.255.225.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৮631144
  • আমার বাড়ীতে তো কমিদের চাঁদা চাইতে আসা বন্ধ হয়েছিল, বাবাকে কিছু সাফারও করতে হয়েছিল তার জন্য ঃ)
  • hu | 188.91.253.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:১৯631145
  • কিন্তু কেনই বা সামর্থ্য/অসামর্থ্য নির্বিশেষে দেড় লক্ষ টাকার পুজোতে যোগ দিতে হবে সেটাই তো বুঝছি না। পুজো করতে দেড় লক্ষ লাগে কেন?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২০631146
  • কোনো পুজোতেই যোগ দান না কারলে, মানে কোথাও পুজো দেখতে না গেলে, কোথাও প্রসাদ ইত্যাদি না খেলে দেবেন না।
  • hu | 188.91.253.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২২631147
  • এখানে যাঁরা লিখেছিলেন চাঁদা দেন না তাঁরা তো সেটাই লিখেছিলেন যে তাঁরা পুজোতে যোগদান করেন না।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৬631149
  • আমার কথা ছিলো কোথাও কি জোগদান করেন না। মানে কোথাও পুজো দেখতেও যান না। না হলে তো ঠিকই আছে।

    কিন্তু আমার অরিজিনাল পোস্টটা ছিলো যারা এই সব কিছুই করেন, অথচ চাঁদাটা দেবার বেলায় আপত্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন