এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চাঁদা টা দেবেন .............

    Ekak
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯১০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৬631084
  • @ সিকি, আম্বানি আপনার থেকে বেশি ট্যাক্স কেন দেবে? রাস্তা তো দুজনেই ইউজ করেন, পুলিশ মিলিটারি তো দুজনকেই রক্ষা করে। এখানে একজন লিখেছেন "তা আমি খামোখা লোকের চারবেলা খ্যাঁটনের জন্য সাবসিডি দেব কেন?"। সেটার পরিপ্রেক্ষিতে।

    এখানে কেউ লিখেছেন "আমি তো পুজোয় পার্টিসিপেট করি না, আমি চাঁদা দেবো না।" এবারে এটা যদি সব্বাই ভাবতে শুরু করে, তাহলে তো একটাও সার্বজনীন পুজো হবে না।

    আপনার হাসি দেখে একটু দুখঃ পেলাম। আপনাকে অনেক বেশি চিন্তাশীল মনে করেছিলাম। ভুল হয়েছিলো।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯631085
  • সার্বজনীন পুজো না হলে কার কী ক্ষতি হবে? সেইটা একটু কিলিয়ার করে নিই।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১631086
  • সার্বজনীন মহরম, সার্বজনীন ক্রিসমাস, সার্বজনীন বুদ্ধপূর্ণিমাতেও কি চাঁদা দেবার ব্যাপারে এমন চিন্তাশীলতার অবকাশ পাওয়া যাবে?
  • jhiki | 113.10.66.69 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১631087
  • এগুলোতে চাঁদা নেওয়া হয় কীনা, তা সিকি কি জানে?
    যে কমিউনিটির উৎসব, সেই কমিউনিটি থেকেই ছঁদা নেওয়ার রেওয়াজ।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১631088
  • কমিউনিটি কী হিসেবে? বাঙালি? নাকি হিন্দু? বাঙালি হলে কোনও কথা নাই, হিন্দু হলে দুইখান কথা আছে। :-)
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮631090
  • /নেওয়া
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮631089
  • সার্বজনীন মাও পুজা, সার্বজনীন কম্যু পুজা এগুলোতেও তো (অনেক সময়ই জোর করেই) চাঁদা দেওয়া হয়। অন্যগুলো জানিনা, কিন্তু ক্রিসমাস মাসে গিয়ে তো লোকে টাকা পয়সা দেয়।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৩631091
  • ফর সাম রিজন কোলকাতায় দুগ্গা পুজো, মুম্বাইতে গনপতি পুজো, ক্রিসমাস, দিওয়ালি এগুলো তো মোটামুটি উৎসবে পরিনত হয়েছে। ধর্মের ব্যাপারটা তো খুবই কমে গেছে। মুম্বাইয়ের হাজি আলি কি আর শুধু একধর্মের। কোলকাতার কিছু বড় পুজো তো বিধর্মীরাই আয়োজন করেন। এবং সেখানে আমি বিধর্মীদের দর্শন করতেও দেখেছি।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৪631092
  • এই রে! মাও পুজো, কম্যু পুজোতে টাকা নেওয়া হয়? দেখি নি। ক্রিসমাসে লোকে টাকা পয়সা দেয়? দেখি নি। ঈদে অনেকে ঈদি নেয় দেখেছি, কিন্তু সেটা কি ঠিক চাঁদা?

    অবশ্য আমার দেখা না দেখাই সব নয়, মানছি। মাওপুজো কম্যুপুজো মানে কি, মাওয়ের জন্মদিন আর সিপিয়েমের প্রতিষ্ঠা দিবস?
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২০631094
  • "... এবং সেখানে আমি বিধর্মীদের দর্শন করতেও দেখেছি।"

    কিন্তু কখনও কোনও বিধর্মীকে ঈদ পালন করতে দেখেছেন? নামাজ রোজা পালন করতে দেখেছেন?

    হিন্দুরা ক্রিসমাস পালনের ব্যাপারে খুব লিবারাল, দুশো বছরের খ্যাও-এর প্রভাব, কিন্তু তার চেয়েও বেশি বছর পাশাপাশি থেকে ঈদ মহরম পালনের ব্যাপারে লিবারাল হতে পারে না।

    আসলে যা হয়, তা হল অঞ্চলভিত্তিক সংখ্যাগুরুর সংস্কৃতিতে সংখ্যালঘুর সাবমিশন। পঞ্জাবে শিখদের উৎসবে পঞ্জাবি হিন্দুরাও সামিল হয়। পশ্চিমবাংলায় হিন্দুদের উৎসবে মুসলমানরাও সামিল হয়। বাংলাদেশে মুসলমানদের উৎসবে হিন্দুরাও সামিল হয়। এই আর কি।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২১631095
  • ঠিক যেমন উত্তর ভারতে সাঁইবাবার পুজোয় আর শেরাওয়ালী মাতার জাগরণে আমাদের চাঁদা দিতে হয়। গল্পটা একই।
  • de | 69.185.236.52 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৭631096
  • "বিধর্মী" শুনতে খারাপ লাগলো!

    "দশ হাজার!!!!" - আমরা অনুশক্তিনগরের পুজোয় আড়াই/তিন হাজার চাঁদা দিই -- তারমধ্যে দুগ্গাপুজো, কালিপুজো, সরস্বতী পুজো -- সব! আমার কাছে এইসমস্ত পুজোই একটা উৎসব। মূলতঃ খেতে, ঠেক মারতে আর সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যাই!
  • Bhagidaar | 218.107.71.70 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৯631097
  • হিন্দুরা ক্রিসমাস পালন ঠিক কি করে করে?
    ১। কেক খেয়ে, গাছ সাজিয়ে, টুপি পরে?
    না কি
    ২। চার্চ গিয়ে?
  • kc | 188.61.96.29 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১631098
  • ঠিক যেমন শাহনাওয়াজ হুসেন সিকন্দর বখত এরা বিজেপিতে সামিল হওয়ায় সেটা সেকুলার পার্টি হয়ে গেছে।
    বেশীরভাগ "বিধর্মী"ই এই সব উৎসবে সামিল হয়না। যাস্ট সহ্য করে নেয়। কিছুটা জীবিকার জন্য কিছুটা সামাজিক্ভাবে একঘরে হবার ভয়ে। নয়তো হিন্দু এলাকায় মুসলমানদের ফ্ল্যাট ভাড়া পেতে এত অসুবিধে হয় কেন?
    জাঁকজমক করে ধর্ম পালন একটা সোসাল অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। টুঁটি চিপে একদম সোভিয়েত কায়দায় বন্ধ করা উচিত এগুলো।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩২631099
  • দে দি "বিধর্মী" শুনতে খারাপ লাগলেও এব্রাহামিক রিলিজিওন কিন্তু অন্য ধর্মাবলম্বীদের বেশি "বিধর্মী" মনে করে।

    কিন্তু সে কথা ছাড়াও, বিধর্মী কথাটির একটা মানে কিন্তু "অন্য ধর্মাবলম্বী"। তাই ভুল কিছু নেই।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫631100
  • সেকি। আমি তো বহুবার কত বামপন্থীদের পয়সা দিলাম। ইস্কুলে এসেও নিয়ে যেতো। কেন বলতে পারবোনা।

    আমার মনে হয় এটা কোনো উৎসবের প্রকারের উপরে নির্ভর করে যে সেটা অন্য ধর্মের কাছে অ্যাক্সেপটেড হবে কিনা। রিলিজিয়স টাচটা কমালেই বেশি গ্রহনযোগ্য হবে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৫631101
  • হ্যাঁ আমি "বিধর্মী" বলতে "অন্য ধর্মাবলম্বী" মানে করেছি। খারাপ লাগলে কিছুই করার নেই। কারণ "বিধর্মী" মানে "অন্য ধর্মাবলম্বী" - আর কিচ্ছু না। কিচ্ছু না। আমি ইচ্ছা করেই টার্মটা ইউজ করেছিলাম, এইসব ফেক সেকুলার কার্টসিগুলোকে আঘাত করার জন্যেই।

    "হিন্দু এলাকায় মুসলমানদের ফ্ল্যাট ভাড়া পেতে এত অসুবিধে হয় কেন?" গুজ্জু পাড়ায় গিয়ে আপনি একবার ঘর ভাড়া নিতে যান। যেই শুনবে ননভেজ খান, তাতেই হয়ে যাবে।

    "টুঁটি চিপে একদম সোভিয়েত কায়দায় বন্ধ করা উচিত এগুলো।" কিন্তু তাতে করে টুঁটি চিপে সোভিয়েতকেই দেশ থেকে বের করে দিয়েছে, ফিরে এসেছে চার্চ মসজিদ। সে বাবুর লেখা আমিও ফলো করছি।

    হিন্দুরা ক্রিসমাস পালন ঠিক কি করে করে? চার্চে গিয়ে - মাসে পার্টিসিপেট করে। এবারে ঈদ পার্টিতে যেতে পারিনি - আমার "বিধর্মী" বন্ধু মুভ আউট করছিলো।
  • jhiki | 233.255.229.74 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৫631103
  • বামপন্হীরা চাঁদা চায়তনা এটা প্রথম শুনলাম! চাঁদা চাওয়া আর না দেওয়া নিয়ে তো কম কিছু সহ্য করতে হয় নি!
    তবে নিন্দাও একধরণের উল্লেখ বলে কষ্ট করে সেসব ঘটনা আর টাইপ করলামনা।
    সিকি, তর্ক না বাড়িয়ে বাড়ীর নেমপ্লেটে লিখে দাও "আমরা কোন ধর্ম মানিনা"। আর পুজো ইত্যাদি অনুষ্ঠানে তোমার পরিবারের লোকদের অংশগ্রহণ (যদি করে) একেবারে বন্ধ করে দাও।
    এগুলো একবছর কট্টর ভাবে মেনে দেখ, ঐ পাড়াতে কেউ কোনদিন চাঁদা চাইতে আসবেনা। তবে তার আগে পরিবারের সব সদস্যের মত নিতে ভুলো না। ঃ)
  • ঊমেশ | 90.254.147.148 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৫631102
  • আমার ধর্মীয় পুজো'র নামে চাঁদা কথাটা শুনলেই মাথা গরম হয়ে যায়।

    অথচ আমি চাকরী করার বছর থেকে আমাদের গ্রামের পাড়া'র সরস্বতী পুজা'র খরচার একটা অংশ আমি দিয়ে থাকি। এটাই একমাত্র ধর্মীয় কাজ যেখানে আমি চাঁদা দিই।

    আমার বউ আমার এই দ্বিচারীতা নিয়ে প্রায় প্রশ্ন করে, কিন্তু পাড়া'র পুজোটা এখনো আমার কাছে অন্য মানে বহন করে, একবারও মনে হয় না আমি কোনো ধর্মীয় কাজে দিচ্ছি, পাড়া'র মানুষ দের আনন্দ করতে দিচ্ছি।
  • de | 69.185.236.52 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০০631105
  • না ভাগীদার -- মানেটা একই, কিন্তু কেমন আনন্দমঠ-আনন্দমঠ শুনতে লাগলো - একই অর্থসম্পন্ন বিভিন্ন শব্দের ইম্প্যাক্ট আলাদা!
  • jhiki | 233.255.229.74 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০২631106
  • আর বাঙালী হিন্দুদের মুখের ওপরেই বলে দিও, তুমি নিজেকে তাদের একজন মনে কর না। নাম বদলানো তো যাবেনা, কাজেই নাম দেখে লোকে একই কমিউনিটির ভেবে অ্যাপ্রোচও করবে!
    গুরুর পাতায় জগত মেরে কী হবে ঃ))
  • Bhagidaar | 218.107.71.70 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৩631107
  • আমাদের পুরনো পাড়ায় একটি কট্টর বামপন্থী পরিবার আছে। তারা পাড়ার বারোয়ারী দুর্গাপুজয় চাঁদা দিতনা, অঞ্জলি ইত্যাদি দিতেও যেতনা। কিন্তু ছেলের পৈতে দিল। মেয়ের বিয়ে দিল, রিচুয়াল সহযোগে। এইসব দেখে বাকিরা বলত চাঁদা না দেবার ফিকির ছিল ওটা।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৫631108
  • তাহলে কি শব্দ ব্যবহার করা যেত বিধর্মীর পরিবর্তে? ইন্দিভিজুয়ালি "মুসলমান" "ক্রিশ্চান" না বলে?
  • jhiki | 233.255.225.68 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬631109
  • অন্য ধর্মাবলম্বী।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪০631110
  • একই তো ব্যাপার। ওটাকেই তো এক কথায় বিধর্মী বলে।
  • jhiki | 233.255.225.68 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৫631112
  • একই ব্যাপার, শুষ্কং কাষ্ঠম আর নিরস তরুবর ঃ)
  • de | 69.185.236.54 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৫631111
  • তা বলে হয়তো -- কিন্তু "বিধর্মী" র সঙ্গে কোথাও একটা নাক কোঁচকানো ঘৃণা টাইপ যেন অ্যাসোসিয়েটেড - "অন্য ধর্মাবলম্বী" তে যেন পারস্পরিক সম্মন আর সহনশীলতা বজায় থাকে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৩631113
  • "অন্য ধর্মাবলম্বী" বলবো মুখে কিন্তু মনে মনে নাক কোঁচকানো ঘৃণা টাইপ মনোভাব থাকবে। এটা তো পলিটিশিয়নরা আমাদের শিখিয়েছে। সেকুলারি ভাঁওতা।

    তাই "বিধর্মী" বলা ভালো। মনে কোনো পাপ না থাকলে তো কোনো কথা নেই। আর থাকলে অন্তত কোনো ভন্ডামো নেই।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৭631114
  • ট্যাক্স আর চাঁদা ই: নিয়ে কী যেন হচ্ছিল?
    ঝিকিদি কী বাড়ির সামনে লিখে দেখেছেন আমরা কেউ কম্যুনিস না? নইলে ধরে নিচ্ছি সবাই-ই গুরুর পাতায় রাজা উজির মারেন।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৯631116
  • নিগ্রো শব্দটা সম্বন্ধেও আশা করি সবার একই মত। মনে পাপ না থাকলেই হলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন