এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চাঁদা টা দেবেন .............

    Ekak
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯১০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৫631150
  • চাঁদার বিল বই নিয়ে প্যান্ডালে বসুন না । যারা চাঁদা না দিয়ে ভুরিভোজ করতে আসছে তাদের ক্যাঁক করে ধরুন । পঞ্চমী থেকে এই প্রসেস চালান । কুপন দিন হাতে হাতে । যারা আসবেনা তাদের ওপর কোনো চাপ ও পরবেনা ।
  • রোবু | 213.99.211.19 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০৯631151
  • আমার কেসটা উল্টো। কোনো পুজোতে যোগদান করি না, কিন্তু সব পুজোতে চাঁদা দিতে হয়। আশা করি আপত্তির কারণ বোঝা গেল। এখানে যাঁরা আপত্তি করছেন তাঁরাও সেটাই বোঝাতে চাইছেন।
    ঝিকিদি যা বলল, ' সেখানে পে অফিস থেকে স্কেল জেনে, সেই অনুসারে পুজোর চাঁদা ধার্য হত। নো বারগেনিং।' - এতে আমি রাজি। খালি বার্গেন করার আগে যে জায়গাটা, কমিটি মিটিং বসিয়ে ধার্য হওয়ার জায়গাটা, সেখানে কমিটির সিলেকশন ডেমোক্রেটিক্যালি হোক।
    "আমার বাড়ীতে তো কমিদের চাঁদা চাইতে আসা বন্ধ হয়েছিল" - এটা খুব ভালো ব্যাপার, বিশ্বাস এর বাইরে গিয়ে জোর জুলুম খাটিয়ে চাঁদা আদায় উচিত না, সে কমিই হোক বা পুজো। সফর করতে হয়েছিল বলে খারাপ লাগলো।

    এবার পড়ে রইল নিগ্রো বলার ব্যাপারটা। ঐকমত্য হয়ে গেছিল ওটায়?
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৫631152
  • একক্দা, এস্টিমেট কী করে হবে? :-)
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১৭631153
  • একক বাবুর পোস্টের কথাটা তো ঠিকই। কিন্তু এটা প্র্যাক্টিকালি সম্ভব হয় না। গত বছর কুপন করা হয়েছিলো এইদেশের এক পুজোয়। তার পরেও সামান্য হলেও কয়েকজন কুপন ছাড়াই। এখন পুজো বলে কথা, ধম্মে সইবে না যদি কুপনের জন্যে লান্চ না দেওয়া হয়। অগত্যা। তাহলে ভেবে দেখুন এটা কোলকাতায় কি অবস্থা হতে পারে।

    বিশেষ শব্দের সঙ্গে কি ইতিহাস জড়িয়ে আছে সেটাও দেখতে হবে। কি উদ্দেশ্যে সেটাকে ইউজ করা হয় বা হয়ে থাকে। আপনি বলছেন সাদারা মনে মনে আমাদের দিকে তাকিয়ে ঐ শব্দ ইউজ করে না? ভালো।
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২১631155
  • যেভাবে এস্টিমেট হয় । আগের পাঁচ বছরের হিসেব + কমিটি মিটিং এই আন্দাজ পাওয়া যায় কত লোক একটিভলি পার্টিসিপেট করছে । এবার পঞ্চমী আর স্বস্তি দুদিনে যদি খাওয়ার কুপন বিলি করি সব লোক তার মধ্যেই এসে পয়সা দিয়ে নিয়ে যাবে । মেইন খাই-দাই তো সপ্তমী থেকে শুরু হয় । এই বাড়ি বাড়ি যাওয়া টা তো আয়োজক দের পক্ষেও ফালতু ঝামেলা । সেই যখন টাকা দিয়েই প্রসাদ পাচ্ছি তখন মন্ডপে গুটি গুটি গিয়ে সপ্তমীর মধ্যে কুপন তুলে নিতে বাধা কি ? এভাবে করলে টাকা বেশি উঠবে ।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২১631154
  • এইক্ষেত্রে আলোচ্য শব্দটির সঙ্গেও ইতিহাস জড়িয়ে আছে, বিধর্মী বা কাফের বা মালাউন ইত্যাদি। না লিখলেই ভালো। মনে মনে না ভাবলে আরো ভালো।
    ফেক সেকুলার বলতেই পারেন, অনেকেরই ওটা প্রিয় গালাগাল :-)
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২২631156
  • আমার ঐ অন্যকে সাবসিডাইজড না করার কথা শুনে ট্যাক্সের কথাটা মনে হয়েছিলো। রিপাব্লিকনরাও এই কথা বলে। আমার ট্যাক্সোতে অন্যের সোশাল স্পেন্ডিঙ্গ চলছে। ট্যাক্সো কমাও, সোশাল স্পেন্ডিঙ্গ কমাও।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৮631157
  • পঞ্চমী আর স্বস্তি টা ভালো হয়েছে :-)

    উফ, কল্যাণীতে আমাদের বাড়ির লাইট পোস্টে দুটো মাইক লাগে, একটা পুরনো পুজোর একটা নতুন পুজোর। গত বছর একই সাথে 'ঘরেতে ভ্রমর এলো' আর 'একটা দেশলাইকাঠি জ্বালাও' শুনেছিলাম পঞ্চমীর পর থেকেই অস্বস্তি।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৮631158
  • পুজো জিনিসটা করার দরকারটাই বা কি !! ৫ দিনের যত উৎপাত। কানের কাছে ঘ্যানর ঘ্যানর। অসহ্য জ্যাম।
    আর প্যান্ডেলের মুখে টিকিট নিয়ে বসতে পারে তো। ১০ টাকা দিন আর ঠাকুর দেখুন। S এর কথা শুনে মনে হচ্ছে পুজো ব্যপারটা একখানা সোশাল স্পেন্ডিং !!
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৯630975
  • না বিধর্মীর সাথে নেই। কাফেরের সাথে আছে। সেক্ষেত্রে তো অন্য ধর্মাবলম্বীর সাথেও থাকে। মানে সব কটা শব্দের তো একই মানে। ল্যাঙ্গুয়েজটা ইম্পর্ট্যান্ট। সেতো এখন ব্ল্যাকও বলা যায় না। মানে কার্টসি করতে করতে আসল উদ্দেশ্যটাই ভুলে যাচ্ছি।

    না না তেনারা তো বলেন সিউডো সেকুলার। আমি বলছি ফেক সেকুলার।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩০630976
  • কে জানে, ফ্রিতে এইসব গান শুনতে পাবার জন্য আমার আবার চাঁদা দেওয়া উচিত কিনা ;-)

    নাহ, সাবসিডির কথা শুনেই লাফিয়ে উঠে পুজোর চাঁদা আর ট্যাক্স আর সিপুয়েম রিপাবলিকান এক করে দেওয়াটা দারুণ ছিল!
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩০630977
  • ট্যাক্স কখনই টোটাল জেনেরাল সোশাল স্পেন্দিং / পিপল ........এর চে বেশি হওয়া উচিত না । যে স্কুলে সব জাতের লোক পড়তে পারেনা , যে উত্সব সবার জন্যে ওপেন নয় , যে কোটা সিস্টেম গরিবি ছাড়াও অন্য কিছুকে প্যারামিটার করে সেটা সোশ্যাল স্পেন্দিং নয় হুজ্জুতি । এবং সেক্ষেত্রে ট্যাক্স এর টাকা যাওয়া সমর্থন করিনা ।
    আমি অবশ্য ডিরেক্ট ট্যাক্স নেওয়াতাকেই সরকারী ডাকাতি বলে মনে করি । ম্যাসিভ ইন্দিরেক্ত ট্যাক্স ইমপ্লিমেন্ট করে ডিরেক্ট ট্যাক্স তুলে দেওয়া উচিত । কাউন্ট মানি হয়েন ইত মুভস ।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩১630978
  • হ্যাঁ পুজো ব্যাপারটা সোশাল স্পেন্ডিঙ্গ। কেন তা বলবো না। অত টাইপাতে পারবো না।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩২630979
  • মানে কেউ বোকা হলে কার্টসি না করে তার স্পাউসকে ঐঐ বলা যাবে তো? মানে আমি যদি ব্যাপারটা নিয়ে শিওর থাকি?
  • রোবু | 213.99.211.19 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩630980
  • ভ্যা-ডে ও আশা করি সোশ্যাল স্পেন্দিং। এবার লোকে চাঁদা তুলতে আসবে!
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৩630981
  • "নাহ, সাবসিডির কথা শুনেই "লাফিয়ে উঠে" পুজোর চাঁদা আর ট্যাক্স আর সিপুয়েম রিপাবলিকান এক করে দেওয়াটা দারুণ ছিল!"

    এটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে নিলাম। বিধর্মী শুনে নাকি কারো কারো খারাপ লাগে।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৬630982
  • বেহালা সুরুচি সংঘ এবারে ভিআইপি টিকিট করেছিল। টিকিট কেটে লাইন না দিয়ে ঠাকুর দেখুন।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৭630983
  • পুজো কেন সোশাল স্পেন্ডিঙ্গ জানেন? কারণ ভেবে দেখুন তার ম্যাক্সিমাম স্পেন্ডিঙ্গটা যায় মুর্তি কারিগর, প্যান্ডেল কারিগর, লাইট ম্যান, ঢাকি, ফুলের কারবারি, পুরুত মশাই এদের কাছে। এরা প্রত্যেকেই ইকনমিকালি উইক।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৭630984
  • ক্ষমাপ্রার্থী।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯630987
  • ঐ জন্যেই তো বলেছিলাম আমরা সক্কলেই ফেক ভদ্র। আমিও। শালা বুকে হাত রেখে বলতে পারবো কাউকে গায়ের রং, ধর্ম, জাত, সম্প্রদায় নিয়ে গালাগালি দিই নি।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯630986
  • নেওয়ার কি আছে। পার্সোনালি আপনাকেই বলছি - টাইপাতে পারবেন না তো লোকের থেকে কৈফিয়ৎ চাইছেন কেন !!! অদ্ভুত তো !!
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪২630989
  • লাস্ট কবে কোলকাতার কোনো পুজোর হিসেবের কাগজ দেখেছেন? ডেকরেটার্স মালিকরা কবে থেকে গরীব হলো? এখনকার হাই বাজেট পুজোর মুর্তি বানায় কারা? শহরে কোথায় গরীব পুরুত মশাই ঘুরে বেড়ায়?
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪২630988
  • মুর্তি কারিগর দিনের রোজ পায়, খুব কম অংশ সেটা, বড় বড় হাউজ গুলো বেশি টাকা রেখে দেয়, যারা ইকনমিক্যালি উইক নয়।
    প্যান্ডেল কারিগর, লাইট ম্যান - বেশ কম টাকাই পায়, ডেকোরেটর কোং অনেক বেশি পায়, তার সামন্য অংশ কারিগররা পায়।
    ফুলের কারবারিরা খুব বেশি টাকা পায় না, আর পদ্ম তুলতে গিয়ে মেদিনীপুর জেলাতে অনেকে সাপের কামড়ে মারা যায়।
    পুরুত মশাই সব সময় ইকনমিক্যালি উইক হন না।

    বাজি পোড়ানোও সোশ্যাল স্পেন্ডিং তো?
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৪630990
  • ক্ষমাপ্রার্থী। তবে 'লাফিয়ে উঠে' টাকে 'গায়ের রং, ধর্ম, জাত, সম্প্রদায় নিয়ে গালাগালি' র সাথে ইক্যুইভ্যালেন্ট ধরে নিলে কী বলব?
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৪630991
  • উফ, এই রোবুটা সেম জিনিস লিখবে জানলে আমি টাইপাতান না।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৫630992
  • বাজির কারিগরেরা রয়েছেন ঃ)

    আপনি বলছেন যে টাকা ওঠে তার মধ্যে বেশির ভাগ টাকা বড়লোকেরা রেখে দেয়? মুর্তির দাম কত?
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৫630993
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৬630994
  • S
    এই গোটা তর্কতে আপনি পুজো যে একটা ধর্মীয় রিচুয়াল সেটা সরিয়ে রাখতে চাইছেন । কিন্তু ব্যাপারটা তা নয় । আমি পুজো তে পার্টিসিপেট নাই করতে পারি আবার করতেও পারি । এটা একটা রিলিজিয়াসলি এলায়ন্দ গোষ্ঠির স্পেন্দিং । সবাই চাইলে আসতে পারেন এরকম নয় । কোনদিন ছিল না । যা পুরো সোসাইটির জন্যে নয় তা সোশাল স্পেন্দিং হয় কোন যুক্তিতে । আমি পুজোতে পার্টিসিপেট করবনা ধর্মীয় কারনে বা নাস্তিক বলে । কোন যুক্তিতে টাকা দিতে যাব একটা গোষ্ঠী র পিকনিকে ।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৬630995
  • ধুর এলো ই না।
    দেশটার ১৩% অ্যাথেইস্ট, ২৫% স্পিরিচুয়াল বাট নন রিলিজিয়াস, ৫% আনডিসাইডেড,

    http://en.wikipedia.org/wiki/Religion_in_Russia
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৯630997
  • আর কুমোরটুলির মৃৎ শিল্পী রা - মানের যাদের স্টুডিও গুলো, তারা ই বা কবে গরীব হলো !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন