এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চাঁদা টা দেবেন .............

    Ekak
    অন্যান্য | ১১ ফেব্রুয়ারি ২০১৪ | ৯১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৩630998
  • রোবু বাবু, ক্ষমা টমার কিছু ব্যাপার না। আমি জাস্ট বলছিলাম যে কার্টসি ব্যাপারটা কোর কজের থেকে একটু বেশিই গুরুত্ব পাচ্ছে।

    ব্ল্যান্কি বাবু, যে পুরুত মশায় ৩০০-৪০০ টাকার শাড়ি পেলেও খুশি হচ্ছেন, তিনি তো গরীবই। কোলকাতা শহরেই আছে। বড় বাজেটের পুজোর বাইরেও প্রচুর পুজো হয়। উইকি বলছে দুহাজারেরও বেশি প্যান্ডেল করে পুজো হয়। এছাড়াও আছে এই পুজোকে ঘিরে বিশাল মার্কেট।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৬630999
  • সেই শাড়ি আবার সস্তায় চলে ফের চলে যায় দোকানে। ফের ঘুরে আসে পুরুতের হাতে। শুধু শাড়ি কেন, অজস্র দান সমগ্রীও একই সাইকেলে ঘোরে।
    আবার জিজ্ঞাসা করি, ডেকরেটার্স মালিকদের কেন গরীব মনে হয় আপনার?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০০631000
  • কিন্তু এই পুজোটা না হলে ঐ মৃতশিল্পী, কারিগরেরাও তো রোজগার পাবেন না।

    আর এটা একটা ধর্মীয় ব্যাপার ঠিকই। কিন্তু বামপন্থার আর নাস্তিকতার এতো রমরমা সত্ত্বেও এই পবেই বা এতো রমরমা করে এই পুজো চলছে কেন? কারন এটার একটা ইকনমিক আর লেগাসি ইস্যু আছে। সেটার সাথে ধর্মের সম্পক্ক নেই।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০১631001
  • মনে হয় না। কিন্তু যারা প্যান্ডেলের কাজ করেন, তাদের কথাটা ভাবছি।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৩631002
  • ভোর হতে চললো। এখন নয়। কাল সময় পেলে হবে খন।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৪631003
  • সে তো যুদ্ধ টুদ্ধ বন্ধ হয়ে গেলে অস্ত্র কারখানার লোকেদের ও রোজগার থাকবে না। এমনি করে কি আমরা মেলায় সাট্টার আড্ডা, পাড়ার দিশী মদের ঠেক সবেতে চাঁদা দিয়ে বেড়াবো !!!
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৫631004
  • এরপর লোকজনের বিয়েতেও চাঁদা নিলে হয়। কারন পুজোর থেকেও বড় বাজার সেটা। সারা বছর ধরে প্রায় হয়।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৭631005
  • যুদ্ধু কি প্রতি বছর বছর হয়? আর দুগ্গা পুজোতে বুঝি লোক মরে?

    কেন এখানে কেউ মদ্য পান করেন না, নাকি লাস ভেগাস যান নাই। চাঁদা তো দিচ্ছেন। আর সাট্টা, দিশি মদের ঠেক এগুলো তো চলে ট্রানজাকশনে, ডোনেশন নয়।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৮631006
  • তো লোকের চাঁদায় পুজো না করে ট্রানজাকশনেই জিনিসটা করুক না। এইটাই তো অনেকে বলতে চাইছে এখানে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৮631008
  • কয়েকদিন আগে একটা টই হয়েছিলো না বিয়ের উপরে। সেখানে অনেকেই লিখেছিলো বিয়েতে না খাওয়ালে চলে না। আমি অবিশ্যি তখন একটু অন্যদিকেই খেলছিলুম।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১০631009
  • "কিন্তু এই পুজোটা না হলে ঐ মৃতশিল্পী, কারিগরেরাও তো রোজগার পাবেন না।"
    বাজিশিল্পের শিশু শ্রমিকদের নিয়েও লোকের একই বক্তব্য।
    " কিন্তু বামপন্থার আর নাস্তিকতার এতো রমরমা " - কোথায়? :-O

    কার্টসিতে কিছু ভুল হয়েছে বলে মনে হয় না, কিন্তু আপনি পারসনাল এটাক হিসেবে নিয়েছেন বলেছেন, তাই ক্ষমা চেয়েছি, যদি আপনি চেয়ে না থাকেন তাহলে ক্ষমাপ্রার্থনাও ফেরত নিলাম।

    বিসাইডস, নিগ্রো না বলা মানে কার্টসি দেখানো নয়, নিগ্রো বলা মানে ঘেন্না দেখানো। মালাউন বা কাফের বলাও তাই। সময়বিশেষে বিধর্মী বলাও। এর সাথে মূল শব্দের কী মানে, তার সম্পর্ক সামান্যই। তালিবান শব্দের মানে কী আশা করি সবাই জানেন।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১১631010
  • বলতে চান এখানে কেউ কখনো চাঁদা না দিয়ে কোনো পুজো মন্ডপে ঢোকেন নি। বা প্যান্ডেল দেখে আহা উহু করেন নি।

    সেতো আমিও বলছি না করলে চাঁদা দিবেন না।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১২631011
  • ইস, চাঁদা নিয়ে বিয়ে করার আইডিয়াটা যদি আগে পেতাম!

    কার্টসিতে কিছু ভুল হয়েছে বলে মনে হয় না, কিন্তু আপনি পারসনাল এটাক হিসেবে নিয়েছেন বলেছেন, তাই ক্ষমা চেয়েছি, যদি আপনি 'নিয়ে' না থাকেন তাহলে ক্ষমাপ্রার্থনাও ফেরত নিলাম।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৩631012
  • দুগ্গা পুজো উৎপাত টার জন্য তো প্যান্ডেলে যেতে হয় না। প্যান্ডেল আর মাইক এখন ঘরে চলে আসে। আর দেখছেনই তো এখানে কেউ ই পুজোয় পার্টিসিপেট করে না।
    যারা যে পুজোয় করে, তারা সেখানে চাঁদা দেয়।
    রাস্তা আটকে পুজো করার সময় কি ক্লাব গুলো আমার রোড ট্যাক্সের কিছু টাকা ফেরৎ দেয়?
  • একক | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৩631013
  • আরে পুজো চলুক না ! অসুবিধে কি ? আম্মো চাঁদা দিয়ে ভোগ খেয়ে আসবো । কিন্তু সবাইকে চাঁদা দিতে হবে ইটা মারাত্মক দাবি ।

    ঠান্ডা মাথায় ভেবে দেখুন , সোশাল স্পেন্দিং হিসেবে রিলিজিয়াস রিচুয়াল এক্সেপ্তেদ নয় বলেই আজো তার স্বকীয়তা বজায় আছে । ধর্ম আছে । যেদিন এটাকে সোশাল স্পেন্দিং বলবেন সেদিন এটার প্রভু হবে বাজার । যে বেশি স্পন্সর করবে সে চাইবে রাতজেগে পুজো না করে সন্ধিক্ষণ ফোন ভিত্তরে পাঠিয়ে সন্ধ্যেবেলা পুজো হোক ।আর তার পাশেই অন্য স্টেজে ডান্স পার্টি চলুক । এরকম ভুলভাল জিনিস অলরেডি শুরু হয়েছে । একে আর ধুনোর গন্ধ দেবেন না । ধর্ম তা ধর্ম । সে যতক্ষণ গোষ্ঠির ভেতরে থাকে নিজেই সিকীয়র থাকে । খোলা বাজরে নাবালে খ্যামটা হতেও দেরী থাকবেনা । বরং ভুলভাল লোক দেখলে চাঁদা রিফিউস করুন । টাকা তো ইন্ফিল্ত্রেতর । ডেকে বাঁশ নেওয়ার মানে নেই । ইকনমিক লিগাসি -সোশাল স্পেন্দিং এসব টার্ম কে পুজোর সঙ্গে জুড়েছে বাজারের লোকেরা । ওদের স্বার্থ বেশি দুটো হোর্ডিং একটা ফ্লেক্স বেশি ঝুললে । সেই লজিক যদি সবাই গিলে নেই বাজারের ই সুবিধে । বরং কন্ট্রোল টা নিজেদের হাতে রাখতে গেলে ওই "সোশ্যাল " এর গল্প থেকে বেরোতে হবে আগে । তাতে পুজোর আলোর রসনায় একটু কমলে কমুক ।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৪631014
  • কৌশিক বাবুর একখান লেকচার আছে শিশু শ্রমিক দের নিয়ে। মনে হয় পেয়ে যাবেন। আর পশ্চিমীদের শিশু শ্রমিক নিয়ে চিলানোর পিছনের আসল কারণটা যে কি সেটাও কি বলতে হবে?

    আমারো তো একই কথা। তাহলে কি কাউকে ছাত্র বলে ডাকবো না।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৭631015
  • এই আসল কারন টা আমি সত্যি জানিনা। শিশু শ্রমিক নিয়ে চিল্লানোর কারনটা।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২১631016
  • পশ্চিমীরা যে কারণেই চিল্লাক, আমার কোনো লেজিটিমেট কারণ আছে মনে হলে বলতে পারব না? দক্ষিণে, বাজির দেশে কী চলে নিজের চোখে দেখেছি সিভাকাশিতে।
    টাকা যত স্পেনড হয়, তত কাদের হাতে বেশি জমে, সে বুঝতে বেশি মাথা খাটাতে হয় না।

    ছাত্র বলে কাউকে ডাকেন নাকি? তারপর বলেন, ওহে ছাত্র ছাতা ধর?
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২২631017
  • একক বাবু, আপনার কথা শুনলুম। আমার কেন জানি মনে হয় এই সোশাল ব্যাপারটা দিয়েই এইসব উৎসব থেকে ধর্মের গন্ধ সরানো যাবে। যেটা ক্রিসমাসে কিছুটা হয়েছে। নইলে রমরমা চলবেই। আর সেক্ষেত্রে ধর্মীয় প্রভাব বেড়েই চলবে।

    এখানে কেউ লিখেছিলেন যে এক্জন অন্য ধর্মাবলম্বী কে (ধুর এটা লিখতেও হ্যাপা) অংশ গ্রহন করতে দেওয়া হয়নি। সেই ব্যাপারটাকে দুর করতে হলে দুগ্গা পুজাকে উৎসবের জায়্গায় নিয়ে যেতে হবে বলেই মনে হয়।

    লেটস অ্যাগ্রি টু ডিজ্যাগ্রি।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৩631019
  • কেন কোনোদিন Dear Students লেখেন নি?
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৪631020
  • দুগ্গা পুজো তে ঠাকুর বানানো, পুজো এসব কাটিয়ে দিক। পাঁচদিন প্যান্ডেল বানিয়ে শিল্প প্রদর্শনী করতে বলুন ক্লাব গুলোতে। তাহলেই ধর্ম ধর্ম ভাবটা কাটানো সম্ভব।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৭631021
  • কৌশিক বাবুর লজিকটা অনেকটা এরকম ছিলো যে শিশু শ্রম খুবই ঘৃন্য ব্যাপার। কিন্তু খুব কম শতাংশ শিশু শ্রমিককে জোড় করে শ্রম করানো হয়। মানে বাবা মায়েরা জোড় করে পাঠান। তাঁরা পাঠান সো দ্যট আরেকটা আর্নিঙ্গ আসে। নইলে অল্টার্নেটিভ হোলো হাঙ্গার। এতোটাই মনে পড়ছে।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৮631022
  • ডিয়ার নিগ্রোজ, ডিয়ার তালিবানস ইত্যাদিও বলে ফেলা যাক এইবারে।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৮631023
  • চুরি ডাকাতি স্মাগলিং পোচিং সব ই একই কারনে হয়।
  • Blank | 180.153.65.102 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৯631024
  • Students এর ব্যাপারটা বুঝলাম না।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৯631025
  • ও বাবা, কৌশিক বাবুর যুক্তিটা খুবই বাজে। আর নতুন কিছুও নয়।
    কিন্তু পশ্চিমীরা কী বলেন?
    আপনার দেরী হয়ে গেলে পরের দিন সময় করে লিখুন।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩১631026
  • না। সেরকম তো বলবো না। কারণ ভাষার ও তো একটা ইতিহাস আছে। সেইজন্যেই বিধর্মী আর কাফের এক জিনিস নয়। যেমন ঘেটো আর বস্তি (আর কোনো কাছাকাছি শব্দ আছে কি?) এক জিনিস নয়। ওয়েল দুটোর দুরকম কানোটেশন আছে।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩২631027
  • স্টুডেন্টস এর ব্যাপারটায় তুমি এস-বাবুর পক্ষে। এই নিয়ে আগে একদিন ভাটিয়ালিতে কথা হয়েছিল।
    ওটা বিধর্মী, নিগ্রো, ছাত্র, তালিবান ই: ই: শব্দের উত্কর্ষ, অপকর্ষ, ব্যবহার ইত্যাদি নিয়ে চলছে।
  • S | 109.27.138.238 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৩631028
  • পশ্চিমীরা লেবার স্ট্যান্ডার্ড কেন ইউজ করে সেটাও বলতে হবে? ঘুমুলাম এবারে।
  • রোবু | 213.99.211.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৪631030
  • বিধর্মী শব্দটি ঘৃণা জাগাতে ব্যবহার হয়ে থাকে বলেই কাগজে কাগজে দেখবেন অনি ধর্মমতাবলম্বী ইত্যাদি ব্যবহার করা হয়।
    আগেই দেদি আনন্দমঠের কথা লিখেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন