এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রাকৃতিক ভারসাম্য : একটি পাগান বাতিক

    Ekak
    অন্যান্য | ১৮ জুন ২০১৪ | ৮১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • haripada | 122.79.37.22 | ১৮ জুন ২০১৪ ১৮:৫৭642202
  • দুফুট চওড়া মাটির দেওয়াল আর একফুট পুরু খড়ের ছাউনি দেওয়া ঘর। তার চারিদিকে গাছ পালা। না দাদা খুব স্বাভাবিক ভাবেই দুপুরুষ আগে এসি লাগেনি। খুপড়িতে থাকতে হলে ওটি চাই।
  • sch | 192.71.182.106 | ১৮ জুন ২০১৪ ১৯:২৬642203
  • একক সব গুলিয়ে ফেলেছেন

    আপনি বলেছিলেন একদম প্রথমে "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে একটি গালভরা সাবজেক্ট রয়েছে যাদের কার্যক্ষেত্র মোটামুটি পরিবেশ দূষণের মধ্যে সীমিত " আর "ইঞ্জিনিয়ার দের উচিত একটা বেস্ট পসিবল সিমুলেশন সিস্টেম বানানো " আমি সেটায় অল্প
    আপত্তি জানালাম

    ওরকম প্রফেশার শঙ্কু মার্কা ইকোলজিক্যাল মডেল বানানো প্রায় অসম্ভব, কেন সেটা আগেই লিখেছি। কিন্তু তার মানে এই নয় যে কেউ কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারবে না । বিভিন্ন পলিউট্যান্টের হিউম্যান বডির ওপর এফেক্ট দীর্ঘদিন ধরে স্টাডি করে তার মাত্রা বেঁধে দেওয়া হয়েছে - আর সেগুলো নিয়মিত বদলানো হয় আরো নতুন রেজাল্টের ওপর নির্ভর করে

    যেমন ধরুন বাতাসে বর্তমান শ্বাসযোগ্য ধূলিকণা (RPM_2.5)। ভারতীয় মান অনুযায়ী এর মান ৬০ মাইক্রোগ্রাম আর US standard -এ ৩৫ (২৪ ঘন্টার গড়)। কারণ আমরা ওতো কঠীন মানে পৌছতে গেলে সব পুরনো গাড়ী পত্র রাতারাতি বাতিল করতে হবে, কলকারখানার খোল নালচে বদলাতে হবে। কাজেই এই তফাৎ তো আছেই।

    আমার পা মাটীতেই আছে

    কিন্তু আজ ইকোলজিক্যাল স্ফিয়্যারে আমরা বলতে পারি না ধোর হাতি রেখে কি হবে - আমরা ওখানে টুরিস্ট বাংলো বানাই। ওটা আমাদের কাজে লাগবে। হাতি না থাকায় ইকোসিস্টেমে কি ইম্প্যাক্ট হবে কেউ জানি না নিশ্চিত ভাবে - কারণ তার ভ্যালিডেশান করা সম্ভব না

    পরিবেশ বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার কেউই মনে হয় নেগেটিভ আপ্রোচ নিয়ে আন্দোলন করেন না - তারা কার্য্য কারণ বিশ্লেষণ করেন। কখনো পারলে শ্রীমতী জয়শ্রী রায়ের বক্তৃতা শুনবেন, environmental economist - উনি IPCC -র যে টিমটা ২০০৭ এ নোবেল পেয়েছিল তার মেম্বার ছিলেন। ঊনি একটা কথা বার বার বলেন বাইরের তাপমাত্রা যত গরমই হোক Ac r temperature, ২৫-২৭ এ তাখলেই চলে।

    ক'দিন ধরে একটা মেরু ভাল্লুককে দেখাচ্ছে বিজ্ঞাপনে - করুণ মুখে বলছে তুমি AC ২৫ এ চালালে আরো কিছুদিন বাঁচবো আমরা। ও কিন্তু আমাদের দেশের ইকোসিস্টেমের অংশ না

    সম্ভবতঃ পরিবেশ আন্দোলন যাঁরা করেন - মানে পরিবেশবাদী তারা বোধহয় নিজেরা কিছু করে দেখাতে খুব আগ্রহী নন - আন্দোলনে বেশী মনোযোগী

    @হরিপদবাবু -

    দু পুরুষও আমার, ছোটোবেলাটা শহরেই কেটেছে - আশি সাল থেকে - বিধান নগরে । তখন কিন্তু বাড়ি বাড়ী এত এসি ছিল না - বাড়ীগুলো গত তিরিশ বছর একই আছে - খড় টড় বিশেষ আসে নি। এখন শুধু সব বাড়িতে এসি
  • d | 132.174.17.106 | ১৮ জুন ২০১৪ ১৯:২৯642204
  • এই টইয়ের আলোচনাটা এখানকার বেশীরভাগের কম্ফর্ট লেভেলের বাইরে হচ্ছে।
  • haripada | 122.79.37.22 | ১৮ জুন ২০১৪ ১৯:৩৮642205
  • স্চ বাবু আমিও এসি ছাড়া চলতাম। যেদিন দেখলাম আমাদের সরকারী আবাসনে ব্যাপক ভাঙ্গচূড় করে এক ভদ্রলোক টয়লেট বাদে সর্বত্র এসি বসিয়েছেন মনে হল একা একা এ লড়াই লড়ে লাভ নেই। তবে আপনার লেখার ঐ ২৫-২৭ অংশটিই একমাত্র সান্তনা (বানান কি ঠিক হল?)
  • pi | 24.139.221.129 | ১৮ জুন ২০১৪ ১৯:৪৯642206
  • একা একা এ লড়াই লড়ে লাভ নেই। এদিকে এই নিয়ে একজোট হয়ে লড়লে সেটা হয়ে যাবে জুজুবাদীদের চক্রান্ত ঃ)

    শ্চ, সেন্ট্রাল এসি র ক্ষতিকর দিক নিয়ে কিছু জানলে একটু লিখুন। বেশ কিছু জায়গায় শুনেছি, এটা একটা বিশাল ক্ষতি করে। অথচ এটা এমন কিছু অবশ্যপ্রয়োজনীয় নয়।
  • blank | 122.79.39.59 | ১৮ জুন ২০১৪ ১৯:৫৪642207
  • এসি ডায়রেক্টলি হেলথে এফেক্ট করে। আমার অ্যালার্জি জনিত কারনে এসি তে থাকস বারন। অপিসে বাধ্য হয়ে থাকি। বাড়িতে নেই।
    তবে এবার হয়তো লাগবে অ্যাকোয়ারিয়ামের জন্য। তবে সে স্পেশাল ছোট এসি। জল ঠান্ডা রাখবে।
  • pi | 24.139.221.129 | ১৮ জুন ২০১৪ ২০:১১642208
  • অ্যালার্জি না হলেও আমার এসিতে অসুবিধা হয়। আপিসে থাকি ঐ বাধ্য হয়ে।
  • Ekak | 24.99.82.116 | ১৮ জুন ২০১৪ ২০:১৪642209
  • এত ভারী আজব কথা ! জনৈকা জয়শ্রী রায় বলে দেবেন যে আমি এসি কত তে রেখে কমফোর্ট ফীল করব ? আবদার নাকি :) এইসব মনাস্টিক এপ্রোচের নাম বিজ্ঞান ? ডোমেস্টিক এসি তো বাদদিন শত শত ফুড স্টোরেজে -কোল্ড স্টোরেজে যে এসি ইউস হচ্ছে ? মরা মানুষের বডি যে মর্গে এসি তে থাকছে ? সবাই ২৫-২৭ এ থাকবে ?
    দেখুন মানুষের কমফোর্ট লেভেল অন্য মানুষ ঠিক্করে দেবেনা । সে যেই হোক । মেরু ভাল্লুক দেখতে বেশ । টিভি তে দেখায় । কিন্তু তার আবেদনে কেও এসির ঠান্ডা কমাবেনা । এটা করতে বলাই চূড়ান্ত ইম্প্র্যক্তিকাল । এত সেই বামপন্থী রাজনীতির গল্পে ফিরে যাচ্ছে যে কন্সিউমারিস্ম কে আটকাতে সবাই মনাস্টিক লাইফ লীড করো । ওভাবে হয়না । ওভাবে শুধু পেপার হয় আর কনভেনশনে বক্তৃতাবাজি হয় । বাজার ওই নীয়মেচলেনা ।
    যদি হাতি না থাকলে কি হবে বোঝা না যায় তাহলে হাতিকে সরিয়ে দিয়ে দেখতে হবে । ভয়ঙ্কর কিছু হলেও হতে পারে ওরকম এক্সট্রা রাশানাল উইস্দম কোনো কাজের কথা নয় মশাই । আমার বাড়ির আর্চের মধ্যে অশ্বত্থ চারা বেড়ে উঠলে আমি কি করব ? গাছটা কেটে দিলে খিলান নড়ে যাবে । না কাটলে দেয়াল ফাটাবে একদিন । আমাকেই বাড়ি ছাড়তে হবে । কাজেই রিস্ক নিয়ে গাছ কেটেই দেখতে হবে কদ্দুর কী হয় । সেইমত ব্যবস্থা । এসি নিয়েও লোকজনকে ভল্লুকের আবেদন শুনিয়ে কুনো লাভ নাই । সোলার এসি কে এফর্দেব্ল কস্টের মধ্যে আনার চেষ্টা করলে কিছু লাভ থাকতেও পারে ।
    আমি প্রথম থেকে এই এপ্রোচ তার বিরোধিতায় করছি ।আমি প্রিকন্সিভ্লি ধরেনেব কেন যে সবকিছু কানেক্তেদ এবং কথাও হাত দিলেই ভেঙ্গে পর্বে ! দেখতে পাচ্ছি রিসোর্সের অভাব ।এবার নেড়ে চেড়ে দেখে হবেতো । তাতে কিছু এলাকা জলে ডুববে । কিছুভেসে উঠবে । কিছু মরবে ,কিছু বাঁচবে । এটাই তো স্বাভাবিক । সেটাকে ওরকম গনেশ্পুজো করেলাভ টা কী :)
  • blank | 122.79.39.59 | ১৮ জুন ২০১৪ ২০:১৯642210
  • একক দা , এই সব এক্সপেরিমেন্ট করবোখন। আগে খাদ্য আর অক্সিজেনের ব্যপারে একটু স্বনির্ভর হই।
    তারপর আমাজন কেটে ওখানে ফ্ল্যাট কমপ্লেক্স ও বানানো যাবে।
  • T | 24.139.128.15 | ১৮ জুন ২০১৪ ২০:৩৮642212
  • একক,

    ওকে, সমস্যা নেই। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে। সেটা হ'ল আগে যে মিনিমাম এফর্টে বেঁচে থাকা যেত সেই একই মিনিমাম এফর্টে পরিবর্তিত পৃথিবীতে বাস করা যাবে কি? রিসোর্স এবং তার ইউটিলাইজেশন যদি অপ্রতুল হয়, তবে গ্যাস মাস্কের পয়সা কোত্থেকে আসবে? কিছু লোক প্রকৃতির সাথে ঝুঝতে না পেরে না হয় ফুটে গেল, কিন্তু বাকি যারা রয়ে গেল তাদের বেঁচে থাকার রসদ কে তৈরী করবে। মানে তত দ্রুত যদি আমরা বিবর্তিত না হই? এরপর সেই স্মল রিসোর্সের ম্যানেজমেন্টও চাপের।

    এখন দুটোই সমতুল্য অবস্থা (পরিবেশজনিত কোনো রেফারেন্স পয়েন্ট ব্যাতিরেকে)। তাহলে আসে চয়েসের প্রশ্ন। তো, তাহলে মিনিমাম এফর্টের পৃথিবীকেই বাছলে হয়। সে জন্যই এত চেঁচামেচি।
  • | ১৮ জুন ২০১৪ ২১:১৩642213
  • সেন্ট্রাল এসির একটাসমস্যা তো একজনের সদ্দি লাগলে পুরো বে ধরে লেগে যায়।
  • লেফটি | 132.174.17.106 | ১৮ জুন ২০১৪ ২১:২১642214
  • আমি বাড়ির এসি ঠিক ২৩ এ রাখি, কমও না, বেশীও না। এসি ছাড়া আমার ভয়ানক অসুবিধে হয়। গরম লাগে আর ঘাম হয়। অফিসে অবিশ্যি সেন্ট্রাল এসি, সে ভারী আরামদায়ক।
  • sch | 126.203.165.175 | ১৮ জুন ২০১৪ ২১:৩৩642215
  • একক জয়শ্রী রায় একটা উদাহরণ যেহেতু উনি এটা নিয়ে মাথা ঘামান - ওটা আল গোরে বা সুনীতা নারায়ণও হতে পারত বা অরুন্দতী রায়। শেষটা হলে হয়তো ব্যাপারটা পছন্দসই হতো

    সে আপনার ইচ্ছে হলে আপনি নন্দাঘুন্টিতেও AC চালাতে পারেন - কে বাধা দিচ্ছে। তবে আমরা স্বাভাবিক মানুষদের নিয়ে কথা বলছি আর কি - কম্পফর্ট লেভেল ইন্ডেক্স ইত্যাদি নিয়ে কিছু কাজ কম্ম হয়েছে - সেগুলো স্বাভাবিক মানুষদের নিয়েই শ্তান্ডার্ড করে। যাক গে

    মুস্কিল হচ্ছে এনভায়ারন্মেন্টের চেঞ্জগুলো ইরিভার্সেবল। মানে ধরুন আপনি সবকিছু কেটে কুটে ফেলে দেখলেন ওই যাহ এর ফলে থিম্পুতে অক্টোবর মাসে ৪০ ডিগ্রী টেম্পারেচার - বা শ্রীলঙ্কার কিছুটা দুবে গেছে তাহলে তখন আর কিছু করা যাবে না। দেখুন - আপনার মতো সমমনস্ক আরো বেশ কিছু লোকজন পান কি না - নইলে এক্সপেরিমেন্টগুলো এই গুরুর পাতাতেই থেকে যাবে

    তবে হ্যাঁ এখন যিনি দেশের প্রধাণ্মন্ত্রী তিনি আবার রিভার লিঙ্কিং প্রজেক্টে খুব আগ্রহী - সেটা অল্প করে ফেললে শেষের সেদিনের জন্য বেশীদিন অপেক্ষা করতে হবে না - শিগগির দেখা হয়ে যাবে
  • Ekak | 24.99.82.116 | ১৮ জুন ২০১৪ ২১:৪১642216
  • আমাকে সমমনস্ক খুঁজতে হবেনা অলরেডি অনেক আছে, অবশ্য না থাকলেও খুন্জ্তুম না :) আর এই হেড কাউন্ট দিয়ে মীনস প্রুভ করাটা বেশ চলছে দেখছি । যাঁরা ২৭ এর নীচে এসি তেথাকেন সবাই অস্বাভাবিক :) বেশ ভালো যেচে অস্ত্র তুলেদিচ্ছেন হাতে । পোলার বিয়ার বাঁচানোর চে মারা র লোক বেশি সেটা খেয়াল আছে আশা করি ।
  • sch | 126.203.165.175 | ১৮ জুন ২০১৪ ২২:০৮642217
  • ওটা ২৭ না ২৫ সেই ডিদাকশান হবে স্বাভাবিক মানুষ দিয়ে - সে তো কিছু ক্ষেত্রে হেড কাউন্ট করতেই হয় স্বাভাবিক মানুষের প্রপার্ট = সংখ্যাগরিষ্টের প্রপার্তি

    নাহ হেড কাউন্ট AC র তেম্পারেচার দিয়ে না - ওই যে আপনি বললেন যে কথাটা - "জনৈকা জয়শ্রী রায় বলে দেবেন যে আমি এসি কত তে রেখে কমফোর্ট ফীল করব ? আবদার নাকি" - এইরকম যত লোক নিজের কমফর্ট নিয়ে মাথা ঘামাবেন তত হেডকাউন্ট বাড়বে - আপনি গরিষ্ঠের দলেই থাকবেন চিন্তা নেই
  • b | 24.139.196.6 | ১৮ জুন ২০১৪ ২২:৩১642218
  • স্চ এর সাথে একমত। ১০ঃ০৮
  • san | 52.104.24.252 | ১৯ জুন ২০১৪ ০০:৫২642219
  • শেষের সেদিন ভয়ংকর ! গরমে সকলের একরকম কষ্ট হয় না ঃ-( যেমন শীতেও হয় না । তা বলে একেবারে 'অস্বাভাবিক' ঃ-(
  • Atoz | 161.141.84.164 | ১৯ জুন ২০১৪ ০২:০১642220
  • জনসংখ্যার ব্যাপারটা? সেইটার কী হবে?
    এইটার ইম্প্যাক্ট তো ঘাড়ে এসে পড়ে ভারতীয় উপমহাদেশের প্রায় সব অঞ্চলেই। তখন আর ঐ সুদূরে পোলার বেয়ারের কী হোলো তাই নিয়ে শৌখীন ভেবে দেখার সময় থাকে না, চোখের সামনে সমস্ত মাঠঘাট পুকুর বিলুপ্ত হয়ে ইঁটের জঙ্গল ওঠে আর গরম বেড়ে যায় হাড় ভাজাভাজা স্তরে। অন্যান্য সমস্যা সবই ক্রমবর্ধমান, পরিবেশগত ও মানবিক।
    পরিবেশের স্বার্থেই হোক আর মানুষের স্বার্থেই হোক, এই জনসংখ্যা সমস্যার সমাধানের কথা কেউ ভাবেন? কোনো স্টেপ নেন যেমন কিনা নিয়েছিল চীন ইত্যাদির মত কিছু দেশ?
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৪ ০৫:০৪642221
  • আতোজ, সঞ্জয় গান্ধী চেষ্টা করেছিলেন। ভারতে, ঐ আর কি ... যেমন হয় কাঁওমাও ... ব্যাস হয়ে গেল!
  • Atoz | 161.141.84.115 | ১৯ জুন ২০১৪ ০৫:৩৮642223
  • বুঝুন তবে। সেই স গা র ফাটা রেকর্ড!!!! তাও সেটা প্রায় দুই কুড়ি বচ্ছরের হয়তো আগের কথা! সব ব্যাটাকে ছেড়ে ফাটাকেষ্টকে ধর! সমাধানের ভার ফাটাকেষ্টর!!!! ঃ-)
    এত এত সব পলিটিকাল ইন্টেলেক্চুয়ালরা এই ব্যাপারে টুঁ শব্দটি করেন্না? ঝান্ডা মিছিল এইসব তবে গোড়া কেটে আগায় পানি টাইপ ধরি মাছ না ছুঁই পানি কায়্দা????
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৪ ০৯:৩৩642224
  • ঠিক জানিনা, আতোজ, ৫টা৩৮। তবু তো কেউ চেষ্টা করেছিলো। কিন্তু চীনে কেমন কন্ট্রোল করল জনতার মতকে, কিন্তু ভারত পারেনি। আর চেষ্টা করে কি লাভ?
  • sch | 192.71.182.106 | ১৯ জুন ২০১৪ ১১:২৬642225
  • AtoZ জনসংখ্যার সমস্যা তো ভারতের একার নয় - আরো অনেক দেশের আছে।

    আমার প্রশ্ন মানুষের প্রয়োজনের জন্য পৃথিবীর অন্য প্রাণিদের ইকোসিস্টেম থেকে সরিয়ে দেওয়ার থেকে মানুষের সংখ্যা কমানোটা কি বেশী জরুরী না?

    যেহেতূ মানুষ অন্য প্রাণীকে মারতে পারে অস্ত্র দিয়ে তাই মানুষ সুপিরিয়ার?

    পৃথিবীতে জনপ্রতি এনার্জি খরচের হিসেবে (kWh/day) দেখা যায়

    US ঃ ১৩২৪৬, ভারতঃ ৬৮৪, বাংলাদেশ ২৪৯ আর US র power production -এর ৪০% প্রায় coal fired.

    এ অবস্থায় আমি তো বলব কি দরকার US এ তো এত হাই এনার্জি কন্সাম্পশান করে লোক রেখে কিছু মানুষ সরিয়ে দিলেই হয়, ওই ঠিক যে ভাবে একক বলছিলেন বাঘ ইকোসিস্টেমে না থাকলে কি হয় দেখতে হবে। কনসার্ভেশান যদি কাউকে করতে না হয় মানুষকে করারই বা কি দরকার - এলিমিনেট দেম
  • Ekak | 24.96.1.39 | ১৯ জুন ২০১৪ ১২:২৭642226
  • এতজ

    জনসংখ্যার ব্যাপারটা , পুরোটা না হলেও অনেকটাই ধাপ্পা । রাজনীতির লোকেরা আর কিছু না পেতে লোককে বোঝায় যে ইন্ডিয়াতে জনসংখ্যা বেশি বলে কিছু কন্ট্রোল করাজায়না । এদিকে ফ্যাক্ট হলো ইন্ডিয়ার টিয়েফার ক্রমশকমে চলেছে । ইকনমিক এডভান্সমেন্ট ঘটতে থাকলে আসতে আসতে মানুষের জনসংখ্যা কমে এটা সারা পৃথিবীতেই প্রমানিত । এর চেও কমানো দরকার ? হ্যা তা অবশ্যই দরকার । তার জন্যে শিশুমৃত্যু কমানো দরকার । প্যাক এনিম্যাল দের মধ্যে শিশুমৃত্যু হলে ফার্টিলিটি বুম ঘটে । সে কুত্তা হোক বা মানুষ ।

  • Ekak | 24.96.1.39 | ১৯ জুন ২০১৪ ১২:৩০642227
  • আর এস্সিএইচ এর জ্ঞাতার্থে :
    মানুষ এলিমিনেট করা তো অবশ্যই অপশন । তবে আমি কিনা মানুষ স্পিসিস এ বিলং করি , ভোন্দর বা জলপিপি নই তাই লাস্ট অপশন । ডেভেলপমেন্ট তার্গেতেদ বাযপলিতিক্স এ এমনিতেই প্রচুর মানুষ নিশ্চিহ্ন হবে । নো প্রবলেম ।
  • lcm | 118.91.116.131 | ১৯ জুন ২০১৪ ১৩:০৭642228
  • একবার একটা আর্টিক্‌ল-এ পড়ছিলাম, দুই দিকেই মানুষ হামবড়াই করে।

    পাহাড় ভেঙ্গে রাস্তা, জঙ্গল কেটে বসতি, বাঁধ বানিয়ে নদীর জল আটকানো - এসব করে মানুষ ভাবে যে প্রকৃতিকে খানিকটা কন্ট্রোল করতে পেরেছে। প্রকৃতি দেবতা হাসেন।

    আইস এজ থেকে শুরু করে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে (ধরণীতে প্রাণী এল শুরুর উষ্ণতাটুকুর জন্যে), সূর্যের তেজ (solar luminosity) গত ৪ বিলিয়ন বছরে ৩০% বেড়েছে, আরো বাড়ছে। কিছু মানুষ ভাবছে গাড়ী না চালালে, এসি বন্ধ রাখলে, কয়লা কম পোড়ালে - প্রকৃতিকে কন্ট্রোলে রাখা যাবে। প্রকৃতি দেবতা হাসেন।

    ইন এনি কেস, দেবতা হাসেন। বড়াবড় হেসেই এসেছেন, কে আর ওনাকে কাঁদতে দেখেছেন।
  • - | 109.133.152.163 | ১৯ জুন ২০১৪ ১৩:১০642229
  • "বড়াবড়"-টা কেমন একটা দেখতে লাগছে; কেন কে জানে ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১৯ জুন ২০১৪ ১৩:১৪642230
  • *বরাবর

    থ্যাংকু ঃ-)
  • Atoz | 161.141.84.164 | ১৯ জুন ২০১৪ ২১:৫৪642231
  • জনসংখ্যার চাপটা খানিকটা কমাতে পারলে অন্যান্য নানা আনুষঙ্গিক সমস্যাও কমে যাবার সম্ভাবনা, আখেরে লাভ মানুষেরই। পরিবেশ প্রকৃতি এসবের কথা যদি ধর্তব্যে নাও আনা হয়।
  • janiako | 84.143.144.244 | ২০ জুন ২০১৪ ০৬:৩০642232

  • এটা সবার জন্য।।

    এইটা শুধু ডিডিদা আর বাড়ন্ত বাচ্চাদের জন্য-
    http://www.askmen.com/dating/player_150/196.html
  • dd | 132.172.215.94 | ২০ জুন ২০১৪ ০৯:০০642234
  • আহা। আমি খুবি পুলোকিতো বোধ করছি।

    এই যে বিশ্বময় একটি দ্রোহসা, সেই ক্ষিদের জন্য বছোর তিন চার আগে ছিলো জমজমাট বাজার। বিটি কটনের জন্য প্রতি সাত সেকেন্ডে একজন কৃষক আত্মহত্যা করতো,গ্লোবাল ওয়ার্মিংর জন্য আল্পস থেকে ব্যাবাক বরোপ উঠে যাওয়ার কথা পঁচিশ বছরে, সেই সময় নাগাদ গংগাও শুকিয়ে যাবার কথা,সোয়াইন ফুলু পৌঁছে গেছিলো প্যানডেমিক ৪ স্টেজে ,যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়, বার্ড ফুলুও বাজার কাঁপাছিলো। জুজুবাদীদের স্বর্ণদিন। কোনটা ছেড়ে কোনটা ধরবে? মোমবাতির বাজার হু হু করে উঠছে।

    এখন আর হাতে বিশেষ কিছু নেই। মুর্গী ধোয়ার জল ছাড়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন