এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসলে অক্সিজেনকে অম্লজান, আর নাইট্রোজেনকে সোরাজান বলতে শিখিনি বলেই বিজ্ঞানচর্চাটা ঠিকঠাক করা গেল না

    শাক্যজিত
    অন্যান্য | ২৯ নভেম্বর ২০১৪ | ৫২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | 109.133.152.163 | ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:০৪656708
  • নামরূপের প্রেমে পড়লে মুশ্কিল আছে, আতোজ ২টা৫৩। চিরন্তন যেটি, সেই সত্যের বা তত্বের প্রেমে পড়লে ভাষাটা কোনও সমস্যাই নয় বলে তো জানতুম অ্যাদ্দিন।
  • Atoz | 161.141.84.164 | ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:১৯656709
  • ড্যাশ,
    সেইটের প্যাঁচে পড়েই তো গলদঘর্ম শয়ে শয়ে বছর! কিছুতেই আর মেলে না অণোরণীয়ান আর মহতোমহীয়ান। এদিকে টানতে গেলে ওদিক ছেতড়ে যায়, ওদিকে টানতে গেলে এদিক ফর্দাফাঁই। ঃ-(
    এদিকে তারা দিব্যি আছে, নিত্যই আছে মিলে। শুধু আমাদের দুঃখী সংসারের টুকরো টুকরো গণিত ওদের নিত্যলীলা ধরতে পারে না। উপায় নেই, যতদিন না তেমন গুণী আসে যে মেলাতে পারবে গণনায়, যতদিন না তেমন কৌশলী আসে যে পরীক্ষানিরীক্ষায় দেখাতে পারবে ঐ মেলানোটা ঠিকই ছিল-ততদিন অপেক্ষাই শুধু। আর ধুন্ধুমার।
  • sthobre | ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:৫৬656710
  • @AtoZ
    না হে ভুল বুঝলেন বলতে চেয়েছিলাম যে খুব কম লোকের মধ্যেই ওই সজীবত্ব টুকু বেঁচে থাকে বেশিরভাগ ই দাসানুদাস ,কোথাও একথা বলিনি যে উচ্চতর বিদ্যায়তনে ঢোকার সেটা একটা আবশ্যিক শর্ত। যাকগে !!
  • Atoz | 161.141.84.127 | ০৪ ডিসেম্বর ২০১৪ ০৪:৪৯656711
  • স্তোব্রে,
    সেটা বুঝেছি। ঃ-)
    তবু সামগ্রিক পরিস্থিতি ভাবলে তো ক্ষতিই, নয় কি? খুব কম লোকের মধ্যেই যখন সজীবতাটুকু থাকে। অনেক বেশী লোকের মধ্যেই তো থাকার কথা ছিল।
  • pi | 24.139.221.129 | ০৪ ডিসেম্বর ২০১৪ ১০:৩৫656712
  • স্বর্ণেন্দু অনেকটা বলেই দিয়েছে। sch এর পয়েন্টটা বুঝছিনা। ইংরাজীতে পড়ার অধিকার কেড়ে নিতে হবে এমন দাবিও তো কেউ করছেনা ! যার দরকার মনে হয়, সে নিক না। কিন্তু যে মনে করে তার না হলেও চলবে, বা যে বাংলাতেই করতে চাইবে, তার জন্য অপশন রাখা হোক এবং সেই মত সব সুযোগ দেওয়া হোক।

    আর CSIR এ নাকি পয়সা নেই ! আর কত পয়সা যে কত দিকে যাচ্ছে ! ঃ))
  • pi | 24.139.221.129 | ০৪ ডিসেম্বর ২০১৪ ১০:৫৯656713
  • অন্যভাবে শিক্ষা দেওয়া যে কথা sthobre বলেছেন, সেটা খুবই দরকারি। এরকমই কিছু চিন্তাভাবনা দেখেছিলাম, শ্রীরামপুরের শ্রমজীবী স্কুলে। স্কুল শুরুর আগে কয়েকটা মিটিং এ থাকার সুযোগ হয়েছিল। স্কুলের উদ্দেশ্যই ছিল প্রথাগত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে ছাত্রদের কাছে পৌঁছতে হবে। বিষয়টা ছাত্রদের মধ্যে চারিয়ে দিতে হবে।
    দীপাঞ্জন রায়চৌধুরী পদার্থবিদ্যার দায়িত্বে ছিলে, বলেছিলেন কীকরে পাঠ্যবই এর বাইরে গিয়ে, সহজ কিছু পরীক্ষা পদ্ধতি দিয়ে পদার্থবিদ্যার নানা নীতি শেখানো যায়।

    কেউ চাইলে স্কুলটায় কীভাবে কী পড়ানো হচ্ছে, দেখে আসতে পারেন বা কোনোভাবে, পড়ানোর মাধ্যমে বা অন্য কোনভাবে সাহায্যও করতে পারেন।

    সলিল বিশ্বাস এই নিয়ে বেশ কিছু লেখা দিয়েছিলেন।

    http://www.guruchandali.com/blog/2014/05/15/1400168240520.html?author=salil.biswas#.VH_tf9KUe30

    http://www.guruchandali.com/blog/2014/05/30/1401388312945.html?author=salil.biswas#.VH_tLdKUe30

    http://www.guruchandali.com/blog/2014/06/05/1401908241513.html?author=salil.biswas#.VH_tK9KUe30
  • sch | 192.71.182.106 | ০৪ ডিসেম্বর ২০১৪ ১৫:৫০656714
  • খুব গোলমেলে সব যুক্তি
    -----------------------------------------------
    "আর যে ইঙ্গরেজী কোশ্চেন পেপার পড়ে বুঝতে পারবে না - সে তো ওই সব বিষয়্বের কোনো আন্তর্জাতিক পেপার ও পড়ে উঠতে পারবে না।"-- সব্বাইকার আন্তর্জাতিক পেপার পড়ার দরকার নাই থাকতে পারে। আর এমনিতেও যারা 'আন্তর্জাতিক পেপার' পড়তে পারেন এবং নেট-গেট দিচ্ছেন তাদের বেশিরভাগ অংশ সেইসব পেপার পড়ে কি বাঘটা মারেন এইরকম প্রশ্ন সৌজন্যবোধে করলাম না ।"
    ----------------------------------------------------------------

    এটার মানে ঠিক কি বুঝব? যারা নেট গেট দিয়ে পোস্ট গ্রাজুয়েশান বা ডক্টরেট করছেন তাদের আনতর্জাতিক পেপার পড়তে হয় না? না কি তারা এতই নিম্ন মানের গবেষণা করেন যে কিছু আসে যায় না কি পড়লেন না পড়লেন।
    এ তো চূড়ান্ত উন্নাসিকতা।
    আর তাই যদি হয় তাহলে তো এসব নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই । আমি ব্যক্তিগতভাবে জানি CSIR এর একাধিক ল্যাবে খুব ভালো মানের কাজ হয়, দে-দি, সোসেন-দি, পাই -দি আরো ভালো বলতে পারবেন
  • sosen | 24.139.199.11 | ০৪ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৬656715
  • বিজ্ঞান, দর্শন, ভাষাতত্ত্ব কুনোটাই পড়তে গেলে ভাষা আবার একটা বাধা নাকি? তাও এই ট্রানস্লেটর এর যুগে? বাংলাও যা, জাপানীও তাই।
  • sch | 192.71.182.106 | ০৪ ডিসেম্বর ২০১৪ ১৮:৪১656716
  • সোসেন দিদি আরেকটা বড়ো এনাবলারের নাম করে দিলেন - ইন্টারনেট।

    সত্যি যদি বিজ্ঞানে আগ্রহ তোইরী করতে হয় ইন্টারনেট একটা বিশাল রোল প্লে করতে পারে। ইউটিউবে যে সব হাতে কলমে পরীক্ষা নিরীক্ষার ভিডিও দেখা যায়, সেগুলো দেখলে অনেকেরই (মানে যাদের মধ্যে সত্যি সম্ভাবনা আছে) তাদের বিজ্ঞানে আগ্রহ বাড়তে বাধ্য। আর সেগুলো দেখার জন্যে ইংরেজী শুনে বোঝারও দরকার নেই - ছোট ছোট সাব টাইটেল দিয়ে দেয়। টার্ম গুলো বুঝতে পারলেই মোটামুটি চলে যায়। কিন্তু সেখানে অম্লজান সোরাজান শিখে থাকলে কোনো লাভ হবে না।
  • রুদ্র | 47.220.35.61 | ০৪ ডিসেম্বর ২০১৪ ২২:৩২656718
  • তবে আমার সবচেয়ে ভালো লেগেছিল হাইড্রোজেন সালফাইডের বাংলা 'উদজান গন্ধকাম্ল' জাস্ট অসা :) :)
  • PT | 213.110.246.22 | ০৪ ডিসেম্বর ২০১৪ ২৩:১৪656719
  • substitution nucleophilic bimolecular-এর বাংলাঃ "প্রতিস্থাপন অভিক্রিয়া দ্বিআণবিক"!!
  • pi | 24.139.221.129 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০০:১৯656720
  • ইন্টারনেট আছে বলেই তো ইংরাজীতে না পড়লেও , ইংরাজী পেপারপত্তর নিজের ভাষায় অনুবাদ করে পড়ে নেওয়া যাবে, আর নিজেদের ভাষায় লিখলে অন্যেরা সেটা দরকারমত অনুবাদ করে পড়ে নিতে পারবেন ঃ)
    sch .. এইভাবেও কিন্তু ভাবা যায় ঃ)
  • Atoz | 161.141.84.164 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০২:১৯656721
  • আরে রুদ্র, হাইড্রোজেন সালফাইডে অম্ল কোথায়? ওটা কি সালফিউরিক অ্যাসিডের বাংলা শুনেছিলেন? উদ্জান গন্ধকাম্ল? ঃ-)
  • Ishan | 202.43.65.245 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৩:০২656722
  • ইংরিজি ভাষায় বিজ্ঞানচর্চায় যে নামগুলো ব্যবহার করা হয়, সেগুলো তো বিচ্ছিরি তৎসম শব্দ। বেশিরভাগই। বাংলার মতই বা তার চেয়েও খার্প। যদি কারো লুসিড লাগে তো এগুলো পড়ে একটু উচ্চারণ করে দেখুনঃ

    Quercus laurifolia
    broncholith
    Tabebuia aurea
    bysmalith
    Tamarix canariensis
    cardiolith
    Terminalia catappa

    আমি নেট থেকেই এক চান্সে বার করলাম। কিন্তু নেট দেখবেন না। না দেখে মানে বলুন। ইচ্ছে করেই ফিজিক্স কেমিস্ট্রির নাম দিলাম না। হাইড্রোজেন, অক্সিজেন, কোয়ান্টাম মেকানিক্স, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সবই একই রকম ভজকট। কিন্তু শুনে শুনে অভ্যেস হয়ে গেছে বলে চেনা চেনা লাগে। রোজ সকালে উঠে তিনবার করে উদজান-দ্বি-আম্লিক বলুন, দু-মাসে অভ্যেস হয়ে যাবে।

    ডিঃ আমি এটা শুধু ভাষার ভজকট শব্দাবলী নিয়ে উদাহরণ দিতে গিয়ে প্রসঙ্গটা তুললাম। নইলে আমি মোটেই হাইড্রোজেনকে উদজান বলার পক্ষপাতী না। চালু পরিভাষা থাক না। কিন্তু একটা জায়গায় সীমারেখা টানা দরকার। বাংলায় "কম্পিউটার" বলা হবে মেনে নিলাম। ধরুন "প্রোগ্রাম" চালু কথা, তাও মেনে নিলাম। কিন্তু "প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ"? "ল্যাঙ্গুয়েজ" তো বাংলা নয়। "প্রোগ্রাম ভাষা" বললেই হয়। আর "ল্যাঙ্গুয়েজ"ও বলব বলে জেদ ধরলে, হাত ধরে "লিস্ট অফ বাগস" আসবে, সেখান থেকে "লিস্ট অফ বাগস অইডেন্টিফায়েন্ড বাই ব্ল্যাক বক্স টেস্টিং" আসবে। এগুলো তো বাংলা নয়। কোনো ভাবেই নয়। কোনো একটা স্তরে এগুলো "পরিভাষা" তালিকা থেকে বাদ দিতে হবে। এইটাই বক্তব্য।
  • Bhagidaar | 216.208.217.6 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৩:২৫656723
  • Quercus laurifolia, Tabebuia aurea, Tamarix canariensis, Terminalia catappa এগুলো তো ইনজিরি নয়, এগুলো তো ল্যাটিন নাম, এগুলো তো সব ভাষাতেই একই হবে। ম্যান্গিফেরা ইন্ডিকা কেউ বাংলা মিডিয়াম এ পড়লে "ভারতীয় আম" পরবেনা। বোটানিকাল ও জুলোজিকাল নাম ল্যাটিন-আইসড হবার কারণ এটা, কারণ ল্যাটিন কোনো দেশের ভাষা নয়।
  • Ishan | 214.54.36.245 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৩:৪২656724
  • সেই কথাই কইলাম। এরা তো ইংরিজি তৎসম। মানে লাতিন। তা যদি খটমট না লাগে তো "উদস্থৈতিক কূট" খটমট লাগার কোনো কারণই নেই। জৈব রসায়নেরও এ ধরণের খটোমটো নাম আছে, সে আর খুঁজে বার করিনি।
  • Se | 188.83.87.102 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৪:৪০656725
  • ইঙ্গরিজি তত্সম মানে লাতিন!?
  • sch | 233.223.131.253 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৭656726
  • এই তর্কের কোনো শেষ নেই - চলতেই থাকবে - আগেও হয়েছে
    http://www.guruchandali.com/amaderkatha/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1254830237539&contentPageNum=33#.VIETmtKUd2k

    পরেও আবার হবে

    তবে কয়েকটা জিনিস একটু বলে যাইঃ

    পাই দিদি ট্রান্সলেটারের কথা বলেছেন - গুগল ছাড়া অন্য কোনো ফ্রী ট্রান্সলেটার আমার জানা নেই ( সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি) - এবার নিচের ত্রান্সলেশান দুটি দেখুন

    hydrogen and oxygen combines to form water : হাইড্রোজেন এবং অক্সিজেন জল গঠন সম্মিলন

    sulphuric acid is corosive: সালফিউরিক অ্যাসিড ক্ষতিকর

    দুটোর একটাও প্রপার ট্রান্সলেশান না - আর টার্মএর বাংলাও কিন্তু করে নি। এই রকম অনুবাদ করলে একটা বড়ো লেখার কি মানে হবে ঈশ্বর জানেন। আমার গুগলে স্পানিশ থেকে ইঙ্গরেজীতে অনুবাদ করা পেপার পড়ার অভিজ্ঞতা ভয়ানক।

    আর ঈশান - অভ্সেযেসে কি না হয় - আমি ছোটবেলায় শেখা কিছু সংস্কৃত মন্ত্র এখনো মনে করতে পারি যেগুলো মানে না বুঝলেও শব্দ পরপর মুখস্থ আছে। দু মাস অভ্যেস করলে উদস্থিতিক কূট বলতে সমস্যা হবে না। কিন্তু বাঙ্লা ভাষায় fluid বা hydraulics -এর ভালো বই আছে তো যেটা পড়লে ভীষণ ভালো কন্সেপ্ট পাওয়া যাবে ? না হলে আমায় কিন্তু hydrostatic paradox ও শিখতে হবে।

    যদি বিজ্ঞান শিক্ষাকে পপুলারাইজ করা, বিজ্ঞান চেতনা জাগানো এটাই উদ্দেশ্য হয় তাহলে মন দেওয়া উচিত শিক্ষা পদ্দতির ওপর। বিজ্ঞান শিক্ষার মাধ্যম অনেক বেশী মডেল ভিত্তিক, হাতে কলমে বা ভিডীও ব্যবহার করে করা উচিত। coursera র মতো ফ্রী এদুকাশান সাইতগুলো ব্যবহার করা উচিত। আমাদের nptel -এর ওইয়েব সাইট কিন্তু নন আই আই টি ছাত্রদের খুব ভালো সুযোগ দিয়েছিল ভালো কিছু লেকচার শোনার
    বাংলাদেশের http://www.techtunes.com.bd/ সাইটটা দেখবেন। আমার মতে খুব ভালো উদ্যোগ।
  • Pi | 233.176.50.16 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৮:২১656727
  • ওঃ,একটু আগেই তো ইন্টারনেট খুব বড় এনাবেলার ছিল;)
  • sch | 233.223.131.253 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:০৯656729
  • ইন্টারনেট এনাব্লার বলেছি - ইন্টারনেট মানেই কি শুধু গুগল ট্রান্সলেটার?
    আর উদাহরণ দুটো দিয়েছি আরো একটা জিনিস দেখাতে যে ট্রান্সলেটার কিন্তু অম্লজান সোরাজান করছে না
  • pcm | 212.54.102.201 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:১৩656730
  • ঝোলানো বলে ব্যাট চালিয়েছেন, বল সীমানার ওপর দিয়ে বাউন্ডারির বাইরে, ছয়।
  • sch | 233.223.131.253 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৩১656732
  • ঈশান, পাই দিদি -techtunes এর সাইতটা দেখুন - খুব ভালো ভাবে সহজ বাংলাভাষায় না না জিনিস শিখিয়েছে। কিন্তু অকারণ কঠিন টার্ম ইউজ করে নি
  • pi | 192.66.19.152 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৩১656733
  • ইন্টারনেটের নাম গুগল ট্রান্সলেটর প্রসঙ্গেই এসেছিল, তখন তাই নিয়ে আপনার কোন আপত্তি শুনিনি আর সেখান থেকেই গ্রেট এনেব্লারের কথা বলেছিলেন তো, তাই বোঝা যায়নি।
  • pi | 192.66.19.152 | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৫656734
  • আরে অমি কঠিন টার্ম ব্যবহার নিয়ে কোন সওয়াল করতে চাইনা, সব কিছুর বাংলা পরিভাষা মাস্ট, এরকম কোন অবস্থানও নিতে চাইনা। বাংলায়ও শেখানো হোক, অন্যভাবে শেখানো হোক, এটুকুই চাহিদা। অন্যরকম পরিভাষা তৈরি করার চাহিদাও আছে।
    তবে হ্যাঁ, পরিভাষার ব্যাপারে এটাও মনে করি যে বাংলায় অনেক কিছুতে আমরা অভ্যস্ত নই বা ইংরাজীতে এখন অভ্যস্ত বলে মনে করি ইংরাজী পরিভাষা অনেক সহজ বাংলা অতি খটোমটো। এই এটা কঠিন, ওটা সহজ, ওরকম অ্যাবসলিউট সেন্সে বলা যায়না।
  • de | 69.185.236.52 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১০:২০656735
  • পাইকে আর মামুকে ক্ক।
  • sch | 192.71.182.106 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১১:৪৪656736
  • এই http://www.bigyan.org.in/ যারা করছেন - তাদের অনেক অনেক অনেক ক্কক্ক। খুব ভালো হোক ওদের। এইটাই ঠিক আছে। অকারণ কঠিন পরিভাষা ব্যবহার করেন নি। "ইউক্লিডীয় স্থান, যার ইংরাজি নাম ইউক্লিডিয়ান স্পেস" - এইরকমই হোক - দুটোই থাক।
  • pi | 24.139.221.129 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১২:৩৭656737
  • এই সাইটটা যারা করছে, স্বর্ণেন্দু তাদের মধ্যে একজন :P
    ঐ ইউক্লিডীয় স্থান নিয়ে লেখাটা এই স্বর্ণেন্দুরই ঃ)
    http://www.bigyan.org.in/2014/11/04/jyamitir_gorar_katha/

    ডিঃ আপনি হয়তো জানেনই, তাও লেখাটা দিয়ে গেলুম।
  • sch | 192.71.182.106 | ০৫ ডিসেম্বর ২০১৪ ১৩:১১656738
  • না আমি এখানের sswarnendu যে ওখানের লেখক এত রিলেট করি নি - সসাধারণতঃ এখানের নিকের সাথে আসল নামের রিলেশান খুজি না

    ক্লাস ১০ অব্দি আমি বাংলাতেই জ্যামিতি পড়েছি, অন্তর্বর্তী কোণ যে ইন্ট্র্নাল আঙ্গেল এটা পরে শিখে নিতে অসুবিধা হয় নি - এখনো মুখ ফস্কে বিপ্রতীপ কোণ বা সমবাহু ত্রিভুজ মুখ দিয়ে বেরিয়ে গেলে অবাঙ্গালী লোকেদের ভ্রু কুঁচকানি দেখি।

    অঙ্কে আমার ধারণা ভাষা খুব সমস্যা হয়না। কিন্তু বায়োলজিকাল সায়েন্স বা কেমিস্ট্রিতে মনে হয় কিছুটা হয়। হতে পারে আমার নিজস্ব ভুল ধারণা
  • ওঁ সঠিক বিজ্ঞান চর্চরী | 72.210.74.143 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩১656740
  • ১. অম্লজান উদজান সোরাজান
    ২. অম্লজান উদজান সোরাজান
    ৩. অম্লজান উদজান সোরাজান
    ৪. অম্লজান উদজান সোরাজান
    ৫. অম্লজান উদজান সোরাজান
    ৬. অম্লজান উদজান সোরাজান
    ৭. অম্লজান উদজান সোরাজান
    ৮. অম্লজান উদজান সোরাজান
    ৯. অম্লজান উদজান সোরাজান
    ১০. অম্লজান উদজান সোরাজান
    ১১. অম্লজান উদজান সোরাজান
    ১২. অম্লজান উদজান সোরাজান
    ১৪. অম্লজান উদজান সোরাজান
    ১৪. অম্লজান উদজান সোরাজান
    ১৫. অম্লজান উদজান সোরাজান
    ১৬. অম্লজান উদজান সোরাজান
    ১৭. অম্লজান উদজান সোরাজান
    ১৮. অম্লজান উদজান সোরাজান
    ১৯. অম্লজান উদজান সোরাজান
    ২০. অম্লজান উদজান সোরাজান
    ২১. অম্লজান উদজান সোরাজান
    ২২. অম্লজান উদজান সোরাজান
    ২৩. অম্লজান উদজান সোরাজান
    ২৪. অম্লজান উদজান সোরাজান
    ২৫. অম্লজান উদজান সোরাজান
    ২৬. অম্লজান উদজান সোরাজান
    ২৭. অম্লজান উদজান সোরাজান
    ২৮. অম্লজান উদজান সোরাজান
    ২৯. অম্লজান উদজান সোরাজান
    ৩০. অম্লজান উদজান সোরাজান
    ৩১. অম্লজান উদজান সোরাজান
    ৩২. অম্লজান উদজান সোরাজান
    ৩৩. অম্লজান উদজান সোরাজান
    ৩৪. অম্লজান উদজান সোরাজান
    ৩৫. অম্লজান উদজান সোরাজান
    ৩৬. অম্লজান উদজান সোরাজান
    ৩৭. অম্লজান উদজান সোরাজান
    ৩৮. অম্লজান উদজান সোরাজান
    ৩৯. অম্লজান উদজান সোরাজান
    ৪০. অম্লজান উদজান সোরাজান
    ৪১. অম্লজান উদজান সোরাজান
    ৪২. অম্লজান উদজান সোরাজান
    ৪৩. অম্লজান উদজান সোরাজান
    ৪৪. অম্লজান উদজান সোরাজান
    ৪৫. অম্লজান উদজান সোরাজান
    ৪৬. অম্লজান উদজান সোরাজান
    ৪৭. অম্লজান উদজান সোরাজান
    ৪৮. অম্লজান উদজান সোরাজান
    ৪৯. অম্লজান উদজান সোরাজান
    ৫০. অম্লজান উদজান সোরাজান
    ৫১. অম্লজান উদজান সোরাজান
    ৫২. অম্লজান উদজান সোরাজান
    ৫৩. অম্লজান উদজান সোরাজান
    ৫৪. অম্লজান উদজান সোরাজান
    ৫৫. অম্লজান উদজান সোরাজান
    ৫৬. অম্লজান উদজান সোরাজান
    ৫৭. অম্লজান উদজান সোরাজান
    ৫৮. অম্লজান উদজান সোরাজান
    ৫৯. অম্লজান উদজান সোরাজান
    ৬০. অম্লজান উদজান সোরাজান
    ৬১. অম্লজান উদজান সোরাজান
    ৬২. অম্লজান উদজান সোরাজান
    ৬৩. অম্লজান উদজান সোরাজান
    ৬৪. অম্লজান উদজান সোরাজান
    ৬৫. অম্লজান উদজান সোরাজান
    ৬৬. অম্লজান উদজান সোরাজান
    ৬৭. অম্লজান উদজান সোরাজান
    ৬৮. অম্লজান উদজান সোরাজান
    ৬৯. অম্লজান উদজান সোরাজান
    ৭০. অম্লজান উদজান সোরাজান
    ৭১. অম্লজান উদজান সোরাজান
    ৭২. অম্লজান উদজান সোরাজান
    ৭৩. অম্লজান উদজান সোরাজান
    ৭৪. অম্লজান উদজান সোরাজান
    ৭৫. অম্লজান উদজান সোরাজান
    ৭৬. অম্লজান উদজান সোরাজান
    ৭৭. অম্লজান উদজান সোরাজান
    ৭৮. অম্লজান উদজান সোরাজান
    ৭৯. অম্লজান উদজান সোরাজান
    ৮০. অম্লজান উদজান সোরাজান
    ৮১. অম্লজান উদজান সোরাজান
    ৮২. অম্লজান উদজান সোরাজান
    ৮৩. অম্লজান উদজান সোরাজান
    ৮৪. অম্লজান উদজান সোরাজান
    ৮৫. অম্লজান উদজান সোরাজান
    ৮৬. অম্লজান উদজান সোরাজান
    ৮৭. অম্লজান উদজান সোরাজান
    ৮৮. অম্লজান উদজান সোরাজান
    ৮৯. অম্লজান উদজান সোরাজান
    ৯০. অম্লজান উদজান সোরাজান
    ৯১. অম্লজান উদজান সোরাজান
    ৯২. অম্লজান উদজান সোরাজান
    ৯৩. অম্লজান উদজান সোরাজান
    ৯৪. অম্লজান উদজান সোরাজান
    ৯৫. অম্লজান উদজান সোরাজান
    ৯৬. অম্লজান উদজান সোরাজান
    ৯৭. অম্লজান উদজান সোরাজান
    ৯৮. অম্লজান উদজান সোরাজান
    ৯৯. অম্লজান উদজান সোরাজান
    ১০০. অম্লজান উদজান সোরাজান
    ১০১. অম্লজান উদজান সোরাজান
    ১০২. অম্লজান উদজান সোরাজান
    ১০৩. অম্লজান উদজান সোরাজান
    ১০৪. অম্লজান উদজান সোরাজান
    ১০৫. অম্লজান উদজান সোরাজান
    ১০৬. অম্লজান উদজান সোরাজান
    ১০৭. অম্লজান উদজান সোরাজান
    ১০৮. অম্লজান উদজান সোরাজান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন