এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৬০৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ০৯:৩১670178
  • "আর চাকরিতে উন্নতি তামিল রাও করে , মাল্লু রা করে । মহারাস্ত্রিয়ান রাও করে । তারা বিগ বিসনেস এও আছে । "

    এটা তো আমিও বলছি। ধরুন একটা গ্রাফ আঁকলেন, যার x অ্যাক্সিসে ব্যাবসা আর y অ্যাক্সিসে চাকরি। এবার বিভিন্ন জাতিকে এই ম্যাপে ফেলুন, দেখবেন বাঙালির ডিস্ট্রিবিউশান প্রায় ভার্টিকাল, মানে বেশীরভাগ চাকরিতে আছে। আর তামিল, কন্নড়, মাল্লু ইত্যাদি কিছু জাতিকে দেখবেন পুরো গ্রাফেই ছড়িয়ে, এরা চাকরি আর ব্যাবসা দুয়েতেই আছে। গুজ্জু, সিন্ধি ইত্যাদিদের দেখবেন বেশীটা হরাইজনটাল, এদের মধ্যে ব্যাব্সায়ী বেশী। (ব্যাবসা মানে মিডিয়াম টু লার্জ স্কেল বলেছি)
  • T | 165.69.188.96 | ১২ মে ২০১৬ ০৯:৩২670179
  • আপনার এইসময়ের রিপোর্টে তো কোথাও খেতমজুরদের উল্লেখ নেই।
    তাছাড়া আপনাদের দরদ তাহলে খেতমজুরদের জন্য ছিল, তাই তো। তাহলে 'বহুফসলী' জমি নিয়ে আদিখ্যেতা দাঁড়ায় না। একফসলি জমি এবং খেতমজুর আছে এই কম্বো থাকলে সেটারও বিরোধিতা করবেন একই যুক্তিতে। ঠিক নিশ্চয়ই।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ০৯:৩৩670180
  • বাঙালি ছাড়াও,অসমীয়া,উড়িয়া,চত্তিশগরী,কানারি, তেলুগু,বিহারী, জৌনপুরী অনেক জাতি ও জনগোষ্ঠী I আছে; যাদের পাছুতে স্ট্যাম্প দেওয়া আছে। কানেকশন, লবি ও টাকার জোর কম।এরাও যদি বংশানুক্রমে ভিখিরি হয়ে টিঁকে থাকতে পারে; বাঙালিও পারবে।
    কালকেই যদি সরকার কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দেয়, ট্রেদার দের হোর্ডিং ও কালোবাজারী বন্ধ করে,ব্যাঙ্কের অনাদায়ী ঋণ উদ্ধারের জন্য সম্পত্তি ক্রোক করে নেয়,তাহলেই এই সব সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙ্গে পড়বে। ইটা এমন কি বড় কথা; আপনেও জানেন বৈকি.
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ০৯:৩৪670181
  • আর সবথেকে ইন্টারেস্টিং হবে যদি ধরুন R বা ওরকম কিছু ব্যাবহার করে z অ্যাক্সিসে "আঁতলামো" প্লট করেন। সেক্ষেত্রে স্ক্রিন থেকে আপনার দিকে কোন জাতিটা এগিয়ে আসবে আন্দাজ করার জন্য কোন প্রাইজ নেই :d
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ০৯:৪০670182
  • এটা ঠিক যে গুজ্জু মারোয়াড়িদের কাছে ক্যাপিটালের জন্য দুচার কোটি জোগাড় করে ফেলা কোনো ব্যাপারাই না। মানে নতুন ভেন্চারের জন্য। অথচ আমরা এখনো দশ বিশ লাখ টাকাকে অনেক মনে করি। এই নিয়ে তো সেই বিখ্যাত পেপারে অ্যাকরলফ লিখেও গেছিলেন।

    অন্ধ্রতে রেড্ডী আর কর্নাটকের কামাথরা খুব সাকসেসফুল। অথচ বাঙালীদের কুন্ডু বা সাহারা সেই জায়গায় যেতেই পারলোনা।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ০৯:৪১670183
  • dc ,প্রচুর বাঙালি ক্ষুদ্র ব্যবসায় জড়িত। এদের আবার সিংহভাগ, পূর্ব বাংলা থেকে আগত।এদের ব্যবসা করার স্কিল ও মানসিকতা দুটি ভালো আছে।
    দেশের পলিসি তো সব্বনাশ করেই। অলরেডি মাসুল সমীকরণ নিয়ে আলোচনা হয়ে গেছে।।এরকম বৈসম্যের নীতি ব্রিটিশ রাও করেনি।
    মুম্বাই থেকে আমেদাবাদ বুলেট ট্রেন করতে খরচা হবে লক্ষ কোটি টাকা।ট্যাক্স কে দেবে; সারা ভারত। কিন্তু অতি পূর্ব ভারতে নয় কেন, কুনো প্রশ্ন চলবেক নাই.
  • d | 144.159.168.72 | ১২ মে ২০১৬ ০৯:৪২670184
  • আইটিতেও টপ ম্যানেজমেন্টে মানে CXO লেভেলে বাঙালি বেশ কম। মিডল ম্যানেজমেন্টে আছে কিছু।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ০৯:৪৫670185
  • কোলকাতায় কিন্তু খুব সহজেই ছোটো থেকে মাঝারী সাইজের আইটি বা অন্য সার্ভিস কোম্পানী খোলা যায়। বেশ কিছু স্টার্টাপও খোলা হচ্ছে। কিন্তু সেইখানেও বাঙালী কম।
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ০৯:৪৮670186
  • sm, আগেই লিখেছি ব্যাবসা বলতে মিডিয়াম টু লার্জ স্কেলের কথা বলেছি।

    হ্যাঁ CXO লেভেলেও সাধারনত বাঙালি কম, তাও প্রোপোরশানটা বোধায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট লেভেলের থেকে একটু বেশী।
  • Ekak | 53.224.129.43 | ১২ মে ২০১৬ ০৯:৫০670188
  • কোথায় সহ আর কোথায় রেড্ডি । রেড্ডি রা ফরোয়ার্ড কাস্ট । ওদের সেইমতই কানেকশন ছিল । এক ফ্যামিলি তে এক ভাই ব্যবসায়ী তো আরেকজন ফুড এর কমিশনার । দুজন দুজন কে দেখছে । সমাজে সম্মান ই আলাদা রেড্ডি দের । ওদের ছেলেরা কেও একবার ভুল করে আমেরিকা গেলেও কোটির কমে পন নেয়না ।

    সেখানে সাহা ? বাঙালি ব্রাহ্মণ রা সাহা শুনলে প্রথমে ভুরু কুঁচকে জিগায় .......শুঁড়ি না বৈশ্য ? শুঁড়ি হলে পাত্তাই দেবেনা । বৈশ্য হলেও মেয়ের বিয়ে দিতে খুঁত খুঁত । সাহারা একসময় সাপ্লাই -ট্রেডিং কিছু করেছে । কিন্তু সমাজের একেবারে পেছন থেকে গিয়ে ওপরে ওঠার মত ক্ষমতা তাদের ছিলনা । তাই পরের দিকে সকলেই চাকরি করায় মন দেয় ।

    ভারতবর্ষের জমিতে ফরোয়ার্ড কাস্ট না হলে ব্যবসায় খুব বড় জায়গায় জাতি গত ভাবে যাওয়া যায়না । দু একটা বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া । বাঙালিদের মধ্যে ফরোয়ার্ড কাস্টরা সবচে ব্যাব্সাবিমুখ । কাজেই কানেকশন প্লাস মানি এই দুটো ক্ষমতা একজায়গায় আসেনি বাঙালিদের ক্ষেত্রে ।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ০৯:৫৫670189
  • যে কৃষি ব্যবস্থা জমির মালিকদের সবচেয়ে বেশী সুবিধে দেয় এবং খেত মজুরদের একবেলার আহার, তার বিলোপ তো সবচেয়ে আগে আপনাদের চাওয়া উচিত। শিল্প লেলিয়ে দিলেই তো হেবি হচ্ছে তাহলে।
    ---
    এইড্যা কি কথা হলো? জমিতে মালিক ও ক্ষেতমজুরের যে বৈষম্য; শিল্পে সেটা কতগুণ বেশি? হাজার একর জমিতে নয় নয় করে কয়েকশ মালিক আর কয়েক হাজার খেত মজুর; আর কারখানায় তো একটাই মালিক আর কয়েক হাজার কুশলী শ্রমিক! কোথায় শোষণ টা বেশি?
  • Ekak | 53.224.129.43 | ১২ মে ২০১৬ ০৯:৫৬670190
  • বাঙালির পতনের কারণ খুঁজতে হলে বাঙালি বামুন দের টিকি ধরে টান দিন । উত্তর বেরোবে ।
  • কল্লোল | 125.242.176.242 | ১২ মে ২০১৬ ০৯:৫৮670191
  • টি। একটা চার ফসলী জমির সাথে যুক্ত কারা একবেলা খেতে পায়, এটা যদি আপনি না জানেন তো কি করা যাবে। না জানার প্রভূত আনন্দ। না জানার অধিকারও আছে।
    জমি অধিগ্রহন নিয়ে আমার মত, নানান টইতেই খুব স্পষ্ট ভাবে আছে। আপনি হয়তো পড়েন নি।
    জমি অধিগ্রহণ করতে গেলে, জমির সাথে যুক্ত প্রত্যেকের সম্মতি চাই। ঐ জমির সাথে যুক্ত প্রত্যেককে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। ক্ষতিপূরণের পরিমান ঠিক করবে কৃষি বিশেষজ্ঞদের কমিটি ও অন্ততঃ একজন বিচারপতি, আইনজ্ঞ হিসাবে।

    আমার শিল্প নিয়ে মতও জানিয়ে দেই। আগেও এই টইতেই লিখেছি। আপনি হয়তো পড়েন নি।
    উর্বর জমি নিয়ে শিল্প করার বিরোধী। তাতে সব রাজ্যের সব জায়গায় শিল্প নাও হতে পারে। যেখানে অনুর্বর জমি, সেখানকার পরিকাঠামো ভালো করার দায়িত্ব সরকারের, তারা সেটা করুক যাতে শিল্প গড়তে অসুবিধা না হয়। শিল্প গড়তে সরকারী (আমার আপনার) টাকা খরচ নয়, শিল্পপতিকেই টাকা বিনিয়োগ করতে হবে।
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১০:০০670192
  • বাঙালির পতন/উত্থান কিস্যু হয় নাই। যেমন ছিল তেমনই আছে।
  • amit | 213.0.3.2 | ১২ মে ২০১৬ ১০:০১670193
  • কি আশ্চর্য । কল্লোলের Date:12 May 2016 -- 08:39 AM পোস্ট এর উত্তরে:

    কল্লোল বাবু, অমিতবিক্রমে কেন আমি কিছু বলতে যাব? আমি তো খুব সাধারণ ভাবে এটাই বললাম যে আমাদের সিঙ্গুর দরকার নেই, এই বেশ ভালো আছি। কেবল শুধু শুধু এই অবপ - টাটা দের তোষামোদ করে যাচ্ছে ।তো এটা তো আপনিও বলছেন শুরু থেকে, তাতে রেগে যাওয়ার কি আছে ? বুঝতে ভুল হলে ক্ষমাপ্রার্থী।

    আর আমার দৃঢ় বিশ্বাস বিপ্লব এলে আরো ভালো হবে। এটা আপনি বলেছেন কিনা জানিনা যদিও।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১০:০২670194
  • মারওয়ারী আর গুজু ব্যবসায়ী রা কি ফরওয়ার্ড কাস্ট?মোটেও না। তারা কি করে সফল হলো?
    দ্বিতীয়ত, একটা ঐতিহাসিক কারণ ও আছে। এরা অধিকাংশই নিজ ভূমি স্বইচ্ছেই ত্যাগ করতে বাধ্য হয়েছে। যেটা ব্যবসায় তিনকে থাকতে বাধ্য করেছে।কারন এদের চাষের জমি ছিল স্টেরাইল। বাঙালি দের ক্ষেত্রে উল্টো।
  • কল্লোল | 125.242.176.242 | ১২ মে ২০১৬ ১০:০৪670195
  • বাঙ্গালীদের ব্যবসা করতে না পারার বহু কারন আছে, যা বাঙ্গালীদের হাতের বাইরে।
    ভারত যদি তিন ভাগ হতো, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ও দক্ষিন পাকিস্তান (হায়্দ্রাবাদ, যেটা প্যাটেল গায়ের জোরে দখল করে)। তখন দেখতাম রেড্ডিদের ব্যবসা। কোনো কাস্টের বাবাও তাদের ভীখারী হওয়া থেকে আটকাতে পারতো না।
    হ্যাঁ সে কথা বল্লে, মাথা ঝুঁকে আসে পার্সিদের সামনে।
    সাহারা তো মূলতঃপূর্ববঙ্গের। তারা সব খুইয়ে এসেছে পবতে।
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১০:০৮670196
  • "বাঙ্গালীদের ব্যবসা করতে না পারার বহু কারন আছে, যা বাঙ্গালীদের হাতের বাইরে।"

    এটা সেই কনসোলেশান প্রাইজ মার্কা যুক্তি। কি করবো, ওরা আমাকে কিছু করতে দিলোনা ঃ)
  • কল্লোল | 125.242.176.242 | ১২ মে ২০১৬ ১০:১৩670199
  • অমিত। আপনি ক্ষমাটমা চাইছেন দেখে বড় বিব্রত লাগে। এখানে তক্কো করি, নিজের বিশ্বাস মতো। তাতে কোন কিছু পাল্টে দিতে পারবো এমন দুরাশা কদাপি করি না। এককালে মার্কসবাদী বিপ্লবে আস্থা ছিলো। প্রায় ২৫ বছর হলো মার্কসবাদে আস্থা রাখি না। আমি দর্শনের জায়গা থেকে পুঁজি ও বাজার বিরোধী। কিন্তু মার্কসবাদী সমাজতন্ত্রে আস্থা নাই। মানবাধিকার কর্মী ও নৈরাষ্ট্রবাদে বিশ্বাসী।

    মাইগ্রেশনের বিষয়ে Name: sm এর Date:12 May 2016 -- 08:56 AM পোস্ট দেখুন। এ পাতাতেই আছে।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১০:১৩670197
  • গুজ্জুদের মধ্যেও কিন্তু মুলতঃ জৈন ও মুসলমানদের আমরা দেখি। হিন্দুরাও আছে অবশ্যই।
  • d | 144.159.168.72 | ১২ মে ২০১৬ ১০:১৪670200
  • ইসে হয়েছে, সিঙ্গুরের জমি আরো অনেক জায়গার মত একফসলী বা খুব জোর দো-ফসলী ছিল। তারপর সবুজ বিপ্লবের অঙ্গ হিসেবে শ্যালোর ব্যবহারে মাটি থেকে উঠে আসা অফুরন্ত জলের দৌলতে তিনফসলী হয়ে যায়। (চারফসলীটা কেমন বাড়াবাড়ি ঠেকছে)। তো, কথা হল মাটি থেকে অনবরত জল তুলে নিতে থাকলে মাটির জলস্তর হু হু করে নামতে থাকে। পশ্চিমবঙ্গেও সেইটে হচ্ছে। এখন টের পাচ্ছেন না, এরকমই চললে ২০২০ নাগাদ দেখবেন।
    তো, মাটিতে জল ফেরত পাঠাবার প্রপার পরিকল্পনা ছাড়া তিনফসলী জমি চালিয়ে যেতে উৎসাহ দেওয়াটা মনে হয় না খুব একটা ঠিকঠাক ।
  • cm | 127.247.98.44 | ১২ মে ২০১৬ ১০:১৮670201
  • আমিও অমিতের মত বিপ্লব এলে খুশি হব। আর কল্লোলদা মার্কসবাদে আস্থা রাখেননা বললে হবেনা। পুরাতন প্রেম মাঝে মাঝেই দেখি ফুটে ওঠে। আপনার সেদিনের পোস্টে মনে হল মার্কসের অকমান মোটে সইতে পারেননা।
  • T | 165.69.188.96 | ১২ মে ২০১৬ ১০:২০670202
  • কী মুশকিল।
    জমি অধিগ্রহণ নিয়ে নানান টইয়ে আপনার মত আমি পড়েছি তো।

    আমার প্রশ্ন সোজা। বিচারপতিদের বক্তব্য আপনার মনে ধরেচে। তো বিচারপতিরা বলছেন কৃষির সাথে কিছু মানুষ যুক্তি আছেন যারা একবেলা খেতে পান না। এর অর্থ কৃষি উৎপাদন ব্যবস্থায় গলদ আছে। আপনার বক্তব্য অনুযায়ী খেতমজুররা এই দলে পড়ছেন। এই যুক্তি অনুযায়ী জমির চরিত্র তাহলে তো গুরুত্ব পাওয়ার কথা নয়। একফসলি জমির খেতমজুর যেমন অ্যাফেক্টেড, বহুফসলি জমির খেতমজুরও তাই। ফলে জমি ক্যানো নিচ্ছ এই প্রশ্নের মধ্যে জমির 'বহুফসলীত্ব' (এ আবার কি বাংলা কে জানে) আসে না। জমি যদি একফসলি হত এবং সেখানে খেতমজুর থাকত তাহলেও একই বিরোধীতা করতে হয়, তাই না। মৈত্রীশ ঘটকের পেপার ছিল না, এর উপর? আমি পড়েছিলাম একসময়, তথ্যাদি আর মনে নেই।

    (এবং এই প্রশ্নটি আপনাকে করলুম তর্কের খাতিরে বিচারপতিদের বক্তব্যকে সঠিক ধরে নিয়ে। নইলে সুপ্রীম কোর্ট বিবিধ সময়ে কি কি বাণী বিতরণ করেছেন সে তো আপনি জানেনই। তো অন্যসব সময়ে গাল এবং এখন ক্যানো ঠিক ঠিক সেসব প্রশ্ন তুলে আর বিব্রত কচ্ছি না :) )

    আপনি অনুর্বর জমিতে শিল্প করার কথা বলছেন। কিন্তু টেকনোলজি তো মান্ধাতার আমলে আর নেই। অনুর্বর জমিতে পরিকাঠামো ভাল করে শিল্প করার বদলে যদি সেসব জায়গায় জমির উর্বরতা বৃদ্ধি অনেক বেশী ইকোনমিক হয় তবে সরকার কেন সেটা করবেনা বলুন তো। তো, বলতে চাইছি উর্বরতা একটি আপাত ব্যাপার।

    লং টার্ম শর্ট টার্ম কস্ট-বেনিফিট অ্যানালিসিস করেই কোনো জায়গায় জমির চরিত্র বদল করা উচিত। সুপ্রীম কোর্টের এই অবজারভেশনও আছে। উর্বরতা, চাষী, গ্রাম বাংলা, ফুল পাখি মলয় সমীরণ এইসব কাব্যিক ব্যাপার ফেলে গরীব মানুষের অর্থনৈতিক সুবিধেটাই দেখা দরকার সর্বাগ্রে।
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১০:২২670203
  • হ্যাঁ হ্যাঁ বিপ্লব আসুক, তালের বড়া ভেজে খাবো :d
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১০:২৪670204
  • যারা বিপ্লব চেয়েছিলেন তারা ৫ বছর আগে তিনোদের এনেছিলেন। বিপ্লবের দিকে আরেক স্টেপ।
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১০:২৫670205
  • বিপ্লবী রতন তো বঙ্গে ছেড়ে চলে গেল
  • কল্লোল | 125.242.176.242 | ১২ মে ২০১৬ ১০:২৬670206
  • মার্কসবাদে আস্থা রাখি না, আর মার্কসকে শ্রদ্ধা করার মধ্যে কোন বিরোধ নাই। একটা মানুষ প্রায় ১৫০ বছর আগে পুঁজিবাদকে যেভাবে বিশ্লেষন করেছেন, সেটা তাঁর প্রতিভার কতো বড় সাক্ষর তা সব মহলের জ্ঞানীদের কাছেই আদৃত ও স্বীকৃত। ওনার সমাজতন্ত্রের ধারনা নিয়ে আমার খুবই আপত্তি আছে। এটুকুই।
  • PM | 11.187.252.100 | ১২ মে ২০১৬ ১০:২৭670207
  • কল্লোলদা যে রেটে উঠছেন , আর বছর দুয়েক বাদে সিঙ্গুরের জমি কে ৬ ফসলী বলবেন--- বছর পাচেক বাদে জমির কপালে ১০ ফসলী তকমাও জুটাতে পরে । ইসস, এই হরে যদি চাষীদের রোজগার বাড়তো ?
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১০:২৯670211
  • কর্ল মার্ক্স তো একজন লেখক, অর্থনীতি এবং দর্শন-এর। তার ছবি টাঙিয়ে কি না হয়েছে, অবশ্য জীবদ্দশায় তিনি তার আঁচ পেয়েছিলেন, বলেছিলেন -
    "If anything is certain, it is that I myself am not a Marxist." [In a letter about the peculiar 'Marxism' which arose in France 1882]
  • belun | 190.179.40.51 | ১২ মে ২০১৬ ১০:২৯670208
  • "দক্ষিন পাকিস্তান (হায়্দ্রাবাদ, যেটা প্যাটেল গায়ের জোরে দখল করে) তখন দেখতাম রেড্ডিদের ব্যবসা। কোনো কাস্টের বাবাও তাদের ভীখারী হওয়া থেকে আটকাতে পারতো না।" - নিজামের রাজত্বের পরিধি কতদূর ছিল জানেন ?মোটামুটি এখনকার তেলেঙ্গানা প্লাস মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলা ।
    http://www.mapsofindia.com/history/hyderabad-nizam.html
    না এখনকার অন্ধ্র প্রদেশ নিজাম দের কন্ট্রোলে ছিল না , রেড্ডি কাপু রা ওই অঞ্চলের বিরাট সফল ব্যবসায়ী জাত। উর্বর কৃষ্ণা গোদাবরী কাবেরী অববাহিকা ও নিজামের ছিল না । তামিলনাড়ু কেরালা কর্ণাটকের ব্যবসায়ী জাত ও কিন্তু নিজাম রাজত্বে ছিল না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন