এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৬০৭৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • / | 15.2.64.86 | ১২ মে ২০১৬ ১৬:৫২670311
  • sm কি সঙ্গীত শোনেন?
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৬:৫৫670312
  • না, আপনার মতন লোকজনদের শোনাই।
  • উমেশ | 118.171.128.168 | ১২ মে ২০১৬ ১৬:৫৯670313
  • গোবিন্দা'র একটা সিনেমা (মনে হয় কর্জ চুকানা হ্যায়) তে ছিলো তো, গরুটাকে মিউজিক না শোনালে কিছুতেই দুধ দিতো না।
  • IPGGBK | 127.194.40.10 | ১২ মে ২০১৬ ১৭:১৭670314
  • অযাচিত মন্তব্যঃ-
    ওটা হওয়া উচিত ছিল 'মার্গ' সঙ্গীত।

    কারণ এরকম 'মার্গ দর্শানো খবর-
    "একটা খবরে পড়েছিলাম গরু কে দুইবার সময় সঙ্গীত চালালে ভালো দুধ দেয়।ধরুন রবীন্দ্র সঙ্গীত চালালে ৫ লিটার, শ্যামা সঙ্গীতে বেড়ে হলো গিয়ে ৬ লিটার।"
    এরকম খবরের উৎপত্তি ও ব্যুৎপত্তি দেখে অজস্র বালখিল্য বা দাশু সুলভ প্রশ্ন আসছে মনেঃ-
    ১) ওই গরুটি কি কালো? না সাদা ? নাহলে এতো বৈষম্যমূলক ব্যবহার কেন?
    ২) গরু কি আনন্দে বেশী দুধ দেয়, নাকি শোকে?
    ৩) রবীন্দ্রসঙ্গীতে আনন্দ বেশী না শ্যামা সঙ্গীতে?
    ৪) কার কার গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলে কত' কত' লিটার দুধ দেয়?
    অথবা
    ৫) কার কার গাওয়া শ্যামাসঙ্গীত শুনলে কত' কত' লিটার করে দুগ্ধদান বাড়ে?
    ইত্যাদি, প্রভৃতি .....

    একটি বিশেষ প্রশ্ন-
    ------------------
    * এইজন্যই কি গরুর দুধ থেকে তৈরী ঘি'কে 'গাওয়া ঘি' বলে?
  • কল্লোল | 111.63.202.11 | ১২ মে ২০১৬ ১৭:১৯670315
  • একটা নতুন টেকনোলজি এলো। এই যেমন আইটি এসেছিলো ৮০র দশকে। ধরা যাক তার নাম ভাইটি। সেই টেকনোলজির বাড়বাড়ন্ত হলে খুব উন্নতি হবে যেমন আইটির বাড়বাড়ন্তে খুব উন্নতি হয়েছে। কিন্তু তার অন্য সব খরচ বড় বেশী। তাই তাতে মজুরী কম। এই পাতার কতো জন উন্নতির স্বার্থে নিজেদের বর্তমান আয়ের কম টাকায় সেই সব কোংএ কাজ কত্তে রাজি? হাত্তুলুন।

    আমরা মাসে ৫০০০টাকা হাইক পেলে দৌড়ে মরি। আর চাষ-বাস করে যারা, তাদের বেলায় জীবিকা ও জীবিকার উপায় ছাড়তে হলে তাদের বর্তমান আয়ের চেয়ে বেশী আয়ের ক্ষতিপূরণ চাইলে, যারা ক্ষতিপুরণ দেবে না তাদের ক্ষীই চিন্তা রে ভাই!! দেখে অবাক হয়ে যাই!!!

    কিন্তু একটা কোশ্নের জবাব কেই দেয় না - সব চাষী শিল্পে আসে / দরুন উন্নতি / ফুরায় এ জীবনের সব লেনদেন / থাকে শুধু কোশ্ন এক / কি খাবো কি খাবো তবে / থালা ভরা নাট বল্টু চেন
  • IPGGBK | 127.194.40.10 | ১২ মে ২০১৬ ১৭:৩৭670317
  • ভালো তথ্য।
    কিন্তু কোন কোন গানের ক্ষেত্রে সে বেশী Chilled হয়, মানে আগের প্রশ্নগুলো, উল্লিখিত বাংলা দু'ধরণের গানের ক্ষেত্রে, থেকেই যাচ্ছে।
    শেষ প্রশ্নটিও।
    আসি।
  • cm | 127.247.97.144 | ১২ মে ২০১৬ ১৭:৩৮670318
  • ও হরি সবাই রোজগার বাড়াতে চায়। বিশ্বাস হয়না একথা কল্লোলদা বলছেন। চাষার ছেলের তো চাষ ছাড়া কিছু করার কথা নয়।
  • IPGGBK | 127.194.40.10 | ১২ মে ২০১৬ ১৭:৪১670319
  • P.S.
    KITPLY চলতা রহে....
    নাঃ, যাই।
  • PT | 213.110.242.24 | ১২ মে ২০১৬ ১৮:০১670322
  • "তাদের বর্তমান আয়ের চেয়ে বেশী আয়ের ক্ষতিপূরণ চাইলে, যারা ক্ষতিপুরণ দেবে না"

    কে চাষীদের ক্ষর্তিপুরণ দেওয়ার বোরোধীতা করেছে? চাষীদের ঠিকমত ক্ষতিপুরণ পাইয়ে দিলে কারখানাও হত বিপ্লবীদের জনপ্রিয়তাও বাড়ত।
  • | 183.21.199.39 | ১২ মে ২০১৬ ১৮:০৪670323
  • গুরু গান শুনে বেশি দুধ দেয়, এই নিয়ে অত হাসির কোনো কারণ নেই। সেই কব্বে( ৯৫-৯৬) বেহালা ম্যান্টনের ওদিকে (ইউনিক পার্ক মনে হয় জায়গাটার নাম) একটা কাদের (বড়সড় নাম) খুব স্বাস্থ্যসম্মত খাটাল ছিলো। সেখানে গোরুরা গান শুনে শুনে দুধ দিত।
    বিদেশি জার্সি গোরু ছিলো কিনা জানিনাঃ(
  • Arpan | 233.227.113.130 | ১২ মে ২০১৬ ১৮:২২670324
  • গুরু?
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ১৮:৩০670325
  • "আর চাষ-বাস করে যারা, তাদের বেলায় জীবিকা ও জীবিকার উপায় ছাড়তে হলে তাদের বর্তমান আয়ের চেয়ে বেশী আয়ের ক্ষতিপূরণ চাইলে, যারা ক্ষতিপুরণ দেবে না তাদের ক্ষীই চিন্তা রে ভাই"

    হেহে আমি যদ্দুর জানতাম হীরক রানী আর তার সাঙ্গোপাঙ্গোরা ক্ষতিপূরন দেওয়ার ব্যাপারে সবচে দুশ্চিন্তায় ছিল, কারন চাষীরা ক্ষতিপূরন পেয়ে গিয়ে যদি ইছুক হয়ে যায় তাহলে তো তাদের আন্দোলন ফুস হয়ে যাবে! আর সেজন্যই রাজ্য সরকার রাজি থাকলেও আন্দোলনকারীরা কখনো ক্ষতিপূরণ নিয়ে দরাদরির দিকে যায়ইনি। দাবী ছিল কারখানা বন্ধ করা, ক্ষতিপূরণ নিয়ে দাবী কখনো তোলা হয়নি। আর যারা ক্ষতিপূরণ দেবেনা তারাই নানারকম অবাস্তব দাবী তুলেছিল, যেমন এই "১০০% সম্মতি নাহলে শিল্প হবে না" টাইপের অবাস্তব দাবীটা।
  • | 183.21.199.39 | ১২ মে ২০১৬ ১৮:৪০670326
  • আপনার ' চড়ে' থেকে উৎসাহিত হয়েছি মনে হয়ঃ(
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ১৮:৪৩670327
  • গুরুতে চড়ে?
  • | 183.21.199.39 | ১২ মে ২০১৬ ১৮:৫৩670328
  • হ্যাঁ, নিখরচায় বিনোদন
    :X
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ১৮:৫৬670329
  • আচ্ছা সরি চাইলাম :d
  • PM | 233.223.154.19 | ১২ মে ২০১৬ ২০:৪৭670330
  • গান শুনে গরুর দুধ দেওয়ার আদি বাংলা রেফেরেন্স পরশুরামের গল্পের রাজমহিষী নামক গরুর কথা কারুর মনে এলো না দেখে খুব হতাশ হলাম। "সোনামুখী রাজভৈষী পাগল করেছে" গানটার কথা কারুর মনে এলো না !!!! ঃ)

    কল্লোলদার ছড়ানো বিভিন্ন মনিমুক্তার মধ্যে নতুন একটা অ্যাড হলো ঃ)

    "কোন অনুর্বর জমির মালিকই যদি রাজি না হয় তো শিল্প হবে না। ব্যস।"

    আগের হিট দায়ালগ ছিলো---

    ---পঃবঃ কৃষি প্রধান রাজ্য, এখানে চাষবাষ, কারুর শিল্পে কাজ করার ইচ্ছ থাকলে ছত্তিস্গড়ে, কর্নাটকে যাক

    --- আধুনিক সভ্যতা হেব্বি বাজে জিনিষ। সভ্যতা পুর্ব মানুষ ( জঙ্গলে) অনেক সুখী ছিলো। ঃ) ঃ)

    কল্লোলদা খুব গুনী মানুষ, কিন্তু ওনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বিষয়ক চিন্তা ভাবনা অনেকক্ষেত্রেই কাল্টিভেট করার মত। ঃ) ঃ)
  • lcm | 60.242.74.27 | ১২ মে ২০১৬ ২০:৫৬670331
  • ১৯০৮ সালে জামশেদজী টাটা বিহারের এক গ্রামের শিল্প প্রতিষ্ঠা করেন - জামশেদপুর/টাটানগর, ১৯১২ সালে প্রথম প্রোডাক্শন শুরু হয়।
    তারপর থেকে ১০০ বছর ধরে বিহারের চাষীদের জীবনযাত্রার অভূতপূর্ব উন্নয়ন ঘটে, বিহারের চাষীদের পরবর্তী জেনারেশনের বেশির ভাগই ইঞ্জিনিয়ার হন।

    হরি হে মাধব...
  • PM | 233.223.154.19 | ১২ মে ২০১৬ ২১:০০670333
  • ঠিক , মানুষ প্রথম যখন চাষ বাস শিখলো, পশুপালন করা থেকে। তার পরেই মানুষের সব মানুষ চাষ বাস করতে শুরু করলো--- আর তারপরেই মানুষের সব সমস্যা সমাধান হয়ে গেলো--- এখনো চাষীদের আর কোনো সমস্যা নেই ঃ)

    হরি হে মাধব ... ঃ)
  • lcm | 60.242.74.27 | ১২ মে ২০১৬ ২১:১৩670334
  • পহলে ভোজন, ফির ভজন
  • PM | 233.223.154.19 | ১২ মে ২০১৬ ২১:১৭670335
  • ঃ)
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২১:২২670336
  • তাহলে সমাধান হল সব মিলে চাষ করতে হবে, শিল্প টিল্প বাদ। সব্বাই চাষ না করলেই আর কেউ খেতে পাবে না। এক ব্যাটাও যদি চাষে ফাঁকি দিয়েছে তো সব অনাহারে।
  • lcm | 60.242.74.27 | ১২ মে ২০১৬ ২১:২৩670337
  • ভাত ছাড়া খাবো টা কি
    ভাত ছাড়া বাঁচব নাকি
  • ranjan roy | 132.162.174.101 | ১২ মে ২০১৬ ২১:২৮670338
  • আজকের মিলেনিয়ামে খাদ্য-সুরক্ষা একটা বড় সমস্যা।

    কৃষি বনাম শিল্প আলোচনায় শুধু ব্যক্তি কৃষকের আয়বৃদ্ধি, জমির বিকল্প ব্যবহারের অপর্চুনিটি কস্ট -- এসব অত্যন্ত প্রাসংগিক প্রশ্ন।
    কিন্তু খাদ্য-সুরক্ষার দিকটাও , অ্যাজ এ পার্ট অফ লার্জার পিকচার, আসা উচিত।
    আর এককের কৃষিকে উন্নত শিল্প ( শুধু প্রচলিত অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি নয়) করার প্রেক্ষিত নিয়েও কিছু হোক।
  • ranjan roy | 132.162.174.101 | ১২ মে ২০১৬ ২১:৩১670339
  • সরি! কথাটা এলসিএম ইতিমধ্যেই তুলেছেন।
    ডিসি,
    না, আলোচনাটা কে হয় চাষ নয় মেশিনের মত একবগ্গা করে ভাববেন না। দরকার একটা সুষম অর্থনীতির মডেল। আর দরকার পেশা হিসেবে কৃষিকেও আকর্ষক বানানো।
    কী করে হবে? জানিনা।
  • Ekak | 53.224.129.50 | ১২ মে ২০১৬ ২১:৩১670340
  • পশুপালনের পরেই চাষবাস এটা নিয়ে সন্দেহ আছে । মানুষ প্রথম থেকেই একটা কাজ করত । সেটা হলো যেখানে থাকত তার চারপাশে হেগে রাখা । খেয়াল করলে দেখব সোশ্য জাতীয় ফসলের বীজ এর খোসা তুলনামূলক ভাবে শক্ত হয় । তাই নানান জায়গা থেকে খেয়ে এসে বাসস্থানের চারিদিকে হাগতে শুরু করায় থ্রু হাগা একটা নির্বাচন ঘটে যে কোন বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গাছ হবে । এইভাবে বাসস্থানের চারপাশে শস্যের জঙ্গল গড়ে ওঠে । তার অনেক পরে আবার বীজ সংগ্রহে রাখা ইত্যাদি । কিন্তু হাগা হলো প্রথম ফিল্টার যা দিয়ে মানুষের ভবিষ্যত খাদ্যরুচির একটা প্যাটার্ন তৈরী হয়ে যায় ।

    এগুলো অবস্য সবকটাই পরস্পরের সঙ্গে সম্পর্কিত । স্কাভেন্জার ও কার্নিভোর দের স্টমাক এসিড হার্বিভোর থেকে বেশি । মানুষের এসিড কন্সেন্ট্রেশন কার্নিভরের চে কম হার্বিভোর এর চেয়ে বেশি । এরা সবাই খেয়েছে -হেগেছে । যা হেগেছে তার থেকে একটা ফিল্টার তৈরী হয়েছে কোন গাছ ছড়িয়ে পরবে । যা ছড়িয়ে পড়েছে তা খেয়ে আবার হেগেছে , এইরকম । মোট কথা হাগাহাগি দিয়ে গোটা ইভোলিউশন এর একটা ব্যাখ্যা পাওয়া যায় ।
  • lcm | 60.242.74.27 | ১২ মে ২০১৬ ২১:৩২670341
  • পরের বছর(২০১৭) সিঙ্গুরশোকের দশ বছরপূর্তি-র শোকানুষ্ঠানে একটি মরাকান্না/নাকেকান্নার প্রতিযোগিতা আয়োজিত হইব। সব চন্ডালেরা আমন্ত্রিত।
  • sm | 53.251.88.65 | ১২ মে ২০১৬ ২১:৩৪670342
  • মোদ্দা কথা হলো, শিল্পপতি চাইলে চৌরঙ্গিতেও শিল্প করতে দিতে হবে।
    বাড়ির ছাদে করতে দিতে হবে, এমন দাবি ও কেউ তুলেছিলেন।
    কিন্তু অনুর্বর জমি বা কলকাতা থেকে বেশি দুরে হলে চলবে না।
    আগেও এই লিংক দিয়েছি , ভারতে এমন কতক গুলো জায়গায় কার ম্যানুফাকচারিং প্লান্ট দেখছি;যেটা বাপের জম্মে ভুগোলেও পড়িনি।খড়গ পুর কি দোষ করলো কে জানে?
    https://en.wikipedia.org/wiki/List_of_vehicle_plants_in_India
  • কল্লোল | 111.63.70.120 | ১২ মে ২০১৬ ২১:৩৮670345
  • কম পয়সায় কাজ কত্তে (উন্নতির স্বার্থে) কেউ রাজি নয়।

    ঠিকঠাক ক্ষতিপূরণ দিতে চাইলে মমতার পিতৃপুরুষও আটকাতে পারতো না।

    যেখানে জমি অধিগ্রহনে জমির সাথে যুক্ত মানুষদের কোন কথাই বলতে দেওয়া হয় নি। প্রসিডিওর পাল্টে দেওয়া হয়েছিলো, সেক্ষেত্রে ক্ষতিপূরণ যা দিতে চাওয়া হয়েছিলো তা হাস্যকর। একদম শেষে যখন সব কিছু হাতের বাইরে চলে গেছে তখন ম্যানেজ করার চেষ্টা হয়েছিলো, কিন্তু সেটা ধোপে টেঁকে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন