এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ১৮:০৩670478
  • আরে সবচেয়ে আগে কন্টেম্প্ট অফ কোর্ট হইবে।
    তাহার সঙ্গে ডিফেমেশন। তবে পাই যদি আদালতে মাপ চায় তাহলে প্রথমবারের দোষ বলে সারাদিন কোর্টে বসিয়ে রাখার শাস্তি দিয়ে ছেড়ে দিতে পারে।
  • pi | 24.139.209.3 | ৩১ আগস্ট ২০১৬ ১৮:২৪670480
  • ওহো। তা যাগ্গে, বসে বসে গুরু করতে দেবে তো ? তাইলে চিন্তা নেই।
  • d | 144.159.168.72 | ৩১ আগস্ট ২০১৬ ১৮:২৪670479
  • আর পাই যদি নিজের ফলানো পুঁই নিয়ে যায়? হাফ চাষী হয়েই গেছে বলে ঝটপট ছেড়ে দেবে না?
  • | 213.132.214.88 | ৩১ আগস্ট ২০১৬ ১৮:২৫670481
  • পাই এ সব কী বলে।

    কাম অন পাই!! ঃ)))))))))))
  • sm | 53.251.91.253 | ৩১ আগস্ট ২০১৬ ১৯:১৪670482
  • রতন কে একটু কড়কে দিলে আরো ভালো হতো।সি পি এম কে মুরগি করে,কয়েকশো কোটি ট্যাক্স পেয়ার এর টাকা ধ্বংস করে,জমির বারোটা বাজিয়ে, হটাৎ করে দূর্গা পুজোর আগে কেটে পড়লো।
    600 একরে কারখানা করা যাবে, সেটা নিয়েও কিছু বললো না আর আইন শৃঙ্খলার কি অবনতি হয়েছে সেটাও বলে নি। সবটাই নিজে নিজে ধরে নিয়েছিল।স্বপক্ষে কুনো পুলিশ বা গোয়েন্দা বিভাগের রিপোর্ট ও দাখিল করে নি।
    উল্টে কোর্ট এ মামলা টেনে নিয়ে কয়েক বছর সময় নষ্ট করে দিলো।
    এছাড়াও কোরাস কিনে টাটা কোম্পানির ও ভালো রকম লোকসান করিয়েছে।আপাদ মস্তক হামবাগ।
  • আরে না | 119.163.234.4 | ৩১ আগস্ট ২০১৬ ১৯:১৯670483
  • মুরগি আবার কি - পার্টি ফান্ডে কত ঢুকল খবর নিন ।
    রতনে রতন চেনে ।
  • Du | 182.58.107.11 | ৩১ আগস্ট ২০১৬ ২২:৪৯670484
  • আরে বা সিন্ডিকেটের হাতে আরো হাজার একর।
  • pi | 233.231.42.249 | ৩১ আগস্ট ২০১৬ ২২:৫৫670485
  • বাম শরিক দলেরাই বলছেন এখন, তাঁদের ভুল বোঝানো হয়েছিল।
  • kc | 198.71.233.141 | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৩৪670486
  • আর তাঁরা বুঝেছিলেন। মুখে ফিডিং বটল ধরিয়ে দিতে হয়।
  • sm | 53.251.91.253 | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৩৬670488
  • বামেদের লজ্জা ঢাকতে পারে একমাত্র ঈশ্বর। নিজেরা, নিজেদের গালি দিচ্ছে। শরিকেরা একে অপর কে অভিযোগের আঙ্গুল তুলছে।
    আর কি বাকি থাকলো?
    মধ্যি খান থেকে অধীর এসে রায় কে সাধুবাদ জানিয়ে গেলো। এবার কার হাত ধরবে সিপি এম?
    তবে অবপ এর পাল্টি দেখার মতন।সুমন দাঁত কেলিয়ে যথারীতি বলে চলেছে; কেমন বলেছিলাম না? এই প্রশ্ন গুলো আগে করিনি? যেন লোকজন সব ভুলে গেছে;পোস্ট সিঙ্গুর পাতার পর পাতা হা হুতাশ!
    টোটাল খোরাক!
    তবে বুদ্ধ- বিমান বাবুর প্রতিক্রিয়া কেউ দেখলোনা তো!
  • kc | 198.71.233.141 | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৪১670489
  • সিপিএমের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, এই তিনজনেরই অবিলম্বে রিজাইন করা উচিত।
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৪৮670490
  • টাটার বক্তব্যের সারঃ
    বাম সরকার ২০০৬ এ জমি নেয়। তখন তো আমরা এর মধ্যে ছিলাম না। সরকার ২০০৮ এ আমাদের দেয়।
    এই মামলা সেই ২০০৬ এ পুরনো জমি অধিগ্রহণ আইন মেনে কৃষিজমি নেওয়া সম্পর্কিত ( যেটা এপিডিআর প্রশান্তভূষণকে দিয়ে করিয়েছিল), এটা আমাদের মামলা নয়।
    আমাদের মামলা ২০১১ তে যেটা। সেটি সুপ্রীম কোর্টে পেন্ডিং। কাজেই--। বাকি রায়ের অফিসিয়াল কপি হাতে পেলে বলব।
    বামেদের বক্তব্যের সারঃ
    এই রায়ে অনেক ঝোল আছে, অনেক গলতা। এভাবে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় না। আর জমি ফেরত? আজ কী করে কার জমি কোথায় আছে চিহ্নিত হবে? আর যেখানে ফ্যাক্টরি হয়েছে/ সেখানে আলুচাষ হবে? বঙ্গে আর শিল্প-টিল্প আসবে না।
    ( আইনি পদ্ধতি না মানা বা বিগ বুর্জোয়া ও মনোপলি ক্যাপিটালের স্বার্থে সরকারের আগ বাড়িয়ে কৃষিজমি দখল নিয়ে সুপ্রীম কোর্টের কটু মন্তব্য? এ নিয়ে কবি নীরব।)
    সিংগুরের চাষীঃ
    সবচেয়ে বড় ব্যাপার হল আমাদের অধিকার ফিরে পাওয়া। চাষীর সহমতি ছাড়া তার বাপ-পিতেমোর তিনফসলী জমি প্রাইভেট শিল্পের জন্যে এভাবে কেড়ে নেওয়া যায় না, এটা নির্ধারিত হল। এর ফল সারা ভারতে পড়বে।
    বাকি গুলো, অর্থাত জমি চিহ্নিতকরণ, সিমেন্ট খুঁড়ে ফেলে আবার চাষের জমি তৈরি করা? এক এক করে হবে। সময় লাগবে? হ্যাঁ, তা লাগবে। দশ বছর লেগেছে অধিকার ফিরে পেতে। বাকিটার জন্যে আরও পাঁচবছর দাঁতে দাঁত চেপে কষ্ট করব।
  • Ranjan Roy | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৫৩670491
  • কেসির সঙ্গে সহমত।
    নতুন করে ভাবনা ও রণনীতি/ রণকৌশল নির্ধারণ করা দরকার। কাজের স্টাইলও পাল্টাতে হবে।
    লক্ষ্যণীয়, সংসদে কোন বড় ইস্যুতে বামেদের তিনোদের থেকে খুব আলাদা কোন বক্তব্য নাই। মেজর ইস্যুতে ( খাদ্যদ্রব্যের দাম, নারী সুরক্ষা, স্কুল-কলেজে মাৎস্যন্যায় ইঃ) নিয়ে কোন সংগঠিত আন্দোলন নেই, চেষ্টাও নেই।
    ইলেকশনের আগে কিছুটা শুরু হয়ে ছিল; রেজাল্ট বেরোতেই পপাত চ। মমার চ।
    তবে কি গণ-আন্দোলনের লক্ষ্য কেবল ভোট বাড়ানো?
  • pi | 233.176.40.111 | ৩১ আগস্ট ২০১৬ ২৩:৫৭670492
  • এই রায় ভোটের আগে বেরোলে কী হত ?
  • kc | 198.71.233.141 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৫670493
  • রঞ্জনদা, ইয়ং বেঙ্গল নামে একটা মঞ্চ হয়েছে। ইচ্ছে হলে খেয়ালে রাখবেন।
  • Ranjan Roy | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৬670494
  • কেসি,
    আমার আইডি তো তোমার কাছে আছেই।
    একটু লিং পাঠিও। প্লীজ।
  • Zephyros | 69.97.159.107 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৬:১৭670495
  • ইয়াং বেঙ্গল তো প্রসেনজিৎ আর শুভনীল। প্রসেনজিৎ ২০১১ তেও মুখপাত্র টাইপের ছিলো, এবং ডিসিশন মেকিং লুপে ছিলো। ও এখন হাত ধুয়ে ফেললে হবে?
  • bip | 183.67.3.44 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৬:২১670496
  • জীবনে কোন কোন ক্ষেত্রে হেরে গেলেও প্রভুত আনন্দ। আজ তেমনই একটা দিন। ২০০৬-২০০৮ মমতা ব্যানার্জির সিঙ্গুর আন্দোলনের বিরুদ্ধে অনেক লিখেছি। দিনে রাতে তর্ক হত। কোন সন্দেহই ছিল না মনে বুদ্ধবাবু শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন। কিন্ত যেটা বাজে ভাবে মিস করে গিয়েছিলাম, যেটা হচ্ছে কৃষকদের কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে নিয়ে পশ্চিম বঙ্গে উন্নতি গুলো হচ্ছিল। সিঙ্গুরে আন্দোলন হল বলে এটা সামনে এল। রাজারহাট, সেক্টর ফাইভে একই গল্প। ওখানেও সিঙ্গুরের কেসই হয়েছে।

    এইভাবে কৃষকদের ভয় দেখিয়ে গায়ের জোরে জমি দখল করেই তৈরী হয়েছে আজকের নয়দা এবং গুঁরগাঁও।

    মুশকিল হচ্ছে আমি বা আমার মতন স্ট্রাটোস্ফিয়ারের বাঙালীরা যেটা বুঝতে চাইনি পৃথিবীর কোন দেশেই কৃষক ওইভাবে স্বেচ্ছায় জমি দেয় না। সরকারি ভয়, প্রলোভন, মাসল লাগে জমি নিতে। তাতে আমাদের ত কিছু যায় আসে না। আমাদের লাগে মল, আই টি হাব। চকমকে শহর। কিভাবে জমি এল, কোন কৃষকদের চোখের জলে, অত ভেবে কি হবে? আমরা বলব, চমৎকার, কোলকাতা এবার পাল্লা দিচ্ছে ব্যাঙ্গালোরের সাথে।

    এটা শ্রেনী সমস্যা। আমাদের শ্রেনীর দরকার শিল্প, অফিস মল। একজন চাষীর কাছে তার জমির মূল্য কি-সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। কারন আমরা ছিন্নমূল-ফরেবৃত্ত। যার শিকড় নেই, সেই মাটির স্বাদ পাবে কোত্থেকে?

    আমেরিকার সংবিধান প্রনেতা ও তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন। যখন মসনদে-উনবিংশ শতাব্দির শুরু। ইউরোপে শিল্প বিপ্লব আসতে শুরু করেছে। জেফারসন বল্লেন, চাইনা ওই শিল্প বিপ্লব আমেরিকাতে। আমেরিকানরা চাষা ছিল, চাষাই থাকুক। কারন একজন কৃষক যখন চাষা থেকে কারখানার শ্রমিক হয়- সে ব্যক্তিস্বাধীনতা হারায়। আর আমেরিকার ভিত্তি ব্যক্তিস্বাধীনতা। পরাধীন মানুষেরা, বহুযুদ্ধের বিনিময়ে ছিনিয়ে আনা আমেরিকার স্বাধীনতার স্পিরিটটাই নষ্ট করে দেবে মনে করতেন জেফারসন।

    জেফারসন ভুল বলেন নি। আমেরিকাতে শিল্প বিপ্লব শুরু হয় উনবিংশ শতাব্দির শেষে। ভ্যান্ডারবিল্ট, রকাফেলার, কার্নেগীর হাত ধরে। স্বাধীনতাপ্রেমী আমেরিকান চাষীরা শ্রমিক হলে বটে অভাবে-কিন্ত সেই দুঃসহ দাসত্ব মানতে চায় নি তারা। প্রমান ১৮৮০-১৯১০ সালের মধ্যে ৩০,০০০ এর বেশী "রক্তাত্ব" ধর্মঘট হয়। হে মার্কেট ওই ত্রিশ হাজার ধর্মঘটের মধ্যে একটি মাঝারি সাইজের ক্যাওস। তাহলেই বুঝে নিন কি অশান্ত ছিল - আমেরিকার শিল্পায়ন।

    মুশকিল হচ্ছে পশ্চিম বঙ্গের এত ঘন বসতি- শিল্প ছাড়া এই রাজ্য চলবে না। তবে শিল্পও আজকাল অটোমেটেড। আগের থেকে ১০ গুন লোক কম লাগে। শিল্প এলে যে চাকরি হবে- তা কিন্ত না। তবে শিল্পের জন্য একটা ভেন্ডর সাপ্লাই লাইন লাগে। ফলে শিল্প এলে, সাপ্লাই এর ব্যবসাতে অনেক লোক করে খেতে পারবে।

    তবে আজকে ভুল স্বীকার করার দিন। মমতা ব্যানার্জির কাছে আমার অন্তত ক্ষমা চাওয়ার দিন। কারন উনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা ছিলাম নিজেদের শ্রেনীস্বার্থের পাশে।

    ইতিহাসে শেষ পর্যন্ত মানুষই জিতবে। কারন যেদিন টাটা ন্যানো থাকবে না-সেদিন ও মানুষ থাকবে।
  • লাট্টু | 11.39.57.151 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৫৫670497
  • তথ‍্যের জন‍্য Zephyros কে ধন‍্যবাদ।
  • Zephyros | 69.97.159.107 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৪670499
  • সেরেচে, ভুল বল্লাম নাকি?
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৬670500
  • ইয়ং বেঙ্গলে দেবর্ষিরাও আছে।
  • Zephyros | 69.97.159.107 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪০670501
  • দেবর্ষি কে?
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৭670502
  • একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম।
    এই রায় নিয়ে হায় হায় করত দেখা যাচ্ছে বৌদ্ধরা মুহ্যমান আর বিজেপির কিছু সমর্থককে। তবে বেসিক্যালি এটাই দেখিয়ে দেয়, বুদ্ধপন্থী সিপিএম আর বিজেপির তফাত বিশেষ নেই। একটি বিশেষ শ্রীণীর শাইনিং । তারা বোঝে ব্র্যাণ্ড। সে ব্র্যাণ্ডবুদ্ধ হোক কি মোদী। সিপিএম এ যবে থেকে এইসব লোকজনের রমরমা আর সমর্থককুলেও এবং তাদেরকে ইম্পর্ট্যান্স দেওয়াও শুরু, শুধু লোকজন না, এরকম মিডিয়াকেও , বা মিডিয়ার এই ট্রেণ্ডটাকে, আর এটাকেই জনগণের ইচ্ছা বলে চালানোর চেষ্টা শুরু করেছে, তবে থেকে হড়কাচ্ছে। এটাই চলতে থাকলে, এখনো যদি বলে চলে মানুষকে ভুল বোঝানো হয়েছিল, এখনো এই নির্বাচনের আগেও আবার সিঙ্গুর নিয়ে যাসব মন্তব্য কিছু লোকজনকে ( সবাই নয়), সেগুলো চলতে থাকলে বা চলতে দিলে আরো হড়কাবে।

    তবে কিছু কিছু ভুল স্বীকারও আসছে। এটা ভাল ব্যাপার ঃ)
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৮670503
  • প্রেসির।
    সেদিনের কনভেনশনের আহ্বায়ক ছিল প্রসেনজিৎ আর দেবর্ষি।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫২670504
  • বিপ, সাম্প্রতিক সময়ের সবথেকে বড়ো প্রোজেক্ট চলছে অন্ধ্রতে, যেখানে চন্দ্রবাবু নাইডুর সরকার অমরাবতী শহর বানাচ্ছে। এটা নাকি স্মার্ট সিটি হবে। এর জন্য অন্তত তিরিশ হাজার একর জমি অধিগ্রহন হয়েছে, এখনো হয়ে চলেছে। তার মধ্যে কৃষি, অকৃষি সবরকম জমিই আছে। সেখানেও ছোটখাটো মাঝারি নানারকম আন্দোলন হয়েছে, তবে এখনো অবধি সরকার সেসব সামলাতে পেরেছে। মেধা পাটকারও নাক গলিয়েছেন, তবে এখনো পর্যন্ত বোধায় সেরকম বড়ো আন্দোলন গড়ে তুলতে পারেননি। ভবিষ্যতে কি হবে জানিনা, অমরাবতী প্রোজেক্ট বন্ধ হয়ে যাবে কিনা বলতে পারবোনা। সিঙ্গুর রায়ের ফলে অন্ধ্রতে প্রভাব পড়বে কিনা সেও বলতে পারবনা, হতেও পারে যে এরপর থেকে ল্যান্ড অ্যাকুইসিশান কিছুটা অন্য ভাবে হবে। তবে এটুকু বলতে পারি যে চন্দ্রবাবু ইত্যাদিরা বা অন্ধ্রের পলিটিশিয়ানরা (শুধু অন্ধ্র না, আরও কিছু রাজ্যের) বুদ্ধবাবু ইত্যাদির থেকে অনেক অনেক বেশী রিয়েলপলিটিক বোঝেন। প্রোজেক্ট আনা, প্রোজেক্ট ইনিশিয়েট করা, জনমত সামলানো, আন্দোলন সামলানো, এইসব দিকগুলো বেটার ম্যানেজ করেন। অমরাবতী প্রোজেক্ট বাংলায় হলে একটা পাও এগোত না, তবে দক্ষিন ভারতে এই ধরনের প্রোজেক্ট শেষ হওয়ার চান্স একটু বেশী। দেখা যাক কি হয়।
  • s | 108.209.202.160 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৫670505
  • এইভাবে কৃষকদের ভয় দেখিয়ে গায়ের জোরে জমি দখল করেই তৈরী হয়েছে আজকের নয়দা এবং গুঁরগাঁও।

    ------
    এই তথ্য বিপ কোথা থেকে পেল।
    গুরগাঁও, নয়দা (আর দ্বারকা) দুটো জায়গায়ই জাঠদের একেক পরিবারের হাতে প্রচুর জমি ছিল। তা বিক্রী করে তারা মোটা টাকা তো পেয়েছেই, তার ওপর রিয়েল এস্টেটের ব্যাবসা করে বেশীর্ভাগ লোক কোটিপতি হয়ে গেছে। যে চাষা জমি দিয়েছেন, তার ছেলে বিএম্ড্ব্লু করে ঘুরে বেড়াতে নিজের চোখে দেখেছি। দিল্লির কাছে এবং এনসিআরের অন্তর্ভুক্ত হওয়ায় লোকে জমি বিক্রি করে চাষের তুলনায় বহুগুন বেশী আয় করেছে। রিয়েল এস্টেট (যার মধ্যে মোটা টাকায় বাড়ী ভাড়া দেওয়াও আছে) ছাড়া, রেস্টুরেন্ট আরও হাজার রকম দোকান খুলেছে। ট্যাক্সির ব্যবসা খুলেছে। নয়দার চাষীরা এই বছর দুয়েক আগেও একবার ডিএনডি ফ্লাইওভার আটকে দিয়ে ধর্ণা দিয়েছিল। ইস্যু ছিল, নয়দা এক্সেনস্টনের জমির যা দাম সরকার দিয়েছিল, তা মার্কেট রেটের থেকে কম। জমি দেব না, এরকম ইস্যু নেভার।
    সিংগুরের সাথে গুরগাঁও, নয়দার কোনও মিল নেই।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০১670506
  • হ্যাঁ অমরাবতীতেও ল্যান্ড অ্যাকুইজিশান অ্যাক্ট ব্যাবহার হয়নি, ল্যান্ড পুলিং নামের কি একটা ঘাপলা করেছে। তার ফলে বোধায় এই জমি অধিগ্রহন নিয়ে মামলাও সেরকম করা যায়নি, অন্তত এখনো পর্যন্ত (যার জন্য বললাম, এইসব চন্দ্রবাবুরা রিয়েলপলিটিক্স অনেক বেশী বোঝে)। আর ওখানকার কিছু বড়ো ফার্মার, বা আপার কাস্ট কমিউনিটির লোক, সুপার রিচ হয়ে গেছে। তবে অন্ধ্রে কাস্ট এর প্রকোপ অনেক অনেক বেশী, সেটাকেও ওখানকার পলিটিশিয়ানরা খুব ভালো ব্যবহার করেছে।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৮670507
  • ল্যান্ড পুলিং নিয়ে এখানে আছেঃ

    http://www.business-standard.com/article/economy-policy/how-land-pooling-scores-over-land-acquisition-in-infrastructure-development-116081200857_1.html

    অবশ্যই এটা নিয়েও অমরাবতী এলাকায় নাকি অনেক অসন্তোষ আছে, দুয়েক সময়ে লোকাল নিউজে সেরকমই দেখি। তবে এখনো অবধি তো বড়ো কোন লিগাল চ্যালেঞ্জ আসেনি। এখন সুপ্রিম কোর্টের রায়ের পর কি হবে সেটা দেখা যাক।
  • সিকি | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৪670508
  • আহা, বিপের কথাকে অত কাউন্টার করবার কিছু নেই। বিপ নিজেই নিজের থিওরির প্রবক্তা। এর সঙ্গে বাস্তবের নয়ডা (নয়দা নয়, ক্যামন ময়দা-ময়দা শুনতে লাগছে!) বা গুরগাঁওয়ের কোনও সম্পক্কো নেই। বিপ যা বলেছে, ওর থিওরি অনুযায়ী একদম ঠিক বলেছে। বিপের থিওরি ইউনিক।
  • PT | 213.110.242.8 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৯670510
  • "মেধা পাটকারও নাক গলিয়েছেন, তবে এখনো পর্যন্ত বোধায় সেরকম বড়ো আন্দোলন গড়ে তুলতে পারেননি। ........ চন্দ্রবাবু ইত্যাদিরা বা অন্ধ্রের পলিটিশিয়ানরা (শুধু অন্ধ্র না, আরও কিছু রাজ্যের) বুদ্ধবাবু ইত্যাদির থেকে অনেক অনেক বেশী রিয়েলপলিটিক বোঝেন।"

    পব-র বাইরে কোন রাজ্যেই বিরোধী দলেরা মেধার মত ব্যাগড়াবাদীদের কাঁধে তুলে নিজের রাজ্যের সর্বনাশের রাস্তা বানায়নি। সেটা চন্দ্রবাবু ইত্যাদিদের সাফল্যের অন্যতম কারণ। যারা সিঙ্গুরের রায়ে উদ্দীপ্ত হয়ে বাইটের পর পর বাইট লিখে চলেছে তারা Kudankulam Nuclear Power Plant-এর কাজ শুরু হওয়ার পরে বেগুন্বেচা মুখ করে হাওয়া হয়ে গিয়েছিল। সেখানেও ব্যাগড়াবাদীরা শেষ পর্যন্ত কিছু আটকাতে পারেনি কেননা রাজ্যের বিরোধী দল তাদের সাহায্য করেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন