এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০670544
  • কোনোমতে একটা জাপানি কোম্পানি কে দিয়ে 150-200 একরে ছোটো গাড়ির কারখানা করে ফেলতে পারলে ; এক্কেরে খাপে খাপ পঞ্চার বাপ হয়ে যাবে। তার পর বাকি জমি নিয়ে সমবায় চাষ, মৌমাছি পালন, গানের স্কুল,কুস্তির আখড়া,জগিং ক্লাব যাইচ্ছে করুক গিয়ে ,কুনো আপত্তি নাই।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৭670546
  • ওহো, অরুণাভ ঘোষ টাটাদের ক্ষতিপূরণ দাবি করেছেন। হ্যাঁ, উনি এই কেসটা লড়ুন গিয়ে বরম।
  • PT | 213.110.242.8 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১670547
  • " ব্যাগড়াবাদীরা এদ্দিন যা যা কথা বলে এসেছে, কোর্ট তাই বলেছে। "
    "ভেবেছিলাম, অন্ততঃ ক'দিন অনন্ত র‌্যাণ্ট আর ব্যাণ্টার থেকে মুক্তি পাওয়া যাবে। অন্ততঃ একটা দিন।"

    এতদিন বিচারব্যবস্থাকে রাষ্ট্রের পীড়নযন্ত্রের অংশ বলে মুখ ভেটকানো হত। কিছুদিন আগে নন্দীগ্রামের এক অভিযুক্ত পুলিশ অফিসারকে কোর্ট ক্লীনচিট দেওয়ায় হয় সম্পুর্ণ নীরবতা পালন করা হয়েছিল নাহলে কোর্টের রায়ের প্রতি তীর্যক বাক্য প্রয়োগ করা হয়।
    ব্যাগড়াবাদীরা আগে ঠিক করে নিক যে ভন্ডামির মুখোশ সরিয়ে তারা এই বিচারব্যবাস্থাকে কখন কখন মেনে নেবে। তাহলে তক্ক করতে সুবিধে হয় আর প্রয়োজনে চুপ করেও থাকা যায়।
  • robu | 213.132.214.86 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৩670548
  • মাইরি।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৫670549
  • হ্যাঁ, এখন তো উত্তর দিতে অসুবিধে হবেই। বা যা দেবেন, এরকম খোরাক হবে। খোরাক দিয়ে চলুন।

    আপনার মত সিপিএম সমর্থক থাকলে দিদির আর কিচ্ছু না করলেও গদি পাকা থেকে যাবে।

    তবে কিনা, বহু সিপিএম সমর্থ্ক কিন্তু এখন অন্ততঃ আপনার মত এই খোরাকগুলো দিচ্ছেন না।
  • PT | 213.110.242.8 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১০670551
  • উত্তরটা এড়ালেন। কিন্তু সেই পুলিশের ক্লীনচিটকে সমর্থন কর্ছিলেন এইরকম উল্লাসের সঙ্গে?
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১০670550
  • আর কোর্টের রায় আপত্তিকর মনে হলে ব্যাগড়াবাদীরা বলে তো।

    আপনার সেই ধক নেই কেন ?

    খুব সামান্য একটা প্রশ্ন ছিল তো। যে যে যুক্তি এতদিন ব্যাগড়াবাদীরা দিয়েছে বলে উঠতে বসতে তাদের যা নয় তাই বলে গাল পেড়েছেন, আক্রমণ করেছেন, ঠিক সেই কথাগুলো এখন সুপীর্ম কোর্ট বলছে যখন তখন কোর্টকে গালগুলো দিতে পারবেন কি ? দেবেন কি ?

    উত্তর দিতে না পারলে অন্যভাবে ম্যানেজ করুন, এত ছড়াবেন না।

    আপনি কে কী রেটে কী আলফাল কুযুক্তি দিয়ে চলেন, সেটা যদি নিজে একটু বুঝতেন।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৩670552
  • অবশ্য এরকম একজনের সাথে ( সেই পাতার পর পাতা অনৃতভাষণ, যার বহু কিছু টইতে ডকুমেণ্টেড হয়ে আছে)
    আবার কথা বলতে শুরু করেছি কেন কে জানে। বহুদিন কাটিয়ে দিয়েছিলাম, সেটাই বেটার ছিল।
  • aka | 34.96.86.249 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭670553
  • এরপরে চপশিল্প। সিঙ্গুরে ঐ একই জায়গায়।
  • একক | 53.224.129.61 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৫670555
  • ঠান্ডা মাথায় ভেবে দেখতে বলি । আইন যেমন কৃষকের তেমনি টাটার ও । রাষ্ট্র জমি দালালি করবে প্রাইভেট প্রপার্টি নিয়ে এটাই ন্যাক্কারজনক ব্যাপার , কিন্তু সেসব থীয়রিতিকাল শুহ্দ্ধতা ছেড়ে যদি সারাসরি বাস্তবের দিকেও তাকাই , একজন দালাল যদি আমাকে ডিসপিউতেড ল্যান্ড গছায় তাহলে আমি ক্ষতিপূরণ চাইতে পারবো না কেন ? টাটার ক্ষতিপূরণ চাওয়ায় কোনো ভুল নেই । এখন সিপুএম এর ব্লান্দারের ফলে রাজ্যবাসীর ঘাড় ভেঙ্গে ক্ষতিপূরণ যাবে সেটা খারাপ ব্যাপার কিন্তু ক্ষতিপূরণ টাটাদের প্রাপ্য ।

    এখন রাজনীতির খেলা এইখানে যে ক্ষতিপূরণ দিতে হলে লোকে সেটাকে মমতার পরাজয় হিসেবে দেখবে । এগুলো যার যেমন ইন্টারেস্ট সেইদিকে যাবে আরকি । কিন্তু ক্ষতিপূরণ চাওয়া অন্যায় এটা ভাবা ভুল । ব্যবসায় লাভ -ক্ষতি থাকে , টাটা প্রথমত সিপুএমের সঙ্গে ডীল করেই গুখুরি কাজ করেছে , কিন্তু তাদের অধিকার আছে ক্ষতিপূরণ চাওয়ার ।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩০670556
  • প্রথমত টাটা, জমির মালিক নয়। মালিক শিল্প নিগম। টাটা লিজ হোল্ডার মাত্র।
    টাটা ক্ষতিপূরণ চেয়েছে তার ইনভেস্টমেন্ট এর ওপর।
    টাটা সিঙ্গুর থেকে চলে গেছে নিজের সির্দ্ধান্তে। ল এন্ড অর্ডার দিতে অপারগ; সেটা কি রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছিল?
    ক্ষতিপূরণ চাওয়ার অধিকার তো আছেই কিন্তু কোর্ট মানেনি, এই যা।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৬670557
  • কথার, কথা।এই যে ফ্লাই ওভার ভেঙে পড়লো। কোম্পানি কি সরকারের কাছে ক্ষতিপূরণ চাইবে? যে যেহেতু লোক্যাল সাপ্লাইয়ার দের চাপ ছিল; তাই আমি নিন্মমানে মেটেরিয়াল দিয়ে ব্রিজ বানিয়েছি; তাইতো ভেঙে পড়লো।
    সরকারের উচিত ছিল এদের নিয়ন্তনে রাখা। দাও, আমাদের ক্ষতিপূরণ দাও।
  • Ekak | 53.224.129.61 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪১670558
  • এগুলো কন্ট্রাক্টের ওপর নির্ভর করবে । ল্য এন্ড অর্ডার এর দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের দায়িত্ব । তবে ক্ষতিপূরণ না দিতে হলেই খুশি হবো ।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৬670559
  • কনট্র্যাক্ট এর ওপর তো নির্ভর করেই। স্বত্ব: সিদ্ধ।যদি টাটারা চলে যাবার আগে রাজ্য সরকার বা শিল্প নিগমের সঙ্গে চুক্তি করে যেত যে; আমরা চলে যাচ্ছি- টাটা বাই বাই ,আর চুক্তি মতো ক্ষতিপূরণের টাকা দিয়ে দেবেন সময় মতো- তাহলে তো কুনো বিতর্কই ছিল না।
  • Arpan | 93.137.1.193 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৮670560
  • একজ্যাক্টলি, চুক্তিপত্রে কি টাটার ক্ষতিপূরণ পাবার কথা ছিল? থাকলে তার এক্ষিট ক্লজ কী ছিল?

    মনে হয় অরুণাভ বাউর কাছে এর উত্তর আছে।
  • PT | 213.110.242.6 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:১০670561
  • বোঝো কান্ড।
    অনেকে দেখছি সিঙ্গুরের রায়কে উদ্বাহু নেত্য করে বুকে জড়িয়ে ধরেছে আর একই সঙ্গে পুলিশের ক্লীনচিটের রায়কে বেগুনব্যাচা মুখ করে এড়িয়ে যাচ্ছে।
    সমস্যা তো ব্যাগড়াবাদীদের এই ভন্ডামি আর দ্বিচারিতা নিয়েই। নাহলে তো তক্কে জড়ানোর কোন প্রয়োজনই থাকেনা।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩670562
  • হয়েছে কি; সেদিন কে বাজারে গেছি বেগুন কিনতে। দর জিগালাম । বেগুনওয়ালা বললো 40 টাকা।
    আমি শান্ত স্বরে; একটু টেনে জিগালুম; কেন?
    সঙ্গে সঙ্গে বেগুনওয়ালা হাত দিয়ে বেগুন এর ঝুড়ি টাকে চাপা দিয়ে বললো; নেবেন নেবেন ; না নেবেন-না নেবেন; এতো কেন ফেনোর জবাব দিতে পারবো না।
    ওর মুখটা ছিল দেখার মতন।এক্কেরে পারফেক্ট বেগুন বেচা মুখ।
  • বেগুনোল | 61.254.218.90 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৮670563
  • কোন পুলিশকে ক্লিনচিট দিল কাল ? যারা টাটাবাবুদের কারখানার দেখভালের দায়িত্বে ছিল ?
  • amit | 213.220.177.120 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯670564
  • এই ভাটের তর্ক অনন্তকাল ধরে চলবে, ন্যানো চলে যাওয়াতে কি গেলো আর কি এলো ? মমতা ওপরে (বা নিচে) গেলেও এই তর্ক শেষ হবে না আগামী 50 বছরে। এই অশেষ বিতর্কে ঢোকার কোনো ইচ্ছে নেই , তবে 15 বছর আগেই পব ছেড়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলুম, তার জন্য আজকে নিজের পিঠ নিজেই চাপড়াতে ইচ্ছে করে, বেশ গর্ব অনুভব হয় নিজের ওপর মাঝে মাঝে, মাইরি বলছি। যে যাই ভাবুন।

    ফেরার সম্ভাবনা ও নেই, সুযোগ ও থাকবে না, আর ইচ্ছেও নেই।
  • সইত্যের খাতিরে | 190.179.40.19 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১670566
  • " তবে বেসিক্যালি এটাই দেখিয়ে দেয়, বুদ্ধপন্থী সিপিএম আর বিজেপির তফাত বিশেষ নেই"
    - এটা ভুল হলো । সিঙ্গুরে মমতার আন্দোলনের পাশে ছিল বিজেপি ,
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=25758&boxid=142026423
    সিঙ্গুর আন্দোলনের মূল কর্ণধার এখানে নাম করে বলেছেন কারা পাশে ছিলেন - রাজনাথ সিংজি নাম টা প্রথমদিকেই আছে ।
  • Arpan | 93.137.1.193 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৩670567
  • সে তো মমতাকে এনডিএতে টানার জন্য।
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৬670568
  • এনার মন্তব্য 'তাৎপর্যপূর্ণ' :

    "রাজনৈতিক ভাবে আমার আর অস্তিত্ব নেই৷ সেই সময় আমি অনেক ক্ষেত্রে মুখ বন্ধ রেখেছিলাম৷ হয়তো তখন পার্টিকে নিজের মত জানালে ভালো করতাম" --- সুহূদ দত্ত (প্রাক্তন সিপিএম নেতা )

    (আজকের এই সময় থেকে)
  • কল্লোল | 233.227.104.133 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪৪670569
  • সিঙ্গুর তো মিটলো। কিন্তু আমার আশঙ্কা জমি ফেরৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হবে।
  • h | 213.132.214.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৫670570
  • কল্লোল দা তুমি কেমন আছো এখন? খুব ভালো লাগছে তোমার এক লাইন পেয়ে। অ্যাট দ্য রিস্ক অফ সাউন্ডিং লাইক কা হোস্টেস, আই উইল সে, ডিলাইটেদ টু সি ইউ, I am sure the high pitch tone will ring in your ears

    দ্যাখো ইসুটা বরাবরি হল প্রাইভেট ল্যান্ড শার্ক দের হাতে জমি যাওয়ার , কারণ নিজে নিজে মার্কেট থেকে সিল্পপতি রা জমি কিনবেন, এই দাবী খুব ই শোনায় ভালো, কিন্তু সরকারের ইন্টারমেডিয়েশন না থাকলে জমির বেলায় যেখানে বিক্রেতা প্রায়শঃ অধিকার প্রতিষ্ঠার লড়াই য়ে এখনো ব্যস্তো, সেখানে মিনিমাম লিগালিটি থাকে সরকারের ভূমিকা থাকলে। এবং অধিকারের চেচামেচি টা সরকারের কাছে করা যায়, "পাইবেটে" করা যায় না, ডেস্পাইট অল ক্লেইম্স অফ 'এফিশিয়েন্সি' অ্যান্ড 'কর্পোরেট গভরনেন্স' বুলশিট।

    এবার আমাগো দ্যাশে, যে সরকার আইন দেয়, সেই সরকার-ই বাঞ্চোত গুলিও চালায়, অতএব, ল্যান্ডশার্ক রা করে খাচ্ছেন এবং খাবেন। সিপিএম গেছে ঠিকাছে চাপ নেই, হয়তো পুরোপুরি গেলে নতুন লিগালিটি ও ট্রান্সপেরেন্সি আশা না করাই ভালো। আর কিসক পেম তো জানা আছে, যে উত্তাল কৃষি জমি আলোচনায় ২০১১ ইলেকশন হল, পরিবর্তন হল ভালো-ই হল, সে ইসু উবে গিয়ে আর্বানাইজেশনে সিন্ডিকেট ভূমিকা নিয়ে ভোট হল মাত্র পাঁচ বছরে। কিসি সমস্যা মিটে গেছে এরকম খবর নাই। যাই হোক, এই রায় নিয়ে তোমার ডিটেল পোবোন্দো চাই, করুণাময় যেন তোমারে ভালো রাখেন।
  • h | 213.132.214.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৯670571
  • এই রায়ে মমতার জয় ইত্যাদি নিয়ে যা সেলিব্রেশন হবে , খুব স্বাভাবিক ভাবেই, সরকার এবং মারকুই প্রাইভেট ইন্ভেস্টর এর যে রিভলভিং গ্লাসডোর এর গল্প সেইটেই বেশি সমালোচিত হয়েছে, কিন্তু সেই দিকটা নিয়ে যথারীতি স্ল্পপতি মহল এবং রাজনইতিক মহলে আলোচনা কম হবে। তো তা হোক, তোমার পোবোন্দো চাই। তুমি যদি লিখতে না পারো, পরিশ্রম লাগে, রেকর্ড করো, আমি টাইপিং করে দিতে রাজি। পিটি দার মন খারাপ হয়ে যাছেঃ-)))
  • h | 213.132.214.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৩670572
  • কারেকশন *হয়তো পুরোপুরি গেলে নতুন কিসু শুরু হবে, খারাপ হবে না সেটা, দেখা যাক। তবে লিগালিটি ও ট্রান্সপেরেন্সি আশা না করাই ভালো।
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৮670573
  • "সে ইসু উবে গিয়ে আর্বানাইজেশনে সিন্ডিকেট ভূমিকা নিয়ে ভোট হল মাত্র পাঁচ বছরে"

    ইহাতে করুণাময় ঈশ্বরেরও কিসুই করার নাই, ততোধিক করুণাময় বিরোধী দল কিসিটাকে ইসু না করে উঠতে পারে। তো, অদুর বা সুদুর ভবিস্যতেও তারা তা করে উঠতে পারবে বলে মনে হয় না, অতএব করুণাময়ের হাতেই কল্লোলদা ও বাংলার ভবিস্য়্ত ছেড়ে দেওয়া ভালো। বিরোধীসুন্য রাজনীতি তো অনেকদিন হল বাংলার বৈসিষ্ট্য।
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৯670574
  • করার মুখও রাখেনি, ন্যানো চড়ে কিসিজমিতে ভোট চাইতে গেসলেন এবার।

    (আগের পোস্টে লিখব ঠিক করেছিলাম, পোস্ট করার আগে ঠিক বাদ পড়ে গেল)
  • dc | 132.174.175.20 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২০:১০670575
  • লেফট পার্টি গুলো নেতৃত্ব না বদলালে পব কেন, ন্যাশনাল লেভেলেও আর কিছু করতে পারবেনা। অবশ্য সেই চান্সও মনে হয় চলে গেছে।
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৩670577
  • অর্পণঃ-)))) গুড আওয়াজ। থ্যাংক্স।

    বিরোধী দল তো কৃষক বিরোধী , তারা সুদু সিল্প চায়। তারা কৃষি ক্ষেত্র কে এবং কৃষি ক্ষেত্র তাদের রিজেক্ট করেছে। এখন নতুন বিরোধী দল এসেচে, এখন বোঝা যায় নি, তার এগজ্যাকটলি কি চায়। এখন প্রশ্ন হল কৃষকদের সমস্যা আছে না নেই, সরকারের মতে নেই। এবার বল তোর মতে আছে না নেই।

    সব সময়ে যদি দলের ক্ষমতার বিন্যাস অনুযায়ী দেখিস রাজনইতিক সামাজিক অর্থনইতিক সমস্যা কে, তাহলে তো বলতে হয় অনেক সমস্যাই নেই, ধর আমাদের দেশে কাস্ট সিস্টেম নিয়ে সমস্যা নেই, এখনো তো দলিতেরা প্রধান বিরোধী দল ই না, ভোটে আগে জেতেও নি, আমাদের এত বছরের অত্যাচার সত্ত্বেও আমাদের ডিসম্যান্টল করতে যখন পারছে না, তার মানে সমস্যা নাই ঃ-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন