এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৬670578
  • কাল ডিটেলসে উত্তর দেবো। এখন বাড়ি খুঁজতে যেতে হবে।

    এক্কথায়ঃ বিরোধী দল কৃষক বিরোধী, সরকারি দল কৃষক প্রেমী - এইগুলো সব পার্সেপশনের ব্যপার। অমন করে অমুকে এক, আর তমুকে শূন্য - গোদা করে এমন বাইনারি দাগিয়ে দেওয়া যায় নাকি? কিন্তু আমাদের শাসক, বিরোধী ও রাজনৈতিক কমেন্টেটরদের তাতেই আগ্রহ।

    দুই, কৃষি কেন যেকোন জীবিকার প্রেক্ষিতেই হয় স্টেটাস কো বজায় রাখো, নয় ব্রেক না দাবিয়েই ইউ টার্ন নাও, এই মডেল চলে না। আর্বান লাইফে ট্র্যানজিশন একটা ইরিবার্সিবল ট্রেন্ড, সেটাকে সময় দিতে হবে। একই সাথে পুরনো কিছু পলিসি, যেগুলো এখনো ভ্যালিড কিনা বা সেগুলোর কিছু পরিমার্জন করে কৃষিকে কিছুটা লাভজনক করার চেষ্টা এগুলো চালিয়ে যেতে হবে।

    আমি কৃষি বা স্সিল্পো কোনটাতেই ভটচাজ-ব্যানার্জিদের মত পণ্ডিত নই। কিন্তু সংক্ষিপ্ত মাথায় এই মনে হয়েছে।

    আর তিন্নং, যেটা দুরাশা। বিলেতের মত বিরোধী পক্ষের একটা শ্যাডো ক্যাবিনেটের দরকার আমাদের রাজ্যে। নৈলে উভয় তরফেই চাট্টি খেউড় হয়।

    সেকন্ড প্যারাটা ভালো করে পড়ে উত্তর দিতে হবে। এখন সত্যি সময় নেই। আর মনে হয় আমার যা বক্তব্য তা অলরেডি বলা হয়ে গেছে। তাও পড়ে দেখব।
  • Bratin | 11.39.37.132 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮670579
  • তবে কি আরো " বৃহত্তর" আন্দোলন ?? ঃ)))))
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯670580
  • চান্নং, আমাদের প্রধান বিরোধী দলগুলির একটু সেল্ফ ইন্ট্রোস্পেকশন দরকার। রাজ্যে তো বটেই, ন্যাশনাল লেভেলেও। নইলে লোকে আবাজ দেবেই।

    প্রকৃত প্রস্তাবে, ক্ষমতাশীল দলের জন্যও সে কথা প্রযোজ্য।
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩670581
  • মাইরী বলছি ব্রতীন, বিস্সাস কর, অর্পণ এই সিল্পপন্থী অর্পণ বার বার আমাদের বৃহত্তর আন্দোলনের পথে ঠেলে দিচ্ছে, মমতার সরকার কে ডিস্টেবিলাইজ করতে চাইছে, আমি ই কোনো মতে ঠেকিয়ে রেখেছি, এই বলে যে কিসি তে কোন সমস্যা আসলে নাই ;-)
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৪670582
  • আমি ক্ষমতাশীল দের আবাজ দিছি, তুই বিরোধী দল দের দে। হয়ে গেলো, এমনকি আবাজেও আর সমস্যা রইলো না। টোটাল টা মিটে গেল।
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৫670583
  • এমন আমি কিছুই বলিনি যা বলা হয় নি আগে, তাই উত্তর ও নিশচয় আগে দিয়ে দিয়েছিশ, রেফারেন্স দে, খুজে নেবো, চাপ নিশ না। ঃ-)))))
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯670584
  • উত্তর তো সবাই জানে, আসল ব্যাপার হলো প্রশ্নটা জানে কিনা :p
  • Robu | 11.39.56.237 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১670585
  • একটা কথা মনে হল। কঙ্গরেস কি ২০১৯ এর আগে সিপিয়েম ছেড়ে তিনোদের সাথে জোট করবে?
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১670586
  • সেটা ঠিক। একটু খোলসা করে বল, প্রশ্ন টা কি হওয়া উচিত ;-)
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৪670588
  • হানুকে আর চাপ দেবো না, সত্যি বলছি মেশো এই আর্সেনাল টিম আর বঙ্গের কিসি এদের সমস্যা কোনদিন আর মেটার নয়। ঃ)
  • Bratin | 11.39.37.132 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫670589
  • আমার ২০০৮/৯ র সেই সব দিন গুলো মনে আছে যখন সিপিএম ক্ষমতায়।

    আমাকে তোমরা রেসিডেন্ট তিনো বলতে। আর কারণে অকারণে চাটাচাটি করতে।

    ওয়েল আমি তো অনেক সৌজন্য দেখিয়েছি। দেখাবো ও।

    বিলিভ মি ঃ)))
  • Arpan | 101.214.5.87 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬670590
  • এখন অনেক রেসিডেন্ট তিনো হয়েছে।

    (সিংহভাগ আবিষ্কারের কৃতিত্ব পিটিদার অবশ্যি)
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬670591
  • না করার কোন কারণ নেই। কংগ্রেস আর তিনোমূল ন্যাচারল অ্যালি। সংগঠন কমে যাছে বলে ওরা আলাদা হয়েছিল সেটা ন্যাশনাল লেভেলে গুরুত্ত্বপূর্ণ হবার কথা না। সোনিয়া নিড্স নাম্বার্স এবং সেটা মমতা দিতে পারেন, সেক্ষেত্রে ফেডেরাল ফ্রন্ট সহ গোটা ব্লকটাই কংগ্রেস পাবে, তবে কংগ্রেসের যা অবস্থা, তারা কিছু পেয়ে কিছু করার জায়গায় নেই, তাকে ই একটা বিজেপি বিরোধী ফ্রন্ট দেখলে তাতে ঝুলে পড়তে হবে। উল্টো দিকে এন্ডিএর সঙ্গে শর্ত সাপেক্ষে গেলে মমতা বর্ণহিন্দু ভোট হারাবেন না, বা তার স্প্লিট আটকাতে পারবেন কিছুটা। যেটা ডেঞ্জারাস, সেটা হল তৃণমূল যখন ভাঙ্গবে একটা সম্ভাবনা হল কমিউনাল লাইন্স এ ভাঙ্গবে, ইম্পস্টার হলেও এটা ধরা যাছে মোটামুটি।
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০০670592
  • আমিও তো রেসিডেন্ট ইম্পস্টার, তাতে কি হল। এটা অবশ্য কেউ বলে নি, আমি নিজেই বল্লাম। সেন্টু খাস্না, সিপিএম গাধাস্য গ তে আপাতোতো, সুতোরাং তুই চাস বা না চাস আমি বুদ্ধিমান বুদ্ধিমান ভাব করি বা না করি, বৃহত্তর আন্দোলন হচ্ছে না।
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০১670593
  • ২০১৯ এ ন্যাশনাল লেভেলে তো কং আর বিজেপি ফাইট দেবে। ইউপিতে কং ভালো করলে মনে হয় তিনো আর কং জোট হওয়ার চান্স বাড়বে।
  • লাট্টু | 11.39.57.151 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৫670594
  • রিব্র্যান্ডিং চাই।
  • h | 213.132.214.88 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১০670595
  • ডিসি, কংগ্রেসের এখন ওভারল যা স্ট্রেংথ তাতে একটা বড় কম্বাইন এর লিডিং পজিশনে থাকা তার পক্ষে সম্ভব না, সে ক্রেডিবল একটা কম্বাইনের পার্ট হতে পারলে খুশি হবে। সিপিএম ও তাই। ইউ পি র ইলেকশনের সমস্যা হল, মায়াবতী ও মুলায়ম যেই সুইপ করুক, তাতে কে কোন দিকে কখন যাবে বলা মুশকিল, তবে এখন যা বাজার তাতে গুজরাটের দলিত অত্যাচারের ঘটনার পরে, মায়া হয়তো আগেকার মত বিজেপির সাপোর্টে যাবেন না, তবে বিজেপি এক দলিত মন্ত্রী কে দিয়ে আপার কাস্ট কোটা চালু করার একটা প্রস্তাব দিয়েছে, তাতে একটা টিল্টিং হতে পারে। ইউ পি ইলেকশন যদি সুইপিং রেজাল্ট হয় তাহলে কি হবে বলা মুশকিল, বলতে পারো, যদি প্রায় সমান সমান রেজাল্ট হয়, তাহলে বিজেপি বিরোধী দের লাভ হবে।
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৬670596
  • h দা একমত। তবে ২০১৯ আসতে আসতে বোধায় মোদির মোমেন্টাম কিছুটা কমবে, আর ইউপিতে কং খানিকটা ভালো করতে পারলে রাহুলবাবাকেও খানিকটা প্রোজেক্ট করতে সুবিধে হবে। আর ২০১৯ তে যদি ব্রড একটা কম্বাইন হয়ও, তাহলেও কিন্তু কং আর তিনো সেখানে একদিকে থাকার চান্স বেশী, কারন দিদি মোদী বিরোধিতার ইমেজটা বোধায় প্রোজেক্ট করেই যাবে। তো ন্যাশনাল লেভেলে কং আর তিনো একদিকে থাকলে রাজ্য লেভেলেও থাকবে বলে মনে হয়।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮670597
  • রাজীব তো আর পেকে উঠবে না; তাই মাম্মি ই ভরসা। অধীর সভাপতি থাকতে মনেহয় কংগ্রেস তিনোর সঙ্গে জোট করতে পারবে না।অধীর ইগোইস্টিক লোক।
    অধীর আইদার সরে দাঁড়াবে অথবা সোনিয়া সরিয়ে দেবে সভাপতির পদ থাকে।
    তবে যাইহোক মমতার বেশ আপার হ্যান্ড থাকবে কংগ্রেস এর সঙ্গে জোটে।বাংলার পক্ষে শুভই হবে। কারণ জেটলি/মোদী আপ্ত বাক্য ছাড়া কিছুই সাপ্লাই দেবে না।
    তবে মনে হয় প্রধান মন্ত্রী কংগ্রেস থেকে হবেনা। নীতিশ প্রথম চয়েস।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯670599
  • সরি রাহুল হবে; রাজীব নয়।
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১670600
  • আর মায়া, মমতা, আম্মা, নিতীশ ইত্যাদি যারা রিজিওনালি স্ট্রং তারা মনে হয়না ২০১৯ তে বিজেপিকে সাপোর্ট করবে বলে, কারন তাতে এদের কারুর পার্সোনাল লাভ নেই। সেদিক দিয়ে এরা একটা লুজ অ্যালায়েন্সে যেতেও পারে, আর সেখানে কংকে ডাকতেও পারে। তবে এই "থার্ড ফ্রন্ট" টাইপের এক্সপেরিমেন্ট আমাদের দেশে এতোবার ব্যার্থ হয়েছে যে খুব ফর্মাল অ্যালায়েন্স হবে বলেও মনে হয়না। সেরকম অ্যালায়েন্সে, খুবই দুঃখের কথা, সিপিএমের থেকে তিনোর থাকার (বা ডাক পাওয়ার) চান্স বেশী। কারন অফিশিয়াল লেফট রাজ্য আর ন্যাশনাল দুই লেভেলেই যাস্ট উবে গেছে।
  • dc | 132.174.153.177 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩670601
  • sm, সোনিয়া এতোটাই অসুস্থ যে লিড করার জায়গায় নেই।
  • h | 213.132.214.86 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২২670602
  • এগ্রিড ডিসি। তবে মোমেন্টাম ধরে রাখার জন্য কনজারভেটিভ রা কতদূর অব্দি নামে তা ভাবতে একটু ভয় লাগছে। তবে একটা আশা আছে, সব চেয়ে ডিসএন্ফ্রান্চাইজ্ড যারা, তাদের ঐক্য যদি আমাদের ইম্পস্টার লিবেরেল দের বাচায়। কারণ তাদের ভোট সবার চাই, তাদের বেচে থাকাটাই আমাদের রেজিস্টান্স। তারা যদি মোদীর বিরুদ্ধে ভোট দেয় বাঁচি, তাদের ভোট পাওয়া লোকালেরা বন্ধু সরকারের লোভে যেন কোজি আপ না করে এইটেই চাই।
  • h | 213.132.214.86 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৮670603
  • নিকুচি করুক মমতা সিপিএম, বিজেপি জামাত টাইপের মাল যাতে না যেতে, জামাতের পক্ষে তো আর জেটা সম্ভব না, কনজারভেটিভ মাইনরিটি ফোর্স যেন কনজারভেটিভ মেজরিটারিয়ান ফোর্সের সঙ্গে কো-অপশনে না আসে, রিজেক্ট যেন করে এবং নিজেরাও নিজেদের লিবেরেল কাছে হারা শুরু করে এইটে চাই, এখন রাত হয়ে গেছে, আজ হবে না।

    তবে ব্রতীন কে আর খচাবো না, পার্সোনালি নিচ্ছে, ওদিকে আমায় সারাদিন প্যাঁক দেয়। পরম করুণাময় কেও ওদিকে লেলিয়ে দিলাম না, অর্পণের কাছে প্যাঁক খেয়ে, নিজেই সুস্থ ভালো থাকতে পারবে ঃ-))) না খচে গিয়ে। আমার এই বলার অভ্যেশ টা ছাড়তে হবে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কিন্তু কারোর ভালো চাইবার সময়ে বেরিয়ে যায়, অ্যাজ অ্যান এক্সপ্রেশন। সেকুলার ভালো হোক বলে তো কিছু হয় না, বলতে হয়, যাও ভালো করো, নিয়তির স্থান নাই ;-)
  • aka | 34.96.86.249 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৫৫670604
  • ঈশ্বর হানুর ও বোতিনের ভালো করুন, টাটারও
  • Zephyros | 69.97.156.246 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২১670605
  • শ্যাডো ক্যাবিনেটের কথাটা বহুবার বলেছি। অ্যাপারেন্টলি সেটা লোকজনের পছন্দ, কিন্তু ইমপ্লিমেন্ট কখনোই হয় না। বেসিক্যালি একটা জিনিস বুঝে গেছি - চুনোপুঁটিদের কোনো দাম নেই (বহুবচনটা খ্যাল করবেন)।
  • লাট্টু | 11.39.39.128 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২৮670606
  • এদেশে শ্যাডো ক্যাবিনেট, আপনারা সিরিয়াস! বেশির ভাগ ভোটই হয়, পরিষ্কার এজেন্ডা ছাড়া।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩০670607
  • হানুঃ "নিকুচি করুক মমতা সিপিএম, বিজেপি জামাত টাইপের মাল যাতে না যেতে, জামাতের পক্ষে তো আর জেটা সম্ভব না, কনজারভেটিভ মাইনরিটি ফোর্স যেন কনজারভেটিভ মেজরিটারিয়ান ফোর্সের সঙ্গে কো-অপশনে না আসে, রিজেক্ট যেন করে এবং নিজেরাও নিজেদের লিবেরেল কাছে হারা শুরু করে এইটে চাই,"।

    --- একদম। ন্যাশনাল প্রেক্ষিতে এইটাই।
    কিন্তু এই মুহুর্তে ইউপিতে বহুজনকে পেছনে ফেলে রাহুলবাবা এগিয়ে যাবে? চান্স কম।
    ২০১৭ র বিধানসভায় সমাজবাদী পার্টিকে পেছনে ফেলে মায়াবতী আসছে। সেকন্ড পজিশনে এস পি ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি হবে। কং এর আগের থেকে সামান্য কিছু সীট ও প্রতিশত বেশি হবে। তবু সেই চতুর্থ সন্তান! তবে আম আদমী ও তিনো ( পঞ্চম ও ষষ্ঠ) কিছু ভোট কাটবে, তাতে ফল কিছু এদিক ওদিক হবে।
    বিজেপি আগের মত থার্ড হলেই আমি খুশি।
    তাহলে মোদী ও অমিত শাহ উইল লুজ দেয়ার কুল। ফলে কিছু জুয়ো খেলবে। যার ফল আগামী পার্লিয়ামেন্ট এ ওদের পক্ষে খারাপ হবে।
  • h | 213.132.214.88 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৭670608
  • শ্যাডো ক্যাবিনেট জিনিসটা য় কি এতো মাহাত্ম্য দেখো বুঝি না। মেন ব্যাপারটা যদি দেখো শ্যাডো ক্যাবিনেটের কাজ হল, সরকার কে করা প্রশ্ন গুলোর সাবজেক্ট এরিয়া ভাগ করা, আর পলিসি ট্রোলিং করা। ধরো ওয়ার্ক অ্যান্ড পেন্সন্স শ্যাডো সেক্রেটারি ই, ওয়ার্ক্স অ্যান্ড পেন্সন্স সেক্রেটারি কে প্রশ্ন করবে। ভালো কথা কিন্তু এই জিনিসটায় যেটা বিরক্তি কর, সেটা হল শেষ পর্যন্ত পদ্ধতির খুঁটি নাটি ছাড়া বিশেষ কিসু না, বড় ওভাররাইডিং প্রশ্নের ডিবেটে লিডার অফ অপোজিশন কে নেতৃত্ত্ব দিতে হয়, বা বড় পোলিটিকাল লিডার কে। ধরো রবিন কুক এর দেওয়া স্পীচ, ঐ ৪৫ মিনিট ক্লেম এর আগে পরে।

    তো আমাদের দেশের কেন্দ্রীয় সরকারে কংগ্রেস একটা জিনিস শুরু করেছিল, চিদম্বরম/মনু সিঙ্গ ভি/ কপিল সিব্বাল আর আনন্দ শর্মা আর কেরালার অ্যান্ঠনির মধ্যে ভাগ করে নিয়েছিল বিষয় গুলো। আর মন্টেক কিছু স্পেসিফিক বিষয়ে বলতেন। তো এই ভাগটা এন ডি এ ও করেছিল। কিন্তু এন ডি এ তে যেটা হয়েছে, সেটা হল ফায়ারব্র্যান্ড সুদুই সংস্কার নিয়ে ব্যস্তো, বাকিট ভেংকাইয়া নাইডু, জাভেদ কি যেন, রবিশন্কর প্রসাদ সামলায়। আগে জশোয়ান্ত ইত্যাদিরা বলতেন। তো কেন্দ্রে এই কাজটার একটা রোল আছে, কিন্তু রাজ্যের বিশেষ নাই, কারণ মূল বিষয়্টা হল আঞ্চলিক উন্নয়ন বা স্কিম ইম্প্লিমেন্টশন বাকি টা গোটাটাই পোলিটিকাল ডিবেট।

    তবু একটা ভাগ এখানে আছে, উত্তর বঙ্গ নিয়ে অশোক ভট্টাচার্য্য গৌতম দেব ই মেন ডিবেট করেন। মিদনাপুরে কোনো ডিবেট নাই, কারণ সেখানে সুভেন্দু, পার্লামেন্টারি বিষয়ে সুদীপ / মুকুল কে কাউন্টার করে নীলোৎপল আর এখন ঋতব্রত আর কোন কোন বিষয়ে তরুন সেন। আইটি তে দেবেশ আর নন্দিনীদিদি। উচ্চশিক্ষায় আগে ছিল অনিল, তার কেস টা ঘঁচি হয়ে যাওয়ায় আর কেউ নাই। আকাদেমিক বিষয়ে মেনলি পবিত্র, যদিও সে মেন স্ট্রীম রাজনীতিক না।
    আর তো রোল ই নাই। কৃষি আর ইন্ডাস্ট্রি যা নিয়া এত বিতর্ক, সেটা তে তো টপ লিডারশিপ ই ইনভল্ভ্ড, তার আবার শ্যাডো কি?
  • Zephyros | 69.97.156.246 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১২:২২670610
  • যাদের নাম করলে তাদের কজন অ্যাসেমব্লিতে ডিবেট করেন? বাইরে এবিপির স্টুডিওর ডিবেটে কী লাভ হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন