এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৬670644
  • পিটি,
    চালিয়ে যান। কথার কদর্থ করতে জুড়ি নেই। আপনিই বিরুদ্ধমতাবলম্বীদের 'ঘাড়ে করে প্রিয় মমতাকে নবান্নে পৌঁছনো"র ট্যাগ লাগিএ দিয়েছেন।
    সিপিএম এর সমালোচনা করলেই" তিনোকে সমর্থন করার যুক্তি" বলে তথ্যের উত্তর না দিয়ে গোলপোস্ট সরিয়েছেন।
    অথচ আপনি নিজে সিপিএম এর সব কাজের পক্ষে কলম ধরেছেন। কিন্তু যেই পলিট ব্যুরো বা বুদ্ধবাউর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে অমনি বলবেন--ওদের জিগ্যেস করুন।
    তাই বলছিলাম তিনোর অপকীর্তির জবাবদিহি ওদের কাছেই কেন চাইছেন না? আপনি আচরি ধর্ম।
    আপনার মত সমর্থকরাই বঙ্গ থেকে বাম সরকারকে তাড়িয়েছে, এবার বাকিটা সুসম্পূর্ণ করুন।
    আইনের শাসন মেনে চলুন।
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৩670645
  • " উল্টে ইংরেজি বন্ধ করে দেওয়া হয়েছে; প্রাথমিকে।"
    সে যেন কত বছর আগের ব্যাপার? তারপরে ইংরিজি চালু হয়েছে, আর বামেরা চলে গিয়ে আরো ৬ বছর কেটে গিয়েছে। টাইম মেশিনে চড়ে কোথাও জ্যামে আটকে আছেন বুঝি?
    তা সিঙ্গাপুর থেকে কতগুলো কলা এল?
    আর রাজারহাটকে এই সরকার নয়নের মণির মত রক্ষা করছে কেননা তাদের নিজেদের দেখানোর মত কিস্যু নেই। তা রাজারহাটের জমির ব্যাপারে গৌতম দেবকে জেলে ঢোকানোর ব্যাপারে কতটা এগোলেন?

    "অথচ আপনি নিজে সিপিএম এর সব কাজের পক্ষে কলম ধরেছেন। "
    ঠিক কোন কোন কাজের পক্ষে কলম ধরেছি? সিঙ্গুরে কারখানা এবং নন্দীগ্রামে কেমিকাল হাব দুটো-ই হতে দেওয়া উচিৎ ছিল। তার সঙ্গে সিপিএমকে সমর্থন করা না করার কোন সম্পর্ক নেই।
    আর পব থেকে বামেদের তাড়ানোর কাজে অতিবদ অতিবামেরা কি পরিমাণ পরিশ্রম করেছে সেটা আপনি স্বীকার করবেন না সেটা তো প্রত্যাশিত। এই নির্বোধরা ও তাদের সমর্থকেরা বুঝতেই পারেনি যে তারা ডানপন্থী রাজনীতির ক্ষমতারোহনে কি পরিমাণ সাহায্য করছে।
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:১০670646
  • এই নির্বোধেরা সংখ্যায় তো হাতে গোণা যায়। কিন্তু আপনার মত বিপুল সিপিএম এর সুবোধেরা কী করল? দক্ষিণপন্থী রাজনীতির উৎথান দেখেও সব বুঝেও " বিপুল পরিশ্রম" না করে ঘরে বসে রইল?
    সেই ঘটি কথায় বলতেঃ
    "অ্যাতোই তোর বুদ্ধি হলে,
    আজ কেন তোর ক্যাঁতা বগলে!"
    এবার এই পরাজয়ের জন্যে সিপিএম এর পলিট ব্যুরো কি বলছে মন দিয়ে শুনুন। ওরা আদৌ আপনার বুজি/ছাগল তত্ত্বকে পাত্তা দিচ্ছে না। সিপিএম এর হারের কারণ অবশ্যই পলিট ব্যুরোর গোটা দেশের মেধাসম্পন্ন বাম নেতারা আপনার থেকে কম বোঝেন। আপনি ওদের থেকে বেশি বোঝেন!
    একেই বলে মার থেকে মাসির দরদ বেশি!
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৫670647
  • দশ বছর আগে সিপিএম সিঙ্গুর-নন্দীগ্রামে চাষের জমি অধিগ্রহণ করে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল সেটাকেও সমর্থন করেছিলেন তো? নাকি সিপিএমের বা পলিটব্যুরোর তত্বের থেকে নিজের পছন্দমত বিষয় গুলোকে সমর্থন করে আনন্দে থাকতে চান?
  • লাট্টু | 11.39.39.51 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৮670648
  • এই রায় নিয়ে মাতামাতির প্রয়োজন আছে কিনা তা du ৯ঃ৪৮ এ বেশ পরিষ্কার করেই লিখলেন, তবে ভাবসম্প্রসারণ না লিখলে অনেকে বোঝেন না।
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৪670649
  • এক্কেরে ঠিক বুয়েছেন! পলিট ব্যুরো বোঝেনি।
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৮670650
  • দশ বছর আগে সিপিএম সিঙ্গুর-নন্দীগ্রামে চাষের জমি অধিগ্রহণ করে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল সেটাকেও সমর্থন করেছিলেন তো? নাকি সিপিএমের বা পলিটব্যুরোর তত্বের থেকে নিজের পছন্দমত বিষয় গুলোকে সমর্থন করে আনন্দে থাকতে চান?
  • লাট্টু | 11.39.39.51 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯670651
  • পলিটব‍্যুরো একটা মিউনিসিপ‍্যালিটির ভোটে জিতে আসুন ।নইলে ওদের বোঝায় আমার ভরসা নেই।আমি চাই নতুন দল।
  • লাট্টু | 11.39.39.51 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১670652
  • পলিটব‍্যুরোর বিবৃতির লিংক হবে?
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯669610
  • আমার মনে হয় এই রায়টা নিয়ে মাতামাতির প্রয়োজন আছে, কারন এটা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমনিতে এই রায় সিপিএমের বিপক্ষে গেছে, তাতে সিপিএমের পলিটিকাল ক্ষতি আর তিনোর পক্ষে গেছে তাতে তিনোর পলিটিকাল গেইন। সেটা একটা ন্যারো ভিউপয়েন্ট। কিন্তু এই রায়ের একটা ওয়াইডার কনটেক্স্ট আছে। বিশেষ করে বিচারপতিদের এই অবসার্ভেশানটা, যেটা হয়তো আগামী দিনে আরও আলোচনা হবেঃ the “brunt of development” should not be borne by the “weakest sections of the society, more so, poor agricultural workers who have no means of raising a voice against the action of the mighty State government.”

    এখন আমরা ক্যাপিটালিস্টরা মনে করি লার্জ প্রোজেক্ট, বড়ো কারখানা ইত্যাদি ইকনমিক প্রোগ্রেসের জন্য দরকার। এই ধরনের প্রোজেক্টের একটা লার্জ স্কেল ইমপ্যাক্ট হয়, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সাহায্য করে, ন্যাশনাল লেভেলে রিসোর্স ইউটিলাইজেশান হয়, ওভারল ইকোনমিক গ্রোথ হয়।

    কিন্তু এর উল্টোদিকে প্রশ্ন, এইসব প্রোজেক্টের জন্য যদি তাদের থেকে জমি নেওয়া হয় যাদের কাছে প্রোটেস্ট করার ন্যূনতম রাস্তাটুকুও খোলা নেই, তাহলে কি হবে? এটা সত্যিকারের ভাবার মতো প্রশ্ন। কিন্তু বড়ো প্রোজেক্টের জন্য জমি অবশ্যই দরকার, আর সেই জমি কোত্থেকে আসবে? সেই জমি নিতে গিয়ে যদি উইকেস্ট সেকশান ডিসপ্লেসড হয় তাহলে তাদের দাবীদাওয়া কিভাবে মেটানো হবে? এর উত্তর আমি জানিনা। ফেয়ার কমপেনসেশান একটা উপায়, কিন্তু দেখা যাচ্ছে সিঙ্গুর থেকে নর্মদা হয়ে অমরাবতী, কোথাও ফেয়ার কমপেনসেশান দেওয়া হচ্ছে না। তো বিচারপতিদের অবসার্ভেশান সেজন্যই আমার মনে হয় আগামীদিনেও একটা প্রিসিডেন্ট সেট করবে।
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০১669612
  • লাট্টু,
    এক, লিং দেবেন পিটি। আমি এ ব্যাপারে একটু ক্যাবলা।

    দুই, কমিউনিস্ট আন্দোলনের জন্যে ইলেক্শন জেতাটা কোন ক্রাইটেরিয়া নয়। এসব অনেক পাটিগণিতে জেতা হয়। এবারে বামেদের অংকে ভুল ছিল। যদিও আমি আশা করেছিলাম বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে।
    কমিউনিস্ট পার্টির আসল কথা হল কত বেশি করে লাগাতার জনগণের বেসিক দাবী গুলো তুলে ধরছে--শুধু বছরে দু-একটা বন্ধ নয়; নানা ফর্মে, গ্রাসরুট লেভেলে। সেটা করলে ইলেকশনে জয় আপনিই হবে।
    তেলেঙ্গানা আন্দোলনের পর কামিউনিস্ট নেতা রবিনারায়ণ রেড্ডি জেল থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে জিতেছিলেন। আমাদের হরীন্দ্রনাথ চট্টো ( ফেলুদার সিধুজ্যাঠা) ও সেবার জিতে সংসদে গিয়েছিলেন।
    তেভাগা আন্দোলনের ফলশ্রুতিতে কংসারি হালদার অমনি একচেটিয়া জিতেছিলেন।
    সেসব না করে খালিনির্বাচনকে পাখির চোখ করে সিলেক্টিভ ইস্যুতে ভিজিবিলিটির জন্যে আন্দোলন করলে আর ভোটের আগে নিজেদের কমিউনিস্ট আইডেনটিটি খুইয়ে ফুরফুরা শরীফে আশীর্বাদ চাইতে গেলে এই হালই হবে।
    পলিট ব্যুরোতে কেরালা গ্রুপের মেজরিটি, সিসিতেও।
    ওঁরা কেরালায় বিপুল মেজরিটিতে জিতে দেখিয়ে দিয়েছেন। কারণ ওঁরা গত পাঁচবছর ধরে নিয়মিত জন আন্দোলন করে গেছেন। কাজেই আপনার মানদন্ডেও বলতে হবে যে পলিট ব্যুরো রাজ্যের নির্বাচনে জিতে দেখিয়েছে।
    কাজেই নতুন দল চাইলেও মূল কমিউনিস্ট কালচার ও এথিকস কে মাথায় রেখেই চাইতে হবে।
    আচ্ছা, একটা কথা বলুন তো? কমঃ সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত ও কেসের কী হল? কেন কিছু শোনা যাচ্ছে না?
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩669613
  • এখানটা খুব ইন্টারেস্টিংঃ

    In this day and age of fast paced development, it is completely understandable for the state government to want to acquire lands to set up industrial units. What, however, cannot be lost sight of is the fact that when the brunt of this ‘development’ is borne by the weakest sections of the society, more so, poor agricultural workers who have no means of raising a
    voice against the action of the mighty state government, as is the case in the instant fact situation, it is the onerous duty of the state government to ensure that the mandatory procedure laid down under the L.A. Act and the Rules framed there under are followed scrupulously otherwise the acquisition proceedings will be rendered void ab initio in law. Compliance with the provisions of the L.A. Act cannot be treated as an empty formality by
    the State Government, as that would be akin to handing over the eminent domain power of State to the executive

    দেখা যাচ্ছে যে অনেক সময়েই এই ডিউটি পালন করা হচ্ছেনা। এটা নিয়ে ন্যাশনাল লেভেলে যথেষ্ট ডিবেটের স্কোপ আছে।
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩669614
  • আমি তো জানতাম ক্ষমতায় ছিল এমন বামপন্থীরাও "লার্জ প্রোজেক্ট, বড়ো কারখানা ইত্যাদি ইকনমিক প্রোগ্রেসের জন্য দরকার" বলে মনে করে!!

    "ফেয়ার কমপেনসেশান একটা উপায়, কিন্তু দেখা যাচ্ছে সিঙ্গুর থেকে নর্মদা হয়ে অমরাবতী, কোথাও ফেয়ার কমপেনসেশান দেওয়া হচ্ছে না।"
    ঠিক, ঠিক।
    কিন্তু ব্যাগড়াপন্থীদের কোথায় ফেয়ার কম্পেনশেসনের জন্য বৃহত্তর আন্দোলন করছে সেটা কেউ জানাবেন? বেশীর ভাগ ক্ষেত্রেই তো প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলনটা হয়। কমপেনশেসন দেওয়া হোক আর কারখনাও হোক এমনটি তো সিঙ্গুরের সময়ে শুনিনি। ইন ফ্যাক্ট সেই সময়ে প্রিয় দাসমুন্সীর একটা প্রস্তাব এসেছিল যেটাকে বিপ্লবীরা পাত্তাই দেয়নি কেননা তাদের ধান্দা ছিল অন্যকিছু।
    "I request the government to increase the compensation amount from 10 percent and declare a separate 'land for land' package for the Singur project-affected agricultural land owners."
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৪669615
  • এগজ্যাক্টলি! এটাই ডিউ ডিলিজেন্স!
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮669616
  • মুশকিল হচ্ছে পিটি যে পলিট ব্যুরো আপনার এই ব্যগড়াবাদী বুজি থিওরিকে একদমই পাত্তা না দিয়ে দায়ী করছে বঙ্গীয় বামেদের নীতিকে ও প্রয়োগ কে।
    একটু ওদের বোঝান না প্লীজ! গুরুর রেসিডেন্ট ছাগল পাগলদের বল্লে কে লাভ? এ তো বেনাবনে মুক্তো ছড়ানো!
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০669617
  • পিটি, আমি তো আগেই বললাম জাজমেন্টটা ন্যাশনাল কনটেক্সটে দেখা দরকার। সিঙ্গুরে ফেয়ার কম্পেনসেশানের জন্য কোন আন্দোলন হয়নি সে তো আগে অনেকবারই বলেছি। সিঙ্গুরে আন্দোলনের লক্ষ্য চাষীদের কম্পেনসেশান দেওয়া ছিল না, লক্ষ্য ছিল প্রোজেক্টটা বন্ধ করা। কিন্তু এগুলো মোটামুটি লোকাল ইস্যু। এই সিঙ্গুরের থেকে হাজারগুন বড়ো প্রোজেক্ট এখন চলছে হায়দরাবাদের অমরাবতীতে। কিন্তু সেখানেও ল্যান্ড পুলিং ইত্যাদি করে ফেয়ার কমপেনসেশান কি দেওয়া হচ্ছে? আর ল্যান্ড পুলিং নাম দেওয়ার ফলে ওটা তো ল্যান্ড অ্যাকুইজিশানেরও আওতায় আসছেনা। কিন্তু ব্রান্ট অফ ডেভেলপমেন্টের প্রশ্নটা তাও উঠছে।
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২১669618
  • ফেয়ার কমপেন্শেসন না দেওয়াটা অন্যায়। কিন্তু যে সব জায়গার কথা বললেন সেখানে বিরোধীরা একজোট হয়ে সেই কাজগুলোকে বানচাল করার চেষ্টা করছে না। তাই ফেয়ার বা আনফেয়ার, জমি অধিগ্রহণ হবেই। যেমন কিনা রাজনাথ সিং সিঙ্গুরে সহমর্মিতা দেখানোর জন্যে অনশনের মঞ্চে এসে সময় কাটিয়েছেন। তিনি এখন ক্ষমতায় বসে কি এই আনফেয়ারনেসের খবর রাখেন না?

    সিঙ্গুরের আন্দোলনের সঙ্গে ফেয়ার কমপেনশেসনের কোন যোগাযোগ নেই। এমনকি এই রায়ের পরেও ভারতের অন্যান্য জায়গায় জমি নিয়ে শিল্প করা বন্ধ হবে না।
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪669619
  • আমরা বোধায় দুটো আলাদা ট্র্যাকে কথা বলছি ঃ( তবে এই রায়ের পরে জমি নেওয়ার প্রসেসে বিজনেস অ্যাস ইইসুয়াল থাকবে কিনা তাতে আমার সন্দেহ আছে।
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৮669621
  • এই রায়ের অনেক আগেইঃ
    "Andhra Pradesh too framed rules last October that allowed it to acquire land easily. For its new capital Amaravati, Chief Minister N Chandrababu Naidu adopted a land-pooling mechanism to acquire some 32,000 acres from about 18,000 farmers.

    “Andhra decided to return 25 per cent of the acquired land post development of the capital city to farmers besides providing for annuity payments for 10 years. This was a win-win deal for both the state and the farmers,” said a state government official."
    অর্থাত কিনা কমপেনশেসনও পাক মানুষ আর কাজটাও হোক সেটাই অবস্থান ঐ সব রাজ্যের বিরোধী দলের। তবে ওখানে মেধা-অনুরাধারা বিশেষ সুবিধে করতে পারেন নি বলেই মনে হচ্ছে।
  • Singur | 95.229.73.124 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৩669622
  • সিঙ্গুরে দেখা যাচ্ছে ৬০% জমি চাষযোগ্য আছে এখনও। ২০০৬ থেকে ঢপবাজি শুনে শুনে হেজে গেলাম। সব নাকি কংক্রীট হয়ে গেছে। একটা করে ঢপ এক্সপোজড হয়, আর একটা নতুন ঢপ আসে। এখন সুপ্রীম কোর্টও বলছে জালি হয়েছে, অথচ চোপার কোনো বিরতি নেই। মিনিমাম লজ্জাটুকুও যদি থাকতো। ঃ-(
  • মেধা | 95.229.73.124 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৬669623
  • মেধা অনুরাধাদের জালি এবং বামন গিরগিটিদের সার্টিফিকেট দরকার নেই। সিঙ্গুরের মানুষের আশীর্বাদ পেলেই চলবে।
  • Bratin | 11.39.39.231 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৭669624
  • তো এই ভুল টা কত নম্বর ঐতিহাসিক ভুল সেই নিয়ে কবি কিছু বলেছেন নাকি এখনো নীরবতা পলন করছেন? ঃ))
  • Arpan | 90.71.14.210 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৭669625
  • খিক! জমির ম্যাপ, প্রোজেক্টের ইউসেজ এগুলো সবই ট্রেড সিক্রেট ছিল।

    জানার চেষ্টা বৃথা ছিল তাই।
  • Arpan | 90.71.14.210 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৭669626
  • ল্যান্ড ইউসেজ
  • dc | 132.164.224.252 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৮669627
  • PT এই ল্যান্ড পুলিং এর কথাই বলছিলাম। তবে This was a win-win deal for both the state and the farmers,” said a state government official এটা আরেকটা বড়ো ঢপ। লোকাল মিডিয়ায় মাঝে মাঝেই দেখি কমপেনসেশান নিয়ে অনেক অসন্তোষ আছে (লিংক দিতে পারব না)। এগুলো নিয়ে আন্দোলন হচ্ছেনা, কিন্তু অসন্তোষ আছেই। সেজন্যই মনে হচ্ছে ঐ বিচারপতিদের অবসার্ভেশানটা নিয়ে অনেক সরকার আর শিল্পপতিই ভাববে, কারন এটার লিগাল ইমপ্লিকেশান আছে। আমার মনে হয় অন্য অনেক রাজ্যেই জমি অধিগ্রহন করলে তার জন্য কমপেনসেশান অ্যামাউন্ট অন্তত আগের থেকে বাড়বে, সেটাও একটা ভালো দিক।
  • sm | 53.251.91.253 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৯669629
  • “The government will not offer land to the Tatas free. I can’t tell you what we will get in exchange of what. Buddha and Nirupam are negotiating with them on the terms and conditions. I was told that the discussion is at its fag end. Let them complete it,’’ Jyoti Basu said after the meeting.

    ---
    কি লিংক দিলে অপ্পন!পুরো খনি তো! টাটা দের ফ্রি তে দেয় নি।বেশ। তো হাজার একর ডিল তো মুখের কথা নয়! ওসব টাকা পয়সার হিসেবে কি ? কোথায় গেলো সে সব?
  • sm | 53.251.91.253 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৭669630
  • উল্টে ইংরেজি বন্ধ করে দেওয়া হয়েছে; প্রাথমিকে।"
    সে যেন কত বছর আগের ব্যাপার? তারপরে ইংরিজি চালু হয়েছে, আর বামেরা চলে গিয়ে আরো ৬ বছর কেটে গিয়েছে। টাইম মেশিনে চড়ে কোথাও জ্যামে আটকে আছেন বুঝি?
    তা সিঙ্গাপুর থেকে কতগুলো কলা এল?
    আর রাজারহাটকে এই সরকার নয়নের মণির মত রক্ষা করছে কেননা তাদের নিজেদের দেখানোর মত কিস্যু নেই। তা রাজারহাটের জমির ব্যাপারে গৌতম দেবকে জেলে ঢোকানোর ব্যাপারে কতটা এগোলেন?

    -----
    আচ্ছা ওপরের লেখা পড়ে মনে হচ্ছে না পিটি বামেদের কেমন ডিফেন্ড করার জন্য প্রানপন লড়ছেন ? আর অন্যদের তিনো দের ডিফেন্ড কেন করছেন, বলে দাগিয়ে বেড়াচ্ছেন।
    আজিব কিসিম এর লোক তো!
  • PT | 213.110.242.21 | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫১669632
  • যাচ্চলে এখানে সিপিএম এল কোথা থেকে? ইংরিজি পড়ানো আবার শুরু হয় বহুদিন আগেই আর আপনিই রাজারহাটের উল্লেখ করেছিলেন।

    মহাভারতের উপাখ্যান এইরকমঃ
    According to the proposal, the facility was to manufacture 1,000 bikes per month from October 2009 onwards. The production capacity was supposed to be expanded to 10,000 per month by 2011. However, it failed to match the estimted production and, finally following the economic slowdown in 2009, TVS stopped sourcing from Mahabharat.

    এরপরে আপনার দল ক্ষমতারোহন করলে ২০১১ সালে নিম্নরূপ পিতিগ্গে করা হয়ঃ
    “We have received a letter from TVS today. They will demerge from Mahabharat Motors and they will manufacure bikes on their own to cater to the eastern part of the country,” West Bengal Commerce and Industry Minister, Partha Chatterjee, said.

    তারপরে ২০১৪ তক ও তার পরের আরো ২ বছরে কি হয়েছে তা শ্যামলালও জানে নাঃ
    The proposed manufacturing plant of TVS Motors in West Bengal hasn't been taken forward as legal issues are yet to be resolved.........
    There has been an issue of demerger from Mahabharat Motors, owned by another city-based promoter.

    তবে মহাভারতের উল্লেখ করে ভাল করেছেন। যারা অব্যবহৃত কারখানার জমিতে নতুন কারখানা খোলার প্রস্তাব দিচ্ছে তারা এই কেসটা স্টাডি করতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন