এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.43 | ১৪ মে ২০১৬ ১২:০৮670411
  • না পিএফ -গ্র্যাচুইটি তো আদায় কর দিতেই হবে । এ নিয়ে দ্বিমত নেই । দ্বিমত আছে সমস্ত পেশায় রাত্রদিন এত এত মানুষ বেকার হচ্ছে তাদের মধ্যে শুধু চাষী দের ভবিষ্যত এন্সীয়র করার দায়ীত্ব নিলে ।
  • কল্লোল | 111.63.95.165 | ১৪ মে ২০১৬ ১৬:৪২670412
  • পিএম। একমত। ট্রেড ইউনিয়ানগুলো কোনদিন অন্য কিছু ভাবে নি। ব্যতিক্রম আছে, আছে বলেই বেলুড় শ্রমজীবি হাসপাতাল হয়েছে। কিন্তু সাধারণভাবে এটাই সত্যি। কিন্তু এই আধুনিকিকরণের দাবীর একটা ঝাড় আছে। এই দাবী তুললেই মালিকপক্ষ - তাহলে তো মেকানাইজেশন করতে হবে, লোক ছাঁটাই করতে হবে - বলে দেয়। সেটা মানা কোন ট্রেড ইউনিয়ানের পক্ষেই সম্ভব নয়।
    আগেও বহুবার লিখেছি। ৮০র দশকে যখন ট্রেড ইউনিয়ানগুলো কম্পিউটার বিরোধী আন্দোলন করতো, তখন তাদের বোঝানো যায় নি যে কম্পিউটার মেনে কাজের ঘন্টা কমানোর জন্য চাপ দিন। হতো কি হতো না জানি না, কিন্তু ওরা তো ভাবতেই রাজি হন নি।
    একক। সামাজিক সুরক্ষা সবার জন্য চাই। সরকার শুধু ডান্ডা মারার জন্য নয়।
  • PT | 213.110.242.21 | ১৫ মে ২০১৬ ১৭:১৪670413
  • রাজ্যপালের সঙ্গে মিটিং-এ বুদ্ধবাবু ৭০ একর ছেড়ে দিতে রাজী হয়েছিলেন। ওটাই পোকিত অনিচ্ছুকের জমির পরিমাণ।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ১৭:১৫670414
  • হিন্দমোটরে আধুনিকীকরণের দাবি কোন ইউনিয়ন তোলেনি ? ঐ জমির টাকায় আধুনিকীকরণ হোক, এরকমই তো দাবিদাওয়া ছিল।
  • sm | 233.223.157.72 | ১৫ মে ২০১৬ ১৭:২৬670415
  • টাটারা তো আগে ৬০০ একরেই খরগ্পুরে রাজি ছিল; তো ৭০ একক কেন, ৪০০ একরই ছাড়তে পারলে ঠিক হতো। জমি তো আর ফেলনা নয়। যদি ৪০০ একরের অনিচ্ছুক চাষী খুঁজে না পাওয়া যেত;তাহলে বিরোধী দের দিকে আঙ্গুল তোলা যেতো। আর বাড়তি জমি পরে পাট্টা দেওয়া যেতো বা বেকার যুবকদের জন্য হোটেল, দোকান, গাড়ি সারাই এর গ্যারেজ ইত্যাদি করা যেতো।
    আর একটা প্রশ্ন ভীষণ জরুরি; রতন বাবুর চলে যাওয়ার ডিসিশন নেবার পর রাজ্য সরকার কি কড়া আইনি চিঠি ধরিয়েছিল, যে কেন তারা চলে গেল জানাক।কারণ তারা যে কারণ জানিয়েছিল, আইন শৃঙ্খলার অবনতি; সেটা এক্সেপ্ট করার মানে সরকারের প্রশাসন চালানোর যোগ্যতা তখন ছিল না বা কম ছিল।
  • PM | 233.223.153.212 | ১৫ মে ২০১৬ ১৮:৫৩670416
  • পাই , ও দাবী যখন তোলা হয়েছে, ততদিনে সব শেষ।

    যদিও এটা শ্রমিকদের দয় নয়--- ম্যানেজমেন্টের দায়িত্ব থ্রেট, রিস্ক বোঝা সময়ে। মারুতি আসার সাথে সাথে বোঝা উচিত ছিলো।

    কিন্তু অন্যদিকে দেখুন ঐ সময় কারখানার শ্রমিক ছিলো ১০০০০ +।

    এখন একটা কল্পিত সিচুয়েসন ভাবুন--- ম্যানেজমেন্ট দেখলো এই সংখ্যক শ্রমীক নিয়ে আধুনিকিকরনের ইন্ভেস্টমেন্ট জাস্টিফায়েড নয়। পোস্ট আধুনিকিকরন ৫০০০ শ্রমীক থাকলে ইন্ভেস্টমেন্ট লাভজনক হবে। কিন্তু পঃ বঃ এ ৫০০০ শ্রমীক ছাটাই প্রাকটিকালি অসম্ভব। তাই আধুনিকিকরন হলো না। দশ হাজার লোক নিয়ে জাহাজ ডুবলো।

    এবার একটা বিক্রম-বেতালের প্রশ্ন ঐ ৫ হাজার শ্রমীক কে কমিয়ে ( ন্যয্য ক্ষতিপুরন দিয়ে) বাকি ৫০০০ শ্রমীক আর কারখানার অর্থনৈতিক কর্মকান্ডকে বাঁচানো কি উচিত ছিলো? এক্ষেত্রে ৫০০০ চাকরী বাঁচতো, এলাকার অর্থনীতি বাঁচতো। নাকি ১০০০০ চাকরী বাঁচানোর জন্য জাহাজ ডোবানোর রিস্ক নেওটাই ঠিক?? কোনটা ঠিক সিদ্ধান্ত হতো ??
  • কল্লোল | 111.63.223.82 | ১৫ মে ২০১৬ ১৯:২৮670417
  • পিএম।
    ঐখানেই কবি পোচ্চুর কেঁদে গেছেন - ন্যায্য ক্ষতিপূরণ কারে কয়?
    ৫০০০ পরিবারের বাঁচা-মরার প্রশ্ন। এরকম ধরা যাক ১০০টা শিল্পের আধুনিকিকরণ হলে গড়ে, কম করেই ধরছি, ২০০০x১০০, ২লক্ষ মানুষ কর্মহীন হলে অর্থনীতি বাঁচতো?
    ন্যায্য ক্ষতিপূরণ - মানে যে সময় যে মানুষটি, যে রোজগার করতো, তাকে এতটা টাকা দেওয়া, যে সে ঐ টাকাটা ব্যাঙ্কে রেখে ওর েয়ে অন্ততঃ ১০% বেশী রোজগার করতে পারে। ক্ষতিপূরণ কে দেবে? শিল্পপতি? টাটারা ব্যবসা করার জন্য ক্ষতিপূরণ দিয়েছিলো কি? না। দিলো সরকার। যে শিল্পপতিরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইয়িটি মেরে দিতে পারলে খুশী হয়, তারা দেবে "ন্যায্য ক্ষতিপূরণ"!!
  • PM | 233.223.153.212 | ১৫ মে ২০১৬ ২০:০৮670418
  • ধরুন কম্পনী মনে করলো কাজ করে যা রোজগার করছে,তার ১/৩ রোজগার হলো ন্যয্য। সেই মতো ক্ষতি পুরন দেওয়া হবে।তা ছাড়া কাজ হারাও শ্রমিকরা অন্য কারখানায় নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ খুজে নিতে পারে। আপনি, আমি আর বেশীর্ভাগ শ্রমিক মনে করলো এই ক্ষতিপুরন অন্যায্য।

    সেক্ষেত্রে বিক্রমের উত্তর কি হওয়া উচিত??? ৫০০০ মানুষের জন্য লড়াই চালিয়ে যাওয়া?? জাহাজ ডুবছে জেনেও পোয়েটিক জাস্টিসের জন্য অপেক্ষা করা না ৫০০০ জনকে "অন্যায্য" ক্ষতিপুরন নিতে বাধ্য করে বাকি ৫০০০ লোকের পরিবার আর লোকাল ইকোনোমিকে বাঁচানো?

    সরাকারের কি করা উচিত--- কারখানা বাঁচিয়ে ৫০০০ কর্মহারার অন্তত ২০০০ জনের জন্য অন্য শিল্প এনে কাজের ব্যবস্থা করা না ১০০০০ লোকসহ কারখানা বন্ধ হতে দেওয়া?? আর এলকায় ৬০-৭০ হাজার পরক্ষ কর্মসংস্থানকে ও জলান্জলী দেওয়া??

    খুব-ই ডাইসি প্রশ্ন। কিন্তু আলোচনা হতে পরে এ নিয়ে।

    যে কোনো মুল্যে চাকরী রাখাটা জব সিকিউরিটি বাড়ায় না কনডাকটিভ বিসনেস/ ইন্ভেস্টমেন্ট এন্ভারনমেন্ট যেখানে স্কিল্ল্ড শ্রমিকদের ১ টা কাজ গেলে ২ ট কাজ পাওয়ার সম্ভাবনা থাকে-- সেটা জব সিকিউরিটির জন্য বেশী কাম্য---এটাও আলোচনায় আশা উচিত।
  • cm | 127.247.99.213 | ১৫ মে ২০১৬ ২০:৩২670421
  • কোম্পানি যা ক্ষতিপূরণ দিতে পারে তার চেয়ে একটাকা বেশি আমার দাবী। ইয়ার্কি ভাববেননা।
  • PT | 213.110.242.8 | ১৫ মে ২০১৬ ২০:৪৭670422
  • রেলগাড়ি আবিষ্কার হওয়ার পর থেকে কত লক্ষ পাল্কি বাহক, গরু ও ঘোড়ার গাড়ীর চালকের চাকরী গিয়েছে তার হিসেব কে রাখে আর ক্ষতিপূরণই বা কে দেয়?
  • S | 182.58.105.135 | ১৫ মে ২০১৬ ২২:০৫670423
  • সুদের পরিমান মাইনের বেশি/সমান হবে এটা খুবেকটা সঠিক হিসাব নয়। একদিকে ৮ ঘন্টা কাজ বেচে যাচ্ছে। অন্যদিকে সুদের পরিমান, ইনফ্লেশন ইত্যাদি আছে।

    তার থেকে ২ বছরের মাইনে দিলে বেশি কাজে দেয়।ধরে নেওয়া হচ্ছে গড়ে ঐ সময়ের মধ্যে তারা সমান একটি চাকরি জোগাড় করতে পারবেন। কৃষকদের জন্য অন্য হিসাব - কিন্তু সেটাও সহজ হিসাব।
  • cm | 127.247.99.213 | ১৫ মে ২০১৬ ২২:০৯670424
  • এসবই অ্যাডহক, তাই ঐকমত্যের প্রশ্নই ওঠেনা। অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্সিপল ডিভাইস করুন।
  • PT | 213.110.242.20 | ১৫ মে ২০১৬ ২২:২৫670425
  • একটা বেশ শ্রমনিবিড় কর্মসূচী দেখলাম হাওড়ায়। ১১-১৪ নম্বর প্ল্যাটফর্ম চত্বরটি পরিষ্কার করার জন্য এক আধা মাস্তান ভর দুপুরের যাত্রী ভর্তি স্টেশন চত্বরে "এই যে দাদা শরুন, এই যে দিদি শরুন" বলে চিল্লানোর মাঝখানে এক ট্যান্কি জল ঠেলে হাজির এক্জন তার সঙ্গে আরেকজনের হাতে জলের জেট। সে দাদা-দিদি বয়স্ক কিছুই না দেখে জেট দাগতে লাগল কামানের মত। এট্টু পরে আরো এক্জন মেঝে ঘষার ঝাড়ু-গাড়ী চালাতে লাগল। অবশেষে আরো দুজন জল-কাঁচানোর লাঠি নিয়ে জল ঠেলতে লাগল। প্রথম থেকে শেষ পর্যন্ত একজন জিন্স-টিশার্ট-দু নম্বরি নাইক পরিহিত যুবা ব্যাপারটির দেখভাল করছিল।
    অর্থাৎ কিনা মোট সাত জন।
    জয়তু রেলমন্ত্রক এইভাবে কর্মসৃষ্টি করার জন্য!!
  • sm | 53.251.91.253 | ১৫ মে ২০১৬ ২২:৪৪670426
  • পিটি, কিছু মনে করবেন না, বহু কলেজ এ দেখেছি এক এক জন শিক্ষক সপ্তাহে ৮-১০ টার বেশি ক্লাস নেন না। Jodi এক ঘন্টাও ধরি, ক্লাস পিছু; একুনে সপ্তাহে ১০-১২ ঘন্টা ডিউটি হয়।টার ওপর রয়েছে গরমের ছুটি, পুজোর ছুটি ইত্যাদি।
    ক্লাসে তার দেওয়ার জিনিস হলো কিছু বস্তা পচা নোট।মাসের শেষে ৭০-৮০ হাজার পকেটস্থ করে বাড়ি।
    রেল আর কি এমন খারাব কাজ করেছে!
  • PT | 213.110.242.20 | ১৫ মে ২০১৬ ২২:৫৫670428
  • আপনি কি এই রকম শিক্ষকদের কাছ থেকে বস্তা পচা নোট থেকে শিক্ষা লাভ করেছেন? আমি এরকম শিক্ষক দেখিনি।

    By the way যদি না জানেন তাহলে জানিয়ে রাখি যে খুব স্পেশালাইস্ড নয় এরকম কোন basic concept-এর বইতে বছর দশেকের (কুড়ি?) আগে নতুন কোন বিষয় অন্তর্ভুক্ত হয় না।
    আমি মধ্য সত্তর দশকে পিটার সাইকসের যে বইটি পড়ে জৈব রসায়ন শিখেছিলাম, সেই বইটি এখনো প্রায় একই রকম আছে। যারা ফিনার পড়ে JEE পাশ করেছে ১০-২০ বছর আগে, তারাও একবার ফিনার ঘেঁটে দেখে নিতে পারে। এবছরও যারা JEE পাশ করবে তারাও ঐ "বস্তা পচা" ফিনার বা পিটার সাইকস পড়েই পাশ করবে!!
  • sm | 53.251.91.253 | ১৫ মে ২০১৬ ২২:৫৫670427
  • S , আপনি একটা হিসেব দিতে পারেন , হেভি ইন্দাস্ত্রী তে আমাদের দেশে ও উন্নত দেশের শ্রমিক, ম্যানেজমেন্ট ও মালিক পক্ষ এর রোজকারের ডিফারেন্স ঠিক কতো?

    ব্রিটেনে প্রায় লক্ষ কোটি টাকা খরচা করে টাটারা কোরাস স্টিল প্লান্ট অধিগ্রহণ করেছিল।কোম্পানির আধুনিকি করণ ও পরিমার্জনের জন্য যত কর্মী রেদান্দেন্ট হয়েছে সবার ক্ষতি পুরোন পাই পয়সা টাটা দের ই মেটাতে হয়েছে।সরকার কোনো সাহায্য করেনি। টাটাদের লোকসানের পরিমান অকল্পনীয়।এখন এক পাউন্ডে হস্তান্তর করার ও কথা চলছে .
  • sm | 53.251.91.253 | ১৫ মে ২০১৬ ২৩:০৭670430
  • আপনার জানা জগত সীমিত হতে পারে; কিন্তু এটা ফ্যাক্ট। আর ক্লাসের সংখ্যা নিয়েও দ্বিমত আছে কি? লোকে নোট না সাপ্লাই করে খালি প্রাঞ্জল করে বুঝিয়ে পড়াতেও তো পারে।
    দেশের বাইরে কিছু জায়গায় দেখেছি পড়ানোর আগে, কি পড়ানো হবে তার বিশদ বিবরণ সহ প্রিন্ট করা চোতা আগেই দিয়ে দেওয়া হয়।পড়ানোর সময় প্রশ্নোত্তর বেশি চলে; অডিও ভিস্যুয়াল বেশি ইউস করা হয়।
    এই আর কি!
  • PT | 213.110.242.20 | ১৫ মে ২০১৬ ২৩:১৩670433
  • আমি যেখানে পড়েছি সেখানে কস্মিন কালেও এসব করা হয়নি।
    শাঙলী মিত্ররা ন্যানো বা পড়ানো কোন কিছু থেকেই কিছুতেই অবসর নেয় না দেখতে পাচ্ছি।
    এমন কিছু কলেজের খবর আমি রাখি যেখানে চাক আর ব্ল্যাক-বোর্ডটাও খুব কষ্ট করে যোগান দেওয়া হয়।
    সেখানে অডিও-ভিসুয়াল? এ পাগল না পেট খারাপ?
  • sm | 53.251.88.2 | ১৫ মে ২০১৬ ২৩:২০670434
  • যা, বাব্বা!৭০-৮০ হাজার টাকা মাইনে পায় শিক্ষক রা। একটা প্রজেক্টর ,ইন্টারেক্টিভ বোর্ড কিনতে ক টাকা লাগে?কলেজ এর কুনো ফান্ড নাই?
    আগে তো স্টেশন চত্তরে একটা আস্ত মুখওয়ালা কল মিলত না; এখন তো ৪০ ইঞ্চি এল ই ডি, গাদা গাদা টিভি ঝুলতে দেখি।
  • PT | 213.110.242.20 | ১৫ মে ২০১৬ ২৩:৩০670435
  • সব মানুষের পা তো আর মাটিতে থাকেনা। তারা আর মাটির পৃথিবীর খবর রাখবে কোথা থেকে?
  • PT | 213.110.242.4 | ১৬ মে ২০১৬ ০৭:৪৯670436
  • " রাজ্যে দেরিতে হলেও চারটি বস্ত্রশিল্প কেন্দ্র নির্মাণে উদ্যোগী হয়েও সাড়া মিলল না শিল্পমহলে৷ এর জন্য টেন্ডার ডাকার পরও একটি ছাড়া তিনটিতে কোনও আবেদনই জমা পড়েনি৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23140&boxid=164535235
  • d | 144.159.168.72 | ১৬ মে ২০১৬ ১১:৪০670439
  • রেডি-গো'র গ্রাউন্ড ক্লিয়ারেন্স শুনছি নাকি ১৭০ মত। দাম তো বোধহয় ২.৩০ থেকে শুরু হবে। অল্টো'র জন্য ভাল কম্পিটিশান।
  • PM | 11.187.255.193 | ১৬ মে ২০১৬ ১৫:০৮670440
  • তিস্তা শেতলওয়াড়ের ফাইল লোপাটের ঘটনায় নিখোঁজ আমলা গ্রেফতার

    http://abpananda.abplive.in/india-news/cbi-arrests-missing-home-ministry-official-210236

    এই তিস্তা ম্যাম সিঙ্গুরেও কিছু বক্তব্য রেখেছিলেন না?
  • Arpan | 24.195.236.219 | ১৬ মে ২০১৬ ১৫:২৪670441
  • "তবে ভারতের গাড়ি বাজারে টিকে থাকতে হলে যে বিক্রি-পরবর্তী পরিষেবার উপর জোর দিতে হবে, মারুতি-সুজুকিকে দেখে সেটা বুঝছে বহুজাতিক সংস্থাগুলি"

    এই এইটাই হল আসল কথা। টাটারা এতদিন দেশের মধ্যে গাড়ি বানিয়েও সেটা বুঝলো না।
  • sm | 233.223.157.55 | ১৬ মে ২০১৬ ১৬:৩৩670442
  • টাটা বুঝেছে তো! তাই মেসি কে দিয়ে ওর ছেলের নামে নতুন গাড়ি বের করেছে। আর মেসি বেশ হাসি খুশী মুখে ফ্যান্তাস্তিকো, ক্ল্যাসিকো এসব বলছে।
    প্রথম ইন্ডিকা ছাড়া সব স্মল কার ই ফ্লপ। ন্যানো সুপার ফ্লপ।
    দেখাযাক, রতন বাবুর পরে মিস্ত্রী সব, ভালো পাতে দেবার মত গাড়ি আনতে পারেন কিনা।
    রেনো কুইড একমাত্র আল্টর যোগ্য প্রতিদ্বন্দী। এমন কি ইওন টাও দাগ কাটতে পারেনি।
  • T | 165.69.195.179 | ১৬ মে ২০১৬ ১৬:৪৭670444
  • এসেমের একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী হ'ল অ্যামবাসাডর।

    কিন্তু হোই, মদনা যে মেসিকে খ্যালাতে নিয়ে এসেছিল, তারবেলা! তখন যে মেসি ফ্যান্টাস্টিকো, ক্লাসিকো বলে গেল। অ্যাঁ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন