এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৬০৭৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৪:১৬670278
  • সেকি আপনি দাদুর নাম শোনেননি? যার কথায় দিদি থেকে দাদা সবার মুন্ডু শ্রদ্ধায় নত হয়ে আসে।
  • T | 165.69.188.96 | ১২ মে ২০১৬ ১৪:১৯670279
  • বড়েস, টেবল টেনিস খেলতে নামল নাকি! :)
  • PT | 213.110.242.8 | ১২ মে ২০১৬ ১৪:২০670280
  • "এমনটা তো হতে পারতো, বামফ্রন্ট সরকার গত ৩৪ বছরে পুরুলিয়া, বাঁকুড়া, প মেদিনীপুর, এইসব জায়গায় উন্নত টেকনোলজি প্রয়োগ করে, আলু, ধান ,কপি বিপ্লব করে দেখিয়ে দিয়েছে। করেনি যখন; তখন, ফালতু যুক্তি মানবো কেন?"

    টেকনোলজির কথা জানা যায় না কিন্তু ৭০-এর "রাইস ডেফিসিট" রাজ্য পব ৮০-র মাঝামাঝিতে চাল উৎপাদনে দেশের এক নম্বরে উঠে আসে।

    আর বেশী টেকনোলজীর ব্যবহার করলে যে সব ক্ষেতমজুরদের জন্য কান্নাকাটি চ্লছে তাদের কাজ সব চাইতে আগে যাবে।

    পব-র আলোচনায় ইস্রায়েলের উল্লেখ খুব একটা উর্বর মস্তিষ্কের প্রমাণ দেয় না।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৪:২২670281
  • S ,আপনি কিসব লেখেন বোঝা দায়।আপনি হয়ত বামেদের ফেবার এ লেখেন।খুব ভালো কথা।
    কিন্তু আপনার লেখা পড়লে মনে হয়, কৃষি জমি দখল করে শিল্প করা উচিত।
    জমির উর্ধ সীমা না মেনে রিয়েল এস্টেট বা সেজ করতে আপত্তি নেই।
    ক্যাপিটালিস্ট তথা, শিল্পপতিদের ধন সম্পদ বাড়লে কোনো উর্ধসীমার দরকার নেই।
    কিন্তু এগুলো তো বামপন্থীদের একদম উল্টো ঘোষিত নীতি!
    এগুলো হজম করা চাপের।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৪:৩০670282
  • আমি আবার কবে বামেদের হয়ে লিখলাম? ঐরকম ভেবে যদি আমার লেখা পড়তে যান তাইলে মুসকিল - সত্যিই কিছু বুঝবেন না। টাটাদের কারখানার সমর্থন বামেদের ফেবার? বোঝো।

    জমির উর্ধ সীমার ফলেই একদিন সেই জমি রিয়েল এস্টেট বা সেজে চলে যাবে। কারণ এগ্রিকালচার একটি অত্যন্ত থিন মার্জিন গেম যেখানে জমির দাম বেড়েছে বহুগুন। আপনি বলুন না আপনাঅর জমি থেকে যদি মাসে ১০০০০ আয় হয় আর জমির বাজার দর যদি ২০ লক্ষ টাকা হয় তাহলে কি করবেন? তাই চাষের জমি বাঁচানোর জন্য ভলিউম দরকার - বড় জমি দরকার। নইলে আন্দোলন ছাড়া জমি বাঁচানোর উপায় তো আর দেখিনা।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৪:৩১670283
  • আর বেশী টেকনোলজীর ব্যবহার করলে যে সব ক্ষেতমজুরদের জন্য কান্নাকাটি চ্লছে তাদের কাজ সব চাইতে আগে যাবে।
    --
    পিটি যা লিখল, তাতে তো আরো চাপের হয়ে গেল ব্যাপার টা।একজন সার দেওয়া উর্বর মস্তিস্ক লিখল,অনুর্বর জমিতে উন্নত টেকনোলজি প্রয়োগ করলে নাকি আধ পেটা খেত মজুরদের, আর জীবনে চাপ থাকত না।
    তখন উর্বর জমিতে, গুছিয়ে শিল্প ফলানো যেতো।
    আবার পিটি বলছে বেশি টেকনোলজি ব্যবহার করলে তাদের কাজ আগে চলে যাবে।
    কোন দিকে যাই কালিদা?
  • T | 190.255.241.55 | ১২ মে ২০১৬ ১৪:৩৪670284
  • জিজিতে।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৪:৩৭670285
  • S ,বুঝতে ভুল হবার জন্য দুক্খিত।কিন্তুক,ব্যক্তি মালিকানার সময় খালি উর্ধসীমা আর রিয়েল এস্টেট,শিল্পপতি, সেজ এগুলোর জন্য উর্ধসীমা নয় কেন, সেটা বুইতে কষ্ট হয়।
    এনি ওয়েজ দেশে আইন আছে, চাষের জমিতে রিয়েল এস্টেট করা যায়না।এই আইনটাই একমাত্র ঢাল।
    তবে সরকার চাইলেই খুব সহজে জমির চরিত্র বদল হয়ে যায়।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৪:৩৮670286
  • :-)))
  • Arpan | 233.227.113.130 | ১২ মে ২০১৬ ১৪:৩৯670288
  • সমবায় প্রথা তো খুব ভালো। কিন্তু পঃ বঙ্গে তার পৌনঃপুনিক সাফল্যের ইতিহাস তো স্বর্ণাক্ষরে লেখা আছে।

    আর সরকারী দপ্তর কদ্দূর কী করতে পারে সেই কথাও না তোলাই ভালো। কৃষি ঋণ আর ক্রপ ইন্স্যুরেন্স এই বেসিক জিনিস করে উঠতে পারলেই এসেছ জ্যোতির্ময় বলে বরণ করে নেবো। অনুর্বর জমিকে উর্বর করা - নাহ থাক, স্বপ্নের পোলাওতে ঘি দিয়ে আর কী লাভ!
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৪:৪২670289
  • চাষের জমির উর্দ্ধসীমার বিরুদ্ধেই তো বললাম। কিন্তু সেইটা ব্যক্তি মালিকানায় হলে আবার অন্ধ্রের বড় চাষিদের কেস হয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পত্তি - বেসিকালি জমিদার। এদিকে চাষবাস দেখিয়ে এক পয়সাও ট্যাক্স দেয়্না।

    আর চাষের জমির চরিত্র তো বদলাচ্ছেই - দিল্লে আর মুম্বাইয়ের আসেপাশের জমিগুলোতে।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৪:৪৩670290
  • কিন্তু পিটি স্যার বলে দিয়েছেন; উন্নত টেকনোলজি প্রয়োগ করলেই খেত মজুরদের বাঁশ।
    সুতরাং অতো উন্নত টেকনোলজি তে না যাওয়াই ভালো, কি বলেন?
    এত উর্বর মস্তিস্ক না থাকলে কি বহুফসলি চাষের জমি দুম করে অধিগ্রহণ করে, আবার যুক্তি ও সাজায়!
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১৪:৫৪670291
  • "কোন অনুর্বর জমির মালিকই যদি রাজি না হয় তো শিল্প হবে না। ব্যস।"

    "তাহলে শিল্প হবে কি করে? জমির মালিককে/ভাগচাষিদের/ক্ষেতমজুরদের তাদের রোজগারের চেয়ে বেশী রোজগারের বন্দোবস্তো করে।"

    কল্লোলববু বোধায় ইচ্ছে করে স্রেফ তর্কের খাতিরে নন লজিক দিয়ে আর্গুমেন্ট করে চলেছেন। অমিতএর উদাহরনটা নি। যদি কোথাও ১০০ একর জমিঅ অধিগ্রহন করার কথা ওঠে তাহলে অন্তত দুতিনজন কৃষক পাবেন যাঁরা বেশী রোজগারের অফাররও রিফিউজ করবেন, কারন তাঁরা বংশানুক্রমে জমিকে হাতছাড়া করতে রাজি হননা। এবার সিঙ্গুরে যেটা হয়েছিল, ওখানেও এরকম বেশ কিছু চাষী ছিলেন যাঁরা আদৌ জমি বিক্রিতেই ইন্টারেস্টেড ছিলেন না, তার বিনিময়ে রোজগার তো দূরের কথা। তখন আন্দোলনের স্বার্থে এই ধরনের কিছু চাষীকে খেপিয়ে তোলা হয়েছিল যাতে তাঁরা আরো গোঁ ধরে বসে থাকেন, আর তাঁদের যাতে "অনিচ্ছুক" বলে ক্যামেরার সামনে হাজির করানো যায়। (অবশ্য সব রকম "অনিছুক" মিলিয়েও মমতার ঢপের চারশো একর হয়নি, সে অন্য কথা)। তাবে আপনার প্রথম কন্ডিশানটা বোধায় ইচ্চে করেই দিয়েছেন, এটা ধরে নিয়েই যে ওরকম লোক খেপানোর মতো কিছু পাবলিক ঠিক জুটে যাবে যাতে করে অন্তত একজনও "অনিচ্চুক" পেয়ে যাওয়া যায়, তারপর ব্যস মেধা-মমতা লাইন তো খোলাই আছে।
  • amit | 24.202.186.226 | ১২ মে ২০১৬ ১৫:১১670292
  • আর কিছু না। না শিল্প, না কৃষি, কোনো কিছুই তো এগোচ্ছে না। শুধু কথায় কথায় বলা হবে কৃষি কে লাভ জনক করে তোলা হোক যাতে অন্য সবাই এই পেশায় আসে, শিল্প যেন কৃষি কে গলা টিপে না মারে, কিনতু তার কোনো দিশা নেই। শুধু কথায় তো হবে না, কাজ কোথায় ? এদিকে শিল্পের জন্য জমি নিতে গেলে হাজার মালিকের ১০০-% রাজি হবে, নাহলে লালবাতি, এই অলীক স্বপ্নের আশায় কোন শিল্পপতি আসবেন, ভগবান ই জানেন।

    অন্য দিকে কিনতু টাইম বম্ব আস্তে আস্তে এগিয়ে আসছে। কোনো রোজগার না থাকলে রোজগারহীন লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাছে তোলাবাজি, sindicate এই সব ই একমাত্র ভরসা হবে, যদি already না হয়ে থাকে। কত নিচে নামা যায়, সেটা দেখা যাচ্ছে রোজ। এই যে তোলাবাজির জেরে ডায়মন্ড হারবার একটি নিরীহ ছেলেকে মোষ চোর বলে পিটিয়ে মারা হলো, মুর্শিদাবাদ এ একজন কে আজকে পিটিয়ে মারা হলো, আস্তে আস্তে এই সব ঘটনা , দিদির ভাষায় "ছোট ঘটনা" হয়ে কাগজের ভেতরের পাতায় চলে যাবে। তখন আর TV -তে বিতর্ক ও হবে না এসব নিয়ে। কি লাভ।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৫:১৮670293
  • সে আর বলতে। আয়ের সাথে ক্রাইম রেটের ব্যস্তানুপাতিক সম্পর্ক সব্বাই জানে। কোনোদিন যদি বিপ্লব আসে সেই আশায় এখন সব রসাতলে যাক - এই তত্ত্বে বিশ্বাস রাখার মতন বুদ্ধি আমার অন্তত নেই। তখন রবিঠাকুরের গান বাজিয়ে বাঙালী বিপ্লবের মন্ত্র জপ করবে।
  • যুক্তি | 190.179.40.51 | ১২ মে ২০১৬ ১৫:১৯670294
  • "করে ফেললে তো পুরুলিয়া দ্বিতীয় ইস্রায়েল হয়ে যেতো!" - সুমহান টেকনোলজি হয় নি কারণ ইস্রায়েল বামেদের কাছে শ্রেণীশত্রু ।
    "পুরুলিয়া, বাঁকুড়া, প মেদিনীপুরে কেন শিল্পের জন্য পরিকাঠামো গড়ে তোলা হলো না" - হয়েছে তো শহরে গ্রামে কত পার্টি অফিস, উহা বিপ্লবের পরিকাঠামো নয় কি ?
  • de | 24.139.119.171 | ১২ মে ২০১৬ ১৫:২১670295
  • সে তো অমিতাবচ্চন আর সচিনও চাষীভাই!
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১৫:২৪670296
  • শিল্প না হলে না হবে, এরকম মনোভাবে সত্যি হাসি পায়। এদিকে কল্লোলবাবু পোস্টগুলো করছেন কিন্তু ইন্টারনেটে, কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনে টাইপ করে, ইলেকট্রিসিটির সাহায্যে। কিন্তু "শিল্প না হলে না হবে" :d
  • de | 24.139.119.171 | ১২ মে ২০১৬ ১৫:২৬670299
  • সিরিয়াসলি, ছেলেপুলে দের কাজকম্মো দরকার। পব তে চাগ্রীবাগীর অবস্থা ভালো নয় - সাধারণভাবে যারা পড়াশুনা করেছে, এঞ্জিঃ -ডাগদার ইঃ বাদে, সাধারণ গ্রাজুয়েট-পোস্টগ্রাজুয়েটদের চাগ্রী পেতে বুদ্ধবাবুর আমলের থেকে অনেক বেশী ঘাম ছুটছে। চাগ্রী প্রায় নেই। ইদিকে মুম্বইতে কোনমতে গ্রাজুয়েট হয়ে ফেল্লেই ছেলেপুলে আর পড়াশুনো কত্তে চায় না, চাগ্রীবাগ্রীতে ঢুকে যায়!
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১৫:২৬670297
  • ওহো নানা পার্সোনালি কে কি করেন সে নিয়ে কিছু বলা যাবেনা, সরি। শুধু "শিল্প না হলে না হবে" হাওয়ায় ভাসিয়ে দিলেই হলো।
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৫:৩৭670301
  • মুখ্যমন্ত্রী যদি রাজ্যকে তেলেভাজা শিল্পের দিকে এগিয়ে যেতে বলেন তাইলে আর কি করা যাবে।

    ধরুন আজকে এক লাখ বেকার সবাই তেলেভাজতে শুরু করলো। এখন যেহেতু তেলেভাজা তাই পেরিশেবল, অতেব আমাকে আপনাকে খেতে হবে তাদের পেট চালানোর জন্য। এখন এই তেলেভাজা খেয়ে যে লোকের সব্বনাশ হলো সেই নিয়ে ভাইয়েরা সব চুপ, তারা পাখি নিয়ে পড়ে আছেন।
  • Hmm | 148.221.250.75 | ১২ মে ২০১৬ ১৫:৩৭670300
  • 'খেপিয়ে তোলা হল' কথাটার মানে কি? এটা ডিসি এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে কোথাও একটা প্রমাণিত হয়ে গেছে? কোথায়? গেছিলেন কোনোদিন সিঙ্গুরে ঐ জমি অধিগ্রহণের সময়টায়? নিজেদের অনুমান আর অ্যাসপিরেশনের দায়টা অন্যের ঘাড়ে না চাপালেই নয়? আপনার ঐ অনুমানের ভিত্তি হল গরীব চাষী বা খেতমজুর হল এমন একটা বুদ্ধিহীন বর্গ যাদের যে যেমন ইচ্ছে খেপিয়ে তুলতে পারে। আপনি একটু সম্ভব হলে হাতে কলমে করে দেখাবেন প্লিজ। নইলে এই অনুমানভিত্তিক আলোচনায় একটু কম অ্যাসার্শন দেখানো ই ভালো বলে মনে হয়।
  • de | 24.139.119.171 | ১২ মে ২০১৬ ১৫:৪৬670302
  • উফ্‌ - এই পাখি শুনে আমায় ত্রিশ সেকেন্ড ভুরু কুঁচকে ভাবতে হোলো! ঃ))
  • S | 108.127.180.11 | ১২ মে ২০১৬ ১৫:৪৯670303
  • লিন্ক তো দিতে পারবোনা। কিন্তু পরিবত্তনের পরে পরে সবে সবে সিঙ্গুরের চুক্তিপত্র হাতে পেয়ে টিভি ক্যামেরায় দেখিয়ে পার্থবাবু বলছেন যে এই চুক্তিপত্র আমরা চেক করেই ২৪ ঘন্টা না ওরকম কত সময়ের মধ্যে সবার সামনে প্রকাশ করে দেবো। সেই নিয়ে এক পকা টিভি চ্যানেলে আলোচোনা হচ্ছে। সেখানে এক গুনী থিয়েটার/নাটক শিল্পী (মহিলা) বলছেন যে উনাকে নাকি সিঙ্গুরের অনেক চাষিদের স্ত্রীরা জিগ্যাসা করেছিলেন যে তাদের ছেলেপিলেরা কারখানায় চাকরী পাবে কিনা। তাতে তিনি তাদের বলেছেন যে না না তোরা কি চাকরী পাবি। পাবে তো আমার মতন ঘরের লোকেরা - আমার ভাইপো ইত্যাদি। আরো বলেছেন যে পেলেও দাড়োয়ান টাইপের চাকরী পাবে এইসব। চাষ করলেও এরা সব ভদ্রলোক - ওদের কি দাড়োয়ান টাইপের কাজ মানায়? (কি অসাধারণ শ্রেনী চিন্তা)

    আরেকজন ছিলেন সেই আলোচোনায়। তিনি বললেন যে অনুসারী শিল্প ঠিল্প কিছুই হতোনা। ঐসবের মানে নাকি পতিতালয়।
  • dc | 15.2.64.86 | ১২ মে ২০১৬ ১৬:১৫670304
  • দেখুন, আমার থেকে ঢের বেশী অ্যাসার্শান এপাতায় সাধারনত অনেকে করে থাকেন। "শিল্প না হলে না হবে" এরকম অ্যাসার্শানের তুলনায় অন্য অনেক অ্যাসাশানই তো নস্যি। আর আপনার কিকরে মনে হলো আমি অনুমানের ভিত্তিতে কথা বলছি? শুধু পবতে না, অনেক রাজ্যেই জমি অধিগ্রহন করতে গেলে অনেক কৃষককে পাওয়া যায় যাঁরা কোন মূল্যের বিনিময়েই জমি বিক্রি করতে রাজি হননা কারন জমির সাথে তাঁদের আলাদা অ্যাসোশিয়েসান থাকে। অনেক সময়ে এঁদেরকে বুঝিয়ে লাভ হয়, অনেক সময় হয়না। চাষীকে বুদ্ধিহীন আমি কোথাও বলিনি, ওটা আপনার চাপানো কথা, কিন্তু অনেক বিষয়েই অনেক বুদ্ধিমান লোকও অকারন গোঁ ধরে বসেন। সিঙ্গুর আন্দোলনের সময়ে এরকম যাঁরা "অনিচ্ছুক" ছিলেন তাঁদেরকে ইচ্ছে করে আরো খোঁচানো হয়েছিল যাতে তাঁদের গোঁটা আরো বেড়ে যায়। আর হ্যাঁ, অনুরোধ করবো আপনি একটু কম অ্যাসর্শান করলেও ভালো হয়, অন্যের মুখে নিজের কথা না বসালেও ভালো হয়।
  • dc | 15.2.64.86 | ১২ মে ২০১৬ ১৬:১৭670306
  • মানে ২০১১ র আগে।
  • dc | 15.2.64.86 | ১২ মে ২০১৬ ১৬:১৭670305
  • "তিনি বললেন যে অনুসারী শিল্প ঠিল্প কিছুই হতোনা। ঐসবের মানে নাকি পতিতালয়।"

    এটা শুধু টিভি আলোচনায় না, কিছু খবরের কাগজেও পড়েছিলাম। সিঙ্গুর আন্দোলন তখন তুঙ্গে, বুজিদের স্টেটমেন্ট ঘন্টায় ঘন্টায় বেরোচ্ছে।
  • PT | 213.110.242.22 | ১২ মে ২০১৬ ১৬:৩০670307
  • "অতো উন্নত টেকনোলজি তে না যাওয়াই ভালো, কি বলেন?"
    অতো উন্নত টেকনোলজির ন্যানো কারখানা হলে মাত্র কয়েকশ লোকের চাকরী হবে। বাকিদের কাঁচকলা-এই জাতীয় যুক্তিক না ন্যানোর অন্যতম বিরোধীতার কারণ ছিল?

    "এত উর্বর মস্তিস্ক না থাকলে কি বহুফসলি চাষের জমি দুম করে অধিগ্রহণ করে, আবার যুক্তি ও সাজায়!"
    অনেক ফসলি তখনই কাজে লাগে যদি তা চাষীকে লাভের মুখ দেখায়। একদিকে মাথাপিছু জমির পরিমাণ কমছে, অন্যদিকে সার ইত্যাদির খরচ বেড়েই চলেছে। একটা ট্রাক্টর নামালেই কতগুলো ক্ষেতমজুরের কাজ একসঙ্গে যাবে সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই।
    এদিকে ইস্রায়েলে না গিয়ে বরং চীনাদের জিগালে ভাল হয় যে তারা কি করে আমাদের চাইতে ৪০% বেশী ফসল ফলায়। জনসংখ্যা ইত্যাদির দিক থেকে তারাই আমাদের সঙ্গে বেশী তুলনীয়।
    আর বিশেষ সে রকম টেকনোলজী ছড়াই কি করে ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায় সেটাতে আগের সরকার তার প্রথম ১০ বছরেই দেখিয়ে দিয়েছে!!
  • ফজল আলি | 56.165.230.5 | ১২ মে ২০১৬ ১৬:৩৫670308
  • কৃষি না হলে না হবে । হাসির কুছু নেই । উর্বর টেকনোলজি লাগিয়ে ফোটোসিন্থেসিস করে লিবেন ।
  • sm | 233.223.157.69 | ১২ মে ২০১৬ ১৬:৪৭670310
  • একটা খবরে পড়েছিলাম গরু কে দুইবার সময় সঙ্গীত চালালে ভালো দুধ দেয়।ধরুন রবীন্দ্র সঙ্গীত চালালে ৫ লিটার, শ্যামা সঙ্গীতে বেড়ে হলো গিয়ে ৬ লিটার। তেমনি প্রথম দশ বছর কোনো উন্নত টেকনোলজি ছাড়াই সাম্যবাদের গান গেয়ে, হয়তোবা ফসলের প্রডাকশন বহুগুন বাড়িয়ে নিয়ে গেছিলেন দাদুর সরকার!
    দাদু তো ভালো ম্যাজিক জানতেনই।পিসি সরকার ও স্বীকার করেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন