এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২১:৩৮670344
  • রঞ্জনদা আমি একবারও কৃষি বনাম শিল্প টাইপের উদ্ভট বাইনারিতে ভাবিনি। এরকম ভাবার প্রশ্নই নেই। বরং "শিল্প না হলে না হবে" এই ধরনের বাইনারিগুলোর আমাদের সমাজে কোন জায়গাই নেই। খাদ্য সুরক্ষা যেমন দরকার, জব অ্যাভেলিবিলিটিও তেমনি দরকার। কাজেই আমার দিক দিয়ে বাইনারিতে ভাবার প্রশ্নই উঠছে না।

    আর যারা লিখছেন শিল্প হলে সবাইকে নাটবল্টু খেয়ে থাকতে হবে, তারা স্রেফ টাইমপাসের জন্য এসব লিখছেন বুঝতেই পারছি। তাহলে আমাকেও একটু টাইমপাস করতে দেবেন না? :d
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২১:৪২670347
  • ইয়ে ক্ষতিপূরন তো সরকার দিতে চেয়েছিল, কেউ নিতে চেয়েছিল কি?

    আর ক্ষতিপূরন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা নাকি হাস্যকর আর ম্যানেজ করার চেষ্টা! এটা ভালো ভিউপয়েন্ট। তা মমতা ক্ষতিপূরণ বাড়ানোর জন্য দর কষাকষি করেছিলেন, অন্য রাজ্যে সাধারন্ত যেটা হয়? ক্ষতিপূরন বাড়ানোর জন্য একবারও আলোচনায় বসতে চেয়েছিলেন?
  • sm | 53.251.88.65 | ১২ মে ২০১৬ ২১:৪২670346
  • একক কে অবিলম্বে জাতীয় হাগা প্রতিযোগিতায় নামতে বলা হচ্ছে। বোসে হাগো,দেখে হাগো,বুঝে হাগো প্রতিযোগিতা ।কুনো প্রবেশ মূল্য নাই। ভেনু ব্রিগেড।
    পুরস্কার- জাতীয় সারে উত্পন্ন ,গন্ধমুখী ধানের একবস্তা চাল।
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২১:৪৯670348
  • যদ্দুর মনে পড়ছে বুদ্ধবাবু পরের দিকে ক্ষতিপূরণের প্যাকেজ বেশ কিছুটা বাড়ানোর কথা বলেছিলেন। তখন মমতা ওনার সাথে বসে সেই প্যাকেজ আরও বাড়ানোর জন্য চাপ দিয়েছিলেন নাকি? রাজভবনের মিটিং বা অন্য কোথাও ক্ষতিপূরণ বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন? ক্ষতিপূরণ নেবার জন্য কাউকে এনেছিলেন? নাকি চারশো একরের মিথ্যা লিস্ট ধরে বসেছিলেন এটা জেনে যে ওই চারশো একরের দাবী তুললে প্রোজেক্টটা আটকানো সম্ভব?
  • কল্লোল | 111.63.70.120 | ১২ মে ২০১৬ ২১:৫৩670349
  • ধুর মমতা কে? সরকার ঘোষনা করবে কতো ক্ষতিপূরণ দেবে, জমির সাথে যুক্ত মানুষদের - এর মধ্যে মমতা এলো কোদ্দিয়ে। মমতা কি সরকারী নোটিশ বিলি করতো?
    প্রথমেই গণশুনানী করলে এসব ঝামেলাই হতো না।

    খড়্গপুরই বা হলোনা কেন? টাটারা তো বলেছে ওরা খড়্গপুরেও রাজি ছিলো।
  • | ১২ মে ২০১৬ ২১:৫৯670351
  • বাঃ টইটা বেশ কালাচাঁদের ছবি হয়ে দাঁড়িয়েছে!
  • Arpan | 24.195.235.64 | ১২ মে ২০১৬ ২১:৫৯670350
  • মমতা তো নিজের স্বার্থে আন্দোলনকে হাইজ্যাক করেছিলেনই, কোন সন্দেহ নেইই, কিন্তু বেশ মনে আছে বুদ্ধ-নিরুপম জুটি থেকে থেকেই ট্রেড সিক্রেট ট্রেড সিক্রেট বলে বেশি কিছু পাবলিক করতে চাইতেন না। কত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কতজন নিয়েছে, কতজন নেয়নি, প্রস্তাবিত বিকল্প ক্ষতিপূরণ কত এই নিয়ে রাজ্যের প্রধান খবরের কাগজগুলোতে একদিন দু'পাতা বিজ্ঞাপন শিল্পোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, ধাবা বুজী আর তাদের সুযোগসন্ধানী নেত্রী পালাবার পথ পেতেন না। তার বদলে ওঁয়ারা সব কিছু তথ্য আগলে এমন করে বসে রইলেন যেন ন্যানো ইঞ্জিনের ডিজাইন ডকুমেন্ট ওনাদের হেফাজতেই রাখা হয়েছে। ছাগল পাব্লিকেরা তো প্যানিকড হবেই। যারা মমতার অনশনকে যাত্রাপালা বলে বিদ্রূপ করত তাদের একটা বড় অংশের মনেও সন্দেহ দেখা দিল ডিলটা আসলে কী হয়েছে?

    ও, তার ওপরে নন্দীগ্রাম যা ড্যামেজ করার তা করেই দিয়েছে, রাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা অ্যাট ইটস নেডার।
  • sm | 53.251.88.65 | ১২ মে ২০১৬ ২২:০০670352
  • খড়গ পুরে ভালো হার্টের হাসপাতাল নেই বলে।
  • PM | 233.223.154.19 | ১২ মে ২০১৬ ২২:০১670353
  • ঠিকঠাক ক্ষতিপূরণ দিতে চাইলে মমতার পিতৃপুরুষও আটকাতে পারতো না।
    -- একদম বাজে কথা। ১০০% সহমত কখনো হতো না। একরপ্রতি ৫০ লাখ টাকা দিলেও হতো না। আমি তো সবসময় চাইতাম আমার পাশের জমিটা পর্য্যন্ত যেনো অধিগ্রহন হয় আমারটা যেনো না হয় ককখোনো।। কারখানা হবার পরে জমির দাম বাড়লে , আমি ১০ গুন দমে বিক্রি করবো।

    আর আমার জমিটা পর্য্যন্ত যদি অধিগ্রহন হয়--- আর আমার পাশে থাকা আমর জ্ঞাতি শত্রু রামবাবুর জমি না হয় তাহলে রামবাবুর এই লটারি পাওয়ায় আমি সারা যিবন বিক্ষুদ্দ/অনিচ্ছুক থাকবো---- থাকবই ঃ)

    কিন্তু কল্লোলদা আবার কবে থেকে ক্ষতিপুরনে আগ্রহী হলেন??? ঘটনা চলাকলীন জমি চাষীদের কাছে কি হীরকখনি আর তার কোনো ক্ষতিপূরন হয় না এটাই তো বোঝাতেন পাতার পর পাতা জুরে!!!! ঃ) ক্ষতিপুরন কী ফ্যাকটার হলে তো কব্বে কারখানা হয়ে যেতো ঃ)
  • sm | 53.251.88.65 | ১২ মে ২০১৬ ২২:০৭670355
  • ক্ষতিপূরণ আর আলাপ আলোচনার মাধ্যমে,কতা তে প্রায় ৬০০ একর, অন্দালে আরো কয়েক স একর জমি অধিগ্রহণ করা গেছে তো! সিঙ্গুরের লোকজন তো ভূইন ফোর নয়।
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২২:১৬670356
  • মমতা কে মানে?? যাব্বাবা! মমতা তো তখন বিরোধী নেত্রী! আর বিরোধীদেরই তো দায়িত্ব সরকারকে অপোজ করে আরো বেশী ক্ষতিপূরণ আদায় করে নেওয়া!

    "সরকার ঘোষনা করবে কতো ক্ষতিপূরণ দেবে, জমির সাথে যুক্ত মানুষদের - এর মধ্যে মমতা এলো কোদ্দিয়ে"

    অবশ্যই বিরোধী নেত্রীর আসার কথা, কারন মমতার দায়িত্ব ছিল ক্ষতিপূরণের অংক বাড়ানোর জন্য আন্দোলন করা। সেটা না করে মমতা নিজের আখের গোছানোর জন্য একটা ঢপের লিস্ট নিয়ে এসে হাজির হলো, যাতে আসলে কারখানাটা বন্ধ করা যায়। মমতা কখনো ক্ষতিপূরণের দাবী করেছিল নাকি?

    Arpan এর সাথে বেশ কয়েকটা পয়েন্টে সহমত। ইন ফ্যাক্ট এইজন্যই সুপ্রিম কোর্টের তদন্তের ফল জানার অপেক্ষায় আছি। বিচারপতিরা যে বলেছেন যে বামফ্রন্ট ক্যাবিনেট নাকি নিজেরাই দুমাসের মধ্যে বাড়তি একর অনুমোদন করেছিল, এখানে একটা গড়বড় হয়েছে মনে হয়। আর সেজন্যই ক্যাবিনেট এটা আর পাব্লিক করেনি।
  • dc | 181.49.210.163 | ১২ মে ২০১৬ ২২:১৮670357
  • পুরো আন্দোলনে তো ক্ষতিপূরণের প্রশ্ন আসেই নি! কারন আন্দোলন যারা করেছিল তারা জানতো যে ক্ষতিপূরণের পথে গেলে আর নিজেদের আখেরটা গোছানো যাবেনা।
  • ক্ষতি কি নাহয় আজ | 95.248.227.164 | ১২ মে ২০১৬ ২৩:০২670358
  • অমন হয় । নচ্ছার লোকের কি আর অভাব আছে ? দেশের স্বার্থে ধরেবেঁধে যুদ্ধে পাঠানো হলেও কেউ কেউ যেতে বেগড়বাঁই করে । মাইনে নিয়ে দরদাম কর, বুঝি । কিন্তু যাবি না বলিস কি আক্কেলে ?
  • pi | 24.139.209.3 | ১২ মে ২০১৬ ২৩:০৮670359
  • প্রায় আকাশ থেকে একটা পোস্ট করেছিলাম। তারপর নেট প্রায় নেই নেইই। একবার পেলাম যখন খোঁজার চেষ্টা করলাম, পোস্ট টা আদোয় হয়েছে কিনা। তো, নিচের থেকে দেখতে দেখতে সে অব্দি আর পোঁছতেই পারলাম না।

    এবং যত পোস্ট পড়ছি, ঘাবড়ে যাচ্ছি।
  • এই | 132.177.74.0 | ১২ মে ২০১৬ ২৩:৪১670360
  • টইটা পড়লে আপনাআপনিই ঘুম এসে যায়। রাতের দিকে তাই একবার চোখ বুলিয়ে নিই।
  • PT | 213.110.242.8 | ১৩ মে ২০১৬ ০৭:২৭670361
  • জমি অধিগ্রহণ নিয়ে ন্যাকাপনার কারণে "প্রকৃত" জনস্বার্থেও জমি নেওয়া বন্ধঃ

    "The Mamata Banerjee government has decided to keep a 40- km stretch out of a road project for the time being because the administration needs to acquire 387 acres for its widening, an issue sources said the state was wary of before the Assembly polls."
    http://epaper.telegraphindia.com/details/162336-173058308.html
  • কল্লোল | 125.242.154.196 | ১৩ মে ২০১৬ ০৭:৫৪670362
  • অপ্পনের Date:12 May 2016 -- 09:59 PM পোস্টই আমার জবাব - মমতা কে? মমতাকে পাত্তা না দিয়ে বুদ্ধ-নিরুপম যদি স্বচ্ছ হতো তো এসব ঝামেলাই হতো না।
    কিন্তু খড়্গপুর নয় কেন? টাটারা তো বলছে তারা রাজি ছিলো।
  • dc | 132.174.186.86 | ১৩ মে ২০১৬ ০৮:২২670363
  • "কিন্তু খড়্গপুর নয় কেন? টাটারা তো বলছে তারা রাজি ছিলো"

    এটা যদি ঠিক হয় (এই সময়ে যদি ঠিক রিপোর্ট বেরিয়ে থাকে) তাহলে এটা আমারও প্রশ্ন। দেখা যাক সুপ্রিম কোর্টে এটা নিয়ে আরও কিছু বেরোয় কিনা।

    "মমতা কে? মমতাকে পাত্তা না দিয়ে বুদ্ধ-নিরুপম যদি স্বচ্ছ হতো তো এসব ঝামেলাই হতো না"

    তার মানে অন্য রাজ্যে বিরোধীরা যে দায়িত্ব পালন করে এমনকি সেটুকু দায়িত্বও পবর বিরোধী নেত্রী/নেতার থেকে আশা করা যেত না? পবর বিরোধী নেত্রী নিজের আখের গোছানোয় এতই ব্যাস্ত ছিল যে কৃষকদের অ্যাকচুআলি লাভ হতে পারে ক্ষতিপূরণের জন্য আন্দোলন করলে, সেটুকু আন্দোলনও করেননি?

    বুদ্ধ-নিরূপম-লালু-নীতীশ-বিজু-শারদ-আম্মা-আন্না-দেবেগৌড়া-য়েদ্দিয়ুরাপ্পা এদের কারুর কাছ থেকে আদৌ কোন স্বচ্ছতাই আশা করিনা, কারন সরকারপক্ষ বেশীর ভাগ সময়ে কমপেন্সেশান দেয় বিরোধীপক্ষের চাপে, বেশ কয়েকটা রাজ্যে বেশ কয়েকটা প্রোজেক্টে দেখা গেছে। পব কেন এই রাজ্যগুলোর থেকে আলাদা হতে যাবে বুঝলাম না।
  • PT | 213.110.242.8 | ১৩ মে ২০১৬ ০৮:২৯670364
  • "পবর বিরোধী নেত্রী নিজের আখের গোছানোয় এতই ব্যাস্ত ছিল...."
    সেতো ছিলই।
    কিন্তু যে সকল অতিবদ অতিবামেরা নেত্রীকে কৃষক নেত্রী বানানোতে ব্যস্ত ছিল তারা কি অবস্থান নিয়েছিল? এখন শুধু বিরোধী নেত্রীর ঘাড়ে বন্দুক রাখলে চলবে কেন?
  • কল্লোল | 125.242.154.196 | ১৩ মে ২০১৬ ০৮:৪০670366
  • কারন বুদ্ধ-নিরুপম নিজেদের - লালু-নীতীশ-বিজু-শারদ-আম্মা-আন্না-দেবেগৌড়া-য়েদ্দিয়ুরাপ্পাদের থেকে আলাদা মনে করেন। ওরা নিজেদের মার্কসবাদী মনে করেন। অন্যরা করে না।
    ওনারা সত্যিই মার্কসবাদী কি না - এসব প্রশ্ন অবান্তর। ওনারা নিজেদের মার্কসবাদী মনে করেন। অন্য অকংগ্রেস-অবিজেপিদের চেয়ে আলাদা মনে করেন।
  • dc | 132.174.186.86 | ১৩ মে ২০১৬ ০৮:৪৭670367
  • যাব্বাবা ওনারা মনে করেন দিয়ে কি হবে? কেউ নিজেকে শ্রীচৈতন্য বা বাবা সেহগাল মনে করলে সরকারের কাজ পাল্টে যাবে নাকি?
  • PT | 213.110.242.8 | ১৩ মে ২০১৬ ০৮:৫৩670368
  • বুদ্ধ-নিরুপমকে গাল না দিয়ে কল্লোলদা বোধহয় সকালের প্রথম জলটাও খায়না। তা বেশ! কিন্তু অতিবদ অতিবামেরা সেই সময়ে কি ধরণের মার্কসবাদের চর্চা করেছিল যাতে সিঙ্গুরের চাষী ৫/৭ বছর পরে ২ টাকা কিলোর চাল আর ২০০০ টাকার ভিখিরিতে পরিণত হল?
  • sm | 53.251.88.65 | ১৩ মে ২০১৬ ০৯:৩২670369
  • ন্যানো করতে না ছুটলে, সিঙ্গুরের চাষী যেমন ছিল তেমনটি থাকতো।আর দুটাকা কিলো চাল সরকার দিলে বুঝি, ভিখিরি হয়ে যায়?আপনি, আমি সরকারী অনুদান, ভর্তুকি, রেশন নিয়ে থাকি না?
    এই চাল না দিলে, অবস্থা আরো খারাপ হতো, এই আর কি?
    এমন তো হতে পারতো,বর্তমান বিরোধী দল, চাঁদা করে তাদের জন্য মাসিক দশ হাজার টাকা ভাতার ব্যবস্থা করলো।
  • sm | 53.251.88.65 | ১৩ মে ২০১৬ ০৯:৩৯670370
  • কার পাপ, কে বয়ে বেড়ায় !
    টাটা দের তো অনুরোধ করা যেত; তারা যেন কোর্টের অনুমতি নিয়ে ,জমিদাতা বা গরিব মজুরদের ভরণ পোষণের দ্বায়িত্ব নেয়, কেস না মেটা অবধি।
    নাকি জমি দেবার সময় শিল্পপতি বলে গদ গদ চিত্ত হবো, আন্দোলন করার সময় পুঁজিবাদ কে গাল পাড়বো ।
  • জোট | 181.25.193.78 | ১৩ মে ২০১৬ ১০:০০670371
  • মানুষ যাতে ভিখিরি না হয়ে যায়, নিয়মিত চড়া দামে জিনিস কিনতে অভ্যস্ত হয়, ক্ষমতায় এসে আমরা তা নিশ্চিত করব । পাইয়ে দেওয়ার রাজনীতি করব না ।
  • কল্লোল | 125.242.145.205 | ১৩ মে ২০১৬ ১১:০৮670372
  • ডিসি।
    কেউ নিজের সম্পর্কে কিছু মনে করলে সেটা রক্ষার দায় তার।

    পিটি।
    বুদ্ধ-নিরুপম এমন কেউ হনু না যে তাদের গাল না দিলে আমার প্রাতঃরাশ হবে না।
    বুদ্ধ-নিরুপম আজও নিজেদের মার্ক্সবাদী ভাবে। এটা অস্বীকার করতে পারো?
    আর আমার গাল দেওয়া? সক্কাল সক্কাল নির্বাচন টইতে নকশালদেরও গাল দিয়েছি, চোখে পড়ে নি? পড়েছে তো।তার উত্তরও দিয়েছো।
    আমায় ওসব বলে লাভ নেই।
  • কল্লোল | 125.242.145.205 | ১৩ মে ২০১৬ ১১:১৪670373
  • ও হ্যাঁ। "অতিবদ অতিবামেরা" শুধু নয় আমার মতো মানুষও তখন মমতাকে সমর্থন করেছিলো - কারন বুদ্ধ-নিরুপমের ভন্ডামী।
    সে সময়ে বহুবার লিখেছি, মমতা এলেই সব ভালো হয়ে যাবে এমনটা বিশ্বাস করি না। কিন্তু এই ক্ষমতার ধ্বজাধারীদের পতন হোক। যেদিন মমতা ক্ষমতায় আসবে সেদিন থেকে তার বিরুদ্ধেও লড়াই শুরু হবে। কথা রেখেছি। তপন দত্তের হত্যা থেকে লড়ছি মমতার বিরুদ্ধে, যখন সিপুয়েম গত্তে ঢুকে ছিলো।
  • dc | 132.174.186.86 | ১৩ মে ২০১৬ ১১:৩৪670374
  • নিজের সম্বন্ধে কে কি ভাবে সেটা কেন প্রাসঙ্গিক কেজানে! আর সেটা রক্ষার দায় তার নিজের কাছে, রাজ্যের লোক কেনো সেই দায় বহন করতে যাবে তাই বা কেজানে! বুদ্ধ-নিরূপম একটা কারখানা বানাতে গেছিল, যেটা হলে রাজ্যের ইকনমিক প্রোগ্রেস হতো। এর বাইরে বুদ্ধ-নিরুপম নিজেকে মার্ক্সবাদী ভাবলো না বেড়ালবাদি ভাবলো তাতে রাজ্যের লোকের কি এসে যায়! তারা নিজেরা নিজেদের যা ভাবে সে নিয়ে থাকুক না! এনিওয়ে ঃ)
  • s | 83.247.112.21 | ১৩ মে ২০১৬ ১১:৫৭670375
  • বুদ্ধদেবের ১০ বছরে পাওনা একটি আদ্দেক কারখানা। তার জন্য কত কান্ড। এই তো নেট আউটপুট।
    তবুও বাঙালী বুদ্ধপ্রেমে চোখের জল ধরে রাখতে পারছে না।
  • sm | 53.251.91.253 | ১৩ মে ২০১৬ ১২:০২670377
  • সেই অদ্দেক টা কোনটি? হলদিয়া তো লোকসানে হলুদ করে দিয়েছে; দাদুর আমল থেকে ।
    তবে মহাভারত না অর্জুন বাইক,রাজারহাটে গ্রা পি , নয়াচরে জুরং আইল্যান্ড ,সমুদ্র বন্দর, নতুন এইমস,এসব গপ্প শোনাতেন বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন