এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৫৯৯১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.17.73 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৬670511
  • উফ্ফ , কেউ যে কতটা ... থাক আর বললাম না।
    ভেবেছিলাম, অন্ততঃ ক'দিন অনন্ত র‌্যাণ্ট আর ব্যাণ্টার থেকে মুক্তি পাওয়া যাবে। অন্ততঃ একটা দিন।
  • pi | 192.66.17.73 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৮670512
  • জনতা অর্কুটের পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গলের পোস্টসমূহের একটা আর্কাইভ আজ পোস্ট করে দিয়েছে ঃ)

    সাইটের পোস্টপত্তরগুলোরও একটা সিলেকশন বানিয়ে রাখলে হয় ঃ)

    নানা টই ফিরে ফিরে পড়ছিলাম ঃ)
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৯670513
  • ও হ্যাঁ কুদাংকুলাম নিয়েও এক সময়ে অনেক জল ঘোলা হয়েছিল, উদয় কুমার অনেক বছর ধরে চেষ্টা করেছিলেন। কিন্তু আম্মা উদয় কুমারকে অদ্ভুত ভাবে ঘোল খাইয়েছিল। প্রথমদিকে একদম চুপচাপ থাকত, ফলে উদয়্কুমার আর অন্যান্য আন্দোলনকারীরা ভাবতো আম্মা সাপোর্ট করছে। সেই সময়ে আম্মার সাপোর্ট একটা বড়ো ব্যাপার ছিল, মানে আম্মা বা আন্না যদি কোন প্রোজেক্টের অ্যাকটিভলি বিরোধিতা করে তো সেই প্রোজেক্ট ভোগে গেল। যাই হোক বেশ কিছুদিন এরকম চলেছিল, তারপর উদয়কুমার চেয়েছিলেন আম্মার সাথে দেখা করতে, কিন্তু মাস কয়েক ঘুরিয়ে লাস্টে আম্মা দেখা করেনি। তখন সবাই কনফিউসড, আর মোটামুটি সেই সময়ে বিরাট পুলিশ ফোর্স পাঠিয়ে আম্মা পুরো আন্দোলনটা ঘঁটে দিয়েছিল। ফলে কুদাংকুলাম রিয়াক্টর চালু হয়ে গেছিল আর এখন তো সেকেন্ড রিয়াক্টরও দিব্যি চলছে। একটা আন্দোলনকে নরমে গরমে ম্যানেজ করা, এটা যথেষ্ট দক্ষতার ব্যাপার। (অবশ্যই পিটিবাবু যেটা লিখলেন, অপোজিশান সেরকমভাবে নেগেটিভ আন্দোলন করেনি, যেটা মমরা সিঙ্গুরে করেছিলেন, সেটাও আরেকটা ফ্যাক্টর)।
  • pi | 192.66.17.73 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৮670514
  • কিন্তু আপনারা এই সিঙ্গুর রায়ের বিরোধিতা করুন ! কোর্টকে গাল দিন ! সেটা দিচ্ছেন না কেন তো বুঝছিনা। ব্যাগড়াবাদীরা এদ্দিন যা যা কথা বলে এসেছে, কোর্ট তাই বলেছে। কোথায় ব্যাগড়াবাদীরা আন্দোলন চালিয়ে যেতে পারলো, কোথায় পারলো না সেসব নিয়ে এত কচকচানির বদলে সেসব করছেন না কেন তো বুঝছিনা। কথাটা তো ইস্যু নিয়ে। আপত্তিও ইস্যু নিয়ে। নাকি কোন আন্দোলন জিতে গেলে তখন লেজ গুটিয়ে কুঁই কুঁই করব আর অন্য ইস্যু গুলো নিয়ে তর্জন গর্জন করব !

    এদ্দিন ধরে ব্যাগড়াবাদীদের যা যা গাল দিয়ে এসেছেন, দ্বিচারিতা না করতে চাইলে এখন সেইভাবেই সুপ্রিম কোর্টকে গাল দিয়ে চলুন।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৯670515
  • কোর্টের রায়ের বিরোধিতা করতে যাবো কোন দুঃখে! :d আমার দিক দিয়ে অন্তত দুটো ব্যাপার আছে। প্রথম, পব নিয়ে আমার সেরকম কোন ইন্টারেস্টই নেই যে গাল পাড়ব বা দুঃখ পাব। ওয়েস্ট বেঙ্গলে বড়ো কোন প্রোজেক্ট করা যাবেনা, এটা অনেকেই অনেক দিন ধরেই রিয়েলাইজ করেছে। কাজেই চ্যাপ্টার ক্লোজড। বরং তামিল নাড়ু-অন্ধ্র-ক্র্নাটক-মহারাষ্ট্র এইসব রাজ্যগুলোতে বড়ো প্রোজেক্ট বন্ধ হয়ে গেলে অনেক বেশী দুঃখ পাই, কারন সেটা সত্যিকারের মিসড ইকনমিক অপর্চুনিটি।

    আর দ্বিতীয়, আগেও যেটা বলেছি, আন্দোলন তো অবশ্যই হওয়া উচিত, সে নিয়ে কোন বক্তব্য নেই। যেকোন আন্দোলনেই যদি আন্দোলনকারীরা চাপ দিয়ে বেশী সুযোগসুবিধে আদায় করতে পারে তো সেটা অবশ্যই করা উচিত। তবে অনেক সময়ে কোন কোন রাজ্য সরকার সেই আন্দোলন ম্যানেজও করে নেয়, কিছু দাবীদাওয়া মেনে নেয়, প্রোজেক্টটাও লঞ্চ হয়। তো লং টার্মে আন্দোলনও থাকবে, দাবী আদায়ও থাকবে, ডেভেলেপমেন্টও থাকবে। খামোখা সুপ্রিম কোর্ট, আন্দোলনকারীদের বা শিল্পপতিদের গাল দিতে যাব কেন? ঃ)
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬670516
  • একটা অদ্ভুত খবরে চোখ পড়লো। কিছু বিশিষ্ট লোক বলতে শুরু করেছেন; টাটাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। কারণ তারা বহু কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে আর জমি অধিগ্রহণ ভুল হলে; সেটা করেছে রাজ্য সরকার, টাটা নয়।
    এক্ষেত্রে আমার দুটো-তিনটে পয়েন্ট আছে।
    এক, যখন কোনো কোম্পানি ডুবে যায়,তখন মালিক পক্ষ কি নিজেদের গাঁট থেকে ক্ষতিপূরণ দেয়?
    দুই,ধরা যাক রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো। সেক্ষেত্রে নিশ্চয় ট্যাক্স পেয়ার এর পকেট থেকে টাকা যাবে।বার বার ট্যাক্স পেয়ার রা কেন ভিক্টিমাইস্ড হবেন?
    তিন টাটা দের সিঙ্গুর ছাড়তে কি রাজ্য সরকার বলেছিলো? অর্থাৎ তাদের কাছে রাজ্য সরকার বা পুলিশ বিভাগের কোনো লিখিত রিপোর্ট ছিল যে আপনারা সিঙ্গুর ছেড়ে চলে যান, কারণ আমরা সিকুরিটি দিতে অপারগ।
    যদি না হয়, তাহলে এই হটকারী সিদ্ধান্তের জন্য যে জমি তা খন্ডহর হয়ে পড়ে রইলো তার জন্য কি নিদান?
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৯670517
  • তবে হ্যাঁ দুয়েক সময়ে আন্দোলন হয় প্রোজেক্ট বন্ধ করার জন্য, দাবীদাওয়া আদায়ের জন্য না। দক্ষিন ভারতে এরকম একটা উদাহরন তামিল নাড়ুর থেনি ডিস্ট্রিক্টে নিউট্রিনো অবসার্ভেটরি। এটা অবশ্য বড়ো প্রোজেক্ট না, তবে পরিবেশবিদদের মতে এই প্রোজেক্ট বন্ধ করা উচিত। আর আমাদের সুপরিচিত মেধা পাটেকার এখানেও তাঁর সুচিন্তিত বক্তব্য রেখেছেন, বলেছেন আন্ডারগ্রাউন্ড অবজারভেটরির কনসট্রাকশান বন্ধ করা উচিত। তো প্রোজেক্ট টা এখন ঝুলে রয়েছে। তাতে দুঃখ পেয়েছি খুবই, কিন্তু কি করা যাবে। ইউ উইন সাম, ইউ লুজ সাম। বাট কিপ কাম অ্যান্ড কিপ প্লেয়িং ঃ)
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০১670518
  • টাটাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব এলে তীব্র বিরোধিতা করব। প্রাইভেট প্লেয়ার নিজের রিস্কে প্রোজেক্ট শুরু করেছে, সরকার কেন তাদের ক্ষতিপূরন দিতে যাবে? লিভ অ্যান্ড লেট ডাই।
  • বাম | 186.10.104.240 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০১670521
  • সিঙ্গুরের এই রায়ের ফলে পবতে শিল্পের অপূরণীয় ক্ষতি হয়ে গেল । এর ফলে হয়তো জেসপ ডানলপ হিন্দমোটর ঊষা সুলেখা সব শিল্পই বন্ধ হয়ে যাবে । এই ক্ষতি ঠেকানোর একমাত্র রাস্তা হল কাল ধর্মঘট করে শিল্পবন্ধু বার্তা দেওয়া । আমরা সেই চেষ্টায় ত্রুটি রাখব না । মনে রাখবেন মেহনতি জনগণের পার্টির ফান্ডের স্বার্থকেই জনস্বার্থ বলা হয় ।
  • Robu | 11.39.39.168 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০১670519
  • সুপ্রিম কোর্ট অন্ততঃ বাঙ্গলার সিপিএমের চেয়ে বেশি বামপন্থী।
  • sm | 53.251.91.253 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০২670522
  • ডিসি , বড় শিল্প স্থাপন করা যাবে ও একলপ্তে বহু জমি অধিগ্রহণ ও করা যাবে। খালি দু তিনটে জিনিস দেখলেই হলো।
    - জমিদাতা কে ওই শিল্পের শেয়ার হোল্ডার করতেই হবে।
    - তার জমির দাম বাজার মূল্যের অন্তত দু তিন গুন্ বেশি দিতে হবে।
    - অল্প পেনশনের ব্যবস্থা থাকলে ভালো হয়।
    - মোস্ট ইম্পরট্যান্ট হলো, 10-20 শতাংশ তীব্র অনিচ্ছুক কে রাজি করানো। এদের জন্য নিকট বর্তী গ্রামে দেড় থেকে দ্বিগুন জমির ব্যবস্থা করা- যেটা সরকার বা শিল্পপতিকে আগে থেকে কিনে রাখতে হবে।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৫670523
  • না, আপনাকে ততটা বলিনি ডিসি ঃ)

    হ্যাঁ, এট বেসিকালি ঘোরতর বামপন্থী রায়। আর বাঙ্গলার সিপিএম এর থেকে বলা ভাল, বাঙ্গলার বুদ্ধপন্থী সিপিএম এর।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৭670525
  • sm, একমত। তবে শিল্পপতির জন্য সরকার জমি নেবে, এই মডেলটাতেও আমার কিছুটা আপত্তি আছে। শিল্পপতি প্রোজেক্ট করতে চাইলে নিজের জমি নিজে কিনে নেবে, সেরকম হলে বেশী ভালো।

    তবে আরেকটা শর্ত থাকা উচিত। বড়ো শিল্পর জন্য জমি নেওয়ার বিরুদ্ধে যদি আন্দোলন হয় তো সেই আন্দোলনের লক্ষ যেন থাকে যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁদের দাবীদাওয়া আদায় করা। আমি একটা আন্দোলনের কথা জানি যেখানে ক্ষতিগ্রস্তদের আর্থিক দাবীদাওয়া নিয়ে আদৌ কখনো নেগোশিয়েসান হয়নি, একপক্ষ ইচ্ছে করে একটা অবাস্তব দাবী তুলে ধরেছিলেন যাতে প্রোজেক্টটা বন্ধ হয়ে যায়। সেরকম না হলেই ভালো।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৭670524
  • আর ল্যাণ্ড ইউজ ম্যাপ দেখে জমি বাছা। সেটা তো এখন বানানো হয়েছে। বুদ্ধবাবু বানাবেন বলেও কিস্যু করেননি। কিচ্ছু করার আগে একটা বহুফসলী জমি ভেট দিয়ে বসেছিলেন।

    আর টাটাদের ক্ষতিপূরণ কেন ও কীসের !! এটা আবার কাদের ভাটের দাবি ? এদের নাম টাম একটু জেনে রাখতে চাই। খোরাকে নজর রাখতে হবে।
  • Robu | 11.39.39.168 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১১670526
  • বাঙ্গলার বুদ্ধপন্থী সিপিএম এর। ঠিক।
    ন্যানো চড়ে সিঙ্গুরে ভোট প্রচার! ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১২670527
  • "ল্যাণ্ড ইউজ ম্যাপ দেখে জমি বাছা" - এটা একটা খুব ইমপর্ট্যান্ট দাবী। তবে দুয়েক রাজ্যে মোটামুটি ল্যান্ড ম্যাপ বানানো হয়েছে। পবতে হয়নি, সে বোধায় এখনো হয়নি (আন্দাজে বললাম, ভুল হলে আগাম সরি চেয়ে নিলাম)।

    আরেকটা জিনিস জানতে চাই, কিছুদিন আগে কাগজে বেরিয়েছিল যে সিঙ্গির কেসে বুদ্ধবাবুর ক্যাবিনেট নিজে থেকে এগিয়ে এসে টাটাদের প্রোজেক্টে জমির পরিমান বাড়িয়ে দিয়েছিল। সেটা নিয়েও সুপ্রিম কোর্ট কিছু অবসার্ভেশান করেছিল। সেটা কি অন্য মামলা? এটা নিয়ে কি আর কিছু খবর বেরিয়েছে?
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৪670528
  • পবতে হয়েছে বলেই তো শুনেছিলাম। সরকার আগের টার্মে আসার পরেই এটা বানাতে বলেছিল, তারপর সেটা হল, এরকম কিছু পড়েছিলাম।
    ল্যাণ্ড ব্যাঙ্ক বলেও তো কিছু একটা হয়েছে মনে হয়।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭670529
  • ন্যানোয় চড়ে ভোট চাইতে যাওয়াটা আমার জানা ছিলনা। আজ সকালে টিভিতে শুনে জাস্ট হুব্বা হয়ে গেলাম। এরা হারবে না তো কারা হারবে ! এই লোকগুলো এখনো নেতার পদে থাকলে আরো খারাপ দশা হবে।
    একবার ঐ ঢপের ডকুমেণ্টারি না ফিল্ম বানিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারলো, তারপরেও এসব করেছে ভাবতে পারিনি !
  • Ekak | 53.224.129.61 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮670530
  • জিপিএস হাই রেস্ ম্যাপ দেখেই বানানো হয়েছিল । না জেনে বুঝে ভুল হয়ে গ্যাছে এমন কিছু নয় । এখন হয়তো খুব প্রমান করার চেষ্টা চলবে যে বুদ্ধবাবু রা "ভুল করে " ফেলেছিলেন , আদতে ভুল ফুল কিছু না , সিম্পল ঔদ্ধত্ব যে ও ঠিক চমকে ধমকে ম্যানেজ করে দেব । এই ল্যান্ড ম্যাপ -বিএলআরো নিয়ে আগেও আলোচনা হয়েছিল এবং তখন বুদ্ধপ্রেমী জনতা বিপুল লম্ফঝম্প করেছিলেন ।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২১670532
  • ডিসি,

    Reaffirming its stand that “agricultural land will not be taken forcibly for setting up industry,” the West Bengal government released here on Friday block wise land-use map with digitised zoning for six districts in the State.

    “The initiative will put an end to all the games that were played relating to the land,” State’s Finance Minister Amit Mitra told journalists at the State Secretariat after a Cabinet meeting. “The initiative will also provide security to those involved in agricultural activities,” he said.

    http://www.thehindu.com/todays-paper/tp-national/west-bengal-govt-releases-landuse-map/article4704706.ece

    এবার এর কতটা কী কার্যকরী হয়েছে, কতটা ঠিকঠাক হয়েছে জানিনা। ঠিকঠাক বিরোধী দল , মিডিয়া হলে এগুলো দেখতো। এই নিয়ে চাপ রাখতো, যাতে ঠিকঠাক হয়, জালি না হয়, মানা হয়। সেসব কাজের ইস্যুতে তো কোনোদিন ভোকাল হতে দেখলাম না, হা টাটা হা টাটা ই শুনে গেলাম। লোকজনও টাটা বলে দিল আরকি।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬670534
  • "বুদ্ধপ্রেমী জনতা"র মধ্যে তো আমিও পড়ি ঃ( সিঙ্গুর নিয়ে বুদ্ধবাবুকে খুব সাপোর্ট করেছিলাম।

    পবতে ল্যান্ড ইউস ম্যাপ আর ল্যান্ড ব্যাংক বানানো হয়েছে কি? যদ্দুর মনে পড়ছে আগের বছর শুনেছিলাম প্রসেসটা নাকি চালু হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আগের সরকার নাকি কোথায় একটা পাইলট প্রোজেক্ট করেছিল, তারপর আর কাজ এগোয়নি। তবে এ ব্যাপারে ঠিক করে কিছু জানিনা।
  • Ekak | 53.224.129.61 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩০670535
  • পব তে এরকম ডেটা ব্যাংক হয়নি । কিন্তু ব্যাপারটা শুধু পবর ডেটা ব্যাংক নির্ভর না । টাইমলাইন ভিত্তিক স্যাটেলাইট ম্যাপ দেখে সার্ভেয়ার কোম্পানি বলে দিতে পারে কোন জমি কত ফসলি । রাজ্য সরকার না জেনে -বুঝে ভুল করে ফেলেছে এমন আদৌ না । এটাই বলতে চাই । এখন রাক্যের কাছে যদি মালিকাভিত্তিক ডেটা ব্যাংক থাকতো তাহলে অনেক স্মুদ প্রক্রিয়া হতো । সেটা ছিলোনা ।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১670537
  • ডিসি, ওপরেই খবর দিলাম তো। পড়ুন। এই নিয়ে আরো অনেক খবর আছে। টিভিতেও বেশ কয়েকবার শুনেছি।

    আজ এটাও পড়লাম।
    Bengal government officials have talked about the availability of 3 lakh acres in the land bank.

    হিন্দমোটরের ঐ অত্ত পড়ে থাকা জমি নিয়ে কী করে দেখতে চাই। ঠিকঠাক বিরোধিতা হলে ঐ জমির সদ্ব্যবহার হত।
    বন্ধ কারখানার জমিতে কিস্যু করা যাবে, কেমন ক'রে করে দেখি বলে ব্যঙ্গ বিদ্রূপ না করে, ঐ জমিগুলো পুনরুদ্ধার নিয়ে চাপ দেওয়া হত।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১670536
  • পাই ম্যাডামের পোস্টটা না দেখেই আগের পোস্ট করেছি। আপনার লিংকটা দেখছি ২০১৩র, কিন্তু আগের বছরও শুনেছিলাম যে কোন একটা জায়গার ল্যান্ড ইউস ম্যাপ চেয়ে পাওয়া যায়নি। আর এখানে ছটা ডিস্ট্রিক্ট এর কথা বলা হয়েছে, সেটা কি এই সরকারের নতুন বানানো ম্যাপ, নাকি আগের সরকারেরই পাইলট প্রোজেক্টটা সেটা জানা গেলনা। আবার বলি, এনিয়ে পরিষ্কার কোন ধারনা নেই।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩২670538
  • "এবার এর কতটা কী কার্যকরী হয়েছে, কতটা ঠিকঠাক হয়েছে জানিনা। ঠিকঠাক বিরোধী দল , মিডিয়া হলে এগুলো দেখতো। এই নিয়ে চাপ রাখতো, যাতে ঠিকঠাক হয়, জালি না হয়, মানা হয়"

    একমত।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৩670539
  • আগের খবরের ঐ ছয়টা জেলার ডিটেইল্স এটা।

    Digitised zoning of industrial, agricultural and residential land on the existing land use map has been completed in 129 of 341 blocks in six districts in West Bengal to help industry and farmers and prevent a Nandigram or Singur-like situation from developing.

    "With the digitised zoning of land use map no one can play the kind of game which led to Nandigram and Singur during the earlier (Left) regime," state's Finance Minister Amit Mitra told reporters here today.

    The digitised zoning would help industrialists to identify areas for industry, tourist and service sector hubs including the IT industry and for setting up townships small and big besides identifying wetlands and the bio-environment, Mitra said.

    "The 129 blocks where digitised zoning has been completed are in Howrah, Hooghly, Murshidabad, Nadia, East Midnapur and South 24 Parganas districts," Mitra said.

    He said that Chief Minister Mamata Banerjee, being the chairperson of the land use board, has taken the initiative for the zoning.

    Other districts for digitised zoning in the next phase were Malda, North Dinajpur, South Dinajpur, Coochbehar, Jalpaiguri and Darjeeling district.

    The basic idea behind zoning was that industrial and large projects of the state government and the Centre would be located in the appropriate zone without disturbing food security in the state, sources in the Land and Land Reforms department said.

    The blockwise land use maps showed single, double and multi crops land, dry and barren land, forest land, metal roads, national highways, state highways, railway network, industrial areas, area under infrastructural development and water bodies.

    "This will help entrepreneurs intending to set up industries know the actual infrastructure available at the proposed sites," the sources added.

    http://www.business-standard.com/article/pti-stories/digitised-zoning-of-land-use-map-in-six-districts-of-bengal-113051000659_1.html
  • Du | 81.170.5.44 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৪670540
  • সিঙ্গুরের জমিটাতে অর্গ্যানিক চাষ করার সমবায় প্রকল্প তৈরী করুক চাষীরা মিলে। তাহলে আর চিহ্নিত করার ঝামেলাও রইলো না।
  • dc | 120.227.231.122 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৬670541
  • পাই, আচ্ছা। ধন্যবাদ।
  • pi | 24.139.209.3 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০670545
  • দুদির প্রস্তাবটা ভাল ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন