এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কী ভাবছেন সবাই?

    Samik
    অন্যান্য | ০২ অক্টোবর ২০০৬ | ৬০৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১০:৩৩670212
  • আসলে সব দোষ ওদের, ওরা কেন বাঙালির পেছনে বাঁশ দিল?
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১০:৩৪670213
  • কি মুশকিল, একফসলি জমির থেকে বহুফসলি জমির (একই পরিমান) খেত মজুর সংখ্যায় ও শ্রমদিবসের মাপকাঠিতে দ্বিগুন এর ও বেশি।এতো সহজ গণিত।
    নির্দিষ্ট কোনো একফসলি জমি ক্ষেত্রে , নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কয়েকমাস (ধরা যাক ৪ মাস/বছরে ) একবেলা খেতে পেত; বহুফসলি হলে সেটা ৮ মাস হয়ে যাবে, এই আর কি! তবে,এই খেত শ্রমিক রা কতটা শোষিত, একবেলা না দুবেলা খেতে পাচ্ছে, সেটা অবিশ্যি হিসেব নিকেশের ব্যাপার।
    শিল্প হলে তাদের কি উন্নতি হত, সেটা আরো জটিল অঙ্ক!
  • T | 165.69.188.96 | ১২ মে ২০১৬ ১০:৩৭670214
  • গণিত আরো সহজ ভাই। বহুফসলি জমির খেতমজুররাই যদি খেতে না পায় তো একফসলির ক্ষেত্রেও পাবে না। ব্যাপারটা উলটো দিক থেকে বলছি।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১০:৪০670215
  • প্রথমেই গুরুর বামেরা বলুক,সিঙ্গুরের জমি, জলা, বাদা, চাষের অনুপযুক্ত ও বড়জোর একফসলি। তাইলেই খেলা শেষ। রেফারি বাঁশি বাজিয়ে দেবেন খন।
    তাপ্পরে দেখুন শিল্পের ফরে কেমন তেড়ে ফুঁড়ে লিখি। অনিচ্ছুক রাও ইচ্ছুক হয়ে যাবে।
  • Ekak | 53.224.129.43 | ১২ মে ২০১৬ ১০:৪৩670216
  • ব্যবসার ইতিহাস না জেনে তর্ক করলে এই মুশকিল । ভারতবর্ষে দুরকম জাত এখনো অবধি ব্যবসা করেছে সাকসেসফুলি । একটা পার্ট এসেছে জৈন ধর্ম থেকে যাদের ঐতিহাসিকবাহ্বে কস্ট সিস্টেম ছিলনা । এই বৌদ্ধ -জৈন এই ধর্মগুলো শ্রেষ্ঠী সম্প্রদায়রাই চালাত । আগারয়াল রা বহুদিন আগে বনিক সম্প্রদায় ভুক্ত । কাজেই ওদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে কিকরে ? আগারয়ালরা সেই মুঘল যুগেও ব্যবসা করত ।

    আরেকটা পার্ট যারা ঐতিহাসিকভাবে এরকম কোনো ব্যবসায়ী সম্প্রদায় থেকে আসেনি কিন্তু ভারত স্বাধীন হবার পর তাদের ফরওয়ার্ড কাস্টরা ব্যবসাতে এগিয়ে আসে তারা হলো এই রেড্ডি এবং আরও কিছু সাউথ ইন্ডিয়ান আপার কাস্ট ।

    "ক্ষমতা " ওরকম আকাশ থেকে পরেনা । আপার কাস্ট এর হাতে সামাজিক -রাজনৈতিক সব ক্ষমতা রয়েছে । লোয়ার কাস্ট এর পক্ষে দাঁতে দাঁত দিয়ে ব্যবসা করে বড়জোর টিঁকে থাকা সম্ভব কিন্তু বিসনেস ছড়ানো সম্ভব না কারণ তার কাস্ট লো বলে কানেকশন নেই । বাঙালিদের মধ্যে কাস্ট সিস্টেম পুরোদমে ছিল । এদিকে এদের আপার কাস্ট কোনদিন ব্যবসা করেনি । এদের ব্যবসা করার মত টাকার জোর ও ছিলনা । যত পুরনো সাহিত্য -গল্প পড়বেন দেখুন শুরু হচ্ছে "এক গ্রামে এক গরীব ব্রাহ্মন ছিল " । বেসিকালি উদ্যোগ হীন -পুজুরে বামুন একপাল । তাই এরা ব্যবসা করার কথা ভুলেও ভাবেনি বরং মন দিয়ে পড়াশোনা করে চাকরি তে গিয়ে প্রান বাঁচিয়েছে । অথচ এরা যে কাস্ট হিসেবে আপার সেই জ্ঞান টনটনে ছিল । লোয়ার কাস্ট ব্যবসাদার দের ঘৃনা করত । এদের থেকেই ব্যাব্সাবিমুখিনতা বিষের মত ছড়িয়ে যায় বাঙালি জাতির দেহে ।

    পরবর্তী কালে বাম আন্দোলনের সময় এই আপার কাস্ট বাঙালিরাই সেখানে বাতেলা দিয়ে নেতৃত্বের জায়গা নেয় এবং তখন ব্যবসাদার দের মুনাফালোভী /বেওসায়ী ইত্যাদি বলতে শুরু করে । এই দৃষ্টিভঙ্গী এদের কোনো ক্লাস এঙ্গেল থেকে আসেনি । এসেছিল পুরনো কাস্ট এঙ্গেল জাত ঈর্শা ও ঘৃনা থেকে । বামপন্থা জাস্ট তার ওপর একটা থীয়রিটিকাল কোটিং মাত্র ।

    খাটার ইচ্ছে - সোশিও -পলিটিকাল হোল্ড -মানি এই তিনটে একজায়গা না হলে ব্যবসা হয়না । রেড্ডি রা আপার কাস্ট বলে এদের তিনটেই ছিল । বাঙালিদের পুরো সোশিও -পলিটিকাল হোল্ড ব্রাহ্মন দের হাতে যাদের কোনো ব্যবসায়ীক উদ্যোগ নেই । কোত্থেকে হবে ?

    সমস্যা টা বাঙালি ভার্সাস বাঙালি । ওরকম রবীন্দ্রনাথ -বিদ্যাসাগর এর ভুত দেকে এনে কিছু প্রমান হবা ? :)
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১০:৪৪670218
  • উল্টো করে বললে তো হবেনা। শিল্পপতিরা তাদের একবেলা খাবার বন্দোবস্ত টুকুও মায়া করে দেবেন ।তারা না ঘরকা না ঘাটকা হয়ে ঘুরে বেড়াবে।
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১০:৪৪670217
  • এখন তো চাষের অনুপযুক্ত, এবং জিরোফসলি - ঐ সিমেন্টের চাপড়ার ওপর দিয়ে চাষ হবে কি করে।
  • d | 144.159.168.72 | ১২ মে ২০১৬ ১০:৪৬670219
  • পুজুরি পুরোহিতরা তো পরজীবি, অন্যের ঘাড়ে বসে খাওয়ার ধান্ধা।
  • নির | 212.78.26.26 | ১২ মে ২০১৬ ১০:৫০670220
  • কলকাতা মেট্রো-র অপারেটিং রেশিও ২৫০-৩০০, মানে ১০০ টাকা রোজগার করতে অতটা খরচ; যেখানে দিল্লি মেট্রো-র ও আর ৫০-৬০। কলকাতা মেট্রো-র এরকম অবস্থার প্রধান কারণ ভাড়া বাড়াতে গেলেই বাঙালি এসপ্ল্যানেডের মোড়ে ঝান্ডা নিয়ে শুয়ে পড়বে। তো বাঙালির এই সস্তায় বাবুগিরি করার খরচটাও কিন্তু সারা ভারত-ই বিয়ার করে। বুলেট ট্রেন নিয়ে কথা বলার সময় আমাদের এটাও মাথায় রাখা উচিত।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১০:৫৮670222
  • এককের যুক্তি পুরো গুবলেট করে দিল।দেখা যাচ্ছে মারওয়ারি রা আপার কাস্ট নয়;গুজু দের মধ্যে , জৈন দের কাস্ট সিস্টেম নাই, নয়তো কিছু মুসলমান। তাইলে কি খাড়াইল ? ফরওয়ার্ড কাস্ট জরুরি নয়।
    পব তে বামুনরা সবথেকে গরীব।সুতরাং তারা ফরওয়ার্ড কাস্ট হলেও কিস্যু করতে পারতো না, পারেও নি।
    কিন্তু তারা মুনফাখর বলে এমন রটনা রটালো, যে লজ্জায় সাহা কুন্ডু রা ভালো ব্যবসা করতে পারল না.
    মারারী, গুজু রা পারলো,কারণ তারা এই বাংলা ভাষায় নিন্দে মন্দ বুইতে পারেনি।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১১:০৬670223
  • তাহলে, কলকাতা থেকে চন্দন নগরের ভাড়া লোক্যাল (৪৫ কিমি)ট্রেনে ১০ টাকা,বাসে ২৫ টাকা মতন। সেটাও বাড়িয়ে দিক।মুম্বাইতে লোক্যাল ট্রেনে কলকাতার তিনগুন যাত্রী যাতায়াত করে; এই ভর্তুকিত পরেও মুম্বাই আমেদাবাদ বুলেট!
    গতবার মেট্রোর ভাড়া বাড়ানোর পর কেউ ঝান্ডা নিয়ে বসেনি।
  • T | 165.69.188.96 | ১২ মে ২০১৬ ১১:১০670225
  • কল্লোলদাকেই আরেকবার, (এ ছাড়া আরেক বাল্বিচী তর্কে ঢুকবোনা)

    বিচারপতিদের বক্তব্য বা অবজার্ভেশনকে যদি ঠিক বলে ধরে নি, এবং উল্লিখিত ক্লাস আপনার কথা অনুযায়ী খেতমজুর, তাহলে এই খেতমজুরদের একবেলা খেতে পাওয়ার পিছনের গল্পটা দেখা যাক। একবেলা খেতে পাওয়ার অর্থ এদের ওয়েজ আসলে খাদ্যের যা বাজারদর তার তুলনায় কম। ষাট সত্তর দশকেও কিন্তু এই খেতমজুররা ছিল, এদেরই বাপদাদারা চাষ করত, অবস্থা ছিল আরো শোচনীয়। কিন্তু সেসময় জমি অধিগ্রহণের গল্পও ছিল না, তাই না।

    খেতমজুরদের ওয়েজ সিগনিফিক্যান্ট বৃদ্ধি পায় একমাত্র বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু সেটা হয়েছিল সবুজ বিপ্লবের ইন্ডিরেক্ট এফেক্ট হিসেবে। চাষের প্রয়োজনীয় কৃষিদ্রব্যের ঠিকঠাক ডিস্ট্রিব্যুশনের জন্য। পঞ্চায়েত সিস্টেমের ইন্ট্রোডাকশন বেসিক্যালি একটা টেকনোলজির ইন্ট্রোডাকশন যা দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো গেছে। এর নেক্সট ওয়েভ হিসেবে বেড়েছে খেতমজুরদের ওয়েজ। যে খেতমজুররা ষাট সত্তরের দশকের অলাভজনক আনপ্রোডাক্টিভ কৃষি ব্যবস্থাকে বাধ্য হয়ে মেনে নিয়েছিল, তারা ক্রমশঃ আরো বেশী করে স্বেচ্ছায় এসেছে কৃষিকাজে, এবং এর কারণ জমি/মলয়/সমীরণ ইত্যাদি হ্যালু নয় স্রেফ ইকোনমিক বেনিফিটের কারণে।

    আপনারা প্রাথমিক ভাবে ধরছেন জমি থাকলে চাষ থাকবে, খেতমজুররা বেঁচে যাবে। কিন্তু বাস্তব চিত্র এটা নয়। মিনিকিট সার ইত্যাদির অপ্টিমাম ডিস্ত্রিব্যুশন না থাকলে জমি চাষ সব থাকলেও খেতমজুররা লুটে যেতে পারে। খেতমজুররাই যদি প্রাথমিক কনসার্ন হয় তাহলে আগে প্রমাণ করুন যে খেতমজুরদের জন্য কৃষিকাজ উইথ এগজিস্টিং ডিস্ত্রিব্যুশন সিস্টেম লাভজনক, যেকোনো রকম জমির জন্যই, একফসলি বহুফসলি ইত্যাদি। না হলে জমি নিও না ইত্যাদি আপত্তি স্রেফ আপনাদের রাজনৈতিক দর্শন থেকেই উঠে আসছে ধরে নেব।

    আমি কিন্তু হাওয়া হাওয়ায় কথাগুলো বললাম না। আপনাদেরই প্রিয় অর্থনীতিবিদ প্রণব বর্ধন এগুলো দেখিয়েছেন।
    Pranab Bardhan and Dilip Mookherjee, Subsidized Farm Input Programs and Agricultural Performance: A Farm-Level Analysis of West Bengal’s Green Revolution, 1982–1995, American Economic Journal: Applied Economics 3 (October 2011): 186–214
  • amit | 213.0.3.2 | ১২ মে ২০১৬ ১১:১০670224
  • আচ্ছা, একটা hypothetical কস্ন করছি। টাইম পাস করা আর কি ।

    ধরা যাক সুপ্রিম কোর্ট টাটা কে গলা ধাক্কা দিয়ে বলল কোনো শিল্প টিল্প দরকার নেই, জমি ফেরত দাও আর মানে মানে কেটে পড়। আর যেহেতু hypothetical, এটাও ধরি যে ওদের বলে দিল ওদের, সব সিমেন্ট তুলে দিয়ে যাও, যেমন সবুজ সুফলা, শস্য শ্যামলা ৪/ ৫/ ৬/ ন ফসলা ছিল , সে রকম বানিয়ে দিয়ে যাও, নাহলে পব তো কোন ছার, পুরো পৃথিবী থেকেই টাটা গুষ্টিকে তুষ্টি করে দেব, মঙ্গল গ্রহে দিয়ে গাড়ি বানাতে হবে।

    এবার ওই ১০০০ একর জমি নিয়ে কি করা উচিত ?
  • Arpan | 233.227.113.130 | ১২ মে ২০১৬ ১১:১২670226
  • মারওয়াড়ি, রেড্ডি বা গুজ্জুদের বাদ দাও কল্লোলদা, কেরালার লোকেরা কী ব্যপক ভাবে গ্রসারি সুপারস্টোর আর বেকারি দিয়ে লুরু ছেয়ে ফেলেছে, না দেখলে বিশ্বাস করা যায় না।
  • Arpan | 233.227.113.130 | ১২ মে ২০১৬ ১১:১৪670227
  • পব তে বামুনরা সবচেয়ে গরীব - এ তথ্য কোথায় পাওয়া গেল? সার্ভে হয়েছে কিছু?
  • de | 24.139.119.173 | ১২ মে ২০১৬ ১১:১৯670228
  • ওই হাজার একরে তখন সিন্ডিকেট বসাবে দিদির্চেলারা - আর ছোট ছোট প্লট করে বিল্ডারদের কাছে বেচবে -
  • নির | 212.78.26.26 | ১২ মে ২০১৬ ১১:৩২670230
  • মুম্বাইতে লোকাল ট্রেনগুলোতে ৩ টে করে ফার্স্ট ক্লাস কামরা আছে, যেগুলোর ভাড়া ৯ গুন বেশি। মিনিমাম ভাড়া ৪৫ টাকা। তবুও সেগুলো প্যাকড হয়েই যায়। কারণ ট্যাক্সির থেকে সস্তা এবং তাড়াতাড়ি হয়। সেকেন্ড ক্লাস-এ যে লস হয় সেটা অনেকটা পুষিয়ে যায় ফার্স্ট ক্লাসের কালেকশন থেকে। কলকাতা সুবার্বান-এ অবশ্যই লস হয়। এখানেও ফার্স্ট ক্লাস চালু করা উচিত, নয়তো ভাড়া বাড়ানো উচিত।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১১:৫১670233
  • আম্মো তো তাই বলি কলকাতাতে ৩ টে কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস হোক।কিন্তু স্যার, সারা দেশে তো ফার্স্ট ক্লাস নেই।সেখানেও তো লোসকান হয়। আমেদাবাদেও নেই। কিন্তু দেখুন আমেদাবাদ লিস্টি তে ঢুকে পড়েছে।
    দিল্লির মেট্রো করতে যা খচ্চা হয়েছে,; ভাড়া দিয়ে তুলতে ৩০০ বছর লাগবে।
  • dc | 132.174.175.94 | ১২ মে ২০১৬ ১১:৫১670231
  • এনার নাম তো কেনারাম মান্না হওয়া উচিত ছিল!
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১১:৫২670234
  • নির,
    কিন্তু কলকাতায় তো আয় কম, এই দেখো না লিংকে, দিল্লি বা মুম্বই-এর মতন অত দামী টিকিট হলে লোকে কাটবে কি করে
    https://en.wikipedia.org/wiki/List_of_Indian_cities_by_GDP_per_capita
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১১:৫৩670235
  • কিন্তুক, এখনো বর্ধন বাবু যুক্তি দিয়ে বোঝাতে পারল না খেত মজুরদের চেয়ে শিল্পে বেশি লোক দরকার আর শোষণ কম।
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১১:৫৪670236
  • এহে, ভুল, মিস্‌টেক। আয় নয়, পার ক্যাপিটা জিডিপি।
  • sm | 53.251.90.62 | ১২ মে ২০১৬ ১১:৫৭670237
  • না, না বাসে ফার্স্ট কেলাশে দিব্য যাচ্ছে; আর লোক্যাল টেরেনে পারবে না?
    কিন্তু বম্বে ওয়ালাদের কুনো আইডিয়া আছে লোক্যালে ফার্স্ট কেলাশে ভাড়া কি রকম?
    লিংক দিলেও চলবেক।
  • শিল্পবাজ | 95.24.215.117 | ১২ মে ২০১৬ ১২:১৩670238
  • মন্দির, থুড়ি, কারখানা ওহি বানায়েঙ্গে ।
  • de | 69.185.236.51 | ১২ মে ২০১৬ ১২:৩২670239
  • http://mumbailocaltraintimetable.net/Local-Train-Fare-Chart.aspx



    এই যে লিং। ইউজ্যুয়ালি ফার্স্ট ক্লাস লোকে মান্থলি কাটে, তাতে অনেক সস্তা হয়।
  • de | 69.185.236.51 | ১২ মে ২০১৬ ১২:৩৩670240
  • মোটামুটি সেকন্ড ক্লাসের দশ গুণ ভাড়া থাকে -
  • কল্লোল | 125.185.144.109 | ১২ মে ২০১৬ ১২:৪৬670241
  • অমিত। আপনার Date:12 May 2016 -- 11:10 AMডতেঃ১২ অয় ২০১৬ -- ১১ঃ১০ AM পোস্টের উত্তরে।
    সেক্ষেত্রে যারা যার জমি তাদের ফেরৎ দেওয়া হবে। ব্যস।
    টি আপনার Date:12 May 2016 -- 11:10 AM প্রেক্ষিতে।
    আপনি লিখেছেন, বাল্মীকি - কেন তা বুঝলাম না। যাগ্গে তাপ্পর লিখেছেন -
    "খেতমজুরদের ওয়েজ সিগনিফিক্যান্ট বৃদ্ধি পায় একমাত্র বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু সেটা হয়েছিল সবুজ বিপ্লবের ইন্ডিরেক্ট এফেক্ট হিসেবে। চাষের প্রয়োজনীয় কৃষিদ্রব্যের ঠিকঠাক ডিস্ট্রিব্যুশনের জন্য। পঞ্চায়েত সিস্টেমের ইন্ট্রোডাকশন বেসিক্যালি একটা টেকনোলজির ইন্ট্রোডাকশন যা দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো গেছে। এর নেক্সট ওয়েভ হিসেবে বেড়েছে খেতমজুরদের ওয়েজ। যে খেতমজুররা ষাট সত্তরের দশকের অলাভজনক আনপ্রোডাক্টিভ কৃষি ব্যবস্থাকে বাধ্য হয়ে মেনে নিয়েছিল, তারা ক্রমশঃ আরো বেশী করে স্বেচ্ছায় এসেছে কৃষিকাজে, এবং এর কারণ জমি/মলয়/সমীরণ ইত্যাদি হ্যালু নয় স্রেফ ইকোনমিক বেনিফিটের কারণে।"
    মানে বাম আমলে ক্ষেতমজুরেরা "ক্রমশঃ আরো বেশী করে স্বেচ্ছায় এসেছে কৃষিকাজে" কারন বাম আমলে ওয়েজ বেড়েছে। তাহলে মেনে নিতে হয় যে বিচারপতিদের পর্যবেক্ষন ঠিক নয় অথবা ক্ষেতমজুরদের ওয়েজ বাড়লেও যথেষ্ঠ বাড়ে নি। যেটাই হোক, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ক্ষেতমজুরদের অবস্থা নিয়ে বিচারপতিদের পর্যবেক্ষন ভুল, কিন্তু শিল্পের জন্য, মানুষের রোজগার বাড়ানোর জন্য (এটাও তর্কের খাতিরে মানা), কৃষি বন্ধ করে দিলে টাকা দিয়ে খাবো কি? নাট বল্টু??
    তার চেয়ে অনুর্বর জমিতে শিল্প হোক। সরকার পরিকাঠামো তৈরী করে দিক, এটায় আপনার কেন আপত্তি, সেটা বুঝিয়ে বল্লে ভালো হয়, অবশ্য যদি আর বাল্মীকি হতে না চান।
  • PM | 116.78.13.84 | ১২ মে ২০১৬ ১২:৫৪670242
  • T তো সমাধান দিলো--- অনুর্বর জমীকে টেক্নলজি ব্যবহার করে উর্বর করা হোক ? পছন্দ হলো না?

    আমি সস্তায় সব্জি পাবো বলে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু লোককে চাষ করাবো? কেনো!!! এই কাজ টাই মনু-বাবু করেছিলো একটু অন্যভাবে হাজার চরেক বছর আগে ঃ)
  • lcm | 83.162.22.190 | ১২ মে ২০১৬ ১২:৫৮670244
  • ওহ্‌, এইটা কাঁপাকাঁপি আইডিয়া হয়েছে - উর্বর জমিতে গাড়ী বানাও, আর, অনুর্বর জমিতে চাষ করো।
    টোটাল ক্ষুল !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন