এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • টুইঙ্কল টুইঙ্কল লিটল ম্যাগ

    Paramita
    বইপত্তর | ২২ সেপ্টেম্বর ২০০৬ | ১৪৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 134.168.184.38 | ২২ এপ্রিল ২০১৪ ১৮:৩৭671211
  • শেষ হয়ে গেল মানে? আমি তো ভাবলাম সবে শুরু।লিখতে থাকুন সবাই।
    উত্তর পূর্বাঞ্চলের পত্রিকারা? আসামের যুগশঙ্খ র কিছু সংখ্যা পড়েছি। আসামের অন্য পত্রিকা? ত্রিপুরার?
  • a x | 138.249.1.198 | ২২ এপ্রিল ২০১৪ ১৯:৪২671212
  • দুর্বাসা মোবাইলের মাধ্যমে চলত না? তারপর তাদের বন্ধ করে দেওয়া হয়, এরকম কিছু?
  • pi | 24.139.209.3 | ২২ এপ্রিল ২০১৪ ১৯:৪৬671213
  • সেটা দধীচি।
  • a x | 138.249.1.206 | ২২ এপ্রিল ২০১৪ ১৯:৪৭671214
  • ওহ রাইট! দধীচি আছে এখনও?
  • pi | 24.139.209.3 | ২২ এপ্রিল ২০১৪ ১৯:৫২671215
  • না, ব্লক ক'রে দিয়েছিল তো। আমি আগে এসেমেস পেতাম, আর তো পাইনা।
  • | 60.82.180.165 | ২২ এপ্রিল ২০১৪ ২১:৫৭671216
  • বাসব দাশগুপ্তদের পত্রিকা নীললোহিত। বেলঘরিয়া থেকে বেরোয়/ত- অনিয়মিত।

    বিশ্বজিৎ শূর সম্পাদিত অতএব ভাব্না-মূলত দার্শনিক ভাবনাচিন্তা নিয়ে লেখাপত্র বেরোতো বলে মনে হচ্ছে।

    গান্ধার ছিলো। শুধু কবিতাপত্রিকা কিনা মনে পড়ছে না।
    ভোরের আলো(?)- মনোজ ভোজ সম্পাদনা করতো, সেটাতে চৈতালি চট্টো আর কৃষ্ণা বসুর কবিতা প্রথম পড়েছিলাম বলে মনে আছে।
  • কল্লোল | 125.241.57.174 | ২২ এপ্রিল ২০১৪ ২২:১৯671217
  • অসম থেকে বের হতো বাংলা পত্রিকা ফিনিক্স। সম্পাদক প্রশান্ত চক্রবর্তি। এখন আর বের হয় না। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত বেরিয়েছিলো।
    অঞ্জলি লাহিড়ি সংখ্যা, সূর্যকুমার ভুঁইয়া সংখ্যা অসম্ভব ভালো হয়েছিলো। বাংলা ভাষায় অসম চর্চার চমৎকার পত্রিকা।
  • ঈশান | ২৩ এপ্রিল ২০১৪ ০৮:০৭671218
  • জলসাঘর মোড হোক না। এলোমেলোই হোক এবার। অসুবিধে কী?

    আর ও বাওয়া সিধু তোমাকে দায়িত্ব নিয়ে থামিয়েছিলাম, এবার কী লিখছিলে লেখ।
  • dd | 132.171.65.35 | ২৩ এপ্রিল ২০১৪ ০৮:৫৬671219
  • আনৃণ্য'র নাম নিলেন কেউ?

    মোটামুটি নিয়মিত বেড়িয়ে ছিলো বছর দেড়েক, সত্তরের প্রথম দিকে। নকুটে কিন্তু পোলিটিকাল লেখার থেকে বেশী থাকতো সমাজ,বিজ্ঞান এইসব নিয়ে। প্রিয় পত্রিকা ছিলো।
  • তাপস দাশ | ২৩ এপ্রিল ২০১৪ ১০:২৭671043
  • আনৃণ্য এক দুটো সংখ্যা সংখ্যা পড়েছিলাম ডিডি দা, কিন্তু পুরো ভুলে গিয়েছিলাম । আপনি বলে মনে পড়ল ।

    এদিকে বর্তিকা আর পরিচয়ের নাম না-করার জন্যে ইতিহাস আমাকে ক্ষমা করবে না । আর অবভাসের নাম না-করার জন্যে ক্ষমা করবেন না আমার প্রচুর বন্ধু-বান্ধব ।
  • তাপস দাশ | ২৩ এপ্রিল ২০১৪ ১০:২৮671044
  • আপনি *বলায়*
  • কল্লোল | 111.63.171.48 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:০৮671045
  • হ্যাঁ হ্যাঁ অবভাস। এবার মনীন্দ্র রায়ের লেখা রামকিংকর প্রকাশ করেছে। অক্ষয় মালবেরী(গুলি)ও ওদেরি প্রকাশনা কি?
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:১২671046
  • হ্যাঁ।
  • তাপস দাশ | ২৩ এপ্রিল ২০১৪ ১১:১৫671047
  • ছোট পাবলিকেশন ও তাদের বইপত্র এই নিয়ে একটা জ্ঞানগর্ভ টই খুললে হয় !
  • কল্লোল | 111.63.171.48 | ২৩ এপ্রিল ২০১৪ ১১:১৬671048
  • আমার অন্য অর্থের গপ্পো।

    ১৯৭৩ ডিসেম্বর। অন্য অর্থ নামে একটা পত্রিকা প্রকাশিত হলো। সে আমলে পত্রিকা বার করাটা এমন কিছু একটা সাংঘতিক ব্যাপার ছিলো না। বন্ধুরা মিলে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে পত্রিকার পরিকল্পনা করে ফেলা যেতো। প্রচুর ছোট পত্রিকা বের হতো সেই সময়। বেশিরভাগই চার বা পাঁচ সংখ্যার পর লাপাতা হয়ে যেতো। আবার তেমনি প্রতি মাসেই নতুন পত্রিকাও জন্ম নিতো। কিন্তু, অন্য অর্থ প্রকাশিত হওয়ার মধ্যে অসাধারণত্বটা অন্য তলের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কিছু ছাত্র, যারা কোন না কোন ভাবে নকশাল আন্দোলনের সাথে জড়িয়ে ছিলো, তারা বাংলা ভাষায় অর্থনীতি বিষয়ক একটি পত্রিকার কথা ভাবে, যাতে পাঠ্য হিসাবে যে ভাবে অর্থনীতি পড়ানো হয়, তার বাইরে গিয়ে অর্থনীতি নিয়ে কিছু ভাবনার কথা প্রকাশ করা যায়। বাংলা ভাষায় এরকম উদ্যোগ এই প্রথম। প্রথম প্রকাশের পরই নানান বিষয়ের উৎসাহীরা অন্য অর্থের পেছনে দাঁড়িয়ে যান। ফলে অন্য অর্থ আর শুধু অর্থনীতির নয়, ইতিহাস আর সমাজবিজ্ঞানের অন্যরকমের ভাবনার প্রকাশ মাধ্যম হয়ে ওঠে।
    রাঘব চট্টোপাধ্যায়, শুভেন্দু দাশগুপ্ত, অজিত চৌধুরী, গৌতম ভট্টাচার্য, শক্তি বসুরা মিলে প্রথম পরিকল্পনা করেন। এর পর চলে আসেন গৌতম ভদ্র, ভুবনেশ মিশ্র, প্রবীর ভট্টাচার্য, অরূপ মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়েরা।
    প্রথম সংখ্যায় ছাপা হয়েছিলো পিএল ৪৮০কে ধরে ধনী দেশগুলোর ‘সাহায্য’এর স্বরূপ নিয়ে আলোচনা, মাইকেল কিড্রনের বইতে ভারতে ধনতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনার সাথে অঙ্ককে স্নাতকোত্তর অর্থনীতি পঠনের আবশ্যিক প্রাক শর্ত করার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে উড়িয়ে দেওয়া একটি প্রবন্ধ। অর্থনীতিতে অঙ্কের বাড়াবাড়ি নিয়ে নোবেল পাওয়া অমর্ত্য সেনের প্রবল আপত্তির ২৫ বছর আগে লেখা হয় এই প্রবন্ধটি।
    পরে গৌতম ভদ্রের সাড়া জাগানো কাজ – মুঘল যুগে কৃষি অর্থনীতিতে শ্রেণী বিন্যাস ও শ্রেণী দ্বন্দ্ব, হিতেশরঞ্জন সান্যালের – আরামবাগের জাতীয়তাবাদী আন্দোলন, অজিত চোধুরীর – এইসব অর্থনীতি (অর্থনীতির নানান তত্ত্ব নিয়ে আলোচনা), পার্থ চট্টোপাধ্যায় ও অরূপ মল্লিকের – ভরতীয় গণতন্ত্র ও বুর্জোয়া প্রতিক্রিয়া, অন্য অর্থেই প্রকাশ পায়।
    এপিডিআর ও অন্য সূত্রে রাঘবদা, গৌতমদা, শুভেন্দুদার সাথে পরিচয় আগেই ছিলো। আমরা কলেজের পাঁচ বন্ধু হৈ হৈ করে অন্য অর্থ বেচা শুরু করলাম। প্রথমেই বেচা হলো কলেজের অর্থনীতির অধ্যাপক চিত্তোতোষ গাঙ্গুলীকে। অধ্যাপক গাঙ্গুলী পরদিন ক্লাশে এসে জিজ্ঞাসা করেছিলেন,
    – এটা কি তোমরা বার করেছো?
    – আমাদের বন্ধুরা।
    উনি যে সেই মুগ্ধ হয়ে আমাদের দিকে তাকালেন, তারপর তিন বছরেও সেই মুগ্ধতার রেশ যায় নি। অন্য অর্থের দৌলতে আমরা পাঁচ জন কলেজে আলাদা ভাও পেতাম। মাস্টার মশাইরাও সমীহ করে কথা বলতেন।
  • তাপস | 233.29.202.111 | ২৪ এপ্রিল ২০১৪ ১৪:৪৪671049
  • কিছু পত্রিকার নাম ভুলে গেছি যেমন - কিছু পত্রিকার নাম ইচ্ছে করেই করিনি, সেগুলো দাগ কাটার মত নয় বলে । কোনগুলো তেমন ভালো লাগেনি বা তালিকায় রাখার মত মনে হয়নি - সে নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না ।

    কিন্তু অন্যদের পড়া ভালো পত্রিকার কথাও জানতে চাই । যদি বলেন - কুমেরু কিছু পৈসা ফাকে যাবে বলেছিল - তাকেও তো দেখি না !
  • তাপস | 233.29.202.111 | ২৪ এপ্রিল ২০১৪ ১৪:৪৫671050
  • পৈসা ফেকে* যাবে বলেছিল
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:০৫671051
  • অন্য অর্থ সেখানেই শেষ হয়ে যায় নি। অনেক অনেকদিন পর যেদিন অরূপ মল্লিক কাঁটাকল থেকে বিদায় নেবেন, গৌতমভট্ট, রাঘবচট্টোরা অরূপদার ঘরে আলাদা আড্ডা বসিয়েছিল। সে এক আনন্দময় আসর।
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:১০671052
  • মনে আছে সে আসরে অজিত চৌধুরী অনুপস্থিত ছিলেন।
  • তাপস | 233.29.202.111 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:১৩671054
  • অজিত চৌধুরী শেষ কোনো আসরে কবে ছিলেন মনে নেই । আমি দেখেছিলাম প্রায় ১২ ১৫ বছর আগে ।
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:২২671055
  • আরে সে আসর ছিল নেহাতই একটি 'কিউবিকলে', ৬ টি চেয়ারে ভাগ করে নিয়ে বসা। অজিত কেন আসেন নি কে জানে। তিনি তখনও ডিপার্টমেন্টে পড়ান।
  • তাপস | 233.29.202.111 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:২৫671056
  • অজিতদা মাঝে মাঝে কাউকে বাড়ি গেলে ফিরিয়েও দিয়েছেন তো ! কেউই কিছু মনে করে না বা করত না বোধহয় এসবে । কিন্তু ভালো যে লাগত না সে কথাও বলা বাহুল্য
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:২৬671057
  • দীপঙ্কর দাশগুপ্তর ছেলের বিয়েতে দেখা হল -- আমার কর্তাকে দেখে এগিয়ে গিয়ে জিগাসা করেছে 'কেমন আছ কোথায় আছ কী কাজ করছ?' চেনে নি, না চেনাই স্বাভাবিক।
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:২৭671058
  • আমার কর্তার বয়েস তার ডবল কিন্তু। :) :)
  • c | 69.160.210.2 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:৩২671059
  • এমেম কে প্রোগা।

    (এটা হিনী-র মতো জিনিস হয়েছে।)
  • তাপস | 233.29.202.111 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:৩৫671060
  • কোনটা প্রোগা? ডবল বয়েসের কর্তা নাকি দীপঙ্কর দাসগুপ্তের ছেলের বিয়েতে নিমন্ত্রিত হওয়া?
  • অর্থনীতির ছাত্র | 208.7.62.204 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:৩৫671061
  • অর্থনীতিতে অঙ্কের বাড়াবাড়ি নিয়ে আরেকটু জানতে আগ্রহী। জন ন্যাশ, লয়েড শাপলী, ফিশার ব্ল্যাক, এঁরা অর্থনীতি নিয়ে কাজ না করলেই কি ভালো করতেন? র‌্যাল্ফ এলিয়টের কাজের সূত্র ধরে স্ট্ক প্রাইসের ওঠানামা জানার জন্য নিউরো-ফাজি এনালিসিস অনেকেই করছেন। এটা করা কি ভুল হচ্ছে?
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:৩৬671062
  • :)
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ১৬:৪৪671063
  • তাপস
    ডবল বয়েসের লোককে প্রাক্তন ছাত্র ভেবেছে। কিম্বা কিছুই ভাবে নি, সৌজন্যমূলক কথা।

    (হিনী কেন, বুঝি নি, আমিও অজিতের ডবল বয়েসেরই হতে পারি, পারিনা?)
  • কল্লোল | 125.242.232.159 | ২৪ এপ্রিল ২০১৪ ২১:৩৮671065
  • এমেম। সেরকম আড্ডা খুব হতো।
    এই যেমন দীপেশদা দেশে এলে, শুভেন্দুদার বাসায় (টালিগঞ্জে পূর্ণ মিত্র প্লেসে) দিব্য আড্ডা হতো দীপেশদা, গৌতমাদা, শুভেন্দুদা আর কেয়াদিতে। আমি সেথায় দেওয়ালে টিকটিকি হয়ে থাকতাম।
    কিংবা
    শুভেন্দুদার গল্ফক্লাবের বাসায় শুভেন্দুদা আর কেয়াদি, রাঘবদা(চট্টো) আর গৌতমদায় লাজবাব আড্ডা হতো। আমি যথারীতি দেওয়ালে টিকটিকি।
    সত্যিই সে এক আনন্দময় আসর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন