এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • টুইঙ্কল টুইঙ্কল লিটল ম্যাগ

    Paramita
    বইপত্তর | ২২ সেপ্টেম্বর ২০০৬ | ১৪৯২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | 127.194.249.93 | ২৪ এপ্রিল ২০১৪ ২২:১১671066
  • জমাটি লোকজন।
  • I | 24.99.180.91 | ২৪ এপ্রিল ২০১৪ ২৩:৩৭671067
  • অনীকের কথা বলা হল?
    এবং মুশায়েরা কল্লোলদা ছুঁয়ে গেছেন দেখলাম। ওদের বিশেষ সংখ্যাগুলি বেশ যত্ন নিয়ে বের করত। নীটশে সংখ্যাটা বেশ ভালো হয়েছিল। কিয়ের্কেগার্দ তত ভালো হয় নি। আর কোনো সংখ্যার কথা মনে নেই; পড়ি নি সম্ভবতঃ ।
  • pi | 116.212.96.78 | ২৫ এপ্রিল ২০১৪ ০০:৪৭671068
  • এবং মুশায়েরার গল্প ও গল্পকার সংখ্যাটা ভাল লেগেছিল। একটি করে গল্প, তার সাথে তাই নিয়ে অনেকের আলোচনা।
  • কল্লোল | 125.241.25.134 | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৩৫671069
  • আরও গপ্পো অন্য অর্থ।
    একবার আলোচনা ভারতে সামন্ততন্ত্রের চরিত্র নিয়ে। একদিকে অন্য অর্থের দল। উল্টোদিকে স্যোশাল সায়েন্টিস্টের লোকজন। সেদিন অন্য অর্থ থেকে পেপার পড়ার কথা রতনদার(খাশনবিশ) আর স্যোশাল সায়েন্টিস্ট থেকে অমলেন্দুবাবুর(গুহ)।
    রতনদা সেদিন স্টেজে মেরে দেবো গোছের করতে গিয়ে অমলেন্দুবাবুর কাছে কুপোকাত। অমলেন্দুবাবু একের পর এক রেফারেন্স দেখাচ্ছেন, তথ্য তুলে আনছেন, অসাধারণ পান্ডিত্যে রতনদাকে প্রায় ধুইয়ে দিচ্ছেন। এর মধ্যে লাগাম ধরলো রাঘবদা(চট্টোপাধ্যায়)। যখন অমলেন্দুবাবু প্রায় বুঝিয়ে ছেড়েছেন যে ভারতের কৃষিতে সামন্ততন্ত্র বিগতপ্রায়। সবুজ বিপ্লব, অপারেশন বর্গা, আমূলের শ্বেত বিপ্লব ইত্যাদির তথ্য আর ওনার ক্ষুরধার তত্ত্ব ও বাগ্মীতায়, তখন রাঘবদা হঠাৎ বলে উঠলো
    -ভারতে ইন্ডাস্ট্রিতেই ফিউডালিজম আছে। কৃষিতো পরের কথা।
    সকলে ব্যোমকে বাহাত্তর। এ বলে কি! ইন্ডাস্ট্রিতে ফিউডালিজম!
    অমলেন্দুবাবু ভদ্রলোক। তিনিও কেমন ভেবলে গেলেন। ওঁর মুখটি তখন, ফাঁকা গোলে তেড়েমেরে শট মেরে বল হারিয়ে যাওয়া স্ট্রাইকারের মতো বিষ্ময়াবিষ্ট। কিছুটা সামলে নিয়ে বললেন,
    -এটা আপনি কি বলছেন রাঘব! এ কেমন এয়ার্কি!
    -এইত্তো দেখুন খনি এলাকায় কি হয়।
    -কি হয় বলুনতো?
    অমলেন্দুবাবু ভয়ানক কৌতুহলে ফেটে পড়ছেন। মধ্যযুগের অসম নিয়ে মাওমোরিয়া বিদ্রোহ, দ্য অহম পোলিটিকাল সিস্টেম-এর রচয়িতা অমলেন্দু গুহ, শিল্পে তাও নাকি খনি শিল্পে সামন্ততন্ত্র শুনে যারপরনাই ঘনচক্করে।
    ওদিকে রাঘবদা একদম টেনিঘনা অবতারে আসরে নামলো।
    -ওখানে মাইনের দিন কি হয় জানেন?
    -কি হয়?
    -মজদুরেরা লাইন করে দাঁড়ায় ক্যাশিয়ারবাবুর সামনে টিপসই করে টাকা নিতে। ক্যাশিয়ারবাবুর পাশেই দাঁড়িয়ে থাকে মালিকের গুন্ডার দল। তারা মজদুরদের থেকে মাইনের একটা অংশ কেড়ে নেয়। এটা তো শোষন। কি – শোষন তো?
    -তা তো বটেই। তা এর সাথে..................
    -এটা কি ধরনের শোষন? এর মধ্যে প্রোডাকশন রিলেশন কোথায়? অথচ এরা মালিকের লোক। এরা স্রেফ মালিকের লোক বলে এদের ভয় পেয়ে টাকা দিয়ে দেয় মজদুর। তা, এটা ব্যক্তিগত সম্পর্কে শোষন নয়? মার্কস বলছেন প্রোডাকশন রিলেশনের বাইরে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শোষন মানেই ফিউডালিজম। শিল্পে ফিউডালিজম এইত্তো।
    এরপর একটা সাংঘাতিক গন্ডোগোল শুরু হলো। এ যুক্তি হজম করা মোটেও সহজ নয়। ওদিকে রাঘবদাও ছাড়বে না। শেষ পর্যন্ত আলোচনা চুলোয় গেলো।
  • তাপস | 233.29.202.66 | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৪৫671070
  • বড় হাতের আই - অনীক ও এবং মুশায়েরা বলেছি । আসলে আমার লিস্টি করার সময়ে দুটো মোড ছিল । প্রথমদিকে জলসাঘর - আড্ডার ভঙ্গি । পরের দিকে তাড়া খেয়ে পিপিটি মোড - বুলেট টাইপ ।
  • এমেন | 127.194.242.220 | ২৫ এপ্রিল ২০১৪ ১২:৫৪671071
  • বাঃ কল্লোল সুন্দর লিখলে। মার্কস বলছেন প্রোডাককশন রিলেশনের বাইরে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শোষন মানেই ফিউডালিজম। সামন্ততন্ত্রের ব্যাখ্যা, গুছিয়ে।

    এই আলোচনাচক্র কোথায় বসত কল্লোল?
  • কল্লোল | 125.242.208.232 | ২৫ এপ্রিল ২০১৪ ১৬:৫৬671072
  • এইটা বসেছিলো স্যোশাল সায়েন্টিস্টের দপ্তরে, সম্ভবতঃ মৌলালীর কাছে কোথাও। কারন এর পরে আমরা (আমি আর গৌতমদা) হেঁটে হেঁটে জেম সিনেমার কাছে ভূনা ও রুটি খেয়েছিলাম। তার উল্টো দিকেই জনসেবকের অপিস ছিলো।
    এছড়া নানান জায়গায় বসতো। কখনো সেন্টরে (তখন ল্যান্সডউনে দেশপ্রিয় পার্কের মোড়ে), কখনো সাহানগর লাইব্রেরীর হলে, কখনো ইউনিভার্সিটি ইনস্টিটিউটের বেসমেন্টে।
  • এমেম | 127.194.242.220 | ২৫ এপ্রিল ২০১৪ ১৯:১৮671073
  • সেন্টার চিনি। ওখানে আমিও কাজ করতাম।
  • এমেম | 127.194.242.220 | ২৫ এপ্রিল ২০১৪ ১৯:২০671074
  • অমিয় বাগচীর এক বিশেষ বন্ধু আছেন তিনি ঠাট্টা করে বলতেন 'দি সেন্টার'।
  • .... | 69.160.210.2 | ২৫ এপ্রিল ২০১৪ ২১:৩২671076
  • name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:25 Apr 2014 -- 08:20 PM

    তাপস, ....সেই দীপেন বন্দ্যো কে নিয়ে সংখ্যাটা কারা বের করেছিলো মনে আছে? অমিতাভ দাশগুপ্ত একটা চমৎকার লেখা লিখেছিলেন দীপেন কে নিয়ে? কিছুতেই মনে পড়ছে না।
    name: তাপস দাশ mail: country:

    IP Address : 122.79.36.60 (*) Date:25 Apr 2014 -- 08:28 PM

    সেই সংখ্যাটা কারা করেছিল মনে নেই । তবে ইমানুলকে খুব মনে পড়ে । কলকাতা উনিভে ও দীপেনকে নিয়ে গবেষণা করেছিল । জানি না - সেটা কোথাও প্রকাশ পেয়েছে কি না ।
    name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:25 Apr 2014 -- 08:35 PM

    ইমানুলের লেখা কথা জানি না। আমি যেটার কথা বলছি সেটাতে দীপেনের বিখ্যাত দুচারটি গপ্পো ও ছিলো।
    ব্যক্তি দীপেন, তাঁর শারীরিক প্রতিবন্ধকতা, জীবনভাবনা লেখালেখি সব নিয়ে একটা চমৎকার সংখ্যা। পত্রিকার নাম টা অবধি মনে পড়ছে না।
    name: তাপস দাশ mail: country:

    IP Address : 122.79.36.60 (*) Date:25 Apr 2014 -- 08:39 PM

    আরে তুমি যেটা বলছ সেটা বোধহয় রক্তকরবী থেকে প্রকাশিত 'বিবাহবার্ষিকী শোকমিছিল' এর শেষে ছিল । রাইখস্ট্যগে লাল পতাকা ওড়ার স্বপ্ন র কথা ছিল ।
    name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:25 Apr 2014 -- 08:47 PM

    না সেটা রক্তকরবী না বলেই মনে হচ্ছে। যাকগে, বাড়ি গিয়ে খুঁজে দেখবো। ....
    ====================
    ====================

    নামটা জানা গেলে এখানেও জানিয়ে যাবেন
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০১:৫১671077
  • মিঠু যে পত্রিকাটার ক্থা বলছে সেটা দিবারাত্রির কাব্যর দীপেন বন্দ্যোপাধ্যয় সংখ্যা না ? বহুদিন আগের তো, ৯৮ সালের। জটায়ু, স্বয়ম্বর সভা, আর অশ্বমেধের ঘোড়া এই তিনটে গল্প ছিল। দেবেশ রায়ের একটা লেখা ছিল - পার্টির নেতারা দীপেনকে ডেকেছিলেন, দেবেশ রায়ও ছিলেন, তাদের যুবাবয়সে, দীপেন বন্দ্যোপাধ্যায় 'ঘাম' বলে গল্পটা লেখার পরে (কি যেন নাম ছিল গল্পের চরিত্রটার, ষষ্ঠীচরণ ?)। পরিচয় পত্রিকায় ঐসব গল্প ছাপানো যাবে না, সেকথা বুঝিয়ে দেয়ার জন্য।

    এই সংখ্যাটাই মিঠু বলছে কি?
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:১০671078
  • হ্যাঁ,সৈকত। এইটাই। দিবারাত্রির কাব্য।
    অনেক ধন্যবাদ। তোমার কাছে কি সংখ্যাটা আছে? তাইলে নিজের টা না পেলে তোমারটায় একবার চোখ বুলিয়ে নেবো।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:২৩671079
  • হ্যাঁ হ্যাঁ আছে। দীপেন বন্দ্যোপাধ্যায় সেখানেই প্রথম পড়ি। গল্প সংকলন তো এই সেদিন বেরোল।
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৩৬671080
  • হ্যাঁ হ্যাঁ, আমিও তাই। ওখানেই প্রথম পড়া। অশ্বমেধের ঘোড়ার কথা নানাবিধ কারণে বিশেষ করে মনে আছে।
    গল্প সংকলন বেরিয়েছে? কারা করেছে? খুব বেশি তো ভদ্রলোক লেখেন নি। কেমন হয়েছে সে বই?
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৪০671081
  • তারপর ধরুন, আপনারা কেউ সমুদ্র বলে পত্রিকাটার কথা বললেন কি ? ৯৮ সালা নাগাদ বেরোত, বছর তিন চার হয়ত বেরিয়েছিল, বাঁশদ্রোণীর দিক থেকে। খাসা পত্রিকাঅ ছিল। যা হয় আর কি, কি্ছু কলেজে পড়া ছেলে-মেয়েরা বার করত, শ্রীজাতর কবিতা প্রথম সেখানেই পড়ি। কিংবা রণজয় বন্দ্যোপাধ্যায়ের গদ্য। পুশকিনের জন্মদিনে দেওয়া ডস্টভয়েস্কির ভাষণ, তার বাংলা অনুবাদও সেখানেই পড়েছিলাম। ২০০০ সালের পর আর দেখিনি।

    কিংবা প্রচ্ছায়া বলে পত্রিকাটা। শৌনক বর্মণের সম্পাদনা। বিনয় মজুমদারকে নিয়ে একটা অসাধারণ সংখ্যা ছিল। আর নিয়মিত সংখ্যা যেগুলো বেরোত, পাতলা, সাকুল্যে তিরিশ-চল্লিশ পাতা হয়ত, সেখানে বলরাম বসাক কামুর মিথ ওফ সিসিফাস অনুবাদ করতেন। শৌনক বর্মণ মারা যাওয়ার পরে বন্ধ হয়ে গেলো।

    অথবা চিত্রক বলে পত্রিকাটা। বিশেষ কিছু ছিল না, কিন্তু মণীন্দ্র গুপ্তর অক্ষয় মালবেরী, আজ যেটা অবভাস বার করে, তার প্রথম প্রকাশ ঐ চিত্রক থেকেই। আলাদা আলাদা করে খন্ড্গুলো বেরোত। প্রথম খন্ড্টা তো এই এতটুকু হার্ডকভার একটা বই , মণীন্দ্র গুপ্তর নিজের করা প্রচ্ছদ ছিল মনে হয়।

    অথবা ধরুন কোচবিহার থেকে বেরোত উত্তরাধিকার। কমলকুমারকে নিয়ে আমার পড়া প্রথম বিশেষ সংখ্যা। ওনাকে নিয়ে যত লেখা, সে রবি ঘোষের হোক অথবা চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের করা কমলকুমারের গল্পের রিভিউ, সবের প্রথম প্রকাশ অথবা পুনঃপ্রকাশ ঊই সংখ্যাটাতেই। সত্যজিত রায়ের একটা সাক্ষাতকারও ছিল মনে পড়ে। অমিয়ভূষনকে নিয়েই একটা সম`খ্যা ছিল। দুতো পার্ট ছিল, আমি দ্বিতীয়টা পড়েছিলাম। অমিয়ভুষণের সাক্ষাতকার আর জীবন মহাশয় বলে লেখাটা, এখনও মনে পড়ে।

    আর একটা পত্রিকা ছিল, রোগা মত, সেও উত্তরবঙ্গ থেকে, ডুলুং। এদওয়ার্ড সৈয়দের ওরিয়েন্টালিজম থেকে অনুবাদ একটা সংখ্যায় ছিল সেটা মনে আছে।
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫০671082
  • ডুলুং আমি দেখেছি আর প্রচ্ছায়া- সাদার উপর একটা সবুজ মলাট। আবছা মনে আসছে।
    সৈকত তোমার সংগ্রহের পত্রিকাগুলো কি একবার দেখার ইচ্ছে রইলো।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫২671083
  • সে কি ! গল্প সংকলনটা পড় নি ? প্রথম বার করেছিল অফবিট থেকে, বহুত দিন হুয়ে, আমি কিনেছিলাম ২০০২। প্রায় সব কটা গল্প ছিল, প্রথম গল্প থেকেই। টেরিফিক সংকলন, অনিশ্চয় চক্রবর্তী সম্পাদনা করেছিলেন। কটাই বা গল্প লিখেছিলেন, কিন্তু সেসব মুক্তোর মত, একদম কম বয়সের লেখাগুলো বাদ দিয়ে। বিংশ শতাব্দী থেকে কয়েক বছর পরে, আরও কিছু গল্প যোগ করে আর একটা বই বেরোয়। অফবিট মনে হয় , নাকি বিংশ শতাব্দী, দীপেনের উপন্যাস সংগ্রহও তো বার করেছিল। আঠারো বছর বয়সের লেখা প্রথম উপন্যাস থেকে বিবাহবার্ষিকী/শোকমিছিল সবই ছিল। আর ছিল অসমাপ্ত 'গগন ঠাকুরের সিঁড়ি' উপন্যাসটা। আমার মনে হয়েছিল, ঐ লেখাটা যেন শেষ করাই যেত না। প্রধান চরিত্রটা ক্রমাগতই কলকাতা শহরের মধ্যে হারিয়ে যাচ্ছিল, সেই জন্যই যেন দীপেন বন্দ্যোপাধ্যায় আর চরিত্রটাকে নিয়ে এগোতে পারেননি !! ছেড়ে দিয়েছিলেন।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০২:৫৬671084
  • মিঠু, হ্যাঁ, স্বচ্ছন্দে।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৩671085
  • ও হ্যাঁ, বলা হল না, কেউ নিশ্চয় বলেছেন, দরগা রোড-এর কথা। উৎপলকুমার বসু, প্রকাশ কর্মকার, ভূমেন্দ্র গুহ, কালীকৃষ্ণ গুহ আর আলোক সরকার কি, এই পাঁচজন ছিলেন সম্পাদক। অল্প ক, বছর বেরিয়েছিল। ফাল্গুনী রায়ের কবিতার বইয়ের রিপ্রিন্ট আমি সেখানেই পড়ি। অথবা গৌতম বসুর অন্নপূর্না ও শুভাকাল। লেখা থাকত আর ছবিও থাকত। খাসা ছিল পত্রিকাটা।
  • এমেম | 127.194.242.220 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৫671087
  • কী পড়ে রইল? সবই তো লেখা হয়ে গেছে। সংগ্রহ করে প্রকাশও করা হয়েছে। বাংলা সাহিত্যে প্রবন্ধ আরো লিখবার দরকার আছে কোনও?
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:০৭671088
  • আমি তখন বইমেলা, ছোট্পত্রিকা এইসব থেকে অনেক দূরে। যাই হোক, পরে খুঁজে দেখতে পারতাম,কিন্তু হয়নি।অশ্বমেধের ঘোড়ার লেখকের সব লেখা একত্র করা যাবে এইটাই ভাবিনি। এত ছোট একটা পাঠকগোষ্ঠী- দিবারাতির কাব্য ওনাকে নিয়ে সংখ্যা না করলে আমিও জানতাম না।ছোট জীবন আর এত কম লিখেছেন আর এত চমৎকার- খুব ভাল্লাগলো শুনে। তুমি যদি কোথাও বইটা দেখো ,গল্প আর উপন্যাস দুইই- আমার জন্যে কিনে রাখবে প্লিজ। দেখা হলে নিয়ে নেবো।
  • এমেম | 127.194.242.220 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১০671089
  • এতগুলো পত্রিকা মিলিয়ে কজন চিন্তাবিদ তৈরি হলেন? চিন্তাবিদ দের নামের লিস্ট হোক।

    আরেক্বটা প্রশ্ন -- বলরাম বসাক আর কী কী লিখেছেন?
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৫671090
  • মিঠু, হ্যাঁ, চেষ্টা করব। অফবিটের বইটা আর মনে হয়্না পাওয়া যায়। আর ওটা বিংশ শতাব্দী নয়, একুশ শতক !! এরা অফবিটের পরে বার করেছিল। পেলেও পাওয়া যেতে পারে। এখান থেকে দীপেন বন্দ্যোপাধ্যয়ের গল্প-উপন্যাসের সাথে 'রিপোর্টাজ সংগ্রহ' বেরিয়েছিল। কালান্তর পত্রিকায় প্রকাশিত প্রায় সমস্ত লেখা, ষাট-সত্তর দশকের। এটা মনে হয় এখনও পাওয়া যায়।
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:১৯671091
  • হ্যাঁ সৈকত। যেটা পাও। তোমার সুবিধেমত। এইসব বই এখন আর কোথায় মিলবে জানি না।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:২৯671092
  • যে এক লাইনও শেক্সপীয়রকে নিয়ে লিখেছে (নাকি ভেবেছে ?), সেও শেক্সপীয়র। বোরহেস নামে এক প্রায় চিন্তাবিদ লিখেছিলেন। এমেম পড়েননি মনে হয়।
  • saikat | 126.202.205.243 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৩৯671093
  • ও, হ্যাঁ, ওটা বলরাম বসাক নয়। মনোজ চাকলাদার মনে হয়। তাই হবে। তিনি আর কি কি লিখেছেন তাও জানি, কিন্তু ভোর হতে চলল, এবার একটু শুতে যাই।
  • এমেম | 127.194.242.220 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৪৪671094
  • না বোরহেস আমি পড়ি নি। তবে শেক্সপীয়ার অনেক গুলো পড়েছি এখনও পড়ি। আর 'দি মীথ অফ সিসিফাস' ও মন দিয়েই পড়েছি।

    প্রসঙ্গত বলি, দস্তোয়েভস্কি বানান ভুল লিখেছেন সৈকত। দস্তোয়েভস্কি আমার অতি প্রিয় বলে বললাম, নতুবা বলতাম না।
  • | 60.82.180.165 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৪৯671095
  • হ্যাঁ সৈকত, ভোর চারটে বাজে। এইবার ঘুমোতে যাও।
  • এমেম | 127.194.242.220 | ২৬ এপ্রিল ২০১৪ ০৩:৫৪671096
  • মনোজ চাকলাদারের লেখা বই আছে অন্তর্বয়ন। ২০০৬ এ প্রকাশিত।
  • .... | 127.194.197.122 | ২৬ এপ্রিল ২০১৪ ০৬:৪৬671098
  • উত্তরাধিকার থেকে পা পত্রিকার সম্পাদক প্রফুল্ল সিংহ কে নিয়ে করা বিশেষ সংখ্যা আছে। সেটা খুব দরকারি কাজ ছিল। আর কেউ কখনো করেনি। হয়তো করবেও না।
    একুশ শতকের দীপেন বন্দ্যো গল্প, উপন্যাস, পুরোটাই অফবীটের টার রিপ্রিন্ট, অ্যাডিশন রিপোর্তাজ । অনিশ্চয়্দার সম্পাদনা। বাজারে হই হই করে আছে। ভালো বিক্রি, ফুরোবে না। একুশ শতক কিন্তু দীপেন বন্দ্যোর স্ত্রী মারা যাওয়া পর্যন্ত তাঁকে তার প্রাপ্য টাকাটা দিল না। অনিশ্চয়দা প্রবল দূঃখ প্রকাশ করলেন এহেন প্রকাশকি ছ্যঁচড়ামোয়। তবে রিপোর্তাজে সব নাই। সম্পাদকের কাছে এখনো যা লেখা রয়েছে সেগুলো থেকে আরো ২ খন্ড অমন রিপোর্তাজ হয়ে যাবে বলে দাবি।
    পরিচয়ের দীপেন বন্দ্যো সংখ্যা, ওনার মৃত্যুর পরে পরেই, ওনার সমস্ত প্রকাশিত লেখার তালিকা বের করে। লেখক নিজেই সমস্ত ডকুমেন্টেড রেখেছিলেন। তথ্যটুকু। আসল লেখা খুঁজে পেতে সম্পাদককে খুব খাটতে হয়েছে অবশ্যই।

    বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে দ্রষ্টব্য আর নিসর্গ আমার দরকারের। বগুড়া থেকে বেরোয়/বেরোতো। সরকার আশরাফ। কথাকার। নিসর্গ-র সম্পাদক । কবি শোয়েব শাহরিয়ার প্রকাশক । দ্রষ্টব্যর সম্পাদক কামরুল হুদা পথিক ।

    শোয়াইব জিবরান একটা বই করেছিলেন কমলকুমার চরিতম। এছাড়া কোথাও পশ্চিমবঙ্গের লেখকদের নিয়ে কাজ হয়েছে কিনা, বাংলাদেশের কাগজে, জানিনা, তবে এখন পাঠক সমাবেশের বইগুলো দেখলে কীবোর্ড ভিজে যায়। দামের জন্য কিনতে পারিনা। শহীদুল জহির সমগ্রটা কি করেছে রে ভাই!! এই ধরণের প্রকাশনার অভাব এপার বাংলায় সিরিয়াসলি রয়েছে। গবেষণা করে লেখা খুঁজে বের করে সেই ছাপিয়ে কমপ্লীট কালেকশন করা। এই ট্রাস্টমতো সংস্থা না হলে এটা হবে না। আমি এখনো চাই 'অগ্রন্থিত উদয়ন" - টা কেউ করুক। একটা বই বা পত্রিকা সংখ্যা থেকে গেলে পরে কোনো না কোনোদিন সমগ্রতে লেখাগুলো ঢুকে যাবে। কেউ না কেউ সমগ্র করবে। কিন্তু ততদিন পরে ইন্ডিভিজুয়াল লেখাগুলো খুঁজতে গেলে আরো পাওয়া অসম্ভব হয়ে যাবে। আরো হারিয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন