এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pintu | 47.220.35.142 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:০৬673764
  • ফিজিক্যাল পাইপ, রাউটার যা খুশি থাকুক। কনট্রাক্ট যদি ৪০ জিবিএসের হয় তো সেটা দিতে হবে। নইলে পিক, অ্যাভারেজ, সাসটেইনড রেট আলাদা করে মেনশন করতে হবে।
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:০৯673765
  • ১। কমকাস্টে গুগল কি করে না আসতে পারে? মানে শর্ট অফ ক্লোজিং দেয়ার বিজনেস। মানে, আপনি কমকাস্টের কাছ থেকে নেট সার্ভিস কিনেছেন। গুগল কি করে এনসিওর করবে আপনি গুগল সার্ভিস পাবেন না, কিন্তু, ধরুন, ভেরাইজনের কাস্টমারেরা পাবে।

    ২। এগুলো যদি পেশী ফোলানোর খেলাই হয় তো নেট নিউট্রালিটি তুলে দিলে কমকাস্টের কি লাভ হবে? গুগল তো পেশী ফুলিয়েই ফেভারেবল টার্ম আদায় করে নেবে। বেশীর মধ্যে পেশী ফুলিয়েই কম্পিটিটরদের খারাপ টার্ম দিতে বাধ্য করবে।

    >>
    দেখ এর উত্তর আমি অনেক কবার দিয়েছি। ভারাইজনের সাথে যদি গুগলের চুক্তি না থাকে গুগল যেভাবে কাজ করে গুগলে
    কোন রিয়ালটাইম পরিশেবা কেও [ভেরিজনের কাস্টমার] পাবে না ।

    নেট নিউট্রালিটি কমকাস্ট কেন তুলে দিতে চাইছে-সেটা নেট খুজলেই পাবে। খুব সিম্পল কারন।
    কমকাস্ট বলছে সন্ধ্যে ৭টার পরে ভিডিও ৯০%-৯৫% খেয়ে ফেলছে। ওরা ওটাকে ৩০-৪০%
    এ কমিয়ে আনতে চাইছে । কারন তা নাহলে ইকমার্স, ইমেইল কোন সার্ভিস-যা এসেন্সিয়াল তা
    ওরা দিতে পারছে না বা সেটা দিতে আরো বেশী ইনফ্রাস্টাকচার দিতে হচ্ছে। যা ফালতু। কারন
    লোকে সানি দেওলের পুসি দেখবে, তার জন্যে কমকাস্টকে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে যেখানে তাদের
    কোন লাভ নেই -কমকাস্ট সেটাই বা করবে কেন?
  • বিপ | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:১৩673766
  • কনট্রাক্ট যদি ৪০ জিবিএসের হয় তো সেটা দিতে হবে। নইলে পিক, অ্যাভারেজ, সাসটেইনড রেট আলাদা করে মেনশন করতে হবে।
    >>
    ভাই, ওই লেভেলের কনট্রাক্ট অনেক বেশী কমপ্লেক্স। আমি দেখিনি। শুধু একটা লিগ্যাল কেসের জন্য রিভিউ করেছিলাম। এগুলো ডেটা সেন্টারে সেসব
    শিশুসুল্ভ লেয়ার ফোর কন্ট্রাক্ট হয় তা না । পিক, সাসটেইন্ড রেট এগুলো লেয়ার ৪ কনট্রাক্ট। এর বাইরে লেয়ার ৩ বা লেয়ার ওয়ান ও আছে। এগুলো লিখতে
    গেলে আমাকে এখন তোমাকে প্রথম থেকে ইন্টারনেট ব্যাকবোন কি করে কাজ করে পড়াতে হবে।
  • pintu | 89.172.193.32 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:২৫673767
  • না বিপ, আপনি আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন নি। গুগল রিয়েল টাইম সার্ভিস বন্ধ করে দেবে সেই ভয়েই যদি কমকাস্ট গুগলের সব আবদার মেনে নেয়, তাহলে নেট নিউট্রালিটি তুলে দিলে কমকাস্টের কি লাভ হবে?

    ধরুন নেট নিউট্রালিটি উঠে গেল। কমকাস্ট বলল ইউটিউব এখন থেকে পিক আওয়ারে ১০০ জিবিএসের বেশী পাবে না। গুগল বলল, বেশ, তোমার কাস্টমারেরাও আর রিয়েল টাইম গুগল সার্ভিস পাবে না। তফাৎ কি হল?

    আর আমরা কেউ নেট ব্যাকবোন কিভাবে কাজ করে সেটা জানি না ধরে নিলেন কেন? আমাকে তো আপনি চেনেন না। ধরুন আমি তো কোন একটা আইইইই প্রোটোকল স্ট্যান্ডার্ডাইজেশন কমিটির মেম্বার হতে পারি। বা আমার গোটা পনের রাউটার ডিজাইন রিলেটেড পেটেন্ট থাকতে পারে।
  • bip | 79.138.209.156 | ২৬ এপ্রিল ২০১৫ ০২:৫৯673768
  • Pintu
    Your response shows you work in layer 4 and therefore failing to understand issues in layer one or three.

    If Comcast limits youtube BW other Google services won't hamper. There is a difference.

    Please connect me in FB ..it is better for me to explain in one to one discussion
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৬ এপ্রিল ২০১৫ ০৩:৪৩673769
  • এইটা ভাল দিয়েছেন বিপবাবু। অমুকে বন্ধু, তুশুক রিভিউ করেও যখন ল্যাজে-গোবরে হওয়া ঠ্যাকানো গেল না, তখন ফেসবুকে ওয়ান অন ওয়ানের আহ্বান। কিন্তু আমরা জনগণ তো আপনার প্রজ্জ্বলিত জ্ঞানশলাকার উত্তাপে একটু হাত সেঁকে নিতে চাই এই টইতেই।
  • Sayantani | 126.202.206.175 | ২৬ এপ্রিল ২০১৫ ০৪:১৪673770
  • এ হে হে হে।। এত towtal ল্যাজ ইন দ cowdung হযেছে!
  • - | 109.133.152.163 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:২৪673771
  • অন্য টইতে লিখতে শুরু কল্লে হয়ত এমন হত না ঃ-)
  • sosen | 212.142.69.34 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৬673772
  • আমি কিছু বুঝতে পারিনি কিন্তু বুঝতে চাই। লেয়ার ওয়ান টু থ্রি ফোর সব একটু সোজা করে লিখুন্না
  • bip | 80.192.240.87 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:৩৭673774
  • Boss I have no time to educate in an area where I spent my PhD and majority of professional lif. I very clearly addressed all of his concerns. Of course this is leftist infested forums who believe in making enemy and hypothetical conspiracy.
    However. .
  • ন্যাড়া | 172.233.205.42 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:৪৯673776
  • দেখবেন, সোপবক্স থেকে পড়ে হাত-পা ভেঙে ফেলবেন না। আপনার বাতেলা শুনলে মনে হয় আপনি নেক্সট জবস কি পেজ কি ইয়াং কি প্যাকার্ড ইন মেকিং। আপনার হাত-পা ভাঙলে দেশ ও দশের খুব ক্ষতি হয়ে যাবে।
  • - | 109.133.152.163 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:৪৯673775
  • টইটা ইটসেল্ফ যে এমন বহ্বারম্ভে লঘু ক্রিয়ার ক্লাসিক এগজাম্পল হয়ে যাবে, কে জানত!
  • sm | 233.223.154.23 | ২৬ এপ্রিল ২০১৫ ০৬:৫৯673777
  • ওর দরকার বৈদ্যনাথ কবজহার ।
  • bip | 80.192.240.87 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:০৭673778
  • In fact yes if there is no net neutrality free and social porn will disappear. Also free Internet news may be disappearing too..but there is positive side to it as well as new business will be born..you have to remember even there was a positive side to 2G scam-Indian spectrum was dirt cheap which paved the way for mobile revolution. My assessment is ..net neutrality is barrier to new business in telecom domain as no VC wants to invest in Telecom any more barring a few exceptions
  • bip | 80.192.240.87 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:১০673779
  • Oho yes.. I have to relearn telecom again from a guy who does not understand why physical pipe BW and router BW may not be same..give me a break..
  • sosen | 212.142.69.34 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:১২673780
  • সোজা করে না লিখতে পারলে মিছে ব্যান্ডউইদ্থ নষ্ট করেন ক্যানো(ওমনাথের ভাষায়)। আর সোজা করে লিখতে আর লোক্কে এডুকেট করতে না পাল্লে আপনাকে ট্যাক্সো দিয়ে পিহেচডি করিয়ে কার কি লাভ হোলো ঃ)
  • 18 | 109.172.117.250 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:১৪673781
  • তুলে দিলাম।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৬ এপ্রিল ২০১৫ ০৭:১৫673782
  • Of course this is leftist infested forums who believe in making enemy and hypothetical conspiracy.
    এই লাইনটায় কেমন মমতা মমতা গন্ধ---- ওই সবাইকে মাওবাদী বলার মতো।
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০৪673783
  • বিপের পোস্টের ডিটেলগুলো আমি কিচ্ছু বুঝতে পারিনি, কারন আমি কম্পু লাইনের লোক না। তবে দুয়েকটা ব্যাপার মনে হলো, যেগুলো লজিকাল।

    বিপ বোধায় এক্কেবারে প্র্যাক্টিকাল ভিউপয়েন্ট থেকে লিখেছেন, মানে ইন্টারনেট ব্যবসায়ে একচুয়ালি কি হয়। উনি যে লিখেছেন বেশ কয়েকটা বড়ো এন্টিটি নানানভাবে নিজেদের মধ্যে ডিল করে, যে যাকে যেভাবে পারে বাঁশ দিতে চেষ্টা করে, এই ডিলগুলোর বেশীর ভাগ আন্ডার দ্য টেবল আর আইনের ধার ধারে না, এটা আমার খুব চেনা জগত। আমি এটা জানি যে কম্পিটিশন ইজ নট ফেয়ার, লাইফ ইজ নট ফেয়ার। খুব বড়ো প্রোডাক্ট সেলাররা, যেমন রিলায়েন্স, টাটা, মাহিন্দ্রারা, ঠিক এইভাবেই হাজারটা আন্ডার দ্য টেবল ডিল করে, তার বেশীর ভাগ আইন মেনে হয়না, প্রচুর কিকব্যাক থাকে, সরকারী আমলাদের ঘুষ দেওয়া থাকে - ঠিক যেরেকম বিপ ইন্টারনেটের ব্যবসার কথা বল্লেন। তাই বিপ কিছু ভুল বলেছেন বলে মনে হয়না, বরং অন্য টইতে নেট নিউট্রালিটির নামে এমন লেখা হলো যে আমি ভাবলাম ইন্টারনেটটা বুঝি খুব স্বপ্নের, আইডিয়াল ব্যাপার কিছু।

    কেউ বল্লেন ফ্রীডম অফ নলেজ/ইনফরমেশন আর ওপেন সোর্স, কেউ বল্লেন ফেয়ার ইউসেজ, এসব পড়ে আমি ভাবলাম হবেও বা, ইন্টারনেট যারা চালায় তারা সব আইডিয়াল লোক, কেউ কারুর পেছনে ছুরি মারে না, কেউ ঘুষটুষ দেয় না। আর বিপের পোস্টগুলো পড়ে মনে হছে সেসব না, ইন্টারনেট নিয়েও অন্য সব কিছুর মতোই কামড়াকামড়ি হয়। আর এই বিগ প্লেয়াররা, নিজেদের মধ্যে মারপিট করার সময়ে নেট নিউট্রালিটি নাম দিয়ে কিছু একটা গাজর ঝুলিয়ে রাখে। এমনি ব্যবসায়ে যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নামের একটা গ্যাস বেলুন ওড়ানো হয়, এখানে তেমনি নেট নিউট্রালিটি। কোদালকে কোদাল বলার জন্য আরেকবার বিপকে ধন্যবাদ।
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:০৯673785
  • তবে বিপকে অনুরোধ করবো বাংলায় লিখতে। এই ফোরামে সবাই বংলায় লেখেন, সেটা বেশ ভাল্লাগে।
  • ise | 92.145.223.40 | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১১673786
  • ইসেতে ইসে চেনে
    ইসে চেনে ইসে

    ঃ-)
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৬673787
  • ঃ-)
  • Abhyu | 109.172.117.250 | ২৬ এপ্রিল ২০১৫ ০৮:১৮673788
  • বিপের বক্তব্যে কিছু দম আছে আছে বলে আমারও মনে হচ্ছে কিন্তু ওনার বক্তব্য পেশের ধরণে ব্যাপারটা ঘেঁটে গেছে।
  • pi | 233.176.10.230 | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৪২673789
  • প্রিয়স্মিতার লেখাটা শেয়ার করলাম।

    'নেটনিউট্রালিটি বা savetheinternet নামে যে ক্যাম্পেন চলছে গোটা ভারত জুড়ে, তার ছাপ পড়ে কোলকাতাতেও। AIB র বানানো ভিডিও দ্যাখা থেকে TRAI কে মেইল করা, আমরা আরো কি করা যায় তা নিয়ে নানান আইডিয়া নিয়ে আলোচনা চালাচ্ছিলাম, নানান ওপিনিয়ন শেয়ার করছিলাম। তাতে ঠিক হয়, যে সল্টলেকের কলেজ মোড়ে আমরা ওখানকার পথচলতি মানুষদের এটা নিয়ে কি মতামত জানব, তাদের স্বাক্ষর নেব, যারা নেটনিউট্রালিটির পক্ষে, আর সেগুলোর সাথে একটা ডেপুটেশন লিখে TRAI এর অফিসে জমা দেব। প্রায় ২০০-র উপর মানুষ সই করেন নেট নিউট্রালিটির পক্ষে। মজার ব্যাপার, এরম মন্তব্যও কানে আসে, কেয়া ইয়ার! বাস এক ইন্টারনেট মেহি কুছ তো ফ্রীডম মিলতাহে, ওভি কাট যায়েগা, তো বাঁচেগা কেয়া?! সই আর ডেপুটেশন নিয়ে TRAI এর অফিসে গেলাম। সল্টলেকের BSNL অফিস টা বেশ মজার জায়গায়, একদিকে অন্ধকার ভাঙ্গাচোড়া BSNL অফিস, উল্টোদিকে ঝকঝকে AIRTEL এর অফিস। মনে হচ্ছে রাস্তার এপার কহে অযত্নে সরকারী, সবকিছু প্রাইভেট হওয়া খুবই দরকারী। সল্টলেকের BSNL অফিসের মধ্যেই TRAI এর দপ্তর। গোটা ইস্টার্ন জোন সামলানো হয় ঐ অফিসটা থেকে। Advisor নিজে টেবিলে নেটনিউট্রালিটি নিয়ে একগাদা কাগজ পত্র, চিঠি নিয়ে বসে আছেন, আর ঘনঘন অন্যান্য রাজ্যের TRAI এর দপ্তর থেকে আসা ফোন সামলাচ্ছেন। কথপোকথনটা লিখছি, পড়ে রাগ হবে, বিদ্রুপ ও হতে পেরে, মেজাজ গরম ও হয়ে যেতে পারে, করুণা ও হতে পারে।
    আপনি কি জানেন ইতিমধ্যে প্রায় ১০ লাখ মেইল TRAI এর কাছে জমা পড়ে গেছে যেখানে এই ১০লাখ মানুষ জানাচ্ছেন যে তারা নেট নিউট্রালিটি চান?
    উঃ না দেখুন, ঐ ১০লাখ মেইলের বেশিরভাগ মেইলে একই জিনিস লেখা আছে, একটি নির্দিষ্ট সাইট থেকে প্রায় সব মেইল করা হয়েছে, ফলে ব্যাপারটা ১০ লাখ না, ৮ লাখ মেইল যদি same content ওয়ালা হয়, তাহলে তো সেটাকে একটা মেইল হিসেবেই দেখবো, না?
    মানেটা কি? এক বক্তব্য আছে, তো? ১০ লাখ মানুষ ঐ লিঙ্কটা ক্লিক তো করেছে, মেইলটা পাঠানোর initiative তো নিয়েছে, এটাকে আপনি ১০ লাখ response হিসেবে দেখবেন না?
    উঃ দেখুন এটা ইলেকশন হচ্ছেনা, সঙ্খ্যা দিয়ে কিছু যায় আসেনা।
    মহা মুশকিল তো! আচ্ছা আপনি তো নেট ব্যবহার করেন?
    উঃ হ্যাঁ করি।
    তো আপনার মনে হয়না যে নেট নিউট্রালিটি উঠে যাওয়াটা নেট user দের জন্য খুব থ্রেটনিং?
    উঃ হ্যাঁ মনে হয় তো। কিন্তু দেখুন এই যে আগে নেট ডায়াল আপ ছিল, এখন ব্রডব্যান্ড ব্যবহার করেন, 3G থেকে 4G আসছে, এগুলোর জন্য তো infrastructure লাগে, তার জন্য তো investment লাগে। TRAI খুব টেনশনে থাকে, একদিকে consumer দেরও খুশি করতে হবে, আরেকদিকে private industry দেরও। আমরা সমস্যায় পড়ে যাই। আর company গুলোকে সন্তুষ্ট না করতে পারলে ইনভেস্টমেন্ট কোত্থেকে আসবে বলুন?
    কেন সরকার ইনভেস্ট করবে? টাওয়ার যে কোম্পানিগুলো বসায়, সেতো সরকারের টাকা মেরেই করে। এটা তো সরকারই দায়িত্ত্ব নিতে পারে
    উঃ- হ্যাঁ এইটা একটা অপশন হতে পারে।
    এটা একটা অপশন হতে পারে? সরকারী একটা সংস্থার কর্মচারী হয়ে আপনি বলছেন এটা একটা অপশন হতে পারে? এটাই তো অপশন হতে পারে। সরকার যদি ঠিকঠাক পরিকাঠামো দেবে বলে মনে করে, তাহলে সেটা যে কি উন্নত হতে পারে, সেটা যাদবপুরের মেশিন শপ দেখলেই বোঝা যায়, IIT গুলোর ল্যাব দেখলেই বোঝা যায়, সরকার পরিষেবা দিতে পারেনা, ইত্যাদি ঢপ দিয়ে লাভ নেই।
    উঃ- দেখুন সেটা তো আর বলে লাভ নেই। আপনারা TRAI এর সাইটে নজর রাখুন। এটা একটা recommendation ছিল জাস্ট। পাব্লিক রেস্পন্স নিশ্চই দেখা হবে। পার্লামেন্টে যদি বিল আনার প্রস্তাব যায়, তার আগে মিনিস্ট্রির সাথে আলোচনা হবে। তার আগে TRAI পাব্লিক discussion করবে, তাতে সব পার্টিই থাকবে, সাইটে নজর রাখুন, দেখতে পেয়ে যাবেন।
    নজর রাখি, TRAI এর অফিসটা তো চিনেই এসছি, সরকারের মনে হোক বা না হোক, যারা সরকারটা বানিয়েছে, যাদের জন্য সরকারটা আছে, তারা তো গিয়ে সরকারকে নিজের দায়িত্ত্বটা মনে করিয়েই দিতে পারি, তাই না? smile emoticon'
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৮673790
  • আশা করব সরকার এর মধ্যে অযথা নাক গলাবে না আর সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টার থেকে বিরত থাকবে। ইন্টারনেট টা যেন আরেকটা DD1 না হয়ে ওঠে।
  • pintu | 87.109.141.138 | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১১673791
  • বিপ, আপনি যা যা বললেন তার থেকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। সেটা হল গুগল যদি এখন কমকাস্টের আর্ম টুইস্টিং করে ফেভারেবল টার্মস আদায় করে, তাহলে নেট নিউট্রালিটি তুলে দিলে কেন গুগল কমকাস্টের আর্ম টুইস্টিং করতে পারবে না। সেটা না বোঝানো অবধি আপনার বাকী যুক্তির কোন দাম নেই।

    আর একটা কথা। আপনি বড্ড বেশী জিনিষ অন্যদের সম্বন্ধে অ্যাজিউম করে নেন। আপনি কি করে ধরে নিলেন লিংক ব্যান্ডউইডথ আর রাউটার ব্যান্ডউইডথের তফাৎ আমি জানি না? কিন্তু যেটা আমি সত্যিই জানি না, নেট নিউট্রালিটির সাথে এটার কি সম্পর্ক। কমকাস্ট কি কনট্রাক্টে বলে দেয় যে এই ৪০ জিবিএস শুধু লিংক ব্যান্ডউইডথ, রাউটার ব্যান্ডউইডথ না। নাকি কমকাস্টের প্ল্যান হল লিংক ব্যান্ডউইডথ দেখিয়ে পয়সা আদায় করে পরে রাউটারে গিয়ে হাত তুলে দেওয়া? গুরু, তুমি এই যে পয়সা দিয়েছ সেটা খালি ব্যাকবোনে ট্রাফিক ঢোকানোর জন্য। যদি চাও যে সে ট্রফিক ওদিক দিয়ে কাস্টমারের কাছে পৌঁছবে তো একস্ট্রা পয়সা ছাড়। আপনি কি বোঝেন কাস্টমারের কাছে এই যুক্তি কেমন শোনায়?
  • pintu | 72.210.69.5 | ২৬ এপ্রিল ২০১৫ ১২:৩৮673792
  • হ্যাঁ, আপনি দেখলাম পিএইচডি করা টরা নিয়ে অনেক কথা বলেছেন। সে সব বলে লাভ কি? মন দিয়ে যুক্তি দিন না। তাতে সকলেই কিছু শিখতে পারে। কে বামপন্থী কে দক্ষিণপন্থী আর কে খচড়াপন্থী আর কে পিএইচডি জেনে কি হবে?

    আপনার তর্কের কায়দাটা কিন্তু একদিক দিয়ে বেশ। যুক্তি না দিয়ে কিছু বড় বড় টার্ম আর গালাগালি ভাসিয়ে দেওয়া। এমটেকের সময় আমাদের এক অধ্যাপক ছিলেন। তাঁর দেওয়া কোন তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করলে তিনি এই পথ নিতেন, জান আমার অ্যাডভাইসর এই নিয়ে কত কাজ করেছেন, জান আমার ঘরে এই টপিক নিয়ে কতগুলো জার্নাল আর বই আছে ইত্যাদি ইত্যাদি। আমরা বলতাম প্রুফ বাই ইন্টিমিডেশন। ঃ-)
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ১২:৫৬673793
  • বিপ আর pintuর ডিবেটটা আগ্রহ সহকারে পড়ছি। আমার মনে হচ্ছে বিপ গ্রাউন্ড রিয়েলিটির ওপর জোর দিচ্ছেন, মানে ব্যবসায়ে কি হয়। আর pintu বোধায় ব্যবসায়ে কেন হয় আর কি হলে ভাল হয় সেটা বলতে চাইছেন। (এক্কেবারে আন্দাজে ঢিল ছুঁড়লাম)। পরষ্পরকে আক্রমন না করে ডিবেটটা চালিয়ে গেলে আরো কিছু জানতে পারবো।

    "সেটা হল গুগল যদি এখন কমকাস্টের আর্ম টুইস্টিং করে ফেভারেবল টার্মস আদায় করে, তাহলে নেট নিউট্রালিটি তুলে দিলে কেন গুগল কমকাস্টের আর্ম টুইস্টিং করতে পারবে না। "

    pintu, এরকম কি হতে পারে, যে কমকাস্ট আর গুগল দুজনেই দুজনের সাথে লড়ছে আর নানা ভাবে পরষ্পরের আর্ম টুইস্টিং করে যাচ্ছে? দুজনেরই ওভারল উদ্দেশ্য লাভ বেশী করা, আর তার জন্য যা করতে হয় আর কি। এইজন্য আন্দাজ করছি, কারন বেশীরভাগ মার্কেটেই বিগ প্লেয়াররা নানান ফ্রন্টে একে অপরের সাথে লড়ছে বা কার্টেল বানাচ্ছে। রিলায়েন্স আর টাটা নানান এরিয়াতে একে অপরের আর্ম টুইস্টিং করে চলেছে, আবার দরকার হলে কোলাবোরেটও করছে। আরেকটা উদাহরন আপেল আর সামসুং। ইন্টারনেটের বিগ প্লেয়াররাও হয়তো একইভাবে কম্পিট করে চলেছে। নেট নিউট্রালিটি তুলে দিলেও গুগল লাভ করবে, আবার থাকলে আরো বেশী লাভ করবে, আর কমকাস্টের ক্ষেত্রে উল্টোটা, তাই যুদ্ধ, এরকম ব্যাপার কি?
  • pintu | 47.220.35.61 | ২৬ এপ্রিল ২০১৫ ১৩:২২673794
  • ডিসি যে বললেন গুগল, কমকাস্ট ইত্যাদিরা পরস্পরের আর্ম টুইস্টিং করার চেষ্টা চালিয়ে যায় এটা একেবারে খাঁটি কথা। যেটা আমার কাছে স্পষ্ট নয় সেটা হল এই মুহুর্তে যদি গুগল এই আর্ম টুইস্টিং এর ব্যাপারে কমকাস্টের চেয়ে সিগনিফিক্যান্টলি বেটার পজিশনে থাকে (বিপ বলছেন আছে, এবং সেই জন্য কমকাস্ট গুগলকে বিভিন্ন রকম সুবিধাজনক কন্ট্রাক্ট দেয়) তাহলে নেট নিউট্রালিটি তুলে দিলে গুগলের কি অসুবিধা হবে?

    আমার রিডিং হল কমকাস্ট একটা কন্ট্রাক্ট করে যেখানে পরিস্কার করে বলা থাকে না যে কন্ট্রাক্ট হল লিংক ব্যান্ডউইডথের জন্য। কমকাস্ট যে রাউটার রাখে সেগুলো এত ব্যান্ডউইডথ ক্যারি করার মত নয়। সুতরাং কেউ যদি লিংক ব্যান্ডউইডথ পুরো ব্যবহার করতে থাকে তো কমকাস্টের রাউটারের খুব অসুবিধা হয়। কমকাস্ট এতদিন রাউটার ইত্যাদি আপগ্রেড করার জন্য রিসার্চ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এসব ঠিক করে করে নি। এখন সেই খরচ ফেসবুক গুগলের ঘাড় দিয়ে তুলতে চাইছে। আপনিও সাধারন ইউজার হিসেবে লিংক লেভেলেই এই অসুবিধা ফেস করেন। আপনার কন্ট্রাক্টে কমকাস্ট বলে আপ টু সাচ অ্যান্ড সাচ এমবিপিএস। কিন্তু হাই ট্রাফিক পিরিয়ডে প্রায় কখনৈ আপনি সেই ব্যান্ডউইডথ পান না। আপনার আমার সাথে ঠগবাজী করে কমকাস্ট পার পেয়ে যায়। গুগল ফেসবুকের পয়সা এবং এক্সপার্টাইজ দুটৈ আছে। সুতরাং তাদের সাথে কমকাস্টের একটু ব্যাথা হচ্ছে। এখন এরা চাইছে রেগুলেটরি বডিগুলো কমকাস্টকে অধিকার দিক রাউটারে ট্রাফিক টাইপের ওপর নির্ভর করে প্যাকেট ড্রপ করার, একস্ট্রা চার্জ করার। যাতে এদের নেটওয়ার্ক আপগ্রেড করার টাকা গুগল ফেসবুক এই একস্ট্রা চার্জের মাধ্যমে দিতে বাধ্য হয়।

    সাধারন ইউজার হিসেবে কমকাস্ট থাকুক কি উঠে যাক তাতে আমার কি? কমকাস্ট উঠে গেলে গুগল ফেসবুক এদেরই ব্যাকবোন বানিয়ে নেট চালাতে হবে। তারা তাই করবে তখন। কমকাস্টের বদলে গুগলের কাছে নেট সার্ভিস কিনব।

    কিন্তু আমার রিডিং হল কমকাস্ট নেট নিউট্রালিটি থাকলেও উঠে যাবে না। যাস্ট কিছুদিন কম প্রফিট করে, ধার করে নিজেদের ব্যাকবোন প্রপারলি আপগ্রেড করবে। প্রপার ইঞ্জিনিয়ারিং রিসোর্সে ইনভেস্ট করবে। এইসব হবে।
  • dc | 132.164.31.44 | ২৬ এপ্রিল ২০১৫ ১৩:৪৬673796
  • " যেটা আমার কাছে স্পষ্ট নয় সেটা হল এই মুহুর্তে যদি গুগল এই আর্ম টুইস্টিং এর ব্যাপারে কমকাস্টের চেয়ে সিগনিফিক্যান্টলি বেটার পজিশনে থাকে (বিপ বলছেন আছে, এবং সেই জন্য কমকাস্ট গুগলকে বিভিন্ন রকম সুবিধাজনক কন্ট্রাক্ট দেয়) তাহলে নেট নিউট্রালিটি তুলে দিলে গুগলের কি অসুবিধা হবে?"

    আবার একটু আন্দাজ করি, অন্য ব্যব্সার সাথে তুলনা করে। গুগল হোক কি কমকাস্ট, টাটা কি রিলায়েন্স, যে কোন ব্যবসার নীতি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশনে। কাজেই গুগল যদি আর্ম টুইস্টিংয়ে সুবিধেজনক অবস্থায় থাকেও, তো আরো বেশী আর্ম টুইস্টিং করতেই থাকবে যাতে আরো বেশী লাভ হয়। কারন তাতেই গুগলের স্টেকহোল্ডারদের লাভ। যেমন দেখুন ওয়ালমার্ট বা আপেল ওদের ডিস্ট্রিবিউটরদের ওপর সুবিধেজনক অবস্থায় থাকে, তবুও আর্ম টুইস্টিং করেই চলে। কাজেই গুগলের এখন অনেক প্রফিট হচ্ছে তাই নেট নিউট্রালিটি তুলে দিলে ওদের কি আসে যায়, এই প্রশ্নটা বোধায় ঠিক না। আমার দেখা যেকোন কোম্পানির নীতি হলো গ্রিড ইজ গুড, যতো পাবো ততো খাবো। গুগলেরও এই পলিসি, কমকাস্টেরও এই পলিসি, মাইক্রোসফটেরও এই পলিসি। (অন্য ব্যবসায়ে মোটামুটি এই পলিসি চলে জানি, আইটি ব্যবসাতেও চলে সেটা আন্দাজ করে নিলাম। জানিনা আন্দাজটা ঠিক হলো না ভুল)।

    আর কমকাস্ট কি গুগল উঠে গেলে আমারো কিস্যু যায় আসে না, আমি তো উল্টে চাই এরা আরো বেশী করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করুক যাতে আমি কনজুমার হিসেবে সুবিধা পাই। আপনি যেটা বললেন, কমকাস্ট প্রতিযোগিতায় পড়ে রিসার্চে বেশী ইনভেস্ট করবে, তা তো হতেই পারে। প্রতিযোগিতা হলে ইনোভেশনও আসে, সার্ভিসও বেটার হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন