এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটি-বহ্বারম্ভে লঘুক্রিয়া

    bip
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৫ | ১০১২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৩673688
  • হে হে, আরো একবার মনে করে দিই - দুনিয়া জুড়ে কত কেস।

    ইউনাইটেড স্টেট্‌স ভার্সেস মাক্রোসফ্ট --- স্টপ মনোপলি। এন্ড ইট স্টপ্‌ড। গ্রেট।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৩673687
  • আমি একটু বিজনেসের বাইরে বেরিয়ে দেখতে ভালোবাসি। বিজনেস হিসেবে না দেখেও নেট-বেজড কম্পিউটেশনের প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর নতুন বিজনেসও তৈরী হয়েছে।

    ডিসি বরং একটু অন্যভাবে ভাবুন। নিজেকে স্টার্ট-আপ সার্ভিস প্রোভাইডার হিসেবে। তাহলে দেখবেন আপনার জন্যেও মাঠটা আর সমান থাকলো না। আপনি ফ্লিপকার্টের মত কিছু একটা বানালেন, অথচ আপনার কন্টেন্ট আটকে দেওয়া হল বা প্রচন্ড স্লো করে দেওয়া হল - সিলেক্টিভলি। আপনার সার্ভিস দাঁড়ানোর আগেই উবে যাবে। অবিশ্যি আপনি বলতেই পারেন যে আপনি বেশি টাকা দিয়ে বল্লেন বেশি ফাস্ট অ্যাকসেস দিতে। সে ফ্লিপকার্টও আরো বেশি দিয়ে আবার স্কোয়্যার ওয়ানে ফিরিয়ে নিয়ে যেতে পারে। স্টার্ট-আপ হিসেবে আপনি এখনকার মেগাস্টোরগুলোর সাথে কম্পিট করতে পারবেন?
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৪673689
  • এয়ারটেলে আমার অ্যাকউন্টে একটা অপশন থাকবে। সেখানে আমি ঠিক করে দেব কোন সাইট কি স্পিডে চাই, আর তার পাশে লেখা থাকবে সেই স্পিডের দাম কতো। এটা এয়ারটেল ইমপ্লিমেন্ট করতে চায়। আমার এই চয়েস আর এয়ারটেলের এই বিক্রি করার ইচ্ছে, এটা নেট নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে? আরেকটা প্রশ্ন, এটা উল্টোভাবে করলে নিউট্রালিটির পক্ষে বা বিপক্ষে? ফ্লিপকার্ট হাইস্পিডে ডেটা পাঠাতে চায়, অ্যামজন আরেকরকম স্প্ডে পাঠাতে চায়, এয়ারটেলকে টাকা দিয়ে। যারা একস্টা পয়সা দেবেনা তারা নর্মাল স্পিড।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৫673690
  • "এটাই তো ঠিকঠাক নিউট্রালিটি মনে হয়।"

    নিউট্রালিটি দরকার কিনা সেই প্রশ্নই তো করছি ঃ-)

    পরে আসব।
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৫673691
  • "এটাই তো ঠিকঠাক নিউট্রালিটি মনে হয়।"

    নিউট্রালিটি দরকার কিনা সেই প্রশ্নই তো করছি ঃ-)

    পরে আসব।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৬673692
  • না না, প্রশ্নটা হল, একজন কনজিউমার হিসেবে আপনি হাই স্পিডের জন্য কেন বেশি টাকা দেবেন? শুধু ফ্লিপকার্ট হাই স্পিডে দেখা যাবে বলে, নাকি যে কোনো সাইট হাই স্পিডে দেখা যাবে বলে।
    চয়েস টা তো অবভিয়াস - তাই না?
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৯673694
  • এইবার বুয়েচি, একক ছদ্ম ওপেন-মার্কেটি, ভেতরে ভেতরে মনোপলির ভক্ত, কনজিউমারের ওপেন চয়েস মোটেই পছন্দ না -- আসলে টাইটলি কন্ট্রোল্‌ড ইকনমির খুব ফ্যান। বলতে চায় না, কিন্তু তক্কের সময় বেরিয়ে যায় ঃ-)
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১২:৫৯673693
  • আমি পয়সা দিচ্ছি স্পিড এর জন্যে এটা তো এক্সিস্টিং কন্ট্রাক্ট নেচার । এক্সিস্টিং কন্ট্রাক্ট নেচার ধরে ফিউচার কন্ট্রাক্ট যার নেচার টাই আলাদা সেটার ভালো মন্দ বিচার হয় কীকরে ?

    আমি যদি বলি আমি পয়সা দিচ্ছি এক্স,ওয়াই,জেড তিনটে ওয়েব সার্ভিসের জন্যে ......তাহলে ? ন্যাচেরালি সার্ভিস ওয়াইস রেট্ আলাদা হবে । সেখানে অনেক বেশি ক্লারিটি থাকবে একচুয়ালি কী সার্ভিস এভেইল করছি এবং কী পে করছি । দিস ইস মাই চয়েস ।

    দুটো আলাদা বিসনেস মডেল । কোনটায় কনসিউমার এর লাভ বেশি কোনটায় কম ,কোন সেক্টরের কনসিউমার কোনটার দিকে বেশি ঝুঁকবে এগুলো নিয়ে বরং কথা হতে পারে । আলাদা করে কাস্টম প্যাকেজ মানেই চয়েস নেই এসব রটানো সিম্পলি ভুডু প্রাকটিস :)
  • potke | 190.215.38.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:০৬673695
  • ডিসি কে একটা কথা বলার ছিল- গুগলে কোনো সার্চ স্ট্রিং দিয়ে দেখবেন রেসাল্টের সাথে টাইম ও দেখায়, যেমতি 0.54 seconds। গুগলের কারেন্ট এন্ডেভার হচ্ছে এই টাইম কমানো--এর সাথে উন্নততর ব্যাকবোন উইকলি কো-রিলেটেড।

    বিশদে জানতে চাইলে পেজ র‌্যান্ক অ্যালগো থেকে শুরু করতে পারেন, যদিও গুগল এস-ভি-ডি থেকে অনেক পথ পেরিয়ে এসেছে।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:০৬673697
  • ট্রল করে লাভ নেই এল্সিয়েম :) ওপেন মার্কেট এর লোকেরা কেন ইন্টারনেট ফ্রিডম একট চায় কেন নেট নিউত্রালিতির বিরুদ্ধে এগুলো নিয়ে অন্য toi তে বিশদে লিখেছি । আমি ঠিক ওই বামপন্থী খোলের মধ্যে থেকে "চয়েস" ব্যাপরটা দেখিনা । চয়েস এর সেন্স টাই আলাদা । আমি এবং আমার কন্ত্রাক্তি বাদে অন্য যে কেও আমার চয়েসে মাথা গলাবে এটাই কমপ্লিটলি স্তেতিস্ট স্টান্স । লেফট দের কাছে হুইচ ইস কয়ায়ত এক্সেপ্তিবল :) আর ইকনমি টা বিশদে পড়ার জিনিস ।কাট-পেস্ট এর নয় ।

    আরেকটা পয়েন্টার দিয়ে যাচ্ছি । আমি সেক্স সিলেক্টিভ এবরশন এর সমর্থক । এটা চয়েস । ফ্যামিলি প্ল্যানিং এ স্টেট মাথা গলানো পছন্দ করিনা । কিন্তু আপনি এর বিরোধী ,তাই তো ? এগোবেন না........বেশি এগোলে কারা স্তেতিস্ট ,কারা মনোপলির ভক্ত সব ঝুলির বেড়াল বেড়িয়ে
    পর্বে ।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:১৪673698
  • অস্ট্রিয়ান স্কুল খুব পরিস্কারভাবে ব্যাখ্যা করে কেন মনোপলির ইভিল কে স্টেট দিয়ে আটকানো যায়না বরং আরও বেড়ে যায় । নেট এই বইপত্র পেয়ে যাবেন । এটা খুব মজার যে ফার রাইট রা লেফট-রাইট দুটোই পড়ে আর লেফট রা কীকরে যেন কোন উপায়ে রাইট ইকনমি আদৌ না ঘেঁটে মন্তব্য করার জায়গা পেয়ে যায় :)
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:১৫673699
  • ও, ওক্কে, তাইলে এককবাউ ওপেন মার্কেটের ফরে - মে বি, হোয়াটএভার !
    আই ডোন্‌ট বিলিভ ইন লেফ্ট-রাইট-নর্থ-সাউথ। আই অ্যাম সুবিধাবাদী, অপোরচুনিস্ট।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:২৩673700
  • বোঝো! এগ্জাম্পেল দিই, অথ্চ দেখেও দেখে না।

    ওরে বাবা, বেসিক্‌স, বেসিক্‌স ---- ওপেন মার্কেট ইজ ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট রুল্‌স এন্ড রেগুলেশন্‌স।

    দ্য ভেরি বেসিক্‌স।
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:২৯673701
  • ওপেন মার্কেট ইস বেসিকালি আ জার্নি অফ ব্রেকিং সেন্ট্রাল রেগুলেশন ।সেখানে মনোপলি -অলিগোপলি এসব রাস্তায় পরবে ।ভাঙ্গতে ভাঙ্গতে এগোবে । কিন্তু সেন্ট্রাল অথরিটি কখনই নয় । সেই যদি সাত মন তেল পুড়িয়ে মাঝে ঘট বসানোই হলো তাহলে আর প্রুন্ধ কী দোষ করেছিল :( কেনই বা রথবার্ড অবধি এগিয়ে আসা । এই রাস্তাটা আলাদা :) এর পরেই ফিউদালিস্ম ।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৩৪673702
  • যাগ্গে, এককের জন্য দিয়ে যাই,
    ফেডারেল ওপেন মার্কেট কমিটি (FOMC) র ওয়েব সাইট, দেখো কারা কন্ট্রোল করে ওপেন মার্কেটে মানি ফ্লো
    -
    The Federal Reserve controls the three tools of monetary policy--open market operations, the discount rate, and reserve requirements. The Board of Governors of the Federal Reserve System is responsible for the discount rate and reserve requirements, and the Federal Open Market Committee is responsible for open market operations.

    http://www.federalreserve.gov/monetarypolicy/fomc.htm
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৩৮673703
  • lcm কে দুবার লিখলাম, আরেকবার লিখে দেখি।

    আমি একশো টাকা দিয়ে কানেকশন নিয়েছি, এক এম্বিপিএস।

    দুশো টাকায় নেক্সট স্ল্যাব, দুই এমবিপিএস।

    আমি দুশো টাকা খর্চা করতে চাইনা। আমি চাই দশ টাকা দিয়ে সিলেক্টিভ সাইট বেশী স্পিডে দেখতে। দশ টাকা দিয়ে বেশী স্পিডে ইউটিউব, দশ টাকা দিয়ে বেশী স্পিডে ফেসবুক ইত্যাদি।

    এটা কনজিউমারের দিক থেকে চয়েস।

    উল্টো দিকে এয়ারটেলও এরকম সিস্টেম ইম্প্লিমেন্ট করতে পারে, একশো টাকায় বেসিক ফ্ল্যাট স্পিড। কিন্তু দশ টাকা বেশী দিলে কনজিউমারের ইচ্ছে মতো সাইট বেশী স্পিডে পাবে।

    আর ফ্লিপকার্ট এয়ারটেলকে বলতে পারে, তুমি কাস্টমারকে একশো টাকায় এক এম্বিপিয়েস যেমন দিচ্ছ তেমন দাও। আমি তোমাকে এক হাজার টাকা বেশী দেব, তুমি ঐ এক এম্বিপিয়েস এর লাইনে আমার ডেটা বেশী স্পিডে (ধরা যাক দেড় এম্বিপিএসে) পাঠাও। কাস্টমার অন্য সব ডেটা এক অম্বিপিয়েসে পাবে, কিন্তু আমারটা দেড় এম্বিপিএসে।

    এই কনজিউমার চয়েস আর বিজনেস চয়েস, এই তিনটে উদাহরন নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে?
  • একক | 24.99.130.140 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৪২673704
  • "ওপেন মার্কেট ইজ ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট রুল্‌স এন্ড রেগুলেশন্‌স।"

    সো ? মার্কেট ইনস্ট্রুমেন্টস বিহেভ ইন মোস্ট সেলফিশ ম্যানার । "ক্রিয়েটেড" বলে কিস্যু হয়না ।ইনকিউবেটেড :) দ্যাট ডাসন্ট গারান্টি হাউ ইট বিহেভস আফটারওয়ার্ডস । বেসিকস বেসিকস করে না চেঁচিয়ে নিজের বেসিকস ক্লিয়ার করুন স্যার । এইযে কিছুক্ষণ আগে নিজেকে অপরচুনিস্ট বললেন একচুয়ালি আপনি সেটা নন । হলে এই ওপেন মার্কেটের ইনহেরেন্ট ফ্যালাসি টা বুঝতে পারতেন । একটা দেশ পোস্ট সিভিল ওয়ার কন্ডিশনে ছিল সেখানে আকাশ থেকে ওপেন মার্কেট করতে হলে হতনা কারণ ইউ ক্যান নট "ক্রিয়েট" ইট । এটা বেসিকালি একটা অপরচুনিস্ট থিওরি যা স্টেট রুলস কে সামনে দেখিয়ে তারপর সেটাই ব্রেক করে ।এবং এস সাচ কোনো স্টেট করেনা । জাস্ট ওভারসী করে করার রাস্তা তৈরী করে দেয় । আপনি যত লজিক দিচ্ছেন তত থট প্রসেস রিভিল হচ্ছে যে সেন্ট্রালি থ্রুআউট রেগুলেট করায় বিশ্বাসী । সেটা স্বীকার করতে দ্বিধা ক্যানো :)

    আপনি বরং আরও গুগল সার্চ করুন "আর্গুমেন্টস এগেইনস্ট ওপেন মার্কেট" দিয়ে ।আমি কফি খেতে যাই ।অপাপ্তত টাটা :)
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৪৪673706
  • কনজিউমারের ইচ্ছে হলে মনে হয় লোকজন আপত্তি করবে না, কারণ তার নিজের চয়েজ সে কোনটা বেশি দেখবে। কিন্তু এক বিলিয়ন কনজিউমারের যদি এক বিলিয়ন চয়েজ হয় তাহলে তার টেকনিক্যাল ফিজিবিলিটি নিয়ে প্রশ্ন আছে।

    বিজনেস চয়েজ হলে আপনি একটু আগে দেওয়া স্টার্ট-আপের উদাহরণটা নিয়ে ভেবে দেখুন।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৪৪673705
  • ডেফিনিশন --- (আমার না, কাট-পেস্ট)

    What is Net Neutrality?

    It means that Internet service providers should provide us with open networks — and should not block or discriminate against any applications or content that ride over those networks. Just as your phone company shouldn't decide who you can call and what you say on that call, your ISP shouldn't be concerned with the content you view or post online.

    ব্যস, সিম্প্‌ল।
  • একক | 24.96.28.167 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৪৬673709
  • আআ মোলো যা ! ফেডারেল গভ যেখানে রাইট লিবার্তেরিয়ান দের কংগ্রেসম্যান সবচে কম আর দুনিয়ার কিনিসিয়ান স্কুলের লোক বসে আছে ,তাদের লিংক দেখে অস্ট্রিয়ান ধ্যানধারণা বুঝতে হবে শেষে ? :(( ওরা একটা আধা-মনোপলি সিস্টেমকে ওপেন মার্কেট বলে চালায় ।এতো গণশক্তি পড়ে বামপন্থা বোঝার সামিল । ঘাট হয়েছে মশাই :)))
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৪৮673710
  • বোঝো! মার্কিন সিস্টেম তাহলে ওপেন ইকনমি নয়। কি গেরো !
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫০673711
  • Calm, আমি লাইফে নিউট্রালিটির খুব একটা ভক্ত নই, সব সময়ে তার দরকার হয় বলেও মনে করিনা। মাইক্রোসফটের মনোপলির সময়ে সান কম্পিট করতে পারেনি, কিন্তু গুগল পেরেছিল। যে স্টার্টাপ পারবেনা, সে হেরে যাবে। যে পারবে সে গেম চেন্জ করে দেবে। স্টার্টাপ পারবেনা বলে অন্য বিজনেসকে কিছু একটা করতে দেওয়া হবেনা, এতে খুব বেশী বিশ্বাস করিনা।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫১673712
  • *মার্কেট ইকনমি নয়
  • dc | 132.164.65.145 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫৩673713
  • টেকনিকালি অসুবিধে থাকলে হয়তো করা যাবেনা, সে নিয়ে কিছু বলার নেই। তবে এটা তো বেসিকালি মিটার বসানোর মতো, এক বিলিয়ন ইউসার নিজের নিজের মিটারে চুজ করবে কতো স্পিডে কি সাইট দেখবে আর তার জন্য কতো টাকা দেবে। যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এরকম একটা সিস্টেম নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে?
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫৪673715
  • কল্লোলদা একবার লিখেছিল, কোনো একটা থ্রেডে, খোলা বাজার মানে কনজিউমারের টা খোলা, যখন পারো এসে মেরে যাও। নট দ্য আদার ওয়ে রাউন্ড। এই প্রসঙ্গে মনে পড়লো ঃ)
    এককদা, ডিসি এঁরা একটা বেসিক জিনিস বুঝছেন না - বেশী দাম দিয়ে হাই স্পিডে ফেসবুক করতে দেওয়াটা মেইন প্রবলেম নয়। প্রবলেম হল এইটা করতে দিলে আই এস পি কে নেটওয়ার্ক স্ট্যাকের এমন কিছু জায়গায় হাত মারার রাইট রাইটস দিতে হবে যেটাকে খুব সহজে এক্ষপ্লয়েট করে আই এস পি রা নিজেদের লাভের জন্যে পুরো ইন্টারনেট ব্যবস্থাটাকে জিজিতে পাঠাতে পারে। ইন্টারনেট এই মুহূর্তে যেমন আছে, মোটামুটি একটা জেনেরিক ফ্রেমওয়ার্ক ফর ক্যারিং আইপি প্যাকেট্স, সেটা থেকে ইন্টারনেট জাস্ট কিছু টুল আর সার্ভিসের বান্ডিলে পরিণত হবে, এবং সেটা খুব খুব অ্যালার্মিং কন্ডিশন। শুরু থেকে ঐভাবে চললে আজকে ইন্টারনেট টেকনলজি যে জায়গায় গেছে তার ধারেকাছে যেত না, বড়জোর কেবল টিভির বড়ভাই হয়ে থেকে যেত জাস্ট।
    এই থ্রেডেই দমুদি লিখেছিল, যে এসেমেস করতে কয়েক পয়সা খরচা হয়, সেটা টেলিকম প্রোভাইডাররা প্রায় দশগুণ চার্জ করতো। সব কটা প্রোভাইডার, সব। তখন কোথায় খোলা বাজার, কোথায় কম্পিটিশন। এখন হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় সেই মধুর ভাঁড়ে টান পড়েছে, তাই হাঁউমাউ করছে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫৪673714
  • কম্পিটিশন ফেয়ার গ্রাউন্ডে হয়।

    আপনি রেসে কম্পিট করতে চাইলে স্পীডে করবেন। আপনার কম্পিটিটরকে হ্যান্ডিক্যাপ দেওয়া মেনে নেবেন কি?

    গুগুল আর মাইক্রোসফট সম্পূর্ণ আলাদা বলগেম। একজন টেনিস, আরেকজন ফুটবল। এইগুলো না একটু খেটে পড়তে/বুঝতে হয়। গুগুলের ইউএসপি একেবারেই অন্য জায়গায় ছিলো যেখানে মাঃসঃ বিং-এর আগে কখনো হাতই দেয়নি।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫৯673716
  • @ডিসি - হুঁ, আপনি যে মানি ক্যান/শুড বাই এভরিথিং এর পক্ষে সেটা জানি। কিন্তু মনে হচ্ছিলো যে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও আপনি এটুকু বুঝবেন যে কম্পিটিশন লেভেল প্লেয়িং ফিল্ডে হয়।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৩:৫৯673717
  • উইকি ডেফিনিশন,
    Net neutrality is the principle that Internet service providers and governments should treat all data on the Internet equally, not discriminating or charging differentially by user, content, site, platform, application, type of attached equipment, or mode of communication.
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:০৪673718
  • "এসেমেস করতে কয়েক পয়সা খরচা হয়, সেটা টেলিকম প্রোভাইডাররা প্রায় দশগুণ চার্জ করতো। সব কটা প্রোভাইডার, সব। তখন কোথায় খোলা বাজার, কোথায় কম্পিটিশন। এখন হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় সেই মধুর ভাঁড়ে টান পড়েছে, তাই হাঁউমাউ করছে।"

    এইটাই হল আসল কথা। এসএমএসের উল্টোদিকে হোয়াটস-অ্যাপ, আর আইএসডির উল্টোদিকে ভাইবার। বেসিক্যালি এখানে কম্পিটিশনে গোল খেয়ে এখন মাঠটাকে নষ্ট করে দিতে চাইছে, যাতে ইন্টারনেট ট্রাফিকে ওদের কথাই শেষ কথা হয়। ডিসি ভেবে দেখুন এটা "কম্পিটিশন" কিনা।
  • lcm | 118.91.116.131 | ২৮ এপ্রিল ২০১৫ ১৪:০৮673720
  • ডিসি,
    নেট নিউট্রালিটি - মোটেই আইএসপি-র প্রাইসিং নিয়ে কিছু বলছে না। ক্যারিয়ার যে স্পিডে যা খুশী প্ল্যান/প্রাইস করতে পারে, মাসে লাখ টাকাও চাইতে পারে, দ্যাট ইজ ফাইন। কিন্তু ফ্লো অফ কনটেন্ট কন্ট্রোল করতে পারবে না, বিকজ, দে ডোন্‌ট ওন কনটেন্ট, দে আর ক্যারিয়ার অফ কনটেন্ট।
    এইটা হল রুল - ফ্রি ফ্লো অফ ইনফরমেশন। নাথিং টু ডু উইথ স্পিড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন