এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩৫০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ১৪ মে ২০১৫ ২০:৪০676428
  • ঈশর বিশ্বাস জনিত মরালিটি থেকে করেনা সেটা সবাই জানি , আর আস্তিকরা বলেন এটা মরালিটি, যা কিনা ঈশ্বরবিশ্বাস থেকে আসে .. এদুটো পরস্পরবিরোধী হয়ে গেল না ?
    সবাইয়ের মধ্যে আস্তিকদের না ধরলে আলাদা কথা আর ধরলে প্রশ্ন হল, আস্তিকরা এটা কীভাবে কেন ধরছেন ? মানে, প্রশ্নটা আপনাকে নয়, যে আস্তিকেরা বলেন আমার জিন প্রোপাগেটেড হবেনা এমন কোন কাজ আমরা করলে সেটা ঈশ্বরবিশ্বাসজাত মরালিটি থেকে আসছে , তাঁদেরকে।
  • san | 11.39.33.192 | ১৪ মে ২০১৫ ২১:০৩676429
  • হুচি কি আমায় বললি ? না না অত সিরিয়াস কেস কিছু হয় নি। সকলেই কুলকাল ছিল। আগের জেনরেশন তায় অ্যারেঞ্জড ম্যারেজ এরকম এক দুটো কেস জানি , সব হয়তো বিয়ের আগে ক্লিয়ার কথা হয়ে থাকে নি ( যেমন ফোর্জিদি বলল ) তাই এক দুটো ক্যাজুয়াল কথা হয়ে থাকবে। কখনো কেউ একবারও একটুও অনুরোধ করে নি বললে মিথ্যাভাষণ হবে বলে ঐটুকু উল্লেখ করলাম। টানাপোড়েন হবার মত ডেফিনিটলি কিছু হয় নি , এটা জোর দিয়ে বলতে পারব।

    আমায় না বললে ইগনোর , টইয়ের বিবর্তনে আমি খেই হারিয়ে ফেলছি :-D
  • sm | 233.223.159.253 | ১৪ মে ২০১৫ ২১:১৫676430
  • ইভলুশন বলছে একটি স্পিসিস নিজেদের মধ্যে বা অন্য স্পিসিস এর সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছে,খাদ্য, সেক্স ও অস্তিত্ব রক্ষার জন্য। এই যুদ্ধে যে জয়ী হচ্ছে,নেচার তাকেই পালন করছে।নেচার এ ব্যাপারে বড় নির্মম।
    যদি কেউ পাস না করে তাঁর অস্তিত্বই সংকটে পড়বে।একদল পাখি অন্য প্রজাতির ছানা খেয়ে নেয় (চুরি),কোকিল কাকের বাসায় ডিম পাড়ে( কৌশল),একটি গাছ ফুলে মধু রাখে পলিনেসনের জন্য( কৌশল)।অর্থাত ছলে বলে কৌশলে ধরিত্রী জয়।
    মানুষের মধ্যেও নিশ্চয় এই গুন বর্তমান।অতীতে বিভিন্ন গোষ্ঠির মধ্যে এই খাদ্য ও সেক্স এর অধিকার নিয়ে সংগ্রাম হত তো। সুতরাং আইন বাঁচিয়ে যদি কেউ চুরি, চামারি, গায়ের জোর ফলিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে, সেই টিকে থাকবে। রেড ইন্ডিয়ান, এব অরিজিন, কত প্রজাতির মানুষ তো এই কারণেই কমে যাচ্ছে।
    সুতরাং বিজ্ঞান কে পুরোপুরি মানতে গেলে আইন মানা যাচ্ছেনা।আবার আইন এসে বিজ্ঞানের পায়ে শেকল পড়াচ্ছে।
    মানুষ বুদ্ধিমান জাতি, তাই আইনি শাসন মেনে নিয়েছে।
    কিন্তু আইনের বাইরেও তো কিছু জিনিস থাকে, যেমন ভালবাসা, মমত্ব বোধ,বিবেক ইত্যাদি।নাস্তিকদের মধ্যেও এই জিনিস গুলি ভরপুর বিদ্যমান। প্রশ্ন হলো কেন? তাহলে তাদের মধ্যেও কি সাব কনসাসলি কিছু ব্যাখ্যাতীত জিনিস কাজ করে?
  • I | 120.224.201.70 | ১৪ মে ২০১৫ ২১:১৯676431
  • কিন্তু আমি তো নাস্তিক হই নি। আগে একবার নাস্তিক হয়ে দেখেছি। অনেক হ্যাপা। খুব তক্কো করতে হয়। হেব্বি পড়াশুনো করতে হয়। আমি তাই ধাঁ করে অ্যাগ্নোস্টিক হয়ে গেছি। পড়াশুনোও নেই, চাপাতিও নেই।
  • b | 24.139.196.6 | ১৪ মে ২০১৫ ২১:২৭676432
  • ইভল্যুশন চুরি করতে বলছে?

    আই আই য়ো।
  • S | 160.148.14.8 | ১৪ মে ২০১৫ ২১:২৯676433
  • পাই - ৮।৪০ এর পোস্টের উত্তরে-
    আমি সমকামিতা ইত্যাদি নিয়ে কিছু বলি নি। সামনে কেউ ডুবে যাচ্ছে দেখে সাঁতার না জেনেও ঝাঁপিয়ে পড়ার কথা বলেছি। আস্তিকরা বলবে সব মানুষের মধ্যে ঈশ্বর আছে, তাই মানুষকে বাঁচানো কর্তব্য। আর নাস্তিকরা একে বলবে মানবতা বা ঐরকম কিছু। এখানেই বিরোধ। মানে মরালিটির জন্যে ঈশ্বর বিশ্বাস দরকারি নাকি নয় ?
  • dd | 132.172.97.94 | ১৪ মে ২০১৫ ২১:৩১676434
  • স্কেপটিক। এটা বেশ ভালো। এগনস্টিকের চেয়েও ভালো। খুব সেফ।

    আমাদের আল্লি যইবনে এরকম স্কেপটিকেরা ছিলেন। বার্ট্রান্ড রাসেল যেমতি। শুধু সারাক্ষন খুঁৎ খুঁৎ করে যেতে হবে। এটা ভাল্লাগছে না, সেটা ভাল্লাগছে না। মাথা টিপ টিপ। পেট ভুট ভাট। আপনেরা জানি ক্যামন তরো। ওরাও সুবিদের নয়। তাদের কথা তো বাদই দ্যালাম।

    এই টাইপের।
  • S | 160.148.14.8 | ১৪ মে ২০১৫ ২১:৩২676435
  • বাহ, এটা বেশ পছন্দ হল। স্কেপটিক।
  • sm | 233.223.159.253 | ১৪ মে ২০১৫ ২১:৩৪676436
  • বললাম তো বলেছে।এনিমাল প্ল্যানেট ডকু দেখুন। মরু শেয়াল কেমন পাখির ডিম চুরি করছে।গাছে উঠে সাপে তো হামেশাই পাখির ডিম ও ছানা চুরি করে।ম্যাগপাই পাখি যা পায় তাই চুরি করে বাসায় রাখে!
  • 4z | 208.231.20.20 | ১৪ মে ২০১৫ ২১:৪১676438
  • স্যান, আমারো অ্যারেঞ্জড। যখন বলেছিলাম পুজো টুজো করি না, মানিনা, ভক্তি নেই কিছু ক্ষণ চোখ গোলগোল করে তাকিয়ে শুধু বলেছিল ও আচ্ছা, ঠিক আছে। তা এখনও পর্যন্ত ঠিকই আছে ;-)
  • cm | 116.208.117.243 | ১৪ মে ২০১৫ ২১:৪২676439
  • খামোকা গোদেল গোদেল করেন কেন? তিনি ভগবানের মুন্ডু বা লেজ বিষয়ে কিছু বলেননি।

    আর ফিজিকাল রিয়েলিটির লেভেলে ভগবানকে আনেন কেন? তাহলে গভীর সমস্যা।

    তার চেয়ে চিনির লাইনে খেলুন।
  • hu | 101.185.15.252 | ১৪ মে ২০১৫ ২১:৪৩676440
  • বিয়ে নারায়ণ শিলা সাক্ষী করে হয়েছিল নাকি ম্যারেজ রেজিস্ট্রার?
  • I | 120.224.201.70 | ১৪ মে ২০১৫ ২১:৪৫676441
  • আমাদের রেজিস্টর।
  • san | 11.39.33.192 | ১৪ মে ২০১৫ ২১:৪৮676442
  • নারায়ণ শিলা আবার ক্যা বস্তু রে ভাই , শালগ্রাম শিলা জানি।
  • san | 11.39.33.192 | ১৪ মে ২০১৫ ২১:৪৯676443
  • ফোর্জিদি :-D
  • 4z | 208.231.20.20 | ১৪ মে ২০১৫ ২১:৫২676444
  • আমার দাবী মত রেজিস্ট্রি আর অনিচ্ছাসত্ত্বেও বাকিদের কথামত অগ্নি সাক্ষী ইটিসি। বিশেষ করে আমার ৯০ বছরের ঠাকুমার সেন্টু, কতদিন আর বাঁচব, বাড়ির মেয়েদের মধ্যে শেষ বিয়ে। এই সব সময় তখন আর নিজের বিশ্বাস অবিশ্বাসের ওপর আর জোর থাকেনা। তখন nothing but just going with the flow to comply with other's emotions.
  • san | 11.39.33.192 | ১৪ মে ২০১৫ ২১:৫৬676445
  • হু এবং ফোর্জিদিকে একটা মজার গপ্প বলি। বিয়ের কমাস আগে শাশুড়ি নানা কথার মধ্যে আমায় বললেন - জানো , ও কিন্তু নাস্তিক। আমি হেসে বললাম , আমিও। উনি শুনে চোখ গোল করে বললেন - সে কি , মেয়েরা আবার নাস্তিক হয় নাকি ?:-)

    (ডিঃ - এসব নিয়ে কখনো কোনো সমস্যা হয় নি)
  • b | 24.139.196.6 | ১৪ মে ২০১৫ ২১:৫৭676446
  • রাসেলের ঘিলুর এক ছটাক আর শিরদাঁড়ার ঋজুতার দশমিক এক শতাংশ পেলে বর্তে যেতাম।
  • san | 11.39.33.192 | ১৪ মে ২০১৫ ২১:৫৮676447
  • * মেয়েরাও
  • pi | 24.139.221.129 | ১৪ মে ২০১৫ ২২:০১676449
  • আপনার ঐ করে না তো সবাই জানে টা পড়ে মনে হয়েছিল আমার আগের ঈশ্বরজনিত মরালিটি থেকে করে কিনা পোস্টের উত্তর। ওটা সমকামিতা নিয়ে ছিল। যাইহোক, প্রশ্ন ছিল, নিজের জিনের প্রোপাগেশন হবে না, এমন কোন কাজ ( sm এর উদা টা বিবর্তনের সাথে যায়না, আপনার বলা কলিন্স সাহেবের টাই নিলাম) , যেমন প্রাণ তুশ্চু করে অন্যকে বাঁচানো যদি স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া হয় আর সেই বিরুদ্ধে যাওয়ার জন্য ধর্মবিশ্বাসজাত মরালিটির ড্রাইভিং ফোর্স মাস্ট বলে দাবি করেন কিছু আস্তিক, তো তাঁরা সেরকম আপাতভাবে অন্য নানা ইভলিউশন বিরোধী কাজকর্মের ড্রাইভিং ফোর্স কী হবে, তার ব্যাখ্যা কী দেন ? sm এর কাছে এটা জানার ছিল।
    বিরোধিতা নিয়ে যেটা বলেছেন, সেটা তো অবশ্যই আছে। কিন্তু এই প্রসঙ্গে আস্তিকদের আস্তিকতার পিছনে ঐ যুক্তি খাড়া করা নিয়ে অসুবিধে আছে।
  • a x | 138.249.1.202 | ১৪ মে ২০১৫ ২২:০২676450
  • জীবনে বহুবিধ কনভারসেশন থেকে বঞ্চিত রয়ে গেলুম বুঝতে পারছি।
  • sm | 53.251.91.158 | ১৪ মে ২০১৫ ২২:১১676451
  • কোনটা বিবর্তনের সঙ্গে যায় না?
    আর সমকামিতার ব্যাপারটা কিভাবে বিবর্তনের সঙ্গে খাপ খায় জানি না। কিন্তু খাপ খাওয়াতেই হবে কেন? হয়ত শুধু চাহিদার জন্যই এটা ঘটে।
  • pi | 24.139.221.129 | ১৪ মে ২০১৫ ২২:২৮676452
  • আরে খাপ খায় না ধরে নেওয়া হয় বলেই তো প্রশ্ন। বিবর্তনের সাথে যায়না বলে মানুষকে বাঁচানো এক্সপ্লেইন করতে হলে ঈশ্বর আনতে হবে, তো আপনার এই যুক্তিতে যা কিছু খাপ খায়না তার জন্যেও আনা উচিত। তা তো আনছেন না, এই তো দিব্বি বললেন,এটা চাহিদা হতেই পারে। তো, বিবর্তনের সাথে খাপ না খাওয়া ব্যাপার মানুষের প্রবৃত্তি দিয়ে তার মানে দিব্বি এক্ষপ্লেইনড হতে পারে ! এবার তেমনি করে নিজের জীবন বিপন্ন করে অন্যকে বাঁচানো, এই বিবর্তন বিরোধী কাজকে এক্সপ্লেইন করার জন্য ও মানুষের প্রবৃত্তিই যথেষ্ট হতে পারে ! যাকে লোকজনে মানবতা বলে। এর জন্য ঈশ্বরবিশ্বাসকে হেতু বানানোর দরকার আছে কি

    আর আপনি ঐ চুরি টুরি নিয়ে যে উদাঃ গুলো দিয়েছেন , মানে ডারউইনের থিয়োরি অনুযায়ী চুরি করা উচিত, এগুলো ডারউইন বাবুর ন্যাচারাল সিলেকশন থিয়োরির সাথে যায় না, তার জন্য জিন প্রোপাগেশনের একটা ব্যাপার লাগে। তবে ডারউইনের দোহাই পেড়ে সোশ্যাল ডারইউনিজম , তাই দিয়ে যুদ্ধ, রেসিজম, ইউজেনিক্স , প্রতিযোগিতামূলক খোলা অর্থনীতিকে জাস্টিফাই , এসব ঘাঁটা ব্যাপার নতুন কিছু না। আর তার বিপরীতে হাঁটা দেখলে তাকে ঈশ্বরবিশ্বাসের মরালিটি দিয়ে ব্যাখ্যা করাও।
  • PM | 233.223.153.147 | ১৪ মে ২০১৫ ২২:৪৯676453
  • আমি একটানা অনেকদিন নাস্তিক থেকে বোর হয়ে গেছি।

    এবার ফর এ চেন্জ আবার আস্তিক হবো ভাবছি। ৩৩ কোটির মধ্যে কোন্টির পুজো করবো সেই কন্ফুসনটা মিতে গেলেই আমি আবার আস্তিক। অবশ্য কোনো আব্রাহামিক ধর্ম-ও একবার ট্রাই করা যেতে পারে বৈচিত্রের জন্য ঃ)

    তবে নাস্তিক থাকা হেব্বি বোরিং- এতে সন্দেহ নেই
  • 4z | 208.231.20.20 | ১৪ মে ২০১৫ ২২:৫৪676454
  • PM, তেত্রিশ কোটির মধ্যে যিনি সবচেয়ে মহান তার পুজো করুন। পেট পুজো করুন।
  • sm | 233.223.159.253 | ১৪ মে ২০১৫ ২৩:৩৫676455
  • Peacock females pick their mate according to the male’s tail. The ones with the largest and brightest tails mate more often. Today, males that do not have bright feathers are very rare.
    The peppered moth used to be a light color with black spots. When the atmosphere in London became filled with soot because of the Industrial Revolution, the white trees became darker and light colored moths were eaten by birds more readily. Within months, moths became darker and lighter moths were rare. After the Industrial Revolution, light colored moths were found in greater numbers.
    Rat snakes are all very similar except in coloring. Some are striped and some are green, black, and orange. This is due to living in many different types of terrain and adapting to the environment.
    Warrior ants have a chemical signal that tells other ants in the family not to attack. Some have adapted and learned to imitate the chemical signal from other colonies so they can invade and take over another colony and the workers will never know.
    Sharks are colored white on the underside and blue or gray on the top. This is their camouflage as the top blends with the water color to someone looking down into the water and the bottom blends with the light coming through the water from above.

    ওয়ারিয়র এনট এ ব্যাপার টা দেখুন তো অনেকটা ছলে, বলে, চুরি এইসব গুলো fit করছে কিনা?জিন প্রপাগেশন ব্যাপার টা বুঝিয়ে বলুন। ডারউইন কি জিন প্রপাগেশন নিয়ে কিছু লিখেছিলেন?
    সমকামিতা ডারউইন থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে কোথায় লিখলাম?
    আমিতো নাস্তিকদের মধ্যে বিপন্ন কে রক্ষা করা, মমত্ব,বিবেক এইসব জিনিস গুলো আস্তিকদের মতই ভালো রকম ভাবেই বিদ্যমান লিখলাম।এগুলো তো হিংসা, দ্বেষ, লোভ , স্বার্থপরতা এইসব আদিম প্রবৃত্তি গুলোর বিপরীত মনে হয়।তাহলে কি এইসব বাখ্যাতীত বৈপরিত্য নাস্তিক মানুষ সাব কনসাসলি গ্রহণ করেছে?
  • Tim | 101.185.15.252 | ১৪ মে ২০১৫ ২৩:৪২676456
  • সিকি এটা একটা বালের টই খুলেছে। এ মানে বুবি ট্র্যাপের ঝুড়ি। এই আলোচনাটা ব্যক্তিগত স্পেস ভায়োলেট না করে চলতেই পারেনা। আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছে। সিকিকে দেখা হলেই উদুম ক্যালাবো।
  • Tim | 101.185.15.252 | ১৪ মে ২০১৫ ২৩:৫৩676457
  • দ্বিতীয়তঃ, নাস্তিক হলাম মানে কি? এ কি গ্র্যাজুয়েশন নাকি? এটা তো চলমান একটা ব্যাপার। রিচুয়ালিস্টিক কম্প্রোমাইজ কমাতে কমাতে একবারে শূন্য করে তো ফেললেও সেটা তাৎক্ষণিক। কোন গ্র্যান্টি তো নেই কালকেই আবার একটা কমপ্রোমাইজে বাধ্য হবোনা।
  • pi | 24.139.221.129 | ১৪ মে ২০১৫ ২৩:৫৯676458
  • ঃ(
    একবার শেষ চেষ্টা করি।
    মানুষের 'মানবিক' কাজকর্ম করা মানে বিজ্ঞানের সাথে তার সংঘর্ষ আছে, বিজ্ঞান দিয়ে তা ব্যাখ্যার অতীত, এগুলো আপনি কী প্রসংগে এনেছিলেন ? S যেটা বলেছেন, মানুষের বিবর্তনবিরোধী কাজকর্মের পিছনে একটা মরালিটির ব্যাখ্যা আছে, যেটা আস্তিকেরা বলেন ঈশ্বরবিশ্বাস থেকে আসছে। আপনি বলছেন এটা একটা ব্যাখ্যাতীত ব্যাপার। ব্যাখ্যাতীত ব্যাপারকে তো আপনি ঐশ্বরিকই বলতে চান ?
    মানুষ অন্য কোন মানুষের জন্য কিছু করবে এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবেই বা কেন বা একে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়না, বিজ্ঞানের সাথে এর সংঘাত আছে, এটা দেখাতে হবে কেন বুঝছিনা।
    সমকামিতার উদাঃ টা এই জন্য এসেছিল, যে ডারউইনের থিওরি দিয়ে এক্সপ্লেইন না করতে পারা জিনিসও মানুষজন করেই থাকে এটা বোঝাতে। সেখানে ব্যাখ্যাতীত ব্যাপার, বিজ্ঞানের সাথে সংঘর্ষ এসব কিছু না আনলেও চলে। মানুষ চুরি ডাকাতি করছে না কি অন্যের প্রাণ বাঁচাচ্ছে, সেটা ব্যাখ্যার জন্যেও ডারউইনের বিবর্তন বিজ্ঞানকে ডাকাডাকি বা ব্যাখ্যা করতে না পারার জন্য তাকে বকাবকি, কোনোটারই মানে নেই।

    আর ডারউইনের ন্যাচারাল সিলেকশন থিয়োরি নিয়ে আপনি কী মনে করেন বলুন, তাহলে জিন প্রোপাগেশন কেন এল বলা যাবে।
  • sm | 233.223.159.109 | ১৫ মে ২০১৫ ০০:২২676460
  • আমি বলতে চেয়েছিলাম ফিনল্যান্ডের মানুষ যদি ধরে নেই, বেশির ভাগ বিজ্ঞান মনস্ক এবং নাস্তিক। তাহলে বিজ্ঞানের প্রাথমিক পাঠ অনুযায়ী,তাদের সেখান উচিত নিজের অস্তিত্ব রক্ষার জন্য সারভাইভাল অফ দি ফিটেস্ট , একটি বিজ্ঞান সম্মত পন্থা সেটি গজাল মেরে ঢোকানো।।
    অতএব মোদ্দা কথা,আইন বাঁচিয়ে, নিজের অস্তিত্ব রক্ষার জন্য ছল বল কৌশল মোটেও খরাপ কাজ নয়।
    প্রশ্ন হলো,ওখানেও নাস্তিকদের মধ্যে এমন পূর্ব উল্লিখিত গুন গুলি বর্তমান কেন?
    এটা কি দীর্ঘদিন ধরে সাব কন্সাশ্লি মনে গেঁথে গেছে। এটা কে ব্যাখ্যাতীত বলেছি কিন্তু ঐশ্বরিক বলি নাই।
    অর্থাত নাস্তিক দের মধ্যেও একটি প্রচ্ছন্ন আস্তিক প্রভাব বা রেশ রয়ে গেছে।হতে পারে, পূর্বপুরুষ দের বিশ্বাস কিছুটা হলেও জানান দিচ্ছে।
    আর প্রশ্নের উত্তরে প্রশ্ন করা আপনার একটি বৈশিষ্ঠ্য। আমি ডারউইনের থিওরি অতি সামান্য কিছুবুঝি । আপনি জিন প্রপাগেশন কি এবং ডারউইন সাহেব এ নিয়ে কি বলে গেছেন বলুন; নয়তো কাটান দেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন