এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩৮১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:৩৩676494
  • চ্যালেঞ্জ ফেস করাটা পরিবারের ওপরে অনেকটা নির্ভর করে। কাছের লোকেরা পাশে থাকলে অনেক কিছুই সোজা হয়ে যায়। আস্তিক-নাস্তিক-সমকামী-অসবর্ণ বিবাহ - সবই।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১২:৩৭676495
  • আগে কোন একটা টই-তে লিস্ট দিয়েছিলাম তো, হিউম্যান জেনোসাইড ইন লাস্ট হান্ড্রেড ইয়ার্স - ধম্মোর সাথে খুব একটা যোগাযোগ নাই।
  • Tim | 101.185.15.252 | ১৫ মে ২০১৫ ১২:৩৯676496
  • আমার মনে হয় সেখানে এই কথাটাও কেউ বলেছিলো যে হিউম্যান জেনোসাইড স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করলে সেটা ট্রিভিয়ালাইজ করা হয়।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:৪১676497
  • নাৎসী হলোকাস্টের সাথে ধর্মের যোগাযোগ নেই? ইহুদী তো একটা ধর্ম।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:৪২676499
  • ভারত ভাগও ধর্মের ভিত্তিতে হয়েছিল। সেই জেনোসাইডের সাথে ধর্মের সম্পর্ক নেই?
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১২:৪২676498
  • গত শতাব্দীর শুরু থেকে বড় জেনোসাইড --

    ১৯১৫-১৯২৩ আর্মেনিয়া জেনোসাইড - ১৫ লাখ
    ১৯১৫-১৯১৮ গ্রিক জেনোসাইড - ৯ লাখ
    ১৯১৫-১৯১৮ অ্যাসিরিয়ান (সিরিয়া-ওটোমান) - ৭।৫ লাখ
    ১৯১৯-১৯২০ রাশিয়া বলশেভিক - ৫ লাখ
    ১৯৩২-১৯৩৩ রাশিয়া ইউক্রেন হলডোমর - ৭।৫ লাখ
    ১৯৩৭-১৯৪৫ জাপান ওয়ার ক্রাইম - ১০ লাখ
    ১৯৩৭-১৯৩৮ নানকিং ম্যাসাকার, জাপান ওয়ার - ৪।৫ লাখ
    ১৯৪১-১৯৪৫ হলোকাস্ট, ইহুদী - ৫০ লাখ
    ১৯৪১-১৯৪৫ ক্রোয়েশিয়া (সার্ব) - ৬।৫ লাখ
    ১৯৬২-১৯৯৬ গুয়াতেমালা (মায়া প্রজাতি নিধন) - ২ লাখ
    ১৯৬৫-১৯৬৬ ইন্দোনেশিয়া বিদ্রোহ - ৫ লাখ
    ১৯৬৭-১৯৭০ নাইজিরিয়া সিভিল ওয়ার - ৩০ লাখ
    ১৯৭০-১৯৭১ বাংলাদেশ যুদ্ধ - ৩০ লাখ
    ১৯৭৫-১৯৭৯ কম্বোডিয়া (পল পট) - ৩০ লাখ
    ১৯৯৪-১৯৯৫ রোয়ান্ডা জেনোসাইড - ১০ লাখ
    ২০০৩-২০১০ সুদান ডার্ফুর - ৪ লাখ
    (* সংখ্যাগুলি হাই এস্টিমেট, আসল সংখ্যা কোনো ক্ষেত্রেই জানা যায় না)

    এবার দেখো, বেশীর ভাগই টেরিটোরিয়াল ডিস্‌পিউট্‌/এক্সপানশন।।।
  • d | 24.97.66.99 | ১৫ মে ২০১৫ ১২:৪৫676500
  • হ্যাঁ টিমকেই বলেছিলাম।

    যাই হোক, বাংলাদেশে অন্তত নাস্তিক অতএব চাপাতি এটা সেরেফ পেঁয়াজের ওপরের স্তর। কাকে যেন বলতে দেখলাম এই টই না অন্য কোন একটায় যে অভিজিৎ, বাবু বা অনন্ত বিজয়ের পথটা নাকি ভয়ানক ভুল। ওঁরা নাকি নাস্তিকতা প্রীচ করতেন। এর চেয়ে ভুল স্টেটমেন্ট বা যিনি এরকম অনুধাবন করেছেন তার চেয়ে ভুল অনুধাবন আর হয় না। বাংলাদেশে যদি এই ধারা চলতে থাকে, তাহলে দেখবেন নাস্তিক শেষ হয়ে গেলে আস্তে আস্তে তথাকথিত আস্তিকরাও আসবে চাপাতির লাইনে, শিয়ারা আসবে, হিন্দুরা আছেই, আরো সব সুন্নীরা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও চাপাতির লাইনে চলে আসবে। বাংলাদেশে এই লড়াইটা অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকদের মধ্যে। ধর্ম বনাম নস্তিকতা সেখানে একটা ক্যামুফ্লেজিং টুল মাত্র।
  • sinfaut | 11.39.61.144 | ১৫ মে ২০১৫ ১২:৪৬676502
  • আমার কাছে এটার কোন শুরু ছিল না। কারন পরিবারের চাপে ধর্মীয় পরিবেশে ঢোকার কোন ঘটনা ঘটেনি। আমি ক্লাস এইট পর্যন্ত বছরে ২ টো ঈদে মসজিদে যেতাম। কারন ঐ দুটো দিনেই শুধু বাবা নিজে মসজিদে যেত আর আমাদেরও নিয়ে যেত। প্রতিবার গিয়ে আমি আর দাদা ব্যায়াম করতাম। নামাজ পড়া শিখিনি বলে। বাবা মাও কোনদিন বলেনি শিখতে। মা একবার দুবার বলেছে কোরান পড়তে বা নামাজ পড়া শিখতে কিন্তু আমি পাত্তা দিইনি বলে মাও কাটিয়ে দিয়েচে। মানে সেন্টু, ইমোশনাল অত্যাচার ইত্যাদির স্বীকার কোনদিন হইনি। ক্লাস নাইন থেকে মাসজিদে ঐ দুদিনও যাবোনা বলতে দেখলাম বাবাও দু তিন বছর পরে নিজেও আর গেলো না। ;-)

    তো কোথায় আর চ্যালেঞ্জ? আর নিজের কাছে তো স্ট্রঙ কনভিকশন।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১২:৪৬676501
  • যে নাস্তিকতার ডেফিনিশন হল আস্তিক-দের গালাগালি , বা,
    যে আস্তিকতার মানে হল অন্য আস্তিক বা নাস্তিকদের গালাগালি - - দুটোর কোনোটাই সুবিধের জিনিস নয়।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১২:৫০676506
  • দ - কইয়া দিসে।
    হিটলারের নাজি উত্থান, ভারত ভাগ থেকে আজকের আফগানিস্তান, সিরিয়া --- এসব হইল গিয়া ইয়ে
  • d | 24.97.66.99 | ১৫ মে ২০১৫ ১২:৫০676505
  • সিঁফো তাইলে একবারও কোরান খতম দেয় নাই। এদিকে আমি দিয়ে ফেলেছি।
    :-D

    নাঃ আমার গল্পটাও কিছু কিঞ্চিৎ চ্যালেঞ্জিংই।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১২:৫২676507
  • আমার এক কোলিগ আছে, সোভিয়েত কান্ট্রিতে বড় হয়েছিল। ঠাকুর্দা লুকিয়ে চার্চে যেত। জানতে পারলেই ঘচাং ফু। চ্যালেঞ্জিং।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:৫৫676508
  • ধর্ম বলতে শুধু টিকি আর দাড়িটা রেখে ভেতরের পলিটিক্সটাকে যদি ইগনোর করেন তাহলে তাই। কোন যুদ্ধই তো তাহলে ধর্মের জন্য হয়নি।

    রিলিজিয়ান একটি অত্যন্ত এফিসিয়েন্ট ও ডেস্ট্রাকটিভ টুল।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১২:৫৬676509
  • কোরান খতম কি গো?
  • cm | 116.208.120.56 | ১৫ মে ২০১৫ ১২:৫৯676510
  • নাঃ সেই গরুর রচনা!
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৩:০০676511
  • নাস্তিকতাও খুব এফিসিয়েন্ট টুল। ডেস্ট্রাকটিভ-ও।

    ছুরি দিয়ে অপারেশন হয় আবার খুন ও হয়। দোষটা ছুরির নয়।
  • san | 113.245.12.83 | ১৫ মে ২০১৫ ১৩:০৬676513
  • একটা কথা টিমের লেখার পরিপ্রেক্ষিতে লিখতে চাইব । মেয়েদের ওপর বেশি চাপ আসে , এটা টিম ও হুচির অবজার্ভেশন , আমি শুধু অন্যদিকের ভয়েসটা প্লেস করে গেলাম যে এটা সার্বিক সত্য না । নিজের বেশ কিছু আত্মীয়াদের ক্ষেত্রে ডেফিনিট জানি তাদের কেউ প্রেশারাইজ করে নি - তাও তারা মায়েদের জেনারেশন । ( এই জেনারেশন এম্নিই ওসবের বালাই রাখেনা)। বন্ধুবান্ধবদের মধ্যেও তো প্র্যাকটিসিং নাস্তিকই বেশি দেখি - চাপে চ্যাপ্টা হয়ে থাকতেও দেখিনা , কুলকাল কিছু না মেনেই তাদের দিন চলে যাচ্ছে। এটা এখনকার দিনে কোনো ইস্যু আমার জানা কোথাওই না ।
  • Tim | 101.185.15.252 | ১৫ মে ২০১৫ ১৩:০৬676512
  • মাইরি, কোরান খতমও বুঝতে পারছেনা। মানে পুরোটা পড়া।
  • san | 113.245.12.83 | ১৫ মে ২০১৫ ১৩:১০676514
  • জরুরি ডিঃ এ সবই বাঙালী সমাজের কথা।
  • Tim | 101.185.15.252 | ১৫ মে ২০১৫ ১৩:১৩676516
  • হ্যাঁ স্যান সেটা আমি বুঝেছি, মানে আগেই জানতাম। তোর, সিফোর, অক্ষদাও মনে হয় লিখলো এরকম অনেক গল্প তো কিছু কিছু করে অনেকদিনই জানি। সিকিও লিখলো খানিকটা। আর চাপ ইত্যাদি প্রথমেই থাকে, পরে সব শান্তিপূর্ণ সহাবস্থান।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:১৮676517
  • নাস্তিকতাও খুব এফিসিয়েন্ট টুল। ডেস্ট্রাকটিভ-ও।

    - মানলাম। কিন্তু গত শতাব্দীর বৃহত্তম জেনোসাইডগুলোর যে তালিকা দিয়েছেন তাতে নাস্তিক গভর্ণমেন্টের করা জেনোসাইডের থেকে বিশেষ ধর্মীয় পরিচয়ের জন্য হওয়া জেনোসাইডের সংখ্যা কিছুটা বেশি এবং আরো বেশি ধর্ম পরিচয় নিরপেক্ষে জেনোসাইড - সেগুলোর সাথে ঈশ্বরবিশ্বাসের সম্পর্ক নেই। কাজেই কি কনক্লুশনে আসব ভেবে পাচ্ছি না।

    যে কোন উগ্রতাই ক্ষতিকর তাতে দ্বিমত নেই। তবে বর্তমান পৃথিবীতে নাস্তিক মৌলবাদীর চেয়ে যেহেতু ধর্মীয় মৌলবাদীর সংখ্যা বহুগুণ বেশি তাই আমি আপাতত ধর্মকেই বেশি ভয় পাবো।
  • pi | 174.100.105.213 | ১৫ মে ২০১৫ ১৩:২২676518
  • দমদি বললো, এই খুনগুলোর সাথে নাস্তিকতা বা ইসলাম ব্ল্যাসফেমির তেমন সম্পর্ক নেই। কিন্তু এটা পড়ে তো সেরকমই মনে হয়েছিল। নাকি এই খবরটা ভুয়ো ? খবরটা এখন গার্ডিয়ানের সাইটে পাচ্ছিও না।
    Film by al-Qaida in the Indian Subcontinent, seen as a rival to Islamic State, claims ‘blasphemers’ have been ‘taught a lesson in France, Denmark, Pakistan and now in Bangladesh’
    The al-Qaida leader Ayman al-Zawahiri announced formation of Aqis last year.

    The al-Qaida affiliate in south Asia has claimed responsibility for
    the murders of a series of bloggers and a moderate Islamic scholar in the region.

    In a nine-minute video, released by al-Qaida in the Indian Subcontinent (Aqis) and produced by al-Qaida central’s own As Sahab production house, the head of the local group, Maulana Asim Umar, claims to “have recently assassinated several blasphemers of the Prophet and insulters of Islamic law.”

    http://webcache.googleusercontent.com/search?q=cache:XBJv3CvkbpMJ:www.theguardian.com/world/2015/may/03/south-asia-al-qaida-group-video-claims-responsibility-for-blogger-murders+&cd=1&hl=en&ct=clnk&gl=in
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৩:২৭676519
  • ভয় পাওয়ার কিছু নেই। বেশির ভাগ ধার্মিক লোকই ভালোমানুষ। কিছু লোক আছে খুব বাজে, ভয়ংকর - ধার্মিক/অধার্মিক সবের মধ্যেই।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:৩০676520
  • স্যান তুই নিজেই তো কাল লিখলি তোর শাশুড়ী খুব অবাক হয়ে বলেছিলেন - মেয়েরাও আবার নাস্তিক হয় নাকি? এর পরেও তোর কেন মনে হচ্ছে মেয়েদের ওপর চাপ আসাটা একা আমার অবসারভেশন? তুই যেমন প্র্যাকটিসিং নাস্তিক বেশি দেখিস আমিও তেমনি নোয়া-সিঁদুর পরা মেয়েই বেশি দেখি। টুকটাক রিচুয়াল - মায়ের ইচ্ছে, শাশুড়ী বলেছে - ইত্যাদি বলে মেনে নেওয়া মানুষই দেখি। এগুলো আমার কাছে কম্প্রোমাইজ। আমি নিজেও এই কম্প্রোমাইজগুলো একসময় করেছি। কিন্তু তখন আমি নিজেকে প্র্যাকটিসিং নাস্তিক বলতাম না। আজও নিজেকে নাস্তিক বলি না কারণ রবীন্দ্রনাথের গানের ঐ মিস্টিক এলিমেন্টটা নিয়ে আমি এখনও নিঃসংশয় নই। আমি জানি না আমার ঈশ্বরচেতনা আছে কিনা। আমার বাবা-মা দুজনেই জীবিত। জানি না তাঁরা চলে যাওয়ার পর পারলৌকিক কাজ করব কিনা। আত্মাতে বিশ্বাস করার মত এখনও কিছু পাই নি। কিন্তু বাবা-মা বিশ্বাস করেন। তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দেব নাকি নিজের উপলব্ধিকে? নিজেকে অ্যাথেয়িস্ট দাবী করার আগে আরো পরীক্ষা ও আরো কিছু কঠিন পথের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে এটা আমার মনে হয়। এই চ্যালেঞ্জগুলো আমার আছে। কারোর হয়তো নেই। তারা ভাগ্যবান।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৩:৩৫676521
  • কিন্তু অনেকের এসব তো ভালো ও লাগতে পারে, জানছো কি করে যে কম্প্রোমাইজ?
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৩:৩৬676522
  • মানুষের অবাক হওয়াকেও 'চাপ দেওয়া' বলে ধরতে হলে তো মুশকিল। উনি আগে নাস্তিক মেয়ে দেখেন নি , এবার দেখলেন , এতে চাপের কি আছে ? আমায় তো কিছু মানতে বলেন নি ।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:৪০676523
  • কেউ ভালোবেসে করলে তো কিছু বলছি না। কিন্তু সিঁদুর-নোয়া পরে প্র্যাকটিসিং নাস্তিক জাস্ট হয় না। ওগুলোর খুব পরিস্কার রিলিজিয়াস সিগনিফিকান্স আছে। দুই নৌকায় পা দিলে তো সেটা কম্প্রোমাইজই বলব, নাকি?
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:৪৩676524
  • উফ্হ! স্যান আবার ভুল বোঝে। আমি বলিনি যে তুই চাপ খেয়েছিস। আমি বলতে চাইলাম এই যে দেখলি উনি অবাক হলেন তাতেই তো বোঝা গেল মেয়েরা নাস্তিক হবে এটা কমন পারসেপশান নয়। এবার উল্টোদিকে যিনি আছেন তাঁর ওপর নির্ভর করবে তিনি চাপ দেবেন কি দেবেন না।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৩:৪৬676525
  • দুই নং - সিঁদুর পরলে মা খুশি হবে বলে কোনো মেয়ে পরে থাকলে তাকে প্রেশারাইজড হওয়া আমি বলি না । বড়জোর বলব মায়ের খুশি থাকা তার প্রায়োরিটির উপরের দিকে । ফাইন । সকলেরই নিজের মতামত আছে - মায়েরও আছে মেয়েরও আছে । মতের অমিল প্রকাশ করলেই যদি চাপ দেওয়া ভাবতে হয় আমি তার সঙ্গে একমত নই। চাপ দেওয়া বলতে বুঝি জোর করে অন্যকে নিজের ইচ্ছেমত চালানোর চেষ্টা করা , মানে লিটারেলি চেষ্টা করা ।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৩:৪৮676527
  • তাই? কপালে সিঁদুর পড়লে আস্তিক হয়। আম কিন্তু সিঁদুর পড়া হিন্দু মেয়ে দেখেছি বিফ হট ডগ / বার্গার খাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন