এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৪৬৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৫ মে ২০১৫ ২১:৪১676628
  • টু হোয়াট? সোসাইটিতে মন্দির বানাবার প্ল্যান হলে আমি সবার আগে রেজিস্ট করি, ভ্যায়ষ্ণোদেবীর প্রসাদ বাঁটতে এলে আমি নিতে অস্বীকার করি (মূলত অখাদ্য খেতে হয়, সেইজন্য), ফেসবুকে কিছু হার্ডকোর চাড্ডি ও ছাগুকে নিয়ম করে গালমন্দ করি - এই অবধি আমার লিমিট।

    ধর্মের নামে আমি সত্যিই ইনটলারেন্ট। আনুষঙ্গিকগুলো বেছেবুছে নিই। আমি হার্ডকোর নই তা হলে?
  • hu | 101.185.27.217 | ১৫ মে ২০১৫ ২১:৪২676629
  • নাস্তিকদের সম্পর্কে আপনার ভিউটাও অ্যাবসোলিউট ইনটলারেন্সের দিকে চলে যাচ্ছে কিন্তু ঃ-)
  • huto | 215.174.22.26 | ১৫ মে ২০১৫ ২১:৪৩676630
  • মর্মপীড় সংশয়্দীর্ণ এই পৃথিবীর ভবিষ্যৎ। অবিশ্বাসীরা নিপাত যাক।
  • cm | 127.247.99.91 | ১৫ মে ২০১৫ ২১:৫৭676631
  • হার্ডকোর প্র্যাকটিসিং আস্তিক নেই কি করে বোঝা গেল? আস্তিকেরা ভগবানের সাথে কথায় ব্যস্ত এখানে বকে সময় নষ্ট নাও করতে পারেন।
  • sinfaut | 11.39.61.219 | ১৫ মে ২০১৫ ২২:০১676632
  • এলসিএম তো ঝানু ধর্মপ্রচারক, সবাইকে কোলে টেনে নেওয়ার, অ্যাপ্রোপ্রিয়েশনের ধান্দা।
  • kc | 198.71.217.235 | ১৫ মে ২০১৫ ২২:১০676634
  • আমি তো এই ভার্চুয়াল দুনিয়ায় কুলকাল নাস্তিক দেখলাম মোট পৌনে তিন খান। কোনও উচ্চকিত ঘোষণা নেই, আছে শুধু সরল অথচ বলিষ্ঠ জীবনচর্যা। অক্ষদা, ছিঁফো আর দমু। বাকিরা সব্বাই ধর্মেও আছে জিরাফেও আছে। সেটা খারাপ কিছু নয় অবশ্য।
  • a x | 138.249.1.202 | ১৫ মে ২০১৫ ২২:১০676633
  • আমি হুচে আর কেসিকে অনেকগুলো ক দিয়ে গেলাম। ব্ল্যাংকেট ক না, কিন্তু বেশ কয়েকটা ক। নিজেরা বুঝে নিন।
  • a x | 138.249.1.202 | ১৫ মে ২০১৫ ২২:১২676635
  • আই মারিসে!
  • সিকি | ১৫ মে ২০১৫ ২২:১৯676636
  • কেসি আমায় হ্যাটা করে আগেই জানতাম। :/
  • | ১৫ মে ২০১৫ ২২:২৩676638
  • মরেচে!
  • lcm | 146.152.142.63 | ১৫ মে ২০১৫ ২২:২৪676639
  • ইনটলারেন্স ইজ নট গুড।

    এই যে বড় পিসির ক্যান্সার ধরা পড়ল, একবার কাশীতে বিশ্বনাথ-এর মন্দিরে যাবে বলল, হার্ডকোর-নাস্তিক পিসতুতো ভাই পিসি-কে নিয়ে কাশী ঘুরে এল --- ইয়েস, টলারেন্স। ফোনে কথা হল, ওকে বললাম নিয়ে যা - তুই তো তিনোমুল/বিজেপি দুচক্ষে দেখতে পারিস না, তা বলে ওদের রাজত্বে নিশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিস।
    কাশীর মন্দির দর্শন তারপরে পিসির মৃত্যু - পিসতুতো ভাইয়ের জীবনদর্শন পাল্টে দিয়েছে একটু।

    এখন সে সফ্‌ট-নাস্তিক।
  • sinfaut | 11.39.61.219 | ১৫ মে ২০১৫ ২২:২৫676640
  • কিন্তু পৌনে কেন?
  • kc | 198.71.217.235 | ১৫ মে ২০১৫ ২২:২৮676641
  • দমুর নম্বর একটু কেটেছি। তাই পৌনে।
  • a x | 138.249.1.202 | ১৫ মে ২০১৫ ২২:৪৫676642
  • ধুর এসব কোনো কথা না। আর পিসিকে কাশী নিয়ে যাওয়া তো তার জন্য, মানে নিজে তো কিছু করার জন্য তো যায়নি।

    আচ্ছা কেউ যদি মারা যায়, তাহলে শ্রাদ্ধাদি মৃত ব্যাক্তির ইচ্ছানুসারে হবে না যে করবে তার ইচ্ছানুসারে? এইটে আগে বলুন। শ্মশানে মুখাগ্নি - এটা তো একেবারেই হিন্দু ধর্মের পার্ট, আর কিছু যদি নাই বা করি, এর থেকে পালাবেন কীভাবে?
  • | ১৫ মে ২০১৫ ২২:৪৮676643
  • না করতে চাইলে শ্মশানের পুরুত বা অন্য কেউ করে দেয়।

    আর আগেভাগেই জানিয়ে রাখা ভাল তো যে তুমি গত হলে কী করাবে কাকে দিয়ে ভেবে নাও, আমি কিছু করব না এইটে জেনে রাখ।
  • a x | 138.249.1.202 | ১৫ মে ২০১৫ ২২:৫২676644
  • তাহলে কেউ করছে। কেউই করলনা, এইভাবে তো হবেনা। সেটাও তো তাহলে নেক্সট অফ কিন হিসেবে আমারই দায়। আমি পুজো দিলাম না, পুরুতকে দিয়ে দেওয়ালাম এর মত?
  • | ১৫ মে ২০১৫ ২২:৫৫676645
  • এইটে ফেস করিনি। মানে এরকম দেখেছি আস্তিকের সন্তান নাস্তিক, সে মানা করছে। কিন্তু যিনি গত তিনি তো আস্তিক তাই আপত্তি করে নি।
    তাহলে বলে দিয়ে দেখতে হবে যে কেউ করুক আমি চাই না। সেক্ষেত্রে কী আর করবে, ফেলে তো আর রাখতে পারবে না, মুখাগ্নি না করেই হবে নিশ্চয়। তবে এটা গেস।
  • san | 113.245.15.163 | ১৫ মে ২০১৫ ২২:৫৯676646
  • মুখাগ্নি করার কোনো বাধ্যবাধকতা নেই। না করলে কিছু হয় না , এমনিই চুল্লিতে ঢুকিয়ে দেয়।
  • san | 113.245.15.163 | ১৫ মে ২০১৫ ২৩:০২676647
  • বাধ্যবাধকতা নেই অ্যাজ ইন , শ্মশানের তরফ থেকে আপত্তি তোলেনা , অ্যাজ লং অ্যাজ ডেথ সার্টিফিকেট থাকে।
    আত্মীয়স্বজনদের মধ্যে বাধ্যবাধকতা নিয়ে কিছু বলছিনা।
  • Abhyu | 179.237.46.178 | ১৫ মে ২০১৫ ২৩:১২676649
  • মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা বনাম নিজের ইগো - কার জোর বেশি তাই দিয়ে ঠিক হবে মৃত ব্যক্তির ইচ্ছানুসারে হবে না যে করবে তার ইচ্ছানুসারে
  • san | 113.245.15.163 | ১৫ মে ২০১৫ ২৩:১৫676650
  • ভ্যালুজ কে আজকাল ইগো বলে ?
  • a x | 138.249.1.202 | ১৫ মে ২০১৫ ২৩:১৭676651
  • ইগো বলে দিলে তো ল্যাটা চুকেই গেল, সামারি জাজমেন্ট দেওয়া হয়ে গেছে।

    অন্য কেউ বলতে পারে যে মৃত সে তো আর ভালোবাসা বা শ্রদ্ধা অনুভব করার জায়গায় নেই, কাজেই নিজের দুর্বলতা ও লোকে কী বলবে, এইসব ঢাকতে মৃতব্যক্তিকে ব্যবহার করা।
  • pi | 24.139.221.129 | ১৫ মে ২০১৫ ২৩:৩২676652
  • দময়ন্তীদি, বাংলাস্তান বানাতে চাইতেই পারে। কিন্তু ধর্ম কোন ফ্যাক্টর না, এব্যাপারে আমি নিশ্চিত নই। বিশেষ করে, যারা খুনের দায়িত্ব নিয়েছে, তারা সেই মর্মেই ট্যুইট করেছে, ভিডিও বের করেছে, যে তারা প্রফেট ও ধর্মের অবমাননার জন্য খুন করছে।
    এটা পরশুর খুনের পর।


    আর হিন্দু কি শিয়া খুন করলে সেখানেও ধর্মের ফ্যাক্টর নেই, তা তো নয়। মুক্তিযুদ্ধের ফ্যাক্টর অস্বীকার না করেই বলছি।
    একটা কথা জানার ছিল, অভিজিত রায় মুক্তিযুদ্ধের ইস্যুতে, মানে শাহবাগ নিয়ে সেভাবে কতটা সোচ্চার ছিলেন ? সমর্থনের কথা বলছিনা। গ্রেপ্তার হওয়া ব্লগারদের নিয়ে ছিলেন।
    অভিজিত রায়ের খুন মুক্তিযুদ্ধের ইস্যুতে বলছো, মুক্তমনার জন্য নয় ? এটা জানতে আগ্রহী।

    সরি, টইয়ের আলোচনা থেকে একটু বেলাইনে গেলাম। এখানেই এই প্রসঙ্গ এসেছিল বলে।
  • sm | 233.223.159.253 | ১৫ মে ২০১৫ ২৩:৩৩676653
  • সিঁফো ও রঞ্জনবাবু,আমি আগেই বলেছি, আমার কাছে ঈশ্বর একটি চালিকা শক্তির মতন।কোনো একটা ফোর্স, যা সংসার কে দূর থেকে চালনা করছে। আমার কাছে ইশ্বর সদা মঙ্গলময় মূর্তি নয়।ক্যাল করুন, আমার চোখে।অর্থাত আমি যেসব জিনিস অত্যন্ত আপত্তিকর বা গ্রহনযোগ্য নয় ভাবি, সেগুলোকেই নিরন্তর দেখে যেতে হয়।
    যেমন শিশু বা নবজাতকের মৃত্যু, মানুষের ক্যান্সারের মত ভয়াবহ যন্ত্রণা দায়ক রোগ,জন্মসুত্রে বিকলাঙ্গতা বা জড় বুদ্ধি প্রাপ্তি, ভাগ্য বিপর্যয়; এগুলোকে কিছুতেই মেনে নিতে পারিনা। তখন মনে হয় ঈশ্বর সতত মঙ্গলময় নয়। আবার আগেও উদাহরণ দিয়েছি, এমন কিছু ঘটনা যা ইশ্বরের করুনা ব্যাতীত সম্ভব নয় বলেই মনে হয়।মনে হয় যে মডেলে জগত চলছে , সেখানে ঈশ্বর এমন হওয়া টাই স্বাভাবিক।
    যেমন মহাদেব সৃষ্টি, স্থিতি লয়ের দেবতা। তাকে পালন ও ধ্বংস দুটি সমান গুরুত্ব দিয়ে করতে হবে।
    ঈশ্বর কে কেউ কেন মানবে, সেটা সেই ব্যক্তিই বলবে। আমি তো এমন ঈশ্বর কে বিপদে পড়লেই ডাকি।
    এবার আসি ধর্ম,পাপ পুণ্য এগুলোর কথায়। আগেই বলেছি ধর্ম হলো মনুষ্য কৃত কয়েক টি অনুশাসন মাত্র।
    পাপ পুণ্য ও মানুষের ই সৃষ্টি। মানুষ প্রথমে ঈশ্বর এর অস্তিত্বে বিশ্বাস করেছে; তারপর তাকে বিচারকের স্থান দিয়েছে। অর্থাত, তিনি যেন আমাদের পাপ পুন্যের সর্বদা হিসাব রাখছেন ও সময় মত তার বিচার করবেন। এটা মৃত্যুর পরেও হতে পারে আবার জীবদ্দশাতেও হতে পারে। যে ধর্ম/ বা গোষ্ঠী যেমন ভাবে ভেবে নিয়েছে।নৈতিকতা /অনৈতিকতা পাপ পুন্যের কনসেপ্ট থেকেই এসেছে বলে ধারণা।
  • santanu | 102.99.150.251 | ১৫ মে ২০১৫ ২৩:৪২676654
  • স্যান ঠিক বলেছেন, শ্মশানের তরফ থেকে আপত্তি তোলেনা
    আস্তিক-নাস্তিক কোনো কারণ নয়, মৃত বাবার মুখে আমার খামোকা আগুন লাগাতে ইচ্ছে করছিল না, পুরোহিত আর শশুরমশাই বললেন ওই জলন্ত পাঠকাঠি চার পাশে ঘুরিয়ে দিতে, ব্যাস।
    শ্মশানের তরফে কোনো বক্তব্য ছিল না, কেবল, 'তাড়াতাড়ি করুন'।
  • hu | 101.185.27.217 | ১৫ মে ২০১৫ ২৩:৫৫676656
  • এলসিএমদার পিসিকে কাশী ঘুরিয়ে আনার প্রসঙ্গে মনে পড়ল গত বছরেই তো শাশুড়ির লোকনাথবাবার পুজোতে ভোগ রেঁধে দিলাম। ওনার একা হাতে সব সামলানো মুশকিল বলেই দিলাম। ইনটলারেন্স নেই তো! পুজোতে অংশ নিই নি। আর উনি সেটা জানেনও যে আমি নেব না। কিন্তু যারা পুজো দেখতে আসবে তাদের যা খাওয়ানো হবে তার মেনু ঠিক করেছি। কেনাকাটাও করে দিয়েছি। উনি ওনার পুজো করছেন বলে জেহাদ দেখাই নি তো! আমি যেমন অন্যের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখাই, অন্যেও আমার বিশ্বাসের প্রতি সম্মান দেখাবে এবং আমাকে প্রতি মুহুর্তে কনভার্ট করার চেষ্টা করবে না এর চেয়ে বেশি আর কিছুই চাওয়ার নেই।
  • ঠাকুর | 212.142.123.104 | ১৫ মে ২০১৫ ২৩:৫৫676655
  • প্রিয়জনের মুখাগ্নি করা তো ভাল কাজ রে পোদো...
    ওতে মায়ার আড় ভাঙ্গে।
  • a x | 138.249.1.202 | ১৬ মে ২০১৫ ০০:০৪676657
  • আমি যেদিন পুজো হবে সেদিন বাড়িতে থাকলাম না, রান্নাবান্না, পুজো ইত্যাদিতে কোনো রকম সহায়তা করলাম না ও আমার বক্তব্য জানলাম। এটাও নিশ্চয়ই ইনটলারেন্স না? কিন্তু এটা করলে (হাইপোথেটিকালি নিও, পার্সোনালি না), কজন মেয়ের শ্বশুরবাড়ির কোনো অসুবিধে হবেনা?
  • san | 11.39.34.223 | ১৬ মে ২০১৫ ০০:১৭676658
  • কিসে হিসেব চাও , ত্রৈরাশিক না ভগ্নাংশ ?

    বহু মেয়েরই হবেনা । মানে সহায়তা না করলে। কিন্তু প্রশ্নটা কেমন রাগী রাগী।
  • a x | 138.249.1.202 | ১৬ মে ২০১৫ ০০:২১676660
  • রাগী কেন হতে যাবে। টলারেন্স আদৌ টলারেন্স কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন