এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৫২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:১২676694
  • দ্যাখেন , প্রশ্নটা এই নয় যে সিঁদুর , লোহা ইত্যাদি গুলো ধর্ম না লোকাচার। প্রশ্নটা হল যে পড়ছে সে কি মনে করে পরছে। কেউ এইটা মনে করে পরছে ( বা বিরক্ত হয়ে কাটিয়ে দিচ্ছে) যে এর সঙ্গে মঙ্গল-অমঙ্গলের প্রশ্ন জড়িত - সংস্কার। কেউ এইটা মনে করছে এগুলো পরলে দেখতে ভাল লাগে - অ্যাক্সেসরিজ ( গ্রান্টেড , বিয়ের পরেই ভাবছে , এইটুকুর জন্য বিয়ের আগে বিপ্লব করা পোষায় নি) । কেউ এইটা মনে করছে না পরলে পাড়াপ্রতিবেশী কি বলবে - লোকাচার । কেউ এও ভেবে পরতে পারে কত রকমই তো সাজি - এইটুকুতে বাড়ির লোক খুশি হলে কিই বা ক্ষতি , দুনিয়ার সকলকে সব বিষয়ে র‌্যাডিকাল অবস্থান নিতে হবে এমন তো না ।

    যে নিজে অ্যাক্সেসরিজ ( বা , বাড়িতে শান্তিরক্ষা) ভেবে পরছে তাকে বাইরে থেকে অন্য লোক কিকরে নিদান হেঁকে দিতে পারে - এগুলো তুমি ধর্ম মনে করেই পরছ , এইটা আমার বোধগম্য হয় নি । আমি নিজে পরতে গেলে ধর্মের অনুষঙ্গ ভুলে যেতে পারবই না ( সুতরাং পরতেও পারব না)। কিন্তু অন্য কেউও ধর্মের অনুষঙ্গকে ইগনোর করতে পারবেই না - এইটা মাইরি বাইরের লোক বলে দেবার কে ? ধরুন আমি তো ঘর সাজানোর জন্যও কিছু পেতলের ঘন্টা কিনে ঘরের কোনায় সাজাতে পারি ( অনেকেই সাজায়) - এবার ঘন্টা ট্র্যাডিশনালি পুজোর জিনিস বলেই বাইরের লোকের এই অথরিটি আছে নাকি , যে তারা ডিসাইড করে দেবে আমি ধার্মিক বলেই আসলে ঐটা কিনেছি ?

    নিজের নিজের বাক্স থেকে একটু বেরিয়ে এসে ভাবলে হয় না ? নইলে বেজায় স্টিরিওটাইপিং হয়ে যাচ্ছে । ঐ মেয়ে মদ খায় ? তার মানে লুজ মরালস । ঐ মেয়ে সিঁদুর পরেছে ? ও ধর্মভীরু। উফ উফ উফ। একই গোত্রের।
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:১৩676695
  • ** পরছে উফ
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:১৪676696
  • পাদ্রি না, ওটা বোধহয় দলেরই কেউ জোব্বা পরে (হয়ত একস্ট্রা কারিকুলারে পাদ্রিবাজি ছিলো) করিয়েছিলেন। ঃ-)
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:২০676697
  • স্যান সুন্দর গুলিয়ে দিতে শিখেছে, পুরো আর্ট। যেকোনো লোকের ক্ষেত্রে এসব বলা বোধহয় হচ্ছিলো না। সেল্ফ প্রোক্লেইমড নাস্তিকদের জন্য বলা হচ্ছিলো। এইগুলোকে ডিফেন্ড করতে হলে এটাও মনে রাখা উচিত যে মানুষের কথা ও কাজের মধ্যে কয়েকশো কিলোমিটারের পার্থক্য থাকাটাকেও ডিফেন্ড করা হচ্ছে। সে স্ববিরোধীতা, নরম্মন ইত্যাদি যে নামেই ডাকা হোক না কেন।
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ১০:২১676698
  • san এর সাথে একমত। আর আমার মনে হয় আমি ভালোমন্দ বুঝে যা করি তাই করি। সেটা নাস্তিকতা হলে নাস্তিকতা, আস্তিকতা হলে আস্তিকতা, লোক দেখানো হলে লোক দেখানো। আমি কখনো নিজের ইচ্ছেমতো কাজ করি, কখনো কমপ্রোমাইস করি, কখনো কাউকে খুশী করার জন্য কিছু করি, কখনো কাউকে খ্যাপানোর জন্য কিছু করি। পুরোটাই আমার ব্যক্তি স্বাধীনতা।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:২৭676699
  • ডিসি, আর বলা? সেটাও স্বাধীনতা? মানে ধরুন আপনি ঘোষনা করলেন "আমি নাস্তিক" অথচ পৈতে পরে গঙ্গাস্নানে গেলেন, ধুপধুনো দিয়ে ঠাউরের ফটোর সামনে পুজো করছেন, অঞ্জলি দিচ্ছেন (খেয়াল করুন, কেন করছেন মেনশন করছিনা, কিন্তু করছেন)। এরপরেও আপনাকে নাস্তিক বলা যাবে?
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:২৮676700
  • ঠাকুর* (টাইপো)
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:২৯676701
  • মানে নাস্তিক্যের পালনীয় বা বর্জনীয়ের সেট তুই যা ভাবছিস আর অন্য কেউ যা ভাবছে , এক না-ই হতে পারে । ভগবান গোছের কিছুতে বিশ্বাস না থাকা বেসিক সংজ্ঞা । কেউ যদি মনে করে সেটুকু স্যাটিসফাই করাই এনাফ সে নিজেকে নাস্তিক বলবে না-ই বা কেন ? তুই হয়তো সঙ্গে এও মনে করছিস তার মানে লোকাচার গুলো ও (যার সঙ্গে সরাসরি প্রার্থনা বা পুজো বা ভগবানকে ডাকার কোনো যোগ নেই) অটোমেটিকালি পালন না করাটা প্যাকেজে চলে আসে । সো হোয়াট ? অন্য কারোর সেরকম ভাবার কোনো দায় নেই। তোর সেট অফ রুলসে তার কিছুই যায় আসে না , এবং সে নিজেকে নাস্তিক বলতেই পারে। তোর রুলস তোরই , অ্যাবসলিউট কিছু নয়।
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ১০:৩৩676702
  • Tim আমি যদি বলতে চাই তো বলবো। আপনি আমাকে হিপোক্রিট তো বলতেই পারেন।
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:৩৪676704
  • সেল্ফ প্রোক্লেইমড নাস্তিকদের সম্পর্কে কত কথাই শুনলাম - হোয়াট অ্যাবাউট সেলফ প্রোক্লেইমড অথরিটিজ অন নাস্তিক্য ? যারা আনন্দ করে ঠিক করে দেওয়ার ভার নিয়েছেন কি কি হলে আর কারুর নিজেকে নাস্তিক বলা মানায় না ?
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:৪০676705
  • বিশুদ্ধ লোকাচার (এরকম হয় কিনা জানিনা, ধরে নিচ্ছি হয়) গুলো বাদ দিলেও, কিছু লোকাচার থেকেই যায় যেগুলো প্রশ্নাতীত নয়।
    দুই, হ্যাঁ ব্যক্তিবিশেষে সেই সেট হয়ত পাল্টাবে। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে নাস্তিকতা বলে কিছু এগজিস্ট করেনা। এতো আমি আগেই বললাম।

    যেকোনো আদর্শগত দ্বন্দ্বের ক্ষেত্রেই সমস্যাটা থাকে, মানে যতদূর আমি দেখেছি। তা সে রাজনৈতিক আদর্শ হোক বা ধর্মীয়। এই নিজের সেট অফ রুলস ডিফাইন করে নেওয়াটা নিয়ে আমার অসুবিধে আছে, কারণ তাতে আর কোন কিছু কেয়ার করার দায় থাকেনা। যাগ্গে, আমার করনীয় কিছু নাই, শুধু বলে রাখছি আর কি। এই জিনিসের একটা একস্ট্রিম দিকেই আইসিস বিলং করে, যারা নিজেদের একমাত্র (বা সহি) মুসলমান বলে ক্লেইম করছে, এবং বিতর্কিত কাজকম্মো (একদলের কাছে ইসলাম বিরোধী, নিজেদের ইন্টারপ্রিটেশনে ইসলামে অনুমোদিত) করতে পারছে।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:৪১676707
  • ডিসি, ব্যাং অন! তবে আমি ওরম কিছু বলবোনা, প্রমিস। প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। ঃ-)
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:৪১676706
  • আমি তো সিরিয়াসলিই মনে করি সরাসরি ভগবানকে ডাকা এবং একমাত্র ভগবানকে ডাকা ( যে কোনো ফর্মেই) দিয়েই নাস্তিক আর আস্তিকের তফাৎ হয়ে যায়। এর সঙ্গে বিজয়ায় নারকোল নাড়ু বানান কি বানান না এইরকম রুল কেউ জুড়তে চাইলেই আমি জানতে চাইব - মশাই আপনার অথরিটি কি ? তিনি নিজে বিরক্ত হয়ে নাই করতে পারেন - ওর সঙ্গে ধর্মের গন্ধ জুড়ে আছে এই ভেবে । আমি করলে আমায় ভন্ড বলার আপনি কে মশাই ?
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ১০:৪৩676708
  • Tim ঃ-)
  • cm | 127.247.99.177 | ১৬ মে ২০১৫ ১০:৪৬676710
  • পোষ্কার ডেফিনিশন না থাকলে এই হয়, আর সেটা থাকলে তক্কো থাকেনা।

    আমার ব্যক্তিগতভাবে মনে হয় অপরকে খোঁচানো এক মানব প্রবৃত্তি, এর মনে হয় নাস্তিক আস্তিক ভেদ নাই।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:৪৬676709
  • আমিও সিরিয়াসলি (বা ইয়ার্কি করে) আলোচনাটা চাইবো নারকেল নাড়ু বা কীর্তনের থেকে শাঁখা সিঁদুর আলাদা কিনা। আমি এটাও আলোচনা করতে চাইবো কমফোর্ট জোনে থেকে নাস্তিক থেকে যাওয়াটা আসলে জেজেটিটি কিনা। অ্যাকাডেমিক ইন্টারেস্টেই চাইবো।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১০:৪৮676711
  • এবং কোন অথরিটি ক্লেইম করবোনা, তবে প্রশ্ন করেই যাবো। আর অন্তত ল্যালাপন্থার আঁতুড়্ঘরে কেউ অথরিটির সাট্টিপিটি দেখতে চাইলে তাকে কাঁচকলা দেখাবো। ;-)
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:৫১676712
  • তোর সেট অফ রুলস সত্যিই , আসলেই , একেবারেই অন্য কারো কেয়ার করার দায় নেই , এইটা বুঝলেই আর যত্রতত্র হিপোক্রিট বলে বেড়াতে হত না ।
  • san | 113.245.13.38 | ১৬ মে ২০১৫ ১০:৫৪676713
  • আলাদা কিনা আমার মত আগেই বলে দিয়েছি। জিনিসে আস্তিক্য থাকে না , থাকে মনে। যে নাড়ু বানাচ্ছে বা যে সিঁদুর পরছে , সে কি মনে করে সেগুলো করছে - সেটাই আসল। ওর বাইরে সত্যিই কোনো তফাৎ নেই। কীর্তনও তাই।
  • cm | 127.247.99.177 | ১৬ মে ২০১৫ ১০:৫৬676716
  • ঠিক ঠিক ভাষার অ্যাম্বিগুইটি, একই এক্সপ্রেশনের আলাদা আলাদা মানে। এক্সপ্রেশন দেখে কিছু বোঝা যাবেনা।
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ১০:৫৬676715
  • দ্যাখো কারবার! নাস্তিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হইসে, কে আসল নাস্তিক।
    কম্যুনিস্টদের মতন - ট্রটস্কিপন্থী ভার্সেস লেনিনপন্থী, আসল কেডা।

    আস্তিকদের হেইসব ঝামেলা নাই।
  • cm | 127.247.99.177 | ১৬ মে ২০১৫ ১০:৫৭676717
  • কে বলল নাই শিব বড় না বিষ্ণু বড় ঝগড়া নাই। এগুলাতো বেসিক প্রবৃত্তি।
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ১০:৫৮676718
  • তা আসে, কিন্তু কে আসল ধাম্মিক তা নিয়া ?
  • san | 113.245.14.35 | ১৬ মে ২০১৫ ১১:০১676720
  • এলসিএম যে কি বলেন । কোনো এক্সট্রিমিস্ট গ্রুপই কি মডারেটদের ধার্মিক মনে করে নাকি ? তাহলে আর তারা এক্সট্রিমিস্ট হয়েছে কেন ?
  • cm | 127.247.99.177 | ১৬ মে ২০১৫ ১১:০১676719
  • আসেনা? পুতুল পূজা আবার ধর্ম হইল?
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ১১:১৩676721
  • সে তো অধাম্মিকে কয়?

    আমি তো শুনি উল্টা --- উনিও খুব বড় ভক্ত, বিষ্ণু ভক্ত, -- আমাগো ন্যায় শিব ভক্ত নয়, তাতে কি হইসে - বড় ভক্ত --- খুব সলিডারিটি ।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১১:১৪676722
  • অন্যের দায় নিয়ে আমার কোন মাথাব্যথা নেই স্যান। কিন্তু প্রশ্নগুলোয় অধিকার আছে। ভয়েস, স্যার, ভয়েস। ভয়েস থেকে উপলব্ধি আসতেও পারে, নাও পারে। চয়েসের ওপর নির্ভর করে।
  • hu | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১১:২৫676723
  • আমি মাইরি কিছুতেই বুঝতে পারছি না যে লোক নাস্তিক অর্থাত স্যানের ডেফিনিশন অনুযায়ী ভগবানে বিশ্বাস করে না সে কোন বিশ্বাসে সিঁদুর লাগাবে? ধরে নিলাম সিঁদুর লোকাচার। কিন্তু সেই লোকাচারের সাথে বিবাহের ও স্বামীর কল্যানের ঘনিষ্ঠ সংশ্রব। এটাকে যে অস্বীকার করবে তাকে আমি অন্ধ বলব এবং আর কথা বাড়ব না। আর এটাকে যদি স্বীকার করি তাহলে তো কল্যান করার জন্য একজন কল্যানময় আছে এটা ধরে নিতেই হয়। তালে নাস্তিক কিসের?
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৬ মে ২০১৫ ১১:৩১676724
  • শ্যালদা কোর্টে। কুড়ি টাকার স্ট্যাম্প পেপারে এফিডেভিট। আনন্দবাজার আর স্টেটসম্যানে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বিজ্ঞাপন। আমি শ্রী অমুক চন্দ্র তমুক গত এত তারিখ হইতে শেয়ালদা কোর্টে এফিডেভিট করিয়া আস্তিক হইতে নাস্তিক হইলাম।
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ১১:৩২676727
  • স্বামীর মঙ্গল কামনা কি কেবল আস্তিকেরা করে, নাস্তিকেরাও তো করে।
    অমন কইলে হয় নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন