এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৫০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 113.245.15.240 | ১৬ মে ২০১৫ ১১:৩৩676729
  • আরে নাস্তিক্য তো কোনো রেজিমেন্টেড ধর্ম না , যে অ্যাবসলিউট সেট অফ রুলস থাকবে। একটা স্পেকট্রাম। কিছু লোক থাকবে তারা ধর্ম থেকে ওরিজিনেটেড সমস্ত কিছু বর্জন করা অবশ্যপালনীয় মনে করবে ( না করলেই হিপোক্রিট)। কিছু লোক থাকবে তারা ডাইরেক্টলি প্রার্থনা বা ডাকাডাকি বাদ দিয়ে বাকি লোকাচারগুলিকে সামাজিক অনুষ্ঠান ভেবে যোগ দেবে। কিছু লোক ভাববে এ সবই (আনুষঙ্গিকগুলি) পুতুলখেলা - অতএব করা আর না করার আসলে কিছু তফাৎ নাই , জলে দাগ পড়ে না।

    কোনটা 'আসল' নাস্তিক্য এ নিয়ে খেয়োখেয়ি করে কি লাভ ? যে যাতে কম্ফর্টেবল সে তাই করবে। এই যে তুই বলছিস কমফোর্ট জোনে থেকে যাওয়াটাই কি আসল ? আমি বলব নাস্তিক্য কি হঠযোগের সাধনা নাকি যে কমফর্ট জোনের বাইরে জোর করে বেরিয়ে বারো বছর গলাজলে ডুবে সাধনা করতে হবে ? যে আস্তিক্যে কম্ফর্টেবল সে আস্তিক। যে নাস্তিক্যে কমফর্টেবল সে নাস্তিক । খামোখা জোর করে আনকম্ফর্টেবল হয়ে কঠিন সাধনা করতে যাবে কিজন্য ?

    রেজিমেন্টেশনে এত কিসের সুবিধে যে একটাই স্ট্রিক্ট সেট অফ রুলস মেন্টেইন করতে হবে ? স্পেকট্রামে অসুবিধে কি ?
  • lcm | 118.91.116.131 | ১৬ মে ২০১৫ ১১:৩৩676728
  • আমি তো কবে একটা সুবিধাবাদী স্ট্যাম্প পেপার নিয়া নিসি।
  • san | 113.245.15.240 | ১৬ মে ২০১৫ ১১:৩৯676730
  • হুচি , সিঁদুর বিশ্বাসেই লাগাতে হবে কে বলেছে ? সুন্দর দেখাচ্ছে বলে লাগাতে পারেনা ? নাকি কিছু লোক বিশ্বাসে লাগায় বলে অন্য লোকের সুন্দর দেখাতে লাগানোর অধিকার নেই ? মানে সিঁদুর তো ঠিক ধর্মবিশ্বাসীদের বাপের সম্পত্তি না ।
    লোকে নিন্দে করবে ভেবেও পরতে পারে। নাস্তিক হলেই বিপ্লবী বা ইন্ডিভিজুয়ালিস্ট হতে হবে এমনও দেশে কোনো আইন নেই।

    একই কথা গোল গোল।

    এর পরে লোকে বলবে নাজিরা স্বস্তিকা চিহ্ন ব্যভার করত , তাই আমার আর অন্য কোনো অনুষঙ্গে ব্যাভার করার অধিকার নেই।
  • san | 113.245.15.240 | ১৬ মে ২০১৫ ১২:০১676731
  • মুশকিল হল লোকে খুবই রিড বিটুইন দ্য লাইনস করতে থাকে ও চতুর্দিকে হিপোক্রিসির ভূত দেখে । আমি যদি বলি আমি নাস্তিক - আমি এইটুকুই মিন করি আমি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করিনা , অতএব ডাকাডাকি করিনা। যে আমার কথা শুনল সেও করেনা , এর ওপর সে আবার ধর্মের অনুষঙ্গ আছে এমন সবকিছুতেই বিরক্ত হয় । সুতরাং সে ধরে নিচ্ছে নাস্তিক মাত্রেই এগুলো বিষবৎ পরিত্যাজ্য ভাববেই ( যেহেতু সে ভাবে তাই নাস্তিক মাত্রেই ওরকম 'ভাবারই তো কথা')। এরপর অন্যরকম দেখলেই মনে হয় হিপোক্রিট , কথায়-কাজে তফাৎ , যখন যেমন তকন তেমন , ইত্যাদি প্রভৃতি। কিন্তু এইটা যে তারই রিড বিটুইন দ্য লাইনস ( নাস্তিক === কীর্তনে অনীহা) করার জন্য মনে হচ্ছে - এই ভয়েসটাও আমার রাখার দরকার :-)
  • hu | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:১১676732
  • এটা খুব আশ্চর্যের যে বিয়ের আগে বা স্বামীর মৃত্যুর পরে মেয়েদের আর সিঁদুর লাগিয়ে সুন্দর হতে ইচ্ছে করে না। যাক গে একই কথা গোল গোল করে আমিও ক্লান্ত। তবে শেষবারের মত বলে দিয়ে যাই নাস্তিক == কীর্তনে অনীহা/ বিজয়ার নাড়ু পাকাতে অনীহা/ পুজোতে হৈ চৈ করতে অনীহা - এই সমীকরণ আমি কদাপি বানাই নি। আমি যতই সিঁদুর/পুজো/পাঁজি ইত্যাদি সরাসরি ধর্মের সাথে সম্পর্কিত জিনিসগুলো হাইলাইট করছি ততই তুই তর্কটা রামপ্রসাদীতে নিয়ে ফেলছিস। এটা রিড বিটুইন দ্য লাইনস ও নয়, সরাসরি অন্যের মুখে কথা বসানো।
  • san | 113.245.15.240 | ১৬ মে ২০১৫ ১২:২২676733
  • আশ্চর্যের কিছু নেই , সৌন্দর্যের জন্য সিঁদুর পরলে বিপ্লবী হতে হবে এমন কোনো আইন দেশে নেই ( এখনও) । অবিবাহিতা বা বিধবার ঐ ভাবে সুন্দর লাগাতে হলে বিপ্লবই করতে হবে ।

    তাছাড়া সিঁদুরকে সরাসরি আস্তিক্যের সঙ্গে সম্পর্কিত মনে করছিনা বলেই তো এত কথা। কেউ কেউ মনে করলেও বোধয় সবার মনে করা নেসেসারি না।

    আর কীর্তনের উত্তরটা টিমকে দিয়েছি। ওখানে আরো অনেক কিছুই বসানো যেতে পারে , প্লেসহোল্ডার। পুজো বা প্রার্থনা যে ওখানে আসতে পারেনা , সেটাও বোধ হয় স্পষ্ট করেই বলে দিয়েছি।
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ১২:২৫676734
  • নাস্তিক্যবাদ থেকে নাস্তিক, আর কমিউনিজম থেকে সিপিএম। সবই স্পেকট্রামের ব্যাপার।

    সিপিএম না আনলে টইটা গোটাবেনা।
  • san | 113.245.15.240 | ১৬ মে ২০১৫ ১২:২৮676735
  • মাক্কালি আমি স্পেকট্রাম বলতে গিয়েই সিপিএম ইত্যাদির কথা ভেবেছিলাম, কিন্তু পাগলদের সাঁকো নাড়াতে বলব কিনা ভেবে কাটিয়ে দিলাম :-D
  • unclamp samples ebb | 47.228.108.15 | ১৬ মে ২০১৫ ১২:৩৫676736
  • যে সে সিপিয়েম আনলে হবে না। খাঁটি "স্যাম্পল" চাই। :-p
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৩৬676738
  • অবিবাহিতা বা বিধবার সিঁদুর পরা ভারতীয় আইনে বারন? সিঁদুরে আইন আছে নাকি? :D
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৩৯676739
  • ফর দ্য রেকর্ড, আমি কোত্থাও বলি নাই যে নাড়ু বা কীর্তনে অংশগ্রহণ মানেই নাস্তিক্যবাদ থেকে বিচ্যুতি। এইযে আমার পোস্ট, টাইমস্ট্যাম্প সমেত। এমনকি নিদানও হাঁকিনি স্যার, অমীমাংসিত প্রশ্ন আছে এট্কুই রেজিস্টার করেছি।

    Name: Tim

    IP Address : 101.185.27.217 (*) Date:16 May 2015 -- 10:46 AM

    আমিও সিরিয়াসলি (বা ইয়ার্কি করে) আলোচনাটা চাইবো নারকেল নাড়ু বা কীর্তনের থেকে শাঁখা সিঁদুর আলাদা কিনা। আমি এটাও আলোচনা করতে চাইবো কমফোর্ট জোনে থেকে নাস্তিক থেকে যাওয়াটা আসলে জেজেটিটি কিনা। অ্যাকাডেমিক ইন্টারেস্টেই চাইবো।
  • san | 113.245.14.101 | ১৬ মে ২০১৫ ১২:৪৬676740
  • কীর্তনের জায়গায় শাঁখা বসিয়ে নে। কীর্তনে তবু কৃষ্ণটিষ্ণের নামোল্লেখ থাকে, সাদা পাথরে - তাও নেই । ডিস্ক্রিমিনেটিং , ইয়েস।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৫১676741
  • দ্যাখ, কেউ নিজেকে নাস্তিক বললে আমি কিন্তু কখনও বলছিনা যে বলতে দেবনা। একইভাবে, আমি প্রশ্ন তুললে কারো বলার অধিকার নেই যে প্রশ্ন কোরোনা। দুটোই ফ্রিডম অফ স্পিচ।
  • san | 113.240.238.196 | ১৬ মে ২০১৫ ১২:৫৪676742
  • প্রশ্ন কোরোনা বলার এমনিই কোন প্রশ্ন নেই , মিনিময় কি গাছে ফলবে ? :-)
  • cm | 127.247.99.108 | ১৬ মে ২০১৫ ১২:৫৬676744
  • " খামোখা জোর করে আনকম্ফর্টেবল হয়ে কঠিন সাধনা করতে যাবে কিজন্য ?" তাহলে আর শীর্ষাসন করে কেন? আমি তো করতুম কেরামতি দেখাতে।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৫৬676743
  • যাই হোক, অনেক আগে থেমে গিয়েও আবার তক্কো বাড়ছে। গোল গোল ঘুরে লাভ নেই। লেটস এগ্রি টু ডিসেগ্রি। ভয়েস যা রাখার রাখা হয়েছে। আপাতত থামলাম।
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৫৭676745
  • হ্যাঁ ফুলটু মিনিময় ফ্লেভার্ড এন্টারটেইনমেন্ট ঃ-)
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ১২:৫৯676746
  • কিসের কেরামতি দেখাতে করতেন সেটাও বলে দেবেন। এখানে রিডিং বিটিন দ্য লাইন্স আর হিনী দেবার লোক দুইই বর্তমান। ;-)
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ১৩:০৩676747
  • সিএম কি লুঙ্গি পরেন?
  • dc | 132.164.214.181 | ১৬ মে ২০১৫ ১৩:১১676749
  • হাওড়া ব্রিজে যান?
  • cm | 127.247.99.108 | ১৬ মে ২০১৫ ১৩:২৫676750
  • নাস্তিকেরা সকলে নন কেউ কেউ নাস্তিক হন নাস্তিক্য প্রদর্শনের নিমিত্ত। তেমনি শীর্ষাসন।
  • sch | 113.44.175.25 | ১৬ মে ২০১৫ ১৩:৪০676751
  • এরপর মনে হয় এই টইগুলো আসবে

    ১) কি করে আস্তিক হলাম
    ২) কি করে দিদি বিদ্বেষী হলাম
    ৩) কি করে কি করে দাদা ভক্ত হলাম
    ৪) কি করে আমিষাশী হলাম
    ৫) কি করে মৃত্যুদণ্ড বিরোধী হলাম
    ৬) কি করে কলকাতা বিদ্বেষী হলাম
    ৭) কি করে পরকীয়াপ্রেমী হলাম

    অপেক্ষায় রইলাম
  • - | 109.133.152.163 | ১৬ মে ২০১৫ ১৩:৪৫676752
  • কীভাবে অনন্ত অপেক্ষারত হলাম
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ১৩:৪৬676753
  • তুমি কিন্তু একটা টই শুরু করতেই পার,
    কী করে এত রাগি হলাম,
  • কেসি | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ১৩:৪৮676754
  • অ্যাঃ. মাঝে ড্যাশের পোস্ট ঘুসে গেছে।
  • sch | 113.44.175.25 | ১৬ মে ২০১৫ ১৩:৫৪676755
  • জমবে না কেসি দা - সেটা বুলেট পয়েন্টস মার্কা হয়ে যাবে - এই বোদলেয়ার থেকে বার্গম্যান সবকিছু আনা যাবে না তো।
  • - | 109.133.152.163 | ১৬ মে ২০১৫ ১৩:৫৯676756
  • রাগের কোনও মাথা-মুন্ডু মানে সায়েন্স-ফ্যালাসফি হয়না বলছেন?
  • kc | 198.71.217.235 | ১৬ মে ২০১৫ ১৪:০০676757
  • আরে তুমি শুরু করেই দেখো না কেনে! আমরা তো আছিই, জমিয়ে দেবই। প্রমিস।
  • kd | 127.194.255.87 | ১৬ মে ২০১৫ ১৭:০৩676758
  • যাঁরা নিকটজন মৃতের মুখাগ্নি করতে চান না, তাঁদের আমি একটি সল্যুশন দিতে পারি (শুনেছি এটি উড়িয়া প্রথা)।

    পাট্কাঠিতে আগুন ধরিয়ে এই মন্ত্রটি বলুন -

    "যে মুখে দিয়ছি আমি ক্ষীড় সড় নবনী
    সে মুখে কেমনে দিব জ্বলন্ত অগনি
    হেই! তবে গান্ডে দিও"।

    তারপর যা বললেন করুন।
  • dd | 132.167.26.169 | ১৬ মে ২০১৫ ১৮:৩৯676760
  • দু রকোম নাস্তিক হয়, সফট নাস্তিক আর হার্ড নাস্তিক।

    যা শুনলাম তাতে বুঝি আমি বেশ সফট নাস্তিক। রোদে রাখলে গন্দো হয়, বৃষ্টিতে কাদাকাদা,বেশী হাওয়া দিলে খড় খড়ে..... এই প্রকার।

    ঠাকুর কইলেন "বিশ্বেস, বিশ্বেস রাখলেই ক্ষি বলে গিয়ে মিলায় বস্তু। বুঝলি, বিশ্বেসটা রাখবি ট্যাঁকে। কেউ টেরও পাবে না। তরপর করনা। যতো খুসী নকুবাজী কর, মরবার ঠিক আগে "এফ্রিল ফুল। এখন হরি হে ,ঠাট্টা বুঝে চলো পানসী বৈকুন্ঠে" বলে দিবি"।ঠাকুর সুবিশ্বাসী গভীর হেঁচকি তোলেন।

    পোদো এটা লাইক করে না, বিড় বিড় করে বলে "যতই অবিশ্বাস করো নাক্যানো,পাচ পেগের পর বেশ টল মল করে। তখোন ?'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন