এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৫০৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঠাকুর | 212.142.114.49 | ১৬ মে ২০১৫ ১৮:৪০676761
  • শুনলি পোদো! উড়ে মন্তোরটা ঠিক জানে।
    মুকুজ্জ্যের বলরামের ঘাটে ঘর। অবতার রে, অবতার!

    নে..পেন্নাম কর..
  • SKM | 83.6.121.117 | ১৬ মে ২০১৫ ১৮:৫০676762
  • KD Da
    ekta question. Desh ae firbo bhabchhi.
    SS checque ta ki dollar ae dey na US bank ae soja deposit kora Jai. Thanks
  • a x | 60.171.26.111 | ১৬ মে ২০১৫ ১৯:১৭676763
  • আগে ছিল সিউডো সেকুলার, তারপর হল পলিটিকালি ইনকারেক্ট, এখন বাজারে চলছে বিপ্লব ঃ-)) যেই নিজের বক্তব্য বা কাজের ফাঁক ধরা পড়তে পারে, দে মা ঠুকে! এক শব্দে কেমন জব্দ!
  • ranjan roy | 192.69.134.43 | ১৬ মে ২০১৫ ২০:০৮676764
  • কেডিদা,
    ঃ)))
    সমস্ত নাস্তিকদের কাছে একটা সিরিয়াস প্রশ্নঃ
    নিজেদের শ্রাদ্ধশান্তি ঠেকাতে মেডিক্যাল কলেজে দেহদান করে দিলে কেমন হয়?
  • Tim | 101.185.27.217 | ১৬ মে ২০১৫ ২০:১৭676765
  • খুব ভালো হয়, একটা কাজের মত কাজ হয়। এর সাথে নাস্তিক আস্তিকের কিসু নাই। আমার আস্তিক মা কাকিমারাই করে ফেলেছে। ঃ-)
  • a x | 60.171.26.111 | ১৬ মে ২০১৫ ২০:১৮676766
  • রঞ্জনদা, নিজেরা তো দিল। কিন্তু তাদের নট-সো-নাস্তিক বাবা-মা'র বেলা কী হবে সেই নিয়ে প্রশ্ন।
  • ranjan roy | 192.69.134.43 | ১৬ মে ২০১৫ ২০:৫২676767
  • আমি চেষ্টা করছি, ভবানীপুরে শুনেছি গণদর্পণ না অমনি কি এক সংস্থা আছে। বউ ও মেয়েদের বলছি আমার মৃত্যুর পরে কথার খেলাপ করলে আমার আত্মা ভূত হয়ে ঘাড় মটকাবে।ঃ)))
    কীর্তন নিয়ে দুটো কথাঃ
    কোন কোন কীর্তন কথা ও সুরে অন্যভাবে (স্পিরিচুয়ালি বা ধার্মিক অর্থে নয়) অ্যাপিল করতেই পারে। মুজতবা আলী লিখেছেন সেই বালক বয়সেই "দেখা হইল না রে শ্যাম আমার সেই নত্তুন বয়সের কালে!" শুনে মুখে হাতচাপা দিয়ে কাঁদতে কাঁদতে উঠে গিয়েছিলেন। যদিও সেটা 'নত্তুন বয়সে" দেখা না হওয়ার ট্র্যাজেডি ভাল করে বোঝার বয়স ছিল না।
    এ নিয়ে অক্ষদার গোড়ার দিকের কিছু পোস্ট প্রণিধানযোগ্য।
  • dc | 132.164.150.36 | ১৬ মে ২০১৫ ২১:৪০676768
  • ভয়ে ভয়ে একটা কথা লিখে দিঃ আজানের সুর আমার খুব ভাল্লাগে, ছোটবেলার থেকেই।
  • - | 109.133.152.163 | ১৬ মে ২০১৫ ২২:১৬676769
  • ওমা, এতে ভয় পাবার কি আছে? ঃ-) কোথাও না কোথাও তো বিশ্বাস রাখতেই হয়। অন্তত নিজের ভলো লাগাটুকুতে হলেও। ঐ বিশ্বাসটুকুই তো অস্তি।
    নাস্তিক হওয়া কি মুখের কথা রে দাদা!
    এত আমরা সবাই জানি। সে মুখে যে যাই বলুক না কেন!
  • dc | 132.164.150.36 | ১৬ মে ২০১৫ ২২:২৬676771
  • ঠিক ঠিক। উফ এতোক্ষন দমবন্ধ করে ছিলাম, এখন কি স্বস্তি! এইজন্য কনফেশন ব্যাপারটাও আমার এতো ভাল্লাগে।
  • san | 113.252.218.115 | ১৬ মে ২০১৫ ২২:৩২676772
  • অক্ষদি বিপ্লব টা কি আমায় বলল ? আমি নিজের কথা আর কাজের ফাঁক বোজাতে সিঁদুর পরা মেয়েদের ডিফেন্ড কচ্ছি ? ? হিলারিয়াস :-D :-D
  • a x | 60.171.26.111 | ১৬ মে ২০১৫ ২২:৪১676773
  • সিঁদুর পরার কথা কোথাও বলেছি নাকি? তুমি সিঁদুর পর কিনা তাও আমি জানি নাকি? মা গো!
  • Abhyu | 118.85.88.75 | ১৬ মে ২০১৫ ২২:৫০676774
  • কালকে কাজের ফাঁকে আর লেখা হয় নি। বড় শহর ছাড়া দেহদান অসম্ভব। এই কল্যাণীতেই সম্ভব নয়।
    রইল বাকি আস্তিক বাবা-মা বনাম নাস্তিক ছেলে মেয়ে। দুজনের একজন মারা গেছেন, অন্যজন বেঁচে, এই সময় আমি নাস্তিক সন্তানের মূল্যবোধকে খুব বেশি জায়গা দিতে পারলাম না, সরি। দুজনের একজন গত হয়েছেন আগেই, অন্যজন দেহ রাখার পর যেহেতু আর দেখতে আসছেন না নাস্তিক সন্তান কি করছে, সেক্ষেত্রে ব্যাপারটা সহজতর, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মৃত ব্যক্তির ইচ্ছাকে সম্মান করার পক্ষপাতী।

    আমার এক বন্ধু ভেঙ্কি ওর বাবার ক্যান্সার হওয়াতে দেশে চলে গিয়েছিল। ছমাস পরে ফিরে এসে বলেছিল যাস্ট ওর মায়ের মুখ চেয়ে কত কিছু সহ্য করেছিল। (সেগুলোর বেশির ভাগই অবশ্য আত্মীয় স্বজনের ভালবাসা, শা-, হা-, জা-, বা-)। যাক এটা MJAL টইতে যেত।
  • ranjan roy | 192.69.134.43 | ১৭ মে ২০১৫ ০০:৩২676775
  • অভ্যু,
    আমি তোমার সঙ্গে একমত। যদি আমি চাই যে আমার আস্তিক সন্তানেরা নাস্তিক বাপের শেষ ইচ্ছাকে সম্মান করে বাপের শরীর চিতেয় তুলে পুরুত ডেকে মন্ত্র না পড়ে মেডিক্যাল কলেজে দেবে, তবে একই লজিকে আমারও কর্তব্য মৃত বাবা-মার শরীরের শেষ ক্রিয়া তাঁদের ইচ্ছানুসারে করার। কিন্তু শ্রাদ্ধ, গয়ায় গিয়ে পিন্ডদান,মস্তকমুন্ডন--এগুলো তো আমার ব্যাপার। সেখানে আমার বিশ্বাস না থাকলে কেন করব?
  • ranjan roy | 192.69.134.43 | ১৭ মে ২০১৫ ০০:৪০676776
  • ডিসি,
    ভোরের আজানে বেশির ভাগ সময় দেখেছি ভৈরবীর সুর লাগে। মনটা কেমন হয়ে যায়।
    শোলে সিনিমায় অন্ধ ইমাম হাঙ্গলের ছেলের মৃত শরীর নিয়ে ডায়লগের সময় সাউন্ডট্র্যাকে আজানের সুর মনে করুন।
    পল রোবসনের গলায় " ও ফ্রিডম, ফ্রিডম" দারুণ লাগে যদিও তাতে মৃত্যুর পর ঈশ্বর সন্নিধানে যাওয়ার কথা আ্ছে।
    ভাল লাগে বাউল গান, কে সি দে ও ছবি বন্দোপাধ্যায়ের কীর্তন।
    কে সি দে যখন গান' সখি লোকে বলে কালো , কালো নয় সে যে আমারই চোখের আলো", আমি মুগ্ধ।
    তাতে " সে যে আমারি হৃদয় রাজা,
    আমি দেহের দেউলে আরতি করিয়া করিব তাহারি পূজা", তখন আমার ভাবনা জাগতিক স্তরেই থাকে।
  • Abhyu | 118.85.88.75 | ১৭ মে ২০১৫ ০০:৫২676777
  • রঞ্জনদা আপনার বাবা যদি আশা করতেন যে তাঁর সন্তান গয়ায় পিতৃতর্পণ করবেন তাহলে সেটা ঠিক "শুধু" আপনার ব্যাপার থাকে না বলে আমার মনে হয়। পরলোক আছে কিনা বা সেখানে কে কিভাবে তৃপ্ত হন বা হন না দুটোর কোনোটাই তো আমরা নিশ্চিতভাবে জানি না, তাই না?
  • Abhyu | 118.85.88.75 | ১৭ মে ২০১৫ ০০:৫৫676778
  • ইন আদার ওয়ার্ড্স, আমার মতে শ্রাদ্ধ, গয়ায় গিয়ে পিন্ডদান, মস্তকমুন্ডন ইত্যাদি তাঁদের শেষ ক্রিয়ারই অন্তর্ভুক্ত। মানে শুধু শরীরটাকে দাহ করে বা কবর দিয়েই শেষ ক্রিয়াটা শেষ হয় না, এই আর কি।
  • ranjan roy | 192.69.134.43 | ১৭ মে ২০১৫ ০১:১৪676779
  • অভ্যু,
    কিন্তু নাস্তিক যে নিশ্চিত পরলোক বলে কিছুই নেই। নাস্তিক ভাবে যদি একতলায় বসে খাবার সাজিয়ে নিবেদন করলে আমার জীবিত বাবা দোতলায় বসে খেতে পারবে না, তাহলে কোন কল্পিত পরলোকে মৃত বাবার পিন্ড কী করে পৌঁছবে? নাস্তিক যে দেহের অতীত কোন আত্মার অস্তিত্বই মানে না।
    তাই প্রয়াত পিতার ইচ্ছা মেনে কতদূর কি করব তার একটা লাইন তো টানতে হবে। নইলে বাবার শেষ ইচ্ছা মেনে বিয়ে করতেও হবে।
  • Atoz | 161.141.84.175 | ১৭ মে ২০১৫ ০১:১৫676780
  • নাস্তিক বিয়ে করবে না?????
    ইয়া আ আ আ হু। ঃ-)
  • kc | 198.71.217.235 | ১৭ মে ২০১৫ ০১:১৯676782
  • অভ্যু, এরও সল্যুশন আছে, বাপ-মা কে জিব্রানের লেখাটা ভাল করে পড়িয়ে দেওয়া, যদি আগেই না পড়ে থাকেন,

    Your children are not your children.
    They are the sons and daughters of Life's longing for itself.
    They come through you but not from you,
    And though they are with you yet they belong not to you.

    You may give them your love but not your thoughts,
    For they have their own thoughts.
    You may house their bodies but not their souls,
    For their souls dwell in the house of tomorrow,
    which you cannot visit, not even in your dreams.
    You may strive to be like them,
    but seek not to make them like you.
    For life goes not backward nor tarries with yesterday.

    You are the bows from which your children
    as living arrows are sent forth.
    The archer sees the mark upon the path of the infinite,
    and He bends you with His might
    that His arrows may go swift and far.
    Let your bending in the archer's hand be for gladness;
    For even as He loves the arrow that flies,
    so He loves also the bow that is stable.

    আমি অনেককাল আগেই পড়িয়ে দিয়েছি। মাঝে মাঝে মনে করিয়েও দিই :))
  • | 24.96.178.3 | ১৭ মে ২০১৫ ০১:৫৪676783
  • নাস্তিক কেন হতে যাবো? আমি দিব্বি আস্তিক ঃ)
  • lcm | 118.91.116.131 | ১৭ মে ২০১৫ ০২:২১676784
  • ব,
    তাহলে কিভাবে আস্তিক হলে সেটা অন্তত লেখো। আর কিরকম লেভেলে, হার্ডকোর/প্র্যাক্‌টিসিং/সফ্‌ট....
  • | 24.96.178.3 | ১৭ মে ২০১৫ ০২:৩৭676785
  • সেরকম কিছু না এল সি এম দা,। ছোট বেলা থেকে ই পুজো এবং তার সঙ্গে প্রাসঙ্গিক আচার বিধি ভালো লাগে। ছোটবেলায় পুরাণ/রামায়ন/মহাভারত এগুলো আমার খুব প্রিয় ছিল। পরে আরো ডিটেলস এ পড়েছি। ছোটবেলায় নিয়ম মেনে ( পড়ুন না খেয়ে ) সরস্বতী পুজোর উপোস করেছি। এখন আর হয় না। তবে অষ্টমী তে অঞ্জলি এখন ও দি, আর আমাদের বাড়ী তে কালী পুজো হয় ( প্রায় ৭০ বছরের পুরোনো) সেখানে উপোস করি প্রতিবার। সে বড় কঠিন উপোস । কারণ পুজো শেষ হতে হতে প্রায় ভোর ৪ঃ৩০/৫ হয়ে যায়। মানে প্রায় ৩৬ ঘন্টা উপোস। জল ছাড়া খুব কষ্ট হয় কিন্তু প্রতি বার ই এটা করে থাকি।

    আর কিছু না। একটা সুপার ন্যাচারাল পাওয়ার এ বিশ্বাস করি। যার কাছে সমস্যা / সঙ্কটের সময় ভরসা করা/ আস্থা রাখা যাবে।
  • lcm | 118.91.116.131 | ১৭ মে ২০১৫ ০২:৩৯676786
  • মাঝেমধ্যে উপোস তো ভালো, হেল্‌দি ব্যাপার। তবে ৩৬ ঘন্টা, এবং না ঘুমিয়ে...
  • Abhyu | 118.85.88.75 | ১৭ মে ২০১৫ ০২:৪৬676788
  • ও তো সবুজ আস্তিক - কিভাবে হল লিখতে গেলেই সবাই রে রে করে তেড়ে আসবে।
  • | 24.96.178.3 | ১৭ মে ২০১৫ ০২:৪৬676787
  • বাড়ি তে প্রচুর লোক থাকে ।আড্ডা, তাস খেলা, গ্রামে ঠাকুর দেখতে বেরোনো এই সব থাকে। তবে আমি রাতের দিকে প্রতি বছর ই ঘন্টা ২/৩ গড়িয়ে নি ঃ))
  • | 24.96.178.3 | ১৭ মে ২০১৫ ০২:৪৯676789
  • খ্যাক খ্যাক ঃ)))
  • | 24.96.178.3 | ১৭ মে ২০১৫ ০৩:০৫676790
  • আরিস শালা আমি ছাড়া সবাই নাস্তিক, এত দিনে ৫% হলুম ঃ)))
  • কেডি | 76.249.83.236 | ১৭ মে ২০১৫ ০৩:০৬676791
  • SKM, SS amount (and company pension) আমার US bank accountএ ডিপোজিটেড হয়। আমি প্রয়োজন মতো xoom করে আমার কলকাতা ব্যাঙ্কে নিয়ে আসি। আমার এক বন্ধু USAতে HSBCতে account খুলে সেখানে SS check জমা করায় আর কলকাতায় HSBC ATMএ দরকার মতো টাকা তুলে নেয়। এতে একদিক থেকে সুবিধেই, IRSএ tax file করার সময় 1099 ওখান থেকেই পাওয়া যায়।
  • skm | 83.6.121.117 | ১৭ মে ২০১৫ ০৩:১১676793
  • Thanks a lot Kd Da
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন