এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩৮৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:৫০676528
  • সিঁদুর-নোয়া লিখলাম বলে শুধুই এগুলোর কথাই বলছি তাও নয়। মুখে ভাত, পাঁজি দেখে বিয়ে, কাছা নেওয়া, হবিষ্যি সবই বলছি। দশবছর দেশের বাইরে আছি। সাধারনত ডিসেম্বরের মাঝামাঝি বাড়ি গিয়ে হপ্তা তিনেক থাকি। এই দশ বছরে এক বন্ধুর ছাড়া আর একটাও বিয়ে হতে দেখিনি ঐ সময়ে। প্র্যাকটিসিং নাস্তিকের সংখ্যা এত বেড়ে গেলে কয়েকটা বিয়েবাড়ি তো খেতে পারতাম আর কিছু না হোক!
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৩:৫৩676529
  • ধুর কত মেয়েই সিঁদুর নোয়া কে অ্যাক্সেসরিজ হিসেবে ট্রিট করে। আমার বা তোর ওগুলো পরতে গেলে মনে হবে এটা অমুকের চিহ্ন তমুকের চিহ্ন। অনেকেরই হয় না । আমরা সেটা অপছন্দ করতে পারি ( করেও থাকি) - কিন্তু 'শুধু অ্যাক্সেসরিজ হিসেবে ট্রিট করা বেআইনি ' এমন তো বলতে পারিনা ।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৩:৫৪676530
  • ধুর। দেশ-বিদেশে কত লোককে জানি ধর্মীয় মতে বিয়ে হয়েছে, কিন্তু নাস্তিক।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৩:৫৫676531
  • সিঁথিতে সিঁদুর পরা অবিবাহিতা মেয়ে দেখেছেন? সিঁদুর কোন কসমেটিক্স নয় এটা আপনিও জানেন।

    আর যে যা খুশি করুক তাতে আমার বলার কিছুই নেই। কিন্তু প্র্যাকটিসিং নাস্তিক কাকে বলব সেই নিয়ে তো আমার কিছু মতামত থাকতেই পারে।

    আলোচনাটা কেমন ব্যক্তিগত স্তরে চলে যাচ্ছে বলে খারাপ লাগছে। জেনারালাইজ করে লিখতে না পারলে আপাতত কিছুক্ষণ লিখব না।
  • y | 126.203.152.121 | ১৫ মে ২০১৫ ১৩:৫৬676532
  • sm নাস্তিকতার একটা যুক্তি (যেটা আমি মানি) হল - এটি একটা লিঙ্গুইস্টিক ফ্যালাসির কম বা বেশী কিছু না। আমি যদি কিছু তে বিশ্বাস/অবিশ্বাস করি সেটার একটা সংজ্ঞা লাগে তাই না? আমি dgef ঈ বিশ্বাস করি, এই বাক্যের কি কোন অর্থ হয়? হয় না। তার মানে ঈশ্বরকে আগে well-define করা দরাকার বা কিছু বৈশিষ্ট্য আরোপ করা উচিত। আর ঠিক সেই সেই বৈশিষ্ট্য ওয়ালা কোন এন্টিটি লজিকালি পসিবল কিনা সেটা দেখা উচিত। এবারে অনেকে যারা কিছুটা spiritual not religious (ক) তারা ব্রোম্হন্দের গঠন বা তার সৃষ্টির উলে যে শক্তি বা প্রাকৃতিক নিয়ম কে রেফার করেন । ভাল কথা। সেটি একটি নামকরণ মাত্র। ঈশ্বর না বলে যাকে abc ও বলাই যেত। (খ) অবার বেশীরভাগ মানুষ আবার সৃষ্টিকর্তা বৈশিষ্ত্যের র সাথে ‘সদ মঙ্গলময়’ সতাটি জুড়ে দেন।, এবারে মহামাঋ জেনোসাইদের সামনে মঙ্গল এর সংজ্যা দেয়া প্রবলেম হয়ে যায়।
    অনেকে আইবার আছেন যারা খ দিয়ে দিয়ে তর্ক শুরু করেন ক তে স্লিপ করে যান। এটা একরকম গুলিয়ে দেয়া

    মোট কথা আস্তিকরা কোন না কোন ভাশহগত বা যৌক্তিক প্যাচে আটকে থাকেন সবচেয়ে ভাল ব্যাপার, এইসব ফ্যালাসি খন্ডন করতে কোন বৈজঁআনিক অগ্রগতি , ইভোলিশান ইঃর দ্বারস্থ হওয়ার দরকার নেই (যেমন ডকিন্স ইঃ র করে থাকেন, এটা পন্ডশ্রম মনে করি) । তিন হাজার বছর আগেও কেইউ ঠিক এই যুক্তির উপর ভর করে সম্পূর্ন নাস্তিক হতে পারেন। ডার্ক ম্যাটারের বৈশিশ্ট্যো কি, এটা ফিসিক্সের প্রবলেম, আস্তিকত/নাস্তিকতা একটা লজিকাল প্রবলেম।

    একটা কথা এখন খুব চালু, নাস্তিকতাও একধরনের মৌলবাদ ইঃ এটাও সমস্যাটেক এ টাকে দেখার একটা ভুল, এইটা নিয়ে লিখছি পরে
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:০০676534
  • তাছাড়া নাস্তিক হতে গেলে কখনো অন্য কাউকে খুশি করাটা বেশি ইম্পর্ট্যান্ট হওয়া চলবেনা , এমন কোনো আইন নেই। এ কি সেই অন্যের হুঁকো খেলে জাত যাওয়া নাকি । আমি সাধারণভাবে অন্যদের খুশি করার জন্য মতের বিরুদ্ধে কিছু করিনা । তা বলে অন্যরা করলেই তাদের আর আজ থেকে নাস্তিক বলা যাবেনা এরকম নিদান হাঁকতে পারি নাকি ? কি কি করলে নাস্তিক পদ থেকে চ্যুত হতে হবে সে নিয়ে এত কড়াকড়ি থাকলে সে খুব কঠিন সমাজ হয়ে যাবে :-)
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:০০676533
  • কেসিদাই দেখছি সার কথা বলে গেছেন ঃ-)))

    Name: kc

    IP Address : 198.71.213.206 (*) Date:14 May 2015 -- 01:03 AM

    স্ম, অনেক নাস্তিক কে দেখেছি সুবিধামত নাস্তিক হয়। হোলি খেলে, দুর্গাপুজোয় নাচাগানা করে, শুধু অঞ্জলি দ্যায়না নাস্তিক বলে, আবার গৃহপ্রবেশের পুজোও করে। পড়শী যদি সরস্বতী পুজোতে নেমন্ত না করে ক্ষেপেও যায়। দেওয়ালিতে আল্পনা দ্যায়, প্রদীপ জ্বালে। কিন্তু উদবাহু হয়ে আমি নাস্তিক আমি নাস্তিকও বলে চলে। ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৪:০১676535
  • এসব পার্সেপশন। মুসলিম মেয়েরা মাথার স্কার্ফ পড়লে ধার্মিক, সাদা মেয়েরা পড়লে ফ্যাশন। মাথার মাঝখানে সিঁথি বরাবর চুলে রং দেয় তো অনেক মেয়ে - লাল, পিংক -
  • d | 24.97.66.99 | ১৫ মে ২০১৫ ১৪:০২676536
  • হে হে হুচি একদম ব্যাঙ অন। কখনও কোনও অবিবাহিত মেয়েকে শাঁখা নোয়া পরতে দেখা যায় না।

    পাই বোধহয় আমার আগের লেখাগুলো ভাটে এদিক ওদিক কখনও খেয়াল করো নি। ওয়াশিকুর বাবু মারার পর পরই হাসিব মাহমুদ এই আনসারুলাহ বাং টীম নিয়ে কিছু ঘান্টা ঘাঁটি করেন। তাতে দেখেন যে এটা আল কায়েদার এশিয়ান শাখার সাথে ডায়রেক্ট যুক্ত। আল কায়েদা নেটওয়ার্ক থেকে বিভিন্ন অপারেশান ও অন্যান্য সব কিছুর ম্যানুয়াল রীতিমত বাংলায় অনুবাদ করে করে এরা রেখেছেদ। আর এদের নেটওয়ার্কও ঐ স্টাইলেই চলে, ফলে বাবুর খুনীদের ধরলেও খুব বেশী খবর বের করা সম্ভব হয় নি। অবশ্য এখানে হাসিনার সরকার কতটা সেটা চেয়েছে সেটাও জানা নেই।

    তো, এদের টার্গেট হল প্রো-পাকিস্তান অ্যান্টি মুক্তিযুদ্ধ একটা ক্ষমতাসীন গোষ্ঠে তৈরী করা। বা ২০২০ তে বাংলাস্তান। এর জন্য আপাতত নাস্তিক সহজ টার্গেট, নাস্তিক শেষ হলে বা সবাই 'লাইনে এসে গেলে' তখন অন্যরা।

    মনে করে দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মওলানা ফারুকীর খুন হবার কথা।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৪:০৫676538
  • এগক্যাক্টলি, তাই তো হওয়া উচিত।
    নাস্তিক হলে হোলি খেলা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, চুলে রং করা যাবে না, হাতে বালা পড়লে খেয়াল রাখতে হবে শাখার মতন যেন না হয় -- এত ম্যান্ডেট মেনে চললে তো আর একটা ধম্মের মতন।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:০৬676539
  • বাবা কেসিদা তো ছোঁয়াছুঁয়ির পর্যায়ে চলে গেছেন । এটা মিস করে গেছিলাম। হোলি খেলা কি দেওয়ালির প্রদীপকে অচ্ছুত করে রাখতে হবে !!! খাইসে । এরপর বলবেন নার্কোল নাড়ু খাওয়াও বিচ্যুতি ( কারণ ট্র্যাডিশনালি বিজয়া দশমীতে হয় ) ।

    আচ্ছা , আস্তিকদের ছুঁয়ে দিলে কি পাপ হবে ?
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:০৭676540
  • ঠিকাচে স্যান। এবার থেকে তাদের হ্হ্পা নাস্তিক বলিস বা ডিসির ঐ টার্মটা JJTT (এটা আমার বেশ পছন্দ)। তাহলেই বুঝে যাব ঃ-)
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৪:০৮676541
  • ঐ জন্যে বলে নাস্তিকতা একটি ধম্মো - কে কইসে ? একক-ই হইব।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:০৯676543
  • এরপর লালন আর রামপ্রসাদী ভাবতে আমার হাড় হিম হয়ে আসছে।
  • Tim | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:০৯676542
  • ও, মানে স্যানের ডেফিনিশন অনুযায়ী আমি নাস্তিক কিন্তু লোকে প্রশ্ন করবে বা চাপ দেবে বা অখুশি হবে তাই সেগুলো ব্যক্তিগত জীবনে মেনে চলিনা এরম হলে বলা হবে আমার প্রায়োরিটিতে অন্যের মতামত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তবু আমি নাস্তিক। তা বাপু প্রায়োরিটিতে নিচের দিকের জিনিস ক্লেইমই বা করবো কেন? আর দুই নম্বর, এই যে চিরকাল শুনে এলুম যা বিশ্বাস করি তাই করতে হয়, নইলে ভন্ড না কিসব বলে, সেগুলো কি গল্পকথা?
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:১১676544
  • অ্যাকচুয়ালি আমি এখানে কেসিদার থেকে একটু ডেভিয়েট করব। হোলি-দুর্গাপুজোর নাচাগানা, দেওয়ালীতে প্রদীপ জ্বালানো এগুলো হিন্দুধর্ম থেকে উদ্ভূত হলেও হিন্দু না হলেও যে কেউ করতে পারেন। কাজেই এতে আমি সমস্যা দেখি না। কিন্তু হিন্দু না হলে সিঁদুরও পরা যায় না, বাড়িতে ঠাকুরপুজোও দেওয়া যায় না, পাঁজির তো কোন ব্যাপারই নেই। কাজেই এই জিনিসগুলো ধর্মীয় সংশ্রবমুক্ত একেবারেই নয়। এগুলো করে প্র্যাক্টিসিং নাস্তিক থাকতে চাইলে চাপ আছে।
  • Tim | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:১৪676545
  • কেন তোর হাড় হিম হবে কেন? তুই তো নাস্তিক নোস। আমিও নই। এমনকি সিকি, হুচি এরাও না। আশা করি এতক্ষণে বোঝাতে পারলাম প্র্যাক্টিসিং নাস্তিক বলে কিছু হয়না। উই আর অল ডিফারেন্ট ফ্লেভার্স অফ জেজেটিটি। নাও, মুক্তি।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৪:১৭676546
  • টিম-হুচি হইল হার্ডকোর এথিস্ট - লিগ অফ মিলিট্যান্ট এথিস্ট। ধর্মীয় কোনো কিছু দু-চক্ষে দেখতে পারে না। অসহ্য লাগে ওদের।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:১৮676547
  • টিম একদমই তাই। সদা সত্য কথা বলিবে এই প্রিন্সিপল মেনে আমরা লোককে বলতে যাইনা - আপনাকে কী খারাপ দেখতে , আপনি কি হ্যাংলা , আপনার জামার রং কি ক্যাটক্যাটে। মানে কেউ বলতেই পারে , কিন্তু তাকে লোকে অশিক্ষিত গাঁইয়া ভাববে । এমনকি জিজ্ঞেস করলেও এগুলো বলিনা। পৃথিবীতে একটাই প্রিন্সিপল মেনে আমরা বড়ো হইনা ( যথা সত্য কথা) অনেক কিছু মিলিয়ে মিশিয়েই চলি , তাতে কোনো অন্যায় নেই।

    আর এরকম বাইনারিতে ভাবাই বা কেন , যে ফার্স্ট প্রায়োরিটি বাদে আর সবকটার ভ্যালু নাল। তিন বা চার নং প্রায়োরিটিকে তিন বা চার ই বলব , জিরো প্রায়োরিটি হিসেবে কেন ট্রিট করব ? অবশ্যই আমি সেগুলো ও ক্লেম করব। তুই না চাইলে নাই কর ।
  • lcm | 118.91.116.131 | ১৫ মে ২০১৫ ১৪:১৯676550
  • জাপানে নাকি আছে এমন হার্ডকোর এথিস্ট, তারা ধর্মীয় পুস্তক জড়ো করে আগুন লাগিয়ে দেয়, ধার্মিক লোকজন প্রতিবাদ করতে এলে তাদেরকে পাথর ছুঁড়ে মারে।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:১৯676549
  • একদমই তাই দুটো নয়ের পোস্ট দেখে বলা।
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:২২676552
  • একেরারেই না এলসিএমদা। অনেক ধর্মীয় অনুসঙ্গেরই সংশ্রব ত্যাগ করতে পারি নি। এদের অনেকগুলো ভালোও লাগে। সেজন্য নিজেকে নাস্তিক বলার আগে দ্বিধা করি। একদম প্রথম পোস্ট থেকেই এই কথাটা বলে আসছি। বাংলাটা এত অপরিস্কার লিখি এর আগে বুঝতে পারি নি ঃ-)
  • Tim | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:২২676551
  • আরে সেতো ঠিকই আছে। তবে এইভাবে ভাবলে ফারাবিরও একটা কোন প্রায়োরিটিতে অ্যাথেইজম বা তার ডেরিভেটিভ পাওয়া যেতে পারে। সে বেশ মজার হবে। ;-)
  • Tim | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:২৪676553
  • স্যান, দেন প্লিজ ডিফাইন ভন্ডামি। ঃ-)
  • Tim | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:২৬676554
  • এলসিএমদা, ইয়ার্কির ছলে বলছো, কিন্তু তবুও বলি, মুখে কথা বসিও না। অন্যের চয়েসকে একেবারে শুরু থেকে সম্মান করে আসছি। আইডিওলজিকাল ডিলেমা অ্যাড্রেস করছি। আমি বা হুচি কতটা কি সে আমাদের পোস্ট পড়ে বুঝতে পারা উচিত। এটা বিশেষ করে বই পোড়ানো পাথর ছোঁড়া এসব বললে দেখে বললাম।
  • san | 11.39.35.246 | ১৫ মে ২০১৫ ১৪:৩৫676555
  • আরে সবকিছুরই তর-তম আছে। কলেজ যাবার নাম করে সিনেমায় যাওয়া আর ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া একই লেভেলের মিথ্যাচার নাকি ? আমি নিজেকে নাস্তিক বলব আবার রোজ সকালে মনে মনে ঠাকুরকে ডাকব এটা হয় না , একেবারে বিশ্বাসের জায়গায় আটকায় , তা বলে পাড়ার পুজো প্যান্ডেলে হৈচৈ করে ভোগ খেতে যেতে পারবনা -এ কি আবদার ? বিশ্বাস অবিশ্বাস মনে থাকে , খিচুড়িতে থোড়াই থাকে :-)
  • kc | 198.71.217.235 | ১৫ মে ২০১৫ ১৪:৩৯676556
  • তিমি, ডিসক্লেইমার দিচ্ছিনা তোমাদের সঙ্গে ডিসক্লেইমার না দিয়েই আটভাট বকতে পারি বলে।
    এবার কোশ্নো, এই থিয়োরেটিক্যাল নাস্তিক হবার তাড়ণাটা কেন? থিয়োরেটিক্যাল নাস্তিক না হয়ে কোন মোজাটা ছেঁড়া যাচ্ছে? হোয়াই? এই সময়ের গুরুত্বপুর্ণ ইস্যু তো এটা নয়। তবে কেন?
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৪:৫৫676557
  • স্যান, আরো একবার ভুল বুঝলি। আমি কিন্তু লিখলাম দুর্গাপুজোয় নাচাগানা যেকোন মানুষই করতে পারে, হৈচৈ করে খিচুড়ি খাওয়ার ক্ষেত্রেও তাই। আরো লিখলাম যে এই জায়্গাতে কেসিদার সাথে ডেভিয়েট করি। তোর তুলনাটা ঠিক হত যদি তুই আমার পোস্ট পড়ে লিখতিস। প্র্যকটিসিং নাস্তিক আর গৃহপ্রবেশের পুজো বা সিঁদুর পরা বা পাঁজি দেখে বিয়ের দিন ঠিক করা এগুলো এক সাথে যায় না। এর বাইরে হৈ চৈ নাচাগানা নিয়ে একটি কথাও নেই। আরেকবার পড়লেই দেখতে পাবি।
  • de | 69.185.236.55 | ১৫ মে ২০১৫ ১৪:৫৯676558
  • ব্র্যাকেটে কি পড়তেই হবে? নাস্তিকও নই, আস্তিকও নই - আমি আমার মতো - এতে চলবে না?
  • hu | 188.91.253.22 | ১৫ মে ২০১৫ ১৫:০১676560
  • হ্যাঁ চলবে। আমিও তোমার মত দে-দি ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন