এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৭৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ০৯:৩৫681950
  • ব্রতিন, হতেই পারে।
    কিন্তু সত্যেন বোস কত পেপার করে জগৎ বিখ্যাত হয়েছিলেন? আর রামানুজম?
  • Bratin | 122.79.38.98 | ২১ জুন ২০১৫ ০৯:৩৬681961
  • এই সর-খেল কি হুতো?? ঃ))
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ০৯:৪০681972
  • ভাই পিটি
    পি এই চ ডি করা কালীন টপ জার্নালে আমি ও কিছু করিয়াছি। তাহা কঠিন-ইহাও মানিয়া লই। কিন্ত ইহার পরেও তাহা সময় এবং রিসোর্সের অপচয় বলিয়াই মনে করিয়াছি।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২১ জুন ২০১৫ ০৯:৪২681983
  • খাওয়া আর ঘুম ছাড়া সবটাই অপচয়, সময়ের।
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ০৯:৪৭681994
  • সে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার ভিত্তিতে অসংখ্য মানুষের "রোমান্টিশিজিম" এক ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না।

    সকলেই আপনার মত "অপচয়"-এর কথা ভাবলে, এস্পিরিনিএর আবিষ্কারও হত না আর সাউথ আমেরিকা থেকে কুইনিন- ইউরোপে আসত না।
  • Bratin | 122.79.38.59 | ২১ জুন ২০১৫ ০৯:৪৮682005
  • ও গুলো তো ব্যতিক্রমী কেস পিটি দা।
    ওগুলো। কি এখানে কনসিডার করা যাবে?
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ০৯:৫০682016
  • ঠিক। আসলে তোমার দেওয়া রিক্রুটমেন্টের খবরটাও বেশ কতকটা ব্যতিক্রমী।
  • Bratin | 122.79.38.59 | ২১ জুন ২০১৫ ১০:০২682027
  • আমার মেজদা হায়দ্রবাদ সেন্ট্রাল ইউনি তে আছি। তার কাছে শুনি। পুরো টাই বোধহয় ব্যতিক্তমী।

    পোটকে বা অন্য রা বলতে পারবে
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ১০:১০682038
  • নাঃ, আমার কাছে এমন খবর নেই যে শুধু সংখ্যার ভিত্তিতেই প্রার্থী বাছাই হচ্ছে।
  • Bratin | 122.79.38.59 | ২১ জুন ২০১৫ ১০:১৯682050
  • বাকি রা কি বলে দেখা যায় পিটি দা
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ১০:৩০682061
  • আমি তো শুধু আমার কথাই বলেছি।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১১:৪১682072
  • পিটি দা রিসার্চের একটা ভিউ দিচ্ছে। সেই ভিউটা অনেকের আছে, যদিও আমি মনে করি সেটা একমাত্র ভিউ নয়। পৃথিবীতে অনেক লোকই রিসার্চ করে অনেক বেশি পয়সাতে রিসার্চ্কে বেচবে বলে। আমি যেখানে থাকি, সেখানে বেশিরভাগ লোক এই কারণেই রিসার্চ করে। আমি তো সেটাকে খারাপ কিছু দেখি না। আজকে পৃথিবীতে যা টেকনোলজি ব্যবহার করছেন, যা গাড়ি চালাচ্ছেন, যা ফেসবুক, গুরু এসব করছেন, তাদের জন্যই করছেন। শুধু উপেন ব্রহ্মচারীদের মত সাধুসন্ত ক্রিয়েটিভ আনন্দে মজে থাকা মানুষদের জন্য নিশ্চয় নয়। তাদেরকে ছোট করছি না, তবে 'জানার আনন্দে বিজ্ঞান করার' থিওরি একটা বেশ সাবেকি বাম সমাজতান্ত্রিক ভাবধারা থেকে আসে। পয়সা করা, ছি! ওসব তো mere mortal দের জন্য।

    আর বিপদা কিছু ভুল বলেনি ওই ৯৮% নিয়ে। আমি যা দেখেছি, সেটাও একদম তাই। পেপার ছাপার ব্যবসা আর ওই বাঙালি সায়েন্স করাটাকে অনেকটা সিপিএম হয়ে নিজেকে কমিউনিস্ট বলার মত হয়ে গেছে। এনিয়ে আর বেশি বলতে চাই না, তবে এই যে লাখো লাখো পোস্টডক ভর্তি আমেরিকা (বিশেষ করে বিপদার বাড়ির কাছে যেমন বলল), এরা সকলে জ্ঞান সাধনার করতে গেছে না খুব একটা সিউর নই (সেটা করার কোনো প্রয়োজন নেই, তবে দাবি করলে প্রশ্ন উঠবে) ।
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১১:৪৯682083
  • বিপদা গালাগালি দিচ্ছেন। গালি আমিও দিতে পারি। আর এক্দম অন্য লেভেলে দিতে পারি, সেই ট্রেনিঙ্গও একসময় হয়েছে। কিন্তু দেবোনা। যাকগে।

    কথা হোলো পিএইচডি করে সক্কলে ইন্ডাস্ট্রি যায়্না। অনেকেই অ্যাকাডেমিয়াতে থাকে, থেকে অনেক ভালো কাজ করে। অ্যাকাডেমিয়া ইজ অ লাইফস্টাইল চয়েস। আমার অনেক প্রফ সপ্তাহে ৩ দিন স্কুলে আসেন কয়েক ঘন্টার জন্যে। আর যে মাইনে পায় সে ভাবাই যায়্না। ঐ টুকু কাজ করে এতো মাইনে আর কে পায় কে জানে। এই হচ্ছে আমেরিকার কথা। ইন্ডিয়াতেও নেহাত খারাপ নয়। দিল্লির দিকের প্রাইভেট ম্যানেজমেন্ট স্কুল গুলো নাকি বছরে ৩০ লাখ দেয়। কাজ ইন্ডাস্ট্রির থেকে অনেক কম।

    আমার বক্তব্য অন্য জায়্গায়। যে ছেলে/মেয়ে এখন জয়েন্টে ভালো র‌্যান্ক করছে না - এতো সিট বাড়ার পরেও - সে কি করে ম্যাথের গোলা ফান্ডা তইরী করবে? তাও সরকারী কলেজে ম্যাথের বিএসসি করে। তারপরে এমএসসি পাওয়া কি অতই সোজা? ভালো জায়্গায় এমসিএ পাওয়াও তো কঠিন।

    আর মার্কেটিঙ্গ, বিজ্ঞাপনের কাজ এগুলো কি সোজা নাকি? কোডিঙ্গ করার থেকে হাজার গুন কঠিন কাজ। এতো কিছু করার পরে আমার তো মনে হয়েছে কোডিঙ্গ করাই অন্যতম সোজা কাজ।

    "মাইনে, কোম্পানী-ক্যাপিটালিজমে এইসব অনিত্য। নিত্য একমাত্র স্কিল, জ্ঞান, অভিজ্ঞতা।" আপনি তাহলে বোধয় ক্যাপিটাজিমকে এখনো চেনেননি।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১১:৫১682094
  • তবে এই টাও বলে রাখি, কিছু লোক পেপারের প্রিন্টিং প্রেস খুলেছে বলে রিসার্চ ব্যাপারটাকেই খিস্তি মারলে মুশকিল আছে। পিটি দা যেরকম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ওষুধ খাচ্ছি, তার পিছনে একটা রিসার্চ আছে। সেটা ভুলে গেলে চলবে না। কর্পোরেট কোম্পানি যদি ইটা ভাবে যে রিসার্চ বালছাল, কদিন বাদে দুনিয়াও ভাববে সেই কোম্পানি বালছাল।
    আর বিপদার লেখাটা পড়লাম। আমার একটাই কমেন্ট: স্টার্টআপ খোলা নিয়ে কোনো পরামর্শ নেই? এখন কিন্তু লোকজন কলেজ থেকে ড্রপআউট করে স্টার্টআপ খুলছে । সেদিন খুব অবাক হয়ে গেলাম হাউসিং ডট কম এর সিইও রাহুল যাদভ কে নিয়ে পড়ে। iit বম্বে থেকে ফোর্থ ইয়ার এ ড্রপআউট করে কোম্পানি খুলেছে! এবং ও একা নয়, আরো অনেকেই নাকি এই পথে যাচ্ছে। আমাদের সময়ে কারুর এই ধক ছিল না। আমার মনে হয় ধক থাকলে স্টার্টআপ খোলা উচিত একবার জীবনে। এবং নাথিং লাইক the twenties , কারণ তার পরে "বাকি সব প্রবীনের দাবি"
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১১:৫৮682105
  • @SC, আপনার কথাটা আমিও ভেবেছি। একজন সায়েন্টিস্ট/ইন্জিনিয়ার একটা কেমিকাল/মলিকিউল/প্রসেস বা অন্য কিছু আবিস্কার করলো, পেটেন্ট নিলো, তারপরে বেচে দিলো কোনো কোম্পানিকে - প্রচুর টাকা পেলো। এটাতো বুঝলাম। এইবারে বলুনতো ই ইজুকালটু এমসি স্কোয়ার আবিস্কার করার জন্যে কত টাকা পাওয়া যায়। মানে বেসিক ইনভেনশলগুলোর মনিটারি বেনিফিট কোথায়? সক্কলে ব্যবহার করবে, হয়তো কেউ সেটা ইউজ করে পয়সাও বানাবে, কিন্তু মুল আবিস্কারের কোনো মনিটারো বেনেফিট নাই। তাহলে কেউ করবে কেনো?

    আর আমার লাইনে লোকে পেপার এমনি ছাপে না। পেপার ভালো জায়গায় ছাপা হলে পড়ানোর চাকরিতেই স্কুল চেন্জ করে বেশি মাইনে পাওয়া যায়। তাই পেপার লেখে।
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১২:০০682127
  • আমেরিকাতে কিন্তু বেশিরভাগ স্টার্টাপ লোকে খোলে চল্লিশে পড়ার পরে। আর রাহুল যাদভ কেন ড্রপাঅউট করেছে সেইটা বুঝলাম না। আমেরিকাতে ড্রপাউটের কেসগুলো আলাদা।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:০০682116
  • হ্যান, ঠিকই বলেছেন S । বিশেষ করে বাঙালিদের প্রফেশনাল ডিগ্রীর দিকে যেতে encourage করব। ম্যাথ এ বি এস সি কারুর ডিফল্ট অপসন হওয়া উচিত নয়। এবারে এখানে কেউ এসে একটা argue করে দেবেন, ম্যাথ এ পি এইচ দি করে অমুক লোক ওয়াল স্ট্রিট এ quant হয়ে এত টাকা পাচ্ছে। সেটা ঠিক, কিন্তু ওয়াল স্ট্রিট এ quant হবার মত ফান্ডা না থাকলে, মানে ৯০থ পার্সেন্টাইল এর নিচের লোক হলে ঐসব ফাইট মারার পরে ফলটা উল্টো হয়। বেঙ্গল এ অনেকেই, কিছু পেলাম না, বিএসসি করতে ঢুকে যাই, এরকম ভাবত, এটা ঠিক নয়।
    অন্য স্টেটে মোটামুটি সকলে একটা প্রফেসীয়নাল ডিগ্রী তে ঢুকত দেখেছি, তাতে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়।
    আমার অমুক জায়গা তে বেসিক খুব ক্লিয়ার, তাই ঐটা করতে পারব, এগুলো খুব রিস্কি খেলা। আমি নিজে দেখেছি। তাও এসব খেলা একটা টপ টিয়ের পি এইচ দি নিয়ে খেলা যায়, কিন্তু সাধারণ কলেজ থেকে ম্যাথ এ বি এস সি করে খেলা খুব বিপদের।
    আবার, এখানে বেশিরভাগ লোক নামজাদা জায়গা থেকে পড়েছেন, আমি তাদের কথা কিন্তু বলছি না।
  • de | 24.97.232.17 | ২১ জুন ২০১৫ ১২:০২682138
  • দয়া করে ভারতীয় পারস্পে্কটিভে এই প্রত্যেক উইকেন্ডের জ্ঞান বিতরণটা বন্ধ করলেই তো আর কেউ কিছু বলতে যাচ্ছে না-

    ভারতীয় পারস্পেকটিভে অযাচিত জ্ঞান বিতরণ করতে এলে রেস্পেকটিভ ফিল্ডের লোকজনেদের প্রতিক্রিয়া তো সহ্য করতেই হবে।

    পোটকে - এমন নয় যে এটা আমি জানতাম না, কিন্তু মাঝে মাঝে উল্টোপাল্টা কথা নেবার লিমিট ক্রস করে যাই আজকাল। বুড়ো হচ্চি তো!
  • ranjan roy | 132.180.170.196 | ২১ জুন ২০১৫ ১২:০৪682149
  • SC ও PT র বক্তব্য ভাল লেগেছে। যদিও সেটাই একমাত্র ভিউ নয়।
    বিপ/ব্রতীনের বক্তব্যেও কিছু আছে।
    কিন্তু বিপ যেভাবে অন্যপক্ষকে বালছাল বলে ওঁর ভিউকেই ধ্রুবসত্য বলে সেল করতে চাইছেন সেটা হজম হচ্ছে না।
    রোম্যান্টিসিজম কে একেবারে উড়িয়ে দিলে জীবনের অনেক আনন্দ অনেক সৌন্দর্য হারিয়ে যাবে।

    ১)আর কেউ কেউ অনেক কম টাকাতে ( কম কথাটা রিলেটিভ, আমি আইটি'র তুলনায় বলছি) জীবনভর গবেষণা করে ও পড়িয়ে অত্যন্ত সুখী থাকতে পারে। সবার কমফোর্ট জোন আলাদা। বিপ কি সবকিছুই টাকার মাপে ঠিক করেন? উনিও তো গুরুতে বিনেপয়সায় কিছু লেখেন 'পথভ্রষ্ট ভেড়ার পালকে ঠিক পথে ফিরিয়ে আনতে"ঃ))))।

    ["কিন্ত বেকার খেটে কি হবে। যার নেওয়ার সে নেবে।
    না নেওয়ার না, সে নেবে না"-- ঔদ্ধত্যটি লক্ষণীয়।]

    ২)পিটি বলছেনঃ"প্রবন্ধটি জীবিকা সংক্রান্ত"
    তাহলে জানাই যে এই জুলাই সেসন থেকে যে সব ২২/২৩ বছরের তরুণ-তরুণীরা গবেষণা শুরু করবে তারা ২৫০০০ টাকা করে ফেলোশিপ পাবে যেটা দুবছর বাদে ২৮০০০ টাকা হবে। যারা বড় শহরে থাকে আর হোস্টেলে না থেকে বাড়ি থেকে যাতায়াত করবে তারা আরো ৮-১০% হাউস রেন্ট পাবে। আর এ সবই ট্যাক্স ফ্রী। ভারতের মাপে এই টাকার পরিমাণটা খুব একটা কম কিছু নয়। গারীব ঘরের বেশ কিছু ছ্ত্রদের জানি যাদের সংসার মাসান্তে ঐ টাকার দিকে তাকিয়ে থাকে।
    এই সবকিছু এক ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় নাকি?

    ---হক কথা। এর মধ্যে কোন রোম্যন্টিসিজম/সমাজতন্ত্র ইত্যাদি নেই। এটি ক্যাপিটালিস্ট সমাজেই ভারতের প্রেক্ষিতে রিয়েলিটি।
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১২:০৮682158
  • ও হ্যাঁ আরেকখান কথা বলে যাই। আজকের দিনে - সোসাইটির যে ব্যান্ডটাকে নিয়ে কথা হচ্ছে - সেইখানে ক্যাপিটালিজম ইন্ডিয়াতে অনেক বেশি প্রকট কম্পেয়ার্ড টু বেশির ভাগ পস্চিমী দেশ।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:০৯682159
  • S , আমার তো মনেহয় দুই দলই আছে। নিজের মনের আনন্দে গবেষণা করছেন, আবার পয়সার জন্য গবেষণা করছেন, এরকমও আছেন। হ্যান, fundamental সাইন্স কে ফান্ড করা উচিত কি উচিত নয়, এই তা সব সময়েই খুব debatable একটা জায়গা।
    পেপার ছাপা নিয়ে: টপ জার্নালে যারা পেপার ছাপছে, তাদের নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। কেউ যদি টপ জার্নাল এ অনেকগুলো পেপার ছাপব বলে objective নিয়ে কাজ করে, আমি তো বলব খুব ভালো (অনেকে করেও)। কিন্তু ওই এইখানেও, টপ ১০% এর নিচের গেমটা পুরো অন্যরকম। টপ জার্নাল এ তো আপনাকে পেপার ছাপতে গেলে actually ভালো কাজ করে ছাপতে হবে।
    আমার বক্তব্য হচ্ছে একটা মিডল টিয়ের নিয়ে, যারা ভুলভাল ইমপ্যাক্ট ফ্যাক্টর এর জার্নাল এ দিস্তা দিস্তা পেপার ছেপে ফেলেন (অনেকটা সেই সুনীল গানগুলির দিস্তে দিস্তে লেখার মত)।
  • pi | 192.66.7.161 | ২১ জুন ২০১৫ ১২:১৩682160
  • বিপদা একদিকে লিখেছেন প্রাইভেট ইন্জিনীয়াতিং কলেজে পরিকাঠামো, শিক্ষকের অভাব, অন্যদিকে বলেছেন, ওখানকার ছেলেপুলে গাধা। এমনিতে এই গাধা ফাধা বলে দেওয়া বাজেই লাগে, কিন্তু তাছাড়াও প্রশ্ন, আপনি কি শিক্ষক, পরিকাঠামোর অভাব বলে গাধা থেকে যায় বলছেন নাকি তারা বেসিক্যালিই গাধা, এটা মিন করছেন ?

    আর কার লাইফ্হের কী মোটিভেশন , সে তো সে জানে। কী হওয়া উচিত সেটা অন্য লোকে ঠিক করে দেয় কেন বুঝিনা। মানে কারুর ব্যক্তিগত চাওয়া, বা মনে হওয়া, এরকম হলে ভাল হত, সেটা হতেই পারে, কিন্তু এরকম নিদান হেঁকে ঠিক করে দেওয়া কেমন জানি লাগে। প্রথম পোস্টটা পড়ে বললাম। বাকি পড়িনি।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:১৭682161
  • চল্লিশের পরে যারা করেন, তাদের লাল সেলাম জানাই। কম বয়সে সহজ আমার মনেহয় কারণ বয়সের সাথে সাথে ১৮-২০ ঘন্টা কাজ করার এবিলিটি তা চলে যায়। কেন ড্রপআউট করেছে exactly জানিনা, তবে বেশিরভাগ লোকই ড্রপআউট করে কারণ স্টার্টআপ তা জীবনে অনেক বেশি গুরুতপূর্ণ বলে মনে হয়। আমি একটা example দিয়েছিলাম যদিও, ওরকম আরো বেশ কিছু লোক আছে, ও যদিও খুব সাকসেসফুল বলে মিডিয়াতে অনেক বেশি লেখা হচ্ছে।
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১২:২০682162
  • @SC হ্যাঁ টপ টিয়ারে ছাপার তো অনেক বেনেফিট - মনিটারি অ্যান্ড আদারওয়াইজ। মিডল টিয়ারে ছাপারও কিছু বেনিফিটস আছে অবশ্যই। মানে একটা টপ টিয়ার বনাম দুটো/তিনটে মিডল টিয়ার, ইত্যাদি। কিন্তু আমি অনেক লোককে দেখেছি যারা ঐ দিস্তা দিস্তা ছাপাচ্ছে - আরো নিচের দিকের জার্নালে - আর তার জন্যে দামও পাচ্ছে। অবশ্যি আমার লাইন একদমই আলাদা।

    আর ভাবুন তো ফান্ডামেন্টাল সায়েনটিস্টরা যদি তাদের ইনভেনসনের জন্যে টাকা চাইতে শুরু করে, তাইলে তো নতুন করে টাকা ছাপাতে হবে ঃ)

    আপনি কখনো মুম্বাইয়ের শিবাজি পার্কে গেছেন। দেখবেন প্রতিদিন কয়েকশো বাচ্চা কিশোর ছেলেপিলেরা ক্রিকেট খেলে চলেছে। এদের মধ্যে বেশিরভাগই কিছু হবে না। কিন্তু ২০ বছরে একটা সচীন পাবো। সেই জন্যেই ঐ লোয়ার লেভেলের জার্নালগুলোর এবং সেখানে পাবলিশিঙ্গেরও দরকার আছে।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:২১682163
  • আর যদি মনে হয় বিজ্ঞানের দুনিয়া তে সকলেই নিজের মনের আনন্দে গবেষণা করছে, এডিসনকেও দেখবেন। এই লোকটা বড় বিজ্ঞানী না হলে লোকে চামার বলত:
    http://listverse.com/2012/06/07/10-ways-edison-treated-tesla-like-a-jerk/
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১২:২২682164
  • আমেরিকাতে ড্রপাউটের মনে হয় অন্য কারণ আছে। স্টার্টাপ জীবনে বেশি ইম্পর্ট্যান্ট তাই কলেজ ছেড়ে দিলাম - এইটা মনে হয় বানানো ঢপ।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:২৬682165
  • কি কারণ?
  • S | 109.27.138.238 | ২১ জুন ২০১৫ ১২:৩২682166
  • প্রপ্রাইটি রাইট্স নিয়ে লিগাল ইস্যুজ থাকে। ইস্কুল দাবি করতে পারে পুরো আইডিয়াটাই তাদের যেহেতু তাদের প্রপার্টি নিয়ে তুমি কাজ শুরু করেছো।
  • SC | 83.222.179.56 | ২১ জুন ২০১৫ ১২:৫৯682167
  • ওকে। হ্যান, সেটা একটা ব্যাপার বটে। আমাকে অবশ্য publicly আজ অব্দি সকলে oi uporer যুক্তিটাই দিয়েছে।
    কিন্তু legal ইসু স্বল্পপরিচিত keu আমাকে বলবেও না।
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ১৫:০৮682169
  • "পিটি দা রিসার্চের একটা ভিউ দিচ্ছে।"

    পিটিদা কি ভিউ দিচ্ছে?

    টাকা করার জন্য কেউ রিসার্চে আসে নাকি? যারা টাকা করবে ভাবে তারা আলু কিংবা লোহার দোকান খোলে। না হলে চাকরি বদলে বদলে উন্নততর বেচুবাবু হয়। বেশ কিছুকাল ধরে অবিশ্যি বিটেক ডিগ্রি নিয়ে MBA করার খুব চল হয়েছে। তাতেও নাকি ভাল পয়সা পাওয়া যায়।

    যে আজকে PhD করার জন্য রিসার্চে জয়েন করছে সে কি জানে যে আজ থেকে ১৫ বছর পরে তার ল্যাবে কি মাল তৈরি হবে বেচার জন্য? PhD পাওয়ার পরে ভাল থাকবে/খাবে এই প্রত্যাশা সকলেরই থাকে-নেই এমন কাউকে দেখেছি বলে মনে করতে পারছি না। কিন্তু প্রধান ড্রাইভিং ফোর্স এক ধরণের রোম্যান্টিসিজিম। আইনস্টাইন কিংবা নিবারণ চক্কোত্তির সেই অবাস্তব স্বপ্নের জগতটা প্রায় একই রকমের।

    অবশ্যই এক দল থাকে যারা কিছু না পেয়ে বা সিদ্ধান্ত নিতে না পারার কারণে রিসার্চে আসে। তারা বোধহয় না ঘরকা না ঘাটকা হয়ে থাকে। এদের মধ্যের একটা গরিষ্ঠাংশ কলেজে পড়ায় আর দাপিয়ে প্রাইভেট টিউশন করে।

    সকলেই ভাল আছে। কথা হচ্ছে যে এই "ভালত্ব" মাপা হবে কি দিয়ে? কিন্তু এই আলোচনাতে কোথা দিয়ে সমাজতন্ত্র, বামপন্থা কিংবা পুঁজিবাদ ঢুকে পড়ল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন