এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ১৭:৩৮681807
  • আনালাইটিক্স নিয়ে অত চাপ নেই আমার। এনালাইটিক্সের কাজ গুলো লুরু থেকেই লোকেরা পার্ট টাইমে করে দিচ্ছে। সেখানে সমস্যা নেই।

    মুশকিল হচ্ছে ওই এনালাইটিক্সটা রিয়াল টাইম ডেটার সাথে ইন্ট্রিগেট করা নিয়ে। প্রথমে ভেবেছিলাম মোটামুটি ভাল জাভা জানা ছেলে নিলেই
    হইয়ে যাবে। কিন্ত ঠেকে যেটা বুঝলাম, ছেলেগুলো যদি আলগোগুলো না বোঝে, ইন্ট্রিগেশনে ঝোলাবে। যার কিছুটা একক বলেছে। একক যা
    লিখেছে, তার অনেকটাই আমি ফেস করে এসেছি।

    এবার
    ভাল জাভা জানে, আবার এলগো বোঝে এরকম পাবলিক কলকাতায় নেই বলবো না-কম আছে।

    ভেবেছিলাম লুরু থেকে এনালাইটিক আর কোলকাতা থেকে সফটোয়ার করলে খরচ কম হবে। প্রথমটা হল, দ্বিতীয়টা ঝাড় খাচ্ছে।
    তাই এখন লুরুতেই আরেকটা অফিস খোলার প্ল্যান করছি। সমস্যা হচ্ছে লুরু আর আমেরিকার মধ্যে খরচ ডিফারেন্স খুব বেশী না।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২২ জুন ২০১৫ ১৭:৪৬681808
  • এ প্রসঙ্গে একটি দামী কথা হল ফ্যালো কড়ি মাখো তেল।
  • ধোর | 15.254.97.99 | ২৩ জুন ২০১৫ ২৩:৫১681809
  • বালস্ব্য বাল বিপ্পোবাল
  • SC | 83.222.179.56 | ২৯ জুন ২০১৫ ০১:০৩681810
  • আগের হপ্তার হোমওয়ার্ক শেষ করছি। বা, সব মনিমুক্ত। বিপের শো এর মাঝে পি টি দাও সবার অলক্ষ্যে কিছু dropping ছেড়ে গেছেন।
  • SC | 83.222.179.56 | ২৯ জুন ২০১৫ ০১:১০681811
  • "বিটেক পড়লেই চাগ্রী কিন্তু ২৪ হাজারের ওপরে সিট ফাঁকা পব-র পেরাইভেট কলেজে ইত্যাদি ।কাজেই বাঙালী এখনো সুপ্ত রোমান্টিসিজিম দ্বারা চালিত। ওসব লাখ টাকার ফাঁদে পা দিতে এখনো বেশীর ভাগই রাজী নয়।"

    হ্যান, সত্যি, একটা প্রফেশনাল ডিগ্রী করে চাকরি পাওয়াটা একটা ফাঁদই বটে। চালাক লোক কোনদিন এসব ফাঁদে পা দেয় নাকি! দেখুন তো হদ্দমুদ্দের বোকা গুলোর কান্ড, কম্পিউটার নিয়ে পড়ে বেঙ্গালুরু তে চাকরি করতে যাচ্ছে, লাখ বেলাখের ঢপ এ বিশ্বাস করে।
    রোমান্টিক বাঙালি অর থেকে অনেক চালাক, ঐসব ফাঁদে পা দেয় না, ওরা সুদীপ্ত সেনের জেনুইন স্কিম এ টাকা রেখে মাসে মাসে টাকা ডাবল করে নিচ্ছে।

    এবারে একটু কম চালাক হলে ভালো হয় না। অনেক দিন তো এইসব romanticism এর গল্প দিয়ে গাদা গাদা বেকার তৈরী করলেন পার্টির জন্য। প্রথমে it কোম্পানি গুলোকে ঢুকতে দিলেন না, পরে কলেজগুলো কে ঢুকতে দিচ্ছিলেন না। এখনও গল্প দিচ্ছেন সুপ্ত romanticism এর।
  • PT | 213.110.246.23 | ২৯ জুন ২০১৫ ০৭:২৯681812
  • এসব লিখে তো কোন লাভ নেই গা গরম করা ছ্ড়া। পেরাইভেটে সিট যে ফাঁকা সেটা তো সত্যি। সেটা এবারেও হবে। তার জন্য পার্টি ইত্যাদির কাঁধে বন্দুক রাখার দরকার নেই।

    হয়ত জানেন না-অন্ধ্রে ৪৫০০০ IITJEE দিলে বঙ্গে ১৩০০০ পরীক্ষায় বসে। আলিমুদ্দিন সারা বঙ্গের ছেলেপুলেদের মাথা মুড়িয়ে দিয়েছে এইসব অর্থহীন পাগলের প্রলাপ বকার কি দরকার?

    কম্পু নিয়ে চাকরী করতে যাওয়ার আলোকিত ঘটনার নিচে প্রচুর অন্ধকারও আছে। আমার ছেলের সমবয়সী দুজন-একজন KIIT-এ আর একজন সপ্তগ্রামে পড়ে অনেক লড়েও কোথাও MTech এ ভর্তি হতে পারেনি। এক্জন শেষ পর্যন্ত একটি ব্যাঙ্কে চাকরী করছে আর অন্যজন বাবার পয়সায় বিদেশ যাচ্ছে। কাজেই এইসব কলেজে আসল শিক্ষাটা কি হচ্ছে সেটা নিয়েও ভাবা দরকার।

    অন্যদিকে এবারের CBSE-তে ৯৫% পেয়েও JU-র প্রথম লিস্টে কেমিস্ট্রিতে ভর্তি হতে পারেনি। সেন্ট-জেভিয়ার্স-কালকের খবর পাওয়া পর্যন্ত -WBSE-তে ৮৮% কেও স্থান দেয়নি। সায়েন্স পড়ার চাহিদাটা বঙ্গে এই পর্যায়ের।

    বাঙালীরা চিরকালই ত্যাঁড়াব্যাঁকার জাত। কাজেই সত্যেরে লও সহজে.....
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২৯ জুন ২০১৫ ০৮:২৮681813
  • অত ইঞ্জিন আছে? যে তাতে তেল দিতে অত ইঞ্জিনীয়র লাগবে?
  • sm | 233.223.153.156 | ২৯ জুন ২০১৫ ০৮:৫৭681815
  • পিটি মনে হয় অর্ধসত্য প্রচার করছে । ওপরের লিংক দেখুন KIIT তে বাম্পার প্লেসমেন্ট হয়েছে । আমার নিকট একজন infi ,টিসি এস দুটোতেই অফার পেয়েছে।ওদের ব্যাচের( কম্পুটার সায়েন্স ) প্রায় সবাই একবারেই চাকরি পেয়েছে।অন্যান্য ডিপ এও ভালো প্লেসমেন্ট হয়েছে।
    প্রধানত যারা চাকরি বাকরি পায়না, তারাই এম টেক করতে যায়।সুতরাং এম টেক না পাবার কোনো ভ্যালিড রীসন নেই, একমাত্র যদিনা পারফরমেন্স বেশ খাজা হয়।
    সপ্তগ্রামের কথা বলতে পারব না। ওখানে বড় কোম্পানি আদৌ পা রাখবে কিনা কে জানে।
    আর ব্যাঙ্কে চাকরি তো ,বিগিনার দের জন্য, ইন জেনেরাল টিসিএস বা ঐরকম কোম্পানির চেয়ে ভালো।
    আর বেসিক সায়েন্স পড়া তো ভালো।দেখতে হবে লাস্ট লিস্ট অবধি কত নামে।
  • Bratin | 122.79.36.151 | ২৯ জুন ২০১৫ ০৯:১৭681817
  • কোন প্রাইভেট বা গভঃ কলেজে কোন কোম্পানী আসবে সেগুলো অনেক টা ব্যাপার র ওপর নির্ভরশীল।

    তার মধ্যে অন্যতম প্রধান হল প্লেসমেন্ট অফিসারের যোগ্যতা। সে কীভাবে সব কোম্পানীর সাথে ভালো সম্পর্ক মেনটেন করছে।আর একটা ব্যাপার টিসিএস,সিটিএস,উইপ্রো ,ইনফি মানে যারা মূলতঃ লার্জ স্কেলে ছেলেপুলে নেয় তারা প্রেফার করে ক্যাম্পাস রিক্রুটমেন্ট র একদম প্রথম দিনের স্লট টা পেতে ( যেহেতু বেশীর ভাগ কলেজেই ওয়াঅন ম্যান ওয়ান জব)।কাজেই কোনো কলেজ তাদের প্রথম দিনের স্লট টা দিলে ন্যাচারলি তারা সেখান থেকে বেশী রিক্রুট করে।
  • PT | 213.110.246.25 | ২৯ জুন ২০১৫ ০৯:২৭681818
  • যারা পুরো সত্যি বলছেন তাঁরা পেরাইভেটে পড়ানোর খরচাটাও জানাবেন। এবার শুধু নাম লেখানোর জন্য-এমনকি লিস্টে ৩০০০ নম্বরে আছে এমন ছাত্রের কাছ থেকেও KIIT ৬৫০০০ টাকা নিয়েছে। ভর্তি না হলে নাকি বেশীর ভাগটাই ফেরত দেবে। কিন্তু ভারতের কত শতাংশ "হদ্দমুদ্দের বোকা গুলোর" পকেটে একলপ্তে অত টাকা থাকে ব্লক করে রাখার জন্যে কে জানে!!
  • sm | 233.223.153.156 | ২৯ জুন ২০১৫ ০৯:৫৪681819
  • কলকাতায় ভালো ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদের পড়ানোর খরচ লক্ষাধিক বছরে। ডান বাম নির্বিশেষে সকলেই পড়াচ্ছেন। লোকে ৫-৭ লক্ষ টাকা দামের গাড়ি হামেশাই চড়ছে।৪০ -৫০ লক্ষ টাকার ফ্ল্যাট ও কিনছে। বেতন ও বেড়েছে।
    সরকারী আমলা,কলেজ ইউনির প্রফেসর,আই টি ইঞ্জিনিয়ার, এরা বছরে বেশ কয়েক লক্ষ টাকা বেতন পান।ব্যবসায়ীদের কথা ছেড়েই দিলাম।
    তা, ছেলে মেয়েদের জন্য কয়েক লক্ষ টাকা, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খরচ করা কি এমন হাতি ঘোড়া ব্যাপার!
    KIIT র তো সিন্হভাগ ছাত্র বাঙালি।
  • PT | 213.110.246.230 | ২৯ জুন ২০১৫ ১০:১৬681820
  • বেশ সব উত্তর তো জানাই আছে। তাহলে ব্যাখ্যা লিখুনঃ "পব-র পেরাইভেট কলেজে ২৪০০০-এর ওপরে সিট ফাঁকা ছিল।"
  • PT | 213.110.246.23 | ২৯ জুন ২০১৫ ১০:৫০681821
  • আরো একটা বক্তব্যের ব্যাখ্যা খুঁজছিঃ
    "প্রধানত যারা চাকরি বাকরি পায়না, তারাই এম টেক করতে যায়।সুতরাং এম টেক না পাবার কোনো ভ্যালিড রীসন নেই, একমাত্র যদিনা পারফরমেন্স বেশ খাজা হয়।"
    এটা কি সুইপিং বাক্য? মানে যারা ইন্জিনিয়ারিং পড়াচ্ছেন (এমনকি KIIT-তেও) তাঁদের পক্ষেও প্রযোজ্য? এ ব্যাপারে আমার অবিশ্যি কোন ধারনা নেই।
  • S | 139.115.2.75 | ২৯ জুন ২০১৫ ১০:৫৯681823
  • "প্রধানত যারা চাকরি বাকরি পায়না, তারাই এম টেক করতে যায়।"

    সেকি (চোখ ছানাবড়া হয়ে গেছে)? ও দাদা কি বলছেন। আমার ব্যাচের যে কজন এমটেক করতে গেছিলো তাদের সক্কলের চাকরি ছিলো, তবুও গেছিলো তাদের ঐ লাইনে আরো পড়াশুনা করার ইচ্ছে ছিলো/ক্ষমতাও ছিলো। গেট না কি একটা পরীক্ষা দিতে হয়, সেটি তো বেশ কঠিন পরীক্ষা বলেই জানি - বিশেষত যদি ভালো জায়গায় এমটেক করতে হয়।

    আর এইসব প্লেসমেন্টের খবর গুলো পিলিজ টেক উইথ অ ট্রাকলোড অব সল্ট।
  • SC | 83.222.179.56 | ২৯ জুন ২০১৫ ১১:১৭681824
  • ২৪০০০ সিট কেন ফাঁকা আছে, সেটা কিছুটা অনুমান করতে পারছি। সিট ফাঁকা আছে এমন কিছু কলেজে যেগুলো basically টিন শেড, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সেরকম শিক্ষক নেই, কলেজ বানিয়ে দিয়েছে এরকম কিছু লোক তো আছেই। তার উপরে প:ব:, সেখানে সদা লিখেছে, না ভালো প্লেসমেন্ট হচ্ছে, আর সস্তায় পুরো ব্যাপারটা সারতে গিয়ে ভালো টিচার নেই। ন্যাচারালি, ওখানে সিট ফাঁকা, কারণ ছেলেরা বেঙ্গালুরু তে বেটার প্লেসমেন্টের কলেজে চলে গেছে।
    তা এই স্বর্গরাজ্য থাকতে KIIT না কি বললেন, সেখানে অধিকাংশ বাঙালি কেন বলুন তো। আমিও দেখতাম করমন্ডলে হাজার হাজার বাঙালি ছাত্র বেঙ্গালুরু থেকে আসত, বছর দশেক আগেও। স্বর্গরাজ্য ছেড়ে নরকে! ছি!
  • S | 139.115.2.75 | ২৯ জুন ২০১৫ ১১:২০681825
  • তা যাদের পলিসি হোলো "অন্যরাজ্যে সমস্ত শিল্প হোক", তাদের ক্ষেত্রে তো এইটাই এক্সপেক্টেড।
  • sm | 53.251.89.26 | ২৯ জুন ২০১৫ ১১:৫০681826
  • S , ইন্জিনিয়ারিন্গে কজন ছাত্র এম টেক করতে যায়।আমার মতে প্রধানত যারা ভালো চাকরি বাকরি পায় না অথবা যারা একাডেমিক লাইনে স্বছন্ধ বোধ করে।
    এর বিপ্রতীপে ,আপনি নামী কলেজ ধরে ধরে স্ট্যাট দিয়ে দেখালে ভালো হয়।
    একটা কথা হলো, যখন (মানে ৫০ এর দশকে) পব শিল্প রাজ্য ছিল; তখন বহু ভিন রাজ্যের ইঞ্জিনিয়ার, এরাজ্যে কাজ করত। এতে কুনো লজ্জা নেই তো।
    পিটি, পব তে কেন ২৪ হাজার সিট্ ফাঁকা, তার উত্তর SC দিয়ে দিয়েছেন।এই কলেজ গুলো মূলত বাম ফ্রন্টের আমলে অনুমোদিত।
    ইনফ্রাস্ট্রাকচার ভালো করে খতিয়ে না দেখেই, এদের অনুমোদন দেওয়া হয়েছিল।
    আবার যেগুলো ভালো মানের, মানে হেরিটেজ, টেকনো; এদের প্লেসমেন্ট ভালই।
  • S | 139.115.2.75 | ২৯ জুন ২০১৫ ১২:১৫681829
  • "ইন্জিনিয়ারিন্গে কজন ছাত্র এম টেক করতে যায়।আমার মতে " - এই ক্ষেত্রে আমার আপনার "মত"এর কি কোনো দাম আছে? আপনিই তো দেখালেন যে সর্বত্র চাকরির ছড়াছড়ি। সেক্ষেত্রে তো যদুপুর শিবপুর থেকে কারোর কোনোদিন এমটেক করতে যাওয়ারই কথা নয়।

    এখন আপনি স্ট্যাট চেয়েছেন, মানে ডেটা চেয়েছেন। সেতো আমার কাছে নেই। তবে লিন্কডইন খুলে দেখছি এক্জনের প্রোফাইল। যদুপুর থেকে সিএসসি, অন ক্যাম্পাস যব অফার ছিলো, কিন্তু চাকরি না করে কেজিপি থেকে এমটেক। এখন ক্যালিতে গুগুলে চাকরি করছে।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৪:২৪681830
  • আজকাল প্রথম সারির কলেজের বেশীরভাগ ভালো ভালো ছাত্রই মাস্টার্স করে। এম টেক এর থেকে বেশী ক্রেজ বিদেশে এম এস করতে যাওয়ার। আই আইটিতে এম টেক করাঅর মতো গেট র‌্যাঙ্ক যার থাকে তার চাগ্রী পেতে ও অসুবিধে হওয়ার কথা নয়।
    আবার একদম পিছনের দিকের কিছু জনতা চাগ্রী না পেয়ে এম টেক করতে যায় যদুপুর/শিবপুর বা এমনকি প্রাইভেট কলেজগুলো থেকে, এবং ভাগ্য ভালো থাকলে চাগ্রী আর খারাপ থাকলে প্রাইভেট কলেজে পড়াতে ঢোকে।
    এই " ইন্জিনিয়ারিন্গে কজন ছাত্র এম টেক করতে যায়।আমার মতে প্রধানত যারা ভালো চাকরি বাকরি পায় না অথবা যারা একাডেমিক লাইনে স্বছন্ধ বোধ করে।" উক্তিটি পুরো ভুলভাল।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৪:২৬681831
  • চাগ্রীর ছড়াছড়ি বলে লোকে এম টেক করতে যাবেনা এটাও ভুলভাল দাবী। বিটেকের পরে একটা সাড়ে তিন লাখের চাগ্রী ছেড়ে দুবছর এম টেক করে দশলাখের চাগ্রীর জন্যেও অনেকে হায়ার স্টাডিতে যায়, এবং সেটা হয় ও।
  • Lama | 213.99.211.133 | ২৯ জুন ২০১৫ ১৪:৩৭681832
  • আমার মত কিছু লোক উঃ মাঃ র পরে কি করব কি করব করে লাট খায়, তারপর ঘষটে ঘাষটে বিক্কলেজ থেকে ইঞ্জিনিয়ার হয়, তারপর কীয়দ্দিন উৎপাটনান্তে উড়ো ইঞ্জিনিয়ারিং গোবিন্দায় নমঃ করে দেয়
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৪:৪৭681833
  • বিটেক আর এমটেক দে স্যালারি তে কি এত টা ডিফারেন্স হয় সদা?
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৪:৫৭681834
  • বোতিন্দা, ভালো আই আই টি/ এন আই টি তে হয়। এমেনসি প্রোডাক্ট কোং গুলো প্রায় সবাই এম টেক ফ্রেশারদের মিনিমাম দশ দেয়।
    অবশ্য যাদবপুর বা বেসুতে ইউজুয়ালি এম টেক থেকে এই লেভেলের চাগ্রী হয়না। বেসুতে আমার দুজন বন্ধু সি এস এ এম টেক করেছিল, যেসব কোং ওদের বসতে দিয়েছিল ম্যাক্স বোধয় ছয় মতো অফার করেছিল।
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৫:৩৬681835
  • আচ্ছা সদা।

    আমার সেজ কাকার ছেলে IEM থেকে ক্ম্পু তে BE করে ইনফি জয়েন করলো। ভালো লাগছে না বলে দেড় বছর পরেই আই এস আই তে এম টেক এ জয়েন করেছে।
  • sm | 233.223.157.113 | ২৯ জুন ২০১৫ ১৬:০৭681837
  • গুরুতে প্রচুর পাস করা ইঞ্জিনিয়ার আছেন। তাদের কতজন দেশে এম টেক করেছেন? যদি এম টেক করলে বেশি সুবিধা পাওয়া যায়, তাহলে নিশ্চয় বেশিরভাগ জনতা ইনক্লুডিং শ্রী সদা এম টেক করে ফেলেছেন। যদি না করে থাকেন, তাহলে কেন?
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৬:১০681838
  • এসেম, এটা সার্ভিস কোং এর চাগ্রীর জন্যে সত্যি। কিন্তু একটু ভালো টেকনিক্যাল ফান্ডাওয়ালা লোকজন এখন সুযোগ পেলে মাস্টার্স এ যায় (দেশে বা বিদেশে)। চাগ্রী না পেয়ে লোকে মাস্টার্সে যায় এটা খুব ভাটের ধারণা। একটু নিশ ডোমেনে কোম্পানীগুলো এম টেক প্রেফার করে। যদিও সেই চাগ্রীর সংখ্যা স্বাভাবিকভাবেই সার্ভিস কোং এর মতো অত বেশী নয়।
    আমার খুব পরিচিত একজনকে (ডব্লুবিউটির বিটেক, আই আই টি কেজিপি এম টেক, ফ্রেশার) ইন্টেল আর অ্যান্ড ডি জাস্ট এক রাউন্ড টেলিফোনিক ইন্টারভিউ নিয়ে অফার দিল, এই গত সপ্তাহে। ডিগ্রী ম্যাটারস।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৬:১৩681841
  • গুরুতে বেশ কয়েকজন মাস্টার্স করা ইঞ্জিনিয়ার আছেন, যদ্দুর জানি ঃ)
    আমি মাস্টার্স করিনি কারণ ঠিকঠাক জায়গায় (আই আই এস সি, প্রথম দিকের আই আই টি ) চান্স পেতে গেলে যা গেট র‌্যাঙ্ক লাগে সেটা আমি দশবছর ট্রাই করলেও হত না ঃ) মধ্যমেধা যাকে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন