এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৬:১৩681840
  • ছবি টা দ্রুত পরিবর্তন হচ্ছে। আমর যখন পাস করেছি তখন ছবি টা এইরকম রোজি ছিল না।
    অ্যানালিটিক্স এসে স্ট্যাট জানা ছেলে পুলে দের কদর অনেক টা বেড়ে গেছে। আমাদের সময় এটা ছিল ই না।

    আর একটা কথা, সদা আরো ভালো বলতে পারবে সার্ভিস কোম্পানী গুলো যেহারে রিক্রুট করে , প্রোডাক্ট কোম্পানী গুলো র ইনটেক সেই তুলনায় অনেক কম হবার কথা।
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৬:১৪681842
  • বিনয়ের কলাগাছ!!
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২৯ জুন ২০১৫ ১৬:১৯681843
  • ঝাউটা বেটার।
  • শ্রী সদা | 113.19.212.21 | ২৯ জুন ২০১৫ ১৬:২০681844
  • বোতিন্দা, তোমার কাকার ছেলে একদম ঠিক ডিসিশন নিয়েছে, ওকে কনগ্রা জানিয়ে দিও আমার তরফ থেকে। আই এস আই এর এম টেক এর ভালো প্রসপেক্ট আছে এখন , গামা গামা মাইনের চাগ্রী দেয় কোং গুলো ঃ)
  • PT | 213.110.246.230 | ২৯ জুন ২০১৫ ১৬:২৩681845
  • "পিটি, পব তে কেন ২৪ হাজার সিট্ ফাঁকা, তার উত্তর দিয়ে দিয়েছেন।এই কলেজ গুলো মূলত বাম ফ্রন্টের আমলে অনুমোদিত।"

    SC কোথাও বামফ্রন্টের কথা বলেননি। ওটা আপনার সংযোজন। আর "হেরিটেজ, টেকনো;" এগুলো তাহলে কোন আমলে তৈরি? তার ওপরে গোটা নব্বইএর দশক পুণাতে ছিলাম। সেখানে দুটো বেডরুম নিয়ে ইন্জি কলেজ দেখেছি যেখানে লাইন দিয়ে পব থেকে ছেলেপুলেরা পড়তে যেত। ওখানে বামফ্রন্ট ছিলনা।

    এইসব অর্থহীন কথাবার্তা না লিখলেই নয়?
  • Lama | 213.99.211.132 | ২৯ জুন ২০১৫ ১৬:৩০681846
  • ব্রতীনের কাকা
    লোকটি বিচক্ষণ। বুদ্ধিটা পাকা
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৬:৩৫681847
  • এ হে হে.. লামা ও শেষে আমার মতো কবতে লিখছে!! ঃ)

    ইয়েস ঝাউ!! ঃ))
  • PM | 11.187.166.182 | ২৯ জুন ২০১৫ ১৭:২৬681848
  • যারা বিজ্ঞানে/অংকে তত ভালো নয় বা ডাক্তার ইন্জি হতে চায় না, তাদের জন্য একটা ভালো অপসন হয়েছে।

    আইন নিয়ে পড়ার জন্য সারা দেশে Kঅমন অ্যাড্মিসন টেস্ট হয় (ক্ল্যাট)। প্রথম ৫-৭ টা তে চান্স পেলে ভবিষ্যত উজ্বল।

    পঃবঃ এ একটা ন্যশনাল ল স্কুল আছে (NUJS)। বুদ্ধবাবুর ভালো কিছু ভালো কাজের একটা। র‌্যকিংএর দিক থেকে দেশের তিন নম্বর। পঃবঃ এর জন্য কোটা আছে

    ওপোরের দিকের ল ফর্ম গুলো ১২-১৫ লাখ মাইনে দেয় ফ্রেশারদের। বিদেশী ল ফার্ম ৩০-৪০ লাখ দেয় ( সংখ্যায় কম)। অনেক ছেলে মেয়ে চাকরী না করে প্র্যক্টিস করে বা জুডিসিআল সিস্টেম-এ যায়

    এন্ট্রান্স-এ মধ্যামিক লেভেল এর অংক থাকে।

    http://www.legallyindia.com/Law-schools/new-day-zero-record-nujs-4th-years-bag-40-jobs-4-foreign-gigs-khaitan-biggest
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৭:২৮681849
  • অই দ্যাকো!!

    টানছে টানছে..... ঃ)))
  • | 77.98.72.126 | ২৯ জুন ২০১৫ ১৭:৩২681851
  • প্রশ্নঃ বুদ্ধদেবের যেকোন পাঁচ টি ভালো কাজে র উল্লেখ করো (১*৫=৫)

    ঃ))))
  • ayan | 213.219.201.58 | ২৯ জুন ২০১৫ ২০:৩১681852
  • ১। ত্রিপিটক
    ২। রাহুল
    ৩। সুজাতা (সুজাত নয়)
    ৪। নালন্দা (পুরানো, নব নয়)
    ৫। সিঙ্গুর
  • Bratin | 122.79.38.232 | ২৯ জুন ২০১৫ ২০:৫৯681853
  • দুই বুদ্ধদেব কে এক করে ফেলার অপরাধে অয়নের এক নম্বর কেটে নেওয়া হল ;))
  • PM | 53.251.89.137 | ২৯ জুন ২০১৫ ২২:১৩681854
  • ঃ)
  • PM | 53.251.89.137 | ২৯ জুন ২০১৫ ২৩:৪১681855
  • আমি এখনকার বচ্ছাদের মধ্যে আমার মতো অংকে তেরো যারা আছে তাদের টানছিলাম।

    ভুলে গেছিলাম, NUJS তৈরী হয়েছে বাই পাসের ধারের ৫ একর জমির ওপোর, আকাশে নয়। জমিতে চাষ না হয়ে অন্য কিছু হলে সেটা "মা-মাটি-মানুষের" বিরুদ্ধে হবে এটা তো স্বতঃ সিদ্ধ ঃ)
  • PM | 53.251.89.137 | ৩০ জুন ২০১৫ ০০:০০681856
  • আচ্ছা, এবার IISER এর কথা বলি।

    পুনাতে আইসারের ক্যামপাস আর ল্যাব দেখে আমি মোহিত। গোটা ছয়েক আইসার আছে দেশে , তার মধ্যে ১ টা পঃবঃ এ ( কল্যানিতে, এবং দুর্ভগ্যবশতঃ এটাও বুদ্ধবাবুর আমলেই ঃ) )। পুনে আর কল্যানীর ছাত্ররা শুনলাম খুব ভালো করেছে (১-২ টো ব্যাচ বেড়িয়েছে)। নতুন প্রজন্মের কেউ পিওর সায়েন্স নিয়ে পড়তে চাইলে এটাই আদর্শ।

    পিটি বাবু ভালো বলতে পারবেন
  • barolok | 117.77.92.95 | ৩০ জুন ২০১৫ ০২:৫২681857
  • NUJS-এ পাঁচ বছরের LLB করতে ৮ লাখ টাকা খরচ। বুদ্ধদা এইভাবে সর্বহারার উবগার করবেন বুইতে পারি নি।
    হাজরা ল কলেজই ভরসা।
  • Atoz | 161.141.84.176 | ৩০ জুন ২০১৫ ০৩:৩৮681858
  • আহা
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৬:৩৩681859
  • সেকি এই পাতায় তো সব্বাই ৫০ লাখের উপরেই মাইনে পায়। বছরে লাখ বেলাখ খরচ করে ইস্কুলে পড়াচ্ছে। পাশ করলেই ১৫-২০ লাখের মাইনে পেয়ে যাচ্ছে। সেখানে পাঁচ বছরে ৮ লাখ তো সত্যিই সর্বহারাদের উবগার।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৬:৩৭681860
  • সরকারের গ্যাটের খরচ করে ডাক্তার ইন্জিনিয়ার উকিল তইরী করা হবে যারা কিনা পাশ করেই বিদেশ চলে যাবে বা ১৫-২০ লাখের মাইনে পাবে, এটাই সর্বহারাদের একমাত্র চাহিদা।
  • Bratin | 122.79.37.220 | ৩০ জুন ২০১৫ ০৮:৪৩681862
  • এস, একটু দেখে শিনে ভাট বকলে ভালো হত।দেখান দেখি কোথায় কে লিখেছেন যে " এই পাতায় সবাই ৫০ লাখের বেশী মাইনে পায়"
  • Bratin | 122.79.37.220 | ৩০ জুন ২০১৫ ০৮:৫৬681865
  • এই টই টা অমি আগে দেখেছি ।এর কোন পোস্ট ট দেখে এই রকম ধারণা হলো??
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৮:৫৬681864
  • সিঙ্গুরে জনম্জুর ছিলুম, ভাগচাষও করতুম, দোফসলা জমিতে বছরে দুবার ফলনের সময় যা কাজ পেতুম, অন্য সময়ে টুকটাক জনম্জুরের কাজ। বুদ্ধদা টাটাদের জমি বিক্রি করে দিল, কিন্তু আমরা কিচু পেলুম না। আর কি আর করব, আমাদের তো জমি নেই, আমরা হতভাগা সব্বোহারা। বুদ্ধদাকে বললুম - কি হবে গো দাদা, ছেলেটার কি হবে। বুদ্ধদা বলল, NUJS করে দিয়েচি, ওখানে ছেলেকে ভত্তি করে দে, ৮ লাখ ফ্যাল এখন, পাশ দিলে বছরে ১০ লাখ ঘরে আনবে ছেলে, এক বছরে সুদ-আসল সব ফেরত পাবি।
    বুদ্ধদার কথা বুইতে পারলুম না, ফ্যালফ্যাল করে চেয়ে রইলুম।
  • শ্রী সদা | 24.99.54.215 | ৩০ জুন ২০১৫ ০৮:৫৯681866
  • borolok যেটা বললেন সেটা একদম খাঁটি বঙ্গীয় প্রবলেম। সব কিছু সস্তা চাই। সরকারী ভ্র্তুকীতে পড়ে লোকজন লাখবেলাখী চাগ্রী হাঁকাবে আর বিদেশে পালাবে।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:০৪681867
  • তাপ্পর থেকে ঐ তাড়িখেকো বলাই - তিনোমুলের ওকে ভোট দিই, ছেলেটাকে বলাই একটা সাইকেল ভ্যান লোন দিয়ে করে দিয়েচে - গোপালপুরে ওটা চালায়, ওটায় করে NUJS এর ছেলেমেয়েগুলোকে স্টেশনে পৌঁছে দেয়। বলাইএর ফ্যমিলিকে এদিক ওদিক দিয়ে আসে, জোরে না চালালে বলাই লাথি মারে, মারুক তবু ঐ ভ্যানই তো ভরসা
  • | 183.17.193.253 | ৩০ জুন ২০১৫ ০৯:০৫681868
  • উচ্চমাধ্যমিকে ৫০০ র মধ্যে ৪৫০ পেয়ে শুনছি ছেলেমেয়েরা পছন্দসই কলেজে র লিস্টিতে ১০০-২০০ তে ঝুলে আছে। এদিকে নাম্বার ঝুড়ি ঝুড়ি বাড়লেও কলেজে আসন সংখ্যা একই আছে। স্কটিশে শুনলাম এক বিষয়ে ৭০০ তম জনের নামের তালিকা বেরিয়েছে। যারা ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং পড়তে যায়নি, তারা তথাকথিত বেশি নাম্বারের ঝুলি নিয়েও কলেজে ভর্তি হতে পারছে না।
    এখন যারা দ্বিতীয়/তৃতীয় বিভাগে পাশ করে, তারা কি উচ্চমাধ্যমিকের পর পড়াশোনায় ইতি টানে? এলেবেলে ছেলেমেয়েরা কি বিলুপ্ত হয়ে গেছে?
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:০৮681869
  • আমিই তো বড়নোক
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:০৯681870
  • বতীন বাবু এই দেখুন লোকজন কি লিখেছেনঃ

    "আমি একবারও বলিনি এটাই জেনেরাল রুল। কিন্তু কি জানেন, এই সেগমেন্টটা কিন্তু বাড়ছে, বিশেষত ৩-৮ এক্ষপির ক্ষেত্রে। আমি অন্তত ১৫টা কোং বলতে পারি যারা ইজি ৪০-৫০ অফার করে। তো সেটাই আমার বক্তব্য ছিল।"

    "৫০ লাখ সত্যিই বেশী নয়। আমাজন বলে বলে ৭০ লাখ দেয়, ১৫ বছরের লোক কে। আর ফ্লিপকার্টও ঐ৬০ লাখ দেয়।
    আর ন্যাড়া ঠিক বলেছেন যে এরা বিদেশে ২২৫ এর উপর পায়।"

    এইটি আবার সদাবাবুর কথা "হ্যাঁ এটা বুঝলাম S এর ধারণা নেই ভারতীয় সফটওয়ার ইন্ডাস্ট্রির সাম্প্রতিক হালচাল সম্পর্কে ঃ)"

    অতএব আমি আমার ধারণা বদলে ফেলেছি। আজকাল ধরেই নিয়েছি যে একবার ব্যাঙ্গালুরুতে পা রাখলেই বা সফটওয়ারে ঢুকলেই ১০ লাখ মাইনে, জাভাতে হ্যালো ওয়ার্ল্ড কোড করতে পারলেই ২০ লাখ মাইনে, আর এইভাবে বছর তিনেক কাটিয়ে দিলেই ৫০ লাখ।
  • sm | 233.223.157.58 | ৩০ জুন ২০১৫ ০৯:১১681871
  • দুটো সেন্ট্রাল গভ ফান্ডএড ইন্সটি নিয়ে এত বড়াই এর কি আছে? তাও তো এইমস এর জমি দিয়ে উঠতে পারে নি।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:১২681873
  • তা বড়নোক জনমজুর, তোমাগো দিদি যে বললেন যে তিনি এলে সিঙ্গুরের জমিতে নাকি মাওবাদি, থুড়ি, মা মাটি আর মানুষ একসাথে ফলবে, তখন আর এইসব আটলাখের কথা ভাবলে কিন্তু চলবেক না। তখন লন্ডনে ছেলে পড়াতে হবে, সুইজার্ল্যান্ডে সামার ভ্যাকেশনে যেতে হবে, আর গোয়ায় জল কেলিও চাই কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন