এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ০৮:১৬682007
  • সিঙ্গুর আমাদের ইয়ে আর নন্দীগেরাম আমাদের ইসে, সরি পাস্ট এবং সুপার পাস্ট
  • PT | 213.110.247.221 | ০১ জুলাই ২০১৫ ০৮:৫২682008
  • "আইআইটি না, গড়িয়া ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে গিয়ে ভিটে মাটি গেচে - এদের দিকে একটু দেখুন স্যর। একটু নীচে তাকান।

    তাকালাম এবং দেখলাম যে ছেলেকে জলপাইগুড়ি ইন্জি কলেজে পড়ানোর জন্য বসত-বাড়ি বেচে দিয়েছিলেন আমার অত্যন্ত চেনা একজন। ছেলেটি বর্তামানে USA-তে থাকে। ভদ্রলোক সস্ত্রীক ছেলের কাছে ঘুরেও এসেছেন।
  • | 183.17.193.253 | ০১ জুলাই ২০১৫ ০৯:০২682009
  • শ্রমের মূল্য এবং সম্মান যখন কাজের নিক্তিতে মাপা হবে না,তখন ঠিকই আছে- কিন্তু এখন এই মুহুর্তে মধ্যবিত্ত বাপমার কাছে ছেলেমেয়ের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অন্ততঃ স্নাতক হওয়া। স্নাতকোত্তরে যারা সুযোগ পায় নি,এমন অনেকেই চাকরির পরীক্ষা দেওয়ার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হচ্ছে,যেমন রাইস- একটা কোর্সে ভর্তির খরচ শুনলাম ৬৩ হাজার টাকা। ভোকেশনাল ট্রেনিং এর কথা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার হয়ে ভদ্রস্থ রোজগারের কথা মধ্যবিত্ত বাঙালি ভাবে? আমার পরিসরে তো দেখতে পাই না( কেউ রে রে করে উঠবেন না কেমন?) সকলেই ডাক্তার, ইঃ না হোক ,নিদেনপক্ষে সরকারি,বেসরকারি চাকরির সন্ধান করে চলেছে।
    যদি কিছু না পায়, এদের কী হবে? কী করবে?
  • pi | 116.196.147.52 | ০১ জুলাই ২০১৫ ০৯:৩২682010
  • কয়েকটা কথায় একমত। কিন্তু আরো দুটো কথা বলার ছিল কাকতাড়ুয়াকে।

    এক আপনার মডেলে কিন্তু আগে থেকেই মেধাবী ফিল্টার হয়ে যাচ্ছে। এবার দেখুন, এখানেই S এবং আরো কেউ কেউ বলেছেন, এই মেধা আবার একরকম করে বিত্তের ফাংশন। একটা লেভেলে সংগতি না থাকলে গ্রুমিং করে মেধাকে একটা মানে তোলা বেশিরভাগ ক্ষেত্রেই যায়না। তো, আপনি বলে দিলেন খালি উচ্চমেধার লোকই উচ্চশিক্ষায় আসুক, তো যারা একটু সুযোগ পেলে পড়াশুনোর লাইনে ভাল করতেই পারতো তারা কিন্তু আপনার মডেলে বাদ হয়ে যাচ্ছে !

    আর দুই, ঐ অন্যান্য পেশায় সম্মান দেওয়ার ও তাতে যাওয়ার কথা আশা করি সবাইকেই বলা হচ্ছে। মানে শুধু নিম্নবিত্তদের নয়। আশা করি এটাও বলা হবে, ডাক্তার কি মাস্টারের ছেলে মেয়েও তাদের ইচ্ছে হলে ভোকেশনাল কোর্স করে সেরকম কোন জীবিকা বেছে নিতে পারেন। বা ইচ্ছে হলে চাষবাসও করতে পারেন। কথাটা চাষীর ছেলে চাষী হলে খারাপ কী নয়, ডাক্তারের ছেলেও চাষী হলে খারাপ কী। চেনাজানাদের মধ্যে এক পরিবারকে জানি, আম্রিগা থেকে পিএইচডি করে, আইটি র বড় চাকরি ছেড়ে দেশে এখন চাষ করছে, অর্গানিক ফার্মিং নিয়ে কাজ করছে, এখানে কেউ কেউ চেনেও তাদের। তো, এই অ্যাপ্রোচটা থাকবেনা কেন। শ্রীনিকেতন যখন হয়েছিল, এরকম কিছুই ভাবা হয়েছিল নিশ্চয়।

    ওহো, আরেকটা কথা। প্রফেশনালিজম ভালো। কিন্তু সেটা বোধহয় শুধুই সার্টিফায়েড কোর্স দিয়ে আসে না। সেটা অ্যাটিচুড আর কালচার বা অভ্যাসেরও ফসল। আর আমাদের দেশের ইন্ফর্মাল শিক্ষানবিশি প্রথায় ও স্কিল কিন্তু খুব কম কিছু তৈরি হয়না, এইসব কাজের জন্য।

    আর হ্যাঁ, এগুলো লোকজন ভাবে না তাই ভাবা যাবে না, এরকম কিছু আমি মনে করিনা। কোন জিনিস আপত্তিকর মনে হলে, সেই আপত্তির কারণ বজায় রেখেই সমাধান খুঁজলে আমার অন্তত মনে হয় সমস্যা থেকেই যাবে।
  • Brstin | 122.79.36.35 | ০১ জুলাই ২০১৫ ০৯:৩৩682011
  • পাই/মিঠু যেমন বলছিল ভোকেশন্যাল ট্রেনিই একটা অত্যন্ত ভালো প্রতিষ্ঠান হল
    বেলুড় মিশনের আন্ডারে শিল্পমন্দির।
  • pi | 116.196.147.52 | ০১ জুলাই ২০১৫ ০৯:৩৫682012
  • শিল্পমন্দিরের কোন সাইট আছে ? কী কী কেমন খরচে শিখতে পারে, শিখে কোথায় কী সুযোগ পান লোকজন ?
  • Bratin | 122.79.36.35 | ০১ জুলাই ২০১৫ ০৯:৪২682014
  • আপিসে গিয়ে দেখছি পাই।
    যতদূর জানি এখানে বেশ কয়েক টা কোর্স পড়ানো হয় নমিন্যাল খরচেই
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ০৯:৪২682013
  • শিল্পমন্দির - এটা কি? ভালো নাম তো।
  • Bratin | 122.79.36.35 | ০১ জুলাই ২০১৫ ০৯:৪৪682015
  • কারিগরী শিক্ষার জন্যে এল সি এম দা
  • quark | 216.223.181.135 (*) | ০১ জুলাই ২০১৫ ০৯:৪৬682017
  • IP Address : 216.223.181.135 (*) Date:30 Jun 2015 -- 07:06 PM

    "উচ্চ রোজগার এর সাথে উচ্চ শিক্ষা কে গলানো তা খালি ইন্ডিয়া তেই হই। বোধয় ওটাই সবচেয়ে সহজ রাস্তা বলে।"

    এই কথাটা পছন্দ হ'ল। পাশ দিয়ে চাকরি পেলে রোজগারের খাটনি কমে যাবে - এই ভাবনাটা বোধহয় শ্রমবিমুখ জাতির একটা রোগ। এই ভারতেও বেশ কিছু রাজ্যে অনেকেই মাথা উঁচু ক'রে চাষাবাদ বা ব্যবসা ক'রে স্বচ্ছল জীবনযাপন করছেন।

    (একটা মিনিময়ের গন্ধ পাচ্ছি)
  • pi | 116.196.147.52 | ০১ জুলাই ২০১৫ ০৯:৪৭682018
  • আরেকটা ডিসক্লেইমার দিয়ে যাই। আমি যা লিখছি তা আমার ই মত। আমার মা বাবা কী চেয়েছিলেন, কী ভেবেছিলেন , কী পড়িয়েছিলেন তার জবাবদিহি আশা করি চাওয়া হবে না।
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ০৯:৪৯682019
  • বোতিন,
    শিল্পমন্দির কি কলেজ, নাকি আইটিআই-এর মতন কিছু? বা, পলিটেকনিক কলেজের মতন কিছু?
  • PM | 116.78.78.189 | ০১ জুলাই ২০১৫ ০৯:৫২682020
  • Name: janmajur

    IP Address : 117.77.75.92 (*) Date:01 Jul 2015 -- 12:15 AM

    "পিএম-স্যার,
    ছেলেমেয়েকে নেকাপড়া শেখাতে গিয়ে লুটে গেচে এমন পরিবার আপনেরা খুঁজে পান না। আমি শয়ে শয়ে জানি। বল্লুম যে, আপনেরা অন্য জগতের মানুষ, একটু মাটির কাছে আসুন স্যর, দেখুন অন্য দুনিয়া। আইআইটি না, গড়িয়া ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে গিয়ে ভিটে মাটি গেচে - এদের দিকে একটু দেখুন স্যর। একটু নীচে তাকান।"

    দেখুন কথাটা শুরু হয়েছিলো আপনার NUJS সংক্রান্ত ৮ লাখি কমেন্ট দিয়ে। আপনার বক্তব্য ছিলো এই সব এলিট স্কুলে গরীব জনমজুরের ছেলেদের জায়গা নেই। আমার লিন্কগুলো ছিলো আপনার বক্তব্যের প্রেক্ষিতে, যে IIT/IIM/NLS এ চান্স পেলে টাকা জোগার করার ১০১-টা উপায় আছে।

    গড়িয়া ইন্জিনিয়ারিং কলেজের প্রসংগে যাবার আগে (মনে গোলপোস্ট সরাবার আগে) একটা কথা জানা দরকার, আপনি কি NUJS সম্পর্কে ধারনাটা পাল্টেছেন? আপনি কি এখনো মনে করেন পঃবঃ এ NUJS/IIT/IIM/IISER তৈরী করা ভুল ছিলো?

    এই ব্যাপারটা পরিস্কার হলে তারপর অন্য টপিকে বাইট খরচ করবো।
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ০৯:৫৪682021
  • NUJS, IISER - এসব কি? বহুত পিছিয়ে পড়েছি, কি অবস্থা, কিস্যু জানি না ....
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ০৯:৫৭682022
  • পেয়েছি,
    NUJS = National University of Juridical Science
    IISER = Indian Institute of Science Education and Research

    এসব কবে হল...
  • PM | 116.78.78.189 | ০১ জুলাই ২০১৫ ০৯:৫৯682023
  • লিন্ক দিয়েছিলাম তো ? ঃ)

    NUJS : National University of Juridical Science

    IISER : Indian Institute of Science Education & Research
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ১০:০১682026
  • IISER - এটা তো বলছে IIT-র প্যারালাল, বেসিক সায়েন্স এডুকেশনে। ভালো জিনিস হয়েছে, আগেই হওয়া উচিত ছিল। আগে ছিল শুধু IISC।
  • | 213.99.211.132 | ০১ জুলাই ২০১৫ ১০:০১682025
  • পলিটেকনিক এল সিএম দা।
  • PM | 116.78.78.189 | ০১ জুলাই ২০১৫ ১০:০২682028
  • এসব হয়েছে বাংলার ইতিহাসের সবচেয়ে কলংক জনক অধ্যায় মনে বুদ্ধ বাবুর সরকারের সময়, (কেন্দ্রীয় সরকারের সহায়তায় )
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ১০:০২682029
  • "আপনি বলে দিলেন খালি উচ্চমেধার লোকই উচ্চশিক্ষায় আসুক, তো যারা একটু সুযোগ পেলে পড়াশুনোর লাইনে ভাল করতেই পারতো তারা কিন্তু আপনার মডেলে বাদ হয়ে যাচ্ছে !"
    ঃ আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এইমুহুর্তে অন্যরকম হলে (মানে র‌্যান্ডামলি চুজ করলে) একটু প্রবলেম হয়ে যাবে। যেমন আমিও ডাক্তার হয়ে যেতাম - যেটা সমাজের জন্যে এক ভয়াবহ পরিস্থিতি। তেমনি কেউ ফিজিক্সে ভালো না হয়েও ফিজিসিস্ট তইরী হয়ে যাবে, ইত্যাদি। সেইজন্যে খুব গ্রাসরুট লেভেলে চেন্জ করতে হবে। আজকে যদি খুব গন্ড গ্রামে ১০০ টি খুব ভালো ইস্কুল করা হয় যেখানে সত্যিই দিনমজুরদের সন্তানেরা খুব ভালো শিক্ষা পাচ্ছে, তাহলে আজ থেকে কয়েকবছর পরে সেখান থেকে ছেলেমেয়েরা যদুপুর, আইআইটি, মেডিকাল কলেজ, ল কলেজ ইত্যাদিতে চান্স পাবে। কিন্তু রথকে ঘোড়ার আগে লাগালে কোনো কাজের কাজ হবেনা।

    আলোচোনাটাকে একটু অন্যদিকে নিযে যাই।

    বিগত দেড়-দু দশক ধরে ইন্ডিয়ার কিছু এলিট ইনস্টিকে বড্ড বেশি গ্লোরিফায়েড করা হয়েছে। আমি তার আপত্তি করবো না। কিন্তু সেই কাজটি এইসব ইনস্টিগুলোর কর্মকর্তাদের উপরে ছেড়ে দিলেই হয়, উনারা ব্যাপারটা ভালই পারেন আর করেনও। কিন্তু সরকারের পক্ষ থেকেও এই গ্লোরিফিকেশনে অযথা নাক গলানো হয়েছে। এইটার কোনো দরকার ছিলোনা। তার থেকে সরকার উচিত আগামী বছর ২০ শুধুমাত্র ইস্কুলের কথা ভাবুক। অনেক অনেক ভালো সরকারী ইস্কুল চাই যেখানে ভালো ভাবে সময় নিয়ে পড়ানো হয়। সেইটি করতে পারলে আমরা হয়তো কয়েক বছর থেকে কিছু পরিবর্তন দেখবো।
  • | 213.99.211.132 | ০১ জুলাই ২০১৫ ১০:০৬682030
  • না না পিএম,সচেয়ে কলঙ্ক জনক সময় তো মি জ্যোতি বসু র সময়। বুদ্ধ বাবু তার থেকে ১০০ গুন ভালো লোক। শিল্প করতে গিয়ে ই তো তার আজ এই হাল । অথচ দ্যকো জ্যোতি বসু তেমন কিছু শিল্প করেন নি। তার গদি ও যায় নি ।

    প্লেন অ্যান্ড সিম্পুল !! ঃ))
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ১০:০৭682031
  • সেইজন্যেই তো দিদিও শিল্প বিমুখ (ইসে শুধু টালিগন্জ ছাড়া)। গদির টাইম আর শিল্প পুরো নেগেটিভ কোরিলেশন।
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ১০:০৯682033
  • বাংলার ইতিহাসের সবথেকে কলংকজনক অধ্যায় ছিল ১৯৪৬-এর হিন্দু-মুসলিম রায়ট, আমার মতে আর কি।
  • | 213.99.211.133 | ০১ জুলাই ২০১৫ ১০:০৯682032
  • আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে
    শিল্প না করার মন্ত্র আমি বসুর কাছে পাই রে !! ঃ))
  • | 213.99.211.133 | ০১ জুলাই ২০১৫ ১০:১০682034
  • আমরা ৭০ র পর থেকে মানে মানু দার সময় থেকে ধরছি এলসিএম দা ....
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ১০:১১682035
  • এই কবিতার জন্যে আপনাকে সিঙ্গুর রত্ন দেওয়া হোলো। শুধু একটা কারেকশন, ফাস্ট নেমটা ইউজ করুন, আরো পোয়েটিক লাগবে।
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ১০:১৩682036
  • ৭০-এর পর থেকে ধরলে, ১৯৭৫-এ ইস্টবেঙ্গল ৫-০ ঃ-)
  • quark | 116.78.78.189 (*) | ০১ জুলাই ২০১৫ ১০:১৪682037
  • IP Address : 116.78.78.189 (*) Date:01 Jul 2015 -- 10:02 AM

    সত্য বলতে কি, বলা উচিৎ "তৎকালীন কেন্দ্রীয় সরকারের দ্বারা (বাংলার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ে বুদ্ধবাবুর সরকারের সহায়তায়)"

    IP Address : 139.115.2.75 (*) Date:01 Jul 2015 -- 10:02 AM

    "তার থেকে সরকার উচিত আগামী বছর ২০ শুধুমাত্র ইস্কুলের কথা ভাবুক।"

    অ্যায়! এইটে এক্কেবারে ঠিক কথা। "রথকে ঘোড়ার আগে লাগালে" কিম্বা (নিজের পছন্দেরটাও ব'লে যাই) গোড়া কেটে আগায় জল দিলে কিসু হওয়ার নয়।
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ১০:১৫682040
  • ওটি তো বাঙালদের উজ্জ্বলতম দিন। ঘটিদের ইতিহাসে ওটি ইসে। কোনো মোহনবাগানের সাপোর্টারকে এই ম্যাচটার কথা বললেই বলে ওসব পুরোনো কতা, এদিকে কবে সাহেবদের কাদা মাঠে হারিয়েছিলো সেই গল্প চলে আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন