এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১১:০৭682074
  • যার পকেটে পয়সা চুলকোয় সে যাকে খুশী দিক না। ডিগ্রী দেওয়ার সময়ে কোয়ালিটি কন্ট্রোল করলেই তো হয়। তা এই সব যায়গাতেই তো সরকারের হস্তক্ষেপ দরকার। এখন সরকারই যদি গজাকে ডিরেক্টর বানায় তো আর কীই বা বলা যায়?
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ১১:০৯682075
  • AIIMS তো দিল্লিতে - তাই তো?
  • lcm | 118.91.116.131 | ০১ জুলাই ২০১৫ ১১:১০682076
  • পোটকে আবাজ দিক, আমি এগোবো, পিছিয়ে থাকবো না। কিছুতেই না।
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১১:২৩682077
  • শিক্ষার বেওসা যারা করতে নেমেছে তারা চাইবেই ছেলেপিলেরা পয়সা দিয়ে পড়ুক। আর যত বেশি ছেলে পড়ে তত লাভ। তাই মেধা-ফেধা মারো গুলি। ওদিকে যারা পয়সা দিয়ে পড়ে তারাও বলবে কড়ি ফেলেচি, তেল চাই। তাই এলি/তেলি/গেলি কোন না কোন কোম্পানিও পাওয়া যায় চাগ্রি দেওয়ার জন্য। মাঝখান থেকে লুটে যায় গরীব পরিবার।

    এইজন্যেই আরো আরো বেশি সরকারি স্কুল/কলেজ চাই, যেখানে ঠিক ঐ যেভাবে বল্লাম সেভাবেই শুধু মেধার ভিত্তিতেই উচ্চশিক্ষা (এবং কারিগরিও) লাভ করা যাবে। এখন চাইলেই তো আর সব পাওয়া যাচ্ছে না। গুচ্ছের প্রাইভেট ইন্জিনিয়ারিং কলেজ খোলাই যে সমস্যার সমাধান নয় এইতে বুঝতে পাল্লেই হ'ল।
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ১১:৪৫682078
  • লসাগুদা, না , গুজরাত।
  • de | 24.139.119.175 | ০১ জুলাই ২০১৫ ১১:৫৭682079
  • বুনিয়াদী শিক্ষায় জোর দেওয়া, গ্রামে গ্রামে স্কুল করা, ভালো শিক্ষকদের সেখানে পাঠানোর জন্য ইন্সেন্টিভ দেওয়া - আগামী বছর দশেক নিয়ম করে এসব করলে পরিস্থিতি পালটাতে বাধ্য। এগ্গাদা ইন্স্টি না খুলে এসব করেই ট্যাক্স পেয়ার মানি খচ্চা করুক সরকার।
  • Bratin | 122.79.36.35 | ০১ জুলাই ২০১৫ ১১:৫৭682080
  • এদ, পি এম আমাদের বিদ্যামন্দিরের ছেলে। নো চালাকি।
  • S | 109.27.138.238 | ০১ জুলাই ২০১৫ ১২:০৫682081
  • পাইদেবী আপনার এক একটা কথা ধরে আমি বলছি। দেখুনঃ

    "এরকম অনেকেই আছে, যারা ছোটবেলায় তেমন সুযোগ পায়নি বলে হয়তো ভাল করেনি ( ভাল বলতে ভাল রেজাল্ট), কিন্তু কোনভাবে উচ্চশিক্ষার সুযোগ একবার পেয়ে গেলে, সেখান থেকে ধীরে ধীরে যথেষ্ট ভাল করেছে।"
    সেকেন্ড পার্টে গন্ডগোল আছে, এই যুক্তি মাল্য সাহেবও তার ছেলের জন্যে দিতে পারেন।

    "গরীব, কিন্তু যারা আরো পড়তে চায় মানে পড়ার ইচ্ছে নিজেদেরই আছে, কিন্তু খুব ভালো রেজাল্ট নেই, তাদের কথাটা তো ভাবা হোক।" আরে মেধা তো উচ্চশিক্ষার প্রধান হাতিয়ার। আনফরচুনেটলি এখনো রেজাল্ট দেখেই সব কিছু হয়। নইলে কি আর আমি বসে বসে গুরু করতাম। হেঁ

    "আপনারা বলছেন, উচ্চশিক্ষা ব্যয়সাপেক্ষ করা হোক। এবার তাতে যারা উচ্চবিত্ত কিন্তু উচ্চমেধার না ( অনেকদিনের গ্রুমিং সত্ত্বেও , আর আমি এখানে মেধা বলতে শিক্ষা সংক্রান্ত মেধার কথা বলছি, অন্য মেধা থাকতেই পারে আর আছে বলেও আমার বিশ্বাস), তারা তো অনেকেই এই সিস্টেমে দিব্বি উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যাচ্ছে, ডিগ্রিও।"
    আপনার মনে হচ্ছে যে যদুপুরের মাইনে ০ করে দিলে বেশি গরীব লোক পড়তে আসবে? আমার তো মনে হচ্ছে সুযোগের অভাবে বেশিরভাগ গরীব ছেলেপিলে তো ঐ লেভেলের রেজাল্টই করতে পারবে না। সেক্ষেত্রে প্রোপোর্শান একই থাকবে, মাঝ খান দিয়ে একগাদা বড়লোকের ছেলেপিলেরা বিনে পয়সায় পড়ে বিদেশে পাড়ি দেবে। আর নিড বেস্ড স্কলারশিপ থাকলে তো অন্য জনের সমস্যা কমলো।

    "স্কুল লেভেলের উদ্যোগটা প্যারালালি চলা উচিত আর যতদিন না সেটা পুরো অ্যাচিভড হচ্ছে, ততদিন অন্য প্রভিশনও দেওয়া উচিত। ইন ফ্যাক্ট রিজার্ভেশন ও এই লজিকেই হয়।"
    আমি রিজার্ভেশনের একদম বিপক্ষে তা নয়। আমার মনে হয় রাষ্ট্রের দায়িত্বের মধ্যে এটি পরে। কিন্তু রিজার্ভেশনের আসল উদ্দেশ্য আমার আপনার অজানা নয়। আপনার কথা অনুযায়ী শুধু অন্য প্রভিশনই হয়েছে, কিন্তু স্কুল লেভেলে অলমোস্ট কোনো ভালো কাজ তেমন ভাবে হয়ে ওঠেনি। নিম্ন বর্গের অন্চলে বিগত ২০ বছরে কটি ইস্কুল করা হয়েছে? অথচ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। আমি যে দুটি জায়্গায় পড়েছি সেখানে কোনো গরীব ঘরের কাউকে কোটায় ঢুকতে দেখিনি। তারা সক্কলে ভালো ঘরের ছেলেপিলে, কোটার সুযোগ নিচ্ছে। এই রিজার্ভেশনের ব্যাপারটা ইস্কুল কলেজে সিমাবদ্ধ রাখলেই ভালো হয়। তার উপরে নিয়ে গেলে লোকে অপব্যবহার করে।

    একটা কথা এখানে লিখে দিইঃ উচ্চশিক্ষা ইস ফর কোয়ালিটি নট কোয়ান্টিটি।

    আর প্রাইভেট কলেজে কত টাকা ক্যাপিটেশন ফি নেবে ইত্যাদি এর সিমাবদ্ধকরন বোধয় সুপ্রিম কোর্টও করতে পারবেনা। কারণ ওটি কলেজ আর ছাত্রের মধ্যে কন্ট্র্যাক্ট। সেইখানে হাত দিলে, ঐ কলেজ সময় মত হাত খাড়া করে দিয়ে সব দায়িত্ব সরকারের ঘাড়ে তুলে দিতে পারে।
  • S | 109.27.138.238 | ০১ জুলাই ২০১৫ ১২:০৮682082
  • দেদি আমার মনের কথাটি বলে দিয়েছেন।
  • Bratin | 122.79.36.35 | ০১ জুলাই ২০১৫ ১২:১০682084
  • হমম।এখন দেখছি এটা পল্টু হয়ে গেছে।আগে বোধহয় ভোকেশন্যাল ছিল।ঠিক মনে ণেই। পি এম তোমার মনে আছে নাকি?
  • PT | 213.110.246.25 | ০১ জুলাই ২০১৫ ১২:৩৭682085
  • "উচ্চশিক্ষা ব্যয়সাপেক্ষ হওয়া, আর তাতে উচ্চবিত্ত কিন্তু মাথায় ষাঁড়ের গোবর (কিছু মনে কইরেন না) এমন ছেলেপিলেদের সুযোগ পাওয়া একেবারেই এক কথা হ'ল না।"

    একেবারেই কি ছাঁকা হচ্ছে না? ষাঁড়ের গোবর মাথায় অথচ উচ্চবিত্ত হওয়ার কারণেই নেট বা গেট পেরিয়ে চলে আসছে PhD (উচ্চশিক্ষা)-র জন্য এমন তো বিশেষ দেখছি না!!
  • শ্রী সদা | 113.19.212.21 | ০১ জুলাই ২০১৫ ১২:৫৬682086
  • ক্যাপিটেশন ফি না নিলে কলেজগুলো রেগুলার ক্যান্ডিডেটদের জন্যে টিউশন ফি অনেক বাড়িয়ে দেবে।
    যাদবপুর বা শিবপুরে বি ই লেভেলে পার ছাত্র কত খরচা হয় সরকারের সেটা হিসেব হোক (ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টির মাইনে, রিসার্চের খরচা ইঃ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্টস)। তার থেকে অনেক কম টাকায় বেসরকারী কলেজগুলো চার বছরের কোর্স করায়। ক্যাপিটেশন ফি না নিলে কী করে হবে ? ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি খুবই খরচসাপেক্ষ কোর্স, সরকারী ভর্তুকী নেই বলে প্রাইভেট কলেজের ক্ষেত্রে ওটা এত এত টাকা বলে চোখে লাগে।
    এই বিষয়ে সরকারের বলার কিছু নেই কারণ তাহলে এটাও শুনতে হবে যে কেন এত ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর চাহিদার যুগেও সরকারী কলেজে বড়জোর হাজারদুয়েক সিট থাকে প্রতি রাজ্যে। ভাত দেওয়ার মুরোদ নেই ইঃ .....
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ১৩:০৫682087
  • পিএইডি তে ছাঁকা হয়। ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তারি ইঞ্জিনীয়ারিং পড়া নিয়ে বলছি। আর যদি ক্যাপিটেশন ফি দিয়ে পড়েও ভালোভাবে পাশ করে ভাল কাজ করে কেউ, তাহলে বলতে হয়, উচ্চশিক্ষার সুযোগ পেলে ও উচ্চশিক্ষাকালীন ঠিকঠাক গ্রুমিং হলে ও ভাল ফল পাওয়া সম্ভব। সেক্ষেত্রে প্রবেশের সময় ভালো রেজাল্টের ফিল্টার লাগালে উচ্চবিত্তরা ক্যাপিটেশন ফি দিয়ে সেটা বাইপাস করতে পারছেন, কিন্তু নিম্নবিত্তরা পারছেন না। এদিকে গ্রুমিং এর অভাবে ভাল রেজাল্ট না করতে পারার চান্স নিম্নবিত্তদের মধ্যেই বেশি। এটাই বলতে চাইছি। যবে সবাইএর বেসিক লেভেল থেকে ভালো গ্রুমিং হয়ে যাবে, তখন এই সমস্যা থাকবে না, সেটায় ফোকাসও করা উচিত, কিন্তু যদ্দিন না সেটা সম্পূর্ণভাবে হচ্ছে, তদ্দিন ?
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১৩:০৬682088
  • আহা পিহেচডি তো আর খরচসাপেক্ষ উচ্চশিক্ষা নয়, ওতে তো বরং ফেলোশিপ পাওয়া যায়। কথা হচ্ছিল গ্যাঁটের কড়ি খচ্চা ক'রে যে উচ্চশিক্ষা অর্থাৎ কিনা ঐ আইআইটি/আইআইএম ইত্যাদির এবং অন্যান্য ইন্জিনিয়ারিং ডিগ্রী কলেজের।

    এখন যদি এদের উচ্চশিক্ষার ব্র্যাকেটে না ফেলতে চান (আমিও যে খুব চাই তা নয়) তাতে আপত্তি নেই। বলা ভালো রোজগেরে শিক্ষা।
  • PT | 213.110.246.23 | ০১ জুলাই ২০১৫ ১৪:০৪682089
  • "আহা পিহেচডি তো আর খরচসাপেক্ষ উচ্চশিক্ষা নয়, ওতে তো বরং ফেলোশিপ পাওয়া যায়। "
    সত্যি?
    একেকটা ছাত্রের পেছনে কেমিকাল্স, ইন্স্ট্রুমেন্ট বাবদ যে বিশাল পরিমাণ টাকা খরচা হয় সেটাও আসে সরকরের DST/DBT ইত্যাদি থেকে মাস্টারের হাত ঘুরে। ছাত্ররা কন্টিন্জেন্সি বাবদ বছরে ২৫০০০ টাকা পায়। ওতে বছরে বিশুদ্ধ জলের খরচাও ওঠেনা।
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১৪:৫২682090
  • এবার আরো ঘেঁটে গেলাম। এতক্ষণ ভাবছিলাম উচ্চশিক্ষায় ছাত্র বা তার পরিবারের কত খরচ আর গরিব কিভাবে সেই খরচ যোগাবে সেই নিয়ে। এখন পিটিদা বলছেন উচ্চশিক্ষায় সরকার বাহাদুরের অনেক খরচ। তা কী কত্তে বলেন?
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০১ জুলাই ২০১৫ ১৫:২৪682091
  • দেশকে সুদে আসলে ফিরিয়ে দেওয়াই উচিত বলে মনে হয়।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০১ জুলাই ২০১৫ ১৫:২৪682092
  • মানে আমার সাধারণ বুদ্ধি তাই বলে।
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১৫:৩৯682093
  • আজ্ঞে দেশকে তো অনেকেই অনেক কিছু দিচ্ছে। কিন্তু যাচ্ছে তো টুজি, থ্রিজি, কয়লা, সাংসদের বিরিয়ানি ভর্তুকি ইত্যাদি খাতে।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০১ জুলাই ২০১৫ ১৫:৪৩682095
  • অ ব্যালেন্স শীট মিলে গেছে বুঝি! তাহলে আর গোল কোথায় ফুত্তি করলেই হয়।
  • sm | 53.251.88.199 | ০১ জুলাই ২০১৫ ১৬:২৬682096
  • সুশ্রুত বাবু যেটা বললেন, একেবারে সঠিক।উচ্চশিক্ষায় পড়তে গেলে টাকা টা কোনো ফ্যাক্টর হওয়া উচিত নয়।সরকারের উচিত লোন দেওয়া; এবং স্টুদেন্তের উচিত সুদে আসলে ফেরত দেওয়া, চাকরি বা সফল হবার পর।আজকাল ডিরেক্ট ট্যাক্স কোড হবার পর কেউ তার রোজকার লুকিয়ে রাখতে পারবে না।
    এবার আসি pi , এর কথায়।ওনার পোস্ট গুলো পড়ে মনে হয়, উচ্চ শিক্ষার জন্য কোটা ব্যবস্থা চালু রাখা উচিত কারণ যেহেতু ক্যাপিতেষণ ফি এর বন্দোবস্ত আছে।ভুল বললে জানাবেন।
    এখানে একটা পার্থক্য আছে,ক্যাপিতেষণ ফি দিয়ে কেউ ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে পারলেও সরকারী চাকরি পেতে গেলে তাকে পি এস সি পরীক্ষায় বসতে হয়।কিন্তু কোটা সিস্টেমে, সেখানেও কোটার বন্দোবস্ত।যদি উচ্চ শিক্ষার গ্রুমিং এর জন্য যে কেউ পিক করে নিতে পারে, তাহলে চাকরির ক্ষেত্রে আবার কোটার বন্দোবস্ত কেন?
    আর একটি ক্যাপিটালিস্ট সিস্টেমে, ফেল কড়ি মাখো তেল থাকবেই।যদি কেউ ক্যাপিতেষণ ফি বা অনুরূপ বন্দোবস্ত বন্ধ করে দেয় ,তাহলেও পয়সা ওয়ালা লোকের ছেলে/মেয়ে ডাক্তারি, ইঞ্জি পড়তে চায়না বা রাশিয়া চলে যাবে।সরকার যেটা করতে পারে, মেধার সঙ্গে আপোষ না করে, এইসব কোর্সে ভর্তি হতে গেলে, সরকারী বা প্রাইভেট যেকোনো কলেজের জন্যই, স্ট্রিক্ট ক্রাইটেরিয়া বেঁধে দেয়। এটা উচ্চ মাধ্যমিকের মার্কস বা অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হতে পারে। যেমনটি আছে, রাশিয়া থেকে ডাক্তারি পাস করে এলে, এম সি আই এর যোগ্যতা নির্ধারক পরীক্ষায় পাশ করতে হয়; তবে কিনা রেজিস্ট্রেশন মিলবে।
    আর একটি কথা বা প্রশ্ন pi কে , উচ্চ বর্ণের নিন্মবিত্ত বা নিন্ম মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছেলে/মেয়েদের জন্য কি নিদান?
  • quark | 24.139.199.12 (*) | ০১ জুলাই ২০১৫ ১৬:৪০682097
  • IP Address : 24.139.199.12 (*) Date:01 Jul 2015 -- 10:50 AM

    উচ্চশিক্ষার সুযোগ তারাই পাবে যারা যোগ্য, এবং এই যোগ্যতা নির্ধারনের সময়ে শিক্ষার খরচ অপ্রাসঙ্গিক থাকবে। যোগ্য লোকেরা নির্বাচিত হ'লে, পয়সার কথা আসবে তার পরে।

    IP Address : 53.251.88.199 (*) Date:01 Jul 2015 -- 04:26 PM

    সরকার যেটা করতে পারে, মেধার সঙ্গে আপোষ না করে, এইসব কোর্সে ভর্তি হতে গেলে, সরকারী বা প্রাইভেট যেকোনো কলেজের জন্যই, স্ট্রিক্ট ক্রাইটেরিয়া বেঁধে দেয়। এটা উচ্চ মাধ্যমিকের মার্কস বা অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হতে পারে।
  • শ্রী সদা | 113.19.212.21 | ০১ জুলাই ২০১৫ ১৬:৪৬682098
  • কোয়ার্ক স্যার, প্রাইভেট ইনস্টিগুলোতে ম্যানেজমেন্ট কোটা বা ক্যাপিটেশন ফি না থাকলে কী হবে একটু উপরের পোস্টে লিখেছি।
    প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ইউজুয়ালি কিছু সংখ্যক সিট ম্যানেজমেন্ট কোটার জন্যে থাকে এবং সেগুলো আক্ষরিক অর্থে নিলাম হয়। বাকী সিটগুলোতে কিন্তু স্ট্রিক্টলি জয়েন্টের র‌্যাঙ্ক অনুযায়ীই ভর্তি হয়।
  • quark | 24.139.199.12 | ০১ জুলাই ২০১৫ ১৬:৪৯682099
  • আজ্ঞে হ্যাঁ। জয়েন্টের র‌্যাঙ্ক, যেটা বিশ হাজারও হ'তে পারে।
  • PM | 116.78.11.194 | ০১ জুলাই ২০১৫ ১৬:৫৮682100
  • ব্রতীন, বিদ্যামন্দির ছাড়া বেলুড়ে যে প্রতিষ্ঠন গুলো আছে সেগুলো হলো-
    ১। শিল্পমন্দির (পলিটেক)
    ২। শিক্ষামন্দির (বিএড)
    ৩। আইটিআই ( নাম মনে নেই)-এটাই ভোকেসনাল। নামটা মনে নেই
  • PM | 116.78.11.194 | ০১ জুলাই ২০১৫ ১৭:২৬682101
  • দাদা, আমাকে যদি জিগ্গেস করে তাহলে আমি বলবো যে আমার ট্যক্সের টাকা যেনো প্রফেসনাল কোর্সের জন্য খরচ না হয়। প্রিমিয়ার ইন্স্টিটুটের ছাত্রদের জন্য তো নয়-ই, ওরা ওখানে লোন নিয়ে পড়বে, চাকরী পেয়ে লোন শোধ করবে। যে ছেলে পুলেরা পাশ করে বেড়িয়ে ১০+ লখের চাকরী করবে, বিদেশ যাবে, স্টেট (আমার ট্যক্সের পয়সায়) তাদের পড়াশোনার দায়িত্ব নিতে যাবে কোন দুঃখে । লোন যাতে সহজ লভ্য হয় সেটা স্টেটের দেখার কথা অবশ্যই। কিন্তু টাকা শোধ করতে হবে ছাত্রকেই।

    বরং স্টেট তার সর্ব শক্তি নিয়োগ করুক বেসিক এডুকেসনে, বেসিক স্বাস্থ্যে। যেখানে ৪০% লোক বেসিক শিক্ষা বন্চিত সেখানে উচ্চ শিক্ষা সরকারের প্রায়োরিটি হওয়া উচিৎ নয় কোনোভাবেই।

    উচ্চ শিক্ষা/প্রফেসনাল শিক্ষায় মাছের তেলে মাছ ভাজা হোক
  • নির | 212.78.26.26 | ০১ জুলাই ২০১৫ ১৭:৪৪682102
  • সবাইকে ডাইরেক্ট ট্যাক্সের আওতায় আনতে হবে। কেউ দেবে কেউ দেবে না এ চলবে না। ইউ ডোন্ট পে ইউ ডোন্ট কেয়ার। --এটাও একটা ভয়েস।
  • | 77.98.72.126 | ০১ জুলাই ২০১৫ ১৮:৪৫682103
  • ঠিক PM। ও ই আইটি আই টার কথাই বলছিলাম...
  • | 183.17.193.253 | ০১ জুলাই ২০১৫ ১৯:৪৪682104
  • উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করেও যারা কলেজে কলেজে ছুটোছুটি করছে-তাদের পেশাদার জীবনের দিকে কেউ একটু লন্ঠনের আলো দেখান না? এদের কী হবে?
  • SC | 117.77.92.49 | ০১ জুলাই ২০১৫ ২২:৩৯682106
  • এরা কি সিঙ্গুরের চাষীর ছেলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন