এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১০:৪৮681907
  • সদা-স্যার,
    আর আমি যে ৫০০ জন সুবোধকে জানি যারা লুটে গেছে। তাদের কথা একটু বলুন স্যার। তাদেরকে গবেট বলে শুধু গাল দেবেন, এ কেমনতারা কথা।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১০:৫৩681908
  • সেইজন্যেই তো গুরুদেব বলেচেন পড়াশুনা করে কি হবে, বেওসা করো।
  • Rectangular Parallelepiped | 117.167.108.172 | ৩০ জুন ২০১৫ ১০:৫৮681909
  • পোটকেস্যার - মাইরি এভাবে ফ্রাস্টু খাইও না।
  • | 213.99.211.133 | ৩০ জুন ২০১৫ ১১:২১681911
  • সেই জন্যেই বোধহয় আমার এক পিস বন্ধু আই আইটি কেজিপি ছেড়ে পুনে আই এস আর এ গেল।
  • potke | 190.215.43.138 | ৩০ জুন ২০১৫ ১১:৩১681912
  • কেন তুমি জয়েন করতে চাও? কল্যানীর টায়?
  • potke | 190.215.43.138 | ৩০ জুন ২০১৫ ১১:৩২681913
  • লাস্ট পোস্ট প্যারালেলোকে
  • | 213.132.214.156 | ৩০ জুন ২০১৫ ১১:৩৬681914
  • পোটকে, তুমি কি "ভেতর থেকে ব্যব্স্থা" করে দিচ্ছো?
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১১:৫৭681915
  • S, এর এই পোস্টটা পড়ে একটু ঘেঁটে গেলাম। শিক্ষায় খরচ কম হলে গরীব লোকজনের পড়ার সুবিধা তো বেশি আর তাতে পড়েও বেশি। এই নিয়ে কোন তর্ক আছে নাকি ? খরচ বেড়ে গেলে কিছুজন প্রচুর কষ্ট করে পড়ান বটে ,কিন্তু বহুজন পারেনও না। আর যাঁরা কষ্ট করে পড়ান , কষ্ট বাদে অন্য নানা কস্ট থাকে তার। বহু সময়ই নিজেদের খাদ্য, স্বাস্থ্য খাত থেকে কাট করতে হয়। জনমজুর যেগুলো বলছেন, সেগুলো দেশের সিংহভাগ মানুষের সমস্যা। ও নিয়ে টন্ট করে লাভ কী ?
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১২:০৪681917
  • এইসব এলিট ইন্স্টিগুলোতে কজন গরীব লোক পড়াশুনা করেন। বেশিরভাগই তো ভালো ঘর থেকেই আসেন। এইবারে সক্কলকে যদি ভর্তুকি দিয়ে পড়ানো হয়, তাইলে তো একটা বড়সড় ফান্ড চলে যায় তাদের পিছনে যাদের ততটা বা একদমই দরকার নেই। সেইটিতে আমার বড্ড আপত্তি। ঐ টাকা বাঁচিয়ে গ্রামে ইস্কুল করলে অনেক কাজে দেয়। টন্ট করিনি, ঐ পলিসিটা যে আসলে বড়লোকেদেরই হেল্প করে সেইটাই দেখাতে চেয়েছি।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১২:০৭681918
  • ও হ্যাঁ কোন কথাটা টন্ট লাগলো সেইটা জিগাতে ভুলে গেলাম।
  • quark | 24.139.199.12 | ৩০ জুন ২০১৫ ১২:১৩681919
  • বুনিয়াদি বিদ্যালয় শিক্ষায় পয়সা খরচ না ক'রে গুচ্ছের আইআইটি/আইআইএম/আইসার/নাইসার বানিয়ে কিসু লাভ নেই - এইটে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১২:১৪681920
  • গ্রামে ইস্কুল তো হল। কিন্তু যাঁরা গরীব ,তাঁদের উচ্চশিক্ষার কী হবে ?
    10:24 AM এর টা লেগেছিল, মনে হয়েছিল, আগে প্রচুর গরীব আসতো, এখন আর পারছেনা , এটা টন্ট করে বলা। আমার বক্তব্য ছিল, অবস্থা সত্যি ই তাই।
    বুঝতে ভুল হতে পারে।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১২:২০681922
  • তাঁদের জন্যে লোন এবং অবশ্যই স্কলারশিপ থাকুক। কিন্তু সেইটি না করে সক্কলকে ভর্তুকি দেওয়ার কোনো মানে নেই।

    আর ঐ পোস্টে আমি এটাই বলতে চেয়েছি যে আগেও যদুপুরে ভালো ঘরের ছেলেরা পড়তো, এখনো তাই পড়ে। মাঝ খান দিয়ে আগে একগাদা লোক ২০০ টাকায় ইন্জিনিয়ারিঙ্গ পড়ে চলে গেছে। আমার সময়ে আমার চারপাশে কোলকাতার নামি দামি প্রাইভেট ইস্কুলের ছেলেপিলেরা পড়তো, আর যারা জেলা থেকে আসতো তাদের মধ্যেও বেশিরভাগের অবস্থাই ভালো ছিলো। ফলে তখন ২০০ টাকায় ইন্জিনিয়ারিঙ্গ পড়ানোর কোনো মানেই হয়নি।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১২:২০681921
  • এলিট নন এলিট ভাগটাই তো ক্রমে ক্রমে কমানো উচিত। সব বিশ্ববিদ্যালয় আর তার অন্তর্গত কলেজে পরিকাঠামো, পড়ানোর মান এগুলো ভাল করলে গরীব লোকজন শস্তায় পুষ্টিকর উচ্চ্চশিক্ষাই পেতে পারতেন।

    সেসব জায়গাতেই ভাল পরিকাঠামো, অন্যান্য ব্যবস্থা রাখবো, যেখানে বেতন অনেক বেশি, এরকম করলে তো ভাল মানের শিক্ষা কেবল পয়সাওয়ালা লোকেরই জুটবে। বেশিরভাগ ক্ষেত্রে তাই জুটছে। আর এটা অসাম্য বাড়াচ্ছে বই কমাচ্ছে না।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১২:২৬681923
  • ২০০ টাকায় ইন্জিনিয়ারিঙ্গ পড়তে পেরেছে বলে অনেক গরীব লোকজনের ছেলেপুলেও পড়তে পেরেছে, এটাও ফ্যাক্ট ঃ)। যদুপুরের পড়ুয়াদের প্রোফাইল আমার একেবারে অজানা, এমনটা ঠিক না ঃ)

    যাঁরা খুব সচ্ছল ঘরের, তাঁদের থেকে প্রোগ্রেসিভ ট্যাক্সিং এর মাধ্যমে বেশি টাকা আদায় করে সেই বেশি টাকা বেশি করে শিক্ষাখাতে ব্যয় করে উচ্চশিক্ষাকে সবার জন্য কম ব্যয়বহুল করা তো আমার মতে বেটার অপশন।
    আর সে যদি বলেন, তার থেকেও বেটার অপশন, লোকজনের হাতে টাকার এত তারতম্যই না হওয়া ঃ)। তবে ও নিয়ে এখন ঘাঁটতে চাইনা।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১২:৩৫681924
  • "২০০ টাকায় ইন্জিনিয়ারিঙ্গ পড়তে পেরেছে বলে অনেক গরীব লোকজনের ছেলেপুলেও পড়তে পেরেছে" ঃ খুব সামান্য বলেই মনে হয়। সিরিয়াসলি বলছি, এইসব ইনস্টিতে খুব খুব কম গরীবরে ছেলেরা পড়তে আসে। আরে জয়েন্টে র‌্যান্ক করবে তবে তো আসবে। জয়েন্টে র‌্যান্ক করতে গেলেও তো খরচ করতে হয়। পুরো ব্যবস্থাটাই তো করে রাখা হয়েছে এমন ভাবে যে খরচ না করলে এগুতে পারবে না - পুরো স্কিউড।

    ইন্ডিয়া একটা আদন্ত ক্যাপিটালিস্ট সোসাইটি, যেখানে ওয়েল্থ ডিস্ট্রিবুইশন একেবারেই যাচ্ছেতাই। অথচ কিছু কিছু পলিসি একেবারেই সোশালিস্ট। অথ্চ এইসব পলিসিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড়লোকেদের সাহায্য করছে।
  • janamajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১২:৪৩681925
  • স্যারেরা,
    সিঙ্গুর গর্মেন্ট কলেজে টিউশন ফি মাসে ৯০ টাকা, সবশুদ্ধু মাসে দেড়শোর মতন।
    আপনেরা ওটাকে বাড়িয়ে বছরে পোনেরো-কুড়ি হাজার করবেন না। ও পাড়ার সুবোল নস্করের মেয়েটা এই কলেজ থেকে পাশ দিয়ে বর্ধমানে একটা কাজ পেয়েছে। মাধব মন্ডলের ছেলেটা বিএসসি পাশ করে, দিল্লিতে গাজিয়াবাদে কি একটা যেন করে।
    আপনেরা ৮ লাখি নেকাপ্ড়া করে ১২ লাখি চাকরি করেন হে, সরকারকে একটু কইবেন যেন আমাদের এই মাসে দেড়শো টাকার কলেজটারে রেহাই দেয়।
  • Rectangular Parallelepiped | 125.112.74.130 | ৩০ জুন ২০১৫ ১২:৫০681926
  • না রে ভাই, আমার অত ক্যালি নেই।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১২:৫১681928
  • সেই বিদেশে বসে সাম্যবাদের এমন ঢঙের গাজন গাইতে ভালই লাগে।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ৩০ জুন ২০১৫ ১২:৫৫681929
  • "সাম্যবাদের ঢঙের গাজন" বেশ ভাল টার্ম নিঃসন্দেহে বামপন্থী বদহজমের চেয়ে বেটার।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১৩:০১681930
  • 'বিদেশে বসে সাম্যবাদের এমন ঢঙের গাজন' গাওয়ার কথাটা কি আমাকে বললেন ?
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:০২681931
  • না আপনাকে বলিনি, যাকে বলেছি তিনি চুপ মেরে গেছেন। বা কাল সকালে উঠে আবার শুরু করবেন।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:০৩681932
  • স-স্যার,
    গাজন গান তো খুব ভালো, আমরাও গাই, তবে পিলিজ স্যার, সাম্যবাদটা বাদ দিন।
    সাম্যবাদ করলে আপনেরা আমাদের কলেজের ফি বাড়িয়ে দেবেন, অন্য ৮ লাখি কলেজের সমান করে দেবেন, পিলিজ করবেন না। হাতে পায়ে ধরছি স্যর। এই কলেজে কারা যায় দেখবেন, পদবীগুলো দেখবেন - কোলে, সাঁতরা, মাজি, মাইতি, ভান্ডারি, মন্ডল, বেরা, বাগ, পাকিরা, সর্দার, নস্কর --- গ্যারান্টি বেশি নিম্নবর্গ স্যর ।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:০৬681933
  • কিন্তু ঐ আটলাখি কলেজে মাসে দেড়শো টাকায় পড়ে কেউ যদি বিদেশ বিভুইঁয়ে বসে এইসব নিম্নবর্গের দোহাই দিয়ে বাকি সমস্ত এলিট ইন্স্টিটুশনেরও ফিস কম রাখার কতা বলেন, তার পতিবাদ করে যাবো।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:১৩681934
  • আপনেরা পোতিবাদি মানুষ, অবশ্যই পোতিবাদ করে যাবেন। আপনেরা পোতিবাদ করেন বলেই তো তবু কিছু কলেজের ফি বাড়ে। কিছুটা সাম্যবাদ হয়।
    কিন্তু, আমাদেরটাকে ছেড়ে দেবেন স্যর। এখান থেকে কেউ ১২ লাখ পায় না, বিদেশেও যায় না।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:১৪681935
  • আপনিই তো গেচেন ঃ)
  • শ্রী সদা | 113.19.212.21 | ৩০ জুন ২০১৫ ১৩:১৯681936
  • এস কে সমর্থন।
    সাবসিডি শুডবি ফর দা নীডি, নট ফর দা গ্রীডি।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:২৩681937
  • আমি তো বড়োনোক জনমজুর। আমি বিটেকের জন্যি লোন চাইলে কুনো কোল্যাটারেল ছাড়াই লোন দেয়, তা বলে কি ঐ হারান সদ্দারের ছেলে জয়েন্টে ২২০০০ র‌্যাংক, বাপের অ্যাসেট বলতে একটা রিক্সা, তাই দেখে আর ঐ র‌্যংকে স্টুডেন্ট লোন দেয় নাকি। বাস্তবে অমন হয় না, সদা-স্যর যতই দুখানা উদাহারণ দিক।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:২৬681940
  • কেন দেওয়া যায়্না জানেন। কারণ ঐ আটলাখি কলেজগুলোতে সরকার বাহাদুর আমার(?) আপনার মতন লোকজনকে ২০০ টাকায় ইন্জিনিয়ারিঙ্গ পড়ায়। সেইখানেই আপত্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন