এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:২৭681941
  • এই তো সদাস্যার কয়েছেন, কলেজে ফি বাড়াবেন না কয়েচেন।

    স-স্যার, সদা-স্যার,
    আপনেরা মহান, উদার। আপনাদের জয় হোক।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১৩:২৮681942
  • তাহলে যে কলেজে আপুনারা আট লাখ দিয়ে পড়াবেন, সেখানে, এই ধরুন , চারজনের পরিবারে মাসিক আয় কুড়ি-তিরিশহাজার বা তার নিচে, সেসব পরিবারের সন্তানেরা মোটামুটি বিনামূল্যে উচ্চশিক্ষা লাভ করবে, এতে আপনারা রাজি তো ? সবাই রাজি হবে বলছেন ?
    এক RTE স্কুলে করাতেই অভিভাবকেরা গেল গেল রব তুলেছেন, এখানে মিক্সিং নিয়ে কত্ত হাহুতাশ, আপত্তি শুনি, সেসব কিছু আসবেনা বলছেন ? ঃ)
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:২৯681944
  • স-স্যার,
    কি যে কয়েন, হরিপাল কলেজ বা ডায়্মন্ড হারবার ফকির্চাঁদ কলেজের ফি বাড়াবেন না, পিলিজ।
  • শ্রী সদা | 113.19.212.21 | ৩০ জুন ২০১৫ ১৩:২৯681943
  • http://www.hdfcbank.com/personal/products/loans/educational-loan/education-loan-for-indian-education
    "If you are taking a loan of more than Rs. 7.5 Lakh, a collateral security will be required."

    এটা প্রাইভেট ব্যাংকের হিসেব। সরকারী ব্যাংকে বোধয় আর একটু বেশী রিল্যাক্সড হবে।
    সাড়ে সাত লাখে পশ্চিমবঙ্গের যেকোনো বিটেক কলেজে চার বছরের সমস্তরকম ফীজ হয়ে যায়।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:৩৫681945
  • সদা-স্যার,
    আপনেরা তো সগ্গের কাছাকাছি থাকেন, তাই মাটির খপোর রাখেন না।
    দুই ছেলের জন্যি লোন নিয়ে, রঞ্জন্দার বন্ধুকে দেখছেন তো। এমন শয়ে শয়ে আছে।

    জয়েন্টে নিচের দিকে র‌্যাংক নিয়ে যান ব্যাংকে লোন নিতে, কইবে আপনে দেন ৩ লাখ তবে ব্যাংক দেয় ৩ লাখ।
    অবশ্য এসব আপেনেদের জানার কথা নয়। মাটির কাছে থাকলে জানতেন।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:৪০681946
  • "তাহলে যে কলেজে আপুনারা আট লাখ দিয়ে পড়াবেন, সেখানে, এই ধরুন , চারজনের পরিবারে মাসিক আয় কুড়ি-তিরিশহাজার বা তার নিচে, সেসব পরিবারের সন্তানেরা মোটামুটি বিনামূল্যে উচ্চশিক্ষা লাভ করবে, এতে আপনারা রাজি তো ?"

    এক্দম রাজি। যে ছেলে ঐরকম ঘর থেকে এতোদুর উঠে এসেছে, তাকে হাতির পিঠে চাপিয়ে নিয়ে আসা উচিত।

    "এখানে মিক্সিং নিয়ে কত্ত হাহুতাশ"ঃ আমি তো মিক্সিঙ্গের পক্ষে। মাটির কাছাকাছি থাকলে দুম করে আকাশ থেকে পড়ার ভয়টা কম থাকে।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১৩:৪৬681947
  • মানে, সমস্ত নিম্ন বা নিম্নমধ্যবিত্ত ছেলেপুলের জন্যই উচ্চশিক্ষা ফ্রি।
    আর প্রাইমারি, সেকেন্ডারি ফ্রি তো বটেই।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:৪৭681948
  • আহা, জয় পাই-স্যারের জয় হোক।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:৫১681951
  • বোঝাই যাচ্ছে সদা-স্যার বিটেক ছাড়া খপোর রাখেন না, অবশ্য রাখবেনই না কেন। পেরাইভেটে ল পড়ার জন্যি ১০০% লোন নিয়ে খপোর রাখেন না। অবশ্য রাখবেনই বা কেনো।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:৫১681949
  • হ্যাঁ ইস্কুল শিক্ষা ফ্রিতে হোক - বিশেষ করে গন্ড গ্রামের দিকে। শহরে সামন্য কিছু মাইনে করাও যেতে পারে। ওয়েভারের সুযোগ থাকুক। আমি যে ইস্কুলে পড়েছি, সেইখানে এরকম বন্দোবস্ত ছিলো। আর একটা ফান্ড তইরী করা হয়েছিলো গরীব ছেলেদের সাহায্যের জন্যে। সাধারণতঃ কেউ অ্যাপ্লাই করতো না। টিচাররা ক্লাস থেকে খুঁজে পেতে ছেলে ধরে নিয়ে এসে, অ্যাপ্লাই করিয়ে টাকা দিতেন।

    উচ্চশিক্ষার জন্যে নিড বেসড স্কলারশিপ আর উচিত সুদে লোন থাকুক।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:৫২681953
  • জনমজুর, এইতো গুলিয়ে দিলেন। ঃ) সক্কলকেই স্যার? এখন ঘুমোনোর সময় হয়েছে। যান ঘুমিয়ে পরুন। নইলে এমন গন্ডগোল হতে থাকবে।
  • PT | 213.110.243.23 | ৩০ জুন ২০১৫ ১৩:৫২681952
  • এবারে তো তাহলে রাষ্ট্রের কথা উঠবে। রাষ্ট্র খরচা না করলে পড়াশুনো ফ্রি-তে হবে কিকরে?
  • শ্রী সদা | 113.19.212.21 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৩681954
  • RTE এ নিয়ে জনতার মূল অভিযোগ হল সো কলড মেধার ভিত্তিতে ভর্তি না নেওয়া নিয়ে। বিটেক কলেজে তো মোটামুটি জয়েন্টের র‌্যাংক অনুযায়ী ভর্তি হয় (ম্যানেজমেন্ট কোটা থাকে কিন্তু সেটা না রাখলে বাকীদের ফিজ অনেক বেড়ে যেত)।
    আর প্রফেশনাল কোর্সে সরকারের ডিরেক্ট টাকা নেওয়া বা দেওয়া কিছুই উচিত না। সবাইকে লোন দিয়ে দেওয়া হোক, পাশ করে চাগ্রী করে খেটে শোধ করুক।
    আর একটা জিনিস, এস বললেন কিছুক্ষণ আগে। এই প্রফেশনাল ডিগ্রী কোর্সগুলোর এন্ট্রান্স একজাম দেওয়াই প্রচ্ন্ড খরচসাপেক্ষ। বাড়িতে কারো গাইডেন্স ছাড়া জয়েন্টে প্রথম দিকে যারা র‌্যাংক করে প্রায় সবাই মাসে বেশ কয়েক হাজার টাকা খরচা করে টিউশন, মক টেস্ট, বইপত্তর ইত্যাদির পেছনে। নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব ভালো কোনো গাইড না পেলে এই গাঁটটাই টপকাতে পারেনা। অল্পশিক্ষিত বাবা-মা এর সন্তান হলে তো আরো চাপ।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৭681957
  • গোবিন্দপুর কি কোলকাতা?
  • শ্রী সদা | 113.19.212.21 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৭681956
  • জনমজুর আবার গুলিয়ে দিচ্ছেন। লোন নিয়ে আমি তখনই পড়বো যখন কনফি থাকবে যে চাগ্রী পেয়ে সেটা শোধ করতে পারবো। প্রতি বছর কয়েক লাখ ছেলেপুলে ঢেলে বিটেক করবে আর সবাই চাগ্রী পাবে এটা তো রূপকথার গপ্পো স্যার ঃ) কেউ নিজের ক্যালিবার না বুঝে ৫০০০০ জয়েন্ট র‌্যাঙ্ক নিয়ে লোন নিয়ে পড়লে সেটা তার দায়। কোনো কলেজে লিখে দেওয়া হয়না যে পাশ করে চাগ্রী পাবেই।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৭681955
  • স-স্যরের স্কুলে গরীব ছাত্র খুঁজেই পেত না, অনেক খুঁজে ধরে বেঁধে নিয়ে আসত। আর আমাদের গোবিন্দোপুর হাই স্কুলে বুট জুতো পড়ে আসা স্টুডেন্ট নেই।
    আলাদা জগত।
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৮681958
  • ও সদা, একটা স্কুলে কেজিতে ভর্তির কোন মেধার বিচার হয় বা করা যায় ? আর সবচেয়ে বেশি আপত্তি ওঠে মহার্ঘ প্রাইভেট স্কুলগুলোয়। সেখানে ঠিক কোন বিচারে অ্যাডমিশন হয় একটু শুনি ?
    RTE নিয়ে বেশ কিছু লেখাপত্তর নানা টইও ভাটে আছে, মানে আপত্তির কারণগুলো। দেখে নিস। পাশের বস্তির নোংরা ছেলে মেয়ে কেন আমার মেয়ের পাশে বসে একই সুযোগ সুবিধা পাবে, আপত্তি এতে। 'ওদের' সাথে মিশে আমারটির ইহকাল পরকাল ঝরঝরে হয়ে যাবে, আপত্তি এতে। আরো কিসে কিসে আপত্তি দেখতে হলে নানা পাতা ঘুরে আসতে পারিস, কিম্বা লোকজনের সাথে কথা, কিম্বা কাগজ টাগজ ইঃ।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৯681960
  • RTE নিয়ে প্রধান অভিযোগ হল ট্যাক্সের টাকা ছাড়া অন্যের পড়া সাবসিডাইজ করার খরচ অন্য কেউ কেন বইবে?
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৩:৫৯681959
  • জনমজুর বাবু, এতো ভাঁট না বকে, ঐ ইস্কুলের সক্কলকে এক্জোড়া বুট্জুতো দিননা। আপনার সেই ক্ষমতা তো আছে।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৪:০১681962
  • পাইদেবী, আমার মত কিন্তু সরকারী ইস্কুলের জন্যে। পেরাইভেটে ইস্কুল কি করবে সেটি তারা বুঝবেন। সরকারী ইস্কুল আরো বেশি করে তইরী করা উচিত, আরো ভালো শিক্ষক শিক্ষিকা রাখা উচিত, এবং অবশ্যই (অন্তত কেজিতে) র‌্যান্ডামলি অ্যাডমিশন হওয়া উচিত।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৪:০৫681963
  • সদা-স্যর,
    বুইতে পারি নি। আপনে শুধু বিটেক আর জয়েন্টে হাই র‌্যাংক নিয়ে কথা কইচেন সেটা বুঝতে পারলুম। বুঝতে দেরি ।
    বাকিদের মধ্যে যাদের টাকা আছে তারাই শুধু পড়বে। বুয়েচি। শুধু সুবোধ বেচারা এটা না বুঝে বেপদে পড়ল।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৪:০৮681964
  • স-স্যর,
    আমার অনুরোধকে ভাট কইলেন তাতে দুখু নেই। শুধু আমাদের মাসে দেড়শো টাকার কলেজটাকে আপনাদের বিচার বেবেচনার বাইরে রাখবেন। অনুরোধটা ফ্যালবেন না।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৪:১০681965
  • আপনার কলেজ তো এই বিচার বেবেচনার বাইরেই থাকছে। তা বলুন তো আপনার কলেজে ১৫০ টাকা মাইনে দিয়ে যারা পড়ছেন, তারা পাশ দিয়ে কটাকা মাইনের চাকরি পান।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১৪:২৩681966
  • চাকরি কোথায় আর পাচ্ছে। দুগ্গাপুরে শপিং মলে জামাকাপড় গোছানোর কাজেও গ্যাজুয়েট চায়, মাসে আড়াই হাজার।

    কিন্তু কথা হল স্যার, আপনেরা যে এত টাকা ট্যাক্সো দেন, তা দিয়ে সরকার চারটে কলেজও চালাবে না -
    তাহলে ট্যাক্সোর টাকা নিয়ে সরকারের কাজ কি? এমনি এমনি এমন গাদা গাদা টাকা ট্যাক্সো গুনবেন, আপেনরা বুদ্ধিমান মানুষ, অর্ডিনারি বুদ্ধি নহি, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১৪:৩৫681967
  • আসলে আপনি বোধয় আমার কথাটা বুঝতে পারছেন না। মনে করুন একজন বড়লোক দিনমজুর তার মেয়েকে (বা ছেলেকে) ছোটোবেলা থেকে মাসে হাজার হাজার খরচে প্রাইভেট ইস্কুলে, টিউটর দিয়ে পড়াশুনা করালেন। অন্যদিকে এক আসল দিনমজুরের এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি ওয়ালা মেয়ে কোনো টিউটর ছাড়া পড়াশুনা করলো। এইবারে বলুন তো কে আট লাখি কলেজে যাবে। মনে হয় প্রথমজন। কিন্তু ঐ সেকেন্ডজন আসতে পারে এই অজুহাতে যদি আটলাখি কলেজের ফিস মাসে কয়েকশ করে রাখা হয় তাইলে তো মুশকিল।

    আরেকটা কথা ধরুন। আপনি বলছেন আপনার কলেজে মাসে ১৫০ টাকা ফিস, আর খুব ভালো চাকরি হলে বছরে ৩০০০০ আয়। যদুপুরের ইন্জিনিয়ারিঙ্গে অ্যাভারেজ হলেও বছরে তিন লাখের মাইনের উপরেই চাকরি পায়, তাইলে মাসে ফিজ কত হওয়া উচিত।

    আর সরকারের কি কাজের অন্ত আছে। কাজ কম পড়ে থাকলে আমি কয়েকটা লিখছি। এই মনে করুন লোকেদের মুখে খাওয়ার যোগান দেওয়া। কিছু প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা, আর সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। ম্যাল নিউটিশন দুর করা। এইগুলো করুক আগে, পরে আরো কতকগুলো লিখে দেবো।
  • quark | 24.139.199.12 | ৩০ জুন ২০১৫ ১৬:০৪681968
  • "সরকারী ইস্কুল আরো বেশি করে তইরী করা উচিত, আরো ভালো শিক্ষক শিক্ষিকা রাখা উচিত, এবং অবশ্যই (অন্তত কেজিতে) র‌্যান্ডামলি অ্যাডমিশন হওয়া উচিত।"

    এইটেই তো ব'লে আসচি সেই সক্কাল থেকে।
  • PM | 116.78.55.90 | ৩০ জুন ২০১৫ ১৬:১০681969
  • টই-এর হেডিং দেখে আমি ভেবেছিনু এখানে নতুন নতুন কেরিয়ার অ্যাভেনু এর ওপোর অ্যাড্ভাইস চাওয়া হচ্ছে ঃ( । তাই উবগার করার জন্য দু তিনটে খবর দিয়েছিনু মাত্র ঃ(। বেজায় অন্যায় হয়েছে বুঝতেই পারছি।

    জনমজুরকে দুটি প্রশ্ন-

    ১। আইআইটি/আইআইএম তে পড়তে ১০ লাখ লাগে। তাহলে বিধানবাবু খুব খারাপ কাজ করেছিলেন তো IIT-KGP, IIM-C খুলে?

    ২। আমি নিজের অভিজ্ঞতায় দেখি নি যে কেউ প্রিমিয়ার স্কুলে চান্স পেয়েছে ( IIT K/B/Kh/D, IIM (A/B/C), NLS ( NLISU/NALSAR/ NUJS etc) কিন্তু পয়্সার অভাবে পড়তে পরে নি। সমস্যা হয়েছে, কিন্তু ঠিক দু তিনটে হাত জুটে গেছে। আমাদের বেলুরের ব্যাচে এক ভাগ চাষীর ছেলে ছিলো (আমার রুম মেট)। বেলুড়ে তো সব ফ্রী করে দেওয়া হয়েছিলো। পরে সে IIT-KGP তে PhD তে চান্স পায়। বছরে সেমিস্টারে ২০০০০ টাকা করে খরচ ছিলো তখন। ওর আর্থিক পরিস্থিতে প্রায় অসম্ভব ছিলো। কিন্তু ঐ খরচের বেশীরভাগটাই উঠে আসে আমাদের ব্যচের থেকেই। ছেলেটি পরে শিকাগো উনি থেকে পোস্ট ডক করে। এখন একটা আইআইটির অধ্যাপক।

    আরেক স্কুলের বন্ধু, মা বিধবা। এক কামরার ঘরে থাকতো। ওর দাদা ISI থেকে BSTAT, আমার বন্ধু IISC থেকে MTech.

    আমি সত্যি এমন কোনো উদাহরন দেখি নি, শুনি-ও নি যেখানে টাকার জন্যে কেউ "প্রিমিয়ার"(বোল্ড & আন্ডার্লাইন) ইন্স্টিটিউটে পড়তে পরে নি সুযোগ পেয়েও। আপনার জানা কোনো উদাহরন থাকলে বলুন। আমি দেখা করতে চাই। এই সব জায়গায় পড়লে এখন বিনা সিকিউরিটিতে লোন পাওয়া যায়।

    http://www.iimahd.ernet.in/users/webrequest/files/pgpx/SBI-SCHOLAR-LOAN-SCHEME-AND-LOAN-DOC-REQUIREMENTS-for-IIMA-PGPX.pdf

    https://programslive.iimcal.ac.in/financial-assistance

    http://www.indiaeducation.net/iim/calcutta/financial-aid.aspx

    আপনাদের এই কুম্ভিরাশ্রু চাষীদের চাষী রেখে দেবার একটা কল মাত্র । যাতে সিঙ্গুরের এক চাষীর ছেলে এই সব জায়্গায় সুযোগ পায় তার জন্য আপনার কোনো পরিকল্পনা থাকে তো বলুন।

    বিহার/ঝাড়খন্ডে এরকম অনেক NGO আছে যারা গরীব ছাত্রাদের IIT র প্রস্তুতি নেওয়ায়। খুব সফলও।
  • PT | 213.110.243.22 | ৩০ জুন ২০১৫ ১৬:১৫681970
  • সব্বোনাশ! বলছেন কি?
    সিঙ্গুরের চাষীর ছেলে চাষ ছেড়ে উচ্চশিক্ষায় যাবে? এমনটি হলে আমরা কিন্তু পোতিরোধে পোতিরোধে উত্তাল করে তুলব সিঙ্গুরের মাটি!!
  • de | 69.185.236.51 | ৩০ জুন ২০১৫ ১৬:২৯681973
  • এই দিনমজুরের গপ্পো শোনেননি আপনারা?

    ১। http://www.hindustantimes.com/india-news/congress-vice-president-rahul-gandhi-and-uttar-pradesh-cm-akhilesh-yadav-vow-to-help-up-brothers-who-cracked-iit-test/article1-1360966.aspx

    ২। ফীজ দেওয়ার চিন্তা তো লোকজনেই দূর করেছে -

    Support has poured in for brothers Raju and Brijesh, sons of daily wager Dharamraj Saroj, who cracked the IIT entrance test with the HRD ministry, Congress vice-president Rahul Gandhi and Uttar Pradesh chief minister Akhilesh Yadav announcing help to the duo.

    Raju, 18, and Brijesh, 19, cleared the IIT Advanced examinations earlier this week. Raju secured 167th rank while his brother Brijesh stood 410th in the exam.

    Hindustan Times had carried a front page news titled –‘JEE result brings cheers to daily wager, two sons make it to IIT’, two days ago.

    Human resource development minister Smriti Irani on Saturday waived the admission fees for the two brothers from Pratapgarh in Uttar Pradesh. "Informed family that registration fees will be waived off and will be eligible for scholarships that cover tuition, mess and other charges," the minister posted on Twitter, replying to a tweet by a user urging the government to help the boys.

    @ratigirl informed family dat registration fees will b waived off n wil b eligible for scholarships dat cover tuition, mess n other charges
    — Smriti Z Irani (@smritiirani) June 20, 2015

    Congress vice president Rahul Gandhi spoke to the brothers on Saturday morning and subsequently directed local party leaders including Rajya Sabha MP Pramod Tewari and his daughter and MLA Aradhana to extend all necessary help to them.

    Congratulations to all those who cracked the IIT. Spoke to Brijesh &Raju from Pratapgarh on their tremendous success against all odds (1/2)
    — Office of RG (@OfficeOfRG) June 20, 2015

    Sanitation NGO Sulabh International also assured help and said it will take care of all financial expenses of the brothers.

    The Uttar Pradesh government announced that it will honour the two brothers, residents of Rehua Lalganj, who overcame all odds to crack the IIT exam.

    "Chief minister Akhilesh Yadav has taken a decision in this regard taking note of media reports on how the two young brothers Brijesh Kumar Saroj and Raju Saroj successfully faced financial challenges and overcame all odds to crack the prestigious examination", a government spokesperson said.

    "The chief minister said that Samajwadi Party government always encourages those who achieve success through their talent, hard work and dedication and provides help to them," the spokesperson said, adding, that under this policy the government has decided to extend help to the brothers.

    According to media reports, Saroj was in need of Rs 1 lakh to pay for his sons' admission fees. The family has to arrange the fees by June 25.

    http://www.thehindu.com/news/national/help-pours-in-for-up-brothers-who-cracked-iit-entrance-examination/article7337042.ece

    Raju, 18, and Brijesh, 19, cleared the IIT Advanced examinations. Raju secured 167th rank while his brother Brijesh stood 410th.

    Support poured in for brothers Raju and Brijesh, sons of a daily wager, who cracked IIT entrance test with Rahul Gandhi assuring them all help and Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav announcing that his government will bear the expenses of their admission.

    Raju, 18, and Brijesh, 19, cleared the IIT Advanced examinations earlier this week. Raju secured 167th rank while his brother Brijesh stood 410th in the exam.

    Congress sources said that Rahul Gandhi spoke to the brothers on Saturday morning and subsequently directed local party leaders including Rajya Sabha MP Pramod Tewari and his daughter and MLA Aradhana to extend all necessary help to them.

    Sanitation NGO Sulabh International also assured help and said it will take care of all financial expenses of the brothers.

    The Uttar Pradesh government announced that it will honour the two brothers, residents of Rehua Lalganj in Pratapgarh district, who cracked the IIT test overcoming all odds.

    “Chief Minister Akhilesh Yadav has taken a decision in this regard taking note of media reports on how the two young brothers Brijesh Kumar Saroj and Raju Saroj successfully faced financial challenges and overcame all odds to crack the prestigious examination”, a government spokesman said.

    “The chief minister said that Samajwadi Party government always encourages those who achieve success through their talent, hard work and dedication and provides help to them,” the spokesman said, adding, that under this policy the government has decided to extend help to the brothers.

    Keywords: Uttar Pradesh brothers, IIT entrance exam test, Rahul Gandhi, financial assistance, Sulabh International

    ৩। এরা এখন নিজেদের গ্রামকেও হেল্প করছে -

    http://www.oneindia.com/lucknow/up-brothers-who-cracked-iit-jee-give-another-gift-to-their-village-1784965.html

    ৪। আর তাই দেখে অনেকের চোখ টাটাচ্ছে -

    http://www.deccanherald.com/content/484989/dalit-brothers-cracked-iit-were.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন