এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:১৩681875
  • সদা সত্যি কইচে। ওসব ৮ লাখি নেকাপড়া কি আমাদের মতন সব্বোহারার জন্য, নেকাপড়া সব অন্য নোকেদের জন্যি। তার জন্যি কতো টাকা লাগে, বুদ্ধি লাগে, ওসব সবার জন্যি নয়।
  • pi | 37.62.141.126 | ৩০ জুন ২০১৫ ০৯:১৩681874
  • সদার পোস্ট পড়ে মনে পড়ে গেল। অনেকদিন আগে এখানে আর অর্কুটেও একটা হিসেবনিকেশ হয়েছিল। সরকারি ভর্তুকিতে পড়ে লোকজন বিদেশে সেটল করে টাকা পাঠালে তুল্যমূল্যের হিসেবে কী দাঁড়ায়। কেউ বিদেশে গিয়ে টাকা পাঠালে আর দেশে থেকে রোজগার করে ট্যাক্স দিলেই বা কর্ত তফাত হয়, সব কিছ কষে দেখিয়ে কোন পেপার ও ছিল। প্রবাসীর থ্রেডে বিপদার প্রথম পোস্ট পড়ে থেকেই মনে হচ্ছিল। কেউ এই নিয়ে কিছু জানলে লিখবেন তো একটু।
  • Bratin | 122.79.37.220 | ৩০ জুন ২০১৫ ০৯:১৮681876
  • মিঠু, আমাদের সময়ের প্রশ্নের ধরণ আর নেই।বেশীর ভাগ অবজেক্টিভ বা শর্ট অ্যানসার টাইপস হয়ে গেছে ফলে নম্বর উঠছে প্রচুর।

    আমার ব্যাচমেট স্ট্যাটে প্রথম হওয়া মেয়েটি এখন সেন্ট জেভিয়ার্স এ স্ট্যাটের এইচ ও ডি।পরশু তার সাথে কথা হচ্ছিলো বললো পঃ বঃ বোর্ডের লাস্ট যে চান্স পেয়েছে তার মার্কস ৯২% আর আইসিএসি বা সিবিএস ই বোর্দের এই নম্বর হল ৯৪%।
    ওদের মোট ৫০ টা সীট
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:১৯681877
  • স,
    পেটে ক্ষিদের ব্যাদনা তোমরা কি কইরে বুঝবে বলো। ঐ ভ্যান চালিয়ে খোকা যা আনে, ওতেই যা হয়। গুরুদেব কয়ে গেচেন - মরিতে চাইনে সোন্দর ভুবনে, কোনোরকমে বেঁচে আচি।
  • | 183.17.193.253 | ৩০ জুন ২০১৫ ০৯:২১681878
  • আমার পরিচিত একজনের মেয়ে ৪৮৫( ৫০০ র মধ্যে) পেয়ে কোলকাতার একটি প্রথিতযশা কলেজের মেধাতালিকায় ১০ নাম্বারে ছিলোঃ)
  • | 183.17.193.253 | ৩০ জুন ২০১৫ ০৯:২৩681879
  • ভ্যান কোথায়? সিঙ্গুরে তো ভ্যানো। জনমজুর কিছুই জানেন না দেখি!
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:২৬681880
  • আমি তো বুঝিনা। যারা বোঝে তারা কি করিতেছে, একটু লিখলে ভালো লাগে। এই টইকে আর তিনো ছিপিয়েমের টই বানাতে চাইনা। যাউকগে।
  • janamjur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:২৭681881
  • বাবা বলত - নন্দরে, ছেলেটারে ইস্কুলে দিস, নেকাপড়া ভালো করলে সরকারি কলেজে পড়তে পারবে, চাক্রি পাবে রে। জোতিবাবুরা স্কুলে ইংরেজি সহজ করে দেচে, গরীবের ছেলেমেয়ের আশা আছে। তোকে তো নেকাপড়া শেখাতে পারলুম না, মজুর খেটে খেটে কি চেহারা হয়েচে তোর, নাতিটাকে ইস্কুলে দিস।
    বাবা মরে গেল, তবু দেখতে হয় নি, ৮ লাখি নেকাপড়া।
  • sm | 233.223.157.58 | ৩০ জুন ২০১৫ ০৯:২৮681882
  • সরকারের গ্যাটের খরচ করে ডাক্তার ইন্জিনিয়ার উকিল তইরী করা হবে যারা কিনা পাশ করেই বিদেশ চলে যাবে বা ১৫-২০ লাখের মাইনে পাবে, এটাই সর্বহারাদের একমাত্র চাহিদা।
    ---
    সব কিছু সস্তা চাই। সরকারী ভ্র্তুকীতে পড়ে লোকজন লাখবেলাখী চাগ্রী হাঁকাবে আর বিদেশে পালাব
    ---
    এই দুটো উক্তিই ভুল ভাল। সরকার তার বাজেটের এক-দুই শতাংশ ব্যয় করে শিক্ষায়। ছাত্র ছাত্রী ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় মেরিটের জোরে।সরকার দয়া করে না। এটা তার রাইট। আর প্রফেশনাল কোর্সে চান্স পাওয়া তার ক্রেডিট।
    কারণ তার পরিবারও একজন ট্যাক্স প্রদান কারী। এবার সে বিদেশে যাবে না স্বদেশে থাকবে , সেটা তার চয়েস ।
    বরঞ্চ বিদেশে গেলে রেমিটেন্স হিসেবে সরকারের টু পাইস ইনকাম হয়; যেটা নেহাত কম নয়।জ্ঞানের আদান প্রদান ও হয়।
    এই প্রসঙ্গে এক রাশিয়ান বিজ্ঞানী , যিনি ফ্য়্সিক্সে সেমি কন্দাক্তরের ওপর কাজ করে নোবেল পেয়েছেন, তার কথা মনে পড়ল।
    উনি বলেছিলেন, শিক্ষা কখনো দেশ কালের বাউন্ডারির ওপর নির্ভর করেনা।উনি জীবনে মস্কো, কেমব্রিজ আর আমেরিকার কোনো এক ইন্সটি তে তিনটি পর্যায়ে গবেষণা করেছিলেন।ওই তিন পর্যায়ে কাজের জন্য ওই তিনটি ইন্সটি ই সেরা ছিল।
  • শ্রী সদা | 24.99.54.215 | ৩০ জুন ২০১৫ ০৯:২৯681884
  • স্টুডেন্ট লোন বলে একটা জিনিস হয় যেটা নিয়ে অনেক গরিব ঘরের ছেলেপুলে আই আই টি বা আই আই এম এ পড়ে। এগুলো কনসিডারেশনে না এনে কোর্স ফী বেশী কেন সেই নিয়ে ঘ্যান দিলে উটের পাকস্থলী কেস হবে।
  • Bratin | 122.79.37.220 | ৩০ জুন ২০১৫ ০৯:৩২681885
  • এস এই মায়া পাতার ক জন লুরু র প্রডাক্ট কোম্পানী তে চাকরী করে? সেটা কি আপনি জানেন?

    আর প্রডাক্ট কোম্পানী ইনটেক অনেক কম বড় বা মাঝারি মাপের কোম্পানী গুলোর তুলনায় অনেক কম সেটাও মাথায় রাখয়ে হবে।
  • Bratin | 122.79.37.220 | ৩০ জুন ২০১৫ ০৯:৩৬681886
  • পিএম, দিল পে লেনে কা নেহি!! ঃ))
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:৪৯681888
  • সদাস্যার,
    তাইলে শুনুন লোনের গপ্পো। চন্ডিতলার সুবোধ মল্লিক, এক বিঘে জমি ছিল, তাও বেচে তার ওপর তিন লাখ ধার নিয়ে ছেলেকে পড়তে পাঠালো। চার বছর বাদে ছেলে এল পাশ দিয়ে, এদিকে চাকরি পায় নি, কিন্তু তার ফোন চাই, বলে ফোন না হলে চাকরির যোগাযোগ কেমনে করবে। বৌ-এর কানের দুল বেচে ফোন কিনে দিল সুবোধ।
    এখন ছেলে মাদ্রাজে না বাঙ্গালোর কোথায় গেছে চাকরির খোঁজে, তাও বছর তিনেক হল, সেখানে নাকি দোকানে কাজ করে, তেমন পয়্সা পায় না, বাপকে কিছু পাঠায়ও না।
    এদিকে সুবোধ দেনায় ডুবে, চোলাই ধরেছে, সাইকেল সারানোর দোকান ব্যাংক নে নেচে, এখন সারাক্ষন মদে ডুবে থাকে।
    সুবোধের মতন আরো অনেকে আচে। বাবা বলত, সুবোধ বড়ো ভালো ছেলে। কার কপালে যে কি আচে।
  • PT | 213.110.246.23 | ৩০ জুন ২০১৫ ০৯:৪৯681887
  • আমার খুব চেনা একটি দিনমজুরের ছেলে IIT-তে MSc করে USA-তে PhD করছে। স্টুডেন্ট লোনের সাহায্যে সে পড়াশুনো করেছে।
    মেধাবীদের নিয়ে আজকাল বিশেষ সমস্যা নেই। সমস্যাটা কম-মেধাবীদের নিয়ে।
  • Rectangular Parallelepiped | 125.112.74.130 | ৩০ জুন ২০১৫ ০৯:৫০681890
  • আইজার/নাইজার (মানে IISER/NISER) -এ চান্স পাওয়া হেব্বি কঠিন। মানে মারাত্মক কঠিন। হায়ার সেকেন্ডারির সময় KVPY কোয়ালিফাই করলে সবচেয়ে ভালো - পুরো ফেলোশিপ পাওয়া যায়। তারপর জেইই অ্যাডভান্সড, তারপর স্টেট বোর্ড। KVPY দিয়ে ঢুকে যেতে পারলে মোটামুটি লাইফ তৈরী।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:৫০681889
  • বতিন বাবু আমারও তো তাই বক্তব্য ছিলো। কিন্তু গুনিজনেরা বললেন যে না এখন নাকি সক্কলেই বড় মাইনে পাচ্ছে। তাই আমিও সেটি মাথা নিচু করে মেনে নিলাম। ৫০ লাখের মাইনে মিস হওয়ার শোকেই কেমন জানি এমন হয়ে গেলাম।

    আমি সস্তায় ইন্ডিয়ার দুটি সরকারী ইনস্টিতে পড়েছি। যদুপুরে তো চার বছরে লাইব্রেরি ফাইন অ্যাড করেও হাজার টাকা হয়নি। তা রেমিটান্স করে যে আমি দেশের উদ্ধার করে দিচ্ছি, সেটা জেনে খুব স্বস্তি পাচ্ছি। এখন আর কোনো সংকোচ বোধ নেই। এইবারে খুব আনন্দ মনে কাজ কম্ম করতে পারবো। তা এই যে রেমিটেন্স করছি, তার জন্যে কি একটা কোলকাতা বিভীষন টাইপের পুরস্কার পাইতে পারি।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ০৯:৫২681891
  • সুবোধ বাবুর অবোধ বালককে এখ্খুনি কোলকাতায় ফিরে আসতে বলুন। তারপরে কোলকাতায় একটা চপের দোকান দিলেই হবে, তিনতলা বাড়ি হোলো বলে।
  • Rectangular Parallelepiped | 125.112.74.130 | ৩০ জুন ২০১৫ ০৯:৫৪681892
  • এদিকে বেসু (মানে IIEST)-তে আর বি-টেক রইলো না, সবই ডুয়াল ডিগ্রী। অর্থাৎ, যাদের এম-টেকের ইচ্ছে থাকবে তারাই ঢুকবে। যারা চাকরি পায় না তারাই শুধু এম-টেক করে এই যুক্তিটার কী হবে তাই ভাবছি।
  • শ্রী সদা | 24.99.54.215 | ৩০ জুন ২০১৫ ০৯:৫৫681893
  • জনমজুর, লোকজন না জেনে আলবাল কলেজে পড়ে পয়সা জলে দিলে কারো দোষ ? এ তো সেই সারদায় টাকা রেখে ডুবেছে তার ক্ষতিপূরণ করতে পাব্লিকের ঘাড়ে ট্যাক্স চাপানো।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ০৯:৫৮681895
  • পিটিস্যার,
    আমি তো জনমজুর, অনেক জনম্জুর চিনি, ৪০ বছর ধরে। জ্যোতিবাবুর সময় দুজন্কে দেখেছিলুম, লাল পার্টির নেতারা কলেজে ভর্তি করে দিল তাদের। কংরেসের নেতারাও ভালোবাসত। একজন পরে স্কুলমাস্টার হল, আর একজন সরকারি চাক্রি পেল।
    আর, গত দশ বছর ধরে শুধু শুনি নেকাপড়ার চক্করে লুট হয়ে যাবার গপ্পো।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১০:০২681896
  • সদাস্যার,
    ঠিক কয়েচেন। ঐ জন্যি আমি নন্দকে ঐসব করতে দিই নি, অত জানি নাকি কে কোথায় ঠকিয়ে দেবে, তখন সুবোধের মতন কষ্ট পাবো।
    টাকা পয়সা কজ্জো নিয়ে নেকাপড়া - ওসব সবার জন্যি নয়, ঘোর বুদ্ধি লাগে।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১০:০৭681897
  • সদাস্যার,
    একদম ঠিক কয়েচেন।
    নেকাপড়া বড়োনোকের জন্যে। গরীবের যদি চায় তো ধার নিয়ে করবে।
    আর সরকার কেনো খামখা গরিবের নেকাপ্ড়া, চিকিত্সা-র জন্যি মাথা ঘামাবে, তেনাদের কত কাজ। দেশের উন্নোতি করতি হবে, অনেক কাজ।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১০:১০681898
  • তা পাড়াগাঁয়ে গোটা কয়েক ইস্কুল তইরী না করে, বড়্লোকের ছেলেপিলেদের বিনে পয়সায় হায়ার স্টাডিজ করে বিদেশের জন্যে তইরী করাই সরকারের সঠিক এডুকেশন পলিসি হওয়া উচিত।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১০:১৮681899
  • স-স্যার,
    বড়নোকের ছেলেপিলেদের জন্যি বড়নোকের সরকারের নীতি - তা ভেবে আমার মতন সব্বোহারার জনম্জুর আর কি করবে।
  • S | 139.115.2.75 | ৩০ জুন ২০১৫ ১০:২৪681900
  • ঠিকই বলেছেন। কদিন আগে অবধিও যদুপুরে মাইনে ছেলো বছরে ২০০ টাকা। তখন আমার চারপাশে সব দিনমজুরদের ছেলেপিলেরা পড়তো। আহা সে কি সময়। ভাবলেও চোকে জল আসে। সব গরীব ঘরের ছেলেপিলেরা মন দিয়ে লেখাপড়া করে, জিআরই দিয়ে বিদেশ চলে গেলো বা ফটাফট ইঙ্গরাজী বলে ব্যাঙ্গালুরু চলে গেলো। সাম্যের ইসে বইছে তখন বঙ্গে। তারপরে কতগুলো শয়তান বললো না, মাইনে বাড়া। তার ফলে সব গরীবের ছেলেরা পড়তে আসা বন্ধ করে দিলো।
  • PT | 213.110.246.25 | ৩০ জুন ২০১৫ ১০:২৫681901
  • জনমজুরঃ
    HRD Minister Smriti Irani on Saturday announced that IIT admission fees of Partapgarh brothers Raju and Brijesh, sons of a daily wager, would be waived even as support poured in from several quarters including Congress MP Rahul Gandhi and Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav. http://www.abplive.in/india/2015/06/20/article624992.ece/IIT-admission-fees-of-UP-brothers-will-be-waived-Smriti-Irani

    আপনি যে সমস্যার কথা বলছেন সেটা কম-মেধাবীদের।
  • শ্রী সদা | 24.99.54.215 | ৩০ জুন ২০১৫ ১০:৩৬681903
  • বর্ধমানের প্রত্যন্ত গ্রামে বাড়ি, বাবা অসুস্থ এবং কর্মহীন, মা আয়ার কাজ করেন, এরকম ব্যাকগ্রাউন্ড থেকে লোন নিয়ে বিটেক পড়তে আসতে দেখেছি আমার এক ক্লাশমেটকে। সরকারী কলেজে পাওয়ার মতো র‌্যাঙ্ক ছিলনা। এখন টিসিএস এ কাজ করে কোলকাতায় হাজার তিরিশ-বত্রিশ মাইনে পায়, লোন শোধ করে এখন মোটামুটি বাবার চিকিৎসা এবং সংসারখরচ নিজে চালায়, হয়তো পরের বছর বিয়ে করবে।
    অন্য এক প্রাইভেট কলেজের এক বন্ধু যার কলেজ যাতায়াতের/টিফিনের খরচা তুলতে হত টিউশন করে, অনেকসময় ক্লাশমেটরা চাঁদা তুলে সাহায্য করেছে, সে বছরতিনেক এদিক ওদিক চাগ্রী করে লোন শোধ করে মাসতিনেক আগে লুরুতে সিসকো জয়েন করলো প্রায় এগারো লাখের প্যাকেজে। বাড়ির খরচা চালায় প্লাস ভাই এর পড়াশোনার দায়িত্ব নিয়েছে।
    এইসব জনতা ভাগ্যিস চাষার ছেলে চাষা হবে, জনমজুরের ছেলে জনমজুর হবে ভেবে হাল ছেড়ে দেয়নি ঃ)
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ১০:৩৬681902
  • স-স্যার
    দেনা করে কজ্জো করে নেকাপড়া কি সবাই পারে, বুদ্ধিশুদ্ধি লাগে, কত নোক দেখি ঠকে ।

    পিটিস্যার,
    ওসব তো ভগোমানের আশির্বাদ, খুব পোতিভা, কজন আর অমন হয় বলেন। কিন্তু কম পোতিভাবানেদের উকিল-মোক্তার হতে যদি ৮ লাখ লাগে তাইলে বলুন তো আমার মতন সব্বোহারাদের কি তা হয়।
  • potke | 190.215.43.138 | ৩০ জুন ২০১৫ ১০:৪৫681904
  • পুনে ছাড়া বাকি আইসার গুলোকে নিয়ে নাচানাচির কিছু নেই।
  • potke | 190.215.43.138 | ৩০ জুন ২০১৫ ১০:৪৭681906
  • আইসারের ইতিহাস জানেন নিশ্চয়! রাও সাহেবের জামাই প্রথম আইসার ডিরেক্টর, সেইজন্য আইসার সেট আপের সময় থেকে গল্প দিয়ে আসা হচ্ছে যে এই গাদা গাদা নোবেল লরিয়েট বেরোল বলে।।

    পাব্লিক খাচ্ছে ও ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন