এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৫৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.78.85.230 | ৩০ জুন ২০১৫ ১৬:৩০681974
  • Name: janmajur

    IP Address : 117.77.75.92 (*) Date:30 Jun 2015 -- 01:23 PM

    "আমি বিটেকের জন্যি লোন চাইলে কুনো কোল্যাটারেল ছাড়াই লোন দেয়, তা বলে কি ঐ হারান সদ্দারের ছেলে জয়েন্টে ২২০০০ র‌্যাংক, বাপের অ্যাসেট বলতে একটা রিক্সা, তাই দেখে আর ঐ র‌্যংকে স্টুডেন্ট লোন দেয় নাকি। বাস্তবে অমন হয় না, সদা-স্যর যতই দুখানা উদাহারণ দিক।"

    আশা করি ওপোরের লিন্ক গুলো পড়ে সখের জনমজুরবাবুর সিনিক দৃষ্টি ভঙ্গি একটু হলেও পাল্টাবে।

    পিছিয়ে পড়া মানুষদের জন্য নেই নেই করেও অনেক সুযোগ আছে। আরো হওয়া উচিত নিঃসন্দেহে। কিন্তু যেটুকু আছে তা তো নেওয়া হোক, নিতে সাহায্য করা হোক, নেতির চাষ না করে
  • kaktarua | 216.223.181.135 | ৩০ জুন ২০১৫ ১৯:০৬681975
  • সবার উচ্চ শিক্ষার সত্যি দরকার আছে কি? পৃথিবীর কোথাও উচ্চ শিক্ষা ফ্রি বা কম পয়সায় হয় না। পৃথিবীর অন্যান্য দেশে বাপ-ও সেই পয়সা দেয় না। সবাই চাগ্রি করেই লোন শোধ করে। দূর্গাপুরে শপিং মল এ যে চাগ্রি করবে তার গ্রাজুয়েট হওয়ার কোনো দরকার আছে কি? আমাদের উচ্চ শিক্ষার সত্যি যে কোনো ভ্যালু নেই এটা বোধয় সেটাই দেখায়। বিদেশে একজন জন মজুর-ও ভালই আয় করেন। আমার দেখা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি তে অনেক সময় প্রজেক্ট ম্যানেজার এর থেকে বেশি। সেটা কি শুধুই পপুলেশন কম হওয়ার জন্য? তা বোধই নয়। কারণ এনারা কিছু স্কিল সেট অর্জন করেন উচ্চ শিক্ষার পরিবর্তে যার ভ্যালু আছে স্পেসিফিক ইন্ডাস্ট্রি তে। ইন্ডিয়াতেও আমার দেখা বেশ কিছু লোক উচ্চ শিক্ষায় না গিয়ে শুধু স্কিল সেট অর্জন করেই ভালো রোজগার করেন। উচ্চ রোজগার এর সাথে উচ্চ শিক্ষা কে গলানো তা খালি ইন্ডিয়া তেই হই। বোধয় ওটাই সবচেয়ে সহজ রাস্তা বলে।
  • | 183.17.193.253 | ৩০ জুন ২০১৫ ১৯:৩৪681976
  • কিন্তু আমার প্রশ্নটার উত্তর পেলাম না। মধ্যমেধার ছেলেমেয়েরা মধ্যমমানের রেজাল্ট নিয়ে আর কি পড়াশোনা করবে?

    খুবই মেধাবী( একঝুড়ি নাম্বার পেয়েছে যখন) জেনারেল লাইনে পড়তে চায়, পছন্দসই কলেজে পছন্দের বিষয়ে অনার্স নিয়ে পড়ার জন্যে দুরুদুরু বক্ষে অপেক্ষা করছে- এত প্রতিযোগিতা,কী হবে ওদের ভবিষ্যৎ?

    এদের অনেকের অভিভাবকের দূরে পাঠিয়ে লেখাপড়া করানোর মত টাকা নেই, ব্যাংক লোন নেবারও উপায় নেই- এরপর কী?
  • শ্রী সদা | 113.19.212.21 | ৩০ জুন ২০১৫ ১৯:৫০681977
  • কাকতাড়ুয়া একদম ঠিক বলেছেন। আইটিতে ও দেখি, একটা টেক সাপোর্টের জব এর জন্যেও আজকাল বিটেক বা বি সি এ / এম সি এ চায়। এতে প্রাইভেট কলেজগুলোর মালিক ছাড়া কারো কোনো উপকার হচ্ছেনা।
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ২০:৪৭681978
  • স্যারেরা,
    আপনেরা কেউই জনমজুর নন। হায়ার সেকেন্ডারিতে টায় টায় ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে বা মেয়ের জনমজুর বাবা-মা আপনেরা নন। আপনেরা শুধু খবরের কাগজে জনমজুরের কৃতী ছেলেমেয়ের খবর পড়া মাসে লাখ টাকা আয় করা মানুষ। আমাদের ব্যাথা আপনেরা বুইবেন না।
    ম-স্যর কিছুটা ধরেচেন সমস্যিটা।
  • Rectangular Parallelepiped | 117.167.108.75 | ৩০ জুন ২০১৫ ২১:০২681979
  • একেবারে গণহারে নাইটহুড। রাণীমা দুষ্কু পাবেন।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২১:৩৫681980
  • জনমজুর বাবু কি গোলপোস্ট সরাচ্ছেন?
  • janmajur | 117.77.75.92 | ৩০ জুন ২০১৫ ২১:৪২681981
  • পিএম-স্যর,
    বল্লুম যে আমাদের কলেজের ফি এখন মাসে দেড়শো, সাম্যবাদের নাম করে ওটা বাড়াবেন না স্যর। ৮ লাখি কলেজে আইন পড়তে পাঠানো আমাদের জইন্যে নয়, ওসবের জইন্যে আমাদের কেউ লোন দেবে না। ওসব আপনেদের গব্বের জিনিস।
  • kaktarua | 216.223.181.135 | ৩০ জুন ২০১৫ ২১:৫০681982
  • জন মজুর বাবু বলুন ইটেচুনা কলেজ থেকে যাহোক কিছু পাস করেই ছেলে মেয়ে রা WB থেকে কি করার আশা রাখে?
    ম বলছেন মেধাবী আর আপনে বলছেন টায়েতুয়ে 1st ডিভিশন। কাদের কথা শুনতে চান?
  • ... | 177.124.124.21 | ৩০ জুন ২০১৫ ২১:৫৪681984
  • "মধ্যমেধার ছেলেমেয়েরা মধ্যমমানের রেজাল্ট নিয়ে আর কি পড়াশোনা করবে?" যদি পয়সার জোর না থাকে।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২২:০৪681985
  • "আপনেরা কেউই জনমজুর নন। আমাদের ব্যাথা আপনেরা বুইবেন না।"

    ঠিক বলেছেন মেধা, অরুন্ধতির মতো জনমুজুরেরাই বুঝবেন আর বিপ্লব করবেন। দিদি মদন ও কিছুটা বুঝবেন হয়্তো।

    "হায়ার সেকেন্ডারিতে টায় টায় ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে বা মেয়ের জনমজুর বাবা-মা আপনেরা নন।"

    আপনার এমন ধারনা হলো কি করে যে টায়ে টায়ে ফাস্ট ডিভিসন পেলে মায় সেকন্ড ডিভিসন পেলে জীবন শেষ? যদি চকরী করতে চায় অনেক অপসন আছে। ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পড়তে পারে, কমার্স নিয়ে পড়তে পারে ( পরে CA/CS ইত্যাদি), সাইকোলজি নিয়ে পড়ে পরে প্র্যাকটিস করতে পারে, মেডিকাল টেক্নলজিস্ট হতে পারে, ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে গ্রজুএসন করতে পারে , হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারে। আরো কতো কিছু। এগুলোর সবকটাই ( হোটেল ম্যানেজমেন্ট ছাড়া) সস্তায় পড়া যায় এখোনো।

    ও হ্যাঁ, ITI পড়ে স্বনির্ভার-ও হতে পারে।

    কিছু করার ইচ্ছা থাকাটা খুব জরুরী, আর সামনের সারিতে থাকার ইচ্ছাটা। আমার এক কাকা বলতেন ক্লিনার হ কিন্তু সেরা ক্লিনার হ। রাধুনী হ, কিন্তু সেরা হ। তাহলেও ৫ তারা হোটেলে কাজ জুটবে ভালো মাইনের।

    তবে অবশ্যই সেই সব ছেলে মেয়েদের আপনার মতো হতাশাবাদী/সিনিকদের সংস্পর্শ যথাসম্ভব এড়িয়ে চালতে হবে ঃ)
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ২২:১১681986
  • ভোকেশনাল ট্রেনিং ব্যাপারটার ওপর আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত আর সম্মান দেওয়াও। অনেক সমস্যা সেখানেও মিটবে। যার পড়াশুনা ভাল লাগেনা, অন্য কিছু ভাল পারে, তাকে কেন একটা লেভেলের পরেও পড়াশুনা করে যেতেই হবে ? আমাদের দেশে নানাপ্রকারের কায়িক শ্রমের না আছে আর্থিক মূল্য না আছে সামাজিক সম্মান। রাজমিস্ত্রী বা ছুতোর বা তাঁতীর কাজ আমাকে দিলে আমি কোনোদিনই পারবো, শেখালেও বোধহয় না, আগ্রহ নেই বলে, এসব ব্যাপারে কোন সহজাত দক্ষতাও নেই বলে। অনেকেই পারবো না। এদিকে এই পেশাগুলো ছাড়াও আমাদের চলবেনা। সেসব কিছু মাথায় না রেখেই এগুলোতে না দেওয়া হয় দাম, না দেওয়া হয় কোনরকম মর্যাদা। জানিনা, সেটা শুধুই যোগান অপ্রতুল বলে কিনা। অন্য কিছুও কাজ করে।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২২:১৮681987
  • Name: janmajur

    IP Address : 117.77.75.92 (*) Date:30 Jun 2015 -- 09:42 PM

    পিএম-স্যর,
    বল্লুম যে আমাদের কলেজের ফি এখন মাসে দেড়শো, সাম্যবাদের নাম করে ওটা বাড়াবেন না স্যর। ৮ লাখি কলেজে আইন পড়তে পাঠানো আমাদের জইন্যে নয়, ওসবের জইন্যে আমাদের কেউ লোন দেবে না। ওসব আপনেদের গব্বের জিনিস।

    কলেজের ফী ১৫০ কিন্তু বর্তি হতে আজকাল ১-২ লাখ ইউনিয়ন ফান্ডে দিতে হয় শুনেছি (অন্তত বিএড পড়তে গেলে)। সে কথা যাক।

    আপনার প্রতিপাদ্যটি বুঝলাম না। নীচের কোনটি-

    ১। এলিট ল/টেক স্কুলে চান্স পাওয়ার যোগ্যতা নেই যার সে কি করবে?

    এর উত্তর 10.04 PM এর পোস্ট

    ২। এলিট ল/টেক স্কুলে চান্স পেয়েছে কিন্তু টাকার অভাবে পড়তে পারছে না।

    এর উত্তর 4.10 PM aar 4.24 এর পোস্টে দিয়েছি। সত্যি-ই এরকম কেউ থাকলে তার ডিটেল্স পোস্ট করুন। দু তিনটে হাত জুটে যাবেই
  • a x | 138.249.1.202 | ৩০ জুন ২০১৫ ২২:২৭681988
  • এই দুটো তিনটে হাত জুটে যাবে কনসেপ্টটা বুঝছিনা। মানুষকে অন্যের বদান্যতার ওপর নির্ভর করে থাকতে হবে?
  • pi | 24.139.221.129 | ৩০ জুন ২০১৫ ২২:৩২681989
  • কে কী বলছে বুঝছি না। এই তো শুনলাম, গরীন লোকজনের জন্য উচ্চশিক্ষা ফ্রি হওয়া উচিত। অন্যের সাহায্যের প্রশ্ন তালে আসছে কেন ? S, সদা র সাথে পিএম দা কি তাহলে একমত নন ? এদিকে সবাই দেখছি জনমজুরের সাথে দ্বিমত।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২৩:১২681990
  • "এই দুটো তিনটে হাত জুটে যাবে কনসেপ্টটা বুঝছিনা। মানুষকে অন্যের বদান্যতার ওপর নির্ভর করে থাকতে হবে?"

    --- বহু স্কলার্শিপ আছে যার খবর আমি অন্তত ঐ বয়সে জানতাম না। এখন জানি। আমার আপিসেই কর্পোরেট সোসাল রেস্পন্সিবিলিটি খাতে কয়েক কোটি টাকা খরচ করা হয় প্রতি বছর। সঠিক সময়ে সঠিক খবর-ও বড় সাহায্য। কেউ হয়তো কোনো ব্যান্কের লোনের ব্যাপারে সাহয্য করতে পারেন। প্রাপ্য সুযোগ সুবিধা আদায়ে সাহায্য করাও সাহায্য। এই সব আর কি।

    একজন মানুষ আর একজন যোগ্য মানুষকে তার প্রাপ্য বুঝে নিতে সাহায্য করবে এতে "বদান্যতা"ইত্যাদির প্রশ্ন আসে কেনো?
  • শ্রী সদা | 24.96.117.158 | ৩০ জুন ২০১৫ ২৩:২৯681991
  • পি এম যে কী বলেন। এই বদমাস বুর্জোয়া বড়লোকদের দয়ার দান নিয়ে গরীব মানুষ পড়াশোনা করবে ! এই সব সিপিয়েমসুলভ রিভিশনিস্ট কথাবার্তা ছেড়ে হেঁকে বলুন পাঁজিতে লিখেছে কাল বিপ্লব হবে ঃ)
  • S | 109.27.138.238 | ৩০ জুন ২০১৫ ২৩:৩০681992
  • কাকতাড়ুয়ার কথাটা আমারও মাঝে মধ্যেই মনে হয়েছে। বেশি বেশি পাশ দিয়ে কি লাভ যদি না পাশ পরবর্তি কাজের মান বাড়ে।

    না না কারো বদ্যানতা চাইনা। স্কল আর লোনের ব্যাপারটা ইনস্টিটুশনলাইজ্ড চাই।
  • sm | 233.223.154.188 | ৩০ জুন ২০১৫ ২৩:৩৭681993
  • পি এম গুলিয়ে ফেলেছেন। অন্যের সাহায্য নেওয়া টা বদান্যতাই বটে।সেই ব্যক্তি যতই দাতা, টাটা বা বিড়লা হন।উচ্চ শিক্ষার জন্য বিনা সিকুরিটি লোন একমাত্র সম্মানযোগ্য সলুশন।
    এটা কোনো ডিফিকাল্ট টাস্ক নয় সরকারের পক্ষে।হয়ত কিছু ক্ষেত্রে সরকারের পয়সা উশুল হবে না; তবে সেটা কিছুতেই ২০-৩০ শতাংশ ছাড়াবে না।
    মধ্য/ নিন্মবিত্ত ঘরের মধ্য ও নিন্ম মেধার ছেলেমেয়েদের জন্য সরকার বজ্র কঠিন।এদের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা না থাকলেও চলবে; এমনটাই ভাব সরকারের।যাদের কোটার ব্যবস্থা আছে; তাদের সমিস্যে কম।
  • a x | 138.249.96.10 | ৩০ জুন ২০১৫ ২৩:৩৮681995
  • এক্স্যাক্টলি, ইনস্টিটুইশনালইজড করলে অসুবিধে, কিন্তু প্রাইভেটলি চ্যারিটি করলে বিপ্লবের হেঁচকি উঠবে এঠিক বোধগম্য হবার জিনিস না।
  • PM | 53.251.89.225 | ৩০ জুন ২০১৫ ২৩:৫৯681996
  • বল্লাম তো প্রিমিয়ার স্কুলে চান্স পেয়েছে কিন্তু পয়্সা না থাকায় পড়তে পরে নি--এরকম ১ আধটা টা উদাহরন দিন।

    পয়্সা না থাকলেও পড়তে অসুবিধা হয় নি এরকম অনেক উদাহরন অমি দিয়েছি।
  • janmajur | 117.77.75.92 | ০১ জুলাই ২০১৫ ০০:১৫681997
  • পিএম-স্যার,
    ছেলেমেয়েকে নেকাপড়া শেখাতে গিয়ে লুটে গেচে এমন পরিবার আপনেরা খুঁজে পান না। আমি শয়ে শয়ে জানি। বল্লুম যে, আপনেরা অন্য জগতের মানুষ, একটু মাটির কাছে আসুন স্যর, দেখুন অন্য দুনিয়া। আইআইটি না, গড়িয়া ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতে গিয়ে ভিটে মাটি গেচে - এদের দিকে একটু দেখুন স্যর। একটু নীচে তাকান।
  • pi | 24.139.221.129 | ০১ জুলাই ২০১৫ ০০:২২681998
  • অনেক লিং এসেছে তো, এগুলোও থাক।

    Access to education beyond higher secondary schooling is a mere 10% among the university-age population in India...

    The report says that a huge disparity exists — as far as access to higher education is concerned — across gender, socio-economic religious groups and geographical regions. The skew is most marked across regions. Thus, a dalit or Muslim in south India, though from the most disadvantaged among communities, would have better access to higher education than even upper caste Hindus in many other regions. Interestingly, people living in Bihar, Uttar Pradesh and West Bengal — designated as the north central region — and those in northeast India have the worst access to higher education. ..

    Both private and privateaided institutions are quite costly, making them difficult to access for the poor. With little regulation of the quality of education and cost differentials, the poor and deprived are often trapped in low quality education, the report points out. It adds that although free education is provided at school level, it is almost non-existent at higher levels.

    এটা ন্যাশানল সার্ভের উপর ভিত্তি করে তৈরি রিপোর্ট অনুযায়ী। অবশ্য রিপোর্টের চেয়ে নিজের মনে হওয়াই বেশি গুরুত্বপূর্ণ হবে নিগ্ঘাত।
  • S | 109.27.138.238 | ০১ জুলাই ২০১৫ ০০:২৭681999
  • কিন্তু এই রিপোর্টের লাস্ট প্যারাতে একটা কোস্চেনেবল অ্যাজাম্পশন আছে। প্রাইভেট কলেজের কোয়ালিটি বেটার?
  • kaktarua | 216.223.181.135 | ০১ জুলাই ২০১৫ ০১:০৬682000
  • PM এর ১০:০৪ এর পোস্ট কে ক। আমার মতে মধ্য বা নিম্ন মেধার জন্য উচ্চ শিক্ষা নয়। বড়লোক হলেও নয়। গরিব হলেও নয়। উচ্চ শিক্ষার মান এমন হওয়া উচিত যেটা মধ্য এবং নিম্ন মেধা কে discourage করবে শুধু শুধু উচ্চ শিক্ষায় যেতে। তাহলেই জন মজুরের প্রবলেম ও সলভ হয়ে যাবে। কেউ আর পয়সা খরচ করে ভিটে মাটি চাঁটি করবে না। বড়লোক পয়সার জোরে admission কিনতে পারে যেমন USA তে আইভি লীগ এও হয়ে থাকে কিন্তু পাশ করে বেরোনো dictate করবে মেধা শুধুই মেধা। আবার বলছি উচ্চ শিক্ষা। উচ্চ রোজগারের পথ সবার জন্যেই খোলা হওয়া দরকার। সেটা কিভাবে সম্ভব সেটা অন্য discussion । উচ্চ শিক্ষায় কোয়ালিটি প্রয়োজন। সবার জন্য টেনে নামানোর কোনো প্রয়োজন নেই।
  • kaktarua | 216.223.181.135 | ০১ জুলাই ২০১৫ ০১:৫৮682001
  • Pi এর ১০:১১ এর পোস্ট কে ক আর সেই সাথে প্রশ্ন এই উচ্চ শিক্ষার % developed দেশগুলোতে কেমন ? আমি স্নাতক স্তরের কথা বলছি। আমার মনে হয় না খুব বেশি হবে। কারণ বেশির ভাগ-ই হাই স্কুল এর পর কিছু ট্রেনিং নিয়ে বা না নিয়ে কাজে ঢুকে যায়। কনস্ট্রাকশন, রিটেল, হসপিটালিটি , এসব জায়গায় স্নাতক মোটেও পাওয়া যায় না। আমাদের দেশের মত পাইকারী rate এ কোনো দেশ এ স্নাতক প্রোডাকশন করে না। কিন্তু এদের কারো কাজ করতে অসুবিধে হচ্ছে বলে মনে হয় না। বরঞ্চ আমাদের দেশের থেকে ওয়ার্ক এথিক্স বা professionalism এ অনেক এগিয়ে মনে হয়।
  • kaktarua | 184.114.219.178 | ০১ জুলাই ২০১৫ ০৫:৫৭682002
  • Pi এর ১০:১১ এর পোস্ট এর সুত্র ধরে কয়েকটা কথা লিখি। যখন-ই আমরা দেশে ছুতোর, রাজমিস্ত্রী এঁদের কথা লিখি আর যোগান অপ্রতুল বলে ধরে নি তখন আমরা unskilled labor ভেবেই কথা গুলো লিখি। এবার একটু রাজ ভাষা প্রয়োগ করি। certified electrician , certified plumber , মাস্টার mason in masonary ট্রেড, skilled carpenter in interior designing trade - এবার বেশ নিজেদের কানেই অনেক প্রফেশনাল শুনতে লাগছে তো। আসলে প্রথমেই এগুলোকেও এক একটি profession বলে মানতে হবে। শুধু সমাজকেই নয় যিনি এই কাজ করছেন তাঁকে নিজেকেও।

    এবার আমি যে যে skilled labor দের কথা ওপরে লিখলাম তাঁরা easily বিদেশে দেড় গুন রোজগার করেন কোনো কনস্ট্রাকশন মাস্টার ডিগ্রী হোল্ডার এর চেয়ে। এবার আসি দেশের কথায়। দেশে কি সত্যি এনারা অপ্রতুল? একটু কান পাতলেই শুনতে পাবেন আগের মত আর মিস্ত্রী পাই না etc । এইসব জায়গায় ডিমান্ড বেড়েই চলেছে অথচ যে উদ্যোগ IIT খোলার পেছনে দেখা যায় তার কিছুই skilled labour পুল তৈরী তে দেখা যায় না। তাহলে তো ইকোনমিক্স এর নিয়মেই এনাদের ভালো রোজগার করার কথা দেশে । আমার ধারণা যাঁরা এই সমস্ত skilled ট্রেড a professional তাঁরা ইন্ডিয়া-তেও ভালই রোজগার করেন। এবার আসি একটু প্রফেশনাল কথাটার explanation এ। প্রফেশনাল কথাটার সাথে জড়িয়ে আছে নিজের কাজের প্রতি শ্রদ্ধা এবং ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি-র মতই নতুন জিনিস শেখার ইচ্ছে ও উন্নতি-র ইচ্ছে। এছাড়াও কিছু এথিক্স। চাষীর ছেলে চাষী হবে এতে এত কান্নাকাটির কি আছে বুঝি না। কেউ যদি সম্পন্ন চাষী হন এবং তেনার ছেলে যদি professionally ফার্মিং করেন। কি সমস্যা আছে তাতে! আসল ব্যাপার হলো বিষয় সম্বন্ধে জ্ঞান,রোজগার এবং উন্নতি। আমার মনে হয় উচ্চ শিক্ষার পেছনে না লেগে আমাদের ই দৃষ্টি ভঙ্গি পাল্টানোর সময় এসেছে।

    লুরু তে মোটামুটি কুক এবং কাঠের মিস্ত্রী দের ভালই রোজগার করতে দেখেছি। কারণ এনারা প্রফেশনাল। খুব broadly ব্যাখ্যা করলে যিনি কুক তিনি পরিষ্কার পরিছন্ন, টাইম মেইনটেইন করেন, অযথা কামাই করেন না, quality তে consistency আছে etc । কাঠের মিস্ত্রী অন টাইম, অন বাজেট,contemporary material design সম্বন্ধে ভালো ধারণা আছে, ব্যবসা বুদ্ধি আছে, communication স্কিল আছে । এনাদের বেশ বড় অংশ WB থেকেই গেছেন। মুশকিল হলো আমাদের দেশে এই সমস্ত স্কিল এর সেরকম কোনো মাপ কাঠি নেই এবং বেশির ভাগের কাছেই professionally এই কাজ করা বেশ চাপের। বললাম-ই তো উচ্চ শিক্ষা হছে সহজ রাস্তা। যদি প্রশ্ন করা হয় একজন জন মজুরের ছেলে কি করে নিজেকে unskilled labor পুল থেকে skilled labour পুল e নিয়ে যাবে তার কোনো সোজা উত্তর নেই। এক একজনের জন্য এক এক রকম উত্তর। বেশির ভাগের কাছে information ও পৌঁছয় না। এর চেয়ে বাড়ির পাসের কলেজ থেকে ভিটে মাটি চাঁটি করে ইঞ্জিনিয়ারিং পরা বেশ সহজ ব্যাপার।

    সুতরাং উচ্চ শিক্ষা কে কি করে টেনে নামিয়ে পাঁচশ টাকায় পড়ানো যায় সেই উত্তর না খুঁজে উত্তর টা বোধহয় অন্যত্র খোজা উচিত।
  • S | 139.115.2.75 | ০১ জুলাই ২০১৫ ০৬:২৯682003
  • "চাষীর ছেলে চাষী হবে এতে এত কান্নাকাটির কি আছে বুঝি না।"

    সব চাষির ছেলে চাষি হলে মুশকিল আছে।
  • janmajur | 176.216.157.96 | ০১ জুলাই ২০১৫ ০৭:১৮682004
  • সুপ্রভাত স্যরেরা,
    আপনেদের কত জ্ঞান, চাষা-জনমজুরের ছেলেমেয়ে ফার্স্ট ডিভিশন পেলে কত কি করতে পারে সব আপেনরা জানালেন - কাঠের মিস্ত্রি, ইলেকট্রিকের কাজ, রান্নার নোক।
    বড়নোকের ছেলেমেয়েরাও - ৮ লাখি উকিল, ৬ লাখি ইঞ্জিনেয়ার - আরো কত কি।
    আপনেদের কথা শুনলে খুব ভালো লাগে, মনে হয় কি সোন্দর এ ভুবন।
  • SC | 83.222.179.56 | ০১ জুলাই ২০১৫ ০৮:১৪682006
  • ব্যাস, লাইনে চলে এসেছে ব্যাপারটা। বাঙালির সব আলোচনায় শেষে গিয়ে দাঁড়ায়, "তাহলে সিঙ্গুরে চাষীর ছেলের কি হবে?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন