এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রায়া | 233.223.134.193 | ২২ আগস্ট ২০১৫ ১৭:০৪685786
  • কাল কী হয়েছিল প্রেসিতে??? এই নিয়ে বহু লোকের বহু বচন শুনে খানিক ক্লান্ত বোধ করছি। পেশা সূত্রেই বিষয়টি খানিক সরাসরি আর বেশি জানি, এই টুকুই।

    তো বেশ বিরক্ত হয়েই মনে হল বাজারের আনন্দদান করা যখন হয়ে গেছে, তখন নিজের জানাটুকুই জানিয়েদি।

    ১) কাল মুখ্যমন্ত্রীকে কালোপতাকা দেখিয়ে ছিলেন পড়ুয়ারা। এটাতো এক্সপেক্টেডই ছিল। তার আগেই পোস্টার পড়ে গেছিল 'সিএম নটওয়েলকাম' বলে। ২০১৩ সালে বেকারস ল্যাব ভাঙচুড়ের পর সরকার কোনও রিয়াকশনই দেখায়নি। প্রেসির মত অটোনোমাস শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী পদাধিকার বলে ঢুকছেন, যিনি কিনা ২০১৩-এর তিনু তাণ্ডবের পর মুখে কুলুপ এঁটেছিলেন, তাঁকে ছাত্র-ছাত্রীরা গোলাপ দিয়ে অভ্যর্থনা জানাবে এই রকম আশার কোনও কারণ ছিল বলে মনে হয় না।

    ২) পুলিসের সঙ্গে পড়ুয়াদের ধাক্কা-ধাক্কি হয়। মুখ্যমন্ত্রী ডিরোজিও হলে গিয়ে টাকা-পয়াসার ছড়াছড়ির ঘোষণা করেন।

    ৩) ফেরার সময় ফের বিক্ষোভ। এবার পুলিসের ক্যাল শুরু। সাদা পোশাকও হাজির। না, লাঠি পেটা হয়নি। পড়ুয়ারাও লাঠিপেটার অভিযোগ করেনি। ওটা বাজারীয় 'আবিষ্কার'। লাঠি ছাড়াও ক্যালানো যে কী ভয়ঙ্কর হয়, যাদবপুরের সেই রাত সাক্ষী। যাগগে সে কথা।

    ৪) পুলিস ক্যালায়, এবং মেয়ে দেখলেই তাদের 'চটকে' দেওয়ার 'সহজাত' ইচ্ছা বশত মলেস্টও করে।

    ৫) ভিসি-কে অভিযোগ জানালে, তিনি হুঙ্কার ছেড়ে জানান এসব কিছুই হয়নি। (অনুরাধা লোহিয়ার হুঙ্কারের অভ্যাস কিন্তু বহু পুরোনো)

    ৬) এর পরেই ভিসি-র পদত্যাগের দাবি, অবস্থান। (প্রসঙ্গত, লোহিয়া বিরোধী এই ক্ষোভ নতুন নয়। ওনার সৌজন্যে প্রেসি ছেড়েছেন বহু শিক্ষক। ওনার ঘরটা একবার দেখে আসুন। মনের সুখে সাজিয়েছেন। মাঝে মুখ্যমন্ত্রীর লন্ডনে সফর সঙ্গী হয়েছেন। প্রেসির অফিসিয়াল ওয়েবসাইট ভরেছে সেই ছবিতে।)

    ৭) লোহিয়ার সঙ্গে পড়ুয়াদেরও রাত জাগরণ।

    8) এখন সমাবর্তন চলছে...
  • aha | 132.177.28.59 | ২২ আগস্ট ২০১৫ ১৭:৫২685856
  • Aha 're
  • হোক্কলোরব | 208.7.62.204 | ২২ আগস্ট ২০১৫ ১৮:০৭685867
  • এই অপদার্থ ভিসির পদত্যাগ চাই। আর ঘন্টায় ঘন্টায় আপডেট চাই।
  • !! | 134.123.228.249 | ২২ আগস্ট ২০১৫ ২০:৪৪685878
  • আর কালকে পার্থর সামনে যে নেত্রী আর নেতা ছেলে দুইজন তারস্বরে অসভ্যের মত চেঁচাচ্ছিল সেটাও কি বাজারী কাগজের মিথ্যা? এইরকম বাজে লেখা খুব পড়েছি।
  • PM | 233.223.157.98 | ২২ আগস্ট ২০১৫ ২১:০১685889
  • দু একটা প্রতিষ্ঠান বাকি আছে এ রাজ্যে, মায়া বাড়িয়ে লাভ নেই খামোকা। আসুন দায়িত্ব নিয়ে সেগুলো নষ্ট করি
  • PT | 213.110.243.22 | ২২ আগস্ট ২০১৫ ২১:২৯685900
  • মনে পড়ে গত জুলাই মাসে ছাত্ররা হাত তালি দিয়ে নেচে বেড়াচ্ছিল অধ্যাপকদের নাকের সামনে??
    Trinamool's student wing took arrogance to shocking new low by assaulting teachers and non-teaching staff at Calcutta University on Wednesday over an issue that doesn't remotely concern students.
    http://timesofindia.indiatimes.com/city/kolkata/TMCP-men-beat-up-teachers-staff-at-Calcutta-University/articleshow/47904102.cms

    জুলাইয়ের সেই অসভ্যতার নিন্দা আর অসভ্যদের কঠিন শাস্তি দেওয়া হলে প্রেসিডেন্সির আজকের প্রায় অপ্রয়োজনীয় ও নিন্দনীয় ঘটনা ঘটত কিনা সন্দেহ আছে।
  • SS | 106.241.224.159 | ২২ আগস্ট ২০১৫ ২১:৩৬685911
  • পুলিসের সাথে পড়ুয়াদের প্রথম হাতাহাতির কারণ কি? পড়ুয়ারা কি মন্ত্রী বা পুলিসের পথ আটকেছিল? সেটা করে থাকলে পুলিসের অধিকার আছে রাস্তা ক্লিয়ার করা। সরকারি কলেজে পড়ুয়ারা কারোর ঢোকা আট্কাতে পারে না। আর যদি সেটা কারণ না হয় তাহলে কারণটা কি ? পুলিস হঠাৎ গিয়ে হাতাহাতি শুরু করে দিল ?
  • Bratin | 122.79.39.40 | ২২ আগস্ট ২০১৫ ২১:৪১685922
  • এই সব খবর পড়তে খুব ক্লান্ত লাগছে।

    এই রাজ্যে কী যে হচ্ছে
  • PT | 213.110.243.22 | ২২ আগস্ট ২০১৫ ২৩:৩৫685933
  • ব্রতিন শুধু তাই নয়।
    কাজের সুবাদে প্রায়শঃই অন্য রাজ্যের শিক্ষার সঙ্গে জড়িত মানুষদের সঙ্গে interaction হয়। পব-র শিক্ষাক্ষেত্র সম্পর্কে তাদের মন্তব্য বা প্রশ্নের সম্মুখীন হতে বেশ অস্বস্তি লাগে। এমনকি পব-তেই পড়াশুনো করে অন্যত্র শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালীরা-তাদের কেউ কেউ ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল-এই "ছাত্র আন্দোলন"-কে চিনতে, বুঝতে পারেনা।
    এ বড় সংকটের সময়!!
  • a | 213.219.201.58 | ২২ আগস্ট ২০১৫ ২৩:৩৯685787
  • তাই নাকি? তা গুরুতে ছাত্রদের হস্পিটাল যাবার যে খবর এল সেটাও মিথ্যে?
    অনুরধা লোহিআ কি করেছে কাকে তেল মেরেছে কার সাথে ল্ন্ডন গেছে তার সাথে কালকের ঘ্টনার কি রিলেশন?
    যত বালের কথাটা। ঈণী আবার পেশাগত সূত্র মারাতে এসেছেন!!!
  • MR | 81.252.246.44 | ২২ আগস্ট ২০১৫ ২৩:৪৮685798
  • আশুতোষ কলেজের বিশাল লোহার দরজার উপর অন্ততঃ দুই তলা সমান মমতার পোষ্টার ঝুলছে। বাবাকাকাদের প্রিয় আশুতোষে এরকম প্রথম দেখলাম!
  • সে | 94.75.173.148 | ২২ আগস্ট ২০১৫ ২৩:৫৪685809
  • যাতাতো!
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ০৩:৩১685820
  • যাদবপুর এর কুমিরছানা আর বারবার কলরবের ডিম পাড়ছে না, তাই এবার নতুন মুরগি দরকার। তাওয়া গরম রাখতে হবে তো, নাহলে ব্যাগরাপন্থীরা করে কম্মে খাবেন কি ভাবে ?
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ০৩:৩৬685831
  • এই তো কলরবের নমুনা । এদেরকে জাস্ট চাবকানো দরকার, আর এদের পেছনে যে হেড়ে মাথাগুলো আছে, তাদের কেও।

  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ০৫:৫৬685842
  • ....এদিন উপাচার্যের ঘরে-বাইরে ছিলেন যাদব্পুরের বহু ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা। আচার্য জগদীশচন্দ্র বসু, ডিরোজিওর অয়েল পেইন্টিংয়ের পাশেই দেওয়ালে উপাচার্যকে নিয়ে কুৎসিত স্লোগান লিখেছেন বিক্ষোভকারীরা। অতিথিদের বসার ঘর, উপাচার্যের ঘরের আসবাব সরিয়ে সদ্য রং করা গোটা দেওয়ালে যাচ্ছেতাই কথাবার্তা লেখা হয়েছে। শিক্ষকদের মুখের উপর বিক্ষোভ্কারীদের সিগারেটের ধোঁয়া ছাড়া, অশ্লীল অঙ্গভঙ্গি করা, দালাল থেকে শুরু করে ছাপার অযোগ্য গালিগালাজ, কিছুই বাকি যায় নি...

    ... সমাবর্তন শুরুর আগে প্রেসিডেন্সির প্রাক্তনী এবং বিজ্ঞানী বিকাশ সিন্‌হাকে প্রশ্ন করা হয়েছিল, বিক্ষোভ নিয়ে কী ভাবছেন? ফুঁসে উঠলেন প্রেসিডেন্সির এই প্রাক্তনী। বললেন, জনগণের করের টাকায় এরা পড়াশোনা করতে আসে, কিন্তু এরা তার প্রতিদানে কী দিচ্ছে? আর, এরা কারা? এদের মধ্যে কজন প্রেসিডেন্সির আর ক`জন বাইরের? আমার ভাবতে কষ্ট হচ্ছে, এরা সবাই প্রেসিডেন্সির পড়ুয়া ! ...
  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ০৬:১৬685852
  • বাইরের লোক ঢোকা আটকাতে গেলে গেটে সিকিওরিটি বসাতে হবে।
  • sch | 113.44.175.196 | ২৩ আগস্ট ২০১৫ ০৭:২৪685853
  • আচ্ছা এই crossdressing টা কি ধরণের প্রতিবাদ? একতু কেউ বুঝিয়ে দিন প্লিজ। আন্দাজ করতে পারছি কোনো ভাবে তৃতীয় লিঙ্গের আঙ্গেল চলে আসবে আর তারপরেই LGBT - কিন্তু কিভাবে আসবে বুঝতে পারছি না
  • pi | 24.139.209.3 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:১৫685854
  • পিটিদা, বিবিদা, এঁরা সূর্যকান্ত মিশ্রেরও কিছু নিন্দা করবেন আশা করি।
    'প্রেসিডেন্সিতে শুক্রবার বিক্ষোভকারীদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে বলে দাবি করে এ দিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘ছাত্রছাত্রীদের উপর লাঠি চালানো অগণতান্ত্রিক। আমি এর নিন্দা করছি।’’
  • আগন্তুক | 119.163.234.2 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:৩৩685855
  • লাঠি পেটা? এই টইতে এটা দেখলাম
    ফেরার সময় ফের বিক্ষোভ। এবার পুলিসের ক্যাল শুরু। সাদা পোশাকও হাজির। না, লাঠি পেটা হয়নি। পড়ুয়ারাও লাঠিপেটার অভিযোগ করেনি। ওটা বাজারীয় 'আবিষ্কার'।
    কি inconsistent। সবই তো অবিষ্কার মনে হোচ্ছে।
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:৪৯685857
  • pi এবার সিপিএমের নেতাদের বক্তব্যের সাহায্য নিতে শুরু করেছেন!! চমৎকার!!
    আমি ভাবছিলাম যে যে ছেলেটা রং করা সাদা দেওয়ালটা নোংরা করছিল তার পিতৃদেবকে ঐ দেওয়াল আবার রং করার জন্য পয়সা দিতে বাধ্য করা যায় কিনা!!
  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:৫৩685859
  • খেয়েছে! বহিরাগত-দের ছবিও ছাপিয়ে দিয়েছে --
  • pi | 24.139.209.3 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:৫৩685858
  • বাংলা ভাষা বুঝতে না পারলে তার দায় আমার নয়।
    আমার পোস্টটা সাহায্য নেওয়া কিনা সেটা বোঝানোর দায়ও নয়।
  • হোক্কলোরব | 208.7.62.204 | ২৩ আগস্ট ২০১৫ ০৮:৫৪685860
  • হোক্কলোরব! হোক্কলোরব!

    আপডেট আসছেনা কেন? অপদার্থ ভিসিটার হুঙ্কার টুঙ্কার নিয়ে কোবতা? যে ছাত্রগুলো নাকি পুলিসের লাঠি খেয়ে হাসপাতালে ভর্তি হোলো তাদের নাকি কি হোলো? আরো কয়েকটাকে ভর্তি করা যাবে নাকি?

    হোক্কলোরব! হোক্কলোরব!
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:০০685861
  • নাঃ pi বাংলা কেন, কোন ভাষাতেই ছাত্রদের এইসব কান্ড-কীর্তি বোঝা বা বোঝানো যাচ্ছে না।
    তবে এটা পরিষ্কার যে রাজনীতিহীন ছাত্র আন্দোলন এই ধরণের দিশাহীনতায় পর্যবসিত হতে বাধ্য।
  • আগন্তুক | 99.187.142.208 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:০৪685862
  • আন্দোলনটা কি নিয়ে তো জানা গেলনা। পুলিশ লাঠি মারেনি মুখ্যমন্ত্রীর রাস্তা খোলার জন্যে ধাক্কা মেরেছে। পুলিশের কছে কি expected ছিলো ছাত্রদের ছেড়ে দিয়ে মিনিস্টারকে নিয়ে প্রেসিডেন্সির ভিতরে ব্যাক করে যাওয়া? এই জন্যে ভিসির পদত্যাগ কেন ভিসি কি করবে?
  • pi | 233.176.15.223 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:১২685863
  • এবিপি আনন্দর সুর বদলে গেল ?
    এখন সমানে সরকার আর অথরিটি র দিকে আঙুল তুলে যাচ্ছে দেখি। কেন, এর আগের ঐ দুই ঘটনা নিয়ে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, উপাচার্যকে বারবার বলা সত্ত্বেও তিনি ঐ ঘটনাদুটি নিয়ে কিছু করেননি, তিনি কোথায় কোথায় মমতার সাথে ঘুরেছেন, কোন কোন সভায় গিয়েছেন, এইসব দেখিয়ে বলে চলেছে এসবের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর সরকারি হস্তক্ষেপ থেকেই যাচ্ছে, আর এই বলছে, প্রেসির স্বায়ত্ত্বশাসন নামেই। শিক্ষামন্ত্রীর বক্তব্যও শোনাচ্ছে, যেখানে উনি বলেছেন, মাইনে আমরা দিচ্ছি তো কীসের স্বাধিকার !

    এখন উপাচার্যের আচরণ নিয়ে শিক্ষাবিদদের প্রশ্ন নিয়ে অনুষ্ঠানও হচ্ছে !
  • . | 208.7.62.204 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:১৫685864
  • তাই নাকি?
  • pi | 233.176.15.223 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:১৬685865
  • বেশ, তো তাহলে মুক্তগলায় সিপিএম, এস এফ আই এর নিন্দা করুন। এস এফ আই এই আন্দোলনের অন্যতম শরিক তো। বিভিন্ন লোকজনকে মিথ্যেবাদী বলে , নানাপ্রকার গালি দিতে তো কখনো পিছপা হননি, তো সূর্যকান্ত মিশ্রকেও সেটা দিচ্ছেন কিনা, জানতে চাই্লাম, সেটা কি এখনো বুঝতে পারেননি ? ঃ)
  • pi | 233.176.15.223 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:১৭685866
  • এত অবিশ্বাস থাকলে টিভি চলিয়েই দেখুন না।
  • sm | 53.251.89.151 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:২৬685869
  • অনেক প্রশ্নের ই উত্তর পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী একজন নাগরিক, রাজ্যের মুখ্য পরিচালক। তিনি যেকোন জায়গায় যেতেই পারেন। বিশেষত যেখানে উপাচার্য্য নিমন্ত্রণ জানিয়েছেন । কিন্তু এত যে বহিরাগত ছাত্র(?) ভিতরে ঢুকে বাওয়ালী করছে, সে সম্পর্কে আন্দোলন কারীরা নীরব।তাদের কে পারমিশন দিয়েছিল?
    কোনো যুক্তি ছাড়াই একজন বয়স্ক মহিলা ২২ ঘন্টা ঘেরাও থাকলেন, এটাকেও কেউ কেউ প্রশ্রয় দেবেন বা দিয়ে থাকেন(ঘোষিত মানবাধিকারী জনতারা)। কেন?
    বিশ্ব বিদ্যালয়ের ভিতরে ক্রস জেন্ডার পোশাক পরে লোকজন ঘুরে বেড়াবে; আর কেউকেউ সেটাকে ব্যক্তি স্বাধীনতা বলে বাহবা দেবে।কেন ?
    জদুপুরের ভিতরে, সিসিটিভি বসানোর এগেনস্টে আন্দোলন হবে; আবার শ্লীলতাহানির কেসে , দ্রুত বিচার এগোচ্ছেনা বলে ভিসি ঘেরাও হবে। এটার কোনো মানে আছে? তাহলে ছাত্রদেরই জবাবদিহি করা উচিত,কারণ সিসিটিভি ফুটেজ থাকলে বিচার প্রক্রিয়া অনেক তরান্বিত হতে পারত, তারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাঁধা দিয়েছিল কেন?
    কিন্তু কিছু শিক্ষক, প্রাক্তনী ও বুঝদার জনতা; এদের কে প্রশ্রয় দিয়েই চলেছে।
    এদের কাছেই প্রশ্ন, আর কতদিন এরকম চালিয়ে যাবেন? বরঞ্চ রাজ্য, প্রশাসন ও কতৃপক্ষের ওপর এত ক্ষোভ থাকলে, বিশ্ববিদ্যালয় গুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার জন্য আন্দোলন করতে পারেন তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন