এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেগে পেদে এলাম | 208.7.62.204 | ২৪ আগস্ট ২০১৫ ০৮:০৯685811
  • যারা বলছেন ভিসির টেবিলে হাগা যাবেনা তারা কতো অমানবিক হলে এমন বলতে পারেন? ধরা যাক ঘোড়াডাঙ্গায় মিছিল হয়েছিল, তারপর মনে হল হাতে সময় আছে চলো প্রেসিও ঘুরে আসি। আর শুরু হল স্লোগানিং। সেই তুমুল আবেগের সময়ে কারুর যদি বেগ পেয়ে যায় তো কি করবে? ভিসির টেবিলে উঠে সে কি হেগে দেবেনা? এটাই কি তার রাজনৈতিক স্টেটমেন্ট না? ভদ্রলোকদের ভয় পাওয়ানোর এই সরল ঋজু পদ্ধতিতে আমাদের পুরো সমর্থন আছে। আসুন ভিসির টেবিলে যাই, কিছু হেগে দেখাই।
  • sriman pritwiraaj | 209.127.226.150 | ২৪ আগস্ট ২০১৫ ০৮:৫৬685812
  • এই রোঁয়াহীন মালটার মাথা একদম গেছে, VC 'র চেম্বারে হাগা পর্যন্ত সাপোর্ট করছে। হটাত করে বেশি ফুটেজ পেলে যা হয় |নাকি হার্মাদ থেকে সুশীল-নকু হওয়ার সাইড এফেক্ট এটা ?
  • রৌহিন | ২৪ আগস্ট ২০১৫ ১৫:০৩685813
  • সুভাষিতমগুলির জন্য সকলকে ধন্যবাদ। উত্তেজনার বশে একটু মিস করে গেছেন। ভিসির টেবিলে হাগা ব্যপারটা আদৌ আমি বলিইনি কোথাও - sm বাবু নিজেই ওটা বলেছেন। আমি শুধু প্রথম থেকেই বলেছি আন্দোলনটাকে সমর্থন করি - সেটা থেকে যদি আপনাদের মনে হয় ভিসি র ঘরে হাগাটাই আন্দোলনের একমাত্র মাপকাঠি, সেটা আমার সমস্যা নয়। ভয়, হ্যাঁ জানি সফল - কি পরিমাণ ঝাঁট জ্বলেছে সেটা দেখেই বুঝতে পারছি - মনগড়া হাগার কাহিনী টেনে এনে তখন থেকে একের পর এক মহারথী এই টইতে হেগে যাচ্ছেন। সেই জন্যই আর আর্গুমেন্টে যাবার প্রয়োজন মনে করছি না। যে ফেবুগুরুকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন সেখানে অন্ততঃ এর থেকে বেটার আর্গুমেন্টস দেখতে পাচ্ছি। এতটা দীনতা সত্যিই আশ্চর্য করেছে।
    topon ওরফে a ওরফে যে-ই হোন, রাগটা ব্যক্তিগত সেটা বোঝা যাচ্ছে - এই যে আপনি বললেন আপনি পাইকে ব্যক্তিগতভাবে চেনেন না - সেটা অন্ততঃ আপনার ক্ষেত্রে বিশ্বাস করলাম না (পাইকে হয়তো অনেকেই চেনে না - সেটা বেনামে লেখার কারণে নয় - সেটা এখানকার পুরনো যারা আছেন প্রায় সবাই জানেন) - আপনি মিথ্যাই বলছেন এবং সিম্পলি নোংরামি করছেন। জবাব দেওয়া খুব জরুরী ছিল না - সাধারণতঃ নোংরামি উপেক্ষাই করে থাকি - কিন্তু এত কিছু লিখে ফেলেছেন দেখে এটুকু বেরিয়ে এল।
  • a | 213.219.201.58 | ২৪ আগস্ট ২০১৫ ১৫:৫৫685814
  • এই যে ভাই নেড়িকুত্তা,

    -------
    তোপোন ওরফে অ ওরফে যে-ই হোন, রাগটা ব্যক্তিগত সেটা বোঝা যাচ্ছে - এই যে আপনি বললেন আপনি পাইকে ব্যক্তিগতভাবে চেনেন না - সেটা অন্ততঃ আপনার ক্ষেত্রে বিশ্বাস করলাম না
    ----------
    ওরফে কি ভাবে বোঝা গেল? নাকি কিছু না বুঝেই ঘেউ ঘেউ করতে নেমে পড়েছ? এখনো ওরফে হবার প্রয়োজন পড়েনি, যেদিন পড়বে সেদিন আর লেখার প্রয়োজন থাকবে না।
  • রৌহিন | ২৪ আগস্ট ২০১৫ ১৬:১৬685815
  • ভাষা আপনার নিজস্ব - রুচিও। চালিয়ে যান। এখানে তো ফেবুর মত বের করে দেবার ব্যবস্থা নেই বোধ হয় - সবারই চারণভূমি। রাগটা ছত্রে ছত্রে ফুটে উঠছে দেখতেই পাচ্ছি।
  • ... | 74.233.173.198 | ২৪ আগস্ট ২০১৫ ১৭:২৩685816
  • তিনো মাকু ঘটি বাঙাল চাড্ডি মোল্লা ইত্যাদিকে খিস্তি মারলে যেমন কিছু হার্ডকোর সমর্থক রেগে যায়, তেমনি "ধান্দাবাদ ব্যগরাবাবু" দের খিস্তি মারলে গুরুর কিছু জনতা নিজের গায়ে নিয়ে নেয় কেন? এরা কি নিজেরা ওই "গ্রুপভুক্ত"?যদি তাই হয় আরো খিস্তি প্রাপ্য।
  • a | 213.219.201.58 | ২৪ আগস্ট ২০১৫ ১৭:২৬685817
  • একদম, যার সাথে যেমন চলে সেরকম করেই বলতে হয়। উল্টোপাল্টা অভিযোগ করলে শুনতেও হবে
  • রৌহিন | ২৪ আগস্ট ২০১৫ ১৮:৩২685818
  • শোনাটা আমার ব্যপার - শুনবো কি না। বলাটা আপনার। অভিযোগ ফিরিয়ে নিচ্ছি না বরং আরো দৃঢ় ভাবেই করছি।
  • a | 213.219.201.58 | ২৪ আগস্ট ২০১৫ ১৯:২৩685821
  • করে যাও ঘেউ ঘেউ। আমার দিক থেকে ইতি দিলাম।
  • a | 213.219.201.58 | ২৪ আগস্ট ২০১৫ ১৯:২৩685819
  • করে যাও ঘেউ ঘেউ। আমার দিক থেকে ইতি দিলাম।
  • তাপস | 122.79.37.73 | ২৪ আগস্ট ২০১৫ ১৯:৫১685822
  • ধুর কুত্তার ছানা।
  • topon | 190.148.69.210 | ২৫ আগস্ট ২০১৫ ০৮:৪৮685823
  • আমি আর "a" একদমই এক লোক নয়। আমি যাকে যা বলেছি, তার কোনো দায় ওনার নেই, তবে ওনার অনেক বক্তব্য-এর সাথে আমি পুরোপুরি একমত।

    আর এই আইডেন্টিটি ছড়ানো গুলো যারা গুরুতে IP-ট্র্যাক করেন বসে বসে আর বুলি ঝেড়ে নিজেদের বিপ্লবী বা সমাজসেবী মনে করেন, তাদের কাজ। তাদের কটা পোষা কুকুর-ও আছে দেখে আরো ভালো লাগলো।
  • sm | 233.223.153.22 | ২৫ আগস্ট ২০১৫ ০৯:৪৩685824
  • স্টুডেন্ট দের এই আচরণ সত্যি মুগ্ধ করলো। ক্ষমা চাওয়া বা দুকখ প্রকাশ, কোনটাই অগৌরবের নয়। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
    কিন্তু ক্রমাগত উস্কানি দেওয়া বুদ্ধিমান জনতা কি নিজেদের ভুল স্বীকার করবে?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17615&boxid=134318176
  • topon | 190.148.69.210 | ২৫ আগস্ট ২০১৫ ১০:৩৯685825
  • ওটাই তো মুস্কিল, ইগোতে আটকে যায় যে। উস্কানি দেওয়া তো সোজা, ফেরানোটাই কঠিন।
  • aka | 34.96.239.132 | ২৫ আগস্ট ২০১৫ ১৪:৪৮685826
  • ওয়ার্কার্স কম্পেন্শেশন কোন প্রাইজ নয়, ইন্সিওরেন্স, ওয়ার্কপ্লেসে যদি শারীরিক বা মানসিক স্বাস্থ্যের সমস্যা হয় তাহলে পাওয়া যায়।
  • রৌহিন | ২৫ আগস্ট ২০১৫ ১৬:২৩685827
  • প্রেসির যে ছাত্রেরা ক্ষমা চাইল তারা যে পারিপার্শ্বিকের চাপের কাছে নতিস্বীকার করেই এটা করল সেটা দিনের আলোর মতই স্পষ্ট। প্রতিক্রিয়াশীল এবং রক্ষণশীলেরা আরো একবার পেশীশক্তি আর মূঢ় সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা সাময়িক অনৈতিক জিত পেল ভাবছে। কিন্তু আন্দোলন শেষ হয়ে যায় নি - আর এর পর থেকে ছাত্রছাত্রীরা যদি কোনটা উচিৎ কোনটা অনুচিৎ ভেবে আন্দোলন করতে থাকে তাহলে তাদের আর আন্দোলন না করে পড়াশুনো করাই ভাল - যে পড়াশুনোয় ভাল চাকরি মিলবে - আমেরিকা বা অস্ট্রেলিয়াতে বসে গুরুতে (বা অন্য কোথাও) ভাল ভাল বক্তৃতা করার সুযোগ মিলবে। তবে এতটা আশা করে বসে থাকবেন না। দুঃখ পাবেন, ভয়ও - আবার। আসছি।
  • .. | 186.126.237.214 | ২৫ আগস্ট ২০১৫ ১৬:২৭685828
  • আহা রে।
  • ranjan roy | 132.161.206.24 | ২৫ আগস্ট ২০১৫ ১৬:৩৩685829
  • "আর এর পর থেকে ছাত্রছাত্রীরা যদি কোনটা উচিৎ কোনটা অনুচিৎ ভেবে আন্দোলন করতে থাকে তাহলে তাদের আর আন্দোলন না করে পড়াশুনো করাই ভাল "।

    --- আমি আবার কনফিউজড! কলেজে তো পড়াশুনো করতেই ভর্তি হওয়া, আন্দোলন করতে নয়। আন্দোলনের পথ তো শেষে , কর্তৃপক্ষ/সরকার বা অন্য কোন থার্ড এনটিটি "অনুচিৎ" কোন কাজ করলে!
    উচিৎ/অনুচিৎ বোধই তো প্রতিবাদ/আন্দোলনের মোটিভ ফোর্স বা নৈতিক অনুমোদন।
    কাজেই ছাত্রছাত্রীই হোক বা শ্রমিক/কৃষক, এক নৈতিক ও স্পষ্ট উচিৎ/অনুচিৎ বোধ না থাকলে দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রেরণা আসবে কোত্থেকে? কী জানি!
  • ... | 74.233.173.193 | ২৫ আগস্ট ২০১৫ ১৬:৩৮685830
  • না হেগেই ক্ষমা চেয়ে নিল? এতবড় পরাজয়? প্রতিক্রিয়াশীল দের পেশীশক্তিকে কাঁচকলা দেখিয়ে কালই হাগা অভিযান শুরু করুক ছাত্রছাত্রীরা।
  • হেগেল | 208.7.62.204 | ২৫ আগস্ট ২০১৫ ১৬:৪৯685832
  • আমায় কি তোমরা ডেকেছ? বড়ি দেব?
  • হেগেমোনি | 188.162.193.233 | ২৫ আগস্ট ২০১৫ ১৬:৫৫685833
  • এটা তোরা ভালো কোরলিনা বাপু। এভাবে হাগা বনধো করে থাকা যায়? ছাত্রোবন্ধুরা তোমরা হাগু ছাড়ো জোরে ভিসির টেবিল যাক ভোরে।
  • 0 | ২৫ আগস্ট ২০১৫ ১৭:৩৮685834
  • নবারুণপুত্র ভাষাবন্ধনের সম্পাদক তথাগত ভট্টাচার্যের (প্রেসি-প্রাক্তনী) একটা লেখা থেকে কিছুটা তুলে দিলাম। অলরেডি কেউ দিয়ে থাকলে, সরি।

    Presidency Unrest: Between The Real And The Unreal
    August 23, 2015



    "... April 10, 2013, when a bunch of hoodlums led by a Kolkata Municipal Corporation Councillor cut the institution’s main gate’s lock with the aid of gas cutters and ransacked the Baker Laboratory in the building, damaging equipments including those used by names such as Satyen Bose, Meghnad Saha and PC Mahalanobis. The hoodlums carried the ruling Trinamool Congress’ flags, chanted slogans as incongruous as Vande Mataram and assaulted students and faculty members alike. An ultrasonic interferometer, a device used to determine ultrasonic velocity through liquids with a high degree of accuracy, was totally destroyed in the violence that, the then registrar said, lasted for a quarter of an hour. Female students were threatened with rape, according to this report [ http://tinyurl.com/PresidencyBakerLabAttack100413 ] by The Telegraph..."
    "...The then state education minister, himself an alumnus, promised an enquiry. So did the state chief minister. However, till date, not a single perpetrator or the ring leaders have been prosecuted in spite of overwhelming photographic and video footage showing the faces in the unruly mob trying to scale the gates and cut through its locks..."
    "...But I guess, still, Presidencians were expected to turn the other cheek and extend a red carpet welcome to the chief minister and her entourage. That they chose not to grovel at her feet humbled by the enormity of her magnanimous purse is of course their shortcoming..."
    "...We have all seen the pictures of the girl, one hand thoroughly bruised, being dragged across the floor by male policemen in uniforms and plainclothes cops. Her clothes get rolled up in the process, baring her back to prying eyes and cameras. But obviously, the VC, the sensitive soul that she is, is well within her rights to ask her to describe who all touched her, where and how. It is so unfortunate that the worthless students, obviously blinded by the hallucinogens they have been popping, are asking such a fairytale godmother to leave their campus..."
    "...Very interestingly though, this bareback picture has not found print space in the dailies because a bearded guy in women’s lingerie decided to spoil the party and the Bengali elite ‘bhodrolok’ moral compass has not looked north thereafter. While nudity and cross-dressing as media of protest have a history of more than a century, the Bengali ‘bhodrolok’ and its mouthpieces which reach their doorsteps every morning have decidedly chosen a sanitised distance of disgust..."

    পুরো লেখা - http://www.eyeartcollective.com/presidency-unrest-between-the-real-and-the-unreal/
  • AP | 24.139.222.45 | ২৫ আগস্ট ২০১৫ ১৭:৩৯685835
  • তমোঘ্ন-র ফেবু থেকে যে পোস্টটা বিভিন্ন টই তে ঘুরছে, সেটা পড়েও বার বার ক্রস ড্রেস, ক্রস জেন্ডার এই টার্মগুলো কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না ! তাহলে কি যারা এই লাইনে খেলতে চাইছেন, তারা ইচ্ছে করেই তমোঘ্নর বিবৃতি & জস্টিফিকেশনটা এড়িয়ে চলছেন ?

    বার বার 'বয়স্ক মহিলাকে আটকে রাখা'র কথা শুনছি। সেই যাদপ্পুরের সময়েও শুনেছিলাম। যারা আটকে রাখার বিরুদ্ধে, তাঁরা কি ধরেই নিয়েছেন এমনি এমনি আটকে রেখেছিল ? না হলে তাঁরা জানতে চাইছেন না কেন যে কি কারণে আটকে রাখা হয়েছিল ? ২২ ঘন্টা ঘেরাও ? তবে যে পড়লাম সকাল থেকে অনুরাধা দেবী খোসমেজাজেই ছিলেন, তবে কোনো খাবার খান নি ! ঘেরাও হয়েও কি খোসমেজাজে ছিলেন ? কি জানি বাবা...
  • নির | 212.78.26.26 | ২৫ আগস্ট ২০১৫ ১৮:০৩685836
  • তমোঘ্ন ছিল আসলে সি আই এ -র এজেন্ট।
  • .... | 208.7.62.204 | ২৫ আগস্ট ২০১৫ ১৮:০৯685837
  • দ্রি এ ব্যাপারে কি বলেন?
  • sm | 233.223.159.253 | ২৫ আগস্ট ২০১৫ ২২:৩২685838
  • অনেক কিছুই বুঝতে পারছেন না। পারবেন , এমনটিও ভাবি না। যেকোনো মানুষ (বিশেষত বয়স্ক' মানুষ) কে ঘেরাও করে আটকে রাখা একটা জঘন্য তম অপরাধ। উনি খোশ মেজাজে ছিলেন বলছেন, কোথাও দেখাতে পারবেন ভিসি বক্তব্য রেখেছেন ; আমি ঘেরাও অবস্থাতে ভীষণ আনন্দ পেয়েছি।
    এরকম ভুল ভাল যুক্তির কোনো মানে হয়?
  • rabaahuta | 215.174.22.27 | ২৫ আগস্ট ২০১৫ ২২:৪৬685839
  • 'এর পর থেকে ছাত্রছাত্রীরা যদি কোনটা উচিৎ কোনটা অনুচিৎ ভেবে আন্দোলন করতে থাকে তাহলে তাদের আর আন্দোলন না করে পড়াশুনো করাই ভাল' এইটা পড়ে আমি ঠাস করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম।
  • cm | 127.247.96.19 | ২৫ আগস্ট ২০১৫ ২২:৫৫685840
  • যাক, আন্দোলন নিয়ে বিভ্রান্তির ব্যাপারটা বেশ স্পষ্ট হচ্ছে। এই নেই কাজ তো খই ভাজ মার্কা আন্দোলন যত কম হয় তত মঙ্গল। এতে আন্দোলন সম্পর্কে ভুল বার্তা যাওয়া ছাড়া কিছু হয়না।
  • AP | 127.248.136.104 | ২৫ আগস্ট ২০১৫ ২২:৫৬685841
  • ভুলভাল যুক্তি কোনটা ? ঠিক আপনার কথাটুকু বলতে / বলাতে হবে, না হলে আর সব দাবী মিথ্যে, এটা কি ঠিকঠাক যুক্তি ? ঘেরাওয়ের খবর যেখানে পেয়েছেন, গালাগালির খবর যেখানে পেয়েছেন, খোসমেজাজে থাকার খবরও সেখানেই পাবেন, যদি আদৌ পেতে চান।
    শুধু ঘেরাওয়ের জন্য কেউ ঘেরাও করে না। তাকে 'জঘন্যতম' (একেবারে সুপরলেটিভ !) বলার আগে ভেবে দেখবেন বয়স্ক মানুষটি যে পদে আছেন তাতে ছাত্রদের দাবী সামলানোটাও একটা কাজ। সেটা না পারলে তিনি সেই পদের যোগ্য কিনা ভাবতেই হয়। ২২ ঘন্টা (? আমি এই তথ্য কোথাও পাইনি) ঘেরাওয়ের পরও ওঁর কোনো শারীরিক অসুবিধের কথা জানা যায়নি। তার মানে ছাত্ররা তেমন নিশ্ছিদ্র ঘেরাও করেনি। কিন্তু তাদের দাবীগুলো নিয়ে ভিসি কতটুকু ভেবেছেন সেই বিষয়ে আপনার্কিছু জানা আছে কি ?
  • zzz | 186.126.237.217 | ২৫ আগস্ট ২০১৫ ২৩:০৯685843
  • ওদিকে প্রেসির জনতা ফুল্টু ক্ষেপচুরিয়াস হয়ে গেছে। কোত্থেকে একটা পাগলাচোদা খিটকেল পাব্লিক এসে ব্রা আর জাঙ্গু দেখিয়ে চলে গেল, ওদের আন্দোলনটা পুরো হাইজ্যাক হয়ে গেল। উল্টে চাপের চোটে ক্ষমা ফমা চাইতে হচ্ছে। টোটাল কেএলপিডি মাইরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন