এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নির | 212.78.26.26 | ২৩ আগস্ট ২০১৫ ১৮:২০685935
  • " তৃণমূলী বেনিয়া উপাচার্য তাঁর পুত্রকন্যা সম ছাত্রছাত্রীদের যদি নিগৃহীত হওয়া থেকে, শ্লীলতাহানি হওয়ার থেকে রক্ষা করতে না পারেন, তাহলে তিনি কিসের উপাচার্য? প্রেসিডেন্সীকে বিক্রি করার ধান্দা করছেন নাকি উনি??? এরকম উপাচার্যের টেবিলে উঠে সিগারেট খাওয়া যদি হয়ে থাকে, বেশ হয়েছে। আরও হোক। "
    অপদার্থদের নিজেদের নিম্নমেধাটাকে চাপা দেওয়ার আধুনিক ( খুব আধুনিক নয় হয়ত) পদ্ধতি হচ্ছে নিজেকে প্রতিবাদী বলে পরিচয় দেওয়া। আমি আর তোমাদের চেনা সেই হরিপদ নই হে, আমি এখন প্রতিবাদী । পশ্চিমবঙ্গ শ্মশান হয়ে গেলেও এদের কিছু যায় আসে না, বরং খুশি-ই হবে, আমি পারিনি, তাই কাউকেই পারতে দিইনি ভেবে বাঁশবনে শেয়ালরাজা হয়ে নেত্য করে বেড়াবে। যাঁরা সত্যি-ই সমাজের উন্নতির আশা নিয়ে প্রতিবাদী হতে চান, এই বেনোজল আটকাতে না পারলে তাঁদের ভুগতে হবে, হচ্ছেও।
  • তমোঘ্নর বিবৃতি | 122.79.39.85 | ২৩ আগস্ট ২০১৫ ১৮:৫৯685936
  • Tamoghna Halder 28 mins • Calcutta • Edited • More options
    “গতকাল সন্ধ্যেবেলার ঘটনার প্রেক্ষিতে কিছু কথা। যা আমার মনে হয় জরুরী। এবং এটাই আমার শেষ প্রতিক্রিয়া সম্পূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে। গতকাল এফটিআইআইএর আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে যে জমায়েত হয় কলেজ স্কোয়ারে, সেটি মিছিল করে বেরোয় এবং যায় বিজেপি দফতরের দিকে। আমি সেই মিছিলে ছিলাম। আমাদের আটকানো হয় কলকাতা ইউনিভার্সিটি এবং মেডিকাল কলেজের মাঝের বড় রাস্তায়। সেখানে খানিক ধস্তাধস্তি হয় পুলিশের সাথে, ব্যারিকেড নিয়ে। শুভ আমাদের বন্ধু, আহত হয়। তাকে নিয়ে একদল মেডিকেল কলেজ ছুটলে আমরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা বন্ধ করি। ওখানেই পোড়ানো হয় গেরুয়া স্বস্তিক চিহ্ন। ইতিমধ্যে, আমি হাঁটছিলাম শরীর জুড়ে ফিল্মের রোল লাগিয়ে, যখন ওদিকে পূড়ছে স্বস্তিক, তখন এদিকে আমার গা থেকে সবাই মিলে দ্রৌপদীর বস্ত্রহরণের মত খুলে ন্যায় ফিল্মের রোল। পড়ে থাকে জাঙ্গিয়া এবং একটি সাদা ব্রা। সেই সাদা ব্রা তে লেখা, খুলি খিড়কি। খুলি খিড়কি গজেন্দ্র চৌহান অভিনীত একটি ছবির নাম, এ কথা অনেকেই জানেন এখন। এরপরেই মিছিল করে যাওয়া হয় প্রেসিডেন্সীর দিকে। স্বাভাবিক ভাবেই আমার ব্যাগ আমার কাছে ছিলনা। ছিল এফটিআইআই এর একজন ছাত্রের কাছে। তাকে আমি আর এখন দেখতে পাইনা। জানিনা সে কোথায়। আমরা হাঁটতে থাকি। আমার গায়ে সেই সাদা ব্রা এবং জাঙ্গিয়া এবং তাতে আমি একটুও লজ্জিত বোধ করিনা, কারণ নগ্নতা আমার রাজনোইতিক স্টেট্মেন্ট, বরাবর। আমি এর আগেও এই মাত্রায় নগ্ন হয়েছি প্রকাশ্যে। যাই হক। প্রেসির গেট খোলার মুহূর্তে আমার হাতে শৌনক ব্যাগটি ধরিয়ে দ্যায়। যে কিনা এফটিআইআইএর ঐ ছাত্রের হাত থেকে ব্যাগটি আগেই নিয়েছিল কিন্তু আমার সাথে শৌণকের দেখা হয়নি এতক্ষণ কারণ আমরা সম্ভবত মিছিলের দুই প্রান্তে ছড়িয়ে পড়েছিলাম। হুহু করে গেট খোলা হয় এবং ঢুকে পড়া হয় প্রেসিতে, এরকম একটি মুহূর্তে ব্যাগ থেকে পোষাক বের করে পরা সম্ভব ছিলনা, ঐ সময়ে দাঁড়িয়ে। আমি ব্যাগটি সুচেতাকে দিই। প্রেসিতে ঢুকে যাওয়া হয়, আমরা প্রেসির সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং স্লোগানিং হতে থাকে। হ্যাঁ, আমি ওই পোষাকেই উঠি এবং উঠে একটি অঞ্চল অব্দি এগোনোর পরে পিছিয়ে আসি, সুচেতার থেকে ব্যাগ নিই। পোষাক পাল্টাই এবং নেমে আসি। যদি এর জন্যে কারোর কাছে ক্ষমা চাইতে হয় তবে আমি এক এবং একমাত্র প্রেসির ছাত্রদের কাছে চাইতে পারি। তার কারণ আমি মনে করি মিডীয়া একধরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমার ছবিটিকে এবং একধরণের অ্যালিয়েনেশন ঘটছে। যা আন্দোলনের ক্ষতি করছে হয়তো। আমি কি অসম্ভব মানসিক চাপে গত আঠারো ঘন্টা কাটিয়েছি তা আমিই জানি। এই শেষ প্যারাগ্রাফ টি মিডিয়ার লোকেদের জন্যে, তাঁরা আমায় যোগাযোগের চেষ্টা করছেন। তাঁদের আমার যাবতীয় ডিটেলস দিলাম। আমার নাম তমোঘ্ন হালদার। আমি আই এস আই এর প্রাক্তন ছাত্র। আমার আগামী সপ্তাহের শুক্রবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে অর্থনীতির পি এইচ ডি স্টুডেন্ট হিসেবে যোগ দেওয়ার কথা। আমার মা বাবা এই মুহূর্তে আমার সাথে কথা বলছেন না। আমি কিভাবে বাড়িতে রয়েছি সেটা আমিই জানি সুতরাং ফোনে কথা বলা সম্ভব নয়। ফেসবুকের এই বিবৃতিটিই আমার প্রতিক্রিয়া। আপনারা ভালো থাকবেন। টাটা।“
  • a x | 107.93.244.249 | ২৩ আগস্ট ২০১৫ ২০:১৯685937
  • তমোঘ্ন যা করেছে, তাতে আমার পূর্ণ সমর্থন। ক্রস-ড্রেসিং নিয়ে লোকেদের রিয়াকশন খুবই প্রেডিক্টবল। মুখে বড় বড় কথা বললেও যে অনেক কিছুই চেপে রাখা যায়না, সেটাই দেখায়।

    তমোঘ্ন নিজের শরীরকে রাজনৈতিক প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। কামদুনি নিয়ে যখন সব চুপ হয়ে গেছে তখন ও গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কলকাতার রাস্তায় হামাগুড়ি দিয়ে বেরিয়েছে। নিজের প্রতি না, বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে। বাংলাদেশের ব্লগার খুন হলে কলামন্দিরের সামনে দাঁড়িয়ে লোক ডেকে ডেকে নিজেকে চড় মারতে বলা - এগুলো সবই এই প্রতিবাদের অঙ্গ। হ্যাটস অফ টু হিম। ওর বিশ্বাস, ওর সততা ও সাহসের প্রতি।
  • a x | 107.93.244.249 | ২৩ আগস্ট ২০১৫ ২০:২৪685938
  • আর লোকে যে কী লেভেলের বাজে বকে সে না দেখলে বোঝা যায়না। এইসব লিখে গুরুতেই পার পেয়ে যাওয়া যায়! হিন্দুস্তান মোটোর্সের আন্দোলন ছাত্রছাত্রীরা করছে? শ্রমিকরা কী পিকনিক করছে? আভাস মুন্সীকেও লোকে মনে হয় যদুপুরের ছাত্র ঠাউরেছে!
  • sch | 233.223.128.245 | ২৩ আগস্ট ২০১৫ ২০:৪০685939
  • রৌহিন ঠিক লিখেছেন "ইউ ক্যাল এরকম আন্দোলন বহু দেখেছে ওদের কিছু এসে যায় না"
    এইরকম আন্দোলন বলতে কি শুধু ক্রসড্রেসিং টা বললেন না কি সমস্ত আন্দোলনটাকেই বললেন? সমস্তটা বললে কিন্তু সমস্যা - কারণ ওখানে ভিসির নাকের ওপর ধোয়া ছাড়া যায় না, UC Davis এর ক্যাম্পাস Tobacco free.
    "Smoking and tobacco use are prohibited on University owned or leased property and in University
    vehicles. "
    (http://manuals.ucdavis.edu/PPM/290/290-10.pdf) - দেখে নেবেন
  • sm | 233.223.159.253 | ২৩ আগস্ট ২০১৫ ২১:২১685940
  • বাজে বকার একটা সীমা থাকা দরকার। একজন খালি ব্রা আর জান্গু পরে কলেজ চত্বরে ঢুকে পড়বে; আবার লোকে সেটা সমর্থনও করবে। কাল তো কেউ ভিসির ঘরে ঢুকে জনসমক্ষে টাট্টিও করতে পারে। সেটাকেও সমর্থন করতে হবে? বলতে হবে যে, ব্যক্তি কে নয় তাঁর প্রতিবাদের ধরন কে সমর্থন করুন।
    এসব জিনিস এর ,সমর্থন কারীদের তো কোনো রকম ম্যাচুরিটি গ্রো করেছে বলে মনে হয় না।
    আর বহিরাগতরা মেরেছে বলে যে প্রতিবাদ ; সেখানে আর একদল বহিরাগত কিভাবে আন্দোলনে সামিল হয়?
    কলেজ চত্বরে সিগারেট খাওয়া, নতুন পেন্ট নষ্ট করা, অকথ্য গালিগালাজ করা; এসব হুলিগানিস্ম কে সমর্থন করার লোকও দেখছি কম নয়।
  • সে | 94.75.173.148 | ২৩ আগস্ট ২০১৫ ২১:২৬685941
  • বহিরাগত কে? স বা ই স্টুডেন্ট তো!!!
  • হুরি বয়াওয়া | 190.215.81.75 | ২৩ আগস্ট ২০১৫ ২১:৩৫685942
  • কেন কেন কেন
  • ঘোড়া | 195.11.146.154 | ২৩ আগস্ট ২০১৫ ২১:৪২685943
  • হাসতেহাসতে বিষম লেগে পড়ে গেলুম।সত্যবাদীযুধিষ্টিরের কলিঅবতার।মাঝেমধ্যেইভাটিয়ালিতে নাম লুকিয়ে গর্মাগরম পোস্ট দেনঃ))
    এখেনে নাএলে জান্তেই পেতুম না সর্ববিদ্যাবিশারদ কাকে বলেঃ)ভাগ্যে উইকি আর গুগুল ছিলো।সবব খবর হাজির!নিজেকে জাহির করার এম্নি জায়্গা আর আছে?
  • ঘুড়ি | 190.215.81.75 | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫২685788
  • হিহিহিহিহি
  • রৌহিন | ২৩ আগস্ট ২০১৫ ২২:০৭685789
  • "আর বহিরাগতরা মেরেছে বলে যে প্রতিবাদ ; সেখানে আর একদল বহিরাগত কিভাবে আন্দোলনে সামিল হয়?" - এটা বোঝার অক্ষমতা নাকি ডিনায়াল? রবাহুত আর অতিথি র ফারাকটা বোঝেন মনে হয়।
    "একজন খালি ব্রা আর জান্গু পরে কলেজ চত্বরে ঢুকে পড়বে; আবার লোকে সেটা সমর্থনও করবে। কাল তো কেউ ভিসির ঘরে ঢুকে জনসমক্ষে টাট্টিও করতে পারে। সেটাকেও সমর্থন করতে হবে? বলতে হবে যে, ব্যক্তি কে নয় তাঁর প্রতিবাদের ধরন কে সমর্থন করুন।" - হ্যাঁ। টাট্টি করবে কি না সেটা পরের ব্যপার, কিন্তু এই যে করতেও পারে এই ভয়টা আপনাদের মত "ভদ্রলোক"দের প্রাণে ঢুকেছে, সেটাই কাম্য। প্রতিবাদের সেটাই মূল উদ্দেশ্য ছিল। স্টেটমেন্ট দিতে হলে সেটা এমন ভাবে দেওয়াই ভাল যেটা বহু লোকের কানে স্পষ্টভাবে পৌঁছয় - যেমন দিদিমনি হামেশা করে থাকেন অনুব্রত আরাবুল শঙ্কু অভিজিত অনুরাধাদের নিয়ে - যে আমি এটাই করব - তোমরা যা পারো ছিঁড়ে নাও।
  • pi | 24.139.209.3 | ২৩ আগস্ট ২০১৫ ২২:২২685790
  • Name: topon

    IP Address : 24.202.187.137 (*) Date:23 Aug 2015 -- 09:33 AM
    যারা এসব করছে, শুধু তাদের নয়, তাদের পেছনে পালের গোদা মাথাগুলোকে না চাবকালে এই নুইসেন্স বন্ধ হবে না। তবে মমতার বাকি যাই সমর্থন করি আর না করি, এদেরকে ডান্ডা মেরে ঠিক করতে গেলে মমতার মত লোকই পারবে।

    Name: topon

    IP Address : 24.202.187.137 (*) Date:23 Aug 2015 -- 01:43 PM
    আমি কারকে মারার কথা বলিনি, সেটা বুঝতে ভুল হলে দুঃক্ষিত। কিন্তু কারকে মারার বা মারানোর সময় বা ইচ্ছা কোনটাই আমার নেই, বরং মনে হয় মার খেতে আপনাদের নিজেদের ইচ্ছা সবার থেকে বেশি, কারণ এত ভালো ফ্রি পাবলিসিটি আর কিছুতে আসে না।

    ঃ)

    ট্রোলের উদাহরণ আদৌ চাইনি, এত কষ্ট করে এতবার কে কী ট্রোল করেছে পোস্ট না করলেও চলতো। আমি কোথায় ট্রোল করেছি, আমাকে কেন ট্রোলের কথা বলা হল, জানতে চেয়েছিলাম। উত্তর পাওয়া যাবেনা জানতাম, কারণ নেই।

    বাকি নোংরা আক্রমণগুলোর উত্তর দেবার আর প্রয়োজন বোধ করলাম না। তবে লেখার স্টাইলটা চেনা লাগছে, আর বেশিরভাগ পোস্টই তো নানা নিক থেকে একই জায়গা থেকে আসছে। মনে হয় চিনতেও পেরেছি ঃ)
  • ভুবনের মাসি | 118.171.129.189 | ২৩ আগস্ট ২০১৫ ২২:২৪685791
  • 'ভুবনের মাসি' র উপমাটা দেখছি আজকাল গুরুর সেরিব্রাল লোকেরা খুব ব্যবহার করছে।
  • pi | 24.139.209.3 | ২৩ আগস্ট ২০১৫ ২২:৩২685792
  • আর তপনবাবু লিখেছেন, উনি তো নিজের নামেই লিখছেন। শুধু নিজের নামটা দু'দিন আগে অমিত ছিল । আর না, a নামটা কিন্তু আমি বলিই নি ঃ)। আরো কিছু নিক নিয়েও না।

    সব্বাই এক্কেবারে একই জায়গা থাকেন, তাতেই বা কী ? ;)
  • sm | 233.223.159.253 | ২৩ আগস্ট ২০১৫ ২২:৩৮685793
  • তাহলে যারা কলেজ চত্বরে ঢুকে অকথ্য গালি গালাজ, পেন্ট নষ্ট, সিগারেট খেয়ে , বয়স্ক মহিলাটিকে ২৪ ঘন্টার ওপর ঘেরাও করে রেখেছিল; তারা সব অতিথি নারায়ন! চমত্কার!
    যে ক্রস ড্রেস পরে কলেজ চত্বরে ঢুকলো; তাকেই বা অন্য স্টুডেন্ট রা বাঁধা দিল না কেন? নিশ্চয় নীরব সমর্থন ছিল।
    এই প্রতিবাদটা তো পুলিশের সামনে করতে পারত। আমি ভদ্রলোক; আশাকরি আপনি ও তাই।অযথা ভয় পাব কেন?
    কথা হচ্ছে , আপনি ভিসির ঘরে , কেউ টাট্টি করলে সমর্থন করবেন কিনা। এখানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নগ্নতার সঙ্গে বর্জ্য পদার্থ ত্যাগ টাও, ফ্রি থাকবে।
    এ ক্ষেত্রে আমি অন্তত ভয় পাবনা, কিন্তু যাঁরা এই কাজটিকে সমর্থন করবে, তাঁদের বেশ খাটো চোখেই দেখব।
    আর একটা কথা,ক্রস ড্রেস কে অসমর্থন করি না। কিন্তু ওই ব্যক্তির পার্টিকুলার ড্রেস টিকে অসমর্থন করি। যাঁরা ওই ব্যক্তির, পার্টিকুলার আচরণ টিকে সমর্থন করছেন, তাঁরা যারা রেগুলার ক্রস ড্রেস পরিহিত ব্যক্তিদের ই প্রকারন্তরে খিল্লি করছেন। আশা করি এটুকু বুঝতে পেরেছেন।
    অনেকেই এখানে আছেন যারা টাই পরিহিত হয়ে কর্পোরেট সেক্টরে চাগ্রি করতে যান। কোনদিন যদি তাঁরা খালি জান্গু পরে অফিস যেতে পারেন; তাহলেও অন্তত বোঝা যেত।কিন্তু আড়াল থেকে সমর্থন যুগিয়েই যাবেন।
  • ভুবনের মামা | 190.215.81.75 | ২৩ আগস্ট ২০১৫ ২৩:১১685794
  • সিগারেট নিয়ে এত কথা হচ্ছে কেন? এই কদিন হল সিগারেট নিয়ে স্বাস্থ্য কারণে নিষেধ চালু হয়েছে। তাঁর আগে তো যদুপুর কি কাটাকল, প্রফেসরদের সঙ্গে ক্লাসরুমে সে সব হত। মানে এই সিগ্রেট বিড়ি। খালি জাঙ্গু পরে অফিস যাওয়ার কথা তুলনীয় হত, যদি ছেলেটি তেমন পোশাক পরে ক্লাসে যেত। একটু ভেবে দেখবেন স্যার।
  • রৌহিন | ২৩ আগস্ট ২০১৫ ২৩:৩৫685795
  • " তাহলে যারা কলেজ চত্বরে ঢুকে অকথ্য গালি গালাজ, পেন্ট নষ্ট, সিগারেট খেয়ে , বয়স্ক মহিলাটিকে ২৪ ঘন্টার ওপর ঘেরাও করে রেখেছিল; তারা সব অতিথি নারায়ন! চমত্কার!" - যারা ঘেরাও করেছিল তারা অতিথি নয় - প্রেসিরি ছাত্র বলেই জানি।
    "যে ক্রস ড্রেস পরে কলেজ চত্বরে ঢুকলো; তাকেই বা অন্য স্টুডেন্ট রা বাঁধা দিল না কেন? নিশ্চয় নীরব সমর্থন ছিল।" - নীরব কোথায় - সরব সমর্থনই ছিল এবং আছে। সেই জন্যই অতিথি বলা হয়েছে - রবাহুত নয়। ক্রস ড্রেশ নিয়ে আপনাদের যতটা ফাটছে ছাত্রছাত্রীদের ততটা না কারণ তারা ওটাকে প্রতিবাদের মাধ্যম হিসাবেই দেখেছে - ড্রেসটার রসালোতা নিয়ে ভাবার সময়টা এখনো পায়নি।
    "এই প্রতিবাদটা তো পুলিশের সামনে করতে পারত। আমি ভদ্রলোক; আশাকরি আপনি ও তাই।অযথা ভয় পাব কেন?" - প্রতিবাদটা ইউনিভার্সিটি চত্বরের মধ্যে প্রকাশ্যেই করা হয়েছে - সেখানে পুলিশ ছিল কি না (থাকা বাঞ্ছনীয় নয়) সেটা প্রতিবাদীদের দেখার বিষয় নয়। পুলিশ খুঁজে নিয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করাটা বুদ্ধিজীবিদের বিশেষত্ব - ছাত্রদের নয়।
    " কথা হচ্ছে , আপনি ভিসির ঘরে , কেউ টাট্টি করলে সমর্থন করবেন কিনা। এখানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নগ্নতার সঙ্গে বর্জ্য পদার্থ ত্যাগ টাও, ফ্রি থাকবে।" - আবারো, ভিসির ঘরে এই প্রতিবাদটা দেখানো হয়নি। আর হলেও সমর্থন করব। প্রতিবাদটাকেই।
    "এ ক্ষেত্রে আমি অন্তত ভয় পাবনা, কিন্তু যাঁরা এই কাজটিকে সমর্থন করবে, তাঁদের বেশ খাটো চোখেই দেখব।" - অবশ্যই দেখবেন - আপনার সেই অধিকার আছে এবং সেটাকে প্র্যাকটিস করুন। খুশী হব। ভয় না পাবার জন্য সংগ্রামী অভিনন্দন।
    " আর একটা কথা,ক্রস ড্রেস কে অসমর্থন করি না। কিন্তু ওই ব্যক্তির পার্টিকুলার ড্রেস টিকে অসমর্থন করি। যাঁরা ওই ব্যক্তির, পার্টিকুলার আচরণ টিকে সমর্থন করছেন, তাঁরা যারা রেগুলার ক্রস ড্রেস পরিহিত ব্যক্তিদের ই প্রকারন্তরে খিল্লি করছেন। আশা করি এটুকু বুঝতে পেরেছেন।" - না পারিনি। ইন ফ্যাক্ট ঠিক উল্টোটাই বুঝেছি। আর আরো একবার, ছাত্রছাত্রীরা ড্রেসটাকে ততটুকুই গুরুত্ব দিয়েছে প্রতিবাদের পথ হিসাবে যতটুকু দেওয়া উচিৎ। বাকিটার জন্য আপনাদের অভিনন্দন।
    " অনেকেই এখানে আছেন যারা টাই পরিহিত হয়ে কর্পোরেট সেক্টরে চাগ্রি করতে যান। কোনদিন যদি তাঁরা খালি জান্গু পরে অফিস যেতে পারেন; তাহলেও অন্তত বোঝা যেত।কিন্তু আড়াল থেকে সমর্থন যুগিয়েই যাবেন।" - সমর্থন। তবে কিনা চাকরি করতে যারা যান তাদের মধ্যে আর সেই তাজা প্রাণটা অতটা বেঁচে থাকে না তো - তাই অধিকাংশই আর পারেন না। কেউ কেউ পারেন। তাদের স্যালুট করি।
  • sm | 233.223.159.253 | ২৩ আগস্ট ২০১৫ ২৩:৫৮685796
  • বোঝা গেল পুলিশের সামনে প্রতিবাদ করলে তাদের ফাটে; তাই বয়স্ক মহিলা কে ঘেরাও করে নির্যাতন!
    আপনি ক্রস ড্রেস পরিহিত জনতাদের মানসিক চাহিদা টুকু বুঝতেই পারেন নি। তাঁরা ক্রস ড্রেস পরে নরমাল জনতার মধ্যে নরমাল ভাবেই ঘুরে বেড়ান; সেটাই স্বাভাবিক। খামকা অন্তর্বাস পরে জনসমক্ষে ঘুরে বেড়ান না।
    আর আপনি টাট্টি করা কে সমর্থন করে জানিয়ে দিলেন, নিজের ফাঁদেই পড়েছেন ও এখনো ম্যাচিওর হয়ে ওঠেন নি।অর্থাত দেখো আমি বাড়ছি মামী স্টেজ।
    মধ্যি খানে আবার "আপনাদের মত ভদ্রলোক দের" ইত্যাদি বলে বেশ একটা জম্পেশ সাব অল্টারন সমর্থন যোগাড় করার চেষ্টা চালালেন। বেশ ভালই লাগলো।
    কর্পোরেট অফিসে চাগরীর কথা টা খয়াল রাখবেন স্যার। চাগ্রি পেলে তাজা প্রাণ শুকিয়ে যায়। এসব আট ভাট বকে কুনো লাভ নাই। যদি শুকিয়েই যায়; তাহলে এই ফালতু নৌতন্কির কি দরকার?
    একজন তো বেশ বুদ্ধি করে উত্তর দিলেন, জান্গু পরে কলেজ চত্বরে ঢোকা আর ক্লাস করা এক জিনিস নয়। অর্থাত ঢোকাই যায়; কিন্তু ক্লাস করা, নই বো, নই বো চ।অর্থাত ক্লাস করলেই, অফিসে জান্গু পরে যেতে হবে, কিন্তু কেবল কলেজ চত্বরে ঢুকলে- ছাড় পাওয়া যেতেই পারে।
  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ২৩:৫৯685797
  • ঠিকই তো আছে। মাকু, নকু, শংকু --- সবার এক পদ্ধতি, ভিসির ঘরে গিয়ে গাল দাও, রাতে আটকে দাও, পারলে হেগে দাও - প্রতিবাদের একটাই ভাষা। কনসিস্টেন্ট।
  • রৌহিন | ২৪ আগস্ট ২০১৫ ০০:০৯685799
  • sm এবার এতটাই ঘেঁটেছেন যে আর বাদানুবাদে যাব না। মানে না বুঝে তর্ক চালিয়ে গেলে আমি নাচার। আপনি জিতেছেন।
  • lcm | 118.91.116.131 | ২৪ আগস্ট ২০১৫ ০০:৫২685800
  • তবে কি হাগাও সহজ কাজ নয়, বিশেষ করে বাঙালীর যেমন ক্রনিক কনস্টিপেশন প্রবলেম। কয়েকজন স্টুডেন্টকে বলুন একসাথে সিন্‌ক্রোনাইজ্‌ড ভাবে হাগতে, পারবে না, একজন বলবে সকালে উঠে বিড়ি না খেলে হয় না, আর একজন বলবে কাল রাতে ইসবগুল খাওয়া হয় নি, কেউ হয়ত বসে আছে তো আছেই... রিপোর্টার ক্যামেরা তাক করে আছে, কিন্তু হয় আর না...
  • rabaahuta | 77.191.245.247 | ২৪ আগস্ট ২০১৫ ০০:৫৩685801
  • Date:23 Aug 2015 -- 10:07 PM পড়ে ভাবলাম এই যাঃ আমি তো গত দুদিন ঘর থেকেই বেরুইনি।
  • nil | 87.109.141.138 | ২৪ আগস্ট ২০১৫ ০১:১৪685802
  • "টাট্টি করবে কি না সেটা পরের ব্যপার, কিন্তু এই যে করতেও পারে এই ভয়টা আপনাদের মত "ভদ্রলোক"দের প্রাণে ঢুকেছে, সেটাই কাম্য। প্রতিবাদের সেটাই মূল উদ্দেশ্য ছিল। স্টেটমেন্ট দিতে হলে সেটা এমন ভাবে দেওয়াই ভাল যেটা বহু লোকের কানে স্পষ্টভাবে পৌঁছয় - যেমন দিদিমনি হামেশা করে থাকেন অনুব্রত আরাবুল শঙ্কু অভিজিত অনুরাধাদের নিয়ে - যে আমি এটাই করব - তোমরা যা পারো ছিঁড়ে নাও।"
    না লিখে পারলাম না রূউহিন এটা আপনারা successfully করতে পেরেছেন। যেমন দিদিমনি অনুব্রতদের নিয়ে করে থাকেন আপনারা তার চেয়েও বেশি করতে পারেন বোঝা গেছে। আপনারা ভয় দেখানোয় সফল।
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ০৪:০৬685803
  • পাই ,

    বেশ মজাই লাগছে এখন। IP-আড্ড্রেস ট্র্যাক করে করে আসল লোকটিকে খুঁজে পাওয়ার অপার চেষ্টা, শৌখিন আন্দোলনকে ব্যাকসিটে বসিয়ে। এটা কে কি ট্রোলইং বলা যায় ? কিন্তু গুরুতে কত শতাংশ লেখক নিজের নাম লেখেন যেন ? এটাও নিশ্চয় জানবেন ভালো করে, ট্র্যাক করতে এত সময় দেন যখন।

    তবে পরিস্কার বুঝতে পারছি খুব ভালোভাবেই যে, আপনাদের সাজানো মৌচাকে কড়া, সত্যি কথার ঢিল যথাস্থানেই পড়েছে, তাই আপনার মত ব্যাগরাপন্থীদের এত রাগ। আসল বক্তব্য ছেড়ে এখন নিকের পেছনের মানুষটার পরিচয় খুঁজে বের করা বেশি জরুরী আর তারপর তাকে তিনো বা বিজেপি বলে দাগিয়ে দেওয়া তো শুধু সময়ের অপেক্ষা। তাই না ? আসলে "রাজা তোর্ কাপড় কোথায়" প্রশ্নটা হটাত শুনলে সেটা হজম কড়া খুব কঠিন বোঝাই যাচ্ছে।

    আপনাদের শৌখিন বিপ্লব নিয়ে আপনারা ভালো থাকুন, "আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি ", কেবল এই ছাত্র আর গরীব শ্রমিকগুলোর জন্য কষ্ট হয়, যারা জানে না কিভাবে আপনারা তাদের কবর খুড়ে চলেছেন, তাদের ভালো করার নাম করে।

    যাই হোক, আমার আর কি আসবে যাবে -? জাস্ট নিজের মতামত জানিয়ে গেলাম, আফটার অল ওপেন ফোরাম যখন নিজেই জোর গলায় ক্লেম করেন এত-!!! চাইলে ব্লক করতেই পারেন , তাতেও কিছু আসবে যাবে না।
  • topon | 190.148.69.210 | ২৪ আগস্ট ২০১৫ ০৪:৩৮685804
  • ও হ্যা, বলতে ভুলে গেছি, মাপ করবেন। আপনি এত বিখ্যাত (অথবা বিখ্যাত ভাবেন নিজেকে। ভাবতেই পারেন , সেটা একদম দোষের নয়), কিন্তু আপনার আসল পরিচয় সত্যি আমার জানা নেই, জানার আগ্রহ-ও নেই অবশ্য। গুরুর পাতায় আপনি নিজের নাম, ধাম কোথায়, কোন জায়গাতে লিখেছেন , সেটা আপনার মত IP- আড্ড্রেস ট্র্যাক করে করে গরু খোজার সময় বা ইচ্ছে কোনটাই আমার নেই।

    আমারি দোষ হয়ত , এত বিখ্যাত একজনের সাথে ব্যক্তিগত আলাপ হলো না। এই দুঃক্ষ রাখি কোথায় ?
  • আগন্তুক | 186.9.25.72 | ২৪ আগস্ট ২০১৫ ০৫:৫১685805
  • আমার নাম আগন্তুক নয় কোনো বাঙালির নাম pi lcm হয়না তাই ধরে নিচ্ছি ওগুলোও অসল নম নয়। সবাই বেনামেই লিখছেন যখন প্রশ্নের উত্তরে নাম নিয়ে টানাটানি করার দরকার কি।
  • shatadal | 114.167.102.244 | ২৪ আগস্ট ২০১৫ ০৬:২১685806
  • ইউসি ডেভিসে আন্দোলন করলে ছাত্রদের চোখে লংকাগুঁড়ো স্প্রে করে দেওয়া হয়। যে পুলিশ অফিসার সেটা করেন তাকে আদালত পুরস্কার (ওয়ার্কার কমপেনসেশন) দেয়।

    https://en.wikipedia.org/wiki/UC_Davis_pepper-spray_incident
  • pi | 24.139.209.3 | ২৪ আগস্ট ২০১৫ ০৬:৩৩685807
  • আগন্তুক, টানাটানিটা এই আমাদেরকে চাবকানো বা ক্যালানো উচিত জাতীয় থ্রেট দেওয়া থেকে শুরু। যেটা উনি পরের পোস্টে আবার বলেছেন বলেই ডাহা অস্বীকার করে গেছিলেন ! এই থ্রেটটা ভার্চুইয়ালি দিয়েছেন কিনা জানতে চেয়েছিলাম, সেখান থেকে শুনলাম, আমিও আমার আসল নাম, পরিচয় গোপন ক'রে এখানে লিখি।
  • k | 132.177.90.130 | ২৪ আগস্ট ২০১৫ ০৭:২০685808
  • Naam to গোপন korei lekhen।Pi ki karor naam hoy। Jana nei। se niye kanduni gaichen keno।
  • G | 195.17.184.228 | ২৪ আগস্ট ২০১৫ ০৭:৫৮685810
  • ঘাসে মুখগুঁজে রাখলে ঝড় আটকে দেওয়া যায় না।আপ্নি নিজেকে এক্টু কম জাহির করুন।সব ব্যাপারে জ্ঞান না ফলালেও চোল্বে।আপ্নিই শেষ কথা বলবেন দিব্যি কে দিয়েছে?আপ্নার কাজকাম দেখে লোকের হাসি পায়। না পেরে কাঁদুনি গাইবেন না,আমিখুব ভালো,অন্যেরা বাজে।সবাই আক্রমন কর্ছে,আপ্নি সাধু।বিখ্যত হওয়ার শখ থাক্লে,হোন না,রোজ এসে বিপ্লবেরbijjapan দিলে লোক উত্তর চাইলেইরেগে গেলে চোল্বে?দল পাকাতে আপ্নি ওস্তাদ,যান গিয়ে পাকান,লোক ডেকে আনুন,ভাব দেখলে মনেহয় গুরু আপ্নারি ব্যক্তিগত সম্পত্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন