এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:২৬685868
  • আবার সেই সিপিএমের আয়নায় নিজেদের মুখ দেখার প্রচেষ্টা.......
    সত্যি যদি পব-র ছাত্র অন্দোলনের ভাল চান তো এইসব দিশাহীন ছাত্রদের পছন্দের রাজনীতির আশ্রয় নিতে বলুন। নাহলে এর পরে কোন দিন এদের চাইতে TMCP-র গুন্ডাদের বেশী রাজনীতি সচেতন মনে হতে পারে!!
  • pi | 233.176.15.223 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:২৭685870
  • এস এফ আই র ছাত্রছাত্রীদের রাজনীতি দিশাহীন বলছেন ? তাদের পছন্দের রাজনীতির আশ্রয় নিতে বলছেন ? ঃ)
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৩৩685871
  • যাদবপুর এ ঝিমিয়ে যাওয়া আন্দোলন কে আবার প্রেসিতে চাগিয়ে তোলার জন্য ব্যাগরাপন্থীরা পথে নেবে পড়েছে আবার। যারা এসব করছে, শুধু তাদের নয়, তাদের পেছনে পালের গোদা মাথাগুলোকে না চাবকালে এই নুইসেন্স বন্ধ হবে না। তবে মমতার বাকি যাই সমর্থন করি আর না করি, এদেরকে ডান্ডা মেরে ঠিক করতে গেলে মমতার মত লোকই পারবে।
  • pi | 233.176.15.223 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৩৪685872
  • বহিরাগতরা এসে যখন প্রেসিতে তাণ্ডব চালিয়ে গেছিল, তখন আপনার কোন পোস্ট , আপত্তি দেখেছিলাম কি ?
    সেই ঘটনার বিচারের দাবিতেই তো বিক্ষোভ ছিল। এতদিন ধরেও তাই নিয়ে কিচ্ছুটি হয়নি। সরকার, প্রশাসন করেনি, উপাচার্য কিছু করেননি। ক্ষোভ খুব অসঙ্গত ?

    এখানে পদত্যাগ চেয়ে বসা নিয়ে আমারো মনে হয়েছে কিছুটা হঠকারিতা কিন্তু এটাও মনে হয়েছে, এটা এরা চাইতোই , সুযোগের অপেক্ষায় ছিল। উপাচার্যের নানা কাণ্ড কারখানায় বহুদিন ধরেই লোকজন ফুঁসছে। এখানে কিছু ঘটনার উল্লেখ আছে


    একটা বড় অভিযোগ, বহুজনই বলছেন, বিশ্ববিদ্যালয়ে সরকারি হস্তক্ষেপ নিয়ে।

    ডিঃ রিপোর্টিং এ অনুরাধা লোহিয়ার ব্যক্তিগত কী গাড়ি আছে না আছে, সেই প্রসঙ্গ অবান্তর লেগেছে, সেগুলো নিয়ে আমাকে খুঁচিয়ে লাভ নেই।
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৪১685873
  • এই তক্কটাও দিশাহীন।
    SFI-কে হাজার গাল দিলেও কাল-পরশুর দিশাহীন রাজনীতির কলঙ্কমোচন হবেনা। SFI যদি এই ভিসির পদত্যাগ দাবী করে থাকে সেটাও ভুল ভাল অবস্থান হয়েছে।

    আর যেখানে কোন মুখ্যমন্ত্রী যাবেন সেখানে সঙ্গে পুলিশ যাবেনা-এইসব ন্যাকাপনা বন্ধ হোক। সেই বুদ্ধবাবুর কনভয়ে বোমা ফাটানোর সমর্থনে এই সব ছাত্রদের পূর্বসূরীদের যে সমর্থন ছিল দিশাহীন রাজনীতির শুরু সেখান থেকেই। পব-র স্বার্থেই এইসব অর্থহীন রাজনীতির বিদায় হওয়া জরুরী।

    ছাত্ররা যদি এই শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এমনকি এই সরকারের বদল চায় তারা তাহলে তারা তাদের কম্ফোর্ট জোন ছেড়ে লম্বা সময়ের জন্য রাস্তায় নামুক।
  • sch | 113.44.175.196 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৫০685874
  • যখন প্রেসিডেন্সিতে তাণ্ডব যখন হুয়েছিল তখন তো ভি সি ছিলেন মালবিকা সরকার। তা সেটার জন্য অনুরাধা লোহিয়ার পদত্যাগ চেয়ে কি হবে? বুঝলাম না।
  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৫২685876
  • ক্ষমতায় যখন সূর্যবাবুরা থাকবেন তখন বিরোধী মমতার সঙ্গে আছি, ক্ষমতায় যখন মমতা থাকবেন তখন বিরোধী সূর্যবাবুদের সঙ্গে আছি - এসবে তো কমন ব্যাপার - কেউ বলেন সুবিধাবাদী রাজনীতি, কেউ বলেন বিরোধী রাজনীতি, ক্ষমতার দিকে আঙ্গুল তোলা, প্রশ্ন ছুঁড়ে দেওয়া... ইত্যাদি, ইত্যাদি... - এসবে অসুবিধে নেই।

    কিন্তু, বহিরাগতরা এসে মারপিট করে ঝামেলা করার দুই বছর বাদে ভিসি-কে গালাগাল দেওয়া (বহিরাগত দ্বারা) ঠিক কোন ধরনের প্রতিবাদ - এ সব প্রশ্ন তো উঠতেই পারে।

    বেড়ালের গলায় ঘন্টা বাঁধার চিরন্তন প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু যারা বাঁধবে তারা নিজেরাই যদি বেড়াল হয়ে যায়, তাহলে কি হবে।
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৫২685875
  • এসবের পুরোটাই স্টেজ ম্যানেজড নাটক করে হেডলাইন গ্রবিং এর চেষ্টা। মুখ্যমন্ত্রী কথাও গেলে কি পুলিশ যাবে না ? ছাত্ররা কি চেয়েছিল ? আর ২০১৩ এর একটা ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে কৈফিয়ত চাওয়া -? প্রেসির ছেলে মেয়েরা নিজেরা ভুলে গেছে সেসব অনেক আগে। আর যাদবপুর এর কিছু স কোল্ড ছাত্র সব জায়গাতে গিয়ে নাক গলছে কেন ? বড্ড কাচা চেষ্টা হয়ে যাচ্ছে এসব। একটা কলরব করে এসব তথাকথিত নেতার ধারণা হয়েছে, যেখানে চাইবে, যখন চাইবে, সেখানে VC হাটু মুড়ে বসে এদের দাবি মেনে নেবে। একবার এদেরকে নিজের জায়গাটা দেখানো দরকার, তারপর সব ঠিক পথে চলবে।
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৫৬685877
  • কিন্তু সেটাতো TMCP-র গুন্ডাদের সহবৎ শেখানোর পরে করতে হবে। সমস্যাতো সেটাই। ঐ দেখুন তিনোর চামচা নৃসিংহপ্রসাদ কেমন কাঁচা মিথ্যে কথাটি বলেছেন এই সময়ে।
    জুলাই মাসে CU-তে বাঁদরামো করা কোন ছাত্রটির শাস্তি হয়েছে?
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ০৯:৫৭685879
  • বাঃ, কী সুন্দর ওপেন ফোরামে এসে লোজকনকে ক্যালানোর হুমকি দিচ্ছেন ঃ)।

    অবশ্য তৃণমূলের লোকজন ও নানাভাবেই ক'দিন ধরে দিয়ে চলেছেন। আগেও দিয়েছেন।
    একটা নমুনা রইলো।

    'ভাদ্রমাস আসার সাথে সারমেয় আর বিপ্লবীরা নিজেদের কাজে ব্যস্ত থাকবেন এটা প্রকৃতির নিয়ম।প্রকৃতির ডাককে উপেক্ষা না করে সোফায় আরাম করে বসে ঘেরাও খেলাও খেলতে পারেন।চিন্তা নেই অনুরাধা দেবী রাজকুমারের মতো প্রশিক্ষিত পুলিশকে ডাকবেন না।হাসি মুখে সব সহ্য করবেন।
    চিন্তা শ্রদ্ধেয় চিনু হাজরা ও তথাগত সাহাকে নিয়ে।এদের তো আর প্রশিক্ষণ নেই যে বুঝে শুনে আদর করবে।
    চিন্তা অন্য জায়গাতেও।বিপ্লবীদের মুখ টিভিতে দেখানো হচ্ছে,সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে।ওদের তো বাড়ী ঘর আছে সেখানে বুড়ো-বুড়ীও আছে।ওদের জন্য না হয় মেডিকেল কলেজ - এন আর এস আছে, এন আর এসের মর্গ আছে,নিমতলা আছে,সুরেন্দ্রনাথ -চিত্তরঞ্জন -বংগবাসীর শান্তিপ্রিয় দামাল ছেলেরা আছে।
    বুড়ো-বুড়ীর তো কিছুই জুটবে না। '
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ১০:০১685881
  • sch, আপনি আবারো তাড়াহুড়ো করে অনেক কিছু পড়েননি বা মিস করে গেছেন।
    ঐ ঘটনার জন্য অনুরাধাকে দায়ীও করা হয়নি, তার জন্য কেউ পদত্যাগ চেয়েছে বলেও দেখিনি। আপনি দেখে থাকলে একটু জানাবেন।
    ঐ ঘটনার তদন্ত, বিচার না হওয়া নিয়ে অথরিটি কে উদ্যোগ নিতে, চাপ দিতে বলা হয়েছিল। সেটা কিছুই করা হয়নি বলে অভিযোগ।
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ১০:০১685880
  • তিনোদের কাছে অন্যকিছু প্রত্যাশা করেছিলেন নাকি? নাকি এখনো কাক আর ময়ূরের ফারাকটা করে উঠতে পারেননি বা মেনে নিতে পারেননি?
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ১০:০৩685882
  • তবে আমি আবারো বললাম, এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভিসির পদত্যাগ অব্দি যাওয়া আমার হঠকারিতা লেগেছে। বিক্ষোভ, প্রতিবাদ নিয়ে লাগেনি। সেই প্রতিবাদে বহিরাগত সামিল হলেও লাগেনি। বহিরাগতরা এসে মারামারি করলে, ভাঙচুর করলেও লাগতো। কলেজের ছেলেপুলে করলেও লাগতো। সেটা আগেরবারের ঘটনাতেও।
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ১০:০৯685883
  • আর হ্যাঁ, এই আন্দোলনে এস এফ আই খুব ভালোমতন আছে। তাই এই দিশাহীন, নিন্দনীয়, নোংরামি ইত্যাদি যা যা বলছেন, সেটা এস এফ আই কেও বলছেন, খেয়াল রাখবেন।
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ১০:১৯685884
  • এবার SFI-কে ঢাল করে প্রেসির গোলমালকে বাঁচানোর চেষ্টা!!!
    এতদিন শুনছিলাম যে তারা নাকি বাসের পেছনের দরজা দিয়ে উঠে সামনের দরজা দিয়ে নেমে যায়..... অবশেষে তারা বিপ্লবী তকমা পেল তাহলে!!
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১০:২৩685885
  • শুধু SFI - কেন, প্যাচে পড়লে ব্যাগরাপন্থীরা মোদির শরণ নিতেও ছাড়বেন না, সে সময়-ও আসবে একদিন। খুব সিম্পল ক্যাপিটালিস্ট পলিসি, শত্রুর শত্রু হলো আমার বন্ধু, সে যেই হোক না কেন, যে রঙের হোক না কেন।
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ১১:৪৪685886
  • আপনাদের বোঝায় বোধহয় সত্যি সমস্যা আছে।
    এই ভিসি পদত্যাগ, ঘেরাও নিয়ে আমার নিজস্ব মতামত আমি আগেই জানিয়েছি। বিক্ষোভ নিয়েও। কোনটা সমর্থন করি, কোনটা নয়। তারপর কাউকে ঢাল করা, অমুককে বাঁচানো, তমুকের শরণ নেওয়ার , এই কথাগুলো অবান্তর।

    এই পুরো ঘটনাকেই আপনারা গালি দিয়েছেন। তারপরে আবার দিশাহীন রাজনীতির কথা বলেছেন, পছন্দের রাজনীতিতে আশ্রয়ের পরামর্শ দিয়েছেন। আমার খুব স্পেসিফিক প্রশ্ন ছিল, এই বক্তব্যগুলো তাহলে এস এফ আই এর জন্যেও প্রযোজ্য হচ্ছে তো ?
  • h | 127.194.235.10 | ২৩ আগস্ট ২০১৫ ১২:০৪685887
  • পার্সোনালি আমার এই বিষয়ে আগ্রহ নেই, তবে ইন্ডিপেন্ডেন্ট ছাত্র আন্দোলনের মধ্যে কে বহিরাগত এই প্রশ্ন টা বার বার ওঠে বলে আমার বেশ মজাই লাগে।
  • ... | 193.90.37.5 | ২৩ আগস্ট ২০১৫ ১২:১৪685888
  • গুরুর অনেক পাবলিকের উপরও প্রশাসনের নজরদারি ও প্রয়োজনে চাব্কানির দরকার আছে।
  • pi | 192.66.79.135 | ২৩ আগস্ট ২০১৫ ১২:১৭685890
  • আপনি নামধাম প্রকাশ করছেন না কেন ? কার নজরদারি বা চাবকানির ভয়ে ? ঃ)
  • PT | 213.110.243.21 | ২৩ আগস্ট ২০১৫ ১২:২৩685891
  • লেখার আগে পড়েন না?
    "SFI যদি এই ভিসির পদত্যাগ দাবী করে থাকে সেটাও ভুল ভাল অবস্থান হয়েছে।" Date:23 Aug 2015 -- 09:41 AM
  • lcm | 118.91.116.131 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৩৫685892
  • হানুর জন্য আমার প্রশ্ন - এটাকে কি ঠিক ইন্ডিপেন্ডেন্ট ছাত্র আন্দোলন, মানে কোনো কমন সোশ্যাল/পলিটিক্যাল ইস্যুতে সংগঠিত ছাত্র আন্দোলন - এমন বলা যায়?
    আমি জানি না।
  • pi | 122.79.39.35 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৪২685893
  • আপনিও পড়েন নাঃ) প্রশ্ন ছিল লিখেছি, অছে নয়ঃ)
  • haldar | 77.191.245.247 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৫১685894
  • নজরম্যান
  • মাস্টারমশাই | 75.49.14.73 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৫৩685895
  • অন্যের লেখা পড়তে হবে এ আবার কি আব্দার? আমি মাস্টারমশাই না?
  • PT | 213.110.243.21 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৫৫685896
  • নাঃ, দিশাহীনতা নতুন মাত্রা নিচ্ছে দেখছি!!
  • sch | 233.223.130.91 | ২৩ আগস্ট ২০১৫ ১২:৫৯685897
  • @pi, আপনি লিখেছনে

    "বহিরাগতরা এসে যখন প্রেসিতে তাণ্ডব চালিয়ে গেছিল, তখন আপনার কোন পোস্ট , আপত্তি দেখেছিলাম কি ?
    সেই ঘটনার বিচারের দাবিতেই তো বিক্ষোভ ছিল।"

    বিক্ষোভ বলতে এখনকার বিক্ষোভের কথাই তো বলা হয়েছে , না কি অন্য কিছু? এই বিক্ষোভ/আন্দোলনের একটা দাবী তো ভিসির অপসারণ,। অন্ততঃ কাগজে তাই লিখেছে,

    "কর্তৃপক্ষ বারবার ছাত্রছাত্রীদের আলোচনায় বসার জন্য অনুরোধ করলেও তাঁরা রাজি হননি৷ পড়ুয়াদের নাছোড় বক্তব্য ছিল , ‘আগে ভিসিকে বলুন পদত্যাগ করতে৷ ’ শনিবার সকালবেলা প্রতিবাদীদের ঘুম ভাঙতেই ফের শুরু হয়ে যায় বিক্ষোভ৷ "

    "কটি পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপাচার্য অনুরাধা লোহিয়ার উদ্দেশে ক্ষোভ উগরে দিতে গিয়ে যে -সব বাছা বাছা সুভাষিত ব্যবহার করলেন , তা শুনে লজ্জা পাবেন মাতৃভূমি লোকালের বিবদমান দুই গোষ্ঠীও৷"

    (http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17575&boxid=18226472)
    এটা তো পরিষ্কার এর থেকে আন্দোলনের লক্ষ্য ভিসি। এগুলো মিথ্যে হলে জানি না। আমি ইন্সাইড নিউজ জানি না।

    আর ক্রসড্রেসিং করে কি প্রতিবাদ হয় সেটাও এখনো বুঝি নি।
  • PT | 213.110.243.21 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:০৯685898
  • এই কম্মগুলো SFI-এর কেউ করে থাকলে তাদের যেন কান ধরে বের করে দেওয়া হয় দল থেকে!
  • PM | 233.223.155.23 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:১২685899
  • এই দেখুন বেসু কেন্দ্রিয় হবার পরে সব সমস্যার সমাধান। ছাত্ররা আর টু শব্দ করছে না। আগে প্রতি মাসে বেসুর নানা বিপ্লবের খবর থাকতো কাগজে। সব শান্ত, কোনো বিপ্লব নেই। আগুনে ঘী দেওয়া মাস্টাররাও মন দিয়ে যে কাজের জন্য মাইনে পায় সেটা করছে এখন। (নিশ্চিত সাস্পেন্সনের ভয় আছে এখন ওখানে বেচাল করলে। )
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:৪০685901
  • তাই বলতে খারাপ লাগে, তবু না বলে পারছিনা "যেমন ------, তেমন মুগুর" ও দরকার সময় বিশেষে, নাহলে সব-ই ভুবনের মাসি কেস হয়ে যায়। কেও আবার কাওকে কুকুর বা অন্য জন্তু বলেছি ভেবে নেবেন না যেন, ওটা নিতান্তই একটা বাঙালি প্রবাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন