এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:৪৩685902
  • অন্য টই যদিও, তবুও এখানে পস্তিয়ে দি, যদি পাইদিদির চোখে না পড়ে অন্যটাতে। আফটার অল, এটাও প্রেসি নিয়েই টই।

    পাই, আপনার প্রশ্নগুলো এক এক করে উত্তর দিচ্ছি। আর আমি সবার জন্যই উত্তর গুলো রাখছি, ওপেন ফোরাম যখন, বিশেষ কারোর জন্য নয়। যার ইচ্ছে তিনি পড়বেন, বাকিরা পড়বেন না।

    ১। trolling এর উদাহরণ চাইছেন ? PT -র পোস্ট গুলোকে কিভাবে ট্রোল করা হয় সেটা সবাই দেখে। যখনি কেও অন্য মতামত দেয়, তাকে দাগিয়ে দেওয়া আপনাদের বহু পুরনো রোগ। এখন প্রেসির ঘটনা নিয়ে কেও কিছু বলতে চাইলেই তাকে তিনো বলে দাগানো হবে, এটা যেন স্বতসিদ্ধ।

    ২। যাদবপুর এর হোক কলরবের আপডেট দিতেন কি ঘটনার ঘনঘটা সম্পর্কে পূর্ণমাত্রায় নিস্পৃহ হয়ে ? নাকি তখন কলরবের সমর্থন যোগাড় করা আর নিজেকে খবরে রাখাটাও একটা দরকারী দায়বদ্ধতা ? এখন তাতে আর কোনো কাজ হচ্ছে না, তাই আপডেট ও বন্ধ ? না, ধন্যবাদ। কোনো জবাদিহি আপনাকে করতে হবে না, তবে ওপেন ফোরাম এ যখন সেটার সমর্থন এ নিজে লেখেন, তাহলে সেটার বিরোধিতা হজম করতে পারার দমটাও থাকা জরুরি। আফটার অল , নিজেই জহ্কন বলছেন বলছেন এটা ওপেন ফোরাম ?

    ৩। আমি কারকে মারার কথা বলিনি, সেটা বুঝতে ভুল হলে দুঃক্ষিত। কিন্তু কারকে মারার বা মারানোর সময় বা ইচ্ছা কোনটাই আমার নেই, বরং মনে হয় মার খেতে আপনাদের নিজেদের ইচ্ছা সবার থেকে বেশি, কারণ এত ভালো ফ্রি পাবলিসিটি আর কিছুতে আসে না। সেটা যদি মব্য র পুলিশ এর হাতে হয়, তাহলে তো সোনায় সোহাগা। আবাপতে ছবি এসে যাবে ফ্রন্ট পেজ-এ। গুরুর পাতায় আর কত লোকের কাছে পৌছনো যায় ?

    ৪। আমি চাই যেসব প্রেসির ছাত্রছাত্রীরা এই সব অসভ্যতা করছে, তাদের আইন অনুসারে যথাযথ শাস্তি হোক, প্রেসির ছেলে বলে যেন এই লুম্পেন্গিরিকে প্রশ্রয় না দেওয়া হয়। যাদবপুর-এ যা হয়েছে, আপনি নিজে যা ইচ্ছে ভাবতে পারেন, কিছু এসে যায় না আমার, কিন্তু নিজে একজন প্রাক্তনী হিসেবে এইসব ঘটনাতে আমি লজ্জিত। তাদেরকে যদি প্যাম্পার করার বদলে বের করে দেওয়া হত, আমি অন্তত গর্বিত হতাম।

    ৫। অন্যদের নাম প্রকাশ করাতে এত আগ্রহ, প্রায় হুমকি দিয়ে বলেন অন্যদের নাম প্রকাশ করতে, কিন্তু এটা কি আপনার নিজের নাম ? আপনি নিজেকে হয়ত বিখ্যাত ভাবতে পারেন, ভাবতেই পারেন সবাই আপনার নাম দেখে চিনে যাবে, কিন্তু আমি অন্তত জানি না। অন্তত আমি নিজের নাম ব্যবহার করেছি, কোনো নিক নয়। নিজে আগে নিজের সব ডিটেলস প্রকাশ করুন না , তারপর নাহয় অন্যদের জিগাবেন ? আমার সব দিতে কোনো আপত্তি নেই, কিন্তু বলে না "আপনি আচরি ধর্ম" ইত্যাদি ।

    ৬। আপনাদের দেখে কি মনে হয় জানেন ? বুদ্ধদেব বসুর "সপ্তম রিপু" গল্পের মত। আপনাদের টাকার লোভ নেই, কিন্তু যশের লোভ আছে পুরো মাত্রায়। তাই সব জায়গা তে যেখানেই গন্ডগোল দেখেন, সেখানে ঝাপিয়ে পড়েন, সমাধানের জন্য ততটা নয়, যতটা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য। তাই আম্বাসাদর এর মত গাড়ির কারখানা বন্ধ হয়ে গেলে, সেখানে শ্রমিকদের জন্য হাসপাতাল বা স্কুল বানানোর এর জন্য আন্দোলনে নেমে পড়েন, আর নিজেরা ভাবেন সেটা খুব গরিব লোকের সেবা করা হলো। যে গাড়ি নিজেরা কেও কেনে না, সেটা খোলার জন্য আন্দোলন যদি নায্য কেও ভাবে , তাহলে সন্দেহ সেটাই হয় , যে দরদ তা আদৌ গরিব শ্রমিকদের জন্য না, গরজটা বেশি নিজেকে দেখানোর। এর মধ্যে আপনাদের যাতাকলে পড়ে, যে সব শ্রমিকরা অন্তত VRS নিয়ে অন্য কিছু করতে পারতেন, তাদেরকেও পথে বসাচ্ছেন। উপকার করতে গিয়ে আখেরে অনেক বেশি অপকার করে ফেলছেন।

    এইসব দেখে ভয় লাগে, গরিব লোকগুলো আপনাদের হাতে পড়ে তিলে তিলে শেষ হবে, যদি আপনাদের বিশ্বাস করে ফেলে তারা।
  • সে | 94.75.173.148 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:৫২685903
  • pi | 122.79.39.7 | ২৩ আগস্ট ২০১৫ ১৩:৫৮685904
  • আমার প্রশ্ন ছিল আমি কোথায় ট্রোলিঙ্গ এর কথ বলেছি? আমাকে ঐ কথা কেন বলেছেন? অন্যের কথার দায় আমাকে মেন নোতে হবে? আগে এগুলো স্পষ্ট Kঅরিন। তারপর এক এক করে।
    আর আমার সম্বন্ধে এত কিছু জানেন, আমার নানা বিষয় নিয়ে কোথায় কী তার ফিরিস্তি দিয়ে দিলেন আর আমার নাম কী, আমি যাদবপুরে পড়তাম এগুলো জানেন না, এগুলোকে কি আপনার ভাষা ধার করে ন্যাকামো বলব? ঃ) এই সব উল্লিখিত তথ্য যেখানে দেখেছেন সেখানে অনেকবার আমার নাম ও নেওয়া হয়েছে বা অন্য কথাওঃ)
  • pi | 122.79.39.7 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:০৬685905
  • আর চাবকানো আর ডান্ডা মারার কথা আপনিই বলেছিলেন। এই পাতাতেই রয়েছে। তারপর ৩ বঙ্গ পয়েন্টে একটা ডাহা মিথ্যে বলে দিলেন?
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:০৭685906
  • আবার বলছি আপনি নিজেকে বিখ্যাত ভাবতে পারেন, হয়ত বিখ্যাত হতেও পারেন, কিন্তু আমার সেটা জানা নেই। আর আপনার সম্পর্কে জানার কোনো বিশেষ আগ্রহ-ও আমার নেই, আর আপনি কি লেখেন, সেটা গুরুর টই গুলো পড়লেই জানা যায়, তার জন্য আপনার ঠিকুজি কুষ্ঠি না জানলেও চলবে। হিন্দুস্তান মোটরস নিয়ে একটি টই এখনো মৃত হয়নি বোধহয়।

    এবার এটা যদি আপনার ন্যাকামো বলে বোধ হয়, আমার কিছু করার নেই, সত্যি বলতে আপনার অনেক টই পরেও আমার সেটা-ই ধারণা হয়।
  • সে | 94.75.173.148 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:০৯685907
  • pi | 122.79.39.7 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:১৩685908
  • তপনবাবু, গুরুর টইতেই আমার নাম লেখা হয়েছে বহুবার। ট্রোল আর বাকি মিথ্যে গুলো নিয়ে আর কী অজুহাত দেন দেখিঃ)
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:১৪685909
  • আবার বলি, আমার কারোকে মারার ইচ্ছে নেই, ওটা শুধু একটা কথার কথা। কিন্তু আইন আইনের পথে চলুক এটাই চাই, সিম্পল। আর মার খাওয়ার ইচ্ছে আপনাদের নিজেদের অনেক বেশি, এটাই মনে হয়, কারনটা পরিস্কার ভাবে বলে দিয়েছি। বাকি সব পয়েন্ট ছেড়ে এখন ৩ no পয়েন্টতাই নিয়ে আপনি কিছু ব্রাউনই পয়েন্ট পেতে চাইলে নিন আপনি। কিছু আসবে যাবে কি কারো তাতে ?
  • pi | 122.79.39.187 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:১৮685910
  • আমি এখানে আমার আসল নাম পরিচয় গোপন করে লিখি বললে ঘুড়াতেও হাসবে তপনবাবুঃ)
  • রৌহিন | ২৩ আগস্ট ২০১৫ ১৪:২৩685912
  • এই দট ডট ডট বাবুটি কে? পার্থ চাটুজ্জে নাকি?
  • PM | 233.223.155.23 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:২৮685913
  • চাকরী, ভালো শিক্ষক, ভালো রিসর্চের সুযোগ এসব নিয়ে ছাত্র আন্দোলন হয় বলে শুনি নি। এগুলো কি এরাজ্যের ছত্রদের কাছে কি অপ্রাসঙ্গিক?

    কলেজে ছাত্র ভর্তি নিয়ে ছাত্র সংগঠন গুলো যে ভাবে চাঁদা নিয়ে ভর্ত্তি করছে তাও অপ্রাসংগিক? কোথাও কোনো তাপ উত্তাপ নেই।

    চাকরী, শিক্ষা ইত্যাদি কাজের জিনিষ ছাড়া ব্যগরাপন্থীদের সবেতেই অপার উৎসাহ
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৩৩685914
  • এসবে মাইলেজ জোটেনা যে
  • | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৩৭685915
  • বাহ দলবেঁধে পাইব্যাশিং হচ্ছে।
    বেশ বেশ।
  • pi | 122.79.38.181 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৪১685916
  • এস এস সি র দাবিটা যেন কী ছিল? এস এস সি মনে হয় চাকরি নয়ঃ) প্রেসিতে অধ্যাপক দেঅর চলে যাওয়া আর আডমিশন নিয়ে দাবিও অবশ্যই পড়াশুনা সন্গ্ক্রান্ত কিছু নাঃ)। নির্মল আনন্দ ঃ)
  • pi | 122.79.38.181 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৪২685917
  • ট্রোল আর বাকি মিথ্যে সন্গ্ক্রান্ত উত্তর এলে তারপর তপনবাবুর সাথে বাকি কথা।
  • | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৪৩685918
  • পিটির সাথে এই অংশটায় পুরো একমত যে যারা ঐ অকথ্য অসভ্যতাগুলো করেছে তাদের শাস্তি হওয়া উচিৎ। কাগজে যা দেখলাম তাতে বড়সড় ছিহ ছাড়া কিস্যু বলার নেই।
  • সে | 94.75.173.148 | ২৩ আগস্ট ২০১৫ ১৪:৫৪685919
  • topon | 24.202.187.137 | ২৩ আগস্ট ২০১৫ ১৫:১৯685920
  • ট্রোল আর বাকি মিথ্যে --??? আহা, পড়ে নির্মল আনন্দ পেলাম। ইন ফ্যাক্ট, আপনার রিঅ্যাকশন দেখে ভালই বোঝা যাচ্ছে, সাজানো মৌচাকে ঢিলটা ভালো মতই পড়েছে, তাই এত গাত্রদাহ-!!! ভালো থাকবেন।
  • রৌহিন | ২৩ আগস্ট ২০১৫ ১৫:২০685921
  • এটা এখানে থাকল -
    Tamoghna Halder 28 mins • Calcutta • Edited • More options
    “গতকাল সন্ধ্যেবেলার ঘটনার প্রেক্ষিতে কিছু কথা। যা আমার মনে হয় জরুরী। এবং এটাই আমার শেষ প্রতিক্রিয়া সম্পূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে। গতকাল এফটিআইআইএর আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে যে জমায়েত হয় কলেজ স্কোয়ারে, সেটি মিছিল করে বেরোয় এবং যায় বিজেপি দফতরের দিকে। আমি সেই মিছিলে ছিলাম। আমাদের আটকানো হয় কলকাতা ইউনিভার্সিটি এবং মেডিকাল কলেজের মাঝের বড় রাস্তায়। সেখানে খানিক ধস্তাধস্তি হয় পুলিশের সাথে, ব্যারিকেড নিয়ে। শুভ আমাদের বন্ধু, আহত হয়। তাকে নিয়ে একদল মেডিকেল কলেজ ছুটলে আমরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা বন্ধ করি। ওখানেই পোড়ানো হয় গেরুয়া স্বস্তিক চিহ্ন। ইতিমধ্যে, আমি হাঁটছিলাম শরীর জুড়ে ফিল্মের রোল লাগিয়ে, যখন ওদিকে পূড়ছে স্বস্তিক, তখন এদিকে আমার গা থেকে সবাই মিলে দ্রৌপদীর বস্ত্রহরণের মত খুলে ন্যায় ফিল্মের রোল। পড়ে থাকে জাঙ্গিয়া এবং একটি সাদা ব্রা। সেই সাদা ব্রা তে লেখা, খুলি খিড়কি। খুলি খিড়কি গজেন্দ্র চৌহান অভিনীত একটি ছবির নাম, এ কথা অনেকেই জানেন এখন। এরপরেই মিছিল করে যাওয়া হয় প্রেসিডেন্সীর দিকে। স্বাভাবিক ভাবেই আমার ব্যাগ আমার কাছে ছিলনা। ছিল এফটিআইআই এর একজন ছাত্রের কাছে। তাকে আমি আর এখন দেখতে পাইনা। জানিনা সে কোথায়। আমরা হাঁটতে থাকি। আমার গায়ে সেই সাদা ব্রা এবং জাঙ্গিয়া এবং তাতে আমি একটুও লজ্জিত বোধ করিনা, কারণ নগ্নতা আমার রাজনোইতিক স্টেট্মেন্ট, বরাবর। আমি এর আগেও এই মাত্রায় নগ্ন হয়েছি প্রকাশ্যে। যাই হক। প্রেসির গেট খোলার মুহূর্তে আমার হাতে শৌনক ব্যাগটি ধরিয়ে দ্যায়। যে কিনা এফটিআইআইএর ঐ ছাত্রের হাত থেকে ব্যাগটি আগেই নিয়েছিল কিন্তু আমার সাথে শৌণকের দেখা হয়নি এতক্ষণ কারণ আমরা সম্ভবত মিছিলের দুই প্রান্তে ছড়িয়ে পড়েছিলাম। হুহু করে গেট খোলা হয় এবং ঢুকে পড়া হয় প্রেসিতে, এরকম একটি মুহূর্তে ব্যাগ থেকে পোষাক বের করে পরা সম্ভব ছিলনা, ঐ সময়ে দাঁড়িয়ে। আমি ব্যাগটি সুচেতাকে দিই। প্রেসিতে ঢুকে যাওয়া হয়, আমরা প্রেসির সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং স্লোগানিং হতে থাকে। হ্যাঁ, আমি ওই পোষাকেই উঠি এবং উঠে একটি অঞ্চল অব্দি এগোনোর পরে পিছিয়ে আসি, সুচেতার থেকে ব্যাগ নিই। পোষাক পাল্টাই এবং নেমে আসি। যদি এর জন্যে কারোর কাছে ক্ষমা চাইতে হয় তবে আমি এক এবং একমাত্র প্রেসির ছাত্রদের কাছে চাইতে পারি। তার কারণ আমি মনে করি মিডীয়া একধরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমার ছবিটিকে এবং একধরণের অ্যালিয়েনেশন ঘটছে। যা আন্দোলনের ক্ষতি করছে হয়তো। আমি কি অসম্ভব মানসিক চাপে গত আঠারো ঘন্টা কাটিয়েছি তা আমিই জানি। এই শেষ প্যারাগ্রাফ টি মিডিয়ার লোকেদের জন্যে, তাঁরা আমায় যোগাযোগের চেষ্টা করছেন। তাঁদের আমার যাবতীয় ডিটেলস দিলাম। আমার নাম তমোঘ্ন হালদার। আমি আই এস আই এর প্রাক্তন ছাত্র। আমার আগামী সপ্তাহের শুক্রবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে অর্থনীতির পি এইচ ডি স্টুডেন্ট হিসেবে যোগ দেওয়ার কথা। আমার মা বাবা এই মুহূর্তে আমার সাথে কথা বলছেন না। আমি কিভাবে বাড়িতে রয়েছি সেটা আমিই জানি সুতরাং ফোনে কথা বলা সম্ভব নয়। ফেসবুকের এই বিবৃতিটিই আমার প্রতিক্রিয়া। আপনারা ভালো থাকবেন। টাটা।"

    এর পরেও এ নিয়ে অনেক কথা হবে - আমরা সবাই বলব। কিন্তু এই বক্তব্যের যে সরল ঋজুতা, সেটা এখানে সবার সামনে একটু থাক। আয়নার কাজ করবে।
  • pi | 122.79.38.181 | ২৩ আগস্ট ২০১৫ ১৫:২১685923
  • আমাকে ট্রোলের অভিযোগ কেন করেছেন এখনো বলে উঠতে পারলেন নাঃ)
  • . | 208.7.62.204 | ২৩ আগস্ট ২০১৫ ১৫:৩১685924
  • মিছিল করতে গিয়ে পোষাক পরার সময় পায়নি তাই ছেলেটা সেরেফ ব্রা আর জাঙ্গু পরে হেটে গেছে। খোরাকের কি শেষ আছে? হে ভগবান তোমার পৃথিবীতে সব কিছুর অভাব শুধু খোরাকের কোন অভাব নেই কেন?
  • PM | 233.223.155.23 | ২৩ আগস্ট ২০১৫ ১৫:৩৪685925
  • ভাই দ, প্রেসির বর্তমান ছাত্র আন্দোলনের সমালোচনা হলে সেত কি পাই ব্যাসিং? আমি তো সংক্রান্ত কোনো পোস্ত-ঈ করি নি !!! দল বাধা কারে কয়?
  • নির | 212.78.26.26 | ২৩ আগস্ট ২০১৫ ১৫:৩৮685926
  • ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস-এর কি সৌভাগ্য। আসল আন্দোলন কাকে বলে সেটা এবার দেখতে পাবে ওরা সামনের শুক্কুরবার থেকে।
  • রৌহিন | ২৩ আগস্ট ২০১৫ ১৫:৪০685927
  • ইউ ক্যাল এরকম আন্দোলন বহু দেখেছে ওদের কিছু এসে যায় না। কিন্তু তিনটে ডট কি আপাতত একটায় ঠেকেছে?
  • sch | 233.223.130.91 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:০৪685928
  • " কারণ নগ্নতা আমার রাজনোইতিক স্টেট্মেন্ট, বরাবর" - খুব ভালো কথা - কিন্তু সম্পূর্ণ নগ্ন হলে তো ক্ষতি ছিল না । ব্রা টা পরলেন কেন বুঝলাম না। গেঞ্জি পরতে পারতেন - কিছু না পরে থাকলেও ক্ষতি ছিল না। ক্রস ড্রেসিং টার কি প্রয়োজন হল। এ বিষয়ে তমোঘ্নর মূল্যবান মতামত জানতে পারলে ভালো লাগত
  • sch | 233.223.130.91 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৩৯685929
  • আচ্ছা ফেসবুকের দেওয়াল থেকে পোস্ট তো ডাইরেক্ট করা যাচ্ছে দেখছি - তাহলে এটাও এখানে রাখলাম ( অতনু সিংহ - ইনি আমার ফ্রেন্ড লিস্টে নেই, কোনো রকম ভাবে আমি এনাকে চিনি না, কাজেই ধরে নিচ্ছি এটা পাবলিক পোস্ট)

    "..............................জানেন খালি মোদী-মমতার দালালি করতে। তাই প্রেসিডেন্সীর আন্দোলনের সমর্থনে আমাদের মিছিলটাকে অশ্লীল বলছেন, কারণ তমোঘ্ন ব্রা আর জাঙ্গিয়া পড়েছিল ঐ মিছিলে। ওর শিড়দাঁড়ার দম দেখে আপনাদের লিঙ্গ কুঁচকে গিয়েছিল তো? ওহে বাফুন সাংবাদিকরা, আপনারা চোখে ঠুলি বেঁধেছিলেন যখন ওই মিছিলের একটু আগেই পুলিশ প্রেসিডেন্সীর ভেতর ঢুকে ছাত্রছাত্রীদের পেটাচ্ছিল, কিংবা যখন প্রকাশ্যে ছাত্রীর শ্লীলতাহানি হোলো??? নাকি আপনাদের বাজারি ও সাময়িক এডিটররা শিখিয়েদিয়েছেন, "মমতা-মোদীর পুলিশ যাই করুক না কেন তা সমর্থন করা হবে।" তাহলে এটাও বলি, ছাত্রছাত্রীদের দমন করার চেষ্টা হলে যেটা করা হয়েছে আরো হবে। তৃণমূলী বেনিয়া উপাচার্য তাঁর পুত্রকন্যা সম ছাত্রছাত্রীদের যদি নিগৃহীত হওয়া থেকে, শ্লীলতাহানি হওয়ার থেকে রক্ষা করতে না পারেন, তাহলে তিনি কিসের উপাচার্য? প্রেসিডেন্সীকে বিক্রি করার ধান্দা করছেন নাকি উনি??? এরকম উপাচার্যের টেবিলে উঠে সিগারেট খাওয়া যদি হয়ে থাকে, বেশ হয়েছে। আরও হোক। আর এই বাজার ও আনন্দ সময় কাগজগুলির বিরুদ্ধেও আন্দোলন গড়ে উঠুক। আমি পেশায় একজন সাংবাদিক (যদিও এটি আমার পরিচয় নয়) হয়েও এ কথা বলছি। ঃ" -

    ইনি দাবী করলেন "প্রেসিডেন্সীর আন্দোলনের সমর্থনে আমাদের মিছিলটাকে " আবার তমোঘ্ন লিখেছেন "এফটিআইআইএর আন্দোলনকারী ছাত্রদের সমর্থনে যে জমায়েত হয় কলেজ স্কোয়ারে, সেটি মিছিল করে বেরোয় "। মিছিলটা তাহলে মালটিপারপাস ছিল?

    আমি তো গান্ডু পাবলিক নবারুণো বুঝি না আবার খলিল জীব্রাইলও না - কিন্তু রোশোনারা মিশ্র (আশা কতি পরিচয় দিতে হবে না) বলছেন "(আমি ভাবছি ...... তমোঘ্ন যা বলতে চাইল সেটা বুঝতে পারলামনা। একটু সহজ করে বললে জটিলতা আসতনা। তবে অনেকে মিলে যে আন্দোলন সেখানে উচ্চকিত ব্যক্তিগত প্রতিবাদ এতজনের স্বর ঢেকে দেবে ...... এটা কাঙ্খিত নয়)"
  • PT | 213.110.243.23 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৪২685930
  • " আমার আগামী সপ্তাহের শুক্রবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসে অর্থনীতির পি এইচ ডি স্টুডেন্ট হিসেবে যোগ দেওয়ার কথা"

    সেই সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে শুরু হয়ে এখন কি এটাই দস্তুর? সাড়ে তিন বছরের বিপ্লব সেরে ভোঁ কাট্টা হওয়া?? এই কারণেই কি রাজনীতিহীন, দল-বিযুক্ত ছাত্র আন্দোলনে জুড়ে যাওয়া যাতে দরকার মত কেরিয়ারের তাগিদে বিপ্লব ছেড়ে কেটে পরা যায়?
  • kc | 159.147.52.77 | ২৩ আগস্ট ২০১৫ ১৭:০১685931
  • ফেসবুকে তমোঘ্ন হালদারের এই প্রোফাইলটা এই মুহূর্তে ডিয়্যাক্টিভেটেড।
  • শ্রী সদা | 113.16.71.8 | ২৩ আগস্ট ২০১৫ ১৭:০৯685932
  • আমি বুঝছি না এখানে সেরিব্রাল জনতা কেন এই বালবাজারি বিপ্লবী পোস্টগুলো নিয়ে তর্কে জড়াচ্ছেন। পাগল ছাগল আল বাল ছাল ভর্তি চিড়িয়াখানা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। যেমন অ্যাডমিনিস্ট্রেশন তেমন ছাত্রছাত্রী তেমন তাদের তোল্লাইদেনেওয়ালা ব্যাগড়াবিদরা। এদের সাথে লজিক দিয়ে তর্ক করা মানে সময় নষ্ট।
  • প্রেসি থেকে | 186.126.237.217 | ২৩ আগস্ট ২০১৫ ১৭:৪০685934
  • কিন্তু ব্রা আর জঙ্গিয়ার কম্বিনেশানটা কেমন উটকো ঠেকছে না? ব্রায়ের সাথে প্যান্টি পরলে আরেকটু ঋজু ভাব আসতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন