এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৩৭৫১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 11.39.38.95 | ০৭ জানুয়ারি ২০১৬ ২০:২০689939
  • মরেচে!!

    অরি স্ট্যাটিস্টিয়ান দের ভাত মারবে নাকি? ঃ)
  • robu | 11.39.39.92 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:১৬689942
  • দমুদির ১ঃ২৫ ক।
  • robu | 11.39.39.92 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:২৪689943
  • আর সিকিকে এটা বোঝানো যাচ্চেনা যে আপত্তিটা ট্রোলিঙ্গের বিরুদ্ধে। সেক্ষেত্রে কাকে ট্রোল করা হচ্চে, সেটা দেখে বিচার হবে না।
    যেমন আমি যদি থিওরিটিক্যালি ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী হই তাহলে সেটা কাসভ, ধনন্জয়, ব্লগার হত্যাকারী বা রাজাকার সবার ক্ষেত্রেই ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে।
    কিন্তু সিকিকে এসব বোঝাতে হচ্ছে কেন?
    মালদা নিয়ে কল্লোলদা যাই বলুন, সরকারী, বিরোধী বা মিডিয়া সবার এই মুহূর্তে চুপ থাকাটা সবচেয়ে জরুরী, সে কল্লোলদা যে স্বপ্নের সৌধেই বাস করুন।
  • কল্লোল | 125.242.149.198 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩৪689944
  • দমের পর আর কিছু লেখার নেই।
    শুধু এটুকুই।
    পব থেকে চলে যেতে বাধ্য করেছিলো বাম সরকার। ভারত থেকে চলে যেতে বাধ্য করে কং সরকার। বামে ও কংএ তফাৎ কিছু নাইরে!
    স্বীকার করলে যাক। লজ্জা লজ্জা।
  • PT | 213.110.242.5 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৩৮689945
  • আর শঙ্খ ঘোষের সমর্থন কিংবা চুপ করে প্রতিবাদ না করা? তাতে কল্লোলদার লজ্জা করছে না?
  • kc | 198.70.42.40 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৪৫689946
  • ইশশ, ক্ষমতায় ফিরবার জন্য এত আকুলিবিকুলি দেখে হিজিবিজবিজের মতন হাসতে ইচ্ছে করে। ক্ষমতার জন্য এই মনু পোনু চিদুর কংগ্রেসের সঙ্গে জোট? সেই কংগ্রেস যারা আদিবাসী ডেভেলপমেন্টের ৬৪০ কোটি টাকা কমনওয়েলথ গেমসে ডাইভার্ট করেছিল এই সেদিনও। এরকম হলে আমি অন্ততপক্ষে আমার অ্যাফিলিয়েশন নিয়ে ভাবব।
    এখন সবথেকে আগে দরকার গৈরিক সাম্প্রদায়িকতার সমূলে উৎপাটন। অন্য সব কিছু তার পরে।
  • robu | 11.39.39.92 | ০৭ জানুয়ারি ২০১৬ ২২:৫০689947
  • কেসিদাকে ক।
  • PT | 213.110.242.5 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:০১689948
  • "এর পরে যদি বুদ্ধবাবুর সরকারের তরফে সেদিন পার্কসার্কাসে হামলা করা লোকজনের প্রতি কড়া বার্তা যেত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হত, তাহলে আজ মনে হয় কেউ দোষ দিত না।"

    অনেকেরই লিটার লিটার ব্রেনোলিয়া খাওয়া দরকার বলে মনে হচ্ছেঃ

    The President of All India Minority Forum Idris Ali, alleged to be behind the large-scale violence during a strike in Kolkata to press for revocation of visa for controversial Bangladeshi writer Taslima Nasreen, was arrested on the charge of rioting .

    Ali was charged with rioting, causing injury to police and public and damaging public property, Deputy Commissioner of Police (Detective Department) Vishal Garg said.

    The Forum chairman was arrested by detective department sleuths near his residence on Ripon Lane in Central Kolkata, the epicentre of Wednesday's violence during the three-hour shutdown called by the organisation.

    Following the violence, Taslima was packed off to Rajasthan the very next day.

    The violence was controlled after West Bengal government called out the Army which conducted flag marches on the streets of Central Kolkata which witnessed large-scale violence and arson.

    Large areas of Park Circus, Ripon street, Mouali, Mullick Bazar and adjacent areas had turned into a battlefield on that day leaving school children and office-goers stranded.

    The state authorities had to clamp an eight-hour night curfew in violence-hit areas on Wednesday night the next day.

    This was the first time since post-Babri Masjid demolition 1992 riots that the Army had been deployed on the streets of Kolkata.

    এই ইদ্রিস আলীকে আমাদের সহনাগরিকেরা তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিপুল ভোটে জয়ী করে আইনসভায় পাঠিয়েছে। আর তার বিরুদ্ধে করা মামলার কি হয়েছে সে সব খ্পর নেওয়ার ক্ষ্যামতা এখন কোন বাঙালী বিপ্লবীর নেই। তারা শুধু রাজ্য বা দেশের বাইরে বসে খুব সহজেই বাম সরকারের মুন্ডুপাত করতে পারে। পব-তে দাঙ্গা হলে (দৈহিক ভাবে) তাদের কিস্যু আসে যায় না। তবে দাঙ্গার জন্যে দু একটা লাশ পড়লে তারাই আবার সরকারের অপদার্থতা নিয়ে বাজার গরম করবে।
  • Arpan | 125.118.22.193 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:১৭689950
  • কেসিকে ক।

    তবে আমার মনে হয় শুধু ক্ষমতায় থাকার আকুলিবিকুলি নয়। মানে আপাতদৃষ্টিতে তাই মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু তাকে ছাপিয়েও একটা আতঙ্ক কাজ করছে বলে আমার মনে হয়। সেটা হল দ্রুত সমর্থনভিত্তিতে ফাটল ধরার আতঙ্ক। এবং দ্রুত ক্ষমতায় প্রত্যাবর্তন না করলে সেই ধস থামাবার আর কোন পদ্ধতি জানা নেই এইটার আতঙ্ক। তা আটকাতে কংগ্রেস নামে খড়কুটোই সই।

    কমরেড ঋতব্রত বলছেন বাস মিস করলে লোকে ক্ষমা করবে না। আরো বিখ্যাত একজন বলছেন পঃবঙ্গে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই ভাবের ঘরে চুরি করলেও তাতে ঠাকুর পাপ দেবেন না।।

    আর যে খড়কুটোর জন্য এত উদ্যোগ, তাদের অতীত ও সাম্প্রতিক ইতিহাস কি এটাই বলে না যে হাইকম্যান্ডের নির্দেশ ছাড়া ওঁয়ারা নিজেদের ডায়পারটিও পাল্টান না? হাইকম্যান্ড এই মুহূর্তে কোন দিকে ঝুঁকে সেটা তো একটা শিশুও জানে, জানেন না খালি বিপ্লবী কমরেডরা।
  • ranjan roy | 24.96.180.219 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:২৭689951
  • কেসি কে বড় হাতের ক।
  • ranjan roy | 24.96.180.219 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:২৮689952
  • অর্পণকে ক।
  • kc | 198.70.42.40 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৩২689954
  • শালা সেই ৪৮ সাল থেকে সাতাত্তর অবধি যে লোকগুলো লড়াই করে পার্টিটাকে দাঁড় করাল, সে লোকগুলো মরেও শান্তি পাবেনা। পাঁচ বছরেই সব ফুস। টোপাকুলের ডাল দিয়ে মারতে হয় এদের।
  • PT | 213.110.242.5 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৩২689953
  • যাচ্চলে!
    রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া নিয়ে এত শুচিবায়ুগ্রস্ততা কবে থেকে চালু হল? আসন্ন ভোটের প্রচারে কি বামেরা করজোড়ে তাদের ক্ষমতায় না পাঠানোর জন্য জনগণকে অনুরোধ জানাবে? তারপরে সকলে মিলে কমরেড প্রসেনজিৎ বসুকে ভারতের সকল বাম দলের মাথায় বসিয়ে বাণপ্রস্থে চলে যাবে?
  • kc | 198.70.42.40 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৩৭689955
  • পাওয়ারে যেতে হবে, তাই বলে ভুলভাল লোকেদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়া চলবেনা। চললে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হয়ে যেতেন। এই শুচিবাইগ্রস্তটা ছিল। থাকাই উচিত। পিটিদা অন্যকে এত ব্রেনোলিয়া খাওয়ান, মাঝে মাঝে নিজে খেলেও তো পারেন।
  • ranjan roy | 24.96.180.219 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৪৯689956
  • "রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া নিয়ে এত শুচিবায়ুগ্রস্ততা কবে থেকে চালু হল? আসন্ন ভোটের প্রচারে কি বামেরা করজোড়ে তাদের ক্ষমতায় না পাঠানোর জন্য জনগণকে অনুরোধ জানাবে?"

    -- বেসিকে ভুল। কমিউনিস্ট পার্টি অবশ্যই অন্যসব রাজনৈতিক দলের থেকে আলাদা। দুটো ক্যাটিগরির জন্যে এক মাপকাঠি হতেই পারে না। কমিউনিস্টরা কখনই বুর্জোয়া সিস্টেমের মধ্যে যেনতেনপ্রকারেণ পার্লামেন্টারি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে না।
    ১) কারণ,সংসদে ক্ষমতায় যাওয়া মানেই রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্তরণ করার ক্ষমতা পাওয়া নয়। কারণ শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে ক্ষমতাশালী শ্রেণী। সরকার তাদের পাপেট, ওরাই অদৃশ্য সূতো টানে।
    ২) তাই মার্কস পার্লিয়ামেন্টকে শুয়োরের খোঁয়াড় বলেছিলেন। আর লেনিন বুঝিয়েছিলেন যে বলশেভিকরা ইলেক্শনে অংশ নেয় নিজেদের রাজনীতিকে জনগণের মধ্যে পৌঁছনোর সুযোগ পাওয়ার জন্যে। সরকার চালানোর জন্যে নয়।
    ৩) কমুনিস্টরা সবসময় রণকৌশলকে রণনীতির অধীন রাখে। রণকৌশলগত কারণে রণনীতির বিপরীত স্ট্যান্ড নেওয়া শুধু নীতিগত দ্বিচারিতাই নয়, আগামী দিনে বড় বিপর্যয় একে আনার জমি তৈরি করা।
    ৪) পাইলট এসে গরুর গাড়ি চালালে সেটা এরোপ্লেন হয়ে যায় না, বরং পাইলট গাড়োয়ান হয়ে যায়। তেমনি কমিউনিস্টরা বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রের সরকারে বসলে সেই রাষ্ট্র কমিউনিস্ট/সোশ্যালিস্ট হয়ে যায় না; বরং কমিউনিস্টরা বুর্জোয়ার তাঁবেদার হয়ে যায়। (কেরেন্স্কি সরকার!)
  • PT | 213.110.242.5 | ০৭ জানুয়ারি ২০১৬ ২৩:৫৭689957
  • বামেরা অন্যের হাত না ধরে কবে ক্ষমতায় এসেছিল? যুক্তফ্রন্টেও অন্যের হাত ধরা এবং ৭৭-এর আসাটাও তো অন্যের সঙ্গে জোট করেই। আর UPA-তে যে কং-কে সমর্থন জানিয়েছিল সেই কং-এর হাতেও তো বামকর্মী খুনের রক্ত আর গায়ে জরুরী অবস্থার গন্ধ ছিল।
    পিটিদার জন্যে ঘটি ঘটি ব্রেনোলিয়ার ব্যবস্থা হোক। কিন্তু বামেরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা না করে আমসী চুষুক- এইজাতীয় উদ্ভট উপদেশ দেওয়া বন্ধ হোক।
  • kc | 198.70.42.40 | ০৮ জানুয়ারি ২০১৬ ০০:০৩689958
  • উফ, যেনতেনপ্রকারেণ ক্ষমতায় না যাওয়া মানেই আমসি চোষা? পিটিদার হল কী? এত ব্রেনোলিয়ার কেস নয়!!
  • kc | 198.70.42.40 | ০৮ জানুয়ারি ২০১৬ ০০:০৫689959
  • আর ক্ষমতায় গেলে চোষার জন্যি কী পাওয়া যায়?
  • Atoz | 161.141.84.176 | ০৮ জানুয়ারি ২০১৬ ০০:১৫689961
  • আমসত্ত্ব ঃ-)
  • | 24.99.179.234 | ০৮ জানুয়ারি ২০১৬ ০২:২০689962
  • ব্যাপর টা একটু "বড়দের" হয়ে যাচ্ছে !! ঃ(
  • কল্লোল | 125.242.139.78 | ০৮ জানুয়ারি ২০১৬ ০৬:০৩689963
  • পিটি।
    আমি আগেই বলেছি। সুনীল আর শঙ্খবাবু অন্যায় করেছিলেন।

    রোবু। বুঝলাম না। কেন মালদা দাঙ্গা নিয়ে সকলে মুখে কুলুপ দেবে!!
    খারাপ কাজ হলে প্রতিবাদ হওয়াই উচিত। এর মধ্যে স্বপ্ন আসে কোদ্দিয়ে!!
  • PT | 213.110.247.221 | ০৮ জানুয়ারি ২০১৬ ০৭:২৩689964
  • আর যারা ইদ্রিস আলীকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিল?
  • কল্লোল | 135.17.65.226 | ০৮ জানুয়ারি ২০১৬ ০৯:৩৮689965
  • পিটি।
    ইদ্রিস আলি তো ছোট ব্যাপার। তৃণমূল যে বিপুল সংখ্যায় জয়ী হলো বিধানসভায় তার দায় তো সোজাই বামেদের, বা আরও স্পষ্টতঃ সিপিএমের।
    সিপিএম, নন্দীগ্রাম, সিঙ্গুর নিয়ে পাঁঠামো না করলে মমতা নম্বরে আসে না। তার সাথে অবশ্যই সিপিএমের ঔদ্ধত্য, দম্ভ ও লুম্পেনদের তোল্লাই দেওয়া রাজনীতি। যা আজ বুমেরাং হয়ে আসছে। এই আমলে যত তৃণমূলী অপকিত্তির পান্ডারা সকলেই দেখি আগের আমলে সিপিএমের খুবই ঘনিষ্ট ছিলো।
    আর তুমি এসব কি বলছো!!! "যাচ্চলে! রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া নিয়ে এত শুচিবায়ুগ্রস্ততা কবে থেকে চালু হল? "
    তবে আর ঝামেলার কি আছে। একসাথে তৃণমূল আর বিজেপির হাত ধরলেই হয়। ক্ষমতায় আসা পাকা।
    ধ্যুস, তোমার সাথে আর তক্কো করার মানে হয় না। নাঃ খুব দুঃখ পেলাম।
  • cm | 127.247.96.97 | ০৮ জানুয়ারি ২০১৬ ০৯:৪৯689966
  • রোবুর ৭ই জানুয়ারি 10:16 p.m পড়ে কৌতুহলবশত d র ৭ই জানুয়ারি 1:25 p.m পড়তে হল। আমার খুবই দুর্বল স্মৃতিশক্তি অতএব বামফ্রন্ট সরকারের অপদার্থতার কথা ভেবে খুব চিন্তিত হয়ে উঠলাম। তবে বেশিক্ষণ চিন্তা করতে হয়নি, 11:01 p.m এ চিন্তামুক্ত করার জন্য পিটিদাকে ধন্যবাদ। আপনি যে চিন্তামুক্ত করবেন এদ্দিনে এটুকু আস্থা আপনার ওপর জন্মিয়েছে। আপনার উত্তরের পর রোবু বা d কি বলেন দেখি।

    পিটিদার ঐ পোস্ট পড়েই এও বোঝা যাচ্ছে সাধারণ রাজ্যবাসীর কাছে বামফ্রন্টের ক্ষমতায় আসা কেন জরুরী। বিপ্লবের খোয়াব পরে দেখলেও চলবে। ঐ ইদ্রিস আলিকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের হাতে কেউ নিরাপদ নয়।

    7:23 এর প্রশ্নটি ঠিক কি? ইদ্রিস আলিকে যারা জিতিয়েছে তাদের কি বলবেন, তাদের আমি বলি তৃণমূল সমর্থক তবে এ পাতায় শিখেছি তারা নিজেদের পরিবর্তনকামী, নিরপেক্ষ, নোটাপন্থী এসব বলেন।
  • PT | 213.110.247.221 | ০৮ জানুয়ারি ২০১৬ ১০:২০689967
  • কল্লোলদা
    "ইদ্রিস আলি তো ছোট ব্যাপার। "
    হে, হে কি চমৎকার এড়িয়ে গেলে। তসলীমা বিরোধীতাই ইদ্রিসের ট্রাম্পকার্ড ছিল। এটা মোটেই ছোট ব্যাপার নয়। অর্থাৎ কিনা জনগন চেয়েছিল যে তসলীমা কলকাতা ছাড়ুক। এখন জনগণের প্রত্যাশার বিরুদ্ধে হাঁটার জন্য নন্দীগ্রামকে বারাসতে টেনে আনছ কেন? তিনোরা ক্ষমতারোহণের পর থেকে তোমার সাধের APDR কতবার ইদ্রিস আলীর শাস্তি চেয়ে রাস্তায় নেমেছে?

    আসলে বামেদের বিরুদ্ধে আট-ভাট বকাটা তিনো-পন্থীদের অব্যেশে দাঁড়িয়ে গিয়েছে। সেইজন্যে ইতিহাস বিকৃতি রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেমন কিনা ইদ্রিস আলীর বিরুদ্ধে বামেদের নেওয়া ব্যবস্থা বেমালুম চেপে যাওয়ার প্রচেষ্টাতে ও তাকে "ক" দিতেও কেউ দ্বিধা করেনা।

    "এই আমলে যত তৃণমূলী অপকিত্তির পান্ডারা সকলেই দেখি আগের আমলে সিপিএমের খুবই ঘনিষ্ট ছিলো।"
    বেশ, বেশ! পুনরায় ইতিহাস বিকৃতির চেষ্টা। এই অপকিত্তির পান্ডারা কোথা থেকে এল? নেত্রী বুঝি পলিটব্যুরোর সদস্যা ছিলেন? পার্থ, মদন, কুণাল, মুকুল ইত্যাদিরা বুঝি সিপিএম থেকে এসেছে?

    "তবে আর ঝামেলার কি আছে। একসাথে তৃণমূল আর বিজেপির হাত ধরলেই হয়।"
    একদা তিনোদের তোল্লাই দিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছ দেখছি। নাহলে এমন বাক্য তুমি লিখলে কি করে? এমন কথা তো বামেরা কেউ বলেনি আর আমিও না। নাকি ভয় পাচ্ছ যে তিনোরা ক্ষমতা থেকে চলে যাওয়ার অতিক্ষীণ একটি সম্ভাবনা তৈরি হচ্ছে?

    kc
    "এখন সবথেকে আগে দরকার গৈরিক সাম্প্রদায়িকতার সমূলে উৎপাটন।"
    আদিবাসী ডেভেলপমেন্টের ৬৪০ কোটি টাকা কমনওয়েলথ গেমসে ডাইভার্ট করা কংগ্রেসের সাহায্য না নিয়ে কি ভাবে দিল্লী থেকে এই উৎপাটনের কম্মটি করা সম্ভব? তিনোর ওপরে ভরসা করে?
  • d | 144.159.168.72 | ০৮ জানুয়ারি ২০১৬ ১০:৩১689968
  • আমায় ব্রেনোলিয়া দেবার দরকার নেই, ওগুলো মনে রেখেই বলেছি এবং এখনও বলছি।
    যাদের এটুকু যথেষ্ট মনে হয় তাদের মুরোদ ঐ বিভিন্ন ফোরামে গালিগালাজ আর রাবার স্ট্যাম্পিঙেই সীমাবদ্ধ। ওগুলো কমোডে ফেলে ফ্ল্যাশ টানলেই চলে।
  • অপ্রয়োজনীয় জবাবদিহি | 192.69.246.234 | ০৮ জানুয়ারি ২০১৬ ১০:৫১689969
  • "আর সিকিকে এটা বোঝানো যাচ্চেনা যে আপত্তিটা ট্রোলিঙ্গের বিরুদ্ধে।"

    সিকিকে কিছু কিছু কথা অনেক সময়েই বোঝানো যায় না - তা সে তো অনেকেই অনেক কিছু বোঝে না। সিকিও কাল পর্যন্ত বুঝত না যে ট্রোলিং আর ক্যাপিটাল পানিশমেন্ট দাঁড়িপাল্লার দুদিকে রেখে কমপেয়ার করা যায়।

    একটি লোক, বছরের পর বছর ধরে উন্মাদের মত যুক্তিহীনতার অবতারণা করে যাবে, আর লোকে যুক্তি নিয়ে তার সঙ্গে লড়ে যাবে, কিন্তু খিল্লি করা যাবে না। ট্রোলিং এক ধরণের খিল্লি বলেই সিকি জানত - আর গুরুতে খিল্লি চলে, সেটাও সিকি জানত। সিলেক্টিভলি ট্রোলিং-এর বিরুদ্ধে না গিয়ে সামগ্রিকভাবে যাঁরা ট্রোলিং-এর বিরুদ্ধে, তাঁরা কি এই যে গুরুর পাতায় কি সোশাল মিডিয়ায় এত এত লোক মমতা বা মোদী বা সাক্ষী মহারাজ বা উমা ভারতীকে ট্রোল করে, ফেসবুকের এক ফেমাস ট্রোলার আনঅফিসিয়াল সুব্রহ্মনিয়ম স্বামীর পোস্ট শেয়ার করে - সেগুলোরও বিরোধিতা করছেন? সেগুলোর বিরুদ্ধেও একই রকমভাবে সোচ্চার হচ্ছেন তো? নাকি মোদী-মমতা পলিটিকাল পার্সোনা - তাই তাদের ট্রোলিং করা যায়, আর এই আবালটি নিতান্তই একটি সরোল গোলগাল আম আদমি তাই তাকে ট্রোলিং করা যায় না?

    যাক, ট্রোলিং করা বা তার প্রতিবাদ করা বা তার সমর্থন না করা, এগুলো প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দের ভ্যারিয়েশন - তাই নিয়ে কুনও বক্তব্য ছিল না। ট্রোলিং করেও সিকি নিজেকে অপরাধী মনে করে নি, লোকজনের প্রতিবাদও সিকি খারাপ মনে নেয় নি - কেবল দু-একজনের বাদে। মূলত ঐ একটি দুটি প্রতিবাদের ভাষার কারণেই সিকি দীর্ঘদিন চুপ করে গেছে। গুরুর পাতা ভার্চুয়াল, তবু পাতার বাইরেও লোকজনের কিছু চেনা-পরিচিতি থাকে। এখানে কেউ কারুর ধার ধারে না, আবাহন নেই, বিসর্জন নেই, এ সব কথা সিকি নিজেও অনেকবার বলেছে, কিন্তু ব্যক্তিবিশেষের মুখে আর মনে আর লেখনীতে যে বিষ জমে থাকে, যা ব্যক্তিগত অপছন্দ ব্যক্ত করতে গিয়ে বেরিয়ে পড়ে - সেইগুলো হজম করতে সিকির সমস্যা হয়েছিল - ইন ফ্যাক্ট এখনও সমস্যা আছে।

    ঐ একটি দুটি বিশেষ প্রতিবাদের ভাষার কাছে সিকির নিজের করা ট্রোলিংও নিতান্ত নির্বিষ মনে হয়েছিল। ইন ফ্যাক্ট, ট্রোলিং-এর বিরুদ্ধে যত লোককে সোচ্চার হতে দেখা গেছিল (তাদের বেশির ভাগেরই বক্তব্য ছিল - সিকির সঙ্গে এটা খাপ খায় না, সিকি সেই ২০০৫ থেকে লিখছে, তাকে এসব করা মানায় না - লে হালুয়া, সিকি কি এখানে দশ বছর ধরে ইমেজ বিল্ডিং এক্সারসাইজ করছিল নাকি?), তত লোককে কিন্তু এই একটি ব্যক্তির গত চার পাঁচ বছর ধরে চলে আসা অত্যন্ত বিরক্তিকর, ব্র্যাগিং টাইপের, যুক্তিহীন রেটোরিকের বিরুদ্ধে তেমন প্রতিবাদ করতে দেখা যায় নি। ইগনোরও করতে দেখা যায় নি, বরং ওই একই রেটোরিকে ভর করে, নিজস্ব যুক্তি সাজিয়ে এই রেটোরিকের কাউন্টার করে গেছেন তাঁরা। বছরের পর বছর ধরে গুরুর কিছু লোককে যা নয় তাই বলে ইনি আক্রমণ করে গেছেন, হ্যাঁ সো-কল্‌ড, কোট-আনকোট, "শালীনতা"র সীমা লঙ্ঘন না করেই (সত্যিই কি তাই? শালীনতার সংজ্ঞাটা বোধ হয় সবার কাছে এক রকমের নয়) - সেটা নিয়ে এই রকমের একজোট হয়ে প্রতিবাদ কিন্তু গুরুর পাতায় বা টইয়ের পাতায় সিকি কখনও দ্যাখে নি।

    তো, সিকির নিজস্ব লিমিটেড বিচারবুদ্ধি দিয়ে তার এটুকুই টেকঅ্যাওয়ে এই ঘটনাবলী থেকে, গত দশ বছরে - যে এখানে ক্রমাগত একটিদুটিতিনটি মানুষকে খুঁচিয়ে যাওয়া অ্যালাওড, ক্রমাগত আবালের মত পোস্ট করে কিছু লোককে তিতিবরক্ত করা অ্যালাওড, কিন্তু তিতিবিরক্ত হয়ে আবালটিকে ট্রোলিং করা অ্যালাওড নয় - উহা ক্যাপিটাল পানিশমেন্টকে সাপোর্ট করার মতই নিন্দনীয়।

    গোঁসা করার বয়েসে সিকি এখন আর নেই, আর সিকির সামগ্রিক আইডেন্টিটির একটা অংশ হচ্ছে এই গুরুচন্ডালি, তাই গুরু ছেড়ে সিকি কোনওদিনই যায় নি, যাবেও না, শুধু নিজের কাছে এটুকু কথা রাখা - এই আবাল যতদিন এখানে আবালপনা চালাবে, ততদিন সিকি "সিকি" নামে লিখবে না এখানে, নিতান্ত নিজস্ব ট্র্যাভেলগ ছাড়া।

    এ এক আদিগন্ত শ্বশুরবাড়ি - ডিডিদা সইত্য কইছেন, আবালেরও এখানে ভাট বকার অধিকার আছে, সিকিরও আছে। আবার না লেখার অধিকারও আছে। আবাল কোনটা বেছে নেবে সেটা আবালের ব্যক্তিগত ব্যাপার, সিকি কোনটা বেছে নেবে সেটা সিকির ব্যক্তিগত ব্যাপার, এইখানে সিকির সাথে কী খাপ খায় বা না খায়, ক্যাপিটাল পানিশমেন্টের সাথে তুলনীয় কি তুলনীয় নয় - সেগুলো নিতান্তই ইমমেটিরিয়াল। এগুলো রোবু জানে না তা নয়, সিকিও জানে না, তা নয়, বাকিরাও জানেন না, তা নয়। বটমলাইন এটুকুই - ফ্রি চয়েস।

    টই চলুক, আরেকটা হীরাভ-তে রূপান্তরিত হোক, যেমন অন্যান্য টইগুলোও হয়ে থাকে, সব টইতে তো আর জুতোর দোকান খোলা যায় না :) শুভকামনা রইল।
  • SC | 117.206.249.8 | ০৮ জানুয়ারি ২০১৬ ১১:২১689970
  • সিপুএম কে লোকে আবাজ দিচ্ছে, কারণ ওদের বুলিগুলো লম্বা চওড়া। রেভলিউশনারী ভ্যানগার্ড না কিসব লেখা দেখলাম সেদিন হীরকের রানী তি তে, কঠিন ইনজিরিতে। এসব কথার মানে কি, ভগাই জানে। সিপিএম কি এখনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস রাখে? এ প্রশ্ন অনেকবার করা হয়েছে, সমর্থকরা নিরুত্তর। অনেক উঁচুতে মাচা, এদিকে বাবা দিনের শেষে আমিও তোদের সাথেই মাংসভাত খেতে আসছি, এরকম করলে লোকে আওয়াজ তো দেবেই।
    সিপিএম কে নির্বাচনে জিততে হবে, বড় শত্রু ঠেকাতে ছোট শত্রুর সাথে সমঝোতা। এই তো ব্যাপার। সহজ সরল গোলগাল। এতে অত ইয়েচুরি সাহেবের কঠিন ইঞ্জিরির প্ন্যাচ পয়জার, ভ্যানগার্ড না কি হাবি জাবি, সাম্রাজ্যবাদ সম্প্রয়্দায়িকতা নিয়ে লেনিনের থিসিস, এত কিছুর অবতারণা করার তো কোনো প্রয়োজন নেই।
    আমারও মনে হয় ২০১৬ তে কং এর সাথে গেলে সিপিএম ভালো করবে। দক্ষিনবঙ্গে তিনুরা সাফ করে দেবে। উত্তরবঙ্গে কং/সিপিএম জোট কিছুটা লড়াই দিতে পারবে। সেখানে ভোট ভাগাভাগি হলে করত সাহেব পব: কে সিপিএম এর ইলেক্টোরাল ম্যাপ থেকে মোটামুটি বাদই দিয়ে দিতে পারেন।

    আর যারা হাঁই হাঁই করছেন তসলিমা তসলিমা করে, তারাও আবার বুঝুন। সিপিএম তিনু কেউই তসলিমার জন্য আসবে না। কেন? এর মধ্যেও অত কঠিন তত্বকথার বই পড়ে জানার কিছু নেই। পব তে ২৫% মুসলিম, সবচেয়ে বড় ভোটব্যাঙ্ক। যে লোক তা যোগবিয়োগ করার মত অঙ্ক বোঝে, সেও গিয়ে চটাবে না। একমাত্র বিজেপি চটাতে পারে, কারণ ওরা হিন্দু ভোট polarize করার রাজনীতি করে।
  • . | 74.62.219.60 | ০৮ জানুয়ারি ২০১৬ ১১:৩৬689972
  • সিকির একটা কথা খাঁটি সত্যি - PTর মতো উদ্ভট যুক্তি, কুযুক্তি আর অযুক্তির চাষ আমি অন্তত আর কাউকে করতে দেখিনি। গুরুতে যারা লেখেন আর যারা রেগুলার নীপা, তারা প্রত্যেকে এটা স্বীকার করবেন। এমনকি এই টইতেও PT অদ্ভুত পোস্টগুলো যেকোন আউটসাইডারকে ডেকে পড়ান, প্রকট যুক্তিহীনতা যে কারুর চোখে পড়বে। আর তার সাথে মাঝে মাঝে যুক্ত হয় "এপিঠ-ওপিঠ" টাইপের আরো উদ্ভট সব থিওরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন