এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৩৭৫৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • King Ghidorah | 117.167.108.171 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৪689751
  • থাকতে না পেরে "এই সময়" অবধি কয়েকমাস আগে বড় আর্টিকল লিখে ফেলেছিলো, কাজেই ব্যাপারটা অজানা বলে মনে হয় না।
  • lcm | 83.162.22.190 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৭689754
  • ট্রাফিক সিগন্যাল - লাল/সবুজ/হলুদ।
    ট্রাফিক মার্কার রং - সাদা/কালো, হলুদ/কালো ।
    এসব তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না?
  • ranjan roy | 24.99.23.22 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৭689753
  • আমার শেষ দুটো কথাঃ
    এক, আমি কোন লেখাই ব্যান করার বিপক্ষে। সে ভারত সরকার, শিবসেনা, বাম সরকার বা রুশ/চীন যেই করুক।
    আমি মনে করি কোন লেখার বিরোধিতা লেখা দিয়েই করতে হবে, রাষ্ট্রের ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে নয়। সে বুদ্ধদেব/সমরেশের লেখা হোক, বা লেনিন/মার্ক্সের প্যাম্ফলেট, বা পাস্তেরনাক/ম্যান্ডেলস্টাম! এটা আমার ব্যক্তিগত মত।
    আমি শুধু দেখাতে চেষ্টা করেছি যে একটা বইয়ের ব্যান করাকে সমর্থন করলে অন্য বইয়ের ব্যানের বিরোধিতা করার নৈতিক ভিত্তি থাকে না।
    দুই, সাহিত্যের বিচারে কোনটা গারবেজ কোনটা নয়, কালের বিচারে সিদ্ধ হয়। অনেক সমসাময়িক লেখা পরে গারবেজ থেকে কালোত্তীর্ণ আখ্যা পেয়েছে আবার উল্টোটাও হয়েছে।
    এহ বাহ্য। আশা করেছিলাম পিটি নিজের মুখে ঝাল খেয়ে আলোচনা করবেন। বেশ, তসলিমার লেখা নাই পড়ুন, অন্ততঃ সুনীল/শংখ কেন ব্যান করতে বলেছিলেন সেটাই পড়ে বলুন না! সেটাও তসলিমার লেখা কোট করেই সেরে দিলেন?
    তিন,
    সুনীল/শংখ যখন বিপরীত মত পোষণ করেন তখন পিটি কিভাবে ঠিক করেন কোনটা ঠিক? ধরুন নন্দীগ্রাম ইস্যু! একটাই উত্তর--সিপিএম সরকার কী স্ট্যান্ড নিয়েছে?
    আসলে সুনীল/শংখও ব্যাপার নয়। পিটির একটাই কমন প্যারামিটার, একটাই ব্রত। এমন একনিষ্ঠ ব্রতীকে আমার নমস্কার।
    আমি ভুল করি। ভুল স্বীকার করি। কারণ আমি অত্যন্ত সাধারণ মাপের মানুষ। আমি যাদের ইস্যু বেসড সমর্থন করি, তারাও ভুল করে--সমালোচনা করি।
    তাই সদা সর্বদা সঠিক মহামানবদের সঙ্গে আমার মিনিময় প্রায় অসম্ভব। কাটলাম।
  • SC | 117.206.249.8 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৭689752
  • কেন, সাবধানে বসাতে যাব কেন? বই ব্যান করার পক্ষে যারা বলেন, তাদের সবার প্রতি ধিক্কার রইলো। তসলিমা কেমন লেখেন, আমার জানার দরকার নেই, আগ্রহও নেই। উনি খুউব খারাপ লিখলেও আমি ওনার লেখার অধিকারের পক্ষে। আমি ওনার সমর্থকও নই, বয়ফ্রেন্ডও নই।
    আমি শুধু একটাই কথা বলেছি, বিরোধী কে বলতে দাও।
    বিরোধীকে বলতে দেওয়ার কথা উঠলেই নানা ধানাইপানাই শুরু হয়ে যায়। আপনারা একদিন বুলগাকভ কেও ব্যান করেছিলেন, কুন্দেরা কেও, আরো বহু বহু example আছে। বিরোধীকে বলতে দিতে হলেই অজুহাত শুরু হয়ে যায়।
  • King Ghidorah | 117.167.108.171 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৮689756
  • ট্রাফিক কোণ এবং ভেস্টগুলো নতুন আমদানি। চিংড়িঘাটা ফ্লাইওভারে ওঠার আগে রাস্তায় নীল-সাদা কোণ মাসখানেক হল দেখছি। আর নীল-সাদা ভেস্ট দেখলাম গত হপ্তায় একদিন - সেদিন আবার কুয়াশা ছিলো। নিক্কো পার্কের কাছে - দাঁড়াতে পারলে ছবি তুলে রাখতাম।
  • aranya | 154.160.5.102 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৮689755
  • হুম, জাস্ট টু ব্যাড ।
    পুরো শিবঠাকুরের আপন দেশ হয়ে গেছে
  • aranya | 154.160.5.102 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৯689758
  • আর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড :-(

    মমতা নিজে কখনো ড্রাইভ করেন নি মনে হয়। করলে বুঝতে পারতেন ..
  • SC | 117.206.249.8 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৩৯689757
  • আপনি অরিন্দম কে কোট করেননি, মানে বাকিদের করেছিলেন। তো:)
    সৌমিত্র কে নিয়ে কি বলেছেন, তাহলে তো মশাই সার্চ করতে হয়।
  • aranya | 154.160.5.102 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৪১689759
  • এগুলোর ছবি তুলে কলকাতা পুলিশ বা ট্রাফিক ডিপ-এর ওয়েবসাইটে দেওয়া উচিত - তার সাথে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড-এর ব্যাপারটা উল্লেখ করে।

    কাজ হবে না হয়তো, তবু ও..
  • SC | 117.206.249.8 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৪২689761
  • বাই দি ওয়ে, তসলিমার লেখার সাহিত্য ছাড়াও আরেকটা মাপকাঠি আছে। একটা এমন দেশ এবং সময়ের পুরুষতান্ত্রিক সমাজের ডকুমেন্ট, সেটা অন্য কেউ লেখেনি। সাহিত্যের থেকেও তসলিমার লেখার গুরুত্ব সেই কারণেই।
    আর মধ্যমেধার দলের পোষ্য লেখকেরা যে সব লিখত, আর পোষ্য ফিল্মমেকার রা যে ফিল্ম বানাত, বাবা গো! সুবোধের কবিতাতে যারা বাহবা দিত, তাদের সাহিত্যের স্ট্যান্ডার্ড নিয়ে খুব একটা নাকচুপনা ছিল না মনেহয়।
  • sm | 53.251.91.146 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৪৩689762
  • অরণ্য বুঝিয়ে বলুন;কোন কোন ক্ষেত্রে রং পরিবর্তন হেতু ও কেন এক্সিডেন্ট বৃদ্ধি পাবে? কারণ হালকা নীল্ ড্রেস পরে ডিউটি করছে, উড়িষ্যায় দেখে এলাম ।
    কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট রা অনেকেই পুরো সাদা ড্রেস পরে, বহুদিন ধরেই।সত্যিই জানতে চাইছি , বলে ধরে নিন ।
  • King Ghidorah | 117.167.108.171 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৪৪689763
  • কলকাতা ট্রাফিক পুলিশের ফেসবুক পেজে একাধিকবার দিয়েছি।
  • sm | 53.251.91.146 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৪৮689764
  • ওরা পাত্তা দেয় নি?
  • PT | 213.110.242.6 | ১১ জানুয়ারি ২০১৬ ০৯:৫১689765
  • "মানে বাকিদের করেছিলেন। তোঃ)
    সৌমিত্র কে নিয়ে কি বলেছেন, তাহলে তো মশাই সার্চ করতে হয়।"

    বাকিরা মানে আর কে? সুবোধ? আর সৌমিত্রকে নিয়ে আদিখ্যেতা? ওঃ সেসব চেক না করেই ফস করে লিখে দিয়েছেন?
  • দাদারা | 192.69.246.234 | ১১ জানুয়ারি ২০১৬ ১০:০৯689767
  • ক্যাশ্লেস-কে ক্যাশলেস আর তসলীমা-কে তসলিমা লেখা কি এতই কঠিন?
  • d | 144.159.168.72 | ১১ জানুয়ারি ২০১৬ ১০:১৩689768
  • এই কালার কোড, রোড সাইন এগুলোর তো ড্রাইভিঙের রিটন টেস্টে প্র্শ্ন আসে। কলকাতায় এর মধ্যে কেউ ড্রাইভিং তেস্ত দিয়েছে? কলকাতা RTO কি এই কালার কোডগুলো বদলে নিয়েছে?
  • d | 144.159.168.72 | ১১ জানুয়ারি ২০১৬ ১০:১৪689769
  • প্রশ্ন
    টেস্ট

    অবিশ্যি কলকেতায় যে কি ধরণের ড্রাইভিঙ টেস্ট হয় তার কিসু কিসু নমুনা যা শুনেছি ..... তাতে রিটন টেস্ট আদৌ হয় কিন সন্দেহ আছে।
  • Du | 183.74.27.82 | ১১ জানুয়ারি ২০১৬ ১০:১৭689770
  • মানে সিগ্ন্যালে নীল সাদা রঙ দিলে অসুবিধে হবে বলছেন?
  • PT | 213.110.243.23 | ১১ জানুয়ারি ২০১৬ ১০:৫১689772
  • "আমি কোন লেখাই ব্যান করার বিপক্ষে। "
    আম্মো।
    কিন্তু অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক অবস্থান নিতে হয়। আমার মতে এটাও তাই। যেমন ধরুণ দেগঙ্গা কিংবা কালিয়াচকের দাঙ্গা কোন বাংলা খবরের কাগজের হেড-লাইন হয়েছিল কিংবা ভেতরের পাতাতেও ছোট কোন কোন খবর? একটা থানা পুড়িয়ে ছাই করে দেওয়া হল তাও পব-র মানুষেরা জানতে পারল না!! আশ্চর্য!! এই কাগজ ওয়ালারাই তো যে কোন লেখা/খবর নিষিদ্ধ করা বিপক্ষে প্রায় মৌলবাদী অবস্থান নেয়।

    কিন্তু কেন এই খবরগুলো ছাপানো হয়নি? উত্তর একটাই। দাঙ্গার সম্ভাব্য ক্রিয়া-প্রতিক্রিয়া কমানোর জন্য কাগজ ওয়ালারা খবরটিকে নিজেরাই আদৌ না ছাপানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পাঠকের খবরটি জানার অধিকার? অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক ব্যবস্থা নিয়ে পাঠকের স্বাধিকার ভঙ্গ করা হয়েছে। বেশ হয়েছে। আর এটা নিয়ে পন্ডিতেরা চুপ করে থেকেছেন-কেন? না মানুষের জীবনের দাম পাঠকের সব সময় সব খবর জানার অধিকারের চাইতে অনেক বেশী দামী। আমার মতে তাই অন্য টইয়ের নাম বদলে "মালদা রায়ট ও বুদ্ধিজীবিদের সঠিক নীরবতা" দেওয়া উচিৎ।

    কিন্তু আজকের দিনে সত্যিই কি কিছু নিষিদ্ধ রাখা যায়? কালিয়াচকের খবর জেনেছি পব-র বাইরের টিভি চ্যানেল থেকে। দ্বিখন্ডিতও যারা পড়ার পড়ে নিয়েছে। এখনো যারা পড়েনি তাদের জন্যে বইটি রাখা থাকল এখানেঃ
    http://myallbooks.weebly.com/uploads/8/9/4/8/8948012/dwikhondito.pdf
  • sm | 53.251.88.75 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:০৫689773
  • ধন্যবাদ লসাগু। আপনি যে লিংক দিলেন ও তাতে যে সাইন গুলো দেখছি; তার বিশেষ কোনো পরিবর্তন তো কলকাতায় চোখে পড়েনি। তা, গোলটা কোথায়?
  • সব মায়া | 15.2.65.224 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:২৯689774
  • সব বই, সব নাটক, সব সিনেমা সবসময়ে অস্বাভাবিক পরিস্থিতিতেই ব্যান করা হয়। স্বাভাবিক পরিস্থিতিতে আজ পর্যন্ত কিছুই ব্যান করা হয়নি। আর ব্যান করার পর সব শাসক দল আর তাদের চ্যালারা দাবি করে অস্বাভাবিক পরিস্থিতে ঐ বইটি ব্যান করা হয়েছিল।
  • King Ghidorah | 125.112.74.130 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৪৫689775
  • Road markings play a useful role in traffic management. They should convey the required information to the driver without distracting his attention from the carriageway, for which the following rudimentary requirements should be met:

    i) Day visibility i.e. whiteness/contrast
    ii) Night visibility i.e. retroflectivity
    iii) Wet night visibility (humid/rain/ fog)
    iv) Anti-skid

    রঙের ব্যাপারেঃ



    সুত্রঃ http://uttipec.nic.in/writereaddata/mainlinkFile/File208.pdf, এবং এর রেফারেন্সঃ Code of Practices for Road Signs, IRC: 67:2001, Indian Roads Congress, New Delhi, 1978

    হলুদ-কালো/সাদা-কালো/কমলা ট্রাফিক কোণ/কর্মীদের হলুদ বা কমলা রিফ্লেক্টিভ পোশাক - এগুলো সবই সেফটি প্রিকশন - গোটা পৃথিবীতে মেনে চলা হয়। মাস কয়েক আগের "এই সময়"-এ এই নিয়ে লেখালেখিও হয়েছিলো।
  • de | 69.185.236.55 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৪৯689776
  • কলকাতা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে দিয়ে লাভ হবে না -
    কমলা/হলুদ ফ্লোরেসেন্ট কালার - দুনিয়া জুড়ে ট্রাফিকের নিয়মকে শিবঠাকুরের আপন দেশে বদলে নেওয়া হোলো, কেন্দ্রীয় কোন অর্গ্যানাইজেশনে কমপ্লেন করা যায় না? সম্ভবতঃ মমতার টুইটারে বা ফেবুতে লিখলে বা নিদেনপক্ষে কালিঘাটে চিঠি লিখলে কোন কাজ হতে পারে - কিন্তু কে বাঁধিবে ঘন্টা?
  • de | 69.185.236.55 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৫৫689777
  • দু,

    সিগন্যালে চটির ছবি ভেসে উঠতে পারে, চটির তলা (নীল) = লাল, চটির ওপর (সাদা) = সবুজ। আর ইয়েলোর কোন দরকারই নেই - ঃ)
  • ranjan roy | 24.99.48.182 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৫৬689780
  • সব মায়াকে ক।
    বিজেপি/শিবসেনারাও তাই দাবি করে। হুসেনের ছবি নিয়ে ও ওকে দেশছাড়া করার পরিস্থিতি তৈরিকরার সমর্থকদেরও একই বুলি। পাস্তেরনাকের ব্যাপারেও।
    আমার এটাই বক্তব্য--অস্বাভাবিক অবস্থা, জরুরী অবস্থা--এ সব কে ঠিক করে? শাসকদল ও তার পোঁ। ইন্দিরার জরুরী অবস্থার ঘোষণা ও সিপিআইয়ের অবস্থান দেখুন। মার্শাল টিটো ওয়ারশ প্যাক্টের দেশগুলোর অবস্থান দেখুন।
    ফলং? আমি কোন ব্যান সমর্থন করিনা কিন্তু অস্বাভাবিক অবস্থায় ব্যান সমর্থন করি- এর বাস্তব প্রয়োগ দাঁড়ায় আমি সব ব্যান সমর্থক করি যদি আমার পছন্দের দল/সরকার সেটৈ ঘোষণা করে।

    SCঃ তসলিমার লেখার সাহিত্য ছাড়াও আরেকটা মাপকাঠি আছে। একটা এমন দেশ এবং সময়ের পুরুষতান্ত্রিক সমাজের ডকুমেন্ট, সেটা অন্য কেউ লেখেনি। সাহিত্যের থেকেও তসলিমার লেখার গুরুত্ব সেই কারণেই।
    --অবশ্যই। তসলিমা যে পরিস্থিতিতে নিজের দেশে বসে সংখ্যালঘুর পক্ষে দাঁড়িয়ে "লজ্জা" উপন্যাস লিখেছে তার তুলনায় আমাদের দেশে বাবরির পর ভোপাল/মুম্বাই/গুজরাতে ব্যাপক মুসলিম নিধনযজ্ঞের কোন ডকুমেন্টেশন বা বিশ্বসনীয় ছবি কোন মেজরিটি কমিউনিটির উপন্যাসে উঠে এসেছে?
  • SC | 117.206.249.8 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৫৬689779
  • অস্বাভাবিক পরিস্থিতির কারণে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করেছিলেন। ওই পরিস্থিতির গল্প দিয়েই সমস্ত বই ব্যান কে জাস্টিফাই করেছে দু পক্ষই, বাম এবং ডান। স্তালিন যখন একের পর এক লেখক লেখিকার কন্ঠরোধ করেছেন, তখন জেনেছি সেই অস্বাভাবিক পরিস্থিতির কথা।
  • King Ghidorah | 117.167.116.86 | ১১ জানুয়ারি ২০১৬ ১১:৫৬689778
  • দে মাইরি স্বপ্নে বাস করেন। মমতার টুইটার হ্যান্ডলটা একটু চোখ বুলিয়ে দেখবেন :-p
  • PT | 213.110.243.21 | ১১ জানুয়ারি ২০১৬ ১২:০০689781
  • কাগজওয়ালারা যে খবর ব্যান করল সে বিষয়ে কিছু বাণী? নাকি সেটি ঠিক আছে? কিরকম নিঃশব্দে এড়িয়ে গেলেন ব্যাপারটা।
  • ranjan roy | 24.99.48.182 | ১১ জানুয়ারি ২০১৬ ১২:১৪689783
  • নাঃ, বাণী দেওয়া তো আপনার কাজ, ওসব আপনিই দিন গে। আমি তো আপনার ভাষায় "পরিবেশ বিষাক্ত" করছি। এড়িয়ে যাওয়া তো আপনার সাবজেক্ট! তাই কী করে সলমান রুশদি/হুসেনকে ব্যান করা সমর্থনযোগ্য নয় সেটা নিয়ে আপনি চুপ।
    কাগজওলারা কোন রাষ্ট্র নয়, ওরা ব্যবসায়ী। ওরা সব সময়ই ওদের স্বার্থানুযায়ী কোন খবর ছাপে, কোন খবর ছাপে না। এটা হরদম হয়।
    এরা কিন্তু অন্য কেউ ছাপলে তাকে অ্যারেস্ট করতে পারে না। বা বই বাজেয়াপ্ত করতে পারে না।
    আপনি এবার বলুন-- বইমেলায় সলমান রুশদিকে আটকে দেওয়াটা মমতার একই ধরণের যুক্তিতে ঠিক কাজ হয়েছিল? নাকি বুদ্ধ করলে লীলা আর মমতা করলে বিলা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন