এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৩৭৫১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৮ জানুয়ারি ২০১৬ ১১:৫৬689973
  • এটা জবাবদিহি বাবুকে ল্যাখা।

    দেখুন,একজন লোক কী করে প্রচুর লোককে তিতিবিরক্ত করে যেতে পারে একটা টইতে? না পড়লেই তো ন্যাটা চুকে যায়। শুনলেই তো কোলাহল। না শুনলেই বেশ শান্তি।

    আমি পড়ি না ফুটবলের টই। একেবারে নির্দোষ টই। কিন্তু আমার ফুটবলে কোনো উৎসাহো নেই। "অরিজিতের বিভিন্ন নাম" - একবারই খুলেছিলাম,সিংগুল ডি'এর নাম দেখে ভাবলাম নতুন কিছু আছে। খুলে দেখি একই জিনিস। এই টই একেবারে ১০০% সেকুলার,পোলিটিকালি করেক্ট এক্বং কারুর পাকা ধানে মই দিচ্ছে না। কিন্তু আমার কোনো ইন্টেরেস্ট নেই- তাই খুলি না।

    হীরাভতে অনেকেই মজা পায়। না হলে দিনের পর দিনে উত্তর লিখে যায়ই বা ক্যামনে? খামোখা এটা খুলে তারপর চটে কাঁই হবার মানে কী?

    এ তো সেই কেস। পাশের বাড়ীতে এক লোক গোলাপী আন্ডারওয়ার পরে ব্যায়াম করছেন। সেটিতে আবার ফুল ফুল ছাপ। আরেক জন মই দিয়ে উঠে ঘুলঘুলিতে চোখ রেখে রেগেই অস্থির। "এরম আন্ডি পরেছেন? আপনার কোনো ইয়ে নেই?"

    আপনেও, এই টইতে পা রাখেন ক্যান? যারা মজা পাচ্ছে তাদেরকে মজা পেতে দিন্না। শয়ে শয়ে অন্য টই তো আছে। ক্যালোর ব্যালোর কি কম পড়িয়াছে?

    ভাবুন তো পাহাড়ের ছোবি দেখে কেউ যদি বিশদ রেগে গিয়ে যদি আপনেকে ধমকায় - জানেন না আমার সদ্দির ধাত? খালি খালি ঠান্ডা লেগে যায়। আর আপনের কোনো কান্ডোজ্ঞান নেই সুদুমুদু বরোপের ছোবি দিবেনই? দিয়েই যাবেন? তাইলে?
  • King Ghidorah | 117.167.108.72 | ০৮ জানুয়ারি ২০১৬ ১২:০৫689974
  • আরেট্টু হলে কফি উল্টে জামার বারোটা বাজছিলো!
  • . | 74.62.219.145 | ০৮ জানুয়ারি ২০১৬ ১২:১৭689975
  • হ্যাঁ ডিডিও খাঁটি সত্যি কথা লিখেছেন, মানতেই হবে। সবরকম ভয়েস থাকা ভালো, উদ্ভট থেকে যুক্তিপূর্ণ সব। নইলে টিআরপিও পড়ে যায়।
  • Arpan | 116.216.182.21 | ০৮ জানুয়ারি ২০১৬ ১২:২০689976
  • কুড নট সাম ইট আপ বেটার।
  • de | 69.185.236.54 | ০৮ জানুয়ারি ২০১৬ ১২:২৫689977
  • :))) সামারিটানের সামারি!
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ জানুয়ারি ২০১৬ ১২:৫৯689978
  • DD, চোখ বন্ধ করে ভরসা করা যায়।
  • lcm | 83.162.22.190 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৩:০৩689979
  • ১০০% ডিডিস্যার
  • জবাবদিহি-বাবু | 192.69.246.234 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:১৫689980
  • সমবেত এনকোরে গলা মিলিয়ে, এনকোর থেমে যাবার পর সভয়ে জবাবদিহি পার্ট টু লিখি।

    ইন ফ্যাক্ট, জানা ছিল, এই "ইগনোর করেন্না ক্যানো" যুক্তি আসবে এর পরে - এই প্রথম তো আসছে না। খুব খাঁটি কথা। ইগনোর করাই যায়। তবে কিনা, সবাই যে কেন এটা বুঝতে পারে না। যে মজা পায়, পায়, যে মজা পায় না - সে আসে না, তো, এটা তো সিকির ট্রোলিংএর ব্যাপারেও ঘটতে পারত। ঘটে নি। কেউ কেউ আবালের আবালপনাকে স্বচ্ছন্দে ইগনোর করে বছরের পর বছর কাটিয়ে দিতে পারেন, কিন্তু সিকির ট্রোলিংকে ইগনোর করতে পারেন না - এই সিলেক্টিভ ইগনোরেন্সও যথেষ্ট কৌতূহলের উদ্রেক করে।

    ফুটবলের টইয়ের উদাহরণটা সিকিও আগে দেবে ভেবেছিল, কিন্তু ঠিক খাপে খাপে মিলবে না বলে দেয় নি, এখন ডিডিস্যার যখন দিয়েই ফেলেছেন উদাহরণটা, তখন তাই নিয়ে আরও দু-চার কথা বলার দায় থেকেই যায়।

    দেখুন ডিডিদা, ফুটবলের টই সিকিও পড়ে না। গুরুর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ফুটবল কেন, খেলাধুলো, অলিম্পিক, বিশ্বকাপ ইত্যাদি নিয়ে যত টই খোলা হয়েছে, তার একটাতেও সিকির একটা সিংগল পোস্ট নেই। সিকি তো চাইলেই পারত সেখানে গিয়ে ট্রোল করতে, আমি মশাই খেলার খ বুঝি না, আর আপুনারা ক্যানো এখানে ফুটবল নিয়ে চর্চা করছেন হে?

    সিকি করে নি। এর সিম্পল কারণ হল, খেলাধূলো সিকির ডোমেইন নয়, সিকির ফিল্ড অফ ইন্টারেস্ট নয়। ঠিক এটাই কারণ, যে কারণে সিকি হীরাভ টাই ইগনোর করে না। রাজনীতি, পলিটিকাল ডিসকাশন, ডিসকোর্স - এগুলো সিকির ফিল্ড অফ ইন্টারেস্ট, পলিটিক্স কতটা বোঝে বা আদৌ বোঝে কিনা - সেটা কথা নয়, কিন্তু পলিটিক্সে আগ্রহ রাখে বলেই হীরাভ বা অন্য টইগুলোতে যায়। আর বেছে বেছে পলিটিকাল ডিসকাশনের টইগুলোতেই এই আবালটি তাঁর মণিমুক্তো ছড়িয়ে রেখে আসেন। এর মানে কি এটাই - যে, ইনি এনার ইচ্ছেমত বিভিন্ন টইতে ছাগলামো করে আসবেন, আর সিকিকে সেইগুলো আগে থেকে দেখে বুঝে অ্যান্টিসিপেট করে সেগুলো বাইরে থেকেই ইগনোর করে ফেলতে হবে? ভুল করে ভেতরে ঢুকে দেখে ফেললেও কিছুই দেখি নি ভাব করে বেররিয়ে আসতে হবে?

    হ্যাঁ, গুরুতে শয়ে শয়ে টই আছে, যে কোনওটাতে গেলেই হয়, কিন্তু সিকি কোথায় যাবে কি যাবে না -সেটা তো সিকি নিজের পছন্দ মতই ঠিক করবে, তাই না? আরও একটা এক্সাম্পল দেওয়া যাক। রান্নার টই। সর্ষেবাটা মোচাকাটা। অনেকগুলো পর্ব আছে, একটাতেও সিকি লেখে নি, অথচ আবালপনা থেকে মুক্তি পেতে ওই টইগুলো তো আদর্শ। তবু সিকি লেখে নি। ইন ফ্যাক্ট, পড়েও নি। কারণ - রান্না সিকির আগ্রহের বিষয়বস্তু নয়। রান্নার রেসিপি নিয়ে সিকি একেবারে ইন্টারেস্টেড নয়।

    কুলদা রায়। তৃতীয় উদাহরণ। গুরুর বেশির ভাগ লোকই পড়ে খুব আহা-বাহা করেন, সিকি একেবারে বুঝতে পারে না কুলদা রায়ের লেখায় আহা-বাহা করার কী আছে। সবাইকে সবকিছু বুঝতে হবে, এমন মাথার দিব্যি তো কেউ দেয় নি, তার ওপরে কুলদাবাবুর ওই যে নেচার, গল্পটি লিখে পোস্ট করে একেবারে বেপাত্তা হয়ে যান, আর ফিরেও তাকান না, একটি বাড়তি কমেন্ট করেন না, লোকে যে এত উচ্ছ্বসিত প্রশংসা করেন, বেসিক ভদ্রতায় একটা ধন্যবাদ পর্যন্ত জানান না, আবার অনেকদিন পরে আরেকটি গল্প লিখে পোস্ট করে দেন, এবং দিয়েই হাওয়া হয়ে যান। তো, এই ব্যাপারটাও সিকির, টু সাম এক্সটেন্ট অ্যারোগেন্ট লাগে। কুলদাবাবু সিকির ফেসবুক বন্ধু, সেখানে কিন্তু উনি কনভার্সেশনে যান, গুরুর পাতায় যান না। তো - এটা নিয়েও কি ট্রোল করা যেত না? যেত। কিন্তু সিকি করে নি, কারণ সিকি এটা মেনে নিয়েছে - তার মেধা দিয়ে কুলদাবাবুর সাহিত্যের মূল্যায়ন করা সম্ভব নয়। কুলদা রায়ের গল্প, রেসিপির টই বা ফুটবলের টই সিকির ফোর্টে নয়। কিন্তু রাজনীতির টই, সর্ষের টই, জ্যোতিষের টই, পর্বে পর্বে কবিতার টই - এগুলো সিকির ফোর্টে। মানুষ তার ইন্টারেস্ট বা ডিসইন্টারেস্ট অনুযায়ীই কিছু জিনিসে ইনভলভড হয়, বা ইগনোর করে। অন্যকে ইগনোর করার উপদেশ দেবার আগে একটু নিজেরা সেগুলো প্র্যাকটিস করে নিলে ভালো হয় - সিকি না, মোল্লা নাসিরুদ্দিন বলে গেছেন।

    "ভাবুন তো পাহাড়ের ছোবি দেখে কেউ যদি বিশদ রেগে গিয়ে যদি আপনেকে ধমকায় - জানেন না আমার সদ্দির ধাত? খালি খালি ঠান্ডা লেগে যায়। আর আপনের কোনো কান্ডোজ্ঞান নেই সুদুমুদু বরোপের ছোবি দিবেনই? দিয়েই যাবেন? তাইলে?" - তাইলে কিছুই না। ট্রোলিং-কে সিকি স্পোর্টিংলি নেয়, মুচকি হেসে আরেকটা ট্র্যাভেলগ লিখবে।

    ডিডিদা কদিন আগে একটা মজাদার ভ্রমণকাহিনি লিখেছিল - সেখানে কুমুদিকে উদ্ভট সাজপোশাক পরানোর সাথে সিকির ট্র্যাভেলগ লেখার স্টাইল নিয়েও হাল্কা মস্করা করা হয়েছিল। মকারি ভাবলে মকারি, ট্রোলিং ভাবলে ট্রোলিং। সিকি নিজেও উপভোগ করেছিল, এতটুকু বিরক্ত হয় নি। কারণ হাস্যরসের সাথে সাথে সেখানে উদ্ভটরসেরও আধিক্য ছিল - সত্যিই উপাদেয় হয়েছিল। কিন্তু চাইলে কি গোঁসা করা যেত না? কে জানে!

    তো, মোদ্দা কথা এই, ট্রোলিং করা, মজা পাওয়া, বিরক্ত হওয়া - এগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে। সব ভয়েসই থাকুক, শালীনতার সীমা লঙ্ঘন না করে - এটুকুই কাম্য। ইগনোর করলে সবই করা হোক। প্রতিবাদ করা হলে সবকিছুরই করা হোক। সিলেক্টিভ প্রতিবাদেই বেদম কান চুলকোয় - এই আর কী।

    এত কথা লেখার ইচ্ছে ছিল না, অপ্রয়োজনীয়ভাবে কয়েকজনকার নাম লিখে ফেললাম, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু কথা উঠল বলেই মনে হল, কথাগুলো খোলসা করে নেওয়া ভালো।
  • কল্লোল | 135.17.65.226 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৫:৪৭689981
  • যা ব্বাবা। হচ্ছিলো তিনো-সিপিএম, তার মধ্যে ট্রোলিং-মান-অভিমান...........কি যে হচ্ছে কে জানে।
  • PT | 213.110.246.25 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:১৪689595
  • আম্মো বুঝছি না কল্লোলদা!!
  • | 213.132.214.85 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৬:২৪689596
  • PT দা, অনেক ধন্যবাদ। ডিটেলে লিখছি।
  • cm | 127.247.99.195 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৭:০০689597
  • অ . বাবু/বিবি যুক্তির ব্যাপার স্যাপারতো আপনি ভাল বোঝেন, তা সব রকমের ভয়েস থাকার মানে কি কারু বক্তব্যকে “ছাগলামো ” বলার স্বাধীনতা? এট্টু যুক্তি দিয়ে বুঝায়ে বলেন দিকি। আমার ভারি দৃষ্টিকটু ঠেকতেছে।

    আরো একখান প্রশ্ন ছিল, কই কি শালীনতার সীমা ঠিক করে কেডায়, ব্যক্তি না সমাজ? করলে ক্যামনে করে? বেশ যুক্তি দিয়া বুঝায়ে লেখেন।
  • | 213.99.211.18 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৭:০২689598
  • চাঁদু মিঞা নাকি? বহু দিন পরে..
  • cm | 127.247.99.195 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৭:০৫689599
  • আজ্ঞে, কদিন চেন্নাই এর বাইরে গেসলুম।
  • | 213.132.214.83 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৭:০৯689600
  • আচ্ছ আচ্ছা। ওয়েল কাম ব্যাক ঃ)
  • পবর জনতা | 105.211.231.161 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৮:১৮689601
  • ছাগলকে ছাগল বললে আমার বড়ো দুঃখ হয় (দীর্ঘশ্বাস ইমো)
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৮:৪৬689602
  • ফুটবল টই এর প্রতি সবার এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানালাম।

    আমি আবার একমাত্র এই ফুটবল টই এর টানেই গুরু তে আসি। বাকি যা কিছু ফাউ।
  • cm | 127.247.99.195 | ০৮ জানুয়ারি ২০১৬ ১৮:৫৬689603
  • http://zeenews.india.com/bengali/kolkata/arun-jaiteley-cant-charm-up-bjp-party-leaders_135158.html

    “ দুদিনের বিজেপির রাজ্য কমিটির বৈঠকে প্রায় ৩০০-র ওপর প্রতিনিধির সামনে জেটলি কড়া ভাষায় আক্রমণ করলেন বামপন্থীদের। স্বল্প সময়ের তাঁর বক্তৃতার প্রায় পুরোটা জুড়েই ছিল ৩৪ বছরের বাম শাসন নিয়ে বিদ্রূপ। তৃণমূল নিয়ে তিনি বরং অনেক নরম ছিলেন। সারদার মতো ইস্যু থেকে আইনশৃঙ্খলা একটি কথাও খরচ করলেন না অরুণ জেটলি। কংগ্রেস-সিপিএমের জোট জল্পনাও নিয়েই বরং কটাক্ষ ছিল তাঁর গলায়।”

    এ পাতাতেও এরকমই দেখছি বটে।
  • ঈশান | ০৮ জানুয়ারি ২০১৬ ২০:৪৫689604
  • সিকিকে মোটের উপরে ক। ওই জন্যই হীরাভতে আমি মোটের উপর সবাইকে ইগনোর করি। নিজেকেও।

    অন্যরকম হলে অবশ্য ভালই হত। কিন্তু সেসব ঈশ্বরের হাতে :-)।
  • Arpan | 74.233.173.193 | ০৮ জানুয়ারি ২০১৬ ২০:৫৫689606
  • এই পাতাতে আবার কারোর কারোর পোস্ট পড়ে পঃবঙ্গ জুড়ে বিশাল অস্বাভাবিক পরিস্থিতি তৈরী হয়েছে সেটা মনে পড়ে যায়। ঃ)
  • lcm | 60.242.74.27 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:২৬689607
  • ফুটবল-বিরোধী কন্সপিরেসি, খুবই সিরিয়াস ব্যাপার - এগুলো ইগনোর করবেন না - টই জুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরী হচ্ছে।
  • PM | 53.251.89.158 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:৪৮689608
  • সত্যের খাতিরে বলেই যাই হীরাভ টই আমার বেশ ভালো লাগে। PT বাবুর প্রয় একাকী যুদ্ধ-ও এন্জয় করি। বেশীর্ভাগ যুক্তি-ঈ বেশ যুক্তিগ্রাহ্য মনে হয় ঃ)

    বরং শীল্পে কাজ করে শীল্প বিরোধী অবস্থান, পুজির স্বর্গে দিয়ে বামপন্থী বুলি আওরানো, ডলার কামিয়ে চাষীর প্রতি দরদ এসব-ই "উদ্ভট আর কু যুক্তিপূর্ণ " লাগে অনেক বেশী। অবশ্য-ই ব্যক্তিগত মত।, এর জন্য এসব বন্ধ করার কোনো দাবী নেই মোটেই। এ সব নিয়েই হীরক রানীর টই ভালো লাগে যেটা আবার সিকির-ই খোলা।

    সিকির লেখার মধ্যে দিয়ে পাওয়া সিকিকে আমার দারুন ভালো লাগে। কিন্তু সইত্যের খাতিরে এটাও বলি, PT কে ট্রোল করা মোটেও ভালো লাগে নি। বরং গুরুর অলিখিত স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ কুরুচিকর লেগেছে।
  • lcm | 60.242.74.27 | ০৮ জানুয়ারি ২০১৬ ২১:৫৩689609
  • খেয়েছে! পিএম কইলেন - ডলার কামালে চাষীর প্রতি দরদ হওয়া উচিত নয়। হোয়াট অ্যাবাউট - চা বাগানের কর্মী, চা-চাষী? কইয়া দ্যান পিলিজ।
  • Abhyu | 109.172.116.187 | ০৮ জানুয়ারি ২০১৬ ২২:০৮689610
  • আপনারা আমার ধাঁধার টইয়ের নাম নিলেন না দেখে আমি খুব ব্যথা পেয়েছি। আর কবিতার টইগুলো? ওগুলোতে তো প্রত্যেকটা পোস্টই আমার ট্রোলিংএর চেয়েও গদাম লাগে, তার বেলা?

    তবে সিকি রান্নার টই মিস করে ভালো করিস নি, ওতে প্রায়শঃই রান্নাযোগ্য রেসিপির থেকে বেটার জিনিস থাকে।
  • Arpan | 74.233.173.203 | ০৮ জানুয়ারি ২০১৬ ২২:১৩689611
  • হ্যাঁ, যেমন মোচাবাটা।
  • lcm | 60.242.74.27 | ০৮ জানুয়ারি ২০১৬ ২২:১৫689612
  • সারাদিন টই টই করে টই বেড়ানো আমার পছন্দ নয়। কারেন্ট টই-এর লিস্ট থেকে প্রথম দু-তিনটে তে ক্লিক করলাম, প্রথম পাতাটা দু-একটা পাতায় চোখ বোলালাম - ব্যস্‌, অল সেট টু পোস্ট কমেন্ট । এরপর, এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়্লাম, ঢেকুর উঠলে ভালো, নইলে এমনিই।
  • s | 77.59.61.153 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:০৬689613
  • ইদ্রিশ আলির নেতৃত্বে যখন (২২-নভেম্বর ২০০৭) পার্কসার্কাস অঞ্চলে গন্ডগোল হয় তখন তিনি কংগ্রেসের নেতা, তিনো নন। তাহলে গালি দিতে হলে কংগ্রেসকেও দেওয়া উচিৎ, যার সংগে বামেরা আবার জোট করার প্লান করছে।

    ২২-নভেম্বর আলিকে পুলিশ ধরেও ছেড়ে দেয়। গ্রেফতার করে ২৪ তারিখ। আবার তিনি জামিনে মুক্ত হন ডিসেম্বরের ৫ তারিখ।
    এই হল ব্রেনোলিয়ার গপ্প।

    http://www.merinews.com/article/idris-ali-president-of-all-india-minority-forum-arrested/128028.shtml
    http://articles.economictimes.indiatimes.com/2007-12-07/news/27672141_1_arrest-warrant-city-court-rioting-and-attempt
  • sm | 53.251.88.155 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:৩৮689614
  • পিটি কোনো একাকী যুধ্ধু করে না। কারণ পো ধরার অনেক লোক আছে।তাঁরা সুযোগ সুবিধে পেলেই সাপোট করে আবার গতিক সুবিধের নয় দেখলে গা ঢাকাও দেয়। ক্রমাগত বুদ্ধিজীবী আর ও বাম দের ওপর অসুয়া আর বিষোদ্গার চোখে পড়ার মতন।
    ডলার কমিয়ে চাষীর প্রতি দরদ আর পুঁজির স্বর্গে বাস করে কেউ আট ভাট বকলে সেটাকে তো না ডিফেন্ড করে সবাই চুপ করে বসে থাকতে পারেনা?
    কথা হচ্ছে আট ভাট বকাটা। কে কোথায় কাজ করছে বা থাকছে সেটা ইম্পর্ত্যান্ট নয়।
    কোনো এক সরকার এসে হটাত একদিন চাষের জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের বিলিয়ে দেবেন আর উন্নয়নের গপ্প শোনাবেন।
    আর সব্বাই কে সেই গপ্প হজম করতে হবে, এমন দিব্যি তো কেউ দিয়ে রাখেনি।
    লোকে ৫০ হাজার কোটি ঘাপলার গপ্প শোনাবে আর এতদিনে অন্তত ২৫ হাজার কোটি উদ্ধার করে গরিব মানুষদের বিলিয়ে কেন দেওয়া হলনা সেই প্রশ্ন করবে না।টাকা তো আর মিলিয়ে যায়নি!
    শিল্পপতিরা, হাজার হাজার লোককে ভিটে মাটি ছাড়া করে অধিগৃহীত জমি, প্রকল্প করব প্রতিশ্রুতি দিয়েও, কেন ওআক ওভার করবে, সেই নিয়ে প্রশ্ন হবে না।
  • robu | 233.29.204.178 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:৫৩689615
  • "লোকে ৫০ হাজার কোটি ঘাপলার গপ্প শোনাবে আর এতদিনে অন্তত ২৫ হাজার কোটি উদ্ধার করে গরিব মানুষদের বিলিয়ে কেন দেওয়া হলনা সেই প্রশ্ন করবে না।টাকা তো আর মিলিয়ে যায়নি!"
  • sm | 53.251.88.155 | ০৯ জানুয়ারি ২০১৬ ০০:৫৫689617
  • ঠিক ধরেছেন রোবু।টাকাটা গেল কোথায় বলুন তো মশায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন