এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৩৭৫১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.23 | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:২০689818
  • উঃ!! বাঁচলাম। এত খোঁচাখুঁচির পরে.....
  • ranjan roy | 24.96.15.141 | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:৪০689819
  • এত তাড়াতাড়ি বাঁচামরা কেন?
    এই তো সূর্যবাবু জনসভায় সোনিয়াকে হ্যাঁ কি না জিগাইলেন। কইলেন--তাড়াতাড়ি জানান, ভোটবিপ্লবের বেলা যে যায়! সোনিয়া এখনও নীরব।
    মানস কইলেন-- আমাগো হাইকম্যান্ডের সঙ্গে এমন পিৎলা আলাপ কইর‌্যা সম্বন্ধ অইব না। কংক্রিট প্রস্তাব লিখিত ভাবে দ্যান, নইলে আপনারা ছিরিয়াস না!
    আবার ইন্ডিয়ান একসপ্রেসে ইয়েচুরি কইলেন--কং এর সঙ্গে ফ্রন্ট? নৈব নৈব চ!
    ত্রিপুরা কং /ত্রিপুরা সিপু সবই কয়--অগো সঙ্গে চলা যাইবো না।
    চাচি গো আমি মইলাম গো, বড় দায়ে ঠেকাইছে আল্লা!

    এদিকে বিহারে মোদিরে ঠেকাইতে সিপিএম লালু-নীতীশের হাত না ধইর‌্যা বিশুদ্ধ বাম ফ্রন্ট করলো। ফলং? একটাও সীট পায় নাই। কিন্তু মাঝ্খান থেইক্যা নক্শালগ্রুপ (লিবারেশন) তিন-তিনডা সীট নামক দই মাইর‌্যা গেছে।

    ম্যাঘে দেয় না পানি, কী করি গো নানী, ক্ষেত হইল ফুটিফাটা গো, বড় দায়ে ঠেকাইছে আল্লা!
  • ranjan roy | 24.96.15.141 | ১২ জানুয়ারি ২০১৬ ১৪:৪৪689820
  • এসসির সঙ্গে গলা মিলিয়ে মমতার সাম্প্রদায়িক রাজনীতিকে ধিক্কার!
    একই সঙ্গে দাঙ্গা পাকিয়ে ভোট পোলারাইজেশনের উদ্দেশ্যে আর এস এস এর কমলেশ তিওয়ারির জনসভায় হজরত মহম্মদ কে "গে" বলে উস্কানি দেওয়ার রাজনীতিকেও ধিক্কার।

    কিন্তু এর প্রতিবাদে যারা সরকারি যানবাহন ও থানা পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার আইন শৃংখলা রক্ষার জন্যে আইপিসির স্পেসিফিক ধারায় বিচার করে শাস্তি দিক।
  • Rupert Hentzau | 151.0.12.127 | ১২ জানুয়ারি ২০১৬ ১৫:১০689821
  • আচ্ছা রঞ্জনদা, বলুন দিকি - সূর্যবাবু তো রাজনীতির ফিল্ডে নভিস নন। উনি কি জানেন না যে কংগ্রেস বা অন্য যে কেউ হোক, তাদের জোটের প্রোপোজাল এভাবে জনসভায় দেয় না? আমার কেন জানি না মনে হচ্ছে অন্য অঙ্ক আছে। স্পেকুলেশন অবশ্যই।
  • ... | 74.233.173.203 | ১২ জানুয়ারি ২০১৬ ১৬:৩৩689822
  • তীয়য়ারী এক শিশু ধর্ষক কে গে বলল, আর উত্তেজনা লেগস গেল আর রঞ্জনবাবু দাঙ্গাবাজদের সমালোচনা করতে গিয়ে "ইতি গজ" র মত তিয়ারী নিয়ে সাবধান বাণী দিয়ে দিলেন।

    তথাকথিত সেকুলারদের এইরকম ই বক্ত্যব্য ছিল না শার্লি হেব্দ হত্যাকান্ডে ? ওরা কেন মোহাম্মদের কার্টুন ছেপে সংখ্যালঘু ভাবাবেগে আঘাত দেবে?

    তাহলে ফিদা হোসেনকে তাড়ানো ও ঠিক আছে কি বলুন? ও কেন ন্যাংত স্বরস্বতী আঁকবে?

    এনারাই না আবার তসলিমার জন্য নাকের জল চোখের জল এক করেন।
  • হে হে | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ১৬:৩৮689823
  • পেডোফিল বলে উস্কানি দিলে তাও না হয় একটা কথা হত। "গে" বললে যদি সেটা উস্কানি দেওয়া হয়, তা হলে হে মোর দুর্ভাগা দেশ আবৃত্তি করা ছাড়া আর কোনও উপায় থাকে না।
  • robu | 213.99.211.81 | ১২ জানুয়ারি ২০১৬ ১৭:০৯689824
  • কিন্তু এটা কি অস্বীকার করা যাবে যে 'গে' বলা হয়েছিল উস্কানি দেবার জন্যই?
    হে মোর আরো বেশি দুর্ভাগা দেশ।
  • সে আর বলতে | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ১৭:৩০689825
  • দু তরফেই দুর্ভাগা।
  • PT | 213.110.246.25 | ১২ জানুয়ারি ২০১৬ ১৮:১৮689826
  • অঃ! গে বা পিডিফিল নামক মৌখিক ক্রিয়ার যদি প্রতিক্রিয়া হয় একটা থানা জ্বালিয়ে দেওয়া তাহলে রাস্তা কেটে/গাছ ফেলে গেরামকে রাজ্য থেকে আলাদা করে দিলে থানা কেন সেই সশস্ত্র বাঁদরদের দিকে তাক করে গুলী চালাতে পারবে না?
  • ঠিক ঠিক | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ১৯:৪৬689828
  • পক্ষীরাজ যদি হবে তো ন্যাজ নেই ক্যানোওওও?
  • ranjan roy | 229.64.78.195 | ১২ জানুয়ারি ২০১৬ ১৯:৫১689829
  • ...,
    আপনার বক্তব্যটি বেশ মজার।
    শিশুধর্ষক কাকে বলছেন একটু স্পষ্ট করবেন কি?

    হেব্দোর হত্যাকান্ডে একটাই বক্তব্য ছিল-- কারো প্রাণ নেওয়া যায় না।সেটা নিন্দনীয়। রাষ্ট্র নিক আর যেই নিক। ধার্মিক উন্মাদনায় কারো প্রাণ নেওয়া নিন্দনীয়। মালদায় কে মারা গিয়েছে?
    তা আপনি দাদরিকান্ডে একটি মিথ্যে গুজব ছড়িয়ে যেভাবে একটি মানুষকে বাড়ি ঢুকে হত্যা করা হল ও তার ছেলেকেও প্রায় মেরে ফেলা হল সেটা নিয়ে এই পাতায় কিছু বলবেন?
    বা বিজেপির কিছু নেতা যে গোমাতার নামে বিফ ইটারদের প্রাণ নেওয়া উচিত বলে স্টেটমেন্ট তাতে আপনি কোথায় দাঁড়িয়ে?
    আর পিটি এটা কী বললেন?
    থানা জ্বালিয়ে দেওয়াকে কে সমর্থন করছে? যতই প্রোভোকেশন থাক। আর কমলেশ তিওয়ারির আউট অফ কনটেস্ট হজরত মহম্মদকে "গে" বলা কি ইলেকশনের আগে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ভোট বিভাজনের অপকৌশল নয়?
    ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েক মাস আগে ইউপিতে পঞ্চায়েত নির্বাচনের আগে বা বিহারে বিধানসভা নির্বাচনের আগে সংঘ পরিবারের বিভিন্ন আউটফিটের নিয়মিত নতুন নতুন জায়গায় ঘটনা ঘটানোর প্রক্রিয়ার (গুজব ও মারপিট) ডকুমেন্টেশন করে রেখেছে।
    বঙ্গে ও সংগঠন গড়ে না ওঠায় এই প্রক্রিয়াটি চালু হয়েছে।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:০০689830
  • অথবা সিপিএম সমর্থক হলে কেউটে সাপের মত বা পায়ে দলে মারতে হবে।
  • Arpan | 125.118.159.251 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:০১689831
  • হে মোর more দুর্ভাগা দেশ।
  • PT | 213.110.246.22 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:০৪689832
  • "মালদায় কে মারা গিয়েছে?"
    দ্যাকো কান্ডো! লাশ না পড়া পজ্জন্ত শান্তি নেই!!

    "নিয়মিত নতুন নতুন জায়গায় ঘটনা ঘটানোর প্রক্রিয়ার (গুজব ও মারপিট) ডকুমেন্টেশন.... "
    সিঙ্গুর-নন্দীগ্রামের ঘটনার আগের গুজব ও মারপিট নিয়ে কেউ দকু বানাবেন নাকি? বেছে, বেছে মুসলমানদের জমি, মসজিদ, কবরখানা সরকার অধিগ্রহণ করবে এমনটি রটিয়েই না কুল্লাসাহেব এত কাজের ও কাছের মানুষ হলেন!! কিম্বা একটি এম্পির আসনের বিনিময়ে শিশুদের পা ছিঁড়ে রাস্তায় ফেলে রোলার চালিয়ে দিলেন বিখ্যাত গায়্ক? অথবা হাজার হাজার লাশ হল্দি নদীতে ভাসিয়ে দিয়ে তাপ্পরে নীরেন চক্কোত্তিকে ভাগিয়ে রবীন্দোরচনাবলীর সমপাদিকা হলেন সেই অভিনেত্রি।
    এই সব ঘতছিল যখন সে সময়ে কি চক্ষু-কন্ন মুইদ্যা ছিলে?
  • robu | 213.132.214.84 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:০৭689833
  • পুরো সিরিয়ার কেস। কে কাকে সাপোর্ট করছে, কেন করছে, কিস্যু বোঝা যাচ্ছে না।
    আর পিটিদা মাইরি!
  • Arpan | 125.118.159.251 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:০৮689834
  • কবি একেই বলেছেন অস্বাভাবিক পরিস্থিতি

    @রোবু
  • PT | 213.110.246.22 | ১২ জানুয়ারি ২০১৬ ২০:১৬689835
  • আরে গুজবেরও পক্ষ-বিপক্ষ হয়। মহান গায়্ক ও অভিনেত্রীর গুজব কারো রাজনৈতিক অবস্থানের পক্ষে গেলে তখন চক্ষু-কন্ন মুইদ্যা থাকতে হয়। আর অপছন্দের রাজনৈতিক দলের গুজবের ডকু বানিয়ে এনালিছিচ করতে হয়।
    তারে কয় নিরপেক্ষ অবস্থান!!
  • সম্প্রদান কারক | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:০৫689836
  • দশ পয়সা কি এখন পাওয়া যায় আর?
  • ranjan roy | 24.99.192.169 | ১৫ জানুয়ারি ২০১৬ ২২:৪৪689839
  • হ্যাঁ, এটা হল হেবডোদের জাতিবাদী সংকীর্ণ মাইন্ডসেটের প্রকাশ।
    আর এর বিরুদ্ধে (ওই খবর অনুযায়ী উত্তাল সারা বিশ্ব) সেটাও খবর। দুটো মিলেই মতপ্রকাশের স্বাধীনতার এপিঠ-ওপিঠ।
    হেবডোদের কার্টুনের প্রতিবাদে ওদের বা কাগজ ব্যান না করে সোজাসুজি কড়া নিন্দাই হল পথ।
    যে কোন স্বাধীনতাই দোধারি ছুরি। তাতে তরকারি কাটা, সার্জারি এবং গলাকাটা সবই হতে পারে। তাতে দোষ ছুরির নয়, ছুরি ধরে যে হাত তার মস্তিষ্কের বা মাইন্ডসেটের।
    কোন পুরুষ যদি বলে যে আমি আমার স্ত্রী ও ছেলেমেয়ের স্বাধীনতার ততক্ষণই পক্ষপাতী, যতক্ষণ তারা আমার মতানুযায়ী চলে। আমার বিরুদ্ধে গিয়ে সেই স্বাধীনতার অপব্যবহার করবে এমন স্বাধীনতা আমি মানতে পারি না-- তবে তাকে কিইবা বলা যাবে?
    স্বাধীনতার মধ্যে যে ভুল করবার বা বিরোধিতা করবার স্বাধীনতাও লুকিয়ে আছে!
    ২) আর পিটি কেন যে এইসময়ের মত ফালতু সাবাদিকতার স্বাধীনতার মা-মাসি করা পত্রিকার খবর কোট করেন?
    এই সংখ্যাতেই দ্বিতীয় পাতার রিপোর্টে বলা হচ্ছে যে নৌসৈনিককে যথেচ্ছ গাড়ি চালিয়ে মেরে ফেলার অপরাধী যুবকের পিতা সোহরাব ২০০৬ এ আরজেডির প্রার্থী হয়ে সিপিএম এর মদতে বিধায়ক হন। এবং সোহরাবের রাজনৈতিক গুরু নাকি সিপিএম নেতা কমঃ সেলিম। আর বউবাজারের বিস্ফোরণ কান্ডে কুখ্যাত সাট্টা ডন রশিদ খানের সঙ্গে ওর দহরম মহরম ছিল। রশিদ খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ওর বাড়বাড়ন্ত। ফল ব্যবসায়ী থেকে--- ট্রিলিওনেয়ার!
    তিনো ক্ষমতায় এলে অনেকের মত তিনোতে যোগ। ওর ছেলের বিয়েতে নাকি সব দলের নেতারাই গিয়েছিলেন।
    এসব হলুদ সাংবাদিকতা। ইলেক্শন সামনে আসতেই যেন তেন প্রকারেণ---!
    ৩) আবার বাংলা পত্রিকার সঙ্গে গলা মিলিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে--
    মালদা কান্ডে দাঙ্গা ওসকানোর অভিযোগে পুলিশের কাছে এফ আই আরে আছেন এক তিনো নেতা ও এক সিপিএম নেতা। ওদের কাউকেই এখনও গ্রেফতার করা হয় নি। কিন্তু সিপিএম নেতার স্ত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত সভাপতি মহিলা হলফ করে বলছেন যে ওঁর স্বামী সেই ধার্মিক প্রতিবাদী মিছিলে গিয়েছিল মাত্র, আদৌ হিংসায় প্ররোচনা দেয় নি।
  • PT | 213.110.246.23 | ১৫ জানুয়ারি ২০১৬ ২৩:১৭689840
  • "এই সংখ্যাতেই দ্বিতীয় পাতার রিপোর্টে বলা হচ্ছে যে নৌসৈনিককে যথেচ্ছ গাড়ি চালিয়ে মেরে ফেলার অপরাধী যুবকের পিতা সোহরাব ২০০৬ এ আরজেডির প্রার্থী হয়ে সিপিএম এর মদতে বিধায়ক হন। এবং সোহরাবের রাজনৈতিক গুরু নাকি সিপিএম নেতা কমঃ সেলিম। "

    আবার শুরু হল এক্কেবারে ফা-ল-তু কথার চাষ!! গাড়ীর ধাক্কায় বায়ুসেনার মৃত্যু, মালদার হিংসা সব কিছুই কি করে সিপিএমের ঘাড়ে চাপানো যায়। এমনকি তিনোরাও এমন কোন দাবী করছে না।
  • ranjan roy | 24.99.192.169 | ১৬ জানুয়ারি ২০১৬ ০০:১২689841
  • বিলকুল দাবি করছে না, আমিও না। কিন্তু আপনি এই সময়ের যে সংখ্যা থেকে ওপরের খবরটা কোট করলেন সেই সংখ্যাতেই তো দ্বিতীয় পাতায় খবরটা আছে। তাহলে ? গালটা এইসময়কে দিন আর আপনার সহজে ওদের বিশ্বাস করার প্রবণতা কে দিন আর এমন অপমানকর মিথ্যে খবর ছাপার জন্যে কোর্টে মানহানির এবং মিথ্যে প্রচারের বিরুদ্ধে কেস করুন।
    আচ্ছা, এই সময়কে ব্যান করলে হয় না? বা ওই সংখ্যাকে? বা শুধু ওই পাতাটিকে? বা ওই রিপোর্টের লেখক তাপস প্রামাণিককে ?
    তাই বলি, এখানে মিথ্যে কথার চাষ না বলে ওই সাংবাদিকের বিরুদ্ধে কেস করলে কেমন হয়?
    দেখুন, ওই " মিথ্যে কথার চাষ" রিপোর্টের তিনটে আপত্তিজনক অংশ আছে।
    ১) ২০০৬ সালে সোহরাব আরজেডির টিকিটে সিপিএম এর সক্রিয় সমর্থনে জিতেছিল।
    ২) ওর রাজনৈতিক গুরুইপিএম স কমঃ সেলিম।
    ৩) ২০০৬ এর সমর্থনে জেতার সময় ওর খন-----ঘোষিত সম্পত্তি ছিল ৯০ লক্ষ। এখন----।
    ৪) জেতার পরই ওর ছেলে আম্বিয়া পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ায়, কিন্তু বাপের বড় হাত। তাই শেষ অবদি কোন শাস্তি হয় নি।
    আমার মতে ১, ২ ও ৪ আপত্তিজনক ও মিথ্যে।
    কিন্তু পত্রিকাকে কেস খাওয়াতে হলে তো ডকু /প্রমাণ চাই।
    সেগুলো আপনি আপনার গোপন সোর্স লাগিয়ে জোগাড় করে দিন না! আমি কেস করব।
  • PT | 213.110.243.22 | ১৬ জানুয়ারি ২০১৬ ০৯:৫১689842
  • ৪ নম্বরটা এক্কেবারে কাঁচা মিথ্যেঃ

    যেটা জানেন না বা জানলেও লিখছেন না সেটা হল যে সিপিএমের সমর্থনে নির্বাচনে জেতার পরেও এই সাম্বিয়ার বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। তার বাপ সিপিএমের সমর্থনে জিতেছে বলে ছেলেকে রেয়াৎ করা হয়নি।
  • s | 83.247.112.21 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৩:২০689843
  • শার্লে এবদোর কার্টুনটার 'প্রেক্ষিতটা' জানতে হলে,
    http://womenchapter.com/views/13509
  • PT | 213.110.246.22 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৪:৪২689844
  • প্রেক্ষিত?
    মানে শিশুটে ধর্ষক হবে এমন কিছু pre-judge করার জাস্টিফিকেশন?
    কোন এক তিনো-অভিনেত্রী পার্ক স্ট্রীট প্রসঙ্গে প্রেক্ষিত শব্দটি ব্যবহার করেছিলেন না?
  • SC | 117.206.249.8 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৭:৩৫689845
  • মত আপনার পছন্দ মত হতে হবে, বা ঠিক হতে হবে, সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে না।
    সবার মত থাকবে, বিশেষত বিরোধী মত, সেটাকে স্বাধীনতা বলে। কমিউনিস্ট দের "মত প্রকাশের স্বাধীনতা"র ব্যাপারে বেসিক খুবই unclear ।
    চার্লি হেব্দ র লেখা পছন্দ না হলে প্রতিবাদ করুন।
    মত প্রকাশের স্বাধীনতা থাকলে অনেক homophobic racist মতামতও আসতে পারে। সেটাই স্বাভাবিক। এলে তার বিরুদ্ধে বলবেন, তাকে ব্যান করবেন না। এটা হচ্ছে চ্যাপ্টার ১, মত প্রকাশের স্বাধীনতার। কমিউনিস্ট দের বিশেষ পাঠ্য।
  • PT | 213.110.243.22 | ১৬ জানুয়ারি ২০১৬ ১৮:১৮689846
  • "কমিউনিস্ট দের "মত প্রকাশের স্বাধীনতা"র ব্যাপারে বেসিক খুবই unclear ।"

    গত চার বছর পব-তে বোধহয় কমুনিস্টরাই ক্ষমতায় আছে আর একবছরের কিছু বেশী সময় ধরে তারা দিল্লেতেও ক্ষমতা দখল করেছে? আর জরুরী অব্স্থাও কমুনিস্টরাই জারী করেছিল ভারতে?
    রিপ ভ্যান উইঙ্কল নতুন অবতারে এখানে লিখছেন নাকি?
  • খুড়োর কল | 188.162.193.233 | ১৬ জানুয়ারি ২০১৬ ২১:২১689847
  • এই কংগ্রেস পার্টিটা ভালো ল্যাংবোট হয়েছে বটে। আগের বার তিনোরা অ্যালায়েন্স বানিয়ে ক্ষমতায় এলো, এবার আবার বামেরা ল্যাল্যা করে ছুটেছে অ্যালায়েন্স বানানোর আশায়। ওরে গদিতে কতোদিন বসা হয়নি, আমাদের হাত ধরে তোল :d তবে বামপন্থী তো, তাই গুরুগম্ভীর তত্ত্বকথা এনে হাজির করবে...বিশ্বজোড়া সিয়া ষড়যন্ত্র আর সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন কংগ্রেসই হাতিয়ার ইত্যাদি। মনমোহন আর সোনিয়া নির্ঘাত হেসে কুটিপাটি হচ্ছে।
  • ranjan roy | 24.99.218.239 | ১৭ জানুয়ারি ২০১৬ ০০:০৯689848
  • পিটি,
    "৪ নম্বরটা এক্কেবারে কাঁচা মিথ্যেঃ

    যেটা জানেন না বা জানলেও লিখছেন না সেটা হল যে সিপিএমের সমর্থনে নির্বাচনে জেতার পরেও এই সাম্বিয়ার বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙ্গার অপরাধে ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। তার বাপ সিপিএমের সমর্থনে জিতেছে বলে ছেলেকে রেয়াৎ করা হয়নি।"

    --কেয়াবাৎ! তাহলে ১,২ এবং ৩ হল পাকা সত্যি? ঝেড়ে কাসুন!

    আর আইনানুগ কী ব্যবস্থা নিয়েছিল জানাবেন? আমি জানি না বলেই বলছি। কী জানেন, পাপী মন তো, পার্থ চাটুজ্জেও বলেন --দুর্ঘটনা ঘটেছে, আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।
    আজ আবার আপনার পছন্দের "এই সময়" বলছে বাম রাজত্বের সময় থেকেই প্রত্যেক বছর মেছুয়ার ফল পট্টির ঠিকেদারি প্রতিবছর সাম্বিয়াদের পরিবারকেই দেওয়া হয়েছে।

    আর ৫ জানুয়ারি সাম্বিয়ার বিয়েতে নাকি তিনো এবং সিপু দুদিকের কিছু নেতা নেমন্তন্নে গিয়েছিলেন?
    আর ২০১১ এর ইলেক্শনেও এই সোহরাব নাকি বামফ্রন্টের হয়ে বিধানসভার ইলেকশনে লড়ে হেরে যায়? তারপরে তিনোদের দিকে যায়? সত্যি নাকি? আমি সহজে বুর্জোয়া প্রেসের কথা বিশ্বাস করি না। আপনার সোর্স কী বলে?
  • Du | 82.64.91.72 | ১৭ জানুয়ারি ২০১৬ ০০:৩২689850
  • প্রতিবাদের পদ্ধতি নিয়ে একটা শিক্ষা চালু করা যায়। একজন এসে বললো - তুই, তোর মা বাবা, তোর বউ বাচ্চা '--' এর পাল। তখন প্রতিবাদ করে বলতে হবে - আপনার কিন্তু এটা বলা উচিত নয়। আমরা পুরো মানুষ, দুই পায়ে হাঁটি। এতে মনে শান্তি হল না - তকন সেও স্বাধীনতার সদ্ব্যবহার করে বললো - আরে তুই, তোর মা সব - ---। তখন অন্যজনও একটা ছবি আঁকলো।
    মনে হয় - যারা হিউম্যান ব্রেইন, বিহেভিয়ার নিয়ে রিসার্চ করছে তারা এটা র‌্যআলিতে ঢুকিয়ে রাখতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন