এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাম- কংগ্রেস জোট ভালো না বাম-বিজেপি জোট ভালো ?

    সত্য সন্ধানী লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ জানুয়ারি ২০১৬ | ৩৭৫৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.25 | ১৭ জানুয়ারি ২০১৬ ০৮:১০689851
  • RR
    তিনোর নেতা ডেরেক ও ব্রায়ান-ও বায়ুসেনার মৃত্যু সিপিএমের ঘাড়ে চাপানোর চেষ্টায় "২০০৬-এ সোহরাব সিপিএমের সমর্থনে জিতেছিল" ইত্যাদি শুরু করেছে। আর এখানে আপনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    আপনার ১ আর ২ নিয়ে আলোচনার কোন মানে হয়না যদি না দেখানে পারেন যে সেলিম সোহরাবের কাছ থেকে পয়সা খেয়েছিল। আর ৩ নংএর প্রসঙ্গে, সম্পত্তি ২০০৬-এ ৯০ লাখের থাকলে সে কেন আরজেডির টিকিটে ভোটে দাঁড়াতে পারবে না সেটা আমার বোধগম্য হল না। সে তো আর কোন বাম দলের সদস্য ছিল না। সম্পত্তির সঠিক হিসেব নিলে-বিশেষতঃ গত ৫ বছরে তৈরি সম্পত্তির হিসেব নিলে তো আপনার প্রিয় দলটি সততার তালিকা থেকে ভ্যানিস করে যাবে। তিনোরা ক্ষমতায় যাওয়ার পর থেকে এবং মাওবাদী ও মাওব্যথীরা তিনোর সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে অবিশ্যি কেউ আর "মাওবাদী বনাম কামাওবাদী" জাতীয় বাক্য ব্যবহার করে না।

    "আর আইনানুগ কী ব্যবস্থা নিয়েছিল জানাবেন?"
    হেলমেট না লাগিয়ে ১৬ বছর বয়সে দুচাকা চালালে যা শাস্তি দেওয়া যায় সেইরকম কিছু। এটি আবাপ-র চ্যানেলে এক প্রাক্তন বাম মন্ত্রীর সামনে সাংবাদিক সুমনের স্বীকারোক্তি। তবে আপনাকে অনুরোধ কোন ব্যাপারে মন্তব্য করার আগে আপনি নিজেই খবর সংগ্রহ করুন।
  • SC | 117.206.249.8 | ১৭ জানুয়ারি ২০১৬ ০৮:৫৮689852
  • আহা! ইমার্জেন্সি ছাড়া বুঝি কোনো কন্ঠরোধ হয়নি?(যদিও ভারতের কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক ইন্দিরার ইমার্জেন্সির পক্ষেই ছিল, সে আলাদা প্রসঙ্গ)। কবি সাহিত্যিক ফিল্মমেকার দের কন্ঠরোধ করার ইতিহাস তো রীতিমত illustruous , ভুলে গেলে চলবে।
    বুলগাকভ এর পান্ডুলিপি কে কারা দিনের এল দেখতে দেয়নি, কারা আনা আখ্মাতভা brodsky দের অন্থরোধ করেছিল, কুন্দেরা কে ব্যান করেছিল, তার্কভ্স্ক্য় কে সেন্সর করেছিল, সারা পৃথিবী জানে।
    তাদেরই দেশজ ভাইবহিন রা অবশ্য বুর্জোয়া গণতন্ত্রের মধ্যে থাকার কারণে কিছুদুর সংযত। তবে কমুইনিস্ট শিক্ষা তে শিক্ষিত হয়ে বিভিন্ন সময়ে তারাও কখনো তসলিমা, কখনো হার্বার্ট, কখনো লেনিন কে নিয়ে বানানো ছবি ব্যান করার জন্য উঠেপড়ে লেগেছে। এদের কে আর যাই বলা হোক, লিবারেল বলা চলে না মনেহয়।
  • PT | 213.110.246.25 | ১৭ জানুয়ারি ২০১৬ ১০:২৫689853
  • "ভারতের কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক ইন্দিরার ইমার্জেন্সির পক্ষেই ছিল"
    সেই আদ্দেক গেলাস জল!! অনেক ধরণের অন্য কমুনিস্টরা ইমার্জেন্সির বিপক্ষেও ছিল....

    "এদের কে আর যাই বলা হোক, লিবারেল বলা চলে না মনেহয়।"
    তাহলে আমাদের চাপে না রেখে স্বদেশে কারা লিবারেল রাজনৈতিক দল তাদের নামকটি লিখেই ফেলুন.....রেকর্ডেড হয়ে থাকবে ভবিষ্যতের জন্য।
  • ranjan roy | 24.99.141.124 | ১৮ জানুয়ারি ২০১৬ ০১:০৩689854
  • পিটি,
    কী জ্বালা!
    ফের বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়া! আমি কোন মন্তব্য করিনি তো!
    আমি তো আপনার প্রিয় পত্রিকা "এই সময়" থেকে খবরগুলো কোট করিচি। আর স্পষ্ট বলেছি যে এইগুলো আমি বিশ্বাস করিনা।
    আরও বলেছি --এই সময় পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করতে বা ওই ক্ষতিকর মিথ্যে ছড়ানো সংখ্যাটি শান্তিভঙ্গের প্ররোচনার জন্যে ব্যান করতে। সে ব্যাপারে আপনার সাহায্য চাইছিলাম।
    কোথায় কী! আপনি "নির্ভরযোগ্য সোর্স" ছেড়ে ধরলেন সেই আবাপ্র সুমনকে।
    আমিআপনার সুরেই কথা বললাম, ওসব গুজব বা হলুদ সাংবাদিকতায় অবিশ্বাস করলাম, আর আপনি কিনা কোত্থেকে আমাকে "সম্পত্তির সঠিক হিসেব নিলে-বিশেষতঃ গত ৫ বছরে তৈরি সম্পত্তির হিসেব নিলে তো আপনার প্রিয় দলটি সততার তালিকা থেকে ভ্যানিস করে যাবে। তিনোরা ক্ষমতায় যাওয়ার পর থেকে এবং মাওবাদী ও মাওব্যথীরা তিনোর সঙ্গে জুড়ে যাওয়ার পর থেকে অবিশ্যি কেউ আর "মাওবাদী বনাম কামাওবাদী" জাতীয় বাক্য ব্যবহার করে না"--জাতীয় কঠিন কঠিন ও অসইব্য বাইক্য বইললেন।
    এ দুঃখ আমি--(দু;;খের ইমো)।

    ২) এবার একট গল্প শুনুন।
    ছোটবেলায় বাবার হাত ধরে ফুটবল মাঠে গেছি।
    ম্যাচ ছিল উয়াড়ি আর মহমেডান স্পোর্টিং এর। তখন আবিদ আর ওমরের খুব নামডাক। ডানদিক দিয়ে ঢুকে ওমর কোণাকুণি নেটে বল জড়িয়ে দিতেই বাবা চেঁচিয়ে উঠলেন-- ক্যা খেলা! ওমর ক্যা খেলা!
    পাশ থেকে একজন সাপোর্টার বলে উঠলঃ আবে, ওমর নহী খেলেগা তো ক্যা তেরা বাপ খেলেগা?
    আপনার আচরণ মাইরি পুরনো কথা মনে করিয়ে দিল!
  • ranjan roy | 24.99.141.124 | ১৮ জানুয়ারি ২০১৬ ০১:০৮689855
  • Rupert Hentzau,
    হটাৎ ১২ জানুয়ারির পোস্টটি চোখে পড়ল।
    হ্যাঁ, মনে হচ্ছে এটা সূর্যবাবুর ব্যক্তিগত নয়, দলের সিদ্ধান্ত--নইলে বুদ্ধবাবু রিপিট করলেন কেন?

    আমার মনে হয় এটা একটা উইন-উইন চাল।
    জোট হল তো পোয়াবারো, না হলেও হাইকম্যান্ডের গলতি দেখিয়ে নীচের তলার কংগ্রেস কর্মীদের ও তিনো-বিরোধী পাবলিকের ভোট মোবিলাইজ করা।
    ওই, আমারও মনে হওয়া মাত্র।
  • SC | 60.156.89.211 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৬:৪৯689856
  • ভারতে অন্য রাজনৈতিক দল রাও বিরোধী কে বলতে দেয়না, এটা আপনাদের কাজের জাস্টিফিকেশন? বা: বেশ।
    শুধু তাই নয়, শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়, যাকে নিয়ে এই মায়াপাতায় আপনি বহু বাইট খরচা করেছেন, তিনিও যখন আপনাদের প্রদর্শিত পথে রুশদিকে আটকে দিলেন, অবাক হয়ে দেখলাম, আপনারাও প্রশংসায় পঞ্চমুখ। আসলে তাহলে ক্ষমতার ওই ভাষাটার প্রতিই আপনাদের ভালবাসা।অনেকদিন আগে সুমন (ওই আবাপর ভাঁড়টা নয়) লিখেছিলেন, "ক্ষমতার রং যাই হোক, সে ভয়ানক"।
    ভারতে socially লিবারাল রাজনীতির অবস্থা যে বিরাট ভালো নয়, সে তো আর বলার অপেক্ষা রাখে না। সেকশন ৩৭৭ এর বিরুদ্ধে শশী থারুর পার্লামেন্টে যে বিল আনলেন, তাতে যেভাবে হেরে গেলেন, তাতে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সোশ্যাল লিবেরালিস্ম এর প্রতি কমিটমেন্ট নিয়ে আরো প্রশ্ন উঠে গেল। তবে ভাজপা অন্তত নিজেদের লিবারাল বলে দাবি করে না, যারা দাবি করে they should walk the talk
  • SC | 60.156.89.211 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৬:৫৫689857
  • রঞ্জন দা, কং-বাম জোট একটু কঠিন ব্যাপার। শক্তির হিসেবে অবশ্যই সিপিএমের জন্য ভালো, উত্তরবঙ্গে সিপিএম কংগ্রেস একজোট হলে কিছু আসন জিততে পারে, ভোট কাটাকাটি হলে চাপ হবে দু দলেরই।
    অন্যদিকে নিচুতলার কংগ্রেস কর্মীরা সিপিএম এর সাথে জোট মেনে নেবে বলে আমার মনে হয় না। কংগ্রেস বলে দল টা পব তে এখনো যারা করে, এদের অনেকেই একটা সিপিএম বিরোধী কমিটমেন্ট থেকে করে। সারাজীবন ধরে "সিপিএম কে কি করে আটকাবো" এই ধরনের রাজনীতিতেই তারা অভ্যস্ত, ওটাই প্রধান দ্বন্দ। সেখানে হটাথ সিপিএমের সাথে জোট হয়ত মেনে নেবে না। এখনো কংগ্রেস এর পুরনো কর্মীদের কাছে তৃণমূলের মত সিস্টার পার্টি অনেক বেশি গ্রহনযোগ্য, সিপিএম এর থেকে। গ্রামে গ্রামে সিপিএম কংগ্রেসে বহু বছরের রেষারেষি, আজ হটাথ জোট হলে সেটা কমে যাবে, ভাবার কোনো কারণ নেই। বরং অধুনা তিনো নেতা হয়ত সেদিনও এক সাথে বসে চা খেত, আড্ডা দিত, সে অনেক বেশি গ্রহনযোগ্য।
  • PT | 213.110.243.21 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৭:৪৭689858
  • "পাশ থেকে একজন সাপোর্টার বলে উঠলঃ আবে, ওমর নহী খেলেগা তো ক্যা তেরা বাপ খেলেগা?"
    সেইরকম আপনিও খেলেছেন। একটা স্পয়েল্ড ব্র্যাট মাতাল হয়ে গাড়ী চালিয়ে একজন বায়ুসেনাকে গাড়ীতে পিষে মেরেছে। এর জন্যে আপনার ঐতিহাসিক সিপিএম বিদ্বেষ এমন চাগাড় দিয়ে উঠল যে আপনি তিনোদের লজ্জা দিয়ে সিপিএম ও সেলিমের বাম চোদ্দ-পুরুষ উদ্ধার করতে লেগে পড়লেন।

    "ভারতে অন্য রাজনৈতিক দল রাও বিরোধী কে বলতে দেয়না, এটা আপনাদের কাজের জাস্টিফিকেশন? "
    "আপনাদের" মানে? আপনি কোন দিকে দাঁড়িয়ে অন্যদের দিকে আঙুল তুলছেন?

    "ভারতে socially লিবারাল রাজনীতির অবস্থা যে বিরাট ভালো নয়, সে তো আর বলার অপেক্ষা রাখে না।"
    জনগণ কি চায় সেটাও ভাববেন। আমড়া গাছে আমড়াই হয়। দু এক জন বিপ্লবীকে দিয়ে তো আর দেশ চলে না.......ভোট নিয়ে বাঁচতে হয় তো দলগুলোকে। "অধুনা তিনো নেতা হয়ত সেদিনও এক সাথে বসে চা খেত, আড্ডা দিত, সে অনেক বেশি গ্রহনযোগ্য।" জাসটিফিকেশন যেমনটাই হোক, তাহলে রুশদীকে আটকানোর বা প্রয়োজনে ইদ্রিস আলীর দাঙ্গা লাগানোর দলই পব- চালাবে। আপনি এখানে ওখানে দু-এক পিস বৈপ্লবিক বাক্য লিখবেন মাত্র-তাও অতি সাবধানে। সকলেরই তো অম্বিকেশ হয়ে যাওয়ার ভায় আছে!!
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৯:৫০689859
  • আপনাদের মানে সে দলটিকে আপনি সমর্থন করেন বলে কয়েকদিন আগে জানালেন, aka "সরকারী বাম দল"।
    আমার কোন দিকে দাঁড়িয়ে মানে? আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। সরি।
    তবে বিভিন্ন ইস্যু/পরিস্থিতিতে "সুবিধাবাদী" অবস্থান নি। এই যেমন বিহারে মহাজোটের পক্ষে ছিলাম, দিল্লিতে কেজ্রির পক্ষে।

    জনগণ তো নরেন্দ্র মোদীকেও চায়। তাহলে ওদিকে যান। আপনাদের অবশ্য জনগণ একেবারেই চাননা। পরিষ্কার সেটা।
    আমি তো শুধু কং সিপিএম জোট সম্পর্কে আমার এনালাইসিস বলেছি। আপনি এনালাইসিস কে সমর্থনের সাথে গুলিয়ে ফেলেন, তাতে আমার কিছু করার নেই। নরেন্দ্র মোদীর পক্ষে প্রবল হাওয়া আছে, আমি লোকসভার আগে বলেছিলাম, এর মানে এই নয় যে আমি ওনার সমর্থক।
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ০৯:৫৪689861
  • তবে সেকশন ৩৭৭ এর বিরুদ্ধে অবস্থান বিপ্লবী অবস্থান হয়ে গেল নাকি? কবে যে কে বিপ্লবী হয়ে যায় ভগাই জানে। যা হোক, ওতেও মনেহয় আপনাদের দিদির সাথে খুব মতের মিল হবে, দুজনেই ওর বিরুদ্ধে বলবেন মুসলিম ভোটের জন্য, আর ডেরেক এসে দু পিস বাণী দিয়ে যাবে।
  • গদি চাই | 47.48.65.116 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:০৪689862
  • কিন্তু হায়, এতো বিপ্লব টিপ্লব মারিয়ে আর পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে শেষে কংগ্রেসের সাথে জোট! কি অবস্থা মাইরি।
  • T | 165.69.191.254 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:০৫689863
  • আপনি বিভিন্ন ইস্যু পরিস্থিতে সুবিধেবাদী অবস্থান নেন, রাজনৈতিক পার্টী গুলোও তাই করে। দোষের কিছু নেই। আফটার অল বিন্দু থেকেই সিন্ধু।

    আর জনগণ কি চান সেটা না বলে মেজরিটি কি চান সেটা বললে খানিক সেফ থাকা হয়। গত বিধানসভা ইলেকশনে নয় নয় করেও গুটিকতক জনতা অবশ্য অন্যরকম চেয়েছে।
  • d | 144.159.168.72 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:০৮689864
  • সে আপনারা যাই বলুন এই বিভিন্ন জনসভায় জোটের জন্য আকুউউল অবেদন ব্যপক খোরাক দিচ্ছে মাইরি! ঐ দাঁত্মুখ খিঁচিয়ে খেউড়বাজীর চেয়ে দেখতে অনেক ভাল।
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:১১689865
  • T , দোষের কিছু থাকবে কেন। আমার আপাতত অবস্থান মোদিকে আটকাও। তার পরে যা হবে দেখা যাবে। এখন, মোদিকে আটকাও।
    তার জন্য সিপিএম কে সমর্থন করতেও রাজি, যদি ওরা আটকাতে পারে।
  • PT | 213.110.242.5 | ১৮ জানুয়ারি ২০১৬ ১০:৩২689866
  • "আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। "
    এসব তো ভোটের সময়ের অবস্থান।
    বলছিলেন লিবারেল দলের কথা আর সিপিএমকে গাল দিলেন তারা যথেষ্ট লিবারেল নয় বলে। তা আপনার তত্বানুসারে ভারতের লিবারেল দল কোনটা বা কোনগুলো?
    সেটা বলতে তো অন্ধ হওয়ার দরকার হয়না-চোখে পুরোপুরি দেখেই বলা যায়।
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:২৭689867
  • ভারতের রাজনীতিতে সোশ্যাল লিবারাল আছে কি নেই, সেই নিয়ে উপরে লিখলাম, পড়ুন। যথারীতি সেকশন ৩৭৭ সম্পর্কে একটা মৌনব্রত অবলম্বন করেছেন।
  • PT | 213.110.243.22 | ১৮ জানুয়ারি ২০১৬ ১২:৪০689868
  • "তবে সেকশন ৩৭৭ এর বিরুদ্ধে অবস্থান বিপ্লবী অবস্থান হয়ে গেল নাকি?"
    এটা কোন প্রসঙ্গে এল? হচ্ছিল তো তসলিমা আর রুশদির কথা।
    আর আপনি যদি সত্যি না জেনে লিখে থাকেন তাহলে এই প্রসঙ্গে সরকারীদে বামেদের অবস্থান জানাই আছেঃ
    CPI(M) leaders, be they Bengal-line or Karat-line, are supporting any move to amend Section 377 of IPC and make homosexuality between consenting adults legal.

    The CPI, too, welcomed the judgement and said amending Section 377 was the need of the hour. Two other Left Front constituents, the All India Forward Bloc and the Revolutionary Socialist Party (RSP), too, have no objections to the move.

    In fact it is learnt that in case of any move in Parliament to amend Section 377, the 15 Left MPs from West Bengal and two from Tripura will vote in favour of the motion.
    http://www.dnaindia.com/india/report-gays-unite-warring-cpm-factions-1270847
  • SC | 117.206.249.8 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৬689869
  • সরকারী বামেদের অবস্থান জানি এবং সেই অবস্থানের জন্য তাদের অনেকগুলো ক। আমি আপনার মতটা জানতে চেয়েছিলাম।
  • PT | 213.110.246.25 | ১৮ জানুয়ারি ২০১৬ ১৮:৩৫689870
  • যাচ্চলে!
    কথা হচ্ছিল যে রাজনৈতিক দলেরা লিবারেল কিনা। এর মধ্যে আমার ব্যক্তিগত অবস্থান কোথা থেকে এল?
  • ক বাবু | 116.51.29.62 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:১২689872
  • রাজ্যসভায় তিনোরা কংগ্রেসকে মাঝে মাঝে অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখে, কখনও বিজেপিকে ভিটামিন যোগায় বিল পাস করার জন্য। যাদের হাতে এত এমপি ও যারা ন্যাশনাল ইস্যু কে প্রভাবিত করতে পারে, তাকে সবারই দরকার। পব'র মত একটা জায়গা যেখানে কংগ্রেস বা বিজেপি মুষ্টিমেয় আসনের জন্য তাদের সর্বভারতীয় স্বার্থকে ভুলে যাবে, মনে হয়না।
  • খ বাবু | 15.2.65.224 | ১৮ জানুয়ারি ২০১৬ ২০:১৮689873
  • পিটির কোন ব্যক্তিগত অবস্থান নেই, কাঁঠালপাতা চিবনোই পিটির অবস্থান

    প্রাচীন গুরুচন্ডালি প্রবাদ
  • ranjan roy | 24.96.46.15 | ১৯ জানুয়ারি ২০১৬ ২৩:০৪689874
  • পিটি,
    ফের সেই! আমি কেন মহামান্য কমঃ সেলিমের চোদ্দপুরুষ উদ্ধার করতে যাবো? আমি শুধু একপুরুষকেই চিনি।
    আমি একটাও নিজের কথা বলি নাই। আমি আপনার প্রিয় এই সময়ের রিপোর্টকে কোট করে বলেছি--এগুলো আমি বিশ্বাস করি না। আপনিও যদি না করেন তো আসুন একসঙ্গে ওদের বিরুদ্ধে কোর্টে যাই। তাই কিছু ডকু চেয়েছিলাম।
    কিন্তু আপনি কেন জানি ( না, ভয় পেয়ে নয়) আমার উদ্ধার করতে লেগেছেন!

    SC,
    একমত। কং হাইকম্যান্ড মমতাকে ছাড়বে না। অন্ততঃ কং কোন জোটে না গিয়ে আলাদা লড়বে। এদিকে রাহুল/সোনিয়াকে বিজেপি কাঠগড়ায় খাড়া কর্তেই দিদি সমর্থনে এগিয়ে এলেন। আর দাদারা মুখ ঘুরিয়ে নিলেন। এখন বার বার আপনারা কোথায়? সময় চইলা যায় নদির স্রোতের প্রায়--বলে আকুল আহ্বান বা সাড়া দাও ,সাড়া দাও--আঁধারের ঘোরে, ! বল্লে হবা?
    আজ দেখুন , পিবি অন্য সুরে , বিমান অন্য সুরে!
  • কল্লোল | 111.63.89.24 | ২০ জানুয়ারি ২০১৬ ০৮:২৬689875
  • জোরে জোরে ভাবছি।
    তৃণ-কং জোট হতে পারে। সনিয়া চাইবে হয়তো, লোকসভার দিকে তাকিয়ে। বামেদের সাথে কং জোট হলে, তৃণকে জোর কোরে বিজেপির সাথে "বোঝাপড়া"র দিকে ঠেলে (অবশ্যই গোপন) দেওয়া হবে। তাতে বামেদের ভালো লাগবে হয়তো, কিন্তু এর সুদূরপ্রসারী ফল ভালো না।
    তবে জোট যাই হোক, এবার বামেদের আসন বাড়া উচিৎ। বামেদের ক্ষমতায় আসতে আরও অন্ততঃ ৫ বছর, যদি ঠিকঠাক বিরোধীর ভূমিকা পালন করতে পারে।
  • dd | 116.51.25.9 | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:০৫689876
  • নাঃ। আমিও লিখেই দি। যদিও আগেও বার বার লিখিচি। বহুবার লিখিছি।কিন্তু আপনেরা পড়েন নি। যদি বা দু একজন একটু চোখ বুলিয়েছেন তো তক্ষুনি ভুলে গেছেন।

    দেখুন, সমগ্র ভারতবর্ষে আজ একটাই বাম দল। সেটি তৃণমুল। শিল্প বিরোধিতা দেখুন, খয়রাতির মাধ্যমে উন্নতি দেখুন, তেলেভাজা বা ল্যাংচার বাইরে কোনো উদ্যুগেই আপত্তি নিয়ে দেখুন, ওয়ালমাট তো বাদই দিলাম। এমন কি কোনো রাস্তাঘাট করতেও তাদের ঘোর আপত্তি। একজন তসলিমাকে দূর করেন তো অন্যজন মালদায় কিছু দোষ দেখেন না।

    আমি চাই সাচ্চা বাম রাজনীতির সুবাদে তৃণো আর সিপুএম এক হয়ে যাক। তৃণমূল (মার্ক্সবাদী) দল হোক; কাস্তে ও ঘাসফুল হোক প্রতীক। বা কমিনিস পার্টী অব ইন্ডিয়া(দিদিবাদী) - সেরমও হতে পারে। গোলাপী আর সাদা হোক জাতীয় রং বাহার। আবাপ তো ট্যাঁ ফোঁ ও করতে পারবে না। আর আমেরিকান সাম্রাজ্যবাদ তো একেবারে গোল্লায় যাবে।

    অরিন্দম,সুবোধ,রেজ্জাক - এঁয়াদের হয়তো সামান্য অসুবিদে হবে। তা হোক।
  • PT | 213.110.246.230 | ২০ জানুয়ারি ২০১৬ ০৯:১১689877
  • "তৃণকে জোর কোরে বিজেপির সাথে "বোঝাপড়া"র দিকে ঠেলে (অবশ্যই গোপন) দেওয়া হবে। "
    বাক্যটি পড়ে সত্যি চোখে জল এসে গেল।
    কে ঠেলবে তিনোকে বিজেপির দিকে? মামুকে মাসীমার হাতের মালপো খাইয়ে সে তো নিজেই নিজেকে ঠেলে বসে আছে বিজেপির দিকে অনেক আগে থেকেই।
  • কল্লোল | 111.63.213.78 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:০১689878
  • তৃণ-বিজেপি জোট বামেদের একটি ইচ্ছেপূরণের খোয়াব। মানে এমনটি হলে বামেদের সুবিধা হয় - তৃণ সাম্প্রদায়িক - এটা বলতে। ফলে হাতছড়া হয়ে যাওয়া মুসলিম ভোট ফিরে পাবার খোয়াব। হেরে গেলে বিজেপি-তিনো (কেন্দ্র-রাজ্য) সন্ত্রাস/রিগিং বলতে সুবিধা হবে। কিন্তু পবতে তৃণরা কোন অবস্থাতেই মুসলিম ভোট হাতছাড়া হতে দেবে না। মুসলিম ভোট পাবার নিশ্চিত উপায় তেড়ে বিজেপি বিরোধীতা কথায় ও কাজে। সিদিকুল্লা-সিদ্দিকি পবতে খুব কাজে দেয় না।
    মামুকে মালপোর গল্প তো এনডিএ জোটে থাকাকালীন। তারপর বহুকাল কেটে গেছে। এখন আর ঐ গল্প ফেঁদে খুব লাভ নেই। এটা উটপাখীসুলভ হয়ে গেলো।
    তবে আমার ইচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো - নোটায় ভোট বাড়ুক।
  • T | 165.69.191.254 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:১৪689879
  • কল্লোলদা, মনে হয় বাম-কং জোট আপনার না পসন্দ। সে না-পসন্দ হতেই পারে তবে আপাতত যা বাস্তবতা তাতে ঐ দিকেই জল গড়াতে চলেছে। আর আপনারাই (মানে আপনি এবং রঞ্জনদা) না কথায় কথায় জ্যোতি বোস কবে কার হাত ধরেছিল সেই প্রসঙ্গ টেনে আনেন। তার বেলা গল্প ফাঁদার যুক্তিটা খাটে না বুঝি।
  • ranjan roy | 24.96.42.177 | ২০ জানুয়ারি ২০১৬ ১২:৪১689880
  • T,
    আপকা মুঁহ মেঁ ঘি-শক্কর! (মানে ফুলচন্দন!)
    হো জায়ে ক্লিয়ার-কাট কং-সিপিএম জোট। খালি পিটির বারবার গোটা দেশে কং কী করে ,স্বাধীনতার পর থেকে, বিদেশি পুঁজি ও কাদের কাদের তল্পিবাহক হয়ে , জনগণের বিকাশের পথ রুদ্ধ করে মা-মাসি করে দিয়েছে বা জরুরী অবস্থার কত যন্ত্রণা জাতীয় পোস্তগুলো মনে করবেন।
    এহ বাহ্য!
    আমার কোন জোটেই কিছু পসন্দ-নাপসন্দ নেই।
    শুধু সিপিএম নিজেদের কমিউনিস্ট ও বিপ্লবী পার্টি বলে দাবি করে(প্লেনামের শব্দাবলী) , তাই দুটো কথা।
    কমিউনিস্টরা কখনো শ্রেণী বিশ্লেষণ বাদ দিয়ে সেরেফ সুশাসনের কথা বলে ক্ষমতায় আসে না। ওদের জোট হয় শ্রেণী জোট, পার্টির নয়।
    এর জন্যে মার্ক্স-এংগেলস-লেনিন দরকার নেই। সিপিএম এর পুরনো এবং নতুন পার্টি প্রোগ্রামো প্লেনামের রিপোর্টই যথেষ্ট।
    দয়া করে বলবেন কি কংগ্রেসের হাত ধরতে চাওয়ার ভিত্তিতে শ্রেণী বিশ্লেষণটি কী?
    না, আমি লেভি দিই না। কিন্তু ইদানীং সিপিএম নেতৃবৃন্দ দলের বাইরের লোকজনের মতামত শুনতেও আগ্রহী বলে দাবি করছেন, তাই বললাম। নইলে কাটান দ্যান।

    হ্যাঁ, কল্লোলের মত আমিও আশা করি এবং চাই যে সিপিএম এর ভোট বাড়ুক ও বিজেপির বাড় কমুক। গোটা দেশেই হ্যাটা খাচ্ছে, এখানে মুখ থুবড়ে পড়ুক।

    ডিডি,
    যা কইছ! ঃ)))
  • T | 165.69.191.254 | ২০ জানুয়ারি ২০১৬ ১৩:০০689881
  • নেই তো, ইনিশিয়ালি মার্ক্স-এংগেলস-লেনিন কিচ্ছু দরকার নেই। ক্ষমতা দখল একটা রাজনৈতিক পার্টির প্রাথমিক টার্গেট মনে করি। প্রথমে ক্ষমতা, তারপর বিবিধ ক্লাস্টারের মধ্যে সম্পদের ডিস্ট্রিবিউশন। মেম্বার বাই মেম্বার অপ্টিমাইজেশন। আপনারা বটম আপ অ্যাপ্রোচ থেকে সিস্টেমটাকে দেখেন। সমাজ প্রথমে বদল হ'ল, তারপর তার ন্যাচারাল আউটকাম হিসেবে পার্টি ক্ষমতায় এলো। এবার উলটো দিকটা দেখতে শুরু করুন। একটা রাজনৈতিক মুভের পিছনে শ্রেণী সংগ্রাম খোঁজার একঘেয়ে বাতিকটা ছাড়ুন তো। বামপন্থীদের উলটো দিকে অনেক রকম প্লেয়ার। অন্য সমস্ত মুভের মধ্যে থেকে পার্টিকুলার একটি না নিলে যদি ইক্যুলিব্রিয়াম থেকে হড়কে পড়তে হয় তবে সেটা কেউ চাইবে না।

    ক্লিয়ার কাট কং সিপিয়েম জোট হোক। ভোটে লড়ুক। বাইপোলার ভোট হ'লে মুলো পার্টির রাজনৈতিক মতাদর্শ বলে আলাদা (ডিস্টিংটিভলি আলদা) কিছু আছে কি না এবং জনগণ সেটা সাবস্ক্রাইব করে কি না বোঝা যাবে। এটা পব র ভালোর জন্যই দরকার। প্রত্যেকের স্টান্স ক্লিয়ার হবে।
  • PT | 213.110.242.5 | ২০ জানুয়ারি ২০১৬ ১৩:৫২689883
  • "তৃণ-বিজেপি জোট বামেদের একটি ইচ্ছেপূরণের খোয়াব। "
    সত্যি? এত মায়া তিনোর প্রতি? (এটা সন্ধ্যারাণী স্টাইলে বলতে হবে)
    এমনটি নাকি ইতিহাসে হয়নি? এযে শুনতে হবে কখনও কল্লোলদার কাছে এটা অভাবনীয়!! পাছে অর্ধ-ইতিহাসের আড়ালে আসল সত্য চাপা না পড়ে যায় তাই সকলেরই জানা ঘটনা আরেকবার এখানে দেওয়া থাকলঃ
    in 1999Trinamool Congress won 8 seats with BJP....
    In the 2004 Lok Sabha elections, TMC won 1 seat with BJP.....
    In the 2006 Vidhan Sabha elections, TMC won 30 seats with BJP.......

    "মানে এমনটি হলে বামেদের সুবিধা হয় - তৃণ সাম্প্রদায়িক - এটা বলতে। "
    ভোটে জেতার জন্য আগে সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে তিনো সরাসরি জোট বেঁধেছে। আর এখন কান বের করে মাথায় ঘোমটা দিয়ে যিনি নিয়মিত সিদ্দিকুল্লার মিটিং-এ যান তিনি সংখ্যালঘু সাম্প্রদায়িক কার্ড অনেক আগেই খেলে দিয়েছেন।
    অর্থাৎ কিনা তিনো একটি সাম্প্রদায়িক জোটে আগেও ছিল আর ২০১৬-র জন্যেও এখনই সেটা সেরে ফেলেছে।

    "খালি পিটির বারবার গোটা দেশে কং কী করে ,স্বাধীনতার পর থেকে, বিদেশি পুঁজি ও কাদের কাদের তল্পিবাহক হয়ে , জনগণের বিকাশের পথ রুদ্ধ করে মা-মাসি করে দিয়েছে বা জরুরী অবস্থার কত যন্ত্রণা জাতীয় পোস্তগুলো মনে করবেন।"

    তাত্বিকতা তো অনেক হল। কিন্তু বিজেপিকে তাড়ানোর যে খোয়াব দেখছেন সেটা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে হাত না মেলালে কি করে করবেন? এট্টু ঝেড়ে কাসুন দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন